Kolkata to Siliguri Road Trip,Full Details|| ছোটো গাড়ি নিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি সফর||

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 104

  • @anupam8484
    @anupam8484 Год назад +6

    অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এই ভিডিও টির জন্য।। Road trip er ভিডিও অনেক আছে কিন্তু ব্যস্ত রাস্তার ইতিহাস বলে শুধু sound of tista। অসাধারন।save করে রাখলাম।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад +1

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের কমেন্ট গুলোই আমাদের উত্সাহ দেয়।।ভালো থাকুন

    • @arupdas4219
      @arupdas4219 Год назад +1

      খুব ভাল লাগল। যাত্রাপথের এত ডিটেইলড বিভিন্ন জায়গার ইতিহাসের ধারাভাষ্য এককথায় অনবদ্য। অনেক শুভেচ্ছা রইল।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      @arupdas4219 অনেক ধন্যবাদ

  • @IndraniDas-e2q
    @IndraniDas-e2q 6 месяцев назад +1

    Khub sundar laglo
    Chena pathe bohu din par abar ekta safar
    Just Nostalgic❤❤

  • @debdattamondal9637
    @debdattamondal9637 Год назад +1

    খুব সুন্দর ছিল। আপনার দেওয়া তথ্য গুলো আলাদা মাত্রা জুড়ে দিয়েছে।

  • @dkmdilipmukherjee6789
    @dkmdilipmukherjee6789 Год назад +1

    Khub bhalo'bhadra ,sundor video.

  • @peledey6
    @peledey6 Год назад +1

    Khub bhalo laglo. Sange pratiti jaigar eto sundor itihaas (History) blog tar ekta sundor matra dieche. 👌👌👌

  • @chayandash1478
    @chayandash1478 Год назад +1

    Ebare miss korlam
    SANGE THAKUM BHROMON A THAKUN.
    DARUN LAGLO.

  • @guitaristsaugatachattopadhyay
    @guitaristsaugatachattopadhyay Год назад

    Darun dekhlam. Excellent coverage including historical background of the places travelled. Very interesting video. Liked it very much

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 Год назад +4

    অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি দিদি ❤️❤️❤️ বেশ দারুন হয়েছে 👍
    (Pranab Traveller's)

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      অনেক ধন্যবাদ প্রণব ভাই।

  • @babaipaul9462
    @babaipaul9462 Год назад +1

    Dada 1dam darun.

  • @tony615a
    @tony615a Год назад +1

    same distance on Nagpur- Mumbai Samruddhi express way covered in 7 hours.

  • @dipankarsarkar3456
    @dipankarsarkar3456 Год назад +1

    Very nice informative information explored in this video dada.

  • @sacreative-pulcreativities3399
    @sacreative-pulcreativities3399 Год назад +3

    খুব ভালো লাগলো দাদা ভিডিও টা,, কিন্তু আপনারা লেজেন্ড গাড়ি নিয়ে গেয়েছিলেন এর পর থেকে একটু TATA র গাড়ি দেখে চালাবেন 😂

  • @myvlog4833
    @myvlog4833 Год назад +1

    দারুন লাগলো।।এইটা আমার খুব প্রয়োজন ছিল।।অনেক ভিডিও দেখি কিন্তু আপনাদের ভিডিও খুব তথ্য পূর্ন

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      অনেক ধন্যবাদ আপনাকে

  • @saikatchakraborty4041
    @saikatchakraborty4041 Год назад +1

    Ami apnader channel er new subscriber. Khub valo laglo video ti

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      অনেক ধন্যবাদ আপনাকে।।

  • @shossainmolla1156
    @shossainmolla1156 Год назад +1

    Excellent journey

  • @anupammukherjee8818
    @anupammukherjee8818 Год назад +1

    Very good video..

  • @amitavasen2165
    @amitavasen2165 Год назад +1

    Very very informative and useful information

  • @tapasimaity3946
    @tapasimaity3946 Год назад +1

    খুব ভালো এবং ত‍থ‍্য বহুল ভিডিও।আপনাদের ভিডিও দেখে প্রথম বার আমরা ডুয়ার্স যাবো প্ল্যান করছি,তাও গাড়ি নিয়ে।ডুয়ার্সের ভিডিও গুলি খুঁজতে খুঁজতে আপনাদের চ্যানেল টি দেখতে পাই, এত টায় ভালো লাগে সাথে সাথে like ও suscribe করি,আপনাদের ছেলের বয়সী আমারও একটি ছেলে আছে।আপনাদের long ড্রাইভের ভিডিও টি দেখে সাহস পেলাম।আর যদি শেষ পর্যন্ত যাওয়ার প্ল্যান টি সুনিশ্চিত হয়, পুরো টায় ,আপনাদের ব্লগ দেখেই হবে।অনেক শুভেচ্ছা র শুভকামনা রইলো ।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад +1

      অনেক ধন্যবাদ।।
      নিশ্চিন্তে চলে আসুন।।যে কোনো সমস্যা,কোনো তথ্য প্রয়োজন হলে অবশ্যই মেল কিংবা কমেন্ট করবেন।।আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা নিশ্চই চেষ্ঠা করবো পাশে থাকার।।
      পুচকে কে আদর রইলো।।

    • @tapasimaity3946
      @tapasimaity3946 Год назад

      @@SoundofTista অনেক ধন্যবাদ ও ভালোবাসা দিদি।আর আপনার সোনার জন্য ও রইলো ভালোবাসা।আপনাদের একটু help চাই।আমার husband mail করেছেন ,kindly একটু check করবেন।

  • @rajamanna176
    @rajamanna176 Год назад +1

    Khub sundor

  • @dr.santanuchattopadhyay6571
    @dr.santanuchattopadhyay6571 Год назад +1

    Enjoyed a lot..."Ghare Bose manas bhraman" korlam...

  • @joydeepmukherjee5918
    @joydeepmukherjee5918 Год назад

    Very good blog, with loads of important information and updates. Really appreciate your endeavour. Thank you

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      Most welcome.keep watching our vlogs.🙏

  • @samratsom6754
    @samratsom6754 11 месяцев назад +1

    Khub bhalo legeche. Ekta suggestion dichhi. Khub thanda teo parle chesta korben AC ta mind temperature e on kore rakhte. Tahole r windshield ta frost hobe na. Same applies during rains as well.. Try kore dekhbe 😊

    • @SoundofTista
      @SoundofTista  11 месяцев назад +1

      Thank you so much
      Next bar theke apnar suggestion anujayi korbo

  • @JK-fq1lx
    @JK-fq1lx Год назад +1

    Very nice projection of journey.

  • @bapiroychowdhury4780
    @bapiroychowdhury4780 Год назад

    ❤ খুব ভালো লাগলো ভিডিওটা

  • @skdphysicsmmb3234
    @skdphysicsmmb3234 Год назад +1

    পুরো ট্রিপ টা দারুণ উপভোগ করলাম।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      অনেক অনেক ধন্যবাদ

  • @ashimgupta3238
    @ashimgupta3238 Год назад +1

    Awesome

  • @PrabirKumarJana-l9q
    @PrabirKumarJana-l9q Год назад +1

    খুব সুন্দর ভিডিও, both of you hv very nice voice n personality. আমার যারা long drive করি তারা প্রয়োজনীয় ইনফরেশন গুলো এই ভিডিও থেকে পেয়ে যাবে। অনেক দিনের ইচ্ছা ড্রাইভ করে শিলিগুড়ি যাওয়া। দুটো পার্টে পুরো ডুয়ার্স ঘোরা এখন ডুয়ার্সের ভেতরে ড্রাইভিং ইনজয় করতে চাই। ডুয়ার্সের ভেতরের route নিয়ে যদি একটা ভিডিও দেন খুব ভালো হয়। Dzire drive করি। ভোর ৫টায় Vidyasagar toll plaza পার হয়ে বিকাল ৪ টায় গোপালপুর পৌচেছিলাম (৬০০কিমি).

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      ধন্যবাদ।।
      আপনার প্রপোজাল আমরা note down করে রাখলাম।।ভিডিও নিশ্চই আসবে।।
      আমরা বলবো,ডুয়ার্স নিজের গাড়ি নিয়েই আসুন।।সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন।।ডুয়ার্সের একটা রোড ম্যাপ বানানোর কাজ চলছে।।ওটা কমপ্লিট হলে ভিডিও তে ডিটেলস শেয়ার করে দেবো আমরা।।

  • @anindyasengupta6046
    @anindyasengupta6046 Год назад +1

    Very informative video, thank you 🙏

  • @rumkibhattacharjee8225
    @rumkibhattacharjee8225 Год назад +1

    Anek tatho janlm about Siliguri trip dhonno bad sound of tista k dakhbo Akbar try kore 🙂👍🙏👌

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      Nischoi.kono problem habe na.anek arame ghurte parben

  • @sudiptaghoshghosh7495
    @sudiptaghoshghosh7495 Год назад +1

    Ami Prothom dekhechi

  • @sanjitdutta8536
    @sanjitdutta8536 Год назад +1

    Khub valo laglo apnader video. Please 5 star safety rated car use korun. Price, mileage, features er thekeo life ta onek precious.

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      Thank you .
      Thik bolechen Garita ebar change korte hbe.

  • @krishnasisbhol4333
    @krishnasisbhol4333 Год назад +1

    Kolkata puri akta jodi hoy plz dakhabn

  • @sumanmotto
    @sumanmotto Год назад +1

    Khub bhalo laglo....sabdhane gari chaliyechen ....amio ei route dhorei dooars gechilam....Apnader Maynaguri hoyei... Tobe ami Hooghly theke gechi tai Nabadwip er pase Gouranga setu diye periyechilam ...eto dur elen iss dekha hoye gele bhalo hoto 🙂

    • @SoundofTista
      @SoundofTista  Год назад +1

      অনেক ধন্যবাদ।। গাড়ি নিয়ে ডুয়ার্স আসার মজাটাই আলাদা।।আবার একবার প্ল্যান করে ফেলুন।ডুয়ার্স তো সব ঋতু তেই সুন্দর।দেখা নিশ্চই হবে।

  • @rajasarkar1887
    @rajasarkar1887 Год назад

    We liked this video like any other videos of your channel. Thanks for presenting this informative video to all of us. Hope you all are doing good.
    Shall wait for your next video which is expected to be njoyable and in detail like your others. Thanks once again !!! Best of luck 🤟🤟🤟

  • @sajidhussai
    @sajidhussai Год назад +1

    খুব ইনফরমেটিভ

  • @chandrachurdas
    @chandrachurdas Год назад +1

    Ektu please bolte parben je Kishanganj e kono police checking hoychilo ki?

    • @SoundofTista
      @SoundofTista  Год назад +1

      Puro rastay ekbar o police checking hayni

  • @dsanjoy2000
    @dsanjoy2000 Год назад

    ami 29th Dec 22 te , kolkata theke siliguri drive korechi ( Kolkata- madhayam gram- krishnanagar) . kolkata theke krishnanagar rasta kintu khub ekta sukh er hoi ni amader. rasta chapa- vangha, ebong rastar kaj hocchilo. krsihna nagar er theke bhalo rasta. tobe chara farakka theke , islampur obdhi rastai ektu por por barricade.

  • @travelwithaloke3003
    @travelwithaloke3003 Год назад +1

    khub bhalo laglo..ki gari chilo r koto petrol laglo?

    • @SoundofTista
      @SoundofTista  Год назад +1

      Thank you so much
      3000 takar petrol, 665takar toll laglo Kolkata to Siliguri.
      Amader s presso.

  • @streefoodcraze365
    @streefoodcraze365 9 месяцев назад +1

    দাদা শিলিগুড়ি তে প্রাইভেট গাড়ির পার্কিং কোথায় পেয়েছিলেন ??? একটু জানাবেন প্লিজ ।।

    • @SoundofTista
      @SoundofTista  9 месяцев назад

      আমরা তো শিলিগুড়ি তে পার্ক করিনি। তবে wbtdcl এর মৈনাক লজ এ কথা বলে দেখতে পারেন। ফোন নম্বর wbtdcl এর সাইট এ পাবেন।

  • @sutapasaha9067
    @sutapasaha9067 Год назад +1

    খুব ইনফরমেটিভ । দারুন দারুন লাগলো । আমি আপনার সব ভিডিও দেখি । লাস্ট ১৩ ই এপ্রিল আপনার ভিডিও দেখে ডুয়ার্স ঘুরে এলাম । জয়ন্তীতে যে হোটেল গুলোর নাম বলেছিলেন , ফোন নাম্বার দিয়েছিলেন, ওদের সঙ্গে কটাক্ট করে হোটেল বনান্তে তে ছিলাম। খুব ভালো তথ্য পূর্ণ & সাধারণ মানুষের বাজেট এর মধ্যে থাকে এই ভিডিও ।
    দিদি একটা রিকোয়েস্ট , আপনার উচ্চারণ এ আপনার স স বলাটা একটু ঠিক করুন । আপনার সব ভালো , শুধু স টা গিয়ে সব মাটি করে দেয় ।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      অনেক ধন্যবাদ🙏

  • @Mijanurr1981
    @Mijanurr1981 Год назад +1

    শিলিগুড়িতে কি পার্কিং এর ব্যবস্থা আছে, যেখানে গাড়ি রেখে দার্জিলিং অন্য গাড়িতে যেতে পারি?

    • @SoundofTista
      @SoundofTista  Год назад +1

      শিলিগুড়ি তে নিরাপদে কোথায় গাড়ি রাখা যাবে সেটা জানা নেই।খোঁজ পেলে কমেন্টে জানিয়ে দেবো অবশ্যই।।

  • @shantanusen9425
    @shantanusen9425 Год назад +1

    কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার প্রধান এবং ব্যস্ততম রাস্তা এই ৩৪ নম্বর জাতীয় সড়ক । আজ ও প্রশস্থ করা গেলো না । মাঠ ছেড়ে রাস্তায় উঠে এসে বাণিজ্য বিস্তার আমাদের অবাক করে না । অতএব গাড়ির সম্বুক গতি অনিবার্য !
    বেশ কয়েকবার এই রাস্তা ব্যাবহার করার ফলে , রাস্তা দেখার আগ্রহ ছিল না । তবুও আপনাদের ভিডিও টা শুধু পুরোটাই যে দেখিনি তা নয়, কিছু না লিখে পারলাম না ।
    অত্যন্ত সাবলীল , পরিছন্ন এবং আন্তরিক ভাষার ব্যবহার । তথ্য পরিমিত কিন্তু আগ্রহ বজায় রাখে । আমরা যারা বয়েসের জেষ্ঠো প্রান্তে উপনীত , সময় তাদের আর তাড়া করে না । একটু সময় নিয়ে , আস্তে ধীরে যেতেই ভালো লাগে । আশেপাশের মানুষ জন , ইতিহাস , কিছু বিস্মৃত স্মৃতি মনাগ্রহি করে তোলে যাত্রা টি কে ।
    আপনাদের অনেক ধন্যবাদ। এতো সুন্দর একটি উপস্থাপনার জন্য । শুভেচ্ছা রইলো, আগ্রহ রইলো আগামীর.....

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      খুব ভালো লাগলো আপনার কমেন্ট টা পড়ে।।রাস্তা প্রশস্থ করার কাজ চলছে,বলা ভালো প্রায় হয়েই এসেছে। সত্যি বলতে কি,আমরা যেখানেই যাই,রাস্তাটা খুব উপভোগ করতে করতে যাই। কত নতুন নতুন জায়গা,আলাদা আলাদা পরিবেশ।। কত ইতিহাস।। High speed আর medium speed এর মধ্যে সারাদিনের শেষে ব্যালান্স করলে সেই এক দুই ঘণ্টার পার্থক্য হয়।।ইমারজেন্সি না থাকলে শুধু শুধু এত চাপ নেওয়ার তো কোনো প্রয়োজন ও নেই।।
      খুব ভালো থাকবেন।।এই কমেন্ট গুলো আমাদের খুব উৎসাহ দেয়।।

  • @bidyutkumarganguly6605
    @bidyutkumarganguly6605 Год назад

    পৌছে গিয়ে অবশ্যই চিঠিতে জানাবেন।

  • @kitchenmaintaintrick6306
    @kitchenmaintaintrick6306 Год назад +1

    আপনাদের ভিডিও টি খুব ভালো লাগলো, আমি আর আমার হাজব্যান্ড আমাদের ১০ বছরের মেয়ে কে নিয়ে রামধূরা যাচ্ছি, ডাক সান রেডি গো নিয়ে, ওভার নাইট ড্রাইভ করে, কিন্তু প্রবলেম হছে পরিস্কার টয়লেট পাওয়া নিয়ে, মোটামুটি ভালো ধাবা তে কি পরিস্কার টয়লেট আশা করা যায়? আগে আমরা রোড ট্রিপ করেছি রাজগীর আর রাচী, মন্দারমণি এই যায়গা গুলো, তবেটানা ১৫ ঘন্টা প্রথম বার।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      অনেক ধন্যবাদ।।
      পেট্রোল পাম্প গুলোতে ladies toilet বেশ পরিস্কার থাকে।তবে Pee Safe carry করবেন।।ভালো ধাবা গুলোতেও toilet পরিষ্কার থাকে।।অসুবিধে হবে না।

    • @kitchenmaintaintrick6306
      @kitchenmaintaintrick6306 Год назад +1

      @@SoundofTista অনেক ধন্যবাদ।

  • @robin312007
    @robin312007 Год назад +1

    21 mileage is very good dada.... Average speed koto rekhechilen....amio pujote jabar plan korchi... Ei durga pujo time a... Amar wagon r 1000cc 2018....including dooars... Total fuel cost dhorechilam 12000/- 2way....

    • @SoundofTista
      @SoundofTista  Год назад +1

      Highway avarage speed 60-70ছিলো। রিলাক্স করে আসুন। অসুবিধে হবে না। 3days dooars tour and up down 12000+_ 2000 হয়ে যাবে।

  • @deshikdutta
    @deshikdutta Год назад +1

    ভাত avoid? সেটি হচ্ছেনা দাদা।😁

  • @sanjoysingharoy3287
    @sanjoysingharoy3287 Год назад +1

    Apnaar mukhe 'APNI' sommodhon shunei like kore dilam. Sotti kotha bolte ki ei bangla channel gulote sobai k wholesale 'TUMI' sommodhon ta ami ekdom nite parina. Hoyto eta amar weak point. Apni kintu hindi te khub rarely dekhte paben j tum kore bolchhe, sekhane kintu aap korei bolen tara.

    • @SoundofTista
      @SoundofTista  Год назад +1

      অনেক ধন্যবাদ।। খুব ভালো লাগলো আপনার কমেন্ট টা পড়ে।।ভালো থাকবেন।।

    • @sanjoysingharoy3287
      @sanjoysingharoy3287 Год назад

      @@SoundofTista ধন্যবাদ 🙏

  • @ashimkumarghosal2549
    @ashimkumarghosal2549 Год назад +1

    কৃষ্ণনগর পর্যন্ত রাস্তা ভাল লাগেনি। যদিও আমার highway driving experience কম, তবু মনে হয় AC on থাকলে ধূলো আর বাতাস জনিত বাধার থেকে রেহাই পাওয়া যায়। আপনার মতামত জানতে আগ্ৰহী।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      মধ্যমগ্রাম থেকে কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় রাস্তার কাজ চলছে।।তবে রাস্তা খারাপ নয়।।একটা লেন খোলা।।
      একদম ই ঠিক বলেছেন।। আমরাও তাই করি Long drive এ AC চালিয়ে রাখলে জার্নি অনেক আরামদায়ক হয়।।TIRED FEEL হয় না।।

  • @amitcomputerinternet7370
    @amitcomputerinternet7370 Год назад +1

    গাড়ি ঠেলে নিয়ে গেলেও ১২ ঘন্টায় পৌছায়।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      নিশ্চই পৌঁছায়।। আমরা long drive খুব enjoy করি তাই যেখানে সেখানে দাঁড়িয়ে ধীরে সুস্থে আসি। 3রাত 4দিনের প্যাকেজে তো আসছি না। অযথা চাপ নেবো কেনো???

  • @samratbasu7111
    @samratbasu7111 Год назад +1

    ফুলবাড়ীতে থাকার হোটেলের ফোন নম্বর যদি শেয়ার করেন।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      ফুলবাড়ী তে পথের সাথী আছে।। 9547656082
      তবে ফ্যামিলি সাথে থাকলে ফুলবাড়ীতে রাতে থাকাটা avoid করুন।। সামান্য দূরে তিনবাত্তি মোড়ে অনেক ভালো ফ্যামিলি হোটেল পেয়ে যাবেন।
      তিনবাত্তি তে মাহী লজ 7947124723 দেখতে পারেন।। পজিশন,রেটিং ভালো। আমরা থাকিনি তাই রিভিউ দিতে পারবো না।

  • @arijit96
    @arijit96 Год назад +1

    Sob theke unsafe gari s-presso....oi gari te long trip 🙏🙏

    • @SoundofTista
      @SoundofTista  Год назад +1

      না দাদা, আমরা রোড ট্রিপ টা ,রাস্তার অবস্থা,এগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।। যে কোনো গাড়ি নিয়েই যান তাতে অসুবিধে কোথায়?

  • @sankhabhattacharya3265
    @sankhabhattacharya3265 8 месяцев назад

    ভিডিও খুব ভালো হয়েছে। অনেক তথ্য পাওয়া গেলো। পুরুষকণ্ঠ খুব সুন্দর। কিন্তু মাঝে মাঝে যে নারী কণ্ঠে বিবরণ শোনা যাচ্ছিলো ওঁনার উচ্চারণ খুব খারাপ। খুব স এর দোষ। ভীষণ শ্রুতিকটু। এই উচ্চারণ ঠিক করতে হবে। এমনিতে ভালোই হয়েছে।

  • @Biswadeep621
    @Biswadeep621 10 месяцев назад +1

    S presso 3 সিলিন্ডারের গাড়ি,যেতে সমস্যা হলো না !!! তবে বিভিন্ন শহরের ইতিহাসগুলি শুনে খুব ভালো লাগলো । পলাশী দেখে বিশাঘাতক মীরজাফরের কথা মনে পড়লো ।

    • @SoundofTista
      @SoundofTista  10 месяцев назад

      না কোনোরকম সমস্যা হয়নি।আমরা 3/4টে ব্রেক নিয়ে এসেছি। Comfortable journey ছিল।
      গাড়িতে আসার এইটাই সুবিধে প্রতিটা জায়গা সম্পর্কে জানা যায়। আমরাও যখন পলাশী পার করলাম খুব নস্টালজিক লাগছিল।।

  • @chayandash1478
    @chayandash1478 Год назад +1

    Ebare miss korlam
    SANGE THAKUN BHROMON A THAKUN.
    DARUN LAGLO.

    • @SoundofTista
      @SoundofTista  Год назад +1

      😄😄😄আবার ফিরবো নতুন ভিডিওর সাথে।ততক্ষন ভালো থাকুন,সুস্থ থাকুন এবং sound of Tista র সাথে ভ্রমনে থাকুন।।
      অনেক ধন্যবাদ।