উমলিং লা - পৃথিবীর সর্বোচ্চ পাস | Umling La - Highest motorable pass in the world | Ladakh Part 14

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 583

  • @suryachaudhuri5156
    @suryachaudhuri5156 6 месяцев назад

    Fafafati. Dom hain . Hats off.

  • @dibborana
    @dibborana 6 месяцев назад

    অপূর্ব সুন্দর, সঙ্গে বাঙালির বাঁধাধরা খাঁচা ভেঙে Shibajida আপনারা video র লেভেল অন্য জায়গায় পৌঁছিয়া দিয়েছেন

  • @alokghosh7966
    @alokghosh7966 6 месяцев назад

    দারুন লাগছে উমলিঙ্গা পাস ভ্রমণের দৃশ্য। এইসব জায়গায় পয'টকরা বিশেষ যান না। সেই জায়গায় আপনারা গেছেন এটাই অনেক।

  • @anuproy8093
    @anuproy8093 6 месяцев назад

    Apurba experience❤❤❤❤

  • @farukmondal5972
    @farukmondal5972 6 месяцев назад

    এত সুন্দর রাস্তা দেখে আমি একদম মুকধো হয়ে যাচ্ছি।

  • @AnjaliBasak-n6d
    @AnjaliBasak-n6d 6 месяцев назад

    অসাধারণ

  • @arunashishghosh-n8c
    @arunashishghosh-n8c 6 месяцев назад

    দারুন সুন্দর লাগলো।

  • @ProsenjitChoudhury-pf7np
    @ProsenjitChoudhury-pf7np 6 месяцев назад +1

    Nise video

  • @Rajubvlog2
    @Rajubvlog2 6 месяцев назад

    আপনাদের এই সিরিজ টার প্রত্যেকটা ভিডিও একদম ফাটাফাটি ভিডিও হয়েছে❤❤❤

  • @galibjahan8509
    @galibjahan8509 6 месяцев назад

    এইবার বুঝলাম বন্ধু তোমরা লাদাখ মানে এভারেস্টের ঔদিকে গিয়েছো। দারুণ ভাল লাগলো বন্ধুরা। ধন্যবাদ তোমাদের। পৃথ্বীজীত বন্ধু ও পল বন্ধুর ড্রেস আপ খুবই কিউট smart ও সুন্দর হয়েছে বন্ধু। ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @swarnalibiswas151
    @swarnalibiswas151 14 дней назад

    আপনাদের এই সিরিজের এটা সেরা ভিডিও.. বাকরুদ্ধ হয়ে গেলাম উমলিং লা দেখে.. স্বশরীরে কোনোদিন যেতে পারব কিনা জানিনা, আপনাদের অনেক ধন্যবাদ পৃথিবীর এই অপরূপ রূপ দেখানোর জন্যে। ভালো থাকবেন।

  • @titosiddique1571
    @titosiddique1571 6 месяцев назад

    অসাধারণ একটি পর্ব, তন্ময় হয়ে,দেখলাম...❤️❤️

  • @SanjidaBegum1911
    @SanjidaBegum1911 6 месяцев назад +46

    দুপুরে ভাতঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠেই ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে দেখি শিবাজী দার ভিডিওর নোটিফিকেশন। ব্যাস,চোখ থেকে সব ঘুম উধাও!মুগ্ধ হয়ে দেখতে শুরু করলাম তোমার ভিডিও। অসম্ভব সুন্দর হচ্ছে তোমার এই লাখাদ সিরিজ। A lots of from Bangladesh ❤❤❤❤

    • @vsanyal
      @vsanyal 6 месяцев назад +2

      Aro ghimao bodso.

    • @pratikghosh2859
      @pratikghosh2859 6 месяцев назад +1

      Amarao ek obostha

    • @abhijitdhali1689
      @abhijitdhali1689 6 месяцев назад

      ভাত ঘুমটা কি , ভাতের মধ্যে ঢুকে ঘুম, ভাতের উপরে শুয়ে, ভাতের পাশে শুয়ে ঘুম।😂😂

  • @anitachakraborty6817
    @anitachakraborty6817 6 месяцев назад +1

    Apni tho swarg darshan korlen amra ghore booise dekchi darun

  • @anilkrishnaghosh359
    @anilkrishnaghosh359 6 месяцев назад +1

    Darun Darun Vedio deklam Shibaji Babu❤❤❤❤❤

  • @jagannathpal606
    @jagannathpal606 6 месяцев назад

    উম্লিংলা একটা লাইফটাইম অ্যাচিভমেন্ট আপনাদের। সাথে আমাদেরও মানে দর্শকদের

  • @sandipdas5815
    @sandipdas5815 6 месяцев назад

    অপূর্ব অসাধারণ দৃশ্য। খুব ভাল থাকবেন। পরের ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম।

  • @anupamabhattacharjee4728
    @anupamabhattacharjee4728 6 месяцев назад +1

    Ki dakhalen shibaji da amra dhanyo holam apnara dujonei bhalo thakben

  • @politicaldoctrineandmuchmo8012
    @politicaldoctrineandmuchmo8012 6 месяцев назад +11

    এটাই সম্ভবত পৃথিবীর উচ্চতম স্থান, যেখানে একজন সাধারণ মানুষ(পর্বতারোহী বাদে) পৌঁছাতে পারে। অসংখ্য ধন্যবাদ এমন একটি স্থানকে তুলে ধরার জন্য।

  • @SujayaNandy
    @SujayaNandy 6 месяцев назад

    আরো অনেক দূর এগিয়ে যান, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের। আপনাদের এই এনার্জি লেবেল সত্যি অনুপ্রেরণার যোগায়। সম্পূর্ন সিরিজ টা অবিস্মরনীয়।

  • @debalinasarkar396
    @debalinasarkar396 6 месяцев назад

    Inarguably the BEST Ladakh tour vlog on this platform.💯💯💯

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 6 месяцев назад +1

    Asadharon Asadharon Umlingla pass ......kono din to jete parbo kintu aj mon bhore galo....ato sundor prokriti a sudhu amader bharot a ache.Ki sunfor makhon r moto smooth rasta.Stan ji r o jabab nei akjoh skilled driver hisabe ona ke r tour planner Paul ji Congratulations.Bhalo thakben.

  • @DILIPKUMARDAS-dy3ei
    @DILIPKUMARDAS-dy3ei 6 месяцев назад

    Shivaji Da & his group long live for entertainment to reduce tension of our lives to some extent. Thanks

  • @INDRAJITRoyRoy-f1j
    @INDRAJITRoyRoy-f1j 6 месяцев назад

    সত্যি খুব সুন্দর রুখো হলো ও খুব সুন্দর সব জায়গায় ভালো এবং সুন্দর ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম ধন্যবাদ

  • @nripendralalchakraborty369
    @nripendralalchakraborty369 6 месяцев назад +4

    Explorar Sibaji র লাদাখ ভ্রমণের শুরু থেকে উম লিং লা পাশ ভ্রমণের প্রায় বারোটা পর্ব দেখে ফেলেছি কিন্তু শিবাজি ও পৃত্থিজিত ভাই আপনাদের দুজনের উপস্থাপনা ও প্রাণজল ভাষায় বুঝিয়ে দেওয়াতে আমাদের মন ভরে যায় । অনেকদিন বাদে আপনাদের চোখ দিয়ে আবার আমাদের প্রিয় লাদাখ মানস চোখে ফিরে দেখলাম অবশ্য আমরা 2018শালের সেপ্টেম্বর মাসে 65বছর বয়সে আমি ও আমার স্ত্রী লাদাখের কার্গিল সমেত খার্দুঙ্লা পাশ ও অন্যান্য অনেক জায়গা ভ্রমণ করেছি । কি অপূর্ব সুন্দর ভাষায় প্রকাশ করা শক্ত ।বিমান থেকে জানালার কাচ ভেধ করে নিচের গ্লেসিয়ার গুলো দেখা ও কি অপূর্ব সুন্দর পাহাড়ের সারি , নয়ন জুড়িয়ে যায় । একটা কথা না বললে মন্তব্য টা অসম্পূর্ণ থেকে যাবে, আমার একান্তই বেক্তিগত অনুভূতি থেকেই বলছি । পেঙঙ্গ লেক বা নুব্রা অথবা কার্গিল ও আন্নান্য জায়গা গাড়িতে ভ্রমণের সময় ভগবান বুদ্ধের প্রার্থনা সঙ্গীতের রেকর্ড শুনতে পেলে আরো ভালো লাগতো ।ওখানকার রেওয়াজ কিনা জানি না? আমাদের লাদাখ ভ্রমণের সময় গাড়ি চলা কালীন প্রায় ড্রাইভার ভগবান বুদ্ধের প্রার্থনা সঙ্গীতের রেকর্ড বাজাতো । শুনতে ভালোই লাগতো ও শান্তি অনুভব করতাম । আপনাদের চোখ দিয়ে নূতন নূতন জায়গা ও উম লিং লা পাশ দেখে আমাদের মন প্রাণ জুড়িয়ে গেল । Explorar Sibaji র আমরা নিয়মিত দর্শক ।পুরুলিয়া থেকে সুদূর আফ্রিকা , শ্রী লঙ্কা,বাংলাদেশ, সুন্দরবন সহ সব ভ্রমণের ভিডিও গুলো দেখি ও নূতন ভ্রমণের ভিডিওর অপেক্ষায় থাকি । নৃপেন্দ্র লাল চক্রবর্তী ও পরিবার ।জগাছা , সাঁত্রাগাছি , হাওড়া ।

  • @somasamanta977
    @somasamanta977 6 месяцев назад

    লাদাকের চারিধার এতো সুন্দর তাই অপূর্ব বিষয়টি চোখ সইয়ে নিয়েছে❤।

  • @lagnajitadas1742
    @lagnajitadas1742 6 месяцев назад +7

    Such a pride to ponder the fact that this is Our Country India ,🇮🇳🇮🇳🇮🇳...
    কবিগুরুর কথায়... "চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি , ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি।"..
    ঠিক এইভাবে আপনাদের হৃদয় ও দৃষ্টির প্রসার লাভ করুক। সমৃদ্ধ ও গর্বিত করুন সমগ্ৰ বাঙালি জাতিকে।।

  • @gopalkundu9900
    @gopalkundu9900 6 месяцев назад

    দুর্দান্ত ভ্রমণ। জীবন সার্থক আপনাদের। কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য। অকল্পনীয়। ভীষণ উপভোগ করলাম।

  • @rumkipaul1321
    @rumkipaul1321 6 месяцев назад

    আরে শিবাজী দা কি করছেন বলুন তো। বাড়িতে তো আর থাকা যাচ্ছে না! যা সব পর্ব এখনই চলে যেতে ইচ্ছে করছে। দুর্দান্ত পর্ব দেখলাম। পরের পর্বের জন্য অপেক্ষায় থাকলাম ❤

  • @subarnabiswas2198
    @subarnabiswas2198 6 месяцев назад

    অপূর্ব,অনবদ্য,সুন্দর ,অতুলনীয় আর কত বলবো ভাষা পাচ্ছিনা।❤❤

  • @amitghosh5170
    @amitghosh5170 6 месяцев назад

    অভিনন্দন শিবাজী দা ❤❤❤ আর আমরা দেখলাম পৃথিবীর উচ্চতম পাস দেখলাম আপনারা অনেক ধন্যবাদ জানাই শিবাজী দা ❤❤❤

  • @krishnadey2505
    @krishnadey2505 3 месяца назад

    নুতন কিছু না পেয়ে আবার Umling La দেখলাম সত্য এই ভিডিও বারবার দেখলেও পুরাতন হয় না।

  • @dsbe36travelblog
    @dsbe36travelblog 6 месяцев назад

    Osadharon vdo. notun nojore abar darshon kolam tomar ei vdor madhhome. Thank you dada.

  • @anshularoyrakshit6400
    @anshularoyrakshit6400 6 месяцев назад

    Ak kothay "ভূস্বর্গ ", many many thanks to Explorar Shivaji🙏🙏

  • @subratasanyal8191
    @subratasanyal8191 6 месяцев назад

    অপূর্ব, অসাধারণ লাগলো, জিও 👌

  • @tapassanyal3555
    @tapassanyal3555 6 месяцев назад

    দাদা এটা তো চাঁদের পাহাড় মনে হচ্ছে। অপূর্ব অসাধারণ ❤❤❤❤

  • @ArnabKundu191
    @ArnabKundu191 6 месяцев назад

    সেরার সেরা পর্ব। এভাবে লাদাক কেউ দেখাইনি।

  • @ahirsamaj5008
    @ahirsamaj5008 6 месяцев назад

    ভূগোল বই আগে পাহাড় দেখে অন্য জগতে চলে যেতাম আজকে আপ্নার ভালোগ দেখে সমে অভ্ভিজ্ঞতা হয়েছে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে সেটা প্রকৃতির মাঝে না গেলে উপভোগ করা সম্বব নয় well done explorer Shibaji channel

  • @JakirulSh
    @JakirulSh 6 месяцев назад +1

    অসাধারণ একটি দৃশ্য, 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩👍

  • @ashokbanerjee1491
    @ashokbanerjee1491 6 месяцев назад

    প্রতিটা পর্ব র মতো এটাও একটা অসাধারণ পর্ব । খুব ভালো লাগলো ❤

  • @shibanibhowmik8718
    @shibanibhowmik8718 6 месяцев назад

    ভয়ংকর এবং অসাধারণ সুন্দর। মুগ্ধ হয়ে দেখলাম।ভালো থেকো তোমরা। অনেক অনেক শুভকামনা। ❤️❤️❤️❤️

  • @SB_Vlog989
    @SB_Vlog989 6 месяцев назад +1

    Excellent 👍😊

  • @ARNABCHANDA-yg4pg
    @ARNABCHANDA-yg4pg 6 месяцев назад +6

    "উমলিং লায় পথ বিভ্রাট" দারুন একটা গল্প হতে পারে। দারুন সুন্দর প্রকৃতি ও পরিবেশ। নাই বা হলো সুইজারল্যান্ড,কিন্তু এটা আমাদের land। switzerland এর থেকে কোনো অংশ কম নয়।

  • @dhananjaynandy2917
    @dhananjaynandy2917 6 месяцев назад

    Excellent. Actually Road Trips main attraction. This is my experience as a tourist. Thanks to all members.

  • @tarunkarmakar5523
    @tarunkarmakar5523 6 месяцев назад

    দারুন লাগছে ❤🎉
    অসাধারণ উঙলি্লা পাস।
    আমরা তো ঘরে বসেই লাদাখের সৌন্দর্য উপভোগ করছি।❤🎉

  • @KalpanaSinghaRoy-e2c
    @KalpanaSinghaRoy-e2c 6 месяцев назад

    ধন্যবাদ শিবাজী,পৃথ্বিজীত তোমরা আমার থেকে অনেক ছোট তাই তুমি বলে সম্মোধন করলাম। আমিও বেড়াতে খুব ভালোবাসি অনেক জায়গাতে বেড়াতে গিয়েছিও এখন আমি শারিরীকভাবে সামর্থ্য নেই তাই তোমাদের ভিডিও দেখে খুব আনন্দ উপভোগ করি ।তোমরা এমনি ভাবে ঘুরে বেড়াও,ভালো থেকো।

  • @manojsaha364
    @manojsaha364 6 месяцев назад

    Thanks for showing the highest pass. Wonderful experience

  • @jayantachattopadhyay5016
    @jayantachattopadhyay5016 6 месяцев назад

    Reach to your more and more highest height of SUCCESS...... Explorer Shibaji.......lots and loads of LOVE.❤❤❤❤

  • @thebongvisitors7554
    @thebongvisitors7554 6 месяцев назад

    Darun darun video ♥️kono kotha hobe na ,Prithwi da r jumping jacks r apnar lafano video r seshe sob theke best chilo.

  • @BENGALBEGINNERS
    @BENGALBEGINNERS 6 месяцев назад

    Full of Exploration, Darun, Opurbo, Ladakh ke aapnara durdanto bhabe explore korechen, Excellent,

  • @GmJoynulislam
    @GmJoynulislam 6 месяцев назад

    শিবাজি পৃর্থ্বীজিত দাদা সাথে উতপল দাদাকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের বিভিন্ন রকম ভিডিও ও অপূর্ব দৃশ্যদেখে মন ভরে উঠে।বিশেষ করে শিবাজি যে ভাবে জায়গা গুলি বর্ননা করেন মন ছুয়ে যায়।সেই জন্য ওনাকে বিশেষ ভাবে ধন্যবাদ।শিবাজি ও পৃর্থ্বজিত দাদার খুনসুটি আরও প্রানবন্ত হয়ে উঠে।আমি বাংলাদেশ থেকে দেখছি।ধন্যবাদ আপনাদের।

  • @rimabhattacharjee1038
    @rimabhattacharjee1038 6 месяцев назад +1

    Asadharon ar ekta video, baraf nadi dekhte khub valo laglo,tabe pratita video te prithi bhaer katha gulo darun lage,dekhte dekhte hesei feli,khub valo thakben apnara 👍👍😊

  • @ShahidulIslam-pc5gz
    @ShahidulIslam-pc5gz 6 месяцев назад

    খুব ভালো লাগলো ভিডিও টা ধন্যবাদ
    ...... From Rajshahi Bangladesh

  • @SAAli-hd7wk
    @SAAli-hd7wk 6 месяцев назад

    আমি যানি , জীবনে কোনো দিন আমি লে লাদাখের ওই সব যেয়গায় পৌঁছতে পারবো না, কারন শক্তি সামর্থ্য দুটোই
    নেই আপনাদের চোখে মন ভোরে
    দেখলাম , আপনাদের সঙ্গে ঘুররলাম
    খেলাম খুব ভালো লাগলো ধন্যবাদ শিবাজী দার গ্রুপ কে 🙏🙏🙏

  • @indraneelsen3188
    @indraneelsen3188 6 месяцев назад

    Ladakh এর সৌন্দর্য্য টা অদ্ভুত!সবুজ হীন রুক্ষ প্রান্তর, যেন ভিন গ্রহ, পাশে সাদা বরফ নদী, দূরে তুষার শুভ্র পর্বত শিখর আর মাঝে কালো মসৃণ রাস্তা! অসম্ভব thrilling, আর ভরপুর চোখের পুষ্টি। camera তেই এত সুন্দর, আপনারা না জানি কত অপার সৌন্দর্য্য উপভোগ করছেন।
    এবং আমাদের ও করাচ্ছেন .. 👍👌❤🙏

  • @ShyamalGoswami-ru1hq
    @ShyamalGoswami-ru1hq 6 месяцев назад

    খুব ভাল লাগলো লাদাখ সিরিজ।ভাল থাকবেন।

  • @BISWADIP-m
    @BISWADIP-m 6 месяцев назад

    Akkothay osadharon series jemonta vebech6ilam tar thekeo osadharon lagch6e shivaji da prithwijit da utpol da o stanjing sob mile durdanto akti memoreable series 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍🇮🇳🇮🇳

  • @farukmondal5972
    @farukmondal5972 6 месяцев назад

    😂 এতসুন্দর জায়গা আমি আমার জীবনে দেখি নি । শুধু আপনি আছেন তাই
    আপনার মাধ্যমে দেখার সুযোগ হলো ।সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @mddelowarhossaintalukder808
    @mddelowarhossaintalukder808 6 месяцев назад +1

    বাংলাদেশ থেকে বলছি । ভাই আপনারা সবাই কেমন আছেন ? অনেক সুন্দর লাগল ।

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 6 месяцев назад

    ভারতের এই রকম একটা দুর্লভ জায়গা দেখার অভিজ্ঞতা আপনাদের জন্যই সম্ভব হলো,ভেরি নাইস ভেরি বিউটিফুল।

  • @debjyotikali1333
    @debjyotikali1333 6 месяцев назад

    Exalent, umling la অসাধারণ, l

  • @chandrasen9744
    @chandrasen9744 6 месяцев назад +4

    কি দৃশ্য দেখলাম,জন্মজন্মান্তরেও ভুলব না, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।

  • @patralikadeb5000
    @patralikadeb5000 6 месяцев назад

    উম্লিংলার প্রাকৃতিক সৌন্দর্য্য অপূর্ব লাগলো❤❤❤

  • @rumapalit9872
    @rumapalit9872 6 месяцев назад

    অসাধারণ লাগছে লাদাকের ভিডিও ।ভালো থাকবেন

  • @acsen3838
    @acsen3838 6 месяцев назад

    শিবাজী-পৃথ্বীজীত যুগলের এক অবিশ্বরনীয় মুহুর্ত কাটল পৃথীবির সর্বোচ্চ উমলিং pass এ। আর এই ভিডিওর দৌলতে আমিও সাক্ষী হয়ে রইলাম।

  • @akgakg74
    @akgakg74 6 месяцев назад

    asadharan video . Aami Singapore ye thaki with family . aamar 80 bochorer bridha Maa aapnader ei travel video gulor joone bose thaken . Aapnader ei jatray aamra sahojatri

  • @swarnadeepsarkar6760
    @swarnadeepsarkar6760 5 месяцев назад

    গরম এ এরকম ঠান্ডার জায়গার ভিডিও অসাধারণ লাগছে❤

  • @saumenmandal3949
    @saumenmandal3949 6 месяцев назад

    Presentation of the travel video representation is very nice

  • @madhabidas5100
    @madhabidas5100 6 месяцев назад

    অসম্ভব ভালো লেগেছে ভিডিওটি।❤❤। খেতে ভুলে গেছি। সকলের খাওয়া হয়ে গেছে আমি একাই বসে আছি। অপলক দৃষ্টিতে পৃথিবীর এই রূপ দেখে চলেছি। পৃথ্বিরাজ শিবাজীর চোখ দিয়ে। সঙ্গে আরো দুজন আছেন। সকালকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন।

  • @susmitasarkar6206
    @susmitasarkar6206 6 месяцев назад

    আপনাদের video অনবদ্য। খুব ভালো লাগছে। Soul of trip এর সাথে আমরা এইমাসের শেষে 30th May..যাচ্ছি হিমাচল প্রদেশ।

  • @debaratimandal
    @debaratimandal 6 месяцев назад +1

    লাদাখ তো অনেকেই যায়, আমরাও গেছি । কিনতু আপনাদের এই ঘোরার পথ একেবারে অভিনব , সারাজীবন মনে রাখার মত । কি যে ভাল লাগছে ! ❤

  • @snehasishchakraborty5951
    @snehasishchakraborty5951 6 месяцев назад

    উমলিং লা তে আপনাদের উপস্থিতি। অনেকটা expedition এ যাবার মতো, খুব সুন্দর অনেকটা পৃথিবীর ছাদে পৌঁছানোর মতো। যদিও motorable রাস্তা হয়ে গেছে।

  • @jayabratamukherjee4098
    @jayabratamukherjee4098 6 месяцев назад

    আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। খুব সুন্দর ভাবে ঘোরানোর জন্য। ধন্যবাদ সকলকে। ভালো থেকো সুস্থ থেকো সবাই।

  • @purnimaz9166
    @purnimaz9166 6 месяцев назад

    ঐতো সুন্দর প্রকৃতি দেখে মনে হচ্ছে আপনারা হয়তো পৃথিবীর শেষ প্রাতে পৌছে গেছেন এতো নিরজন পরিবেশে এমন সুন্দর রাস্তা বানানো তো অসম্ভব ওখানে মানুষ জন দেখাই মিলছে না এক কথায় বলা যায় এই সুন্দর পরিবেশে সেচ্ছায় হারিয়ে গেছেন আপনারা

  • @SurprisedBreakfast-qq6xw
    @SurprisedBreakfast-qq6xw 6 месяцев назад +1

    সুইজারল্যান্ড এর ভিডিও দেখতে চাই

  • @sayakpal4153
    @sayakpal4153 6 месяцев назад

    "বিমুগ্ধ বিমূঢ় বিস্ময়
    চারিদিক তুষার তুষারময়"
    এ সত্যি এক অভূতপূর্ব অভিজ্ঞতা.. আপনাদের explorer হওয়া সার্থক ... এই দৃশ্য নিজে থেকে উপভোগ না করলে হয়তো অনেক কিছুই সঞ্চয় করা হবে না ... দারুন একটা ভিডিও ..
    ভারত সরকার এর উচিত লেহ লাদাখ কে আরো ভালো করে পর্যটক এর জন্য সুষম করে তোলার..
    ❤❤

  • @SumanSardar-fd8ot
    @SumanSardar-fd8ot 6 месяцев назад

    Onek kichui bolar mon korche kintu sotti e bolar ar vasa nei ei series ta ei episod gulo dekhe, sudhui ''Thank You Shibaji Da'' atto sundor akta trip amader upohar deyoar jonne. onek Ladakh trip dekhechi er age but This is the best Ladakh Tour Series💌💌💌

  • @tiyashasarkar2976
    @tiyashasarkar2976 6 месяцев назад

    অসংখ্য ধন্যবাদ আপনাদের heighest motorable road of the world and umingla র অপার্থিব সৌন্দর্য আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ।অবর্ননীয় , অনির্বচনীয় কোনো বিশেষন ই যথেষ্ট নয় লাদাখের রূপ বর্ননা করার জন্য ।আমরা ঘরে বসেই সেই স্বাদ পূর্ণ মাত্রায় নিচ্ছি

  • @gitikalodh5399
    @gitikalodh5399 6 месяцев назад +1

    তোমাদের সাহস না থাকলে এতটা উচুতে যাওয়া যেতো না। স্ট্যানজিং আর পলের সাথে গেছো তাই মনের আনন্দ ছিলো দ্বিগুন। সব কিছু দেখার বিবরনের ভাষা একটাই অপূর্ব।

  • @Redsunsuvadip
    @Redsunsuvadip 6 месяцев назад

    এক রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী থাকলাম সৌজন্যে আমাদের প্রিয় Explorer শিবাজী and টিম ❤❤❤❤🎉🎉🎉😊

  • @Rsuranjana
    @Rsuranjana 6 месяцев назад

    দুর্দান্ত.. দুর্দান্ত বললে কম বলা হয়.. সত্যি এত আনন্দ করে ঘোরা বহুদিন পরে হোল.. পৃথিবীর সর্বোচ্চ motorable রাস্তা তাও ভারতে.. একটা আলাদা অনুভূতি.. পৃথ্বীজীতের কথা অনবদ্য.. বলে কিনা এর পরে এভারেস্ট এর মাথায় হাত দিয়ে নেবে আসবে এমন রাস্তা হবে.. হতেও পারে.. দারুণ লাগছে এই সিরিজটা

  • @shyamalkumar4767
    @shyamalkumar4767 6 месяцев назад

    ছবির মতো সুন্দর লাগছে পাহাড় ও রাস্তাগুলোকে । পাহাড়ের চুড়ো স্ফটিকের মতো লাগছে । মনে শিহরন জাগাচ্ছে প্রকৃতির নিরব নিস্তবতা । উমলিং পাস । অসাধারন । স্ট্যনজিংকে বিদায় জানানো কঠিন হবে ।

  • @titashsarkar6845
    @titashsarkar6845 6 месяцев назад

    Video Ta Just Complete Korlam Dada....Darun Laglo❤....Satti E Mone Hocche...Aha! Ki Dekhilam,Jonmo Jonamantoreo Bhulibo Na 🤗... Onoboddo Dada 👌👍💯

  • @BithiBhattacherjee
    @BithiBhattacherjee 6 месяцев назад

    এতো সুন্দর জায়গা মনে হচ্ছে কেন শেষ হয়ে গেলো দারুন দারুন অনুভূতি অনুভব করলাম। কি যে বলবো বুঝতেই পারছিনা

  • @spc3461
    @spc3461 6 месяцев назад +6

    এই ভিডিওটি দেখে আমি সত্যিই মুগ্ধ! উমলিং লা পাসের অপূর্ব দৃশ্য এবং আপনার অভিযানের বিবরণ আমাকে অনুপ্রাণিত করেছে। এই ধরনের দুর্গম এবং অসাধারণ স্থানে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার চ্যানেল আমাদের অনেক নতুন এবং অজানা জায়গার সন্ধান দেয়। আপনার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করছি!

    • @saikatkghose8501
      @saikatkghose8501 6 месяцев назад

      অসাধারন একটি ভিডিওফুটেজ, এখনো অবধি আপনার ব্লগের বেস্ট ব্লগ ভিডিও 🙏🙏👌👌💕💕🌹🌹

  • @krishnadey2505
    @krishnadey2505 6 месяцев назад

    অপূর্ব ভাষায় প্রকাশ করা কঠিন এর সৌন্দর্য সর্বদাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভিডিও পরিবেশনের জন্য এবং মনে ভাবছি আমাদের ছবি দেখে এত সুন্দর লাগল তো আপনাদের কেমন লাগছে।

  • @arpitasaha8615
    @arpitasaha8615 6 месяцев назад

    Ladakh series r video dekhe mon chaiche akhan e beriye pari. Darun video ❤

  • @khokandey6907
    @khokandey6907 3 месяца назад

    খুবই ভালো লাগল যেন আমরাও গুরলাম 🎉🎉🎉🎉

  • @priyankabhattacharya9397
    @priyankabhattacharya9397 6 месяцев назад

    অসাধারণ উমলিং লা, অপূর্ব অবর্ণনীয়

  • @farhanamukta75
    @farhanamukta75 6 месяцев назад

    Montro mugdho hoye dekhlum ekdom ! Kothay je niye gelen dada - jibone mone hoy na jete parbo kokhono ! Onek dhonnobad apanader 😊 - valo thakben .

  • @sabbir4782
    @sabbir4782 6 месяцев назад

    খুব ভালো লাগলো তোমার ভিডিও শিবাজী দা ।খুব ভালো পরিবেশন হয়েছে ।এতো উঁচু পাস দেখে খুব ভালো লাগলো ।১৯হাজার ২৪ফিট।পিতথিজিৎ দা ব্যায়াম করলো আর সাথে তুমি ভাবা যায় ।এইজন্য তুমি নাম্বার ওয়ান ।বাংলার হিরো ।আমি মনে করি।

  • @jaysankarpramanik2298
    @jaysankarpramanik2298 6 месяцев назад

    অকল্পনীয় ভ্রমন 👍👍

  • @shibanidatta5936
    @shibanidatta5936 6 месяцев назад

    অপূর্বসুন্দর জায়গা মনটা আনন্দে ভরে গেল মনে হচ্ছে আমি ও সেখানেই আছি ।তোমার ভিডিও গুলো খুব সুন্দর তার পর তোমার কথা গুলো এমন সুন্দর করে বল অনেক কিছু জানতে পারি।ভালো থেকো সুস্থ থেকো ভগবান তোমার মঙ্গল করুক 0:21 ❤❤❤

  • @bandanabouri6987
    @bandanabouri6987 6 месяцев назад

    আপনাদের জন্যই এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পাই। অসংখ্য ধন্যবাদ।

  • @saswatibanerjee2660
    @saswatibanerjee2660 6 месяцев назад

    সারা জীবনে একটাই শখ ছিল নানা জায়গা ঘুরে বেড়ানোর। কিছু ঘুরেছি কিন্তু ইদানিং নানা কারনে আর ঘোরা সম্ভব হয়ে উঠছে না।লাদাখ যাবার ইচ্ছে ছিল প্রবল। কিন্তু শারীরিক কারনে বোধহয় আর যাওয়া হবে না।সেই শখ আপনারা পূর্ণ করে দিলেন।দুচোখ ভরে লাদাখ দেখলাম।আজকের ভিডিও তে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম।অনেক শুভকামনা আপনাদের।আমার অপূর্ণ ইচ্ছে পূর্ণ করে দেবার জন্য।

  • @puplidg3963
    @puplidg3963 6 месяцев назад

    আপনারা যে risk নিয়ে এতটা গিয়ে দেখলেন তার জন্য thanks
    প্রকৃতি কত সুন্দর যে ❤❤

  • @Sanchay1961
    @Sanchay1961 6 месяцев назад

    খুব ভালো লাগলো। অসাধারণ দৃশ্য।

  • @MinatiNandy
    @MinatiNandy 5 месяцев назад

    Amazing Explore Sibaji Salute

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 6 месяцев назад

    😊👌🌹🌹🌹🌹 অনবদ্য অভিজ্ঞতা লাভ করলাম আপনাদের ব্লগের মাধ্যমে ।

  • @rabisankarde4051
    @rabisankarde4051 6 месяцев назад

    আমি তো উমলিং লা ভিডিও আগেও দেখেছি so জানি যে লেখাটা আসবে you are higher than Everest base camp,,, এই সব এ তো দেখতে যাবো,,, সামনের may তে মানে 2025 এ,,, আপনার ভিডিও দারুন হেল্প করবে 👌👌👌অসাধারণ অপূর্ব,,, দেশের পতাকা টা নিয়ে যেতে পারতেন,,, আমার দারুন লাগছে,,,