নারায়ণগঞ্জে এক হাটেই মিলছে সব | Kaikertek Hat | Narayanganj | Ekhon TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #narayanganj #kaikertekhat #bazarnews #ekhontv #Zahid_Hasan
    এক হাটে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। সুই সুতা থেকে শুরু করে কামারের দোকান সবই পাওয়া যায় নারায়ণগঞ্জের সোনারগাওয়ের কাইকারটেক হাটে। এই হাটের রয়েছে তিনশো চারশো বছরের ইতিহাস। হাটে আগত লোকেরা বলছেন, এক সময় এই হাটে হাতি ঘোড়া বেচাবিক্রি হতো। নদীর পাশের এই হাটের আরেকটি ঐতিহ্য হচ্ছে কয়েক ধরণের নৌকার হাটও বসে। প্রতি বছর এই হাট থেকে সরকার রাজস্ব পায় ৪০ লাখ টাকা।
    ঢাকার অদূরে সোনারগাঁওয়ে শতবর্ষী হাট কাইকার টেক। এই হাটে জনসমাগম যেমন বেশি, এর বিস্তৃতিও ব্যাপক। কি নেই এই হাটে? খাবারের দোকান থেকে শুরু করে আছে কামারের দোকান পর্যন্ত। তিন-চার জেলার মানুষের মিলনস্থল এই হাট।
    কামারের দোকানে দা কিনতে এসেছেন ৭৫ বছরের আলী আকবার। জানান সাত বছর বয়সে প্রথম যখন কাইকারটেক হাটে আসেন তখন ধানের মণ ছিল ৮ টাকা। আটা পাওয়া যেতো ৩ টাকায়।
    কামারের তৈরির জিনিসপত্র নিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। গৃহস্থালীর কাজে ব্যবহৃত, দা, বটি, কাচি, সব ধরণের জিনিসপত্র পাওয়া যায় এসব দোকানে। প্রতি হাটে বিক্রি হয় ৪০ থেকে ৫০ হাজার টাকার পণ্য।
    মসলা ব্যববসায়ী কামরুল ইসলাম। ৫২ বছর ধরে এই হাটে ব্যবসা তার। যখন শুরু করেন তখন মরিচের কেজি ছিলো ২ টাকা। এখন মরিচের কেজি আড়াইশো টাকা।
    এখানে বিক্রি হয় গরু ছাগলও। সেখানেও উপচে পড়া ভীড় ক্রেতাদের।
    মাছ ধরার জাল ও চাই পাওয়া যায় কাইকারটেক হাটে। তবে বিক্রি নেই আগের মতো।
    ব্রহ্মপুত্র নদীর কোল ঘেষে বসে নৌকার হাট। এক সময় বিভিন্ন ধরণের নৌকা পাওয়া যেতো এখানে।
    পুতা মিষ্টি হাটের অন্যতম জনপ্রিয় আইটেম। প্রায় ৫০ বছর ধরে হাটে বিক্রি হয় এই মিষ্টি। স্বাদে অনন্য, তাই পুতা মিষ্টির চাহিদা বেশি দিনকে দিন বেড়েই চলেছে।
    হাটে আগতরা বলেন, এই হাটের বয়স ৩০০ থেকে ৪০০ বছর। তবে হাটের ব্যবস্থাপনা মানসম্পন্ন নয়।
    মুন্সিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জবাসী প্রতি রোববার কেনাকাটা করতে আসেন কাইকার টেক হাটে। কিন্তু হাটের নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। তাই অল্প বৃষ্টিতেই ক্রেতা-বিক্রেতাদের পড়তে হয় ভোগান্তিতে।
    First-ever Business Television 'EKHON', telling about Bangladesh. Speak up and know what Bangladesh says in EKHON.
    Facebook: / tv.ekhon
    Twitter: / ekhon_tv
    Linkedin: / ekhon-tv
    Instagram: / ekhon_tv

Комментарии • 11