চিন্ গে মানুষ ধরে || জালাল উদ্দীন খাঁ || নিগূঢ়তত্ত্ব || বাউল সুনীল কর্মকার ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • চিন্ গে মানুষ ধরে || জালাল উদ্দীন খাঁ || নিগূঢ়তত্ত্ব || বাউল সুনীল কর্মকার || ‪@akkhobat‬
    নিগূঢ়তত্ত্ব গান : চিন্ গে মানুষ ধরে,-
    কথা : বাউল জালাল উদ্দীন খাঁ
    কন্ঠ ও সঙ্গীতায়োজন : বাউল সুনীল কর্মকার
    মিক্সিং ও মাস্টারিং : সুদীপ্ত শাহীন
    ভিডিও সম্পাদনা : সোহেল রানা
    বাদ্যযন্ত্রে : রাজকুমার, হাবিব মল্লিক, সুমন দাস, আজিজুল, স্বদেশ তালুকদার
    #নিগূঢ়তত্ত্ব #চিন্_গে_মানুষ_ধরে #জালাল_উদ্দীন_খাঁ #বাউল_সুনীল_কর্মকার #bangla_new_songs_2024
    “জালাল উদ্দীন খাঁ ব্রিটিশ ভারতের নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার আসদহাটি গ্রামে ১৮৯৪ সালে ২৫ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সদরুদ্দীন খাঁ । [৩] বিংশ শতাব্দীর বিশ থেকে ষাটের দশক অবধি প্রাকৃত বাঙালিজনের এই গীতিকবি তার সাধনায় সক্রিয় ছিলেন। আত্মতত্ত্ব, পরমতত্ত্ব, নিগূঢ়তত্ত্ব, লোকতত্ত্ব, দেশতত্ত্ব ও বিরহতত্ত্বের নামাঙ্কিতের মাঝে জালাল উদ্দিন প্রায় সহস্রাধিক গান রচনা করেছিলেন। প্রখ্যাত এই লোক কবি মালজোড়া গানের আসরেও ছিলেন অনন্য। জালাল উদ্দীন খাঁ অনেক গান রচনা করেছিলেন। তার জীবদ্দশায় চার খণ্ডের ‘জালাল-গীতিকা’ গ্রন্থে ৬৩০টি গান প্রকাশিত হয়েছিল। তার মৃত্যুর পর প্রকাশিত হয় ‘জালাল-গীতিকা’ পঞ্চম খণ্ড। সেই খণ্ডে গানের সংখ্যা ৭২টি। এই মোট ৭০২টি গান নিয়ে ২০০৫ সালের মার্চে প্রকাশিত হয়েছে ‘জালাল গীতিকা সমগ্র।’ জালাল তার গানগুলোকে বিভিন্ন ‘তত্ত্ব’তে বিন্যস্ত করে প্রকাশ করেন। সেই তত্ত্বগুলোর নামগুলো হলো- আত্মতত্ত্ব, পরমতত্ত্ব, নিগূঢ় তত্ত্ব, লোকতত্ত্ব, দেশতত্ত্ব, বিরহতত্ত্ব , ভাটিয়ালি, প্রেমতত্ত্ব, সংসারতত্ত্ব, সাধনতত্ত্ব | “চিন্ গে মানুষ ধরে” “জালাল উদ্দীন খাঁ” এর “নিগূঢ়তত্ত্ব” অসাধারন জনপ্রিয় একটি গান। আশাকরি আপনাদের ভালো লাগবে”।
    ধন্যবাদ।
    akkhobat is a musical Channel that will highlight the folk song tradition of Bengal. where Lalangiti, Jalalgiti, Songs of Shah Abdul Karim, songs of many unknown poets and Baul saints of our country including Ukil Munsi will be broadcasted. We promise you to present the good Quality of Bangla folk musics with it;s own style.
    Thanks
    � আমার প্রাণ বন্ধু নাই ঘরে- tinyurl.com/5f...
    � আরে ও ভাটিয়াল গাঙ্গের নাইয়া- tinyurl.com/2b...
    � যে জ্বালা দিয়াছ প্রাণে- tinyurl.com/mr...
    � আমায় ধর - ধরগো - শ্যাম পিরিতের বিষে জীবন গেল- tinyurl.com/7k...

Комментарии • 37