#PremDotCom

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024
  • বারান্দায় সব সময় রোদ্দুর থাকে না। কখনও মেঘলা, কখনও কুয়াশা। কিন্তু একজন কনস্ট্যান্ট। ওপারে চুপ করে বসে থাকা, খেয়া। ও সব শোনে। .. Presenting the second season of #PremDotCom with our fifth presentation 'Kheya'.
    Credits:
    Narrator - Somak
    Introduction - Agni
    Nabarun - Agni
    Kheya - Sree
    Nabarun's mother : Debasmita
    Kheya's Husband -Richard
    Story - Sayak Aman
    Episode Direction - Somak
    Sound Design - Sayak
    Visuals & Publicity - Alto
    Presentation - Somak
    Kheya Title Track
    Written, Composed and Sung by Nabarun Bose
    Acoustic Guitar/ Banjo - Chayan Chakraborty
    Flute - Sushruto Goswami
    Enjoy and stay connected with us!!
    Subscribe to us :
    bit.ly/Subscrib...
    Like us on Facebook
    / mirchibangla
    Follow us on Instagram
    / mirchibangla

Комментарии • 1,2 тыс.

  • @riddhimashome8698
    @riddhimashome8698 Год назад +108

    "যতটা দূরত্ব থেকে কান্না শুনতে পাওয়া যায়, ততটা দূরত্ব কে দূরত্ব বলা যায় না" - one of the best dialogues I have ever heard.

  • @sudeshnanaskar6522
    @sudeshnanaskar6522 3 года назад +426

    কিছু গল্প থাকে যেগুলো শোনার পর নিজের অজান্তেই চোখ থেকে কয়েকফোঁটা জল ঝরে পড়ে,তারাও খুঁজে পেতে চায় পুরানো স্মৃতি,হারিয়ে যাওয়া প্রিয় বন্ধু আর কল্পনার বারান্দাটা কে❤️ মারাত্মক ভাবে ছুঁয়ে গেলো🙏ধন্যবাদ এরকম একটা গল্প উপস্থাপনা করার জন্য

    • @Deeep001
      @Deeep001 3 года назад +5

      Exactly ❤️

    • @uglydemon5189
      @uglydemon5189 3 года назад +3

      ফালতু পকবপক

    • @mandirabag5011
      @mandirabag5011 3 года назад +3

      Eldon amr o

    • @akibkhan.6652
      @akibkhan.6652 2 года назад +1

      তুমিকতবার শুনেছো এই গল্পটা

    • @MRSourav-x6u
      @MRSourav-x6u 2 года назад +1

      একদোম 🖤✨🌻

  • @rudraneelsarkar9825
    @rudraneelsarkar9825 2 года назад +17

    কী ছিল এটা🥺😭❤️❤️❤️, প্রতিটা কথা কাঁদিয়ে ছাড়লো । একেকটা চরম অপ্রকাশিত কিছু বাস্তবতা বা অবাস্তবতা, যাই হোক সেটা 😭❤️❤️, খেয়ার কাছে সেই বারান্দা সেই অন্ধকার সব সময়ের জন্য ছিল না , তাই সে পঞ্চম বারের attempt এ আর নিজের জীবন ধরে রাখতে পারল না

  • @Awanirvan
    @Awanirvan 3 года назад +130

    "মানুষের মন শক্ত বা নরম হয় না, কেবল আর একটা মানুষের কাছে শক্ত বা নরম হয়ে যায়..." ~না কেঁদে থাকতে পারলাম না। ❤️💙

  • @sonalichakraborty8186
    @sonalichakraborty8186 3 года назад +75

    নিজের অজান্তেই দুচোখ দিয়ে জল বেরিয়ে এলো। আর তার সঙ্গে title track... অচিরেই মনে পড়ে গেল ছোটবেলার কথা। হ্যাঁ, আমিও যখন বাবা মা ঘুমোত, তাদের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম, একদিন এরা না থাকলে কি হবে? বুকের রক্ত ছলকে উঠতে তখন। আজ ৫-৬ বছর হয়ে গেল বাবা নেই, এখন হয়তো মায়ের কাছে আমি 'নরম' থেকে 'শক্ত' হয়ে উঠতে পেরেছি। সত্যি, সবার জীবনে এমন একজন মানুষের... যাকে সব বলা যায়, তার থাকা খুব দরকার। নাহলে নিজেকেই হারিয়ে যেতে হয় দুই বারান্দার অন্তরালের ওই কালো অন্ধকারে, বিশেষতঃ হৃদয় ছিন্ন হয়ে যাওয়া এমন এক মানুষের।
    অত্যন্ত প্রাসঙ্গিক রচনা। আর mirchi বাংলার সেটা উপস্থাপিত করার তো কোনো জবাবই নেই।
    শেষের কথাটা "হাত মেলা। তুইও পাঁচবার suicide করার চেষ্টা করেছিস, আমিও।" টা যেন গল্পটাকে পরিপূর্ণতা দিয়ে একটা আলাদা level এ নিয়ে গেছে।👍🏻👍🏻👍🏻👍🏻
    আর সোমকের জন্মদিনে তো উল্টে আমরাই surprise পেয়ে গেলাম!!!!!
    Just অসাধারণ...

    • @akashchatterjee2605
      @akashchatterjee2605 11 месяцев назад +1

      Accha didi kheya ki sese sucide kore mara gache last ta ki ota i bojalo?

    • @JOSEPH-o3q5w
      @JOSEPH-o3q5w 5 месяцев назад

      ​@@akashchatterjee2605 haaa

  • @railisengupta11
    @railisengupta11 3 года назад +24

    মন ছুঁয়ে গেল। এইসব ছিঁচকাদুনে মানুষগুলোর ভাঙা গড়া, বারান্দার দমকা হাওয়া আর কবিতারা বেঁচে থাক....🥀❣️ নিদারুণ কন্ঠে সাইকেল ধরার লোক গুলোর কথাও খুব খুব নাড়া দিয়ে গেল। হৃদয়স্পর্শী কাহিনী। ভালো থাক মানুষগুলো,মনগুলো❤️❤️
    "- মানুষের মন শক্ত বা নরম হয়না.. কেবল আরেকটা মানুষের কাছে শক্ত বা নরম হয়ে যায়.. ছোটবেলায় সবার কাছেই নরম থাকি আমরা, কষ্ট হলে সবার সামনে কেঁদে ফেলি.. কাউকে নিলে জেলাস হলে রাগটাগ করিনা.. তারপর বড়ো হতে হতে একটা একটা করে মানুষের কাছে আমরা শক্ত হয়ে যাই.. কিন্তু মনটা তো মনই থেকে যায়....
    - মানুষ সম্ভাবনা নিয়েই বাঁচে, খেয়া..... সাইকেল চালানো শেখার পরে সাইকেল ধরে রাখা হাতটাতো সরে যায় "..অভ্যাসের মত..
    অন্ধকার বারান্দায় প্রিয় শব্দ,প্রিয় সুর শুধুই বিলাসীতা নয়; নিজেকে আবডালে একটু খুঁজে নেওয়া....

  • @roumyajithazra
    @roumyajithazra 3 года назад +478

    A Legend once said...
    শোনো মায়ের ওপর করছো করে নাও
    বউ কিন্তু এসব সহ্য করবে না!
    Happy Birthday Mirchi Somak!🎂💐💖

  • @Amateur674
    @Amateur674 Год назад +3

    Emon sundor golpo ami prothom sunlam🥺 je sayak dada eto bhoyer golpo likhte pare seii eto sundor ekta golpo likheche bhavleo bhalo lage😇
    Somak dadar golay aro
    molayem legeche sunte golpota🤗
    Kheya r charitre sree mam darun ar agni dada o soman bhave sundor😍😍
    Last e boitoronir tire gaan ta jeno ei golpotar jonnoi toiri...ki sundor mise geche golpotar sathe jmn kore golper seshe kheya er sorir ta dhire dhire miliye guro guro hoe mise gelo chander aloy... 😍😇

  • @srijitamondal3857
    @srijitamondal3857 3 года назад +28

    _কত স্মৃতি জুড়ে আছে গল্পটা নিয়ে , যখন প্রথম পড়েছিলাম । সায়ক আমান সত্যি অনবদ্য এভাবে মানুষের অবিচ্ছেদ্য কষ্ট তুলে ধরা সহজ নয় । আর মির্চি বাংলা কেও থ্যাংকস এত সুন্দর রেডিও রূপান্তর এর জন্য ♥️ .._

  • @Debansu
    @Debansu 3 года назад +84

    সবার জীবনে এমন কোনো বারান্দা , গ্রিল , জমাট অন্ধকার আর একটা খেয়ার প্রোয়জন । যার কাছে সব দুঃখ কষ্ট বলা যাবে, কাঁদা যাবে। মাঝে মাঝে মন খারাপ করে দেওয়াটাও ভাল। নইলে এই অনুভূতি গুলো অনুভব করা যায় না। অসংখ্য ধন্যবাদ ....

  • @pabaniroy1036
    @pabaniroy1036 3 года назад +96

    এমনিতেই অগ্নি সোমক যেখানে সব রকম আবেগ সেখানে.... আর সয়ক আমান এর কলমের জোর আছে বলতে হবে... প্রতিটা মানুষের জীবনের অবিচ্ছেদ্য যন্ত্রণাটা তুলে ধরেছে আর খুব attacked name and poster... অনেক দিন হল ayantika দি sunday suspense a নেই খুব মিস করছি কিন্তু তোমায় দিদি 🤗♥️

  • @theexotic2636
    @theexotic2636 2 года назад +8

    প্রত্যেকের জীবনে হয়তো এরকম একটা "খেয়া" থাকা খুব দরকার। যার কাছে মনের সব জমে থাকা কথা খুলে বলা যায়, মন খুলে কাঁদা যায়, জমাট বাঁধা সমস্ত খারাপ লাগা ভালো লাগা, ছোট ছোট রাগ অভিমান share করা যায়!...যে সবটা মন দিয়ে শুনবে...কখনও judge করবে না, জ্ঞান দেবে না, সান্তনা দেবে না, বোকা বোকা ভাবনা গুলোর ওপর immature বলে হাসবে না.....
    শুধুই চুপ করে সবটা শুনবে! ❤️

  • @ahanapaul6043
    @ahanapaul6043 2 года назад +71

    যখনই দুঃখ কষ্ট হয় এই গল্প টা শুনি। হয় তো এই গল্প টাই আমার জীবনে বারান্দার গ্রীল ;জমাট অন্ধকার আর খেয়ার অভাব পূরণ করে ❤️

  • @mentalhospital9812
    @mentalhospital9812 3 года назад +16

    গল্পটা কি সত্যিই এত সুন্দর নাকি নিজের জীবনের সঙ্গে মিলে গেলো বলে এতো সুন্দর মনে হচ্ছে। অভূতপূর্ব। পুরানো স্মৃতিরা ভীর করে এলো মনে রাত ১ টা বাজে ব্যালকনিতে বসে বসে শুনছিলাম হঠাৎ করেই ময়ূরাক্ষী তোর কথা মনে পড়লো । 🙂 সানডে সাসপেন্স অন্যতম প্রিয় গল্প হয়ে গেল আজ থেকে এটা। 💙

  • @mile_stone8108
    @mile_stone8108 3 года назад +12

    মানুষের মন শুক্ত বা নরম হয় না। কেবল আর একটা মানুষের কাছে শক্ত বা নরম হয়ে যায়। ছোটবেলায় আমরা সবাই নরম থাকি কষ্ট পেলে সবার সামনে কেঁদে ফেলি।কাউকে নিয়ে jealous হলে রাগঢাগ করি না।।তারপর..তারপর বড় হতে হতে এক একটা করে মানুষের কাছে শক্ত হয়ে যাই আমরা।কিন্তু মনটা তো মন’ই থেকে যায়।। আমরা আমাদের পরম আশ্রয় আমাদের মা যার কাছে ছোটবেলায় রাগ হলে কষ্ট পেলে সমস্ত emotions উজার করে দিতাম ছোটবেলায়.. তাদের কাছে আমরা শক্ত হয়ে যাই।।
    ~these lines are truly related....🙂🥀🙃

  • @shreeparnaroy6471
    @shreeparnaroy6471 Год назад +9

    এটা 2023 আবার একবার খেয়া শুনতে ইচ্ছে হলো , কিন্তু দ্বিতীয় বারের মত অনুভূতি টা নয় , সেই প্রথম দিনের অনুভূতিটাই আজ আবার হলো, আমারও একটা কান্নার কারণ না জিজ্ঞেস করা ছাদ আছে , বারান্দা নেই , তাও ঠিক আছে , কিন্তু একটা খেয়ার খুব দরকার❤️😊

  • @samarjueleyou
    @samarjueleyou 3 года назад +41

    অসাধারণ। আমাদের সবার উচিৎ আমাদের চারপাশের প্রিয় মানুষগুলোর এমনি এক বারান্দা হয়ে বেঁচে থাকা, তাহলে হয়তো এমন মননশীল মানুষ গুলো আজকের এই ইঁদুর দৌড়ের দুনিয়ায় হঠাৎ হারিয়ে যাবেনা।

    • @riddhimamukherjee6501
      @riddhimamukherjee6501 3 года назад

      একদম সঠিক কথা বলেছেন কিন্তু আজকের এই ব্যস্ততম সময়ে কেউ কারোর বারান্দা হয়ে উঠে না..... এটাই কঠিন বাস্তবতা।

  • @bipashaguharoy5295
    @bipashaguharoy5295 3 года назад +46

    যতোটা দূরত্ব থেকে কান্না শোনা যায়,ততটা দূরত্ব কে দূরত্ব বলা যায় না।🔥🙃❤️

  • @subhajitghorai5467
    @subhajitghorai5467 3 года назад +32

    কে বলে যে এখন সাহিত্যক পাওয়া দুষ্প্রাপ্য ।। এখনও আমাদের মধ্যে এমন প্রতিভা আছে ......just amazing story ❤️❤️❤️ total fidaa

  • @Nirmalya_Dutta
    @Nirmalya_Dutta Год назад +10

    অজান্তেই চোখে জল এনে দিলো❤️.... আমার শোনা বলতে গেলে আমার হৃদয় স্পর্শ করা শ্রেষ্ঠ প্রেম ডট কম এর গল্প.... স্মৃতিমেদুর কিছু কথা মনে করিয়ে দেয় খেয়া.... যেখানেই থাকুক ভালো থাকুক খেয়া ❤‍🩹

  • @nipadas2970
    @nipadas2970 3 года назад +37

    "আমাদের সবারই এরম একটা জায়গা থাকা দরকার, এরম একটা - বারান্দা।" 🖤🖤
    সত্যিই খুব দরকার।

  • @anish2101
    @anish2101 3 года назад +12

    Sayak, Agni, Somak, Sree - আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। এটা জাস্ট গল্প নয়, এটা মেডিসিন 😇 আপনাদের প্রতি শ্রদ্ধা হাজার গুন বেড়ে গেলো। এরকম আরো অনেক অনেক গল্পের অপেক্ষায় রইলাম।

  • @imonroy5701
    @imonroy5701 3 года назад +3

    গল্পটা সত্যি মন ছুয়ে যায়। আজকের জীবনে, মানুষযন এতো ব্যাস্ত যে তাদের মনের দুখ কাউকে বলতে পারে না, আর কেউ শুন্তে ও চায় না। প্রেম ডটকম কে অসংখ্য ধন্যবাদ এই গল্পটি আমাদের শোনানোর জন্য।
    ইতি
    ইমন

  • @creativeanirban3936
    @creativeanirban3936 3 года назад +6

    কেও কেও , এই কস্টগুলো হয়তো বলতো কোন এক জনাকে নিজের খুব আপন ভেবে , কিন্তু যখন নিজের ভেবে আপন করে নেওয়া সেই মানুষটা ..... আর নিজের থাকে না ..... তখন কষ্টগুলো নিজের মনের ভিতরেই পড়ে থাকে ..... শোনারও তখন কেও থাকে না ..... মন কে এইভাবেই শান্তনা দিয়ে ..... নিজেকে শক্ত করে নেওয়ার কাজ চলতে থাকে 🙂 ।।
    ---- গল্প টা দারুন ছিল , এককথাই অসাধারণ 😌♥️ ।।

  • @sumitmaikap4392
    @sumitmaikap4392 3 года назад +313

    আজ এতবছর ধরে sunday suspense শুনে আসছি কিন্তু আজকের গল্পটা শুনে কেনো জানিনা বুকের ভেতর লুকিয়ে থাকা জমাট বাঁধা কষ্টটাকে কেউ যেনো খোঁচা দিলো...হয়তো গল্পটার সাথে জীবনের অনেকটা মিল আছে বলে....
    যেখানেই থাকিস ভালো থাকিস বাবু....😢
    ও হ্যাঁ...শেষের গানটা গল্পটাকে পরিপূর্ণ করেছে👌👌

  • @susmitadutta8511
    @susmitadutta8511 3 года назад +192

    দারুণ, মিরচি মানেই অসাধারণ ....সব দুঃখ কস্ট যন্ত্রণা ভুলিয়ে দেয় ... আমি বলি কি, সবাই মিরচি টিমের সাথে থাকো,মনের জোর বাড়বে ...

  • @mouhazra9476
    @mouhazra9476 3 года назад +33

    এ গল্পটা শুনতে শুনতে আপনি না কেঁদে পারবেন না ।
    আজ অবধি আমার জীবনে শোনা শ্রেষ্ঠ গল্প ❤

  • @dipendusarkar8387
    @dipendusarkar8387 3 года назад +80

    Sayak Aman এর গল্প গুলোই অন্য level এর হয়❤️❤️

  • @Chatterjee7563
    @Chatterjee7563 3 года назад +317

    খালি গলায় অগ্নী দার গলায় "চাঁদের হাসির বাঁধ ভেঙেছে" গান... চোখ বন্ধ করে শুনছিলাম ❤❤

    • @nrittartaletale7992
      @nrittartaletale7992 3 года назад +15

      Kichu bolar nei . Chok bondo kora bissas kora jay ja agni da ar soumok dar ganer gola just darun

    • @madhuparnaghosh6062
      @madhuparnaghosh6062 3 года назад +7

      Amio

    • @avijitmondal3065
      @avijitmondal3065 3 года назад +2

      @@nrittartaletale7992 the same to you and your family and friendships are the most beautiful woman and your company to the next day I and ii 😊😉😉😉😊😉😊😊😊😊😁😉😁😊😁😊😉😁😉😉😁

    • @rumpamondal2092
      @rumpamondal2092 3 года назад +2

      @@avijitmondal3065 j8p o

  • @subhamsarkar5298
    @subhamsarkar5298 3 года назад +30

    সায়ক দা কে বলেছিলাম এই গল্প টা অডিও ফরম্যাটে শোনাবার জন্য। অনেক অনেক ধন্যবাদ টিম মিরচি বাংলা কে এই গল্প টা শোনাবার জন্য।❤❤❤❤❤💚🧡🧡🧡🧡💚💚💚🧡💚💛💛💙💙💛💛💙💙💛💚💚🧡

  • @biswajyotidas2478
    @biswajyotidas2478 3 года назад +17

    জীবন সব ইচ্ছা পূরণ করে না, তবুও আমরা বাঁচি অপ্রাপ্তির কষ্টটা বুকে নিয়ে হাসিমুখে, আহা এই সাধের মানব জন্ম তো একটাই, একদিন আমরা কেউই থাকবো না, শুধু থেকে যাবে আমাদের ভালোবাসা প্রেম আবেগ আর নিভৃত ভাঙাচোরা বারান্দাটা।

  • @utsabghosh4762
    @utsabghosh4762 3 года назад +100

    জানি না কেনো কিন্তু আমার মনে হয় আমাদের সবার জীবনেই কখনো না কখনো এরম ' খেয়া ' এসে থাকে যার সাথে কথা বলে অন্তর থেকে হালকা হওয়া যায় কিন্তু কোথাও না কোথাও কোনো অব্যাক্ত কথা থেকেই যায় যেগুলো আর বলা হয়ে ওঠে না........

    • @sumitmaikap4392
      @sumitmaikap4392 3 года назад +4

      একদম ঠিক বলেছেন....😢

    • @utsabghosh4762
      @utsabghosh4762 3 года назад +7

      আপনি বলবেন না আমি অনেক ছোট আপনার থেকে class xi

    • @diganta8286
      @diganta8286 Год назад

      @@utsabghosh4762 Soulmate ❤️

  • @swagatasingha5663
    @swagatasingha5663 3 года назад +70

    সায়ক দার লেখা অসাধারণ কোনো কথা হবে না।আমি তোমার লেখার প্রেমে পরে গেলাম নতুন করে সায়ক দা❤️❤️❤️❤️❤️

    • @কিছুসত্যিকথা-প৬ঘ
      @কিছুসত্যিকথা-প৬ঘ 3 года назад +1

      Ami na golpoer last bujlam na.. Plz olpo expln korben.. Ora ki more gelo😲😲?

    • @debjyotisingha1283
      @debjyotisingha1283 3 года назад

      প্রত্যেকেরই সত্যি না হলেও একটা কল্পনার খেয়া প্রয়োজন । যাকে মনের সব কথা নির্দ্বিধায় বলা যায় । তাই না !

    • @soumyadeepbarik5711
      @soumyadeepbarik5711 3 года назад +5

      @@কিছুসত্যিকথা-প৬ঘ 5th attempt te Kheya mara gelo , jehetu o promise korechilo Nabarun er kacha Orr dukkher sobta shone tai , mara jaoer por puro tah shune gelo , last gaane I Orr justification kora ache. Tai sesh baarrrreo jokhon toder haath chilo na , tokhon Kheya bollo arr konodin haath chobe na , are cho arrr o dorkaar nei

  • @piu6614
    @piu6614 3 года назад +36

    আমার চোখে জল চলে এসেছে🥺😭😭 এমন একটা অন্ধকার বারান্দার সবার খুব প্রয়োজন মনের সব দুঃখের কথা বলার জন্য ।

  • @pritam3516
    @pritam3516 2 года назад +7

    সবার জীবনে একটা করে খেয়া দরকার। আর শেষের গানটা অনবদ্য এই প্রথম কোন গল্প শুনে চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আই লাভ ইউ sayak আমান।

  • @amritaroy685
    @amritaroy685 3 года назад +279

    বৈতরণীর তীরে গানটা আলাদা করে upload করার অনুরোধ রইল। love u team mirchi 😘

  • @shashwatadutta1411
    @shashwatadutta1411 3 года назад +9

    এমন একটা লেখা লিখতে এলেম লাগে hats off to you Sayak Aman🙏🙏👍👍this should be a reward to be the father of such creation and this can never be achieved in one day

  • @Phycho_techAjahar
    @Phycho_techAjahar 3 года назад +79

    গল্প না শুনেই লাইক দেওয়ার জন্য সায়ক আমান দার নাম টাই যথেষ্ট ❤️।গল্প একদম ই বাস্তবতা। মন ছুয়ে গেল😌😌❤️

  • @biswajitbarui9785
    @biswajitbarui9785 3 года назад +64

    সবার জীবনে খেয়ার মত কেউ একজন থাকা দরকার আর তার সাথে এক অন্ধকার বারান্দা সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করার জন্য ♥️♥️♥️♥️

  • @ViralVideo-zn8ph
    @ViralVideo-zn8ph 3 года назад +5

    Sayak Aman এর প্রথম লেখা শুনলাম ...কিন্তু বিশ্বাস করুন এই লেখা টা শোনার পর নিজের মন কে আর শক্ত করতে পারছি না... সকলদের অভিনন্দন .. আর ধন্যবাদ এত সুন্দর একটা গল্প শোনানোর জন্যে🙏

  • @অসীমসাঁতরা
    @অসীমসাঁতরা 3 года назад +27

    পত্যেকটি ছেলের জীবনে খেয়ার মতো একটা বন্ধু থাকা খুবই দরকার। যার সাথে তার সব দুঃখ ,কষ্ট, প্রতাশা, বেদনা হতাশা আনন্দ সব কথা শেয়ার করা যায় ❤❤❤❤

  • @sahibakhan589
    @sahibakhan589 3 года назад +8

    😊 শেষটা কাঁদিয়ে দিল 😌 কিছু কিছু অনুভূতিতে সত্যিই অনেক কষ্ট আবার অনেক সুখ অনুভব হয় । সায়ক আমান ❤️ এমন এক লেখক যার গল্পে অনুভূতি গুলো খেলা করে

    • @mayhost7466
      @mayhost7466 3 года назад

      Where r u from?

    • @sahibakhan589
      @sahibakhan589 3 года назад

      @@mayhost7466 why ???

    • @mayhost7466
      @mayhost7466 3 года назад +1

      @@sahibakhan589 just for curiosity. R u from India?

    • @sahibakhan589
      @sahibakhan589 3 года назад

      @@mayhost7466 yes . I am Indian bangali 😊 . Form Kolkata

  • @puskarmitra4825
    @puskarmitra4825 3 года назад +35

    সারা সপ্তাহ সবার খুব ভালো মন্দ পরিস্হিতি উভঁয় ভেবেই কাটে তার মাঝে একটা ছোট আনন্দ ☺️☺️❤️❤️
    প্রেম.কম🙂❤️

  • @tonoy96
    @tonoy96 3 года назад +23

    বার বার শুনে যাচ্ছি। হৃদয় ছুঁয়ে যাচ্ছে গল্পটা, আর তার উপর শেষের গানটা।

  • @rohitganguly9934
    @rohitganguly9934 3 года назад +54

    This story kept on growing on me and by the time it ended, I was left spell-bound and stunned. This is nothing short of a beauty. Thank you, Mirchi. Thank you Prem Dot Com. Thank you for breaking me and empowering me at the same time. Small sorrows always go unheard and yet they scream the loudest in your head. Thank you again. can't express what a beautiful story this was!

    • @sudarshanroy6569
      @sudarshanroy6569 3 года назад +1

      Bro, I might sound like a shameless guy...But seser byaparta ki holo ektu bojhabe? 😅😅 Actually seser ghotona ta bujhlamna. 5th time ar 'eta ar amader hobena konodin' ei 'eta' ta ki???

    • @rohitganguly9934
      @rohitganguly9934 3 года назад +3

      @@sudarshanroy6569 Kheya was dead. Fifth time she was successful.

    • @darkprince1896
      @darkprince1896 3 года назад

      @@rohitganguly9934 But y the story was incomplete to me .... it left me clueless about what could have happened .... y she died?

    • @rohitganguly9934
      @rohitganguly9934 3 года назад +8

      @@darkprince1896 that is your intepretation. Not all answers are unfolded in a story. At times it is left to the readers, in this case, the listeners to interpret in any way they like.

    • @darkprince1896
      @darkprince1896 3 года назад +1

      @@rohitganguly9934 there could be so many possibilities that I kept guessing for like more than 15minutes .... but the ending though 🥺🥺

  • @gargisarkar9270
    @gargisarkar9270 3 года назад +2

    আমাদের প্রত্যেকের জীবনেই একজন খেয়ার মতো মানুষ আর ওই অন্ধকারে মোড়া বারান্দা টার খুব প্রয়োজন।যে আমাদের দুঃখগুলোর কারণ জানতে চাইবে না, শুধু আমাদের দুঃখগুলোর সঙ্গী হবে।❤️
    গল্পটা নিয়ে বলার কোনো ভাষা নেই।মন ছুঁয়ে গেল পুরো।❤️❤️

  • @ghoshtanwi
    @ghoshtanwi 2 года назад +6

    জানি না কেন কিন্তু অসম্ভব ভালো লাগে গল্পটা, এই নিয়ে কম করে ৭-৮ বার শুনেছি, মন খারাপ হলেই শুনি, খুব প্রিয় এই গল্পটা, 'খেয়া'

  • @jyotimanna9476
    @jyotimanna9476 3 года назад +35

    I have not any word to explain my feelings after hearing this story.
    It's a really heart touching story ever in prem dot Kom season 2

  • @tanianath6037
    @tanianath6037 3 года назад +12

    আমাদের জীবন রূপ নদী পেরোনোর জন্য এমন একটা খেয়া হয়তো সবার ই প্রয়োজন । কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই খেয়া অন্য কেউ নয় আমাদেরই সত্তা । আবার এটা সৌভাগ্যের ও। কারণ এই অনুভূতি গুলোর মূল্য বাস্তব জগৎ দেয় না। অনেক অনেক ধন্যবাদ premdotkom ও mirchi কে 😊

  • @rohitmaity4290
    @rohitmaity4290 3 года назад +4

    অসাধারণ লাগলো সোমক দা, অগ্নি দা এবং পুরো radio mirchi team কে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ❤️💙
    সত্যি, সবার কাছে ফাঁকা বারান্দা থাকে না। আর সবার কাছে খেয়া থাকে না ❤️😌🌹
    এবং please বৈতরীনির তীরে গান আলাদা ভাবে uplode করো... এটা আমার এবং সবাই এর request

  • @sudiptakhan001
    @sudiptakhan001 3 года назад +204

    গল্প টা শুনতে শুনতে অজানতেই চোখ দিয়ে জল বেরিয়ে এল । "আমার ও পঁচ বার সুইসাইড attepmt । হাত মেলা । " বাক্য টা বুকে এসে ধাক্কা মারল ।

    • @somenghosh1556
      @somenghosh1556 3 года назад +8

      Please emon ta korben na

    • @sayantanghosh2065
      @sayantanghosh2065 3 года назад +10

      Last e ki se mara galo ? 🥺🥺🥺 ? Please bolo keo...? Ota ki or spirit chilo...?

    • @sudiptakhan001
      @sudiptakhan001 3 года назад +7

      @@sayantanghosh2065 তাই তো মনে হল

    • @shwetabarua8740
      @shwetabarua8740 3 года назад +3

      Same to me

    • @azizasultana3899
      @azizasultana3899 3 года назад +15

      @@sayantanghosh2065 Sedin sondhe bela nabaruner sthe dekha korar por e suicide korechilo

  • @darkhorse168
    @darkhorse168 2 года назад +5

    গল্পের বিষয়বস্তু, অসাধারণ অভিনয়, চোখে জল আনা bgm- বহুদিন, বহু বছর পর আবার মনের বন্ধ জানালাটা খুলে গেল। 🙂🙂🙂

  • @soumen3172
    @soumen3172 3 года назад +48

    গল্পটা কার লেখা বলার দরকার ছিল না যারা সায়ক আমানদার গল্প পড়ে বা শোনে তারা পুরো গল্পটা শোনার পর এমনিতেই বুঝতে পেরে যেত।

  • @purbasharouth3572
    @purbasharouth3572 3 года назад +92

    এই গল্পটা যেভাবে আমাদের মন জয়😀 করেছে I wish শ্রোতাদের feedback সোমক দার Birthday টা আরো special করে তুলবে😊♥️ Happy Birthday Somak da 🎉❤️🤩

  • @sayantandas4754
    @sayantandas4754 3 года назад +7

    গল্পটা তো কিছুই বলার নেই, তবে আমার মতে তাকেও ছাপিয়ে গেছে গানটা ❤️specially that line "যাবার বেলায় তার আজ নাই বা দেখা হল", জাস্ট ❤️❤️

  • @rupaguha1443
    @rupaguha1443 3 года назад +3

    আমরা প্রত্যেকেই শুধু নিজের দঃখটা প্রকাশ করার একটা জায়গা বা একটা মানুষ খুঁজি...
    কিন্তু কারোর দুঃখ শোনার মানুষ হই কি..
    না হই না.. এতো ব্যস্ততার জীবনে শুধু বলতে শিখেছি.. শুনতে না..
    তাই আমরা সবাই সারা দিন পেরিয়ে রাতটা একাই রয়ে যাই..♥️

  • @piyalimaity6859
    @piyalimaity6859 3 года назад +3

    আমাদের সবারই হয়তো এরকম একটা বারান্দা আর ওই অন্ধকার এর গভীরতা আর একটা এরকম বন্ধু চাই যাদের কাছে বিনা সংকোচে মনের সব কথা খুলে বলতে পারি কিন্তু পাই কজন??😔
    And the last song is just awesome
    Thank you team Mirchi🙏

  • @aruppramanick7721
    @aruppramanick7721 3 года назад +2

    সব মানুষই এরকম একটা বারান্দা খোঁজে । ওটা তো প্রতিকী । গল্পটা শুনে মনটা ভরে গেল । অসাধারণ উপস্থাপনা।

  • @sayakchakraborty5972
    @sayakchakraborty5972 3 года назад +4

    কিছুক্ষণের জন্য নিজের মনখারাপগুলো কেও ভাসিয়ে দিলাম দুই বারান্দার ওই অন্ধকারের মধ্যে। এবং শেষে গানটা মন ছুঁয়ে গেল।💙
    Hats off to team Mirchi Bangla and Sayak Aman.

  • @naturesbeauty9446
    @naturesbeauty9446 3 года назад +3

    কিছু গপ্লো নিজের জিবনের গপ্লের সাথে এক হয়ে যায়...... radio mirchi অনেক গপ্লো তোমাদের শুনেছি কিন্তুু আজকে কাদতে হলো জিবনও একটা গপ্লের মতোই।ভালোবাসা ভালো থাকুক মনের গভীর সৃতির মধ্যে।😔😢

  • @lostair3892
    @lostair3892 3 года назад +6

    শেষের ওই স্তবক টা আর তার sathe gaan ta mile mishe দুই বারান্দার মধ্যেকার দুরত্ব আর অন্ধকার যেন জীবন্ত করে তুলেছে❤️🔥🔥🔥।। পুরো মন ছুঁয়ে গেলো। এই গল্পটা আজ পর্যন্ত সব থেকে দারুন😌

    • @pritisapal7840
      @pritisapal7840 3 года назад

      You write

    • @lostair3892
      @lostair3892 3 года назад

      @@pritisapal7840 , just as a hobby, but never published

    • @pritisapal7840
      @pritisapal7840 3 года назад

      @@lostair3892 what you mine 🤨

    • @lostair3892
      @lostair3892 3 года назад

      @@pritisapal7840 , I said that I write love and fantasy stories , sometimes childish short stories also....but I have not enough money to publish them

    • @lostair3892
      @lostair3892 3 года назад

      @@pritisapal7840 are you also a writer?

  • @saadahmedshibli1803
    @saadahmedshibli1803 2 года назад +3

    কমেন্টবক্সেও অনেক কিছু লিখতে ইচ্ছে করে তবে মন বলে থাক লিখতে হবেনা। বেস্ট একটা গল্প ছিলো ,অনেকদিন পর চোখ দিয়ে পানি ঝরলো😊

  • @shaswatakundu3935
    @shaswatakundu3935 3 года назад +68

    "এটা আর আমাদের হবে না কোনদিন" কথাটা কিভাবে বিঁধলো বলে বোঝাতে পারব না।প্রত্যেকটা রোমকূপ দিয়ে অনুভব করতে পারি সায়ক আমানের গল্পগুলো

    • @soumikdhar5146
      @soumikdhar5146 3 года назад +3

      Dorja bondho howar bapar ta thik bujhini. Bojhaben please?

    • @IshanBanerjee
      @IshanBanerjee 3 года назад +1

      @@soumikdhar5146 amio bujhini ☹️

    • @ashitbiswas2402
      @ashitbiswas2402 3 года назад +2

      Er mane holo nabarun er maa jodi bari r main dorja bondho kore dei tahole kono jibito manush ghore dukte parbe na ......kintu kheya dhukechilo mane kheya aar bece nei tai or khola dorja lage na .... bondho dorja diyei vitore eshe geche

    • @ashitbiswas2402
      @ashitbiswas2402 3 года назад

      @@soumikdhar5146 ki bujlen??? Na bujle bolben kintu....😋

    • @IshanBanerjee
      @IshanBanerjee 3 года назад

      @@ashitbiswas2402 Makes sense

  • @lekha.deeplekha8855
    @lekha.deeplekha8855 3 года назад +34

    গল্পের শেষ অংশ চোখের জলকে আর রুখতে পারলো না। 🥺 ।। অসাধারণ শায়ক আমান ।

    • @sresthadey7047
      @sresthadey7047 3 года назад +3

      Amake last part ta ektu explain kore deben..........Ami bhalo kore bujhte pari ni. Oi dorja bondho haoar bepar ta bujhi ni. Sudhu ei tuku andaj korechhi je kheya last e suicide kore mara jay . Kintu seta dorjer sathe ki bhabe relate kora hoyechhe seta bujhlam na

    • @Bhakta-km4dy
      @Bhakta-km4dy 3 года назад

      So nice

    • @Bhakta-km4dy
      @Bhakta-km4dy 3 года назад

      So nice

    • @lekha.deeplekha8855
      @lekha.deeplekha8855 3 года назад +1

      @@sresthadey7047 dorja ta aagei bondho kore diye6ilo Nobaron er maa. Jodi sotti Kheya Beche thakto, Tahole sei rate Nobaron er baranday aashte parto na Kheya. Shesh rate Ota kebol Kheyar Asshoriri eshe6ilo.

    • @sresthadey7047
      @sresthadey7047 3 года назад

      @@lekha.deeplekha8855 o thank you soooooo much

  • @ankitahazra7468
    @ankitahazra7468 3 года назад +6

    সায়ক দার লেখা গল্প গুলোর মধ্যে এই গল্প টি আমার একান্ত প্রিয়। ❤❤ একটু পরিবর্তন আপনারা করেছেন কিন্তু এক ই ভাল লাগা। যতবার পড়ি নতুন ভাবে ভালবাসি ❤❤

  • @biplabdasgupta
    @biplabdasgupta 3 года назад +26

    ফেলুদা বলল, "ভাল লাগছে না রে তোপসে, ভাল লাগছে না। একটা নক্সা চোখের সামনে ভেসে ভেসে উঠছে আবার মিলিয়ে যাচ্ছে। প্রেম ডট কম টা যেন একটা আলো আঁধারি মায়া জালে আটকে গেছে, প্রেম টা যেন একটা মুখোশ পরে আছে, পজিটিভিটি কি হারিয়ে গেল? কে করছে এ সব?"

  • @sayanineogituki2284
    @sayanineogituki2284 3 года назад +26

    দুঃখ হয় আরো হয়, মনটা ভার হয়ে যাই, চোখ ছাপিয়ে জলটা নামে, নামতেই থাকে কিন্তু ভাগ্যবান নবারুণ এর মতো ওই বারান্দা এর খেয়া থাকে না

  • @simakar7824
    @simakar7824 6 месяцев назад +1

    সত্যি এমন একটা বারান্দা আমার কাছেও আছে ❤ খুব মন খারাপ বা কান্না পেলে সেই বারান্দায় চলে যাই, সত্যি কথা বলতে সেই বারান্দার দেয়াল আর ব্যালকনি টা না আমার কান্নার কারণ জিজ্ঞেস করে না ,মন খারাপ এর কারণও জিজ্ঞেস করে না ✨। শুধু নির্দ্বিধায় আমার কান্না শুনে যায় ❤ সত্যি পৃথিবীর সব লোক ই চিচ্ছ্কাদুনে,শুধু তাদের কাছে এইরকম একটা বারান্দা থাকে না 💫

  • @madhumitadutta7555
    @madhumitadutta7555 3 года назад +5

    চোখের জল আটকানো গেলো না। কি করে এত সুন্দর করে অভিনয় করো তোমরা। অসাধারন গান টা।

  • @moumitamaity3248
    @moumitamaity3248 2 года назад +20

    এরকম একটা বারান্দা চাই। ।।।। কাঁদতে যেখানে কারণ লাগেনা....😊

  • @nihsharta7032
    @nihsharta7032 3 года назад +16

    গল্পটা খুব সুন্দর..ছুঁয়ে গেল মনটা💚🖤
    গল্পপাঠ আর গানটাও দারুণ🖤💚

  • @avimanyuchatterjee
    @avimanyuchatterjee 3 года назад +1

    অসামান্য ভাবনা। দুর্দান্ত পরিবেশনা। এই আকালের যুগে এমন গল্প শুনলে ভবিষ্যতের বাংলা সাহিত্যের ওপর আবার ভরষা জন্মায়।
    ভালোবাসা প্রেম ডট কম এর সম্পূর্ণ টিমকে।

  • @Needed4soul
    @Needed4soul 3 года назад +5

    যার কাছে মন নরম করা যায়.. সবটা নির্ধিদায় বলা যায়, চোক দিয়ে দুঃখ গুলো ভাসিয়ে দেওয়া যায় ❤️

  • @md.hossenali8181
    @md.hossenali8181 3 года назад +8

    এত চমৎকার সমাপ্তি, অবিশ্বাস্য মানে হচ্ছে। ভেতরের কথাগুলো বলার জন্যে, এমন একজনকে অাসলেই দরকার হয়, যে জীবনসঙ্গিনী নাও হতে পারে....

    • @anamika12872
      @anamika12872 2 года назад

      আমি না এর শেষটা ঠিক বুঝতে পারলাম না... শেষে গিয়ে নবারন খেয়া কে স্পর্শ করতে পারল না কেন..???

    • @anamika12872
      @anamika12872 2 года назад

      একটু বলবেন 😊😊

    • @BagAniruddha
      @BagAniruddha 2 года назад

      @@anamika12872 karon last e j esechilo se kheyar asoriri atta. Dorja bondho thakle kheya dhukte parto na.

    • @anamika12872
      @anamika12872 2 года назад +1

      @@BagAniruddha Kintu prosno ta hocche j kheya ai puro story tay mara kokhon gelo..???

    • @BagAniruddha
      @BagAniruddha 2 года назад +1

      @@anamika12872 last time bolechilo 4 bar attempt koreche r tarpor bollo 5 bar. tai writer er sathe dekha korte asar just agei o suicide koreche. amar ja mone holo golpo ta sune.

  • @samirkamle9909
    @samirkamle9909 3 года назад +17

    নোটিফ্কেশন পাওয়া মাত্র,,, আর সবুর করতে পারলাম না 😍😍😍

  • @srilekhadattagupta7405
    @srilekhadattagupta7405 3 года назад +1

    আহা মনটা ভীষণ এক ভালো লাগায় ভোরে গেল ,, তবে শেষের দিকে যে এমন হবে সত্যি ভাবি নি , thanks to team mirchi আর অবশ্যই A big salute to Sayak ....এভাবেই আমাদের দুর্দান্ত উপস্তাপনা উপহার দাও , আর আমরাও মন ভরে শুনি ❤️❤️।

  • @rktheframes6331
    @rktheframes6331 3 года назад +18

    YOU ARE UNIQUE SAYAK DA😌♥️
    I DON'T HAVE THE LANGUAGE TO TELL YOU ANYTHING.....I AM I BIG FAN OF YOURS....THANKU SO MUCH DADA♥️💜💛💚💙🖤❤🤗

  • @soumyadeepdasgupta1938
    @soumyadeepdasgupta1938 3 года назад +1

    অসামান্য একটা গল্প। এমন গল্প একাকীত্বের সাথী হয়ে উঠতে পারে। মেয়েটির নামটাও সার্থক! খেয়া.. আহাহা! অসাধারণ।
    শুধু একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। কাছের মানুষ ভেবে বলেই দিই। খেয়ার হাসিটা শেষের দিকে শুনতে একটু ভৌতিক লাগছিল। গল্পটার শান্তিতে কিরম একটা যেন বেঘাত ঘটালো ওই হাসিটা।
    Nevertheless! খেয়া একটি অদ্বিতীয় সৃষ্টি।

  • @arpitasen1758
    @arpitasen1758 3 года назад +11

    বড় হলে, দুঃখ কষ্ট গুলো, কাউকে বলতেও ভালো লাগে না, মন সত্যি শক্ত হয়ে গেছে, শুধু একটাই চাওয়া কাছের মানুষ গুলি যাতে ভালো থাকে।

  • @sanghamitrabanerjee8764
    @sanghamitrabanerjee8764 2 года назад +1

    গত ছয়বছরে নিজেকে শক্ত করতে পারিনি, আসলে আমাদের মন শক্ত না হলেও সবার কাছে তা প্রকাশ করতে নেই, আর এরকম কিছু গল্প হয় যা মনের অবস্থাটাকে কত সহজে বলে দেয়

  • @shreechandra_125
    @shreechandra_125 3 года назад +14

    I'm jst spellbound❤️❤️....i found the story somewhat relatable️☺️.....and the ending song took the story to a different level ❤️❤️.... lot's of love team mirchi bangla ❤️❤️

  • @Shuktarabasu__
    @Shuktarabasu__ Год назад +1

    চোখের স্রোতটা দুগাল বেয়ে গড়িয়ে গেলই...😄🌌🌈
    অত সুন্দর লেখনী...সত্যিই সত্যিই সত্যিই অনেক অনেক অনেক ভালো লাগলো, কিভাবে বলে বোঝাবো ভাষাই খুঁজে পাচ্ছি না!
    ♥💫

  • @EshaniAktari
    @EshaniAktari 3 года назад +6

    শেষের মুহুর্তটায় চোখের জল ধরে রাখতে পারলাম না 😌✨

  • @gklab8206
    @gklab8206 3 года назад

    শেষে গিয়ে চোখের কোণে জলটা আর ধরে রাখতে পারলাম না । জমান কস্ট গুলো বুকের ভেতর যেন নড়ে উঠল .....কুর্নিশ জানাই লেখক কে ..... আর টিম mirchi কে। গানটাও কিন্তু অসাধারণ ......

  • @Chatterjee7563
    @Chatterjee7563 3 года назад +19

    সায়ক আমান এর গল্প এখন প্রেম ডট কমে... আর কি চাই😍😍

    • @kousharali4526
      @kousharali4526 3 года назад

      Ha aro golpo sunte chai nijer moner dukkho komanor ar kosto gulo share korar jonno

    • @soumyadeepbarik5711
      @soumyadeepbarik5711 3 года назад

      Ha Ha chai

  • @abhirupdas3352
    @abhirupdas3352 3 года назад +16

    সাবার জীবনেই এমন এক খেয়া সর্বদা থেকে যায়😌😌

  • @bithikasing4203
    @bithikasing4203 3 года назад +28

    Happy birthday Somak da. Many many happy returns of the day....🎂🎂 AJ golpo ta valoi hobe sunini akhono tar agei like dilam

  • @arunavaganguly5192
    @arunavaganguly5192 3 года назад +3

    সায়ক আমান এর গল্পে একটা আলাদাই মাধুর্য থাকে।

  • @kaushik9722
    @kaushik9722 3 года назад +7

    দুই জনের মনের মানুষ এর আর মিল হোলনা।দুই জনের দূরত্বটা থেকেই গেলো।👍

  • @connectsuva
    @connectsuva 3 года назад

    অনেক কিছু বলার থাকে...অনেক কিছু.. অনেক দিন ধরে চেপে রাখা অনেক কথা... যে কথা গুলো সবাইকে বলা যায়না... শক্ত হয়ে থাকতে থাকতে মাঝে মাঝে সেই চেপে রাখা কথা গুলো বেরিয়ে আসতে চায়...কারণ সত্যিই "মন টা মনই থেকে যায়" । এরকম একটা বারান্দা খুব জরুরি...একদম অন্ধকার...ওপরে হয়তো কেউ থাকবে...হয়তো....

  • @doyetanag1368
    @doyetanag1368 3 года назад +10

    শেষের গানের শেষ লাইন টা "সময় হলে ফিরবে জানি হারায় নাতো কেউই" 😌❤✨

  • @bratatidutta5093
    @bratatidutta5093 3 года назад +3

    অসাধারণ গল্প।।।। চোখের জল বাঁধ মানছে না আজ এই গল্পের পর।।। খুব ভালো লাগলো আজকের এই গল্পটা।।।।। ❤❤🥺🥺😌😌❤🥺

  • @NOISYBOY-01
    @NOISYBOY-01 3 года назад +14

    Last moment is very important and heart touching moment.
    Please don't stop this show.
    I am support with respect to you and your team.
    I am with you.😭😭😭😭😭😭😭😭

  • @amritabhattacharjee6061
    @amritabhattacharjee6061 3 года назад +2

    Mon chuye gelo❤️..sotti sobar jibon-ei kosto thake ar tai protyeker jibonei erom ekta baranda-er proyojon❤️🥺

  • @HELLBOY583
    @HELLBOY583 3 года назад +13

    Sayak Aman collaborates again, this time on PDC! Nice.

  • @priyankadas5384
    @priyankadas5384 3 года назад +22

    Happy birthday somak da many many happy returns of the day 🍰🍰

  • @ayan5925
    @ayan5925 3 года назад +24

    Wow Sayak Aman's Story 😃❤️❤️

  • @souravghosh9410
    @souravghosh9410 5 месяцев назад

    শ্বাস আটকে আসছে, বুকে চাপ অনুভব হচ্ছে। কি একটা কখনো না পাওয়া কিছুর হারিয়ে যাওয়ার কষ্টে বুক ফেটে কান্না আসছে। দারুণ একটা গল্প। এর প্রভাব থাকবে বেশ কিছুদিন।

  • @suptisarker1610
    @suptisarker1610 3 года назад +14

    আমরা কেন জানি না কিছু মানুষ আসলেই ঠিক মানুষের মতো না,অদ্ভুত অনুভূতি হয় সব ক্ষুদ্র বিষয়গুলোতেও। মন খারাপ হলো খুব গল্পটা শুনে।😞

  • @kuntalbanerjee82
    @kuntalbanerjee82 3 года назад +13

    I can’t believe , this is so far the best story.