Actually মানুষের jhokon machuarity ase thokon thekey মানুষ robisanget ar proti আসক্ত hoy,,আর যে মানুষের বিচ্ছেদ হয়েছে robisanget তার জন্য অনেক বড়ো ভালোবাসা, অভিমান,
এতটাই অন্ধের মতো ভালোবেসে ছি, যে কষ্ট ছাড়া কিছুই পেলাম না , নীরবে চলে গেল সব খুশি কেরে নিয়ে, সব ভালোবাসা তো আর মিলন হয় না, থাকো না তুমি দূরে অন্য কারো সাথে, আমি না হয় দূর থেকেই ভালোবাসবো.
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা কেউই থাকবো না, আমাদের পরিচিত কিংবা অপরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদেরই মত, তাদের সময়ে যেভাবে তারা নীরব সন্ধ্যায়,উদাস দুপুরে,উচ্ছল বিকালে অথবা হতাশ রাতে গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে,সময় বদলাবে,ঋতুও বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত! Love From Bangladesh
হয়তো এক সময় পৃথিবী তার চির রুপ,সৌন্দর্য,মাধুর্য, ঐশ্বর্য হারিয়ে ফেলবে কিন্তু এই গানটি তখনও মনে করিয়ে দেবে এক সময় পৃথিবীতে ভালোবাসা ছিল, মাধুর্য ছিল বসন্তের আগমন ছিল!❤❤❤
সঞ্চিতা দি আমার দিদি। সত্যিই এই সৃষ্টির পেছনে কত দিনের যে পরিশ্রম লুকিয়ে আছে সেটা নিজের চোখে দেখেছি। দিদি যখন গানটার রিহার্সাল করতো দিনের পর দিন মন্ত্র মুগ্ধ হয়ে শুনতাম। অনেক এগিয়ে চলো দিদি। আর এভাবেই একের পর এক সুন্দর গান আমাদের উপহার দিতে থাকো।❤️
ভাবতেই অবাক আগে আগে যেসব গান শুনলে ঘুম আসতো এখন সেসব গান শুনে এতটাই ভালো লাগে জে ভাষায় বলে বোঝানো জাবে না,, সত্যিই ভালো লাগার অনুভূতিটা খুব সুন্দর হয় ❤❤❤
সারাটা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি সময়ের সাথে কি সুন্দর নিজেকে গুছিয়ে নিয়েছ।আজও তোমার স্মৃতি গুলো আমার একমাত্র বেঁচে থাকার সঙ্গী। সুখে থেকো ভালো থেকো।
আমরা বাঙ্গালী না হলে এতো সুন্দর সুরের স্বাদ কখনো পেতাম না, আমরা বাঙ্গালীরা যা পেয়েছি আর কোন ভাষার মানুষের জীবনে সেটা কল্পনাও করা সম্ভব নয়। 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
মাত্রাতিরিক্ত ভালোবেসেছিলাম, তাই তার কাছে সস্তা হয়ে গেছিলাম, প্রচন্ড অবহেলা সহ্য করেছি দিনের পর দিন, একটা সময় নিজেই সম্পর্ক গুড়িয়ে দেই, এখন ডাকতে চাইলেও পারিনা, ভয় হয়, আজীবন তাকে না হয় দুর থেকেই ভালোবেসে যাবো❤
এই গানটির মাধ্যমে আমরা যা রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক গভীরতার পরিচয় পাই , তিনি জানতেন প্রতিটি প্রানীর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব বর্তমান, তাইতো তিনি নিজের হৃদয়ের গভীরতায় ঈশ্বরের অস্তিত্ব অনুভব করেছিলেন। বিশ্বনাথ দাস,শৈলেন মিল,বেলা, পশ্চিম মেদিনীপুর।
যখন তার জিবনে ছিলাম তখন সে আমায় বুজতে পারেনি।অনেক কেদেছিলাম কিন্তু সে আমার কান্না দেখে ও বুঝলোনা কিন্তু যখন আমি তার জিবন থেকে নিজেকে সরিয়ে নিলাম তখন সে বুঝতে পারলো যে আমি তার জিবনে কি ছিলাম।এখন আর তার জিবনে ফেরার পথ আমার কাছে আর নেই 😢😢😢😢।এখোনো অসম্ভব ভালোবাসি তোমায় সারা জিবন বেসে যাবো ❤❤❤❤
আমাদের বাংলা ভাষার মাধুর্য্য ই আলাদা। আর কবি গুরুর লেখনীর ছোঁয়ায় তা আরও উজ্জ্বল হয়েছে। আমি সত্যিই গর্বিত একজন বাংলা মায়ের সন্তান হতে পেরে, একজন বাঙালি হতে পেরে।❤️❤️
মাঝরাতে যখন কারু জন্য কষ্ট টা খুব বেড়ে যায়,মনে হয় এ ব্রহ্মান্ডে তাকে আর কখনো আমার করে পাব না,নীরবে অশ্রু কত গড়ায়,যখন কিছুতেই কান্না থামছিল না, তখন রবীন্দ্রসঙ্গীত সার্চ করে শুনতে এলাম....❤
এই গানটা রোজ একবার করে হলেও শুনি। রবি ঠাকুরের গানগুলো কেমন যেনো আমার জীবনের সাথে খুব যায়। মাঝে মধ্যে আমি আমার বান্ধবীকে বলি ঢ়ে রবি ঠাকুর মনে হয় গানগুলো আমার কথা ভেবেই লিখেছেন।❤❤❤❤ অন্যরকম ভালোবাসা। 🥰🥰
হে তানিয়া খাতুন আপনার প্রতি শান্তি বর্ষণ হক, এই জীবনটা না বদ্দই অদ্ভুত যে ভাবে জগৎ টাকে পেতে চায় সে ভাবে পাই না ,যেভাবে সাজানো দেখতে চায় সেভাবে সাজানো থাকেনা ,পরকালের প্রতি আস্থাশীল হন স্বপ্ন পূরণ হবেই ইনশাআল্লাহ
আমিও এই প্রথম দিকে এই ধারনার বশবর্তী হয়েছিলাম, মোহ কে প্রেম বলে ভুল করছিলাম, কিন্তু যখন সত্যিই প্রেমের ভাব জাগলো, তখন বুঝলাম সকল প্রেমের উৎস পরমেশ্বর। তখন আর কোনো আশা নেই, আকাঙ্খা নেই, তাই শোক নেই। আমি তার কাছে চির কৃতজ্ঞ, কারন সেই মোহের মধ্যেও প্রেমের যে ভাব ছিল, তাকে ছাড়া হয়তো কখনও খুঁজে পেতাম না। সেও আমায় সত্যিই ভালোবাসে। তাই বন্ধন নেই, কেবল মুক্তি। সত্যিই সেই পরমেশ্বর সকলের হিয়ার মাঝেই থাকে। তাকে আমরা দেখতে পাইনা এটাই দূর্ভাগ্য।
@@fatihaurmi5560 -আসলে আমি ওখানে ক্লিয়ার করে বলি নি বা বলতে চাই নি🙂 -হয়তো বাজে ভাবে উপস্থাপন করেছি😔 -তার জন্য আমি দুঃখিত🙂 -আসলে আপু ও মারা গিয়েছে😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 -বলতে চাই নি এজন্যই যে ওর কথা মনে হলে নিজেকে আর ধরে রাখতে পারি নাহ😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 -আজকে ৬ মাস পরে আমি মানসিক ভাবে সুস্থ🙂🙂
এমন ভাবে কাউকে কখনোই ভালোবাসতে নেই যার ভালোবাসায় এতোই অন্ধ হয়ে পড়েছিলাম যে সে ছেরে যাওয়ার পর এমন ভাবে ভেঙ্গে পড়েছি যে বলার ভাষা নেই , জানি না গানটির মধ্য কি সুখ লুকিয়ে আসে ❤️
ভালোবেসে ফেলেছি একজন কে অনেক। আমার জীবন এর প্রথম ভালোবাসা। আবেগ না, আবেগ এর বয়স নেই। কিন্তু কোনোদিন বলতে পারবোনা। ধর্মীয় বাধা, সামাজিক বাধা। নিজের থেকেও ভালোবাসি। কিন্তু বুঝতে দেয়না। জীবন এ এমন দিন আসবে কল্পনা করিনি। শুধু চাই ভালো থাকুক প্ৰিয় জন।
কতবার শোনা গান, কিন্তু আগে কোনোদিন এর অর্থ অনুধাবন করতে পারিনি। স্রষ্টা যেন এই মর্মার্থের গভীরতা হিয়ার মাঝে ধারণ করে রাখার সামর্থ্য দান করেন! তিনি দয়া না করিলে কে পারে হৃদয়ে রাখিতে...❤️
কি অসাধারণ গান...কি দারুণ মিউজিক ,,,জতই বলি না কেন কম হয়ে যায়, কি দারুন ভাবে গাওয়া,,, একটা মানুষের মনে ঠিক কতটা প্রেম থাকলে এমন একটি গান বানানো সম্ভব তা ভেবেই অবাক হই,,,
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি, তোমায় দেখতে আমি পাই নি। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে.. বাহির পানে চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাই নি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে.. আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাই নি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে.. তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ-সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ-সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাই নি, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, বাহির পানে চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাই নি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে ..
আসলে আমাদের অন্তরের বেদনা কখনো কখনো বেঁচে থাকার প্রেরণা দেয় আমরা তা বুঝতে পারিনা,,,দুঃখ কে ও যে আপন করে নেওয়া যায় এটা রবীন্দ্রনাথ ছাড়া বোধহয় কেউ এতটা অনুভব করাতে পারেনি,, বারবার দূরে গিয়ে আবারও কাছে আসার ব্যাকুলতা এ যেন শরীর আর মনের দ্বন্দ্ব যেখানে শেষ হতে গিয়েও হয়না তার সমার্থক হয়ে দাঁড়ায়,,,আমরা অন্তরাত্মার দিকে দৃষ্টিপাত করি আর তার উপস্তিতির অস্তিত্ব খুঁজে বেড়াই অনন্তকাল ধরে,,,
প্রিয় তোমাকে পেলে হয়তো এই গান টী আমি শুনতে আসতাম না । অনেক ভালোবাসি গো তমায় অনেক মিস করবো তোমায় । এই কমেন্টি রেখে গেলাম যখনি কেউ লাইক দিবে নোটিফিকেশন পেলেই আবার শুনতে আসবো । 💔💔❤️🩹❤️🩹
আমি একজন ওমান প্রবাসী, সেই ছোটবেলা থেকে রবীন্দ্র সংগীতের প্রতি আমার আলাদা টান। বিটিভিতে রবীন্দ্র সংগীতের কত অনুষ্টান দেখতাম। আমার মতে রবীন্দ্র সংগীতের মর্ম বুঝতে হলে তাকে অবশ্যই বাংলা ব্যাকরণ, ভাবার্থ,প্রতিশব্দ জানতে হবে। সারাদিন কাজের ক্লান্তি দূর করতে কানে হেডফোন লাগিয়ে রবীন্দ্র সংগীত শুনা, আহা!কি মজা কত যে আনন্দ।
এত ভালো লাগে কারণ এই গানটি আমাকে আমার ভালোবাসার মানুষটির কথা বেশি করে মনে করিয়ে দেয় ❤️ তাকে মনে করতে খুব ভালোলাগে ❤️ জানিনা তার মতো কেউ ভালোবাসবে কিনা 😭 তবে সে যেন খুব খুব ভালো থাকে❤️❤️
বয়স যত বাড়ছে রবীন্দ্র সংগীতের প্রতিটি লাইনের মানে তত স্পষ্ট হচ্ছে...💙💙
Ate kintu thik bolecho 🥺
Amer baba o tai bole😊
Actually মানুষের jhokon machuarity ase thokon thekey মানুষ robisanget ar proti আসক্ত hoy,,আর যে মানুষের বিচ্ছেদ হয়েছে robisanget তার জন্য অনেক বড়ো ভালোবাসা, অভিমান,
Exactly.....akta somoy khum boring lagto.....akhn onek valo lage
২০২৩-খুব সুন্দর
এতটাই অন্ধের মতো ভালোবেসে ছি, যে কষ্ট ছাড়া কিছুই পেলাম না , নীরবে চলে গেল সব খুশি কেরে নিয়ে, সব ভালোবাসা তো আর মিলন হয় না, থাকো না তুমি দূরে অন্য কারো সাথে, আমি না হয় দূর থেকেই ভালোবাসবো.
Keno amon hoi blte paren. Khub kasto hoi
@@piyalipramanik9248 mon thake kahuke vlo bese dekbe tobey bujte parbe keno amon hoy
Pankaj
ঠিক আমিও ভাই
কেন ভুল মানুষকে ভালোবেসেছিলেন।
একটা সময় ছিল
যখন রবীন্দ্র সঙ্গীতের মর্ম বুঝতাম না, শুনলে ঘুম আসতো।
আর এখন এইসব গান
আমার শরীরের রক্তের মত,
আমাকে বাঁচিয়ে রাখে।
Exactly
Done
You are right ♥️❤️
Asole rabindra Sangeet er mormo bujhar jnno ekta particular somoi er dorkar hoi....seta karor choto teo aste pare r Karo onek Boro teo
Same here
❤❤❤❤❤ মনে একটা যেনো কিছু অনুভুতির সৃষ্টি হচ্ছে ❤❤❤❤❤
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা কেউই থাকবো না, আমাদের পরিচিত কিংবা অপরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি।
ঠিক তাদেরই মত, তাদের সময়ে যেভাবে তারা নীরব সন্ধ্যায়,উদাস দুপুরে,উচ্ছল বিকালে অথবা হতাশ রাতে গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে!
মানুষ বদলাবে,সময় বদলাবে,ঋতুও বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত! Love From Bangladesh
অসাধারন আপনার লেখা, পড়ে মনে দাগ কেটে গেল। ভাই ভালো থাকবেন 🙏
😭😭😭😭
কী সুন্দর লিখেছো ভাই ভালো লাগলো পরে।
❤👌✌🇧🇩💘
ভাই বাংলাদেশের কোথায় থাকেন???
একটা কল দিয়েন প্লিজ-- 01706950933❤
ভাবতেই অবাক লাগে যে গান শুনে ঘুম পেত.. 🙂
আজ সেই গান এতো ভালো লাগছে.. 💖
আগামী প্রজন্ম দেখবে রবীন্দ্রসঙ্গীত কতটা প্রখ্যাত 🙂🖤🙏
You are right amaro robindro songit boring lagto but ekhon ei robindro songit er proti valobasa toiri hoyegache
Na sir ei gan ghum parar jonyo noi ghum theke jagroto kore dei egulo eto sundar lage the legend the rabindranath tagore
@@baneswarbhattacharjee7 🙂🌼💖
Choto belai ai sob ganer artha bujte partam na tai bekar lagto kintu achon bujte pri protiti liner er artha katata jiboner sathe joriye🙂🙂
@@mr.xlibaryt6767 🙂🖐️
হয়তো এক সময় পৃথিবী তার চির রুপ,সৌন্দর্য,মাধুর্য, ঐশ্বর্য হারিয়ে ফেলবে কিন্তু এই গানটি তখনও মনে করিয়ে দেবে এক সময় পৃথিবীতে ভালোবাসা ছিল, মাধুর্য ছিল বসন্তের আগমন ছিল!❤❤❤
আমি ইউটুবে গানশোনাই,,, সবাই এইবোনের গান শুনো, ভালো লাগলেপাশেথেকো, ১৭০০০+++ সাবস্কইবহলো
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️🇧🇩🇧🇩
Hh
Sotti e kota tumar amar o 9year ar relation chilo chole galo 😂😄valo takuk
Aita Kono gan na. Protiti manush er moner Kotha .gulo sajano..asey...
ও
মন ভোরে গেলো ❤❤❤❤❤
সঞ্চিতা দি আমার দিদি। সত্যিই এই সৃষ্টির পেছনে কত দিনের যে পরিশ্রম লুকিয়ে আছে সেটা নিজের চোখে দেখেছি। দিদি যখন গানটার রিহার্সাল করতো দিনের পর দিন মন্ত্র মুগ্ধ হয়ে শুনতাম। অনেক এগিয়ে চলো দিদি। আর এভাবেই একের পর এক সুন্দর গান আমাদের উপহার দিতে থাকো।❤️
রবীনদ্রনাথের প্রতিটা সৃষ্টিই অমর,,, এই সংগীতগুলো কতগুলো মানুষের আবেগের সাথে খেলা করে ভাবতেই অবাক লাগে, আমি খুবই গর্বিত একজন বাঙালি হয়ে 🤞
বাঙালি মানে বাংলা গান, আর ভাষার প্রতি অসম্ভব ভালোবাসা।
আমি গর্বিত আমি বাঙালি🥰🇧🇩
Ak pokkho balobasha asoly onek kosto dayok
@@yourboss6083 🥰
Akdom Tik bon
আমি ইউটুবে গানশোনাই,,, সবাই এইবোনের গান শুনো, ভালো লাগলেপাশেথেকো, ১৭০০০+++ সাবস্কইবহলো
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️🖤🖤
হাজারো প্রেমিকের অব্যক্ত কথাগুলোর সম্মিলিত প্রকাশ হচ্ছে রবীন্দ্র সংগীত ❣️❣️❣️
2024 সালে কে কে এই গানটি শুনছেন তারা আমাকে রিপ্লাই দিয়ে যান প্লিজ প্লিজ
Ami
Ami
Ami😂😂😂😂😂
Ami
😊😊
জিবনে যতো বড়ো হবে গানের মর্ম বুঝতে শিখবে ততই রবীন্দ্র সংগীত এর উপর আকৃষ্ট হবে❤️❤️ মনের কথা গুলো গানের মধ্যবে সম্পূর্ণ হয়ে যায়।।❤️❤️।।
মে জীবনের বানান ভুল করে সে জীবনের মানে কি বুঝবে
@@dranandismagicalworld8766 🤣👍
একদম
Robindranath Thakur gaan gulor moddho diye amader jiboner mane sikhiye diye gechen joto bar suni tato jiboner mane bujh te pari
Vul sobar hoi apnero hoyeche tai bola kauk na Jane take opoman korar kono odhikar nai apner
ভাবতেই অবাক আগে আগে যেসব গান শুনলে ঘুম আসতো এখন সেসব গান শুনে এতটাই ভালো লাগে জে ভাষায় বলে বোঝানো জাবে না,, সত্যিই ভালো লাগার অনুভূতিটা খুব সুন্দর হয় ❤❤❤
Boyoser var hoyece
Akdom
@@jayashreedas8 hmm
আসলেই 😇
অন্ধকার ঘর,মৃদু বাতাস, জানালার পাশে বসে চোখ বন্ধ করে এই গানটা শোনার মাঝে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এরকম অনুভূতি আমি বার বার উপভোগ করতে রাজি আছি❤️❤️
অসাধারন পরিবেশ এবং অনুভূতি।
ruclips.net/video/CUrTtwXJOSM/видео.html
Moner maje aktu holeo tripty pelam
আজ 2025 জানুয়ারি 18 তারিখ,,, ❤❤❤❤এতোই সুন্দর এই গান🌼🌼🌼🌼
হাজারো আধুনিক গান রচনা হবে কালক্রমে হারিয়ে যাবে কিন্তু রবীন্দ্র সংগীত , নজরুল সংগীত ঠিকে থাকবে পৃথিবীর অনন্ত কাল।
Akdom thik kotha
আমি ইউটুবে গানশোনাই,,, সবাই এইবোনের গান শুনো, ভালো লাগলেপাশেথেকো, ১৭০০০+++ সাবস্কইবহলো
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️.....
Thanks
ruclips.net/video/CUrTtwXJOSM/видео.html
😂😢😮
সারাটা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি সময়ের সাথে কি সুন্দর নিজেকে গুছিয়ে নিয়েছ।আজও তোমার স্মৃতি গুলো আমার একমাত্র বেঁচে থাকার সঙ্গী। সুখে থেকো ভালো থেকো।
আমরা বাঙ্গালী না হলে এতো সুন্দর সুরের স্বাদ কখনো পেতাম না,
আমরা বাঙ্গালীরা যা পেয়েছি আর কোন ভাষার মানুষের জীবনে সেটা কল্পনাও করা সম্ভব নয়।
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
কথাটা অতি আবেগী হয়ে গেল। পৃথিবীর অন্য ভাষাগুলোরও অনন্য সুন্দর সুরের গান রয়েছে।
মাত্রাতিরিক্ত ভালোবেসেছিলাম, তাই তার কাছে সস্তা হয়ে গেছিলাম, প্রচন্ড অবহেলা সহ্য করেছি দিনের পর দিন, একটা সময় নিজেই সম্পর্ক গুড়িয়ে দেই, এখন ডাকতে চাইলেও পারিনা, ভয় হয়, আজীবন তাকে না হয় দুর থেকেই ভালোবেসে যাবো❤
bah.. sotty khub sundor
Matra r baire take valobasa jayna Biswas vokti vorsa rakhte hoy r obohelata tar poriksa
Rayet...
আমারও একই অবস্থা।তারপরেও মন খারাপ করি না।তার অতীত কে সাথে নিয়ে বেচে আছি
Same problem ☺️trpr o ekhno gutiye nei ni...porei achi☺️
পৃথিবীর শ্রেষ্ঠ গানগুলোর তালিকায় এই গানটাকে রাখা উচিত ❤️
Akdom Tik vai
ঠিক
বুকের ভিতর টা তোলপাড় করে
Abeger boshe manabjati turshoo ehar mordhey ache amar sakol desher sera Rabindra sanget
ruclips.net/video/CUrTtwXJOSM/видео.html
যতবার শুনি ততবারই মন ভরে যায়।
আমি গর্বিত আমি একজন বাঙালি।
❤️❤️
Right
Amio 😃☺💓💖💝
❤️❤️
আমি ইউটুবে গানশোনাই,,, সবাই এইবোনের গান শুনো, ভালো লাগলেপাশেথেকো, ১৭০০০+++ সাবস্কইবহলো
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️....
Amar sir thiki bolechilo.. "Jedin tumi Rabindra sangit er prottek ta line er mane bhujbe sejin janbe tumi boro hoyecho"
স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসবো প্রিয় গানটি❤️🥰
Nin like kore dilam abr akbar sune nin😅
@@dayamoygarai2664 thanks❤️
লাইক পাওয়া ধান্দা😂
@@mdsalam486 বুদ্ধিজীবী 😀😀
যুগ যুগ তো বাঁচবেন না।যতদিন বাঁচেন আর কি।যান আবার শুনেন😅
রবীন্দ্রনাথ তুমি বেচে আছো প্রতিটা রবীন্দ্র সংগীত প্রিয় মানুষের অন্তরে।
Akdm thik
কবিগুরুর চরণে শতকোটি প্রণাম 🙏🙏🙏
তিনি সর্বদা আমাদের অন্তরে অন্তরে বাস করছেন...তার গান তার কথা মানুষকে পরম শান্তি দেয় অনুভূতি দেয়...🙏🙏🙏
এই সংগীতটা যার যেমন ভাবনায় আসে। আমার ভাবনায় আমার প্রাণ নাথ শ্রী রাধা মাধবকে নিয়ে🙏🙏
আলহামদুলিল্লাহ যাকে চাইলাম তাকেই পেলাম 🥰🥰🥰,আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া
2025 ar aj 2 january gan ta sunchi kaw like dile abar ashbo sonar jonno ❤
এই গানটি গেয়ে কিছুদিন আগে কলেজে আমি first হয়েছি।কার কার গানটি ভালো লাগে, এবং কারা কারা এই গানটিতে নিজের প্রিয়জনকে অনুভব করো,তারাই লাইক করো।
Same 2 u sis❤❤
আমিও প্রথম হয়েছিলাম
AMAR KHUB PRIYO SONG
আমার মন খারাপ থাকলে এই গান টা শুনলে আমার মনটা ভালো হয়ে যায় এতো সুন্দর একটা গান আমি সব সময় শুনি এটা আমার মন খারাপের ওষুধ 🥰🥰
তুমি বলেছিলে
পৃথিবীর সব
বদলে গেলেও বদলাবে
না তুমি.
সে কথা বোকার মত
বিশ্বাস
করে ছিলাম আমি…
আজ পৃথিবী ঠিক ই
আছে
কিন্তু বদলে গেছ
তুমি…..॥❤️
পৃথিবী যদি হাজার বার বদলে যায় তবু না সোনা।
এই গানটির মাধ্যমে আমরা যা রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক গভীরতার পরিচয় পাই , তিনি জানতেন প্রতিটি প্রানীর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব বর্তমান, তাইতো তিনি নিজের হৃদয়ের গভীরতায় ঈশ্বরের অস্তিত্ব অনুভব করেছিলেন। বিশ্বনাথ দাস,শৈলেন মিল,বেলা, পশ্চিম মেদিনীপুর।
রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলি সত্যি মন ছুঁয়ে যায় ❤️ উনার মতো দ্বিতীয় কেউ হয় না
এমন মিষ্টি মধুর গান আর কোথাও নেই
Soumi
কোথাও যেন জীবনের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় এই রবীন্দ্রসঙ্গীত।
যখন তার জিবনে ছিলাম তখন সে আমায় বুজতে পারেনি।অনেক কেদেছিলাম কিন্তু সে আমার কান্না দেখে ও বুঝলোনা কিন্তু যখন আমি তার জিবন থেকে নিজেকে সরিয়ে নিলাম তখন সে বুঝতে পারলো যে আমি তার জিবনে কি ছিলাম।এখন আর তার জিবনে ফেরার পথ আমার কাছে আর নেই 😢😢😢😢।এখোনো অসম্ভব ভালোবাসি তোমায় সারা জিবন বেসে যাবো ❤❤❤❤
অনেকদিন পর আজকে মনে পড়লো, সত্যি অসাধারন, কতো সুন্দর প্রেম নিবেদন। কোনো মাত্রারিক্ত নেই, নেই কোনো অশ্লীলতা। আমার হিয়ার মাঝে....
আমাদের বাংলা ভাষার মাধুর্য্য ই আলাদা। আর কবি গুরুর লেখনীর ছোঁয়ায় তা আরও উজ্জ্বল হয়েছে। আমি সত্যিই গর্বিত একজন বাংলা মায়ের সন্তান হতে পেরে, একজন বাঙালি হতে পেরে।❤️❤️
গহ্বর
ওরে বেকুব সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে গান,বুজলে বোজার নাবুজলে তেজপাতা
শত বছরের পুরানো গান, কিন্তু বেঁচে থাকবে পৃথিবী যতদিন থাকবে, বাংলা ভাষা যতদিন থাকবে, এমনিভাবে আমাদের মন ছুঁয়ে যাবে, প্রাণে শান্তি দেবে।
Jokon somporkkae neae kala hoy tokon to durae takatay valo
সত্যিই তাই ।।
🤬
@@sapnaroy4646 নথ জওহর ও
Hmm
2024 সালেও এসে যারা শুনছেন, তাদের রুচির প্রতি সম্মান রেখে গেলাম... এইসব গান পুরনো হবে না কোনদিন!!☺🙂
Hum....😊
আজ ১৯/০১/২০২৫
১১:০০ টা ❤🎉
আজ রবীন্দ্রকাব্য পরীক্ষা দিয়ে আসলাম,,,,তাঁর প্রত্যেকটা কবিতার মর্ম কথা এত সুন্দর,,,সত্যি দুই বাংলায় রবি ঠাকুরের মতো দ্বিতীয় ব্যক্তি আর হয়না।
মাঝরাতে যখন কারু জন্য কষ্ট টা খুব বেড়ে যায়,মনে হয় এ ব্রহ্মান্ডে তাকে আর কখনো আমার করে পাব না,নীরবে অশ্রু কত গড়ায়,যখন কিছুতেই কান্না থামছিল না, তখন রবীন্দ্রসঙ্গীত সার্চ করে শুনতে এলাম....❤
প্রতিটি লাইনেই যেন প্রিয় মানুষটাকে অনুভব হচ্ছে 🥰।সত্যিই রবীন্দ্র সংগীত মানেই ভালোবাসার এক বহিঃপ্রকাশ 🤗।
হুম 😢
আহ! কত পবিএ সুন্দর 🤍
রবীন্দ্রনাথ ঠাকুরের এক একটা কথা এক একটা বাণী। অসাধারণ, মন ছুঁয়ে যায়
তোমাকে পেলে হয়তো এতো সুন্দর গান টা শুনতে পেতাম না। আমার কমেন্ট টা যে লাইক দেবে। আমার কাছে নোটিফিকেশন আসবে। আমি আবার। গানটা শুনতে আসবো 🙂💔
আহারে!কি কষ্ট!
😢😢😢😢
❤❤
এটা একটা ঘটনা ঘটেছে।
ভালোবাসি বলেই বারবার নত হই;
নাহলে যতটা সস্তা ভাবো ততটা
সস্তা আমি নই প্রিয়!☺️🖤
lots of love for you vai
WOW KI KOTHA 😅😅😊
দারুন লিখেছো, waw! আমিও ঠিক তাই, একদম তোমার মতো।
ঠিক বলেছেন, ভাই।
একদম ঠিক বলেছেন
কমেন্ট রেখে গেলাম।। কেউ লাইক করলে আবার ছুটে আসবো গানটা শোনার জন্য।।
Joto suni totoi vlo lage 🥰
আমিও সেম
আপনি মানুষকে কপি কম করবেন
@@HafsaBegum-n8m কি মুশকিল কপির কী আছে
@@HafsaBegum-n8m এই যে তুমি কমেন্ট টা করলে আর আমার আর একবার গানটা শোনা হয়ে গেল
ছোটো বেলায় রবীন্দ্র সঙ্গীত পছন্দ করতাম না,কারণ গানের কথা গুলো বুঝতাম না,এখন ভীষণ ভালোবাসি ।
Ami onek like kori
Ami o choto belay na bujhe, disturbed feel kortam. But ekhob meaning bujhar karon e onek like kori
Nice song
Akdm... Choto বেলায় কেমন জানি বোরিং ফিল হতো..... আর এখন গানের প্রতিটা লাইন জানো কিছু বলে যায়
.......... 🖤🖤
রবীন্দ্রনাথ আমাদের গব' ও বন্ধু, যখন তিনি একজন কবি ও সাহিত্যিক, কিন্তু রবিন্দ্রনাথ যখন একজন রাজনীতিক ব্যাকতিত্ব তখন তিনি আমাদের শত্রু।
হটাৎ যেন পুরো শরীরটা হালকা হয়ে গেল
সকল আঘাত কালচে আকাশে উড়িয়ে দিলাম
চোখ বুজে বুক উচিয়ে অহংকার এখন
গোপন মনে গভীর প্রাণে শান্তি এখন।।।।
#তর্কে বহুদূর# গুরুদেব আমার প্রণাম নেবেন 🙏🙏🖤😘🤘❤️
এই গানটা রোজ একবার করে হলেও শুনি। রবি ঠাকুরের গানগুলো কেমন যেনো আমার জীবনের সাথে খুব যায়। মাঝে মধ্যে আমি আমার বান্ধবীকে বলি ঢ়ে রবি ঠাকুর মনে হয় গানগুলো আমার কথা ভেবেই লিখেছেন।❤❤❤❤ অন্যরকম ভালোবাসা। 🥰🥰
Ei gaanta issorer proti lekha hoyeche
আহাহ্!!
কি মায়া..!!! রবীন্দ্র সংগীতে🥰
কবি গুরু রাবিন্দ্র নাথ ঠাকুর অমর হয়ে রয়েছেন তার এই অনবদ্য সৃষ্টির মধ্যে দিয়ে ❤️
Its Robindra(in Bengali), not raabindra
আমি ইউটুবে গানশোনাই,,, সবাই এইবোনের গান শুনো, ভালো লাগলেপাশেথেকো, ১৭০০০+++ সাবস্কইবহলো
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️...
Ami geyechi sunben ruclips.net/video/CUrTtwXJOSM/видео.html
- মারাত্বক অর্থ বহনকারী একটি সংগীত। যতবার শুনি ততবার নতুন লাগে। গভীর নিস্তব্ধতা নেমে আসে চারিদিকে। হারিয়ে যায় কোনো এক অজানাই।। 🥀✨🖤
হে তানিয়া খাতুন আপনার প্রতি শান্তি বর্ষণ হক, এই জীবনটা না বদ্দই অদ্ভুত যে ভাবে জগৎ টাকে পেতে চায় সে ভাবে পাই না ,যেভাবে সাজানো দেখতে চায় সেভাবে সাজানো থাকেনা ,পরকালের প্রতি আস্থাশীল হন স্বপ্ন পূরণ হবেই ইনশাআল্লাহ
আমিও এই প্রথম দিকে এই ধারনার বশবর্তী হয়েছিলাম, মোহ কে প্রেম বলে ভুল করছিলাম, কিন্তু যখন সত্যিই প্রেমের ভাব জাগলো, তখন বুঝলাম সকল প্রেমের উৎস পরমেশ্বর। তখন আর কোনো আশা নেই, আকাঙ্খা নেই, তাই শোক নেই। আমি তার কাছে চির কৃতজ্ঞ, কারন সেই মোহের মধ্যেও প্রেমের যে ভাব ছিল, তাকে ছাড়া হয়তো কখনও খুঁজে পেতাম না। সেও আমায় সত্যিই ভালোবাসে। তাই বন্ধন নেই, কেবল মুক্তি। সত্যিই সেই পরমেশ্বর সকলের হিয়ার মাঝেই থাকে। তাকে আমরা দেখতে পাইনা এটাই দূর্ভাগ্য।
Namoskar dada amio tai mani tinei apon.
এত মাধুর্যতা মেশানো কেন থাকবে!🥺🥹
রবীন্দ্রসংগীতের প্রতিটি লাইন চিত্ত চিরে হৃদয়ের গহিনে গেঁথে থাকে।
শিল্পীর কণ্ঠে গানটা নতুন একটা ঐশ্বর্য সৃষ্টি করেছে। দরদ ভরা কণ্ঠ , গায়কী ও মিউজিক দারুন সুন্দর হয়েছে। ধন্যবাদ সঞ্চিতাকে ও টিমকে।
-৬ বছরের সম্পর্ক ছিলো আজকে তার মন ভরে গেছে,চলে গেছে🙂🙂
-আসলে আমাদের প্রেম হয়েছিলো, ভালোবাসাটা আর হয়ে ওঠেনি😊
-কারন প্রেমে বিচ্ছেদ হয়,ভালোবাসার নাহ😭
যে ভালোবাসে সে কখনো ছেড়ে চলে যায় না
@@fatihaurmi5560
-তাহলে সে কি আমায় ভালোবাসে নি🙂💔
@@nurunnobyrakib না,,,
@@fatihaurmi5560
-আসলে আমি ওখানে ক্লিয়ার করে বলি নি বা বলতে চাই নি🙂
-হয়তো বাজে ভাবে উপস্থাপন করেছি😔
-তার জন্য আমি দুঃখিত🙂
-আসলে আপু ও মারা গিয়েছে😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
-বলতে চাই নি এজন্যই যে ওর কথা মনে হলে নিজেকে আর ধরে রাখতে পারি নাহ😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
-আজকে ৬ মাস পরে আমি মানসিক ভাবে সুস্থ🙂🙂
@@nurunnobyrakib ওহ,,দুঃখিত,,,
আপনার কমেন্ট পড়ে মনে হলো আপনাদের ব্রেক আপ হইছে,,
আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন,,,
এই গানটি দুঃখের কিনা জানিনা, তবে আমার তো মনে হয় এই গানটিতে এমন একজনের কথা বলা হচ্ছে যে প্রথম থেকেই জীবনে ছিলো অথচ আমরা তাকে চিনে নিতে পারি নি।
এখানে ঈশ্বর এর কথা বলা হচ্ছে, যিনি আমাদের সঙ্গে সব সময় থাকেন কিন্তু আমরা সেটা জানতেই পারি না
হ্যাঁ, এখানে পরমেশ্বরের কথা বলা হচ্ছে। বাকিটা মিলিয়ে নেন।
Gaan ti te nijeke nijei upolobdhi Kora and The Almighty r kotha prosfutito korche.
⁰⁰
এটা পূজা পর্যায়ের গান আমরা অনেকেই জানি না। বিরহের গান ভেবে ভুল করি।
Now, i'm 18 years old,,
But
যতই দিন যাচ্ছে এই রবীন্দ্র সংগীতের প্রতিটা লাইন নিজের কাছে স্পষ্ট হয়ে উঠছে 🥲
হৃদয় গহ্বরে এক আকাশ স্মৃতি রেখে
পৃথিবীর সব সুখকে সাথী করে নিয়ে গেলে তুমি....
পূর্ণ হোক তোমার মন- বাসনা,,,
জয় হোক সার্থপরতার....!!
এমন ভাবে কাউকে কখনোই ভালোবাসতে নেই যার ভালোবাসায় এতোই অন্ধ হয়ে পড়েছিলাম যে সে ছেরে যাওয়ার পর এমন ভাবে ভেঙ্গে পড়েছি যে বলার ভাষা নেই , জানি না গানটির মধ্য কি সুখ লুকিয়ে আসে ❤️
রবীন্দ্র শোনায় শান্তি আছে অনেক।নিজেকে ভারমুক্ত লাগে শুনতে শুনতে।যেন না বলা অনেক কথার ভার থেকে মুক্ত হলাম।
ভালোবেসে ফেলেছি একজন কে অনেক। আমার জীবন এর প্রথম ভালোবাসা। আবেগ না, আবেগ এর বয়স নেই। কিন্তু কোনোদিন বলতে পারবোনা। ধর্মীয় বাধা, সামাজিক বাধা। নিজের থেকেও ভালোবাসি। কিন্তু বুঝতে দেয়না। জীবন এ এমন দিন আসবে কল্পনা করিনি। শুধু চাই ভালো থাকুক প্ৰিয় জন।
আসলে রবীন্দ্রনাথ তার গানের কথাগুলো ঈশ্বরের কথা ভেবেই লিখেছেন, তবুও এর মধ্যে এক আশ্চর্য ভালোবাসার কথা ফুটে উঠেছে।
ঠিক বলেছেন!গানটি বিভিন্ন ধরনের অনুভূতি প্রকাশ করে কিন্তু সঠিক ব্যাখ্যা হলো সৃষ্টিকর্তাকে নিয়ে।
আমি একজন নবীন প্রজন্ম এর তরুণ। তবুও এই গান টার প্রতি একটা অন্য রকম ভালো বাসা অন্য রকম শান্তি পায় আমার মন।। আমার মতো তরুন দের কী মতামত।।
অভাবনীয়
কতবার শোনা গান, কিন্তু আগে কোনোদিন এর অর্থ অনুধাবন করতে পারিনি। স্রষ্টা যেন এই মর্মার্থের গভীরতা হিয়ার মাঝে ধারণ করে রাখার সামর্থ্য দান করেন! তিনি দয়া না করিলে কে পারে হৃদয়ে রাখিতে...❤️
বয়স যত বাড়ছে, রবীন্দ্র সংগীতের
প্রতিটি লাইনের মানে তত স্পষ্ট হচ্ছে ❤️❤️।
অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত করেছেন কবি গুরু 🙏🙏🙏
Jail hoba not clame only gorment police 🚓🚓🚓🚓 arested
২০৫০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম,,
যারা এসব গানকে ভালোবাসো তারাই লাইক করো
Thank you
২০২২
ruclips.net/video/CUrTtwXJOSM/видео.html
৫০২০ সালের জন্য থাক না
2022 আইসা পড়ছে ভাইয়া....sayma❤️
কি অসাধারণ গান...কি দারুণ মিউজিক ,,,জতই বলি না কেন কম হয়ে যায়,
কি দারুন ভাবে গাওয়া,,, একটা মানুষের মনে ঠিক কতটা প্রেম থাকলে এমন একটি গান বানানো সম্ভব তা ভেবেই অবাক হই,,,
Bahura shura ahua arhurs abuara
Bahuam huahuatab huahu ahura huahu ahuahu ahha
আমি যে গান শুনি না কেনো কমেন্ট পরা অভ্যাসে পরিণত হয়েছে তাই আজকে একটা কমেন্ট করে গেলাম
যদি কেউ আমার কমেন্ট পরে❤😊
বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। আর আমি এই গানটি শুনছি। আমার তো মনে হচ্ছে কবিগুরু এই মুহূর্তের জন্যই গানটি লিখেছিলেন 💕।খুব ভালো লাগছে ❤
আমি প্রতিদিন একবার হলেও এই গানটা শুনি,, গানটি শুনলে মনে খুব শান্তি লাগে 😇❤😍
Han sotti 😊💓💖💝
একেবারে ঠিক।
আমি ইউটুবে গানশোনাই,,, সবাই এইবোনের গান শুনো, ভালো লাগলেপাশেথেকো, ১৭০০০+++ সাবস্কইবহলো
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️..
আমি ও প্রতি দিন শুনি খুব ভালো লাগে তবে চোখে জল ও আসে
ruclips.net/video/CUrTtwXJOSM/видео.html
অপূর্ব ,আমিও গর্ব বোধ করি যে কবিগুরু আমাদেরই একজন🙏🏻🙏🏻 খুব প্রানবন্ত উপস্থাপনা👍👍
আজ হিয়ার মাঝে লুকিয়ে আচি
অপবিত্র মননিয়ে রবিঠাকুরের
গানের কথা বিশ্লেষন করাযায়না,তাই যারাই নিন্দা করে, তাদের মন কুৎসিত।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি,
তোমায় দেখতে আমি পাই নি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..
বাহির পানে চোখ মেলেছি
বাহির পানে,
আমার হৃদয় পানে চাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি,
তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত সকল আশায়,
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত সকল আশায়,
তুমি ছিলে আমার কাছে
তুমি ছিলে,
আমি তোমার কাছে যাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি,
তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়,
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়,
আনন্দে তাই ভুলেছিলেম,
আনন্দে তাই ভুলেছিলেম,
কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ-সুখের গানে,
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ-সুখের গানে,
সুর দিয়েছ তুমি,
আমি তোমার গান তো গাই নি,
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি,
তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে,
বাহির পানে চোখ মেলেছি
বাহির পানে,
আমার হৃদয় পানে চাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি,
তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে ..
Tnx.. 🫶
যতবার শুনি মন প্রাণ জুড়িয়ে যায় 💖🌼
তুমি খুব ভালো
why
ruclips.net/video/CUrTtwXJOSM/видео.html
কিছুটা অভিমান কিছুটা স্বপ্ন এ মোড় স্রোত
চির হতাশা মাঝে একটু আশার আলো জাগিয়ে তোলে গান গুলি 🌼😊
একদম 😊
বিচ্ছেদের পরেই গানের সঠিক মর্ম বোঝা যায়,,কারণ না পাওয়াতে হৃদয় বেশি শিহরিত হয়😢😅😅
মূর্খ এটা প্রেমের গান না , এখানে অন্তরের ঈশ্বরের কথা বোঝানো হয়েছে।
যেদিন বাইরের জগতের সবাই ছেড়ে চলে যাবে ,মন নিরাশায় ভরে উঠবে,,,একমাত্র সেইদিন "হিয়ার মাঝে" যিনি লুকিয়ে আছেন তাঁর খোঁজ পাওয়া যাবে।
কানে হেডফোন+ রুমের লাইট অফ+ কান্নায় ভেজা চোখ= শান্তি ☺️
Homoder protikar🗿🗿
🤣🤣
👍
😪😪
😇😇😇😇😇😇
'''অসাধারণ,,
কিছু বলার নেই:?
💜💜💔💜💜
Shura ahura ahura ahura ahura ahuata shuata shuata ahua
Ahusra ahusra ahusta shuata ahus ahusra abussrs
এই গানের মাঝে তাকে খুজে পাই।😢
ছোটো বেলাই রবিন্দ্র সঙ্গীত বুঝতাম না ভালো লাগতো না আর এখন বয়স বেড়েছে আর রবিন্দ্র সঙ্গীত প্রতিটি কথা অসাধারণ লাগে ।।😌😌
Akdom thik bolechen...
I agree with you 😌
@@rupanath6736 ❤️❤️
Akdom
Ekdom thik ❤️
আমার প্রিয় একটা গান। পরবর্তী প্রজন্মের জন্য কমেন্টটি রেখে গেলাম।
আসলে আমাদের অন্তরের বেদনা কখনো কখনো বেঁচে থাকার প্রেরণা দেয় আমরা তা বুঝতে পারিনা,,,দুঃখ কে ও যে আপন করে নেওয়া যায় এটা রবীন্দ্রনাথ ছাড়া বোধহয় কেউ এতটা অনুভব করাতে পারেনি,, বারবার দূরে গিয়ে আবারও কাছে আসার ব্যাকুলতা এ যেন শরীর আর মনের দ্বন্দ্ব যেখানে শেষ হতে গিয়েও হয়না তার সমার্থক হয়ে দাঁড়ায়,,,আমরা অন্তরাত্মার দিকে দৃষ্টিপাত করি আর তার উপস্তিতির অস্তিত্ব খুঁজে বেড়াই অনন্তকাল ধরে,,,
খুব সুন্দর হয়েছে ভাই
@@sanzidasultana5093 অনেক শুভেচ্ছা ❤️
আমি ইউটুবে গানশোনাই,,, সবাই এইবোনের গান শুনো, ভালো লাগলেপাশেথেকো, ১৭০০০+++ সাবস্কইবহলো
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️...
বেশিই সুন্দর 😊❤
2024 সালে কমেন্ট রেখে গেলাম যখন কেউ লাইক করবে তখন আমার কাছে নোটিফিকেশন আসবে আর আমি আবার ওই গানটি শুনতে পারবো 😌 পছন্দের একটা গান ❤️😇
লাইন গুলো মনে গেথে থাকবে ❤
সত্যই সুন্দর
অসংখ্য ধন্যবাদ svf devotional আমার প্রিয় রবীন্দ্র সংগীত উপহার দেয়ায়। একমাত্র রবীন্দ্র সংগীত শুনলে সব কষ্ট দুঃখ ভুলে ভালো থাকা
সত্যি এই গানটি খুব সুন্দর ।।। যতো কস্টই থাকুক না কেনো এই গানটা শুনলে মনটা ভালো হয়ে যায় ।❤❤❤❤
1
যে যত ভারত এবং ইসরায়েল বিরুধী সে তত দেশপ্রেমিক ।
সমন্বয়ক : সারজিস আলম
abar sunchi......jeidn keu comment baa like kore sonar jonno dakbe seidin abar sunte asbo
প্রিয় তোমাকে পেলে হয়তো এই গান টী আমি শুনতে আসতাম না । অনেক ভালোবাসি গো তমায় অনেক মিস করবো তোমায় । এই কমেন্টি রেখে গেলাম যখনি কেউ লাইক দিবে নোটিফিকেশন পেলেই আবার শুনতে আসবো । 💔💔❤️🩹❤️🩹
প্রিয় মানুষগুলি একটু বেশি সুন্দর আর মায়াবী হয় যে হাজার আঘাত করলে তার প্রতি এতটুকু মায়া কমে না 😥😥😥
পৃথীবিতে যত গান ই থাক,রবীন্দ্র সংগীত এর কাছে সব তুচ্ছ ❤️
Correct.
আমি একজন ওমান প্রবাসী, সেই ছোটবেলা থেকে রবীন্দ্র সংগীতের প্রতি আমার আলাদা টান। বিটিভিতে রবীন্দ্র সংগীতের কত অনুষ্টান দেখতাম। আমার মতে রবীন্দ্র সংগীতের মর্ম বুঝতে হলে তাকে অবশ্যই বাংলা ব্যাকরণ, ভাবার্থ,প্রতিশব্দ জানতে হবে।
সারাদিন কাজের ক্লান্তি দূর করতে কানে হেডফোন লাগিয়ে রবীন্দ্র সংগীত শুনা, আহা!কি মজা কত যে আনন্দ।
উৎকৃষ্ট ভালোবাসা আর বিরহ একত্র করেছেন কবি গুরু ।
এত ভালো লাগে কারণ এই গানটি আমাকে আমার ভালোবাসার মানুষটির কথা বেশি করে মনে করিয়ে দেয় ❤️ তাকে মনে করতে খুব ভালোলাগে ❤️ জানিনা তার মতো কেউ ভালোবাসবে কিনা 😭 তবে সে যেন খুব খুব ভালো থাকে❤️❤️
এই গানটা শুনে পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে গেলো .......
প্রত্যেকটা লাইনের কষ্টের কণ্ঠ
এখানে প্রভুর কথা বলা হয়েছে ❤️❤️
এই রবীন্দ্র সংগীত,গানের মধ্যে কি যে জাদু যতই শুনি ততোই মধুর লাগে প্রাণে ❤❤❤