Jaisalmer to khube e sundor . Jatobar dekhbo tato dekhte iche kare. Ato sundor kore tumi Jaisaler k dekhiyacho je bar bar dekhte iche korche . Ami giyachi anek age tabe ato kichu dekhi ni thanks bhai
অনেক ধন্যবাদ আপনাকে। রাজস্থানের একটু টুর গাইড ভিডিও এই চ্যানেলে আছে। তার লিংক দিচ্ছি। খুব সহজেই সব তথ্য আপনি পেয়ে যাবেন --- ruclips.net/video/PqorqlRUHHU/видео.html
সত্যজিত রায়কে এঁরা বলেন ভগবান। তাঁর কথা আর প্রশংসা সর্বত্র। জয়শালমের-এর যা কিছু উন্নতি, এঁরা বলেন, সব তাঁর জন্য। আজই আমি জয়শালমের থেকে যোধপুর এসেছি। দুদিন ধরে সত্যজিত রায়ের কথা শুনতে শুনতে ভারি গর্ব হচ্ছিল। বিশ্বাস করবেন কিনা জানি না, এঁরা সত্যজিত রায়ের নামে হাতজোড় করে প্রণাম করেন তাঁর উদ্দেশ্যে। আমার দেশের একটা অংশ আজ সত্যজিতের জন্য বিদেশেও বহুল পরিচীত, ভাবতে অদ্ভুত অনুভূতি হয়।
পাহাড়ের নাম ত্রিকূট পর্বত, তিনটে চুড়ো আছে বলে। রাওয়াল জয়শাল এই কেল্লার পত্তন করেছিলেন, তাই নাম জয়শালমের। তখন কেল্লার মধ্যেই বসতি ছিল, বাইরে কিছু ছিল না।
দাদা আপনি খুব ভালো,আর খুব সুন্দর ভিডিও বানান,কিন্তু আমারও ঘুরতে যেতে খুব ইচ্ছে করে,কিন্তু অসুবিধা গাড়ী ভাড়া আর হোটেলে অনেক টাকা লাগে,তাই থাকার জন্য 500 মধ্যে হোটেল পাওয়া যায়,আর এমন কি সুযোগ আছে বাসে করে ঘুরিয়ে দেবে কোনো এজেন্সি অল্প টাকার মধ্যে
রাজস্থান ভ্রমণে একমাত্র জয়সালমীর বাদে আর কোথাও তেমন খরচ হয়নি হোটেলের ভাড়াও অনেক কম। আর কম দামে বাজেট হোটেল সব জায়গাতেই আছে আপনাকে একটু খুঁজে নিতে হবে। কোন এজেন্সির মাধ্যমে নয় একা ভ্রমণ করলে খরচ কম হবে। তবে তার জন্য আপনাকে একটু ভালো করে খোঁজখবর নিয়ে তারপর যেতে হবে।
আচ্ছা ভাই আপনি বলতে পারবেন কি, যে রাজস্থান টুরিজম এর হোটেলগুলো কেমন? আসলে আমরা হিমাচল বলুন বা কুমায়ুন, গারোয়াল.. এই সব জায়গায় গভর্ণমেন্ট টুরিস্ট লজ এই থেকেছি আর হোটেলগুলো দুর্দান্ত.. সব থেকে ভালো ভালো জায়গায় হোটেলগুলো। অনেক আগে রাজস্থানের কয়েকটি জায়গা ঘুরেছি। প্রাইভেট হোটেলে ছিলাম। তাই জানতে চাইছি। প্লিজ বলবেন। আমরা নেক্সট এইসব জায়গায় প্ল্যান করছি।
জানি এখানে অনেকে কমেন্ট পড়তে আসবে,তাই একটা কথা জানতে চায়ছি,আমাদের মত গরীব মানুষের হোটেল,গাড়ি রিজাভ করে ঘুরা স্বপ্ন ছাড়া কিছু না।তাই হোটেল বাদে থাকার জায়গা,বা বাসে শেয়ার অটো নিয়ে ঘুরা যাবে,যদি যাওয়া যায় একটু পরামর্শ দেন
যে হোটেলটাই আমি ছিলাম ওই হোটেলে শেয়ার ডরমিটরি ভাড়া এক একজনের ৫০০ টাকা এরকম আরো আছে। প্রথম দিন পায়ে হেঁটেই ঘুরে ছিলাম। তবে যখন বর্ডারের দিকে যাই সে ক্ষেত্রে অটো হয় না তখন একটা গাড়ির রিজার্ভ করতে হবে দূরত্ব অনেক বেশি। বাস প্রতি জায়গায় পেয়ে যাবেন বা ট্রেন পেয়ে যাবেন। সব জায়গায় না হলেও বেশ অনেকটা জায়গায় আপনি কম খরচে ঘুরে নিতে পারেন। আর অনেক জায়গায় হেঁটেই যাওয়া যায় ১৫ মিনিট কুড়ি মিনিট অসুবিধা খুব একটা হয় না।
খুব সুন্দর presentation 🎉
Akhne jete iche korche. ❤ darun
Khub bhalo laaglo, without guide eto details kibhabe dilen, khub bhalo apnar bolar bhongi, bhalo thakun 👌
অসংখ্য ধন্যবাদ 💚🙏
Asadharon commentary
অনেক ধন্যবাদ
Informative
Thank you 😊
Jaisalmer to khube e sundor . Jatobar dekhbo tato dekhte iche kare. Ato sundor kore tumi Jaisaler k dekhiyacho je bar bar dekhte iche korche . Ami giyachi anek age tabe ato kichu dekhi ni thanks bhai
🙂🙏
Khub bhalo laglo
অনেক ধন্যবাদ
Darun
অনেক ধন্যবাদ ❤️❤️❤️
তোমার কথার মধ্যে আন্তরিকতা পাই।খুব ভালো লাগে। ভালো থেকো
🙏❤️
খুব সুন্দর করে বুঝিয়েছেন
অনেক ধন্যবাদ 😊🙏
Darun lagche🎉
asadharon sonar kella, apurbo tar oitihasik nidarshonguli, kellar opor theke asadharon charpasher drishyo
আপনি প্রতিটি ভিডিও পুরোটা দেখেন। ❤️❤️❤️
খুব সুন্দর
Hat's off.2u
Thank you
আপনার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারলাম আপনি যে হোটেলে ছিলেন সেই জায়গার নাম কি আর থর মরুভূমি যেতে গেলে প্যাকেজ কি হোটেলে থেকে করতে হয়
অনেক ধন্যবাদ আপনাকে। রাজস্থানের একটু টুর গাইড ভিডিও এই চ্যানেলে আছে। তার লিংক দিচ্ছি। খুব সহজেই সব তথ্য আপনি পেয়ে যাবেন ---
ruclips.net/video/PqorqlRUHHU/видео.html
আমি ঘুরে আসলাম।15.11.23.
আমের ফোর্ট। মেহাঙ্গর ফোর্ট । ।
এ সব ও আছে ।।আছে হাবেলী।
❤❤❤❤দারুণ
🙂❤️
The great Satyajit Ray appropritaely named this fort 'Sonar Kella' and glad to know that the local people accepted the name given by a Bangali person.
❤️
সত্যজিত রায়কে এঁরা বলেন ভগবান। তাঁর কথা আর প্রশংসা সর্বত্র। জয়শালমের-এর যা কিছু উন্নতি, এঁরা বলেন, সব তাঁর জন্য। আজই আমি জয়শালমের থেকে যোধপুর এসেছি। দুদিন ধরে সত্যজিত রায়ের কথা শুনতে শুনতে ভারি গর্ব হচ্ছিল। বিশ্বাস করবেন কিনা জানি না, এঁরা সত্যজিত রায়ের নামে হাতজোড় করে প্রণাম করেন তাঁর উদ্দেশ্যে। আমার দেশের একটা অংশ আজ সত্যজিতের জন্য বিদেশেও বহুল পরিচীত, ভাবতে অদ্ভুত অনুভূতি হয়।
last view ta just fatafati dada😍
সত্যি দুর্দান্ত ❤️❤️
এইটা আর নাহারগড় ভীষণ সুন্দর
hyan dada,r bolchi solo travel er jonno rajasthan kemon?@@tripandtourguide
খুব ভালো একমাত্র জয়সালমের বাদে আর কোন জায়গাতেই তেমন খরচ নেই আমি তো বেশিরভাগ জায়গা অটোতেই ঘুরেছি অসুবিধা নেই। আর হোটেলের রেট খুব বেশি নয়।
ok dada,thank u...@@tripandtourguide
পাহাড়ের নাম ত্রিকূট পর্বত, তিনটে চুড়ো আছে বলে। রাওয়াল জয়শাল এই কেল্লার পত্তন করেছিলেন, তাই নাম জয়শালমের। তখন কেল্লার মধ্যেই বসতি ছিল, বাইরে কিছু ছিল না।
💚🙏
দাদা আপনি খুব ভালো,আর খুব সুন্দর ভিডিও বানান,কিন্তু আমারও ঘুরতে যেতে খুব ইচ্ছে করে,কিন্তু অসুবিধা গাড়ী ভাড়া আর হোটেলে অনেক টাকা লাগে,তাই থাকার জন্য 500 মধ্যে হোটেল পাওয়া যায়,আর এমন কি সুযোগ আছে বাসে করে ঘুরিয়ে দেবে কোনো এজেন্সি অল্প টাকার মধ্যে
রাজস্থান ভ্রমণে একমাত্র জয়সালমীর বাদে আর কোথাও তেমন খরচ হয়নি হোটেলের ভাড়াও অনেক কম। আর কম দামে বাজেট হোটেল সব জায়গাতেই আছে আপনাকে একটু খুঁজে নিতে হবে। কোন এজেন্সির মাধ্যমে নয় একা ভ্রমণ করলে খরচ কম হবে। তবে তার জন্য আপনাকে একটু ভালো করে খোঁজখবর নিয়ে তারপর যেতে হবে।
Dada amar maa r paa e problem ache.. rajasthan r sob Kella ghorar jonno okhan theke kono arrange ment thake??
হ্যাঁ পাবেন।
আচ্ছা ভাই আপনি বলতে পারবেন কি, যে রাজস্থান টুরিজম এর হোটেলগুলো কেমন? আসলে আমরা হিমাচল বলুন বা কুমায়ুন, গারোয়াল.. এই সব জায়গায় গভর্ণমেন্ট টুরিস্ট লজ এই থেকেছি আর হোটেলগুলো দুর্দান্ত.. সব থেকে ভালো ভালো জায়গায় হোটেলগুলো। অনেক আগে রাজস্থানের কয়েকটি জায়গা ঘুরেছি। প্রাইভেট হোটেলে ছিলাম। তাই জানতে চাইছি। প্লিজ বলবেন। আমরা নেক্সট এইসব জায়গায় প্ল্যান করছি।
ভালোই দেখলাম। রেট ও ঠিকঠাক। Location ta ektu dekhe neben।
Jaisalmer Fort is mainly constructed with Sandstone but veneered by Yellow Limestone
Thank you so much 🙏❤️
Oasis Haveli hotel e lift ache?
Na
Room tar ki open window ache???
আমি যে রুমটাতে ছিলাম সেখানে ছিল না তবে উপরে যে রুমগুলো আছে সেগুলোর প্রত্যেকটা থেকে দুর্গ দেখা যায়।
7 years ago, giachilam
তাই ❤️ এইরকমই ছিল না কিছু পাল্টে গেছে ?
Apni ki Sam sand dunes e night stay korechhilen????????
Na korini
Dada Tumi ki eka eka ei travel koro...?
Hmm vai
apni hostel a thaken na keno ?
Jaoar khub ইচ্ছা রাজস্থান. Jaoar age obossoi tomr sathe contact korbo. But kivbe contact korbo? 🤔
Instagram e kotha hobe ❤️.
ID - tripandtourguide
জানি এখানে অনেকে কমেন্ট পড়তে আসবে,তাই একটা কথা জানতে চায়ছি,আমাদের মত গরীব মানুষের হোটেল,গাড়ি রিজাভ করে ঘুরা স্বপ্ন ছাড়া কিছু না।তাই হোটেল বাদে থাকার জায়গা,বা বাসে শেয়ার অটো নিয়ে ঘুরা যাবে,যদি যাওয়া যায় একটু পরামর্শ দেন
যে হোটেলটাই আমি ছিলাম ওই হোটেলে শেয়ার ডরমিটরি ভাড়া এক একজনের ৫০০ টাকা এরকম আরো আছে। প্রথম দিন পায়ে হেঁটেই ঘুরে ছিলাম। তবে যখন বর্ডারের দিকে যাই সে ক্ষেত্রে অটো হয় না তখন একটা গাড়ির রিজার্ভ করতে হবে দূরত্ব অনেক বেশি। বাস প্রতি জায়গায় পেয়ে যাবেন বা ট্রেন পেয়ে যাবেন। সব জায়গায় না হলেও বেশ অনেকটা জায়গায় আপনি কম খরচে ঘুরে নিতে পারেন। আর অনেক জায়গায় হেঁটেই যাওয়া যায় ১৫ মিনিট কুড়ি মিনিট অসুবিধা খুব একটা হয় না।
ভালো লাগলো দাদা 😊
কেমন আছো?