@@ImranRaihan আসসালামু 'আলাইকুম উস্তাদ ভিডিও দেখতে মন চায় কিন্তু সামনে মেডিকেল এডমিশন । দু'আ চাই উস্তাদ । আল্লাহ সহজ করে দেন । মেডিকেল ফিকহ নিয়ে দ্বীনি খেদমতের ইচ্ছা অনেক ।
আসসালামুয়ালাইকুম। ইতিহাসের বইয়ের একটা লিখিত তালিকা যদি দিতেন। একদম যারা সম্প্রতি ইতিহাস এবং ইসলাম নিয়ে আগ্ৰহী হয়ে উঠেছে তাদের জন্য। জাযাকুমুল্লাহু। খাইরান।
অনেকেই ইতিহাস বিষয়ক বইপত্রের তালিকা চেয়ে মেসেজ দেন। তাই সংক্ষিপ্ত একটি তালিকা দিচ্ছি। এই তালিকা সাধারণ মানুষদের জন্য। তালিবুল ইলম ভাইয়েরা উস্তাদদের সাথে পরামর্শ করে বই নির্বাচন করবেন, তাদের জন্য এই তালিকা নয়। এক মলাটে ইসলামের সামগ্রিক ইতিহাসের জন্য ১। ইসলামের ইতিহাস - মাকতাবাতুল আসলাফ। (বর্তমান সংস্করণে বেশকিছু সমস্যা আছে। সম্পাদনা হয়েছে। কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে। যারা কিনেননি এখনো তারা অবশ্যই সম্পাদিত কপি খেয়াল করে কিনবেন) ২। ইসলামের ইতিহাস - মাকতাবাতুল হাসান। (প্রকাশিত হয়নি এখনো) ৩। মুসলিম উম্মাহর ইতিহাস- মাকতাবাতুল আজহার। (এখনো প্রকাশিত হয়নি) উপমহাদেশের ইতিহাস জানতে ১। ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস - এ কে এম আবদুল আলিম। মাওলা ব্রাদার্স। ২। ভারতে মুসলিম শাসনব্যবস্থার ইতিহাস - এ কে এম আবদুল আলিম। মাওলা ব্রাদার্স। ৩। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন- আবদুল করিম। জাতীয় সাহিত্য প্রকাশ। (আবদুল করিমের বইতে বিশ্লেষণের ক্ষেত্রে মাঝেমাঝে কিছু প্রান্তিকতা আছে। এজন্য এসব বিশয়গুলো আলেমদের সাথে আলোচনা করে পড়তে হবে। সামগ্রিক ইতিহাসের ধারাবাহিকতা বোঝার জন্য বইটা ভাল) বাংলাদেশের ইতিহাসের জন্য ১। বাংলার ইতিহাস (১২০০-১৮৫৭ খ্রি)- আবদুল করিম। ২। বাংলার ইতিহাস সুলতানী আমল - আবদুল করিম। ৩। বাংলার ইতিহাস মুঘল আমল - আবদুল করিম। তিনটিই জাতীয় সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত। ৪। বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস - এম এ রহিম। বাংলা একাডেমী। ৫। History Of The Muslims Of Bengal- Muhammad Mohar Ali . Islamic Foundation Bangladesh ক্রুসেডের ইতিহাস জানতে ১। ডক্টর রাগিব সিরজানির লিখিত কিসসাতুল হুরুবিস সলিবিয়্যা। এটি অনুবাদ প্রকাশিত হয়েছে। আরেকটি অনুবাদ আসবে মাকতাবাতুল হাসান থেকে আগামী মাসে। আমি এটা সাজেস্ট করি, এতে বাড়তি অনেক তথ্য সংযোজিত হয়েছে। তাতারদের ইতিহাস জানতে ১। মঙ্গোল ও তাতার সাম্রাজ্যের ইতিহাস - আলি সাল্লাবি। মাকতাবাতুত তাকওয়া থেকে অনুবাদ প্রকাশিত হয়েছে। ২। শেরে খাওয়ারেজম ও তাতার আগ্রাসন - নাশাত। এখনো প্রকাশিত হয়নি। ৩। তাতারিদের ইতিহাস - মাকতাবাতুল হাসান। উসমানিদের ইতিহাস জানতে ১। আলি সাল্লাবির বইটি দুই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। কেউ চাইলে এটা পড়তে পারেন। তবে এই বইতে তথ্যের ঘাটতি চোখে পড়ার মত। মাকতাবাতুল হাসান থেকে তিন খন্ডে রাগিব সিরজানির লেখা উসমানিদের ইতিহাস প্রকাশিত হবে। আমি সাজেস্ট করবো এটা সংগ্রহ করতে। ২। সুলতান সোলায়মান - কাজি আবুল কালাম সিদ্দিক। মুহাম্মদ পাবলিকেশন। -ইমরান রায়হান
আস সালামু আলাইকুম ইমরান ভাই। একটা জরুরী বিষয়ে প্রশ্ন ছিলো।ইসলামের ইতিহাস যাচাইয়ের তো অনেক সুশৃঙ্খল পথ/পদ্ধতি রয়েছে যেমন সনদ যাচাই থেকে শুরু করে অনেক কিছু যার দ্বারা ইতিহাসের কোনো বর্ণনা শুদ্ধাশুদ্ধি সম্পর্কে আমরা ধারণা পেতে পারি।কিন্তু জেনারেল হিস্ট্রি গুলো যাচাইয়ের কি কোনো উসূল আছে? যার দ্বারা আমরা নিশ্চিত হতে পারি ঐতিহাসিক কর্তৃক দেয়া তথ্যটি বা বর্ণনাটি বিশুদ্ধ /নির্ভরযোগ্য।
ইউটিউবে এসেছিলাম ইমরান রাইহান সাহেবের ভিডিও আইছে নাকি দেখতে। ঢুকেই দেখি আইয়া পড়ছে।
শুকরিয়া
@@ImranRaihan
আসসালামু 'আলাইকুম উস্তাদ ভিডিও দেখতে মন চায় কিন্তু সামনে মেডিকেল এডমিশন ।
দু'আ চাই উস্তাদ । আল্লাহ সহজ করে দেন । মেডিকেল ফিকহ নিয়ে দ্বীনি খেদমতের ইচ্ছা অনেক ।
@@mohammadrakibulhassan9694 আপাতত পরিক্ষার দিকেই ফোকাস দিন৷ দোয়া রইলো
জাযাকাল্লাহ ভাই
Jazakallah
রাজকুমারী সিরিজ নিয়ে কিছু আলাপ থাকলেও ভালো হত।
❤
💝💖
শফিউদ্দিন সরদারের বই নিয়ে কিছু বললে ..
আব্দুল হালিম শরর লখনবীর বই যেগুলোর অনুবাদ হয়েছে সেগুলোর লিংক বা লিস্ট দিতে পারবেন? ইসাবেলা আর ফিরদাউসে বাঁরি ছাড়া অন্য কোন বই খুজে পাইনি।
granthagara.com/boi/328736-purano-lucknow/
ভাইয়া আপনার ফেসবুক আইডিটা চাচ্ছি
Aslam rahi er boi ki pora jabe?
@@trafridi5391 উপন্যাস হিসেবে পড়া যায়
আসসালামুয়ালাইকুম।
ইতিহাসের বইয়ের একটা লিখিত তালিকা যদি দিতেন। একদম যারা সম্প্রতি ইতিহাস এবং ইসলাম নিয়ে আগ্ৰহী হয়ে উঠেছে তাদের জন্য। জাযাকুমুল্লাহু। খাইরান।
অনেকেই ইতিহাস বিষয়ক বইপত্রের তালিকা চেয়ে মেসেজ দেন। তাই সংক্ষিপ্ত একটি তালিকা দিচ্ছি। এই তালিকা সাধারণ মানুষদের জন্য। তালিবুল ইলম ভাইয়েরা উস্তাদদের সাথে পরামর্শ করে বই নির্বাচন করবেন, তাদের জন্য এই তালিকা নয়।
এক মলাটে ইসলামের সামগ্রিক ইতিহাসের জন্য
১। ইসলামের ইতিহাস - মাকতাবাতুল আসলাফ। (বর্তমান সংস্করণে বেশকিছু সমস্যা আছে। সম্পাদনা হয়েছে। কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে। যারা কিনেননি এখনো তারা অবশ্যই সম্পাদিত কপি খেয়াল করে কিনবেন)
২। ইসলামের ইতিহাস - মাকতাবাতুল হাসান। (প্রকাশিত হয়নি এখনো)
৩। মুসলিম উম্মাহর ইতিহাস- মাকতাবাতুল আজহার। (এখনো প্রকাশিত হয়নি)
উপমহাদেশের ইতিহাস জানতে
১। ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস - এ কে এম আবদুল আলিম। মাওলা ব্রাদার্স।
২। ভারতে মুসলিম শাসনব্যবস্থার ইতিহাস - এ কে এম আবদুল আলিম। মাওলা ব্রাদার্স।
৩। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন- আবদুল করিম। জাতীয় সাহিত্য প্রকাশ। (আবদুল করিমের বইতে বিশ্লেষণের ক্ষেত্রে মাঝেমাঝে কিছু প্রান্তিকতা আছে। এজন্য এসব বিশয়গুলো আলেমদের সাথে আলোচনা করে পড়তে হবে। সামগ্রিক ইতিহাসের ধারাবাহিকতা বোঝার জন্য বইটা ভাল)
বাংলাদেশের ইতিহাসের জন্য
১। বাংলার ইতিহাস (১২০০-১৮৫৭ খ্রি)- আবদুল করিম।
২। বাংলার ইতিহাস সুলতানী আমল - আবদুল করিম।
৩। বাংলার ইতিহাস মুঘল আমল - আবদুল করিম। তিনটিই জাতীয় সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত।
৪। বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস - এম এ রহিম। বাংলা একাডেমী।
৫। History Of The Muslims Of Bengal- Muhammad Mohar Ali . Islamic Foundation Bangladesh
ক্রুসেডের ইতিহাস জানতে
১। ডক্টর রাগিব সিরজানির লিখিত কিসসাতুল হুরুবিস সলিবিয়্যা। এটি অনুবাদ প্রকাশিত হয়েছে। আরেকটি অনুবাদ আসবে মাকতাবাতুল হাসান থেকে আগামী মাসে। আমি এটা সাজেস্ট করি, এতে বাড়তি অনেক তথ্য সংযোজিত হয়েছে।
তাতারদের ইতিহাস জানতে
১। মঙ্গোল ও তাতার সাম্রাজ্যের ইতিহাস - আলি সাল্লাবি। মাকতাবাতুত তাকওয়া থেকে অনুবাদ প্রকাশিত হয়েছে।
২। শেরে খাওয়ারেজম ও তাতার আগ্রাসন - নাশাত। এখনো প্রকাশিত হয়নি।
৩। তাতারিদের ইতিহাস - মাকতাবাতুল হাসান।
উসমানিদের ইতিহাস জানতে
১। আলি সাল্লাবির বইটি দুই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। কেউ চাইলে এটা পড়তে পারেন। তবে এই বইতে তথ্যের ঘাটতি চোখে পড়ার মত। মাকতাবাতুল হাসান থেকে তিন খন্ডে রাগিব সিরজানির লেখা উসমানিদের ইতিহাস প্রকাশিত হবে। আমি সাজেস্ট করবো এটা সংগ্রহ করতে।
২। সুলতান সোলায়মান - কাজি আবুল কালাম সিদ্দিক। মুহাম্মদ পাবলিকেশন।
-ইমরান রায়হান
আস সালামু আলাইকুম ইমরান ভাই।
একটা জরুরী বিষয়ে প্রশ্ন ছিলো।ইসলামের ইতিহাস যাচাইয়ের তো অনেক সুশৃঙ্খল পথ/পদ্ধতি রয়েছে যেমন সনদ যাচাই থেকে শুরু করে অনেক কিছু যার দ্বারা ইতিহাসের কোনো বর্ণনা শুদ্ধাশুদ্ধি সম্পর্কে আমরা ধারণা পেতে পারি।কিন্তু জেনারেল হিস্ট্রি গুলো যাচাইয়ের কি কোনো উসূল আছে? যার দ্বারা আমরা নিশ্চিত হতে পারি ঐতিহাসিক কর্তৃক দেয়া তথ্যটি বা বর্ণনাটি বিশুদ্ধ /নির্ভরযোগ্য।
ওয়া আলাইকুমুস সালাম। এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ
জাযাকাল্লাহ খাইর প্রিয় ভাই।ইউটিউবে ঢুকলেই আপনার চ্যানেলটা চেক করি।ইন শা আল্লাহ অপেক্ষায় রইলাম...
mic er model jante pari?
ulanji j12
ভাই, আপনার টেলিগ্রাম চ্যানেল আছে? থাকলে লিংকটা দিয়েন
২ সপ্তাহ পর সামনে আসল ভিডিয়োটা! 🙄
জিহাদি হুজুরের মত দরবার ত্যাগ করছেন নাকি
@@ImranRaihan হাহাহা, করতে পারলে মন্দ হত না 🤘🥰