ই-প্রতারণা | Investigation 360 Degree | EP 258

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 514

  • @FatimaAfroj
    @FatimaAfroj 4 года назад +48

    এই অনুষ্ঠানটি খুব ভালো লাগে ধন্যবাদ প্রচার করার জন্য

  • @nurmohammadsujon8417
    @nurmohammadsujon8417 4 года назад +29

    আমি দেশের একটা নামকরা পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের জব করি আমার কত যে খারাপ লাগে যখন গ্রাহকরা প্রতারিত হয় ।অনেক যোগাযোগ করেছি বিভিন্নস্থানে এ সকল প্রতারক অনলাইন ব্যবসায়ীদের চক্র টাকে ধরিয়ে দেওয়ার জন্য কেউ সাড়া দেয়নি আপনারা যদি মনে করেন এ ধরনের প্রতারক চক্র কে আপনাদের ক্যামেরায় বন্দী করে আইনের হাতে তুলে দেওয়ার সুযোগ করে দিবেন তাহলে আমি আপনাদের যথেষ্ট তথ্য দিয়ে সময় দিয়ে সহযোগিতা করবো ।বিশেষ করে মোবাইল নিয়ে অনলাইনে অনেক প্রতারণা করে ভালো ভালো ব্র্যান্ডের মোবাইলের কথা বলে প্যাকেটে পাঠিয়ে দেয় নষ্ট ব্যবহার অযোগ্য মোবাইল সেট

    • @mokshdulsardar2571
      @mokshdulsardar2571 4 года назад

      আপনার ঠিকানা কোথায় ??

    • @NZ-King
      @NZ-King 4 года назад +2

      Bro ,,,apnara Jodi product valo kore check kore delivery diten tahole ar Amon problem hove na.......

    • @islamicdairy4087
      @islamicdairy4087 4 года назад +1

      apnar office a bose packets khulty dilei to hoy.daraz theky product kineo protarito hocci

  • @AmazedAnimes
    @AmazedAnimes 4 года назад +62

    ফারাক্কা বাঁধ নিয়ে দেশের মানুষের মনে কত আক্ষেপ কিন্তু সংবাদমাধ্যম গুলোতে এটি নিয়ে কোন পদক্ষেপই নেয়া হয় না কেন?
    প্রতিবছর বর্ষাকালে বন্যা আর শুষ্ক মৌসুমে খরা দেশের এরকম ক্ষতি কিভাবে সহ্য করা যায়?

    • @AmazedAnimes
      @AmazedAnimes 4 года назад +1

      @Station of Creative ঠিক কিন্তু বর্তমানে যে সকল অপ্রয়োজনীয় এবং বাহুল্য খবর প্রচার করা হয় এগুলো প্রচার না করে দেশের ক্ষতি হচ্ছে এমন সংবাদ প্রচার করলে অনেক ভালো হয় না?

    • @AmazedAnimes
      @AmazedAnimes 4 года назад +1

      Hey the true bong
      বেশি করিস না ঢং চং
      দেশের তো জানিসনা হালচাল
      বেকার বকিস বালছাল
      মাথায় তো নাই কোন
      আর পাছায় লাগাইস স্নো

    • @কবিজসিমউদ্দিন-থ৯ঞ
      @কবিজসিমউদ্দিন-থ৯ঞ 4 года назад

      @@AmazedAnimes সহমত

  • @mdsahidulislamrakib4402
    @mdsahidulislamrakib4402 4 года назад

    মনোযোগ সহকারে আমি পুরো প্রোগ্রাম দেখলাম। দেখার পর অনুধাবন করলাম টিম 360 খুব ভালো পথে কাজ করছে, যেখানে ভোক্তা অধিকার সংরক্ষন কর্মকর্তারা অধিকতর পিছিয়ে । চাইলে ওনারা আপনাদের মত ইনভেস্টিগেশন করতে পারত, বরং ভোক্তাদের সান্তনা দেওয়ার জন্য তথাকথিত বাক্যটি ব্যবহার করে থাকেন ।বাক্যটি হলো- কোম্পানির ঠিকানা অনুযায়ী কোম্পানিটি ওই অবস্থানে পাওয়া যায়নি। এ সাধারণ ইনভেস্টিগেশন একজন সাধারন মানুষও করতে পারেন। এদিক থেকে টিম 360 অনেক এগিয়ে ।ধন্যবাদ আপনাদের ।শুভঙ্করের ফাঁকি আরেকটা জায়গায় ।সেটা হচ্ছে ই-কমার্স সাইটগুলো লেনদেনের পারমিশন কোন বিভাগ থেকে পায়। এস এস এল কমার্স দ্বারা নিশ্চয়ই। নকল আলি এক্সপ্রেস কোম্পানির অনুমোদন দিয়েছে এসএসএল কমার্স । তাহলে ওখান থেকেই সব সমস্যার সমাধান করা সম্ভব। আমি মনে করি ফেসবুকের যেসব ভাসমান ভ্যান গাড়ি ওয়ালা পণ্য কেনা-বেচা করেন তাদের দোষ দেব না কারণ ঢাকার ফুটপাত থেকে 30 টাকার হেডফোন কিনে বাসায় কি রকম সার্ভিস পাবেন এই সাধারণ জ্ঞানটুকু বাংলাদেশের মানুষের আছে ।ধন্যবাদ।।।

  • @aburaihanbabu4458
    @aburaihanbabu4458 4 года назад

    সাবাস টিম ৩৬০ ডিগ্রি,তোমরাই বাংলার সূর্য সন্তান।আমি গর্বিত এরকম একটা টিমকে বাংলার পাশে পেয়ে।আশা করি এরকম হাজার-হাজার টিম গড়ে উঠবে বাংলার বুকে,রুকে দিবে সমস্ত অন্যায়কে।তবে কথা কিন্তু একটাই ভালো থাকবেন,ভালো রাখবেন।

  • @mdariful5058
    @mdariful5058 4 года назад +69

    বিকাশে যে ২০০০টাকা দিছেন,, ঐটার তো খবর বাহির করতে পারলেন না...।।
    বিকাশ সিমের রেজিস্ট্রার যে আইডিতে হইছে,, ঐ তথ্য অনুযায়ী তাদের কে তো সামনে আনতে পারতেন...।।।

  • @seastar5746
    @seastar5746 4 года назад +19

    শুধু পন্যই না, খাবারেও কম ধোঁকা দেয় নাই। খাবার দিয়ে আরো বড় ধোঁকাবাজি করে। plz ফুড ডেলিভারি নিয়েও একটা অনুসন্ধান করেন।

  • @sttune
    @sttune 4 года назад +22

    পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টে আল্লাহ্ অসন্তুষ্ট।
    (তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০)

  • @kawcharhamid7999
    @kawcharhamid7999 4 года назад +6

    দারাজ থেকে জুলাই মাসে একটি প্রোডাক্ট কিনি। সব ঠিকঠাকই ছিল। কিন্তু আগস্টে আরো একটি প্রোডাক্ট অর্ডার করি এবার চাহিদা মাপিক প্রোডাক্ট না অন্য ভূয়া এক প্রোডাক্ট দিয়ে দেয়। প্রোডাক্ট চেইঞ্জের পলিসি থাকলেও তাদের অফিসের অস্তিত্ব খুজে পাইনি। এমনকি তাদের এ্যাপেও চেইঞ্জ অপশন কাজ করে নি। খুবই কষ্ট পেয়ে এ্যাপসটি আন ইন্সটল করি দি। এবং ভবিষ্যতে আর কিনবো না বলে প্রতিজ্ঞা করি।

    • @abrarfaisaltanzim9716
      @abrarfaisaltanzim9716 3 года назад

      Apner basa er kas E Kono Office nai....Apner delivery charge koto nise?..Er Apner Order I'd ti den

  • @milonkhan-fx8pd
    @milonkhan-fx8pd 4 года назад +1

    সব সময় অপেক্ষা করি আপনাদের এই অনুসন্ধানী অনুষ্ঠানের জন্য....দোয়া ও ভালবাসা সব সময়।
    মীর আহসান ভাইয়ের উপস্থাপনা পৃথিবী সেরা।

  • @Sumon360HD
    @Sumon360HD 4 года назад +8

    খুব দরকারী কোনো দ্রব্য ছাড়া আর কিছু কিনতে চাই না। লোভ কম, সমস্যা কম। যা কেনার তা দোকানে গিয়ে কিনব।

  • @abushallehinromjan4670
    @abushallehinromjan4670 4 года назад

    অনেকে অনেক ধন্যবাদ

  • @NewDarkKnight
    @NewDarkKnight 4 года назад +27

    অনেক ফোন এভেইলেবল থাক্লেও সস্তা পার্ট নেয়ার জন্য যারা কপি আইফোন কিনতে চায় তাদের এমন গোয়ামারা খাওয়াই উচিত।

  • @Wondermizan
    @Wondermizan 4 года назад +5

    Evaly All The Best.

  • @GadgetGarden1
    @GadgetGarden1 4 года назад

    গত বুধবার 16-09-2020 তারিখে আামার একটি স্যামসাং মোবইল চুরি হয়ে গেছে। সেটা ফিরে পাওয়ার কোন উপায় যদি থাকে দয়াকরে একটু জানাবেন ।

  • @akashbanik5114
    @akashbanik5114 4 года назад +17

    2:25 মাস্টারকপি ফোন তো বলেই সেল দিচ্ছে। এখানে দেখার বিষয় তারা সেটা সঠিকভাবে সরবরাহ করছে কিনা।

  • @golamsarwar7464
    @golamsarwar7464 3 года назад

    Love this programme

  • @mohmmadjahangiralam9221
    @mohmmadjahangiralam9221 4 года назад +1

    কাজের ব্যস্ততার কারণে টেলিভিশন দেখার কোন সুযোগ নেই। ইউটিউবে অবসর সময়ে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। কুয়েত থেকে।

  • @সত্যপ্রকাশ9251
    @সত্যপ্রকাশ9251 3 года назад

    ধন্যবাদ ভাই

  • @tawhidshek7645
    @tawhidshek7645 4 года назад

    tnx Jamuna tv/bangladesh RAB

  • @-taybahomes7054
    @-taybahomes7054 4 года назад

    THANKS TEEM 360

  • @mahmudirfan3321
    @mahmudirfan3321 3 года назад +1

    Hmm

  • @otv3995
    @otv3995 4 года назад +11

    বাংলাদেশে এখনো পর্যন্ত evaly সেরা আছে অনলাইন কেনা কাটার জন্য

  • @varioustrend3002
    @varioustrend3002 4 года назад +11

    বাংলাদেশের ই-কমার্স মানেই "দেখবেন ক্যাটরিনা পাবেন জরিনা"

  • @JahidHasan-uc6rn
    @JahidHasan-uc6rn 4 года назад

    এই সকল যারা মনিটরিং এর দায়িত্তে থাকেন তাদের গোয়ায় বাশ দেয়া দরকার তবেই ১০০% বাস্তবায়ন হবে।

  • @ishfaqueshaku8246
    @ishfaqueshaku8246 4 года назад +4

    ইভ্যালির প্রতারণা দেখানো দরকার। ৬ মাস হয়ে গেছে প্রোডাক্ট দেই নাই।

  • @careforyourself4116
    @careforyourself4116 4 года назад +6

    Ami india thaki ajke 1 year holo..flipcart / myntra _ / shein in shoppin korechi...akhon porjonto protarito hoiniiiiii

  • @MoHiNUdDiN12
    @MoHiNUdDiN12 4 года назад +2

    অপেক্ষায় আছি

  • @shahinalam7472
    @shahinalam7472 4 года назад +3

    আমি প্রতিটি ভিডিওর অক্ষায় থাকি

  • @banglawaz11
    @banglawaz11 4 года назад +15

    আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু
    ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ জান্নাতের প্রতিটি গাছের কাণ্ডই স্বর্ণ
    দ্বারা নির্মিত। সহীহ : তা'লীকুর রাগীব (৪/২৫৭)।

    • @bulbulism.1705
      @bulbulism.1705 4 года назад +3

      এ বাল এখানে বলার কারণ কি

  • @mdforhad3788
    @mdforhad3788 4 года назад

    Thank you

  • @simanthachakma7212
    @simanthachakma7212 3 года назад

    এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগছে কারণ আমি ও এই ই-কর্মাসে প্রতারনা পরছি

  • @rafiqulislam2010
    @rafiqulislam2010 4 года назад +2

    ভাই অনলাইনে কেনাকাটা করে আমি প্রতারিত হইছি আপনাদের কাছে অনুরোধ আপনারা অনলাইনে কোন কিছু কিনবেন না,,,,

  • @gmrsajib
    @gmrsajib 3 года назад

    এজন্যই আমি ক্যাশ অন ডেলিভারি ছাড়া প্রডাক্ট কিনি না। তাছাড়া প্রডাক্ট হাতে আসলে আগে খুলে দেখি দ্যান পে করি, একটু কষ্ট হলেও আলহামদুলিল্লাহ কোনো প্রতারিত হই নি। তাছাড়া বেশিরভাগ লোকেরাই ভালো জিনিস কম দামে কিনতে চায় আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যাবসায়ী। নিতীমালা কাগজে কলমে থাকলেও এর প্রয়োগ নেই,

  • @BiswajitDas-pl9ep
    @BiswajitDas-pl9ep 4 года назад

    Hats off 🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️ from International fan to Jamuna tv ❤️❤️❤️❤️🙋🏻‍♂️❤️

  • @ahmedfaisal_ap
    @ahmedfaisal_ap 4 года назад +1

    Evaly prosonge investigation korun. Amra j monekorchi amra vukto vogi seta apnader niropekkho investigation er maddhome clear hote ci.

  • @দৈনিকআমল২৪
    @দৈনিকআমল২৪ 4 года назад +5

    বড় বড় বিক্রেতা তো প্রতারণা করে তা সবাই জানি কিন্তু কোনো কোনো সময় ক্রেতা ও প্রতারণা করে, দেখা যায় ড্রেস নিয়ে একটা পার্টি বা অনুষ্ঠানে যোগদানে করে বলে হ্যান ত্যান সমস্যা,বাস্তবে সমস্যা ছিল না৷

  • @mohammadimran07733
    @mohammadimran07733 4 года назад +8

    এই সব চুরের কি বিচার হয় আমরা যানতে চাই তাই যমুনা টেলিভিশন এর কাছে একটাই চাওয়া এই প্রতিবেদন গুলার ফিডব্যাক চালু করবেন,,, তাহলে আমরা জানতে পারবো এই সব চুরের কি বিচার হয় নাকি না?

  • @mohinuddinmonir5169
    @mohinuddinmonir5169 4 года назад

    দোয়া করি আপনাদের জন্য

  • @md.shahin.miah707
    @md.shahin.miah707 4 года назад +2

    নতুন চ্যানেল।
    সবাই SUBSCRIBE করে পাশে থাকুন।

  • @rimen17
    @rimen17 4 года назад

    যমুনা টেলিভিশনের নিকট অনুরোধ রইলো তারা যেন ইভ্যালি নিয়ে একটা প্রতিবেদন তৈরি করে।।

  • @Emon.oN1000
    @Emon.oN1000 4 года назад +2

    যেই দেশে তেলের দাম আর ঘী এর দাম সমান সেই দেশে তো এরকম কিছু ব্যাপার নাহ......

  • @raihanuddin1414
    @raihanuddin1414 4 года назад

    excellent, samne egiye jan.....

  • @saariftravel5492
    @saariftravel5492 4 года назад

    My Favourite Channel & Crime

  • @momenlaskor3344
    @momenlaskor3344 3 года назад

    যমুনা টিভিকে ভালোবাসি,

  • @DM00
    @DM00 4 года назад +1

    অনলাইনে কেনাকেটা যেমন বাড়ছে তেমনি প্রতারণার ঘটনাও বেড়েছে

  • @mdemonchy3099
    @mdemonchy3099 4 года назад

    Bangladesh e Shob dika potaronar fad
    Agula janina kobe tik hobe,
    Thank you Jamuna Tv Valo kaj korar jonno.

  • @mdroni3027
    @mdroni3027 4 года назад

    Tnx Jamuna. Amio kinte caicilam.

  • @techshop4437
    @techshop4437 4 года назад

    hi
    ami arkm akjn k chini
    jei aishb kree
    tar biruddhe babosta kivabe nibo bujhtesi na
    apnara ki kno vabe help krte paren

  • @KingJalan
    @KingJalan 4 года назад +1

    বাংলাদেশের যত অনলাইন কোম্পানি আছে সবগুলো চিটিং বাটপার, ইন্ডিয়ার আমাজন কোম্পানি থেকে অনলাইন জিনিস কিনলে সেটা গ্যারান্টি ১০০% ইন্ডিয়াতে অনেক কোম্পানি আছে আমি নিজে ইন্ডিয়া থেকে জিনিস কিনেছি যেরকম অর্ডার করেছি সে রকমই পেয়েছি।

  • @shajjadullahsujan9840
    @shajjadullahsujan9840 4 года назад

    ভাই অনলাইন দোকান এর সাথে যদি একটু online Marrige Media গুলো দেখতেন তারাও অনেক ভুয়া সেবা ডিচ্ছে। তাহলে অনেক এর উপকার হত।

  • @choncholalmamun00
    @choncholalmamun00 4 года назад

    Good news

  • @shohanhossen179
    @shohanhossen179 3 года назад

    ই কমার্স এর বেচাকেনা করতে গেলে প্রতিষ্ঠান টির একটা সরকারি ডকুমেন্টশন করতে হবে এরকম একটা আইন করা দরকার এবং customer দের জানায় দিতে হবে,,,সরকারি ই কমার্স প্রতিষ্ঠান ব্যতীত কেনাবেচা করবেন না,,,,এরকম কয়েকটা আইন করা দরকার অনলাইন কেনাবেচায়,,,,

  • @mdalaminopu280
    @mdalaminopu280 4 года назад +3

    এতো সুন্দর টুপি মাথায় দিয়ে এই কাজ করে তার কি একটুও বিবেকে বাধে না,, তাহলে বুঝা যায় এই লেবাজ মানুষকে পাপের কাজ থেকে ফিরিয়ে আনতে পারে না বরং এইটা দিয়ে অন্যায় কাজকে ঢাকতে সাহায্য করে।।

  • @MNaimMedia
    @MNaimMedia 4 года назад +6

    😭কাউকে নিয়ে খারাপ টা ভাবার আগেই
    তার ভালো টা একটু ভেবে দেখ
    😣হাই রে বাংঙালী

  • @sumonahamed7400
    @sumonahamed7400 4 года назад

    অামি করোনার প্রথম সময় এক সাইট থেকে ২০ হাজার টাকা পন্য ক্রয় করি বিশেষ করে কাপড়,ওনি অামাকে অর্ডার সময় খুবই নম্রভদ্র ভাবে কথা বলে ভাল কাপড় দিয়েছে বলে অাশ্বাস দেয়,এবং কাপড় পাটায়, অামি কুরিয়া রির্সিভ করে ক্যাশ অন ডেলিভারি দিয়ে পন্য খুলে ভিতরে দেখি পুরাই পুরাতন কাপড়।কি বলবো দুঃখের কথা,মানুষ এত খারাপ হতে পারে।অামার বিশ্বাস ও টাকা নিয়ে এত বড় ধান্ধাবাজ। জীবনে মরণে অাগেও কোন দিন বিশেষ করে বাংলাদেশ কোন দিন অনলাইন অামার গোষ্ঠী ভিতর অার কেউ অার অর্ডার দিবে না।

  • @meghborsha4740
    @meghborsha4740 4 года назад

    আমি নিজে গিয়ে কিনেও ঠকেছি। গত রমজানের ঈদে
    উওরার নর্থ টাওয়ার থেকে জুতা কিনেছি ১৫০০টাকা দিয়ে দুইদিন পরার পর জুতা খুলে গিয়েছে তারপর বুঝলাম মেয়াদ উত্তীর্ণ।
    তারপর নর্থ টাওয়ারের আরেক দোকান লেডিস কর্ণার থেকে গত ঈদুল ফিতরে থ্রি পিস কিনেছি পাকিস্তানি বলে বাংলাদেশি মেয়াদোত্তীর্ণ থ্রি পিস দিয়ে দিয়েছিল।
    লেডিস কর্ণার এর পার্শ্বে আরেক টা দোকান থেকে রেডিমেড থ্রি পিস কিনতে গিয়েছিলাম ইন্ডিয়ান বলে বাংলাদেশি থ্রি পিস দিয়ে দিয়েছিল ১,৫০০টাকার রেডিমেড থ্রি পিস ৩,৫০০ টাকায় ইন্ডিয়ান বলে চালিয়ে দিয়েছিল।
    উওরার পলওয়েল শপিং সেন্টার এর এক পার্লার থেকে ৪,০০০টাকা দিয়ে হেয়ার রিবন্ডিং করেছি তারপর বুঝলাম মেয়াদোত্তীর্ণ মেডিসিন দিয়ে আমার হেয়ার রিবন্ডিং করা হয়েছে।
    এসব ব্যাপার নিয়ে যখনই অভিযোগ করতে যাই তখনই দোকান মালিক এবং কর্মচারীগণ অত্যন্ত খারাপ ব্যবহার করেন।

  • @parvejsarker8301
    @parvejsarker8301 4 года назад

    দারাজ থেকে পোলা শার্ট টি শার্ট কিনেছিলাম,
    অর্ডার করছি যা
    আসছে পুরাতন মাল।
    তখন থেকেই মাফ চাইছি আর কোনদিন কিছুই কিনবো না অনলাইন থেকে!

  • @khamrulislam3175
    @khamrulislam3175 4 года назад

    শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, যমুনা টেলিভিশনের সকল সদস্য কে জানাই হাজার সালাম

  • @MTIDREAM
    @MTIDREAM 4 года назад

    good

  • @uddyamroy1222
    @uddyamroy1222 4 года назад

    প্রতারণার প্রমাণ সাপেক্ষে এদের কঠিন থেকে কঠিনতর শাস্তি নিশ্চিত করতে হবে।

  • @infobuzz888
    @infobuzz888 4 года назад

    খুবই ভয়ানক....

  • @md.abiazmustafiz2678
    @md.abiazmustafiz2678 4 года назад +3

    Iphone 7+ er video te mention kore dise je eta akta master copy and eiijonno daam ato kom, Ajkal news channel gula views pawar jonno jekono kichu korte raji and iphone 7+ er daam 1 lakh taka na, akhon around 50-60 thousand taka

  • @mdsajedurrahmanpbs
    @mdsajedurrahmanpbs 3 года назад

    ইভ্যালিতে অর্ডার করে ১৯৬০ টাকা প্রতারিত হয়েছি তারা ৬ মাসেও আমার পন্য ডেলিভারি দেয় নাই এখন কি করা যায় পরামর্শ চাই।

  • @kaziiqbalshahchand5792
    @kaziiqbalshahchand5792 3 года назад

    প্রবাসীদের কাছ থেকে অনলাইন লটারির নামে প্রতারনার ব্যাপারে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবো ?

  • @fayezahmed1981
    @fayezahmed1981 4 года назад +1

    oh! very sad....

  • @CBL99VLOGS
    @CBL99VLOGS 3 года назад

    আমি আজ থেকে 3বছর আগে ফেসবুক ফেইজ মোবাইল গ্যাজেট থেকে স্যামসাং 7 এডিএস মাস্টার কপি অর্ডার করেছিলাম কিন্তু এমন একটা সেট পাটিয়েছে তা আমি কল্পনা করতে পারিনি

  • @lutforhasan1323
    @lutforhasan1323 4 года назад

    আজকের ডিল, এই প্রতিষ্ঠানতি আমার সাথে প্রতারনা করছে।
    12 /12/2019 অর্ডার করছি একটি পন্য, তবে এখনো পেলামনা।
    অনেক বার জোগাজোগ করছি তাদের কল সেন্টারে তবে তারা বলছে আমার পেমেন্ট পেরত দিবে। তবে আজও কোন সামাধান পাইনি।
    অনাদের কল সেন্টারে না হোলে ও ১০ বারের উপর যোগাযোগ করা হইছে।

  • @palashahmed4388
    @palashahmed4388 4 года назад

    360 sathe ami ki vabe jogajok korbo..?? Plz help me

  • @SBJCREATORS
    @SBJCREATORS 4 года назад +2

    আমি ঠকেনি অনলাইন কেনা কাটায়!

    • @rejaulbari4415
      @rejaulbari4415 4 года назад +1

      আমিও আজ অবদি ঠকিনি কিছু কিনে 😊

  • @BanglaSonate
    @BanglaSonate 4 года назад +1

    সচেতন মূলক 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @rozinaroze7669
    @rozinaroze7669 4 года назад +1

    মানুষ যত সৌখিন হবে, ততই ঠকবে।

  • @gjjbfdunnb
    @gjjbfdunnb 4 года назад

    Apnara please food panda r ei related online food delivery service er uppor akta investigation koren. Maximum case eh dekha jai je.. jehoto order ta online ashe khabar valo na kharap keo jacchai kore na... r ei shujog niyeh restaurants r cafe gula jata khabar delivery kore...aktu dekhben please... thank you.

  • @icsjkshu5094
    @icsjkshu5094 3 года назад

    আমি খুব বেশি পছন্দ করি আপনাদের আইউজন।।।।।

  • @mayeenuddinhossain3943
    @mayeenuddinhossain3943 4 года назад

    টিউশন মিডিয়াগুলো নিয়ে একটা প্রতিবেদন করতে পারেন

  • @smjshafin5179
    @smjshafin5179 4 года назад

    অনলাইন কেনাকাটা টাউট-বাটপারে ভর্তি এই দেশের জন্য না। এইগুলো উন্নত দেশে মানায়। আমাদের সবার উচিৎ কষ্ট করে হলেও বাইরে গিয়ে দেখে শুনে ভালো মত পণ্য কেনা জাতে পরবর্তীতে পস্তাতে না হয়।

  • @labibsadat4948
    @labibsadat4948 4 года назад

    Digital information literacy is the key skill to develop to avoid all these scam 🙄

  • @litonpervesh
    @litonpervesh 4 года назад

    পুরো ভিডিও দেখলাম

  • @mjmunirkhan1104
    @mjmunirkhan1104 4 года назад

    Sir Amar sate akjon aivabe potarona koreche Ami or bicher chai.apnader sate ki vabe Kotha bolbo

  • @mndvlogs1430
    @mndvlogs1430 4 года назад

    যারা অলস এবং অকর্মা তারাই সব কিছুই অনলাইন থেকে কেনাকাটা করতে চায় অথচ দেখা যায় অনলাইনের পন‍্য মার্কেট থেকে কিনলে আরো সস্তায় পাওয়া যায়।

  • @irffaysals6553
    @irffaysals6553 4 года назад

    Daraz এর কাছ থেকে আমিও প্রতারিত হয়েছি ।
    লেখাছিলো ঘড়িটা ওয়াটারপ্রুফ কিন্তু পানিতে ৩০ মিনিট ভিজানোর পরে ভিতরে পানি ঢুকলো

  • @mdebrahim3390
    @mdebrahim3390 4 года назад

    ট্রেনের টিকেট নিয়ে একটা প্রতিবেদন চাই...অনলাইনে টিকেট না পেয়ে ব্লাক থেকে কিনতে হয় অতিরিক্ত দামে

  • @abaziz57
    @abaziz57 4 года назад

    Same Problem Bro

  • @rubelmiah5842
    @rubelmiah5842 4 года назад

    আমি ২৭/০৮/২০২০ ইং এ ফ্রিল্যান্সার নাসিমের এফএনএস ক্লাবের প্রিমিয়াম সদস্য হওয়ার জন্য বিকাশে ১০০০/- টাকা সেন্ড করার পরে কোন বই পাঠানো এবং টি শার্ট পাইনি। বিকাশে মেসেজ আসে SOFTWARE SHOP LTD-6-RM7123 থেকে। পরে ওখান থেকে আমি কোন সাপোর্ট বা রিপলাই পাইনি। আমার কাছে এটি প্রতারনা মনে হয়েছে। তবে এ সম্পর্কে আপনারা ফ্রিল্যান্সার নাসিমকে জিজ্ঞাসা করতে পারেন।

  • @jahidkhan7541
    @jahidkhan7541 4 года назад

    অনলাইন শপিং মানেই প্রতারণা

  • @akashbatash6145
    @akashbatash6145 4 года назад +10

    The person said "Iphone 7+ master copy". Then how do you expect it to be Iphone?

  • @drshuvopaediatrics
    @drshuvopaediatrics 4 года назад +6

    তার পরেও সব দোষ রাসেল ভাই এর

  • @mdamran7468
    @mdamran7468 3 года назад

    Spc , Ringid arokom onk apps a online income er nam a grahok protaronar sikar hocce ai niye video chai

  • @Ai7048g5
    @Ai7048g5 4 года назад +1

    Evaly still good

  • @uzzalbormon4178
    @uzzalbormon4178 4 года назад +1

    দূত ব্যাবস্থা নেওয়া প্রয়োজন সরকারের ই মার্কেটিং এর জন্য

  • @thedhamraexpress3689
    @thedhamraexpress3689 4 года назад

    পাশে আছি সব সময়

  • @bapandevnath8115
    @bapandevnath8115 4 года назад

    Amar sate emon protarona hoise jamuna tv k janiyechi but kono reply nai......

  • @mijank222
    @mijank222 3 года назад

    অনলাইনে যারা কেনাকাটা করবে তারা সারা জীবন ঠকবে ৷ জেতির আশা নেই ৷

  • @mhbmehedi406
    @mhbmehedi406 4 года назад +1

    background music টা পরিবর্তন করলে ভাল হয়।
    ভুতুড়ে ভুতুড়ে লাগে

  • @darklitebd
    @darklitebd 4 года назад +7

    আলির পরে হাইফেন দেয়া, এটা কেমন কথা, আলি এক্সপ্রেস কি বাংলায় ভিডিও বানায়, যা তা মন চায় তাই বানান

  • @sk.sharif9069
    @sk.sharif9069 4 года назад

    যমুনা টেলিভিশনের সাথে কিভাবে যোগাযোগ করবো কেউ বলতে পারেন

  • @gamingxayem13
    @gamingxayem13 3 года назад

    Love you Abdullah tohin vai and emtiz vai🥰

  • @ZeroHistoryBy_Rony
    @ZeroHistoryBy_Rony 4 года назад +1

    প্রতারক ই-কমার্স কম্পানী গুলোকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি।

  • @rumons_vlogs
    @rumons_vlogs 4 года назад +4

    ভাই,আমি অন্য এক প্রবলেম এ পরছি,,আপনারা কি এর তদন্ত করবেন।।

  • @mrpolash8732
    @mrpolash8732 4 года назад

    কিছুদিন আগে আমার মামা দারাজ থেকে একটা প্যন্ট নিয়ে প্রতারণার স্বীকার হয়েছে