ব্যঞ্জনবর্ণ লিখবেন কীভাবে? ॥ প থেকে ঁ পর্যন্ত লেখা শিখুন
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- আপনি কি হাতের লেখা সুন্দর করার কথা ভাবছেন? হাতের লেখায় বিশেষজ্ঞ ড. বিকাশ মৈত্রের আলোচনাগুলি শুনতে পারেন, আশা করি সুফল পাবেন।
#হাতেরলেখা #handwriting #বর্ণমালা #ব্যাকরণ
Kub valo laglo sir ,amio shikhlam ,amar studentdero ei formulai babohar korchhi , dhonnobad sir।
আপনি আমার জীবনটাই পাল্টিয়ে দিলেন। এই ত্রিশ বছরে প্রথম আমি শিখতে উৎসাহ পেলাম এবং সেটাযে কি সাঙ্ঘাতিক মাত্রার তা বোঝাতে পারবোনা। অসংখ্য ধন্যবাদ।
প্রাসঙ্গিক আলোচনা
Khub valo hoyechy... Erkom video aro dile upokrito hobo
Kubii sundor❤
Darun
নমস্কার মাষ্টার মহাশয়। খুব ভালো লাগছে।
খুব সুন্দর।ধন্যবাদ ।
❤❤❤❤❤
❤❤❤❤
মানুষ, অগ্রসর, বন্দোবস্ত, কুয়াশা, অন্ধকার এই শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ বললে উপকৃত হতাম
শব্দ গুলো কি সন্ধিবদ্ধ ?সন্ধিবদ্ধ নয় বলে এদের সন্ধিবিচ্ছেদ হয় না।
সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় এইরকম একটা টপিক নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ l ড এ বিন্দু ড় নাকি ড এ শূণ্য ড় জানাবেন দয়া করে ।
দুটোই ঠিক।
Speed kivabe barabo?
হ বর্ণের বোঁটা বা মাত্রার সঙ্গে সংযুক্ত অংশটি কি দেবো না?
ছাপার হরফ অনুসরণ করলে দেওয়াই উচিত। তবে বাধ্যতামূলক নয়।
❤❤❤
সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় এইরকম একটা টপিক নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ l ড এ বিন্দু ড় নাকি ড এ শূণ্য ড় জানাবেন দয়া করে ।
ড-এ বিন্দু ড় নাকি ড-এ শূন্য ড় হবে তা নিয়ে ভাবনার কিছু নেই। যোগীন্দ্রনাথ সরকার হাসিখুশিতে ড-এ শূন্য ড় বলেছেন কারণ ড লিখে তলায় শূন্য {০} বসালে এই অক্ষরটা(বর্ণ) পাওয়া যায়। আর ছোট করে লিখলে শূন্য আরও ছোট হয়ে বিন্দুতে পরিণত হয় ।তার সাপেক্ষে এই বর্ণটি দুভাবেই বলা যুক্তিযুক্ত। তবে এটা আসলে অক্ষর বা বর্ণের নাম। উচ্চারণ নয়।
ব ড এবং ঢ এদের নিচে শূন্যের মতই গোলাকার অংশ বসিয়ে যথাক্রমে র ড় ঢ় লেখা হয় বলে এদের ব-এ শূন্য র, ড-এ শূন্য ড় বা ঢ-এ শূন্য ঢ় বলা হয়।যোগীন্দ্রনাথ ড-এ শূন্য ড় বা ঢ-এ শূন্য ঢ় লিখেছেন। বর্ণের আকৃতি ছোট করলে এই গোলাকৃতি অংশ ছোট হতে হতে বিন্দুতে পরিণত হয়।তখন এদের ড-এ বিন্দু ড় বা ঢ-এ বিন্দু ঢ় বলাই যায়। কিন্তু একই বর্ণকে আকৃতি ছোটবড় ভেদে দুরকম বলাও যুক্তিসংগত মনে হয় না।তাই দুরকম উচ্চারণকেই মান্য করা উচিত। তর্ক করলে দুরকম উচ্চারণের বিরুদ্ধেই বলা যায়।