APP দিয়ে পেনশনার লাইফ ভেরিফিকেশন করবেন কিভাবে - How to complete pensioner life verification with APP

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 148

  • @farjanaovichy5977
    @farjanaovichy5977 9 месяцев назад +3

    আপনার video থেকে অনেক হেল্প পেয়েছি। Thanks

  • @mdmohiuddinraza
    @mdmohiuddinraza 2 месяца назад

    thanks a lot sir

  • @FASTCOMSOFTWARE
    @FASTCOMSOFTWARE 4 месяца назад +1

    A lot of Thanks

  • @zahirmener
    @zahirmener 4 месяца назад +1

    লাইক কমেন্ট না করলে পুরাই অপমান করা হবে। খুব ভালো উপস্থাপনা।

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  4 месяца назад

      আসলে লাইক/কমেন্ট না করলে আর কোন উপায়েই আমার পক্ষে জানা সম্ভব না যে ভিডিওগুলো আসলেই আপনাদের কাজে আসছে কিনা। আবার কাজে আসছে জানলে বেশ ভালোও লাগে এজন্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলা আর কি।
      আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।

  • @Disha-dx5bl
    @Disha-dx5bl 9 месяцев назад +4

    আমার আব্বু মারা যাওয়ার পর আমার আম্মু পেনশন পায়।মাসিক পেনশন এসেছে কিন্তু ঈদ বোনাস এখনো আসেনি।এ্যাপে লগ ইন করার ট্রাই করছি এনআইডি ছবি দেয়ার পর সেকেন্ড স্টেপে ইপিপিও নাম্বার দেয়ার পর জাস্ট লোডিং দেখাচ্ছে কিন্তু লগ ইন হচ্ছে না,, আমি কি করতে পারি কাইন্ডলি জানাবেন

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  9 месяцев назад +1

      আপনার পরিচিত অন্যরা কি পেয়েছেন? কিংবা মেসেজ আসে নি কিন্তু একাউন্টে ঢুকেছে এমনটাও হতে পারে। ওয়েল যেহেতু লোডিং দেখাচ্ছে সেক্ষেত্রে অন্য আর একটা ডিভাইস থেকে ট্রাই করে দেখেন পারেন কিনা। ওনাদের ওয়েবসাইটেও তথ্য দেখা যায় মানে যেই টাকাগুলো ঢুকেছে আন্টির একাউন্টে, ওখানেও চেক করতে পারেন।

    • @sheikh.prince
      @sheikh.prince 7 месяцев назад +1

      আমরাতো ঈদের বোনাস পাই

    • @Salimahmad-ge1k.r
      @Salimahmad-ge1k.r 4 месяца назад +1

      Same😢

  • @nipachowdhury-u7n
    @nipachowdhury-u7n 4 месяца назад +1

    Achea life verification korta kotodin somoy lagea ajka ami amar babaka niya geachila tara kagos potra rakchea.bolchea porborti kono masa asta hobea ota lika dichea. Samopono hoicea kina kmn janba.areta kitha ata hochea amar maa ta amar baba pai..

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  4 месяца назад

      প্রতি বছর করতে হয় ভেরিফিকেশন, ঐ সময় শেষ হবার আগে করা যায় না। গতো বছর কোন মাসে করেছিলেন সেটার ওপরে নির্ভর করবে এবছর কোন মাসে করতে হবে। এমনিতে ভেরিফিকেশন করতেতো তেমন সময় লাগে না, এপের মাধ্যমেতো সাথে সাথেই ভেরিফিকেশন করা যায়। ফিজিক্যালি অফিসে গেলেও কম বেশি ২-১ দিনের মধ্যেই ভেরিফিকেশন হবার কথা। এখন ওনারাই ভালো বলতে পারবেন আপনার ক্ষেত্রে ইস্যুটা কোনটা

    • @nipachowdhury-u7n
      @nipachowdhury-u7n 4 месяца назад

      Jodi kono message na asche tahola ki vava bujbo hoichea kina. na hoiyea thaklea koronio ki

  • @softheart.
    @softheart. 8 месяцев назад +2

    EPPO number er jonno website aa boltase Data base aa. Naki nai..tai ami help option aa geya.. tader email korsi..besoy ta.. tahola ki hobe naki abr sorasori jeta hobe DC office

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  8 месяцев назад

      সরাসরি ওনাদের সাথে কথা বলাই ভালো হবে

  • @rahuldevdutta2902
    @rahuldevdutta2902 2 месяца назад +1

    Country outside thaka pension life verification ai app deya kora jabay ?

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  2 месяца назад

      লোকেশন সমস্যা হবার কথা না, আমি যতদূর বুঝতেছি আর কি

  • @azadahamed1266
    @azadahamed1266 10 месяцев назад +1

    Ami amer ammur life verification korechi 22,2 ,2024,,,,,sucess hoeche but aj 3,3,2024 akhon porjonto account a pention er tk account a duke ni,,, ami ke r o wait korbo,,,naki again life verification korbo? Life verification next date 2025 january,

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад

      আবার করতে চাইলে বলবে আপনার ভেরিফিকেশন হয়ে গেছে, ২য় বার করতে দেবে না। আপনি বরং অপেক্ষা করুন দেখবেন টাকাটা চলে আসছে। এতদিন যেহেতু পেয়েছেন সমস্যা হবার কথা না।

    • @azadahamed1266
      @azadahamed1266 10 месяцев назад +1

      ভাই 2023 juneথেকে account a tk dukche না,,,ami physically zogazog করলে উনারা বলে j এইখানে আসছেন kno?আপনি বাসায় বসে online verification করেন,,,sudu sudu কষ্ট and tk খরচ করবেন কেনো? Ter পর ami বাসায় বসে online a life verification করি and sucess হয়,, but unfortunately এখন o tk duke ni,,,thx fr rply

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад +1

      তাহলে আর কয়টা দিন দেখে আবার ওনাদেরকে জিজ্ঞেস করুন। যেহেতু পেন্ডিং ছিলো আগে থেকেই! কতদিন লাগতে পারে শুনবেন। ওনারা না বলতে পারলে ওনাদের উপরের অফিসে যোগাযোগ করে দেখবেন।

    • @azadahamed1266
      @azadahamed1266 10 месяцев назад +1

      Thx ভাই আজকে টাকা account a dukse,

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад +1

      ওয়েলকাম ভাই।
      আচ্ছা ভাই জুন থেকে যা বাকি ছিলো সবটাই ঢুকেছে নাকি শুধু এই মাসেরটাই ঢুকেছে জানাবেন I'm curious...

  • @asifahamed5095
    @asifahamed5095 10 месяцев назад +2

    Amar baba r verification date cilo... January , 2024,,.. But timely korta pari nai.. Akon just error dakay...Akon ki korbo vai???

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад

      আপনাকে আগের নিয়মে মানে নিকটস্থ অফিসে ফিজিক্যালি গিয়ে ভেরিফিকেশন করতে হবে।

    • @farjanaovichy5977
      @farjanaovichy5977 9 месяцев назад +1

      আমার আম্মুর pension নিয়ে ও এই প্রব্লেম হয়েছিল.... উনাদের অফিসে যেতে বল্লো.. অল্প কিছু সময়য়ের মধ্যেই প্রব্লেম সমাধান হয়ে গেল 😊

    • @kitchensofpopy8023
      @kitchensofpopy8023 8 месяцев назад +1

      Eppo number ta ki

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  8 месяцев назад

      হ্যা, ওনাদের কাছে বেশ কিছু এক্সেস দেয়া আছে এই পেনশনার এপ্লিকেশনের জন্য।

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  8 месяцев назад

      পেনশনারদের জন্য আলাদাভাবে একটা ইউনিক eppo নাম্বার দেয়া থাকে। মেসেজেও তাদেরকে এটা জানায় দেয়া হয়

  • @shahjahanmia2908
    @shahjahanmia2908 Месяц назад

    আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার ভিডিও দেখে আমরা লাইফভেরিফিকেশন করেছি ওকে হয়েছে। পরবর্তী একটি মেসেজ দেওয়ার কথা সেটা আর আসেনি।নভেম্বর মাসের চার পাঁচ তারিখে করেছি। এখনো কোনো মেসেজ আসেনি। এখন এটি কিভাবে জানতে পারি।

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  Месяц назад

      ওয়ালাইকুম আসসালাম। এপের ভেতরেই দেখায়, হিষ্ট্রি আছে কোথায় কিসের মাধ্যমে ভেরিফিকেশন করেছেন সেটা। মেসেজ আসার ব্যাপারটা আমি নিশ্চিত না, এটার কারন নানানটা হতে পারে। পরের মাসের পেনশন না ঢুকলে তখন চিন্তার বিষয়।

  • @sushilshastri5440
    @sushilshastri5440 5 месяцев назад +1

    Thanks

  • @srlofi_m1
    @srlofi_m1 5 месяцев назад +1

    আমার মায়ের ভেরিফিকেশন করতে এ‍্য‍াপে ঢুকেছি। লাইভ ভেরিফিকেশন অপশনে গেলে বলতেছে পেনশনারের সাথে আপনার সম্পর্ক স্থিতি নেই এবং ভেরিফিকেশন হচ্ছে না। এর সমাধান কী

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  5 месяцев назад

      হয়তো ওনার ডাটাবেজ আপডেট নাই। ওনাদের অফিসে গিয়ে কথা বলে দেখুন

  • @sawonsohag2706
    @sawonsohag2706 4 месяца назад +1

    আমার আম্মার পেনশন হিসাব অফিস বরিশাল,আমি খুলনা ব্যাংক থেকে টাকা,তুলি,কিন্তু আমার জানার বিষয় হলো নিকট অফিস বলতে খুলনার হিসাব অফিসে গেলে হবে?

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  4 месяца назад

      হ্যা, সমস্যা নাই। ওনারা যদি না পারেন সেক্ষেত্রে কি বলেন শুনবেন। কিন্তু এখন সবই অনলাইনে সো এক জায়গার মানুষ অন্য জায়গাতে সেবা না পাবার কারন দেখি না। আমার আব্বার সমস্যা আমি ঢাকার অফিসে যোগাযোগ করে সমাধান করেছিলাম যদিও ওটা আমার জেলা না।

  • @RohanAhmed-kv7en
    @RohanAhmed-kv7en 11 месяцев назад +1

    আমার দাদার মিত্যুর পর আমার দাদি পেনশন পায় । তো তাঁর লাইভ ভেরিফিকেশন November 2023 ছিল । কিন্তু ভেরিফিকেশন করার সময় সব কিছুই ঠিকঠাক হয় কিন্তু সেলফি তোলা যায় না ক্যামেরা চালু হয় না । লেখা আসে পেনসনারের সাথে আপনার সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। এর সমাধান কি দয়া করে বলবেন।

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  11 месяцев назад

      একাউন্টে আপনার দাদির ছবি এড করা নাই একারনে ওটা দেখাইছে আমি যতদূর বুঝছি।
      আপনি ওনাদের নিকটস্থ অফিসে যোগাযোগ করেন, ওনারাই ব্যাবস্থা করে দেবে কিংবা বলে দেবে কি করতে হবে।

    • @RohanAhmed-kv7en
      @RohanAhmed-kv7en 10 месяцев назад +1

      আমাদের এলাকায় smart card 12 ফেব্রুয়ারি দিয়েছে।So আমার দাদিকেও দিয়েছে। তারপর থেকে Pensioner ভেরিফিকেশন apps এ লগইন করার সময় Image Processing server error. Error code: 2001 N এই লেখাটি আসছে । এরকম কেন হচ্ছে? আগে তো লগইন হতো কিন্তু এখন Image Processing server error. Error code: 2001 N লেখাটি আসছে কেন? একটুখানি বলবেন।

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад

      ঢোকার সময় এখনকার স্মার্ট আইডির ১০ ডিজিট দিয়ে ঢোকার চেষ্টা করেছেন? NID স্ক্যান না করে নাম্বার ইনপুট দিয়ে ঢোকার চেষ্টা করে দেখেন তো

    • @RohanAhmed-kv7en
      @RohanAhmed-kv7en 10 месяцев назад +1

      @@MdOmarFarukKhan সব গুলো দিয়েই চেষ্টা করছি NID , smart card সব সময়ই একই লেখা আসছে Image Processing server error. Error code: 2001 N দুই এক দিনের মধ্যে কি ঠিক হওয়ার সম্ভাবনা আছে?

    • @youtubebs8040
      @youtubebs8040 10 месяцев назад +1

      কোন কিছুতেই আপস কাজ করে না

  • @mikuhellobangla709
    @mikuhellobangla709 6 месяцев назад +1

    2024 এর এপ্রিলে ডেইট ছিল ভেরিফিকেশন এর। আমার বাবা জানতেন না। এই মাসের টাকা আসতেছিল না এখন এই এপস এ ডুকে দেখি তার পেনশন অবস্থা নিক্রিয়,লাইফ ভেরিফিকেশন এর ডেইট চলে গেছে।
    এই অবস্থায় কি করা যায় একটু দ্রুত রিপ্লাই দিবেন প্লিজ

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  6 месяцев назад +1

      আপনার নিকটস্থ হিসাব রক্ষণ কার্যালয়ে যোগাযোগ করবেন।
      এটা ওনাদের ওয়েবসাইট pension.gov.bd/

    • @mikuhellobangla709
      @mikuhellobangla709 6 месяцев назад +1

      @@MdOmarFarukKhan উনার প্রায় ২ মাস লেইট কোন সমস্যা হবে না তো??
      উনি খুব টেনশনে আছে। অসুস্থ অবস্থায় কোথায় যেতে হয় না হয়

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  6 месяцев назад

      আশা করি সমস্যা হবে না। আমার আব্বাকে নিতে হয় নি। অফিসে গিয়ে ওনাদের সামনে দরকার হলে ভিডিও কলে কথা বলায় দিয়েন।

  • @NaharIslam-mk8wi
    @NaharIslam-mk8wi 4 месяца назад +1

    NID card Image processing server errors দেখাচ্ছে । এইটা কি করণীয়।

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  4 месяца назад +1

      অন্য ফোন দিয়ে ট্রাই করুন তারপরও না হলে ওনাদের সাথে যোগাযোগ করুন

    • @NaharIslam-mk8wi
      @NaharIslam-mk8wi 4 месяца назад +1

      @@MdOmarFarukKhan অন্য ফোন দিয়ে ও try করছি ।
      Old NID নম্বর 13 ডিজিটের। কিন্তু এখানে 17 ডিজিট আছে ।

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  4 месяца назад +1

      ১৩ ডিজিটের শুরুতে আপনার জন্মসাল দিয়ে ১৭ ডিজিট বানায়ে দিয়ে দেখেন

    • @NaharIslam-mk8wi
      @NaharIslam-mk8wi 4 месяца назад

      সব কিছু done, কিন্তু আবার প্রেসেসিং success হচ্ছে না🙂 এইটা কি নেটওয়ার্ক সমস্যা এর জন্য কি?

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  4 месяца назад +1

      আমি ঠিক বলতে পারবো না, তবে অনেকেই লিখেছে কয়েকবার ট্রাই করে সাকসেস হইছে। আপনি সকালের দিকে ট্রাই করে দেইখেন যখন সার্ভারে লোড একটু কম থাকতে পারে এমন সময়ে।

  • @sibdatbinali8519
    @sibdatbinali8519 8 месяцев назад +1

    Assalamualaikum,
    Apnar Video Share kora jacche na kno ?

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  8 месяцев назад

      ওয়ালাইকুম আসসালাম।
      শেয়ার করা যাচ্ছেতো ভাই! এনিওয়ে আপনি অন্য কোন সমস্যা ফেস করছেন হয়তো, এখানে লিংক দিয়ে দিচ্ছি, এটা কপি করেও শেয়ার করতে পারেনঃ
      ruclips.net/video/MkVqTba-cjU/видео.htmlsi=kPDI2cn0Qy7Xdfoe

    • @sibdatbinali8519
      @sibdatbinali8519 8 месяцев назад +1

      @@MdOmarFarukKhan Thanks Bhai

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  8 месяцев назад

      You are welcome

  • @Dip_BD
    @Dip_BD 4 месяца назад +2

    আমি গতবছর ২,৩ চেষ্টা করে সফল হয়েছিল। কিন্তু এইবছর ৩০,৪০ বার চেষ্টা করেও সফল হয়নি। কি করতে পারি।

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  4 месяца назад

      ওদের সার্ভারে কোন সমস্যা কিনা কে জানে; আপনি ওনাদের অফিসে সরাসরি যোগাযোগ করে খোজ নিয়ে দেখেন কি অবস্থা। নিচের লিংকে ওনাদের যোগাযোগ নম্বরও আছে; কথা বলে দেখতে পারেন
      www.cafopfm.gov.bd/urgent-notice-two.php

    • @harunrashid8923
      @harunrashid8923 4 месяца назад +1

      আমিও এ মাসে অনেক বারই চেষ্টা করেও কোনো সফলতা পাওয়া যায় নাই।

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  4 месяца назад

      ওপরে দেয়া কমেন্ট অনুযায়ী যোগাযোগ করে দেখুন ওনারা কোন সমাধান দেন কিনা

  • @mdtaufikurrahmanshihab5011
    @mdtaufikurrahmanshihab5011 4 месяца назад +1

    প্রতি মাসে পেনশনের টাকা যে ফোন নম্বর এ আসত সেই নম্বর পরিবর্তন করতে চাই কিভাবে করব,ধন্যবাদ

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  4 месяца назад

      এটা ওনাদের অফিসে গিয়ে করাতে হবে।

  • @riyakhan2549
    @riyakhan2549 10 месяцев назад +1

    bhaiya joto bar nid no. Dicchi totobar e server error dekhacche.

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад

      আপনি অন্য মোবাইল দিয়ে একবার ট্রাই করে দেখুনতো। তাতেও না হলে ওনাদের অফিসে একবার গিয়ে কথা বলে দেখবেন যে কি ধরনের সমস্যা।

    • @jonydas6871
      @jonydas6871 6 месяцев назад

      বাজে ​@@MdOmarFarukKhan

  • @privateactivity5654
    @privateactivity5654 2 месяца назад

    আমি আমার মায়ের অক্টোবর ২৪ এর লাইফ ভেরিফিকেশন করেছি, সফল ও হয়েছে। কিন্তু এ্যাপের অনলাইন ইনফো তে নাম ভুল দেখাচ্ছে। এখন কি কিছু করনীয় আছে?

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  2 месяца назад +1

      এটার জন্য এপের ভেতরে কিছু করনীয় যতদূর মনে পড়ে নাই, আপনি ওনাদের অফিসে গিয়ে কথা বলুন

  • @Abdullahmohammad-4163
    @Abdullahmohammad-4163 4 месяца назад +1

    ভাই আমার বাবা মৃত, হেলথ অফিসার ছিলেন, পেনশন পায় আমার মা। এখন উপজেলা হিসাবরক্ষন অফিসে গেলে তারা বলে তথ্য হালনাগাদ করার জন্য নাকি ঢাকায় মেইল করে এখনো রিপ্লে আসেনা এজন্য লাইফ ভেরিফিকেশন হচ্ছেনা ২ মাস ধরে অপেক্ষা করাচ্ছে কিন্তু এখনো,এবং একাউন্ট ব্লক দেখাচ্ছে

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  4 месяца назад +2

      তাহলে সরাসরি আপনারাই ঢাকাস্থ অফিসে যোগাযোগ করে দেখুন, তারা কেনো দেরি করতেছেন।

  • @tasmiajeba3938
    @tasmiajeba3938 10 месяцев назад +1

    ভাইয়া আগে দাড়ি ছিল এখন দাড়ি নেই মুখে এখন ভেরিফিকেশন নিচ্ছে না কি করা উচিত

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад

      সেক্ষেত্রে ফিজিকালি অফিসে গিয়ে আগের মতো করতে হবে

  • @robinhood578
    @robinhood578 2 месяца назад +1

    একটা প্রশ্ন। আমার আব্বু মারা যাবার পর পেনশন আম্মুর নামে করা হয়েছে। এখন লগ ইন করার সময় NID নাম্বার কারটা দিতে হবে? আব্বুরটা নাকি আম্মুরটা? যদি বলতেন। ধন্যবাদ।

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  2 месяца назад +1

      এখন পেনশনভোগী হলেন আপনার আম্মু, সো তারটাই দেবেন। এখন প্রশ্ন হলো তার তথ্যগুলো ওনারা ওখানে আপডেট করে দিছেন কিনা! এটা আপনি এপে ঢোকার ট্রাই করলেই বুঝতে পারবেন।

    • @robinhood578
      @robinhood578 2 месяца назад

      @@MdOmarFarukKhan অনেক ধন্যবাদ ভাই রিপ্লাইয়ের জন্য। তবে আম্মুরটা দিয়েও ট্রাই করলাম অনেকবার। ডেটাবেজে নেই বলছে। অন্য অনেকের কমেন্ট দেখলাম, তারা বললো যে এপে নাকি অনেকবার ট্রাই করার পর সফল হয়েছে।

  • @KamrunNahar-wz6rv
    @KamrunNahar-wz6rv 10 месяцев назад +1

    Vai image processing error .dekhacche. ki korbo

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад

      আপনি অন্য একটা মোবাইল থেকে ট্রাই করে দেখেনতো হয় কিনা!

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад

      আর দিনের বেলা উজ্জ্বল আলোতে করবেন

  • @Masudrana-wm8jo
    @Masudrana-wm8jo 10 месяцев назад +1

    ভাই আমার মার পেনশন।
    পেনশনারের সাথে আপনার ডাটাবেজ মিলছে না, এটা বলে।
    এখন আমি কি করবো।

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад +1

      সেক্ষেত্রে ওনাদের অফিসে গিয়ে সামনাসামনি কথা বলে দেখুন, ওনারাই সমাধান দেবেন এবং ডাটাবেজে এন্ট্রির ব্যাবস্থা করবেন

    • @RajuAhmed-it9ru
      @RajuAhmed-it9ru 9 месяцев назад

      এইটা আপনে কিছু করতে পারবেন না৷

  • @RajuAhmed-it9ru
    @RajuAhmed-it9ru 9 месяцев назад +1

    ভাই আমার দাদুর টা হইতাছে না কেন৷ হিসাব লহ্মন কাযা্লয় জাইতে বলতাছে৷ আমি কি করবো৷

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  9 месяцев назад

      হয়তো ট্যাগ করা নাই, কিংবা প্রোফাইল আপডেট করা নাই। আমার আব্বারটাও প্রথমে ছিলো না, পরে হিসাব রক্ষণ কার্যালয়ের ওনারা করে দেবার পর আর যাওয়া লাগে নাই, বাসাতেই পরেরবার করতে পারছি এপ দিয়ে।

  • @md.angur.talukdar1190
    @md.angur.talukdar1190 8 месяцев назад +1

    একাউন্ট খোলা আছে কিন্তু ইউজার আইডি কি ভাবে বসাবো

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  8 месяцев назад

      এখানেতো ইউজার আইডি কিংবা রেজিস্ট্রেশন করে একাউন্ট খোলা বা পাসওয়ার্ড সেট করার মতো কোন ব্যাপার নাই ভাই। আপনি যেই এপটা দেখাইছি সেটাই মিন করছেন নাকি অন্য কোন এপের কথা বলছেন? এনিওয়ে ভিডিওর এপটা দিয়েই করার চেষ্টা করে দেখুন এখানে কোন রেজিস্ট্রেশন করা লাগে নাই আমার।

  • @RipaAkter-c1n
    @RipaAkter-c1n 10 месяцев назад +1

    ডাটাবেজে ছবি সংযুক্ত নেই
    এটা দেখাচ্ছে
    এখন করনীর কি???

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад

      ওনাদের অফিসে গিয়ে কথা বলতে হবে যেনো ছবি সংযুক্ত করার ব্যাবস্থা করে দেন

    • @RipaAkter-c1n
      @RipaAkter-c1n 10 месяцев назад +1

      অফিসে গিয়ে ছবি সংযুক্ত করলে কি পরবর্তীতে আ্যাপসের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবো??
      কাইন্ডি জানাবেন...

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад

      হ্যা পারবেন, একবার ডাটাবেইজে তথ্য আপডেট হয়ে গেলে বাসায় বসেই করতে পারবেন

    • @RipaAkter-c1n
      @RipaAkter-c1n 10 месяцев назад +1

      ধন্যবাদ আপনাকে

  • @nahidmukul5546
    @nahidmukul5546 2 месяца назад

    ভাই এই অ্যাপের মাধ্যমে বিদেশে বসে লাইভ ভেরিফিকেশন করা কি সম্ভব? কারণ বিদেশেতো বাংলাদেশের নেটওয়ার্ক বা সিম ব্যাবহার করা যাবে না। সেক্ষেত্রে অ্যাপে ভেরিফিকেশন করতে গেলে সমস্যা হবে?

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  2 месяца назад

      সমস্যা না হবারই কথা, আসলে করে দেখতে হবে তাহলে বোঝা যাবে। লজিক্যালি না হবার কারন দেখি না।

    • @nahidmukul5546
      @nahidmukul5546 2 месяца назад

      ​@@MdOmarFarukKhan ট্রাইতো কোরবো ভাই, কিন্তু যদি সমস্যা হয় তখন চাইলেতো দেশে আসতে পারবো না। তাই আগে থেকে কোন ব্যবস্থা থাকলে সেটা ঠিক করে যেতে চাচ্ছিলাম আরকি। এ ব্যাপারটা একটু সিওর হয়ে কি জানাতে পারবেন? তাহলে বিশেষ উপকার হতো।

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  2 месяца назад

      ওনাদের সাথে যোগাযোগ করুন
      www.cafopfm.gov.bd/contact.php
      www.cafopfm.gov.bd/index.php

  • @NazirAhmed-dv6gz
    @NazirAhmed-dv6gz 7 месяцев назад

    Live Verification 4:05

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  7 месяцев назад

      ! At first look I didn’t find anything. But I'll look into the issue later vai. Thanks

  • @salmafawziasafa8999
    @salmafawziasafa8999 10 месяцев назад +1

    বয়স্ক ভাতার জন্য লাইফ ভেরিফিকেশন কীভাবে করবো?
    জানাবেন প্লিজ

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад

      আমি যতদূর জানি এটা নিয়ে কাজ করে সমাজকল্যাণ অফিস এবং সোনালী ব্যাংক, ওনাদের কাছে খোজ নিলে জানতে পারবেন।

  • @rajuahamedakas3652
    @rajuahamedakas3652 9 месяцев назад +1

    লাইভ ভেরিফিকেশন App দিয়ে করার কতো দিন পর টাকা ঢুকবে?

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  9 месяцев назад

      এটাতো বলতে পারবো না ভাই। তবে ঢুকবে যে সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন না হলে হিসাব রক্ষণ কার্যালয়ে যোগাযোগ করবেন বেশি দেরি হলে।

  • @BomkesAki
    @BomkesAki 2 месяца назад

    Accha vaiya nonmarriage certificate chay eita kivabe bahir korbo

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  2 месяца назад

      আমার জানা নাই এটার ব্যাপারে।

  • @MoynaBegum-x6w
    @MoynaBegum-x6w 11 месяцев назад +1

    আমার নানা মারা যাওয়ার পর পেনশন এর টাকা আমি নানি পায় কিন্ত জানুয়ারীর বেতন এখনও পায় নাই এখন আমরা কি করতে পারি একটু বলবেন

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  11 месяцев назад +1

      প্রতি ১১ মাস পরপর ভেরিফিকেশন করতে হয়। ভেরিফিকেশন যদি আপটুডেট না থাকে পেনশন বন্ধ হয়ে যেতে পারে। আর যদি ভেরিফিকেশন আপটুডেট থাকে সেক্ষেত্রে অন্য ইস্যু।

    • @MoynaBegum-x6w
      @MoynaBegum-x6w 10 месяцев назад +1

      ভেরিফিকেশন করবো কি ভাবে

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад

      ম্যানুয়াল পদ্ধতি হলো নিকটস্থ অফিসে যাওয়া আর এই ভিডিওতে আমি এপস এর মাধ্যমে কিভাবে করতে হয় সেটা নিয়ে বলেছি

    • @abdullahalfirozat5563
      @abdullahalfirozat5563 10 месяцев назад +1

      ভাই অনলাইনে ভেরিফিকেশন করলে কি সব কিছু মেইন অফিস ঢাকা চলে যাবে। সমস্যা হলে কি ঢাকা গিয়ে সমাধান করতে হবে? নাকি নিজ উপজেলায় করা যাবে?

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад

      যা আপনার উপজেলায় তা আপনার উপজেলাতেই থাকবে আপনি খালি বাড়িতে বসে অনলাইনে ভেরিফিকেশন করবেন।

  • @sawonsohag2706
    @sawonsohag2706 4 месяца назад +1

    এ্যাপ এর পরবর্তী ধাপে যাওয়া যায় না।কারন

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  4 месяца назад

      কি ধরনের ইরর পাচ্ছেন

  • @raselmia6465
    @raselmia6465 5 месяцев назад +1

    Epp number kivabe pete pari?

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  5 месяцев назад

      বেশ কয়েকবার এর উত্তর দিয়েছি। কমেন্ট গুলো একটু চেক করুন।

  • @AfzalHossain-v4x
    @AfzalHossain-v4x Месяц назад

    আমি কিভাবে ইপিপি এর নাম্বার বাহির করব

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  Месяц назад

      যিনি পেনশন পান তাকে এটা মেসেজ দিয়ে জানায় দেয়া হয়

  • @rokonzamzn7295
    @rokonzamzn7295 8 месяцев назад +1

    ভাই ইপিপিও নাম্বার পাওয়ার কি কোন উপায় আছে

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  8 месяцев назад +1

      এটা পেনশন ধারীদের মেসেজ দিয়ে জানানো হয়। আপনি না পেয়ে থাকলে ওনাদের অফিসে গিয়ে যোগাযোগ করে কথা বলে দেখুন।

  • @NitikaneharunNitikaneharun
    @NitikaneharunNitikaneharun 4 месяца назад

    Kivabe hoina to

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  4 месяца назад

      কোন পর্যায়ে গিয়ে বাধা পাচ্ছেন, জানাবেন

  • @distancefans
    @distancefans 10 месяцев назад +1

    লাইফ ভেরিফিকেশন ব্যার্থ দেখায় কেন

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад

      হতে পারে ছবি ঠিকমতো ফ্রেমে আসছে না। আপনি দিনের বেলায় যথেষ্ট আলোতে চেষ্টা করে দেইখেন

    • @srahmanb5631
      @srahmanb5631 4 месяца назад +1

      Image processing server error দেখায়।তারপরও ঠিক আছে লেখায় ক্লিক করে ছবি দিলেও শুধু অপেক্ষা করতে বলে।

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  4 месяца назад

      অন্য ফোন দিয়ে ট্রাই করে দেইখেনতো কি অবস্থা দাঁড়ায়

  • @Abdullahmohammad-4163
    @Abdullahmohammad-4163 4 месяца назад +1

    একাউন্ট ব্লক দেখালে কি করণীয়? দয়া করর বলুন

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  4 месяца назад

      নিকটস্থ হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করুন

  • @anikthewarrior3499
    @anikthewarrior3499 5 месяцев назад +1

    ভাই আমার আম্মুর লাইফ ভেরিফিকেশন অ্যাপ দিয়ে করতে গেলে দেখাচ্ছে- দুঃখিত লাইফ ভেরিফিকেশন করা সম্ভব হচ্চে না। নিকটস্থ হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করুন

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  5 месяцев назад

      হয়তো কোনো সমস্যা আছে। আপনি ওনাদের অফিসে গিয়ে কথা বলে দেখুন

  • @MahmudaAfrinMili
    @MahmudaAfrinMili 11 месяцев назад +1

    আমার বাবার লাইফ ভেরিফিকেশন করেছি।কিন্তু ইনএক্টিভ দেখাচ্ছে।পেনশন বন্ধ হয়ে গেছে। এখন করনীয় কি

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  11 месяцев назад

      এক্ষেত্রে আপনি ওনাদের অফিসে গিয়ে কথা বলে দেখুন, কি বলেন তারা।

    • @sabbirology
      @sabbirology 8 месяцев назад +1

      আমাদেরও একই সমস্যা হয়েছে, আপনাদের Inactive problem সমাধান হয়েছে কি? যদি হয়ে থাকে তাহলে কিভাবে করেছেন, প্লিজ একটু জানাবেন।

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  8 месяцев назад

      অফিসে গেলে ওনারাই হেল্প করে দেবে

    • @sabbirology
      @sabbirology 8 месяцев назад +1

      @@MdOmarFarukKhan Eid ar age thike ghurtesi, khali bole dhaka te kotha bolesi, next week a active hoye jabe..
      Ajonno jigges korlam uni kivabe thik koresen?

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  8 месяцев назад

      বুঝতে পারছি। হয়ে যাবে ইনশাআল্লাহ, আবারও যোগাযোগ করে দেখতে পারেন

  • @atikullahshohag7205
    @atikullahshohag7205 10 месяцев назад +1

    লাইফ ভেরিফিকেশন এ ছবি আপলোড হচ্ছে না,কেউ হেল্প করবেন??

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад

      আপনি কি NID র ছবি আপলোডের চেষ্টা করছেন? আপনি তা না করে কিবোর্ড দিয়ে ডিজিট গুলা লিখে দেন।

    • @atikullahshohag7205
      @atikullahshohag7205 10 месяцев назад +1

      @@MdOmarFarukKhan লগইন করার পর ছবি তুলতে গেলে দুঃখিত আসে।

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  10 месяцев назад

      এপটা আপডেটেড কিনা দেখেন আর অন্য একটা ফোন দিয়েও চেষ্টা করে দেইখেন পারেন কিনা

  • @jonydas6871
    @jonydas6871 6 месяцев назад +1

    সিষ্টেম বাজে একদম

    • @MdOmarFarukKhan
      @MdOmarFarukKhan  6 месяцев назад

      ইম্প্রুভ করতে পারলে সিষ্টেমটা অনেক কাজে দেবে