SAM SAND DUNES JAISALMER. JAISALMER TOUR GUIDE. জয়সলমের সাম বালিয়াড়ি। RAJASTHAN TOUR GUIDE.

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 107

  • @sanjitkumardas8786
    @sanjitkumardas8786 Месяц назад +2

    খুব মিষ্টি কথাবার্তা আপনার, ভালো ভিডিও।

    • @tripandtourguide
      @tripandtourguide  Месяц назад

      অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন। 💚💚💚🙏

  • @ShampaGuha
    @ShampaGuha 11 месяцев назад +4

    আপনার উপস্থাপনা এতটাই সুন্দর যে মনে হয় আমিও আপনার সাথে পৌঁছে গেছি ,আর আপনার গলার স্বর ও খুব সুন্দর।অসংখ্য ধন্যবাদ আপনাকে

    • @tripandtourguide
      @tripandtourguide  11 месяцев назад

      অনেক ধন্যবাদ ❤️❤️❤️

  • @saikathait
    @saikathait Год назад +5

    ঠান্ডা ঠান্ডা ওয়েদার সাথে হালকা বৃষ্টি সাথে তোমার ভিডিও আর কী চাই ❤❤❤

  • @Akaghnighurte
    @Akaghnighurte 24 дня назад +2

    দাদা খুব সুন্দর ভিডিও।
    জয়সলমীর থেকে বর্ডার যেতে কোনও লোকাল গাড়ি পাওয়া যায়।

    • @tripandtourguide
      @tripandtourguide  23 дня назад

      না , ওই রাস্তায় পাওয়া যাবে না।

    • @Akaghnighurte
      @Akaghnighurte 23 дня назад

      @tripandtourguide ধন্যবাদ

  • @KazalLataRay-fu7ti
    @KazalLataRay-fu7ti 11 месяцев назад +2

    খুব সুন্দর উপস্থাপনা।খুব ভালো লাগলো।

  • @subarnabhattacharya414
    @subarnabhattacharya414 Год назад +2

    অসাধারণ👌👌👌আর কি বলব... ভাষা নেই... এত সুন্দর করে ট্রাভেল ভিডিও আমি আগে দেখিনি। এত সুন্দর উপস্থাপনা.. সত্যি অসাধারণ... আপনাকে অজস্র ধন্যবাদ আমাদের এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আমার হাসবেন্ড কে বললাম, এখন নিশ্চিন্তে রাজস্থান এর ট্যুর প্ল্যান করতে পারি আমরা ❤❤❤

    • @tripandtourguide
      @tripandtourguide  Год назад +1

      অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️

  • @SIUNATHDAS
    @SIUNATHDAS Год назад +2

    এককথায় দুর্দান্ত...
    আপনার সবচেয়ে যেটা আমার ভালো লাগে সেটা হলো সুন্দর উপস্থাপনা...গলার স্বর খুব সুন্দর ❤️❤️
    আরো এইরকম ভিডিও দিতে থাকুন আর আমরাও সমৃদ্ধ হই 😊😊🙏🙏

    • @tripandtourguide
      @tripandtourguide  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ভালো থাকবেন।

  • @gsubir10
    @gsubir10 11 месяцев назад +2

    Ei prothom nijer bhasa banglai ekta khub sundor ekta travel vlog dekhlam, subscribe kore nilam dada. Tomar kotha khub sundor aar sathey appropriate background music. Mone hochhe ami jeno tomariii sathe ghurchi. I love your videos. Thank you so much for presenting wonderful videos. 🤍🙏

    • @tripandtourguide
      @tripandtourguide  11 месяцев назад +1

      তোমাকে অনেক ধন্যবাদ এত ভালো কমেন্ট করার জন্য খুব ভালো থেকো। Happy New year.

    • @gsubir10
      @gsubir10 11 месяцев назад

      🙏

  • @ShahedTheNext
    @ShahedTheNext 11 месяцев назад +2

    দাদা বাংলাদেশ থেকে দেখি, অসম্ভব সুন্দর আপনার ব্লগগুলো। আমিও আপনাদের মত ট্রাভেলারদের ব্লগদেখে ছোট্ট পরিসরে ব্লগ করা শুরু করেছি। আমার জন্য দোয়া করবেন।

    • @tripandtourguide
      @tripandtourguide  11 месяцев назад

      অনেক ধন্যবাদ আর অনেক দোয়া রইল তোমার জন্য। ভাল থেকো। ❤️❤️

  • @adityasvlogs.2017
    @adityasvlogs.2017 10 месяцев назад +2

    Osadharon 😊mone hocche ami nijei ghurchi okhane.

  • @abhbandtsi
    @abhbandtsi 11 месяцев назад +1

    Darun laglo, khub darun

  • @ItzArnab
    @ItzArnab Год назад +1

    অসাধারন দাদাdada,tomar gopro stand r digitek mice ta koto neachilo?nebo vabchi onek kajer

  • @sangeeta816
    @sangeeta816 Год назад +1

    Bhalo laglo apnar video

  • @lekhamondal2619
    @lekhamondal2619 6 месяцев назад +1

    অসাধারণ ভিডিও.....

    • @tripandtourguide
      @tripandtourguide  6 месяцев назад +1

      অনেক ধন্যবাদ আপনাকে ❤️❤️❤️

  • @planetlondon6145
    @planetlondon6145 Год назад +1

    Excellent vlog on Thor Desert. Nice voice and ex-cellent informative narration. You look like ex-Topshey from Feluda series.

  • @jaydeepdas4870
    @jaydeepdas4870 Год назад +1

    Darun khub sundor laglo

    • @tripandtourguide
      @tripandtourguide  Год назад

      অনেক ধন্যবাদ আপনাকে 👍❤️

  • @tanmoysadhukhan7999
    @tanmoysadhukhan7999 Год назад +1

    খুব ভালো লাগলো দাদা

  • @sumanpalodhi683
    @sumanpalodhi683 24 дня назад +2

    Jaisalmir fort theke day trip e auto kre sand dunes e giye camel safari kre return kora jbe ?

    • @tripandtourguide
      @tripandtourguide  24 дня назад

      যাওয়া যেতে পারে তবে সময় লাগবে

    • @sumanpalodhi683
      @sumanpalodhi683 24 дня назад

      @tripandtourguide auto vara koto lagbe dada

  • @suvojitsVlog2680
    @suvojitsVlog2680 Год назад +1

    Tomar video khub valo lage dada..khub sadharon vabe video koro tumi...amio choto choto travel vlog kori..tomar video dekhe onupranito hoi❤.

  • @Hhjjkk67
    @Hhjjkk67 Год назад +1

    Visonnn valo... 👌👌👌

  • @saikathait
    @saikathait Год назад +5

    20:58 যারা মানুষের সব সময় পিছনে পড়ে থাকে তারা আর কখনো সামনে আসতে পারে না 😅🤣 বাহ কি বললে দাদা 🫡🫡

  • @sajalbanerjee8016
    @sajalbanerjee8016 Год назад +1

    Oshadaron laglo

  • @S-series1977
    @S-series1977 Год назад +2

    Nice video 😮😮😅😅😊😊😊

  • @arunpandit1603
    @arunpandit1603 Год назад +1

    Valo laglo bhai ❤

  • @gourabbanerjee3325
    @gourabbanerjee3325 11 месяцев назад +1

    Which mobile network find this place?

  • @pradipkumar1173
    @pradipkumar1173 11 месяцев назад +1

    মরুভূমি ক্রমশ আকীর্ণ হচ্ছে সবুজ রঙের মাঝারি ধরনের গাছে, এটি প্রাণের পুনরাগমণ। ধন্যবাদ নমস্কার

    • @tripandtourguide
      @tripandtourguide  11 месяцев назад

      🙏🙏🙏

    • @somritapal4072
      @somritapal4072 11 месяцев назад

      Apni kotha thek package niyechilen jodi bolen ektu valo hoi khub

  • @prithirajdas936
    @prithirajdas936 Год назад +1

    Jadi jaisalmer theke sudhu thar desert & camp ta jaye tahole koto khan lagbe janaben

    • @tripandtourguide
      @tripandtourguide  Год назад

      ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাবেন সাম বালিয়াড়িতে। যদি মনে হয় ওখানে থেকে যাবেন আর না হলে সারাদিন মরুভূমি উপভোগ করে ফিরে আসবেন।

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 Год назад +1

    apurbo darshoniyo, dhudhu marubhumite ute chorar anandoi alada

  • @AshokeBiswas-zy5ts
    @AshokeBiswas-zy5ts Год назад +1

    জয় ভারত।😊

  • @shambhunathsarkar573
    @shambhunathsarkar573 6 месяцев назад

    Namaskar Dada October

  • @DibyenduMukherjee-g1y
    @DibyenduMukherjee-g1y 11 месяцев назад +1

    Tannot mondir ki sathipith?

  • @kalipadapyne5435
    @kalipadapyne5435 16 дней назад +1

    Apni jokhon gechiln tokhon abohowa kemon chilo ,apnr khua korcha koto hoiechilo , ami thor moruvumi te jatat korboo ar uthea chapbo package koto porbe aktu janban pls

    • @tripandtourguide
      @tripandtourguide  15 дней назад

      দয়া করে সিরিজ টা একটু ভালো করে ফলো করুন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অনেকদিন আগের ভিডিও সব খরচের হিসেব আমার এখন মনে নেই। খুব ভালো থাকবেন ধন্যবাদ।

  • @souravpaul1214
    @souravpaul1214 Год назад +2

    দাদা হোটেল থেকে সকালে বেরিয়ে এই পুরো ট্রিপ টা করে আবার জয়সালমির ফিরে আসা যাবে তো??

  • @Tito-o8n
    @Tito-o8n 2 месяца назад +1

    Dunes dekhe ...dinner kore ...night stay kothay korechilen ?

  • @nusratkhatun4526
    @nusratkhatun4526 Год назад +1

    দাদা আমি 16/12/23 তারিখে সকাল 5:30 জয়সালমের পৌছানোর। ওই দিন হোটেল অনলাইনে বুক করেছি। দাদা আমি একাই আছি এরপর কোন কিছুই ঠিক নেই একটুখানি প্রোগ্রাম ঠিক করে দিবেন।

    • @tripandtourguide
      @tripandtourguide  Год назад +1

      ওই তো আমি যে ট্রেনটাতে গিয়েছিলাম সেটাতেই যাচ্ছেন। পৌঁছে একটু রেস্ট নিয়ে নিন সকাল দশটার মধ্যে ভ্রমণ শুরু করুন। প্রথমে মন্দির গুলো দেখে নিন তারপর ফোট দেখে নিন। তারপর হাভেলি দেখে গারিসার লেক।
      দ্বিতীয় দিনটা রাখুন মরুভূমির জন্য। পরের দিন হাতে সময় থাকলে কুলধারা গ্রাম দেখলেও দেখতে পারেন।
      আপনি আপনার মত ভেবেচিন্তে একটা প্ল্যান করতে পারেন। রাজস্থান ভ্রমণের প্লে লিস্ট আপনাকে পাঠাচ্ছি যদি মনে হয় সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন।

    • @tripandtourguide
      @tripandtourguide  Год назад

      RAJASTHAN: ruclips.net/p/PL2BIWAKGzrP1UG8jCEcNzBvthdcRmE5gO

    • @nusratkhatun4526
      @nusratkhatun4526 Год назад +1

      দাদা আমি একাই তাই ভাবছি সাম/খুশী যাবো । সাম যেতে কি গাড়ি রিজার্ভ করতে হয়? আর খুশী যেতে লোকাল বাস পাওয়া যায়। খরচ কোনটাই কম হবে। আরও ইচ্ছা ছিল পাকিস্তান বডার, টুনট মাতা মন্দির, ওয়ার মিউজিয়াম একা থাকাতে হয়তো সম্ভব হবে না।

    • @tripandtourguide
      @tripandtourguide  Год назад +1

      সাম আর খুড়ি দুটো বালিয়াড়ি পথ আলাদা। এত বড় টুর বাসে করলে চলবে না। সব জায়গায় বাস পাবে ও না। তুমি নিজে ম্যাপ আর ভ্রমণের জায়গা দেখে সময়ের ক্যালকুলেশন করে দেখো তারপর যেটা ভালো বুঝবে করবে।

    • @nusratkhatun4526
      @nusratkhatun4526 Год назад +1

      দাদা জয়সালমীর ঘুরে এলাম এবং সেই সাথে অনেক না জানা কথার উত্তর সঙ্গে করে নিয়ে এলাম। তবে আপনার ভিডিও আমার মনে অনেক জোর এনে দিয়েছিল। যাইহোক খুব ভালো ভাবে, কম খরচে জয়সালমীর ঘুরে এলাম।

  • @sayanmukherjee378
    @sayanmukherjee378 2 месяца назад +1

    জয়সালমীর যেখান থেকে গাড়ি ও sand dues প্যাকেজ বুক করেছেন একটু সেখানে নাম্বারটা দিলে ভালো হয়..

    • @tripandtourguide
      @tripandtourguide  2 месяца назад

      +918696007732 Shiva taxi
      দয়া করে সবকিছু ভালোভাবে জেনে তারপর বুকিং করবেন।

  • @subhendumondal9759
    @subhendumondal9759 Год назад +1

    ভিডিও টা এত পরে কেন!তাড়াতাড়ি দাও

  • @kg9009-sh
    @kg9009-sh 5 месяцев назад +1

    Link কিন্তু পেলাম না description box e

  • @kalipadapyne5435
    @kalipadapyne5435 16 дней назад +1

    জয়সালমীর যেখান থেকেগারি ও sand dunes প্যাকাজে বুক করেছেন একটু সেখানের নাম্বারটা দিলে ভালো হয়

    • @tripandtourguide
      @tripandtourguide  15 дней назад

      রাজস্থানের একটি ট্যুর গাইড ভিডিও আমি দিয়েছি, সেই ভিডিওর লিংক আমি দিলাম। আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন ধন্যবাদ।
      ruclips.net/video/PqorqlRUHHU/видео.html

  • @jyoti_das1971
    @jyoti_das1971 2 месяца назад +1

    আপনি রাতে ক্যাম্প এ থাকলেন না কেন? এটা কি প্যাকেজের বাইরে ? ক্যাম্প এ থাকা বা না থাকার লাভ কি আছে ? একটু জানাবেন প্লিজ।

    • @tripandtourguide
      @tripandtourguide  2 месяца назад

      হম প্যাকেজের বাইরে। মরুভূমি কে আরো ভালোভাবে দেখা সাথে রাত্রিবাসের আনন্দ।

  • @payaladhikary1234
    @payaladhikary1234 Год назад +1

    Amader o Ali camel safari koriyechilo

  • @shambhunathsarkar573
    @shambhunathsarkar573 6 месяцев назад

    Namaskar Dada October month e t

    • @shambhunathsarkar573
      @shambhunathsarkar573 6 месяцев назад

      Namaskar Dada October month e temarature koto thake? Dujon gele koto kharij hote pare jodi jana tahole bhalo hoi.
      Phone number dile tahole ekbar aponer sathe katha bolte pari.

    • @tripandtourguide
      @tripandtourguide  6 месяцев назад

      দুজনে গেলে শুধুমাত্র খাওয়া খরচা টাই যা বাড়বে বাদবাকি হোটেল গাড়ি এইসব তো একই থাকবে ভিডিওতে যেমন বলা আছে ওই রকমই খরচ হবে। দরকার হলে আমার সাথে instagram এ যোগাযোগ করতে পারেন।
      ID - TRIPANDTOURGUIDE

  • @inoutadda9693
    @inoutadda9693 4 месяца назад +1

    March month e ki jaoa jabe???

    • @tripandtourguide
      @tripandtourguide  4 месяца назад

      যাবে। ঐসময় গঙ্গর উৎসব ও হয়।

  • @kg9009-sh
    @kg9009-sh 5 месяцев назад +1

    3500 কি full package for two with camel and jeep safari and night stay

  • @inoutadda9693
    @inoutadda9693 4 месяца назад +1

    5000/- ki up down 2to??

  • @kg9009-sh
    @kg9009-sh 5 месяцев назад +1

    আমি আপনার reference diye contact করেছিলাম, full package per person per night 3500 বলছেন....আমরা তিন জন আছি , মানে একটা room এর জন্য 10500, এটা একটু বেশি লাগছে 2nd nov এর জন্য

    • @tripandtourguide
      @tripandtourguide  5 месяцев назад

      তার সাথে খাওয়া দাওয়া, উটের সাফারি আর জিপ সাফারি এবং ফোক ড্যান্স ও তো আছে।
      আমি যখন ছিলাম তখন শুধু থাকা খাওয়া নিয়ে দুই জনের রেট ৩,৫০০ ছিল।

    • @kg9009-sh
      @kg9009-sh 5 месяцев назад

      ​@@tripandtourguide হ্যা পুরো package

  • @sarkarzone1541
    @sarkarzone1541 3 месяца назад

    Excuse me bro india ar north a rajasthan noi ota west a pora kemon bro

    • @tripandtourguide
      @tripandtourguide  3 месяца назад

      আসলে ওটা উত্তর পশ্চিম। আর এর country region টাও নর্থ ইন্ডিয়া ...

  • @sojolchakrabortidhrubo8525
    @sojolchakrabortidhrubo8525 Год назад +1

    দাদা ইচ্ছে আছে ইন্ডিয়ায় সিটেল হয়ে যাওয়ার আমার ইচ্ছা একেবারে থেকে যাওয়ার যদিও প্রতি মাসেই কোন না কোন জায়গায় ট্যুর দেই ইন্ডিয়া আমাদের ফ্যামলির সবাই ওইদিক শুধু আমরা ছাড়া আমরাও চলে যাবো কলকাতা হুগলীতে😊❤