ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে | রাসেল নূরী | Vul Kore Ami | Rashel Nuri

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • 🎧 Songs Details
    Song : ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে
    Singer : রাসেল নুরি
    Direcetor : Jahangir Alom
    Edit : Jahangir Alom
    Camera : jahangir Alom
    Rel: Jahangir Media Tangail
    🏷️ Tag
    #রাসেল_নুরুী
    #ভুল_করে_আমি_ভুল_মানুষের_সঙ্গে
    #Jahangir_Media_Tangail
    .........................*** THIS IS Jahangir Media Tangail **..............................
    ,Jahangir Media Tangail CHANNEL একটি বাউলিয়া মিডিয়া, অনলাইন চ্যানেল। এই চ্যানেল টি বাংলাদেশের সাংস্কৃতিক মান কে এগিয়ে নিতে সর্বদা সচেষ্ট । প্রিয় দর্শক আপনাদের সহযোগিতা পেলে এই কাজ টি করা আমাদের জন্য আরো অনেক বেশী সহজ হয়ে যাবে । ভালো লাগা ভিডিও গুলো অবশ্যই শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর একটি বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনলাইন চ্যানেল, Jahangir Media Tangail CHANNEL
    *********************
    পরিচালক জাহাঙ্গীর আলম
    ঠিকানাঃ- পারকুশিয়া, টাংগাইল সদর।
    মোবাইল : ০১৭৬৩০৩১১২৯
    ********************
    ==============*****==============

Комментарии • 11

  • @smmohon71
    @smmohon71 4 месяца назад +4

    রাসেল নূরী অসাধারণ গান বেঁচে থাক আজীবন আমাদের মাঝে সে ভালো থাক ❤🎉

  • @ProdipMollik-z8c
    @ProdipMollik-z8c 2 месяца назад +1

    অনন্তকাল তোমার দীর্ঘ'নিঃশ্বাস হয়ে থাকতে চাই !!💙দি:এম😭😭

  • @MdPappu-me2bi
    @MdPappu-me2bi 2 месяца назад +1

    কারো মায়া জড়ানো'টা খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়া'টা মৃত্যুর থেকেও কঠিন।
    ইচ্ছে নেই আর কারো প্রতি মায়া বাড়ানোর থাকুক না যে যার মতো আমায় ছেড়ে ভালো।
    পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে প্রথমত কারো সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা
    দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা।
    পৃথিবীর সবচেয়ে অসহায় হলো সেই মানুষ যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎ কার করে কান্না করতে পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসে।
    হাসি দিয়ে হয় তো সবকিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায়।
    যদি কমে যায় কথা বার্তা আর গল্প তবে বুঝে নিও সে ঠিকই পেয়েছে তেমার বিকল্প।
    অতিরিক্ত সরল হতে যেওনা এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে।
    অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকেই কাঁদাতে ভালোবাসে।
    কাঁদতে নয় হাসতে শিখো কারণ মানুষ তোমাকে কাঁদতে সাহায্য করবে হাসতে নয়।
    মানুষের জীবন থেকেই গল্প সাজানো হয় কিন্তু গল্পের মতো করে কখনো সাজানো হয় না।
    সব কথার জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয়
    এই পৃথিবীতে সেই বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে।
    ধন্যবাদ সেই মানুষ টাকে যে আমাকে নতুন করে চোখ খুলে দিয়ে মনে করিয়ে দিয়েছে সবাই কথা রাখে না সবার মাঝে মনুষ্যত্ব বোধ থাকে না।
    এই পৃথিবী দেখতে অনেক সুন্দর কিন্তু তার বাস্তবতা অকল্পনীয় কঠিন
    দুরত্ব বাড়িয়েছো ভালো থাকবে বলে জানো আমার না খুবই জানবার মনে ধরে যেখানে থাকো সেখানে কি আসলেই ভালো থাকা মেলে।
    মৃত্যু শব্দটা কারো কাছে খুব ভয়ংকর আবার কারো কাছে মুক্তির উপায়
    তোমাকে যতটুকু ভালেবেসেছি ততটুকু নিজেকে কখনো ভালোবাসিনি।
    তুমি মিথ্যা বলছো বলে আমার কষ্ট হচ্ছে না
    আমার কষ্ট হচ্ছে এ কারণে যে এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না।
    কিছু মানুষ এতটাই গভীরে ছুঁয়ে যায় যে মানুষটা ঠকিয়ে চলে যাবার পরও আমরা তার কাছেই ফিরতে চাই আবার ঠকার জন্য।
    ভালোবাসা কি তাকেই জিজ্ঞাসা করো যার রিদয় টা ভেঙে যাওয়ার পর ও দিনের পর দিন সেই নির্দিষ্ট মানুষটার জন্যই অপেক্ষা করে।
    চাওয়ার অধিকার সবার আছে কিন্ত পাওয়ার ভাগ্যটা সবার থাকে না
    ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন দুজন কে মূল্য দিতে জানবে।
    অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না
    ভালোবাসার মানুষটা যদি বিশ্বস্ত হয় তাহলে দূর থেকেও ভালোবাসা যায়...

  • @MdAminurRahmanVlog
    @MdAminurRahmanVlog 22 дня назад

    ধন্ন্যবাদ রাসেল ভাই

  • @mdanwarhossain712
    @mdanwarhossain712 4 месяца назад +2

    Kub volo gan

  • @OmarFaruk-hr3hf
    @OmarFaruk-hr3hf 3 месяца назад

    রাসেল নুরের মতো বাউল শিল্পী বাংলাদেশ নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কুল আবেদন জানাই উনাকে যেন ভালো একটি সুবিধা করে দেয় জয়বাংলা জয় বঙ্গবন্ধু

  • @rqbqbqgqhhqh1989
    @rqbqbqgqhhqh1989 5 месяцев назад +1

    আমার জীবনের সাথে মিলে গেছে গানটা।

  • @mdswkot9455
    @mdswkot9455 11 месяцев назад +3

    😂😂😂😅😅😅😅😂😂😂

  • @AlomgirHossain-q8q
    @AlomgirHossain-q8q 7 месяцев назад +2

    সঠিক গান গাইতেছো তুমি