ইসলাম শান্তির ধর্ম না,ওটা হলো জঙ্গি ধর্ম, এই ধর্মের মানুষ গুলো হচ্ছে জোর করে ভয়ে তার ধর্মে নিয়ে আসা এদের খুব খুশি হয়, ইসলাম ধর্ম হচ্ছে মারা মারি ঝামেলা বেশি পছন্দ করে, যে কোন ঝামেলাই বেশি ভাগ মানুষ আগে না বুঝে ঝামেলা করা, এদের প্রধান লক্ষ্য যে এলাকায় বসবাস করে সেই এলাকার ধীরে ধীরে দখল করে, ইচ্ছে কৃত ভাবে অন্য ধর্মের মানুষ কে জোর যার করে, অন্য ধর্মের মেয়েদের কে সম্মান করতে পারে না বেশি ভাগ মানুষ, তাদের ছোট নজর, যদি অন্য ধর্মের শিক্ষক হয় তাকে কি ভাবে ছোট করতে হয়, এই সব হচ্ছে এই সব মানুষ বুঝেও কি করে বলবে ইসলাম ধর্ম শান্তির ধর্ম।
ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী বেনিয়া শাসকগোষ্ঠী এটাই চেয়েছিল। ওরা পরাজয়ের গ্লানি ভুলতে হাজার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করতে মাটি বিভাজন করে এই দুই সম্প্রদায়ের মধ্যে চিরস্থায়ী গন্ডগোল বাধিয়ে পালিয়ে গেছে। আমার জন্ম বাংলাদেশে হলেও আমাদের পূর্বপুরুষরা মুর্শিদাবাদের কান্দি সাবডিভিশনের। সিলেটে দুর্গাপূজার সময় বেড়াতে গিয়ে কোলকাতা থেকে আসা অনেক দাদা-দিদিদের সাথে পরিচয় হলো। যাঁদের পূর্বপুরুষ আদিপুরুষ সিলেটের মাটিতে ছিলেন। তাঁরা শুধু মাত্র মাটির টানে ওপার থেকে সিলেটে এসেছিলেন। এ সব কষ্ট কাউকে বুঝানো যায়না। জাফলং গিয়ে দেখলাম ডাউকি তামাবিল বর্ডার র্যাড ক্লিফ কীভাবে মাটি বিভাজন করেছে কিন্তু মানুষ, পাথর, বাতাস বিভাজন করতে পারেনি ‼️‼️😭🥺🥹🥲😰😥😢
দাদা আপনার কমেন্টস এর জন্য অনেক ধন্যবাদ, আপনার কষ্টের জায়গাটা আমি বুঝি, কিন্তু আমিও তো একজন আপনার মতন সাধারণ মানুষ, এখানে আমার জবাব নেবার বা জবাব দেবার কোন অধিকার নাই
১৯১৪ সালে জ্যোতি বসুর জন্ম কলকাতায় । তার বাবা বাড়িটি তৎকালীন ঢাকার বারদী গ্রামে নির্মাণ করিয়েছিলেন । কর্মসূত্রে ডাক্তার হিসেবে তিনি থাকতেন আসামে । পরে ,আমেরিকা হয়ে কলকাতায় প্রথমে ভাড়া বাড়ি (যেখানে জ্যোতি বসুর জন্ম হয় ১৯১৪ সালে) ,কিছুদিন পরে জঙ্গলাকীর্ণ বালিগঞ্জ এলাকায় বাড়ি করেন । পরে এলাকাটি হিন্দুস্থান পার্ক নামে পরিচিত হয় । ছোট বয়েসে জ্যোতি বসু তার দাদা - দিদিদের ও বাবার সাথে বারদীর বাড়িতে যেতেন স্কুল ছুটি পড়লে !! তিনি অনেক সাক্ষাৎকারে এসব স্মৃতিচারণ করেছেন । লিখেছেন । জ্যোতি বসুরা কেউ দেশ ছেড়ে পালিয়ে আসেননি । ওনারা যখন কলকাতার বাসিন্দা , তখন গোশাবকদের বাবার জন্ম ও হয়নি !! গরুর পেচ্ছাব সকালে পান করলেই হবে ?? একটু পড়াশোনা করলে তো ক্ষতি নেই । বিষ , গরল মনে জমা করলে শ্বাপদ হয় , মানুষ হয় না !!
আমি একজন ভারতীয় হিসাবে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করিতেছি যেন বাংলাদেশ সরকার যেন এই সুনামধন্য সম্মানিত একজন ব্যক্তিত্বের বাড়ি অধিগ্রহণ করে জ্যোতি বসুর নাম চিরস্মরণীয় করিয়া রাখিতে এই বাড়িটি যেন রক্ষণাবেক্ষণ করে, তাহাতে বাংলাদেশ সরকারের সুনাম অনেকাংশে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ
আপনার মাধ্যমে বাংলাদেশের সরকারের কাছে আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলা ও ভারতবর্ষের বসবাস করি এবং মাণনীয় জ্যোতি বসু কে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে সম্মান করি সেই সব মানুষদের তরফ থেকে অনুরোধ করছি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাহাতে জ্যোতি বসুর বাড়িটি রিপেয়ার করা হয় এবং জ্যোতি বসু সৃতির উদ্দেশ্য যাহাতে, আমরা ভারতবাসী হিসেবে জানতে পারি বা কাউরে ইচ্ছে গেলে ওনার বাড়ি দেখতে যেতে পারে,🙏
নমস্কার, দাদা অনেক ধন্যবাদ আপনার সুন্দর এবং অনেক বড় কমেন্টস এর জন্য, আমি চেষ্টা করব আপনার সুন্দর কমেন্ট সরকারের কাছে পৌঁছে দেবার জন্য, অনুরোধ করবো আপনার মতন গুণীজন সব সময় আমার সঙ্গে থাকবেন
যখন জ্যোতিবাবু দেশ ছেড়ে চলে এসেছিলেন এই দেশের বাসিন্দা হয়ে তখন আরো অনেক বাংলা দেশের সংখ্যালঘুরা চলে এসেছিলেন ভারতে। তাঁদেরটাও সংরক্ষিত করাটাও উচিৎ। নচেৎ যেমন এই বাসিন্দা আছেন যেমন তেমনই থাকবে। জ্যোতিবাবু ও তাঁর পরিবার এদেশের বাসিন্দা ও নাগরিক। তাই যাহা ফেলিয়া আসিয়াছেন তাহাই ওদেশের সম্পত্তি যাহারা ভোগ করিতেছেন তাহারাই করুক।
সবচেয়ে বড় কথা হল বাংলাদেশ সরকার বাড়িটি অধিগ্রহণ এবং রক্ষণাবেক্ষণ করুক। প্রবাদপ্রতিম ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসুর উপর একটি মিউজিয়াম তৈরি করুক❤❤
কলল দাদা নমস্কার, আমি এ বিষয়ে সরকারকে আমার ভিডিওর মাধ্যমে অনুরোধ করেছি, আশা করছি সরকার এ বিষয়ে একটা পদক্ষেপ নেবেন, আপনার কমেন্টস এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মতন গুণীজন আমার পাশে থাকুন সব সময়
জতিবসু আর কি মাপের নেতা , তার বাড়ীর সংরক্ষণ আর কি হবে , বিশ্ব নেতা মুহাম্মদ আলী জিন্নাহ এর ভারতের বোম্বে মালাবার হিল এ জিন্নাহ হাউজ এর অনাদর অবহেলা পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা দেখলে ই বুঝা যায়
অনুপম দাদা নমস্কার, আপনি মনে হয় পুরো ভিডিওটা দেখেননি, দয়া করে পুরো ভিডিওটি দেখুন, আপনার প্রশ্নের উত্তর ভিডিওর ভিতরেই আছে, অনুরোধ করব আমার সঙ্গেই থাকবেন সব সময়
মরিচ ঝাঁপির খুনী বুড়ো! ছেলে চন্দনের জন্যে অনেক দূরনীতি করে। বানতলার ধর্ষণকারী পক্ষে সয়ালকারি,আঠারো জন সাধু পোড়ানো মহাণ নেতা নরকে লাল পার্টি করছে ! জনগনের শত্রু!
Jyoti basu is a legend of all time. Arguably can say -jyoti basu sailen manna chuni goswami manna dey soumitra chattopaadhyaay last generation of bengali Renaissance 🔴🔴🔴🔴🔴
দাদা নমস্কার, আপনার অনেক বড় কমেন্টস পড়লাম, আপনার এই কমেন্টস এর উত্তর দেয়ার কোন যোগ্যতাই আমার নাই, অনুরোধ করবো সব সময় আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন
Roma Das Gupta(Suchitra Sen) Pabna, Mithun Chakraborty Barisal,Bappi Lahari Pabna,Shrya Goshal Dhaka many many famous people left Bangladesh and went to India.
আমার মতে এদের অন্যত্র সরিয়ে দিয়ে এটা কে heritage building হিসাবে ঘোষনা করুক. কিন্তু এদের অন্য কোথাও বসবাস করার bebastha করে দেওয়া. কিন্তু এদের এই বাড়িতে এদের দিয়ে রক্ষণাবেক্ষণ করানো উচিত হবে না.
বাড়ির টিকে অতি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এখন যারা ওই বাড়িতে বসবাস করছেন তাদের অন্যত্র সরকারি ব্যবস্থায় বাড়ি করে দেওয়া প্রয়োজন। পুরনো বাড়িটির পাশে সরকারী ভাবে অনেক কাজ হয়েছে। টুরিস্ট স্পট হিসেবে প্রচুর মানুষ এখানে আসে। তাহলে কেন পুরনো বাড়িটির renovation করা হবে না।আমি বহরমপুর থেকে দুইবার ওখানে যেতে পেরেছি। জ্যোতি বসুর বাড়িটিকে দেখলে সত্যিই খুব কষ্ট হয়। আবারও বলছি সরকারি ব্যবস্থা নেওয়া উচিত।
@@NazirHossainBDজ্যোতি বসুর উত্তরসূরী কে প্রশ্নটা কেন করলেন না জ্যোতি বসুর উত্তরসূরী বেগম কিভাবে হলো আপনি বাংলাদেশে আছেন বলে ভয় পেয়ে গিয়েছিলেন কি কারণে প্রশ্নটা করলেন না
Dear my friend, I am from kolkata. I would like to ask some questions. 1. Had Mr. J. Basu gifted the house? 2. Have they forcefully occupied the property? Have any valid documents with them, so that their legal claims could be sustained.
যারা এই বাড়িতে বসবাস করছে তারা জ্যোতি বসুর একটা ছবি পর্যন্ত রাখেনি , শুধু নিজের স্বার্থে দখল করে বাড়িতে বাস করছে, বাংলাদেশ সরকার কেন বাড়িটাকে সংস্কার করবে যদি সংস্কার করে তখন বাংলাদেশ সরকার এই বাড়িটা কে নিয়ে জ্যোতি বসুর নামে একটা গ্রন্থাগার করে দেওয়া উচিৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চই ,জ্যোতি বসুর বাড়িটি সংস্কার করে দেবেন, সংগ্রহশালা গড়বেন। কিন্তু বাড়িটি যারা অকুপাইড করে রেখেছেন, আগে তাঁদের বাড়িটি ছেড়ে যেতে হবে। ওঁরা কেমন লোক,জ্যোতি বসুর কয়েকটি ফটো পর্যন্ত রাখার প্রয়োজন বোধ করেন নি। এভাবেই হিন্দুদের বাড়িঘর,জমি,পুস্করিনী,দীঘি সব জবরদখল করে নিয়েছেন। প্রমান পর্যন্ত রাখেন নি। অকৃতজ্ঞে ভরা মানুষ জন।
নজরুল ভাই আপনার কমেন্টস এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, বড় ভাই আমি কিন্তু বলেছি জ্যোতি বসুর উত্তরসুরি, দয়া করে পুরো ভিডিওটি দেখুন আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি
এই জন্যে Education খুবই দরকার , একজন বাংলাদেশ থেকে আসা gentlemen West Bengal এর 27 years Cm থাকলেন। এটা জেনেও question করছে কেনো এসেছিলেন? হায় রে পাগলা।
My HINDU parents were brutally KICKED OUT from Bangladesh when they were young. They lost everything .... land, property and everything in between. They landed in Calcutta as legal refugees.
ওই বড়ির পাসেই ওই জমিতে বিশাল বড় বিল্ডিং বানিয়ে দিয়েছে সে কথা টা এক বারও বল্লেন না কেন, আমি ওই খানে গিয়েছি ২০১৯ সালে ওইখানে লাইব্রেরি করেছে এসব করেছে বাংলাদেশ সরকার দুঃখের বিষয় এগুলো একটাও দেখালো না।
বড় ভাই আপনার কমেন্টস এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, ভাইজান আমার সাবজেক্ট ছিল শুধু এই বাড়িটা, আপনার সুন্দর পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আগামীতে যাব আবারো ইনশাআল্লাহ
এখানে থেকে জ্যোতি বসু কমিউনিজম প্রচার করতে পারতেন। কিন্তু প্রশ্ন , করলেন না কেন? জ্যোতি বসু তো হিন্দু ছিলেন কিন্তু এখানে সবাই তো দেখছি সবাই মুসলমান। এটা কি করে হলো সেটা একবার দর্শকদের জানান।
দাদা নমস্কার, সম্পূর্ণ ভিডিওটা মনে হয় দাদা আপনি দেখেন নাই অথবা মনোযোগ সহকারে দেখেন নাই, ভিডিওটা একটু আবার মনোযোগ সহকারে দেখুন, দেখবেন ওরা জ্যোতি বসু সম্পর্কে কি বলছে, কিভাবে তারা জ্যোতি বসুর উত্তর শুরু হল পুরোটাই জানতে পারবেন এই ভিডিওটাতে আশা করি
এখানে এরা কেউ ছিলেন না,,জ্যোতি বসুর কিছুই হননা ওনারা,, মিথ্যা বলেছেন এই মহিলা। আমি নারায়নগঞ্জে ওনার বাড়িতে অনেক বার গিয়েছি। আর ওনারা কিভাবে জ্যেতিবসূর উত্তরাধিকার হন?? এই ধরনের ফালতু মিথ্যা তথ্য সম্বলিত ভিডিও করবেন না।।
দেখে নিন কেমন আছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ruclips.net/video/C_Ov8H2sfKc/видео.html
তুমি কি মালাওন
ai deshe sab samoye hindura nirapod karon bangladeshira sompritir badhone jorie ache.thakbe.
ইসলাম যোদি শান্তির ধর্ম হয়, এই ভাবে হাজারো মানুষ কে নিজের ভিটে মাটি ছেড়ে চলে যেতে হতো না।
স্যার আপনার কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
Comment with no logic 😂😂
জ্যোতি বসুর পরিবারের লোক মুসলিম হল কিভাবে ?
একদম ঠিক বলেছেন ❤❤❤
ইসলাম শান্তির ধর্ম না,ওটা হলো জঙ্গি ধর্ম, এই ধর্মের মানুষ গুলো হচ্ছে জোর করে ভয়ে তার ধর্মে নিয়ে আসা এদের খুব খুশি হয়, ইসলাম ধর্ম হচ্ছে মারা মারি ঝামেলা বেশি পছন্দ করে, যে কোন ঝামেলাই বেশি ভাগ মানুষ আগে না বুঝে ঝামেলা করা, এদের প্রধান লক্ষ্য যে এলাকায় বসবাস করে সেই এলাকার ধীরে ধীরে দখল করে, ইচ্ছে কৃত ভাবে অন্য ধর্মের মানুষ কে জোর যার করে, অন্য ধর্মের মেয়েদের কে সম্মান করতে পারে না বেশি ভাগ মানুষ, তাদের ছোট নজর, যদি অন্য ধর্মের শিক্ষক হয় তাকে কি ভাবে ছোট করতে হয়, এই সব হচ্ছে এই সব মানুষ বুঝেও কি করে বলবে ইসলাম ধর্ম শান্তির ধর্ম।
পাইছে ফ্রি এবং রক্ষনাবেক্ষন সরকারি খরচে,কি সুন্দর আবদার
রামেন্দ্র দাদা নমস্কার, অনেক ধন্যবাদ আপনার সুন্দর একটি কমেন্টস এর জন্য
কথা ঠিক
বাড়িটা খুঁজে পাইনি ভালো করে জেনে রাখ জ্যোতিবাবুর বাবা আমেরিকা ফেরত ডাক্তার ছিলেন
বাড়িটি আমাকে দিলে নিজ খরচে সংরক্ষন করবো।
Purano building gulo government preserv kore
সবার আগে একটাই প্রশ্ন, ভিটে ছেড়ে ভারতে চলে আসতে হলো কেনো ?
কুমার দাদা নমস্কার, দাদা যার যেখানে ভালো লাগে সে তো সেখানেই থাকবে, আপনার কমেন্টস এর জন্য আপনাকে ধন্যবাদ
Musolman dear tara khyea😂
@@NazirHossainBD11111111111
@@NazirHossainBD11111111111111111111111111
খুব ভালো প্রতিবেদন
জ্যোতি বসুর বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ সরকারের কাছে বিশেষভাবে আবেদন করছি
দাদা অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য, অনুরোধ করবো আপনার মতন গুণীজন সব সময় আমার পাশে থাকবেন
জবরদখল করা হিন্দু সম্পত্তি, হেরিটেজ করা উচিত ছিল,
আমি আপনার এই কথার সঙ্গে একমত পোষণ করছি
ও আবার কবে হিন্দু হলো?আগে পাকিস্তান হবে তবে ভারত স্বাধীন হবে ভুলে গিয়েছেন নাকি?
হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি ওখানে শত্রু সম্পত্তি।
JAY ISLAM JAY ISLAM
JAY ISLAM JAY ISLAM,,,,,,HINDU JONGI BOLE KONO JAT NEAI
এখন প্রশ্ন, এত সুন্দর বাড়ি ছেড়ে ভারতে আসার কারণ কি?
দাদা সুন্দর প্রশ্ন করেছেন, এত সুন্দর বাড়ি ছেড়ে ভারতে চলে যাবার কারণ একমাত্র জ্যোতি বাবুই জানতেন দাদা
Desh bhag r somoy ato hindu aste baddhyo hoyechilo,apnara janen na .naki janeo chup.
@@NazirHossainBDহিন্দু ধর্ম রক্ষার জন্য.
ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী বেনিয়া শাসকগোষ্ঠী এটাই চেয়েছিল। ওরা পরাজয়ের গ্লানি ভুলতে হাজার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করতে মাটি বিভাজন করে এই দুই সম্প্রদায়ের মধ্যে চিরস্থায়ী গন্ডগোল বাধিয়ে পালিয়ে গেছে। আমার জন্ম বাংলাদেশে হলেও আমাদের পূর্বপুরুষরা মুর্শিদাবাদের কান্দি সাবডিভিশনের। সিলেটে দুর্গাপূজার সময় বেড়াতে গিয়ে কোলকাতা থেকে আসা অনেক দাদা-দিদিদের সাথে পরিচয় হলো। যাঁদের পূর্বপুরুষ আদিপুরুষ সিলেটের মাটিতে ছিলেন। তাঁরা শুধু মাত্র মাটির টানে ওপার থেকে সিলেটে এসেছিলেন। এ সব কষ্ট কাউকে বুঝানো যায়না। জাফলং গিয়ে দেখলাম ডাউকি তামাবিল বর্ডার র্যাড ক্লিফ কীভাবে মাটি বিভাজন করেছে কিন্তু মানুষ, পাথর, বাতাস বিভাজন করতে পারেনি ‼️‼️😭🥺🥹🥲😰😥😢
joti bosur kasei jigges korun
শুধু কি জ্যেতিবাবু একা এসেছেন লক্ষ লক্ষ মানুষ কেন বাড়ী ছেড়ে ভারতে চলে যান। কে দিবে জবাব
আর নেবেই বা কে।
দাদা আপনার কমেন্টস এর জন্য অনেক ধন্যবাদ, আপনার কষ্টের জায়গাটা আমি বুঝি, কিন্তু আমিও তো একজন আপনার মতন সাধারণ মানুষ, এখানে আমার জবাব নেবার বা জবাব দেবার কোন অধিকার নাই
পশ্চিমবঙ্গ ছেড়ে লক্ষ লক্ষ মুসলিম বাংলাদেশে চলে যায়,,,? তাদেরকে করা যেতে বাধ্য করেছে👍
joti bosu kn gese tar kasei jigges korun
১৯১৪ সালে জ্যোতি বসুর জন্ম কলকাতায় । তার বাবা বাড়িটি তৎকালীন ঢাকার বারদী গ্রামে নির্মাণ করিয়েছিলেন । কর্মসূত্রে ডাক্তার হিসেবে তিনি থাকতেন আসামে । পরে ,আমেরিকা হয়ে কলকাতায় প্রথমে ভাড়া বাড়ি (যেখানে জ্যোতি বসুর জন্ম হয় ১৯১৪ সালে) ,কিছুদিন পরে জঙ্গলাকীর্ণ বালিগঞ্জ এলাকায় বাড়ি করেন । পরে এলাকাটি হিন্দুস্থান পার্ক নামে পরিচিত হয় । ছোট বয়েসে জ্যোতি বসু তার দাদা - দিদিদের ও বাবার সাথে বারদীর বাড়িতে যেতেন স্কুল ছুটি পড়লে !! তিনি অনেক সাক্ষাৎকারে এসব স্মৃতিচারণ করেছেন । লিখেছেন । জ্যোতি বসুরা কেউ দেশ ছেড়ে পালিয়ে আসেননি । ওনারা যখন কলকাতার বাসিন্দা , তখন গোশাবকদের বাবার জন্ম ও হয়নি !! গরুর পেচ্ছাব সকালে পান করলেই হবে ?? একটু পড়াশোনা করলে তো ক্ষতি নেই । বিষ , গরল মনে জমা করলে শ্বাপদ হয় , মানুষ হয় না !!
রমা দাদা নমস্কার, আপনার সুবিশাল ও সুন্দর কমেন্টস এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আশা করি আপনার মতন গুণীজন আমার পাশে থাকবেন সব সময়
ধন্যবাদ ভাই । 👍🌹
অনেক ধন্যবাদ দাদা
রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেলে বুদ্ধি বৃদ্ধি হয় কি?বাঙলাদেশ সরকারের উচিত এই বাড়িটা ভেঙে সর্বহারাদের জন্য ঘড় বানিয়ে দেওয়া ।
Thankyou
জ্যোতি বসু বাবুর বংশধর হিন্দু ধর্ম ছিলেন এখন কি ইসলাম ধর্মের গ্রহন করেছেন।
দাদা আমার জানামতে জ্যোতি বসু বাবু ছিলেন হিন্দু ধর্মের লোক, পরবর্তীতে তার কার্যক্রম সম্পর্কে আমার কিন্তু খুব একটা বেশি জানা নাই
He was Chief minister of West Bengal, India
palito maa chilen enar family nijer keu noe eta ghorta heritage holeo bhalo laagto
আমি একজন ভারতীয় হিসাবে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করিতেছি যেন বাংলাদেশ সরকার যেন এই সুনামধন্য সম্মানিত একজন ব্যক্তিত্বের বাড়ি অধিগ্রহণ করে জ্যোতি বসুর নাম চিরস্মরণীয় করিয়া রাখিতে এই বাড়িটি যেন রক্ষণাবেক্ষণ করে,
তাহাতে বাংলাদেশ সরকারের সুনাম অনেকাংশে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ
বড় ভাই আপনার সুন্দর কমেন্টস এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই সুন্দর কমেন্টের সঙ্গে আমি সম্পূর্ণ একমত ,
@@NazirHossainBD
Thank you
উনি তো পাকিস্তানের পক্ষে ছিলেন, তাহলে ওখান থেকে এলেন কেন ?
আমিও বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি ওই বিষাক্ত লোকের বাড়ী ভেঙ্গে গোরুর খোয়াড় বানানো হোক।
আপনার মাধ্যমে বাংলাদেশের সরকারের কাছে আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলা ও ভারতবর্ষের বসবাস করি এবং মাণনীয় জ্যোতি বসু কে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে সম্মান করি সেই সব মানুষদের তরফ থেকে অনুরোধ করছি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাহাতে জ্যোতি বসুর বাড়িটি রিপেয়ার করা হয় এবং জ্যোতি বসু সৃতির উদ্দেশ্য যাহাতে, আমরা ভারতবাসী হিসেবে জানতে পারি বা কাউরে ইচ্ছে গেলে ওনার বাড়ি দেখতে যেতে পারে,🙏
নমস্কার, দাদা অনেক ধন্যবাদ আপনার সুন্দর এবং অনেক বড় কমেন্টস এর জন্য, আমি চেষ্টা করব আপনার সুন্দর কমেন্ট সরকারের কাছে পৌঁছে দেবার জন্য, অনুরোধ করবো আপনার মতন গুণীজন সব সময় আমার সঙ্গে থাকবেন
যখন জ্যোতিবাবু দেশ ছেড়ে চলে এসেছিলেন এই দেশের বাসিন্দা হয়ে তখন আরো অনেক বাংলা দেশের সংখ্যালঘুরা চলে এসেছিলেন ভারতে। তাঁদেরটাও সংরক্ষিত করাটাও উচিৎ। নচেৎ যেমন এই বাসিন্দা আছেন যেমন তেমনই থাকবে। জ্যোতিবাবু ও তাঁর পরিবার এদেশের বাসিন্দা ও নাগরিক। তাই যাহা ফেলিয়া আসিয়াছেন তাহাই ওদেশের সম্পত্তি যাহারা ভোগ করিতেছেন তাহারাই করুক।
দাদা ভালো আছেন? অনেক ধন্যবাদ আপনি সুন্দর কমেন্ট লিখেছেন, আমি আপনার সঙ্গে একমত, ভালো থাকবেন সব সময়
ইতিহাস অনেক কিছু বলে😮😮😮
দখল করা হয়েছে! কী চমৎকার কাহিনী! পাপী জোতি উচ্ছনে গেছে!
দাদা আপনার কমেন্টস এর জন্য ধন্যবাদ, কিন্তু আপনার কমেন্টের কোন কথা পরিষ্কার আমি বুঝতে পারলাম না দাদা
সবচেয়ে বড় কথা হল বাংলাদেশ সরকার বাড়িটি অধিগ্রহণ এবং রক্ষণাবেক্ষণ করুক। প্রবাদপ্রতিম ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসুর উপর একটি মিউজিয়াম তৈরি করুক❤❤
কলল দাদা নমস্কার, আমি এ বিষয়ে সরকারকে আমার ভিডিওর মাধ্যমে অনুরোধ করেছি, আশা করছি সরকার এ বিষয়ে একটা পদক্ষেপ নেবেন, আপনার কমেন্টস এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মতন গুণীজন আমার পাশে থাকুন সব সময়
জতিবসু আর কি মাপের নেতা , তার বাড়ীর সংরক্ষণ আর কি হবে , বিশ্ব নেতা মুহাম্মদ আলী জিন্নাহ এর ভারতের বোম্বে মালাবার হিল এ জিন্নাহ হাউজ এর অনাদর অবহেলা পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা দেখলে ই বুঝা যায়
চন্দন বসুর তো অনেক টাকা বাংলাদেশের সরকার কেন টেক্স পেয়ারের টাকা নষ্ট করবেন?
আশা কতো !
হেরিটেজ মহল বানানো উচিত সরকারের বা প্রাচীন বাড়ির পর্যটন কেন্দ্র হিসেবে সরকারের অধীনে থাকা উচিত ইন্ডিয়া থেকে।এতে বাড়িটি যত্নে থাকবে 🙏
স্যার অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য
মরীঝাপি দ্বীপের হত্যালীলার ক্রিমিনাল-এর বাড়ী।
দাদা আপনার কমেন্টস এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমার সঙ্গেই থাকুন সবসময়
Sala jotibosu khinkirchala
ঠিক বলেছেন। শালা ঢ্যামনা
50বিঘা জমি ছিল আমার দাদুর সব ছেড়ে এ দেশে আসতে হয়ে ছিল কে বলবে এসব কথা
দাদা আপনার সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়
আপনার দাদু কোন অঞ্চলে থাকতেন, একটু বলবেন। আমি একজন অসম্প্রদায়িক চেতনার মানুষ ও দেশভাগ বিরোধী, ব্রিটিশরা বিভক্ত করেছে
@@singershaj জোতি বসু বাবুর ভাই বোন কেউ বেচে আছেন ?
আমার পূর্ব পুরুষ আসামের জমিদার ছিল। আমাদের কেন আসতো হলো?
এদের লজ্জা নাই যে এতো চুরি করে মানুষের কাছে আসে 34 years মানুষেকে জানিয়ে গাছে ওই মাল টা 😂😂😂😂😂😂😂😂
দাদা কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আপনার কমেন্ট পুরোপুরি বুঝে উঠতে পারলাম না দাদা
খুব ভালো লাগলো ভিডিওটি দেখে
অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন সব সময়
@@NazirHossainBDসাবস্ক্রাইব করে দিয়েছি।অবশ্যই সঙ্গে থাকব
@mainakmisra3856 - Sir thank you very much for always with me
খুব ভালো লাগলো 🙏🙏🙏
অনেক ধন্যবাদ বড় ভাই আপনার কমেন্টস এর জন্য, ভালো থাকবেন সব সময়
পশ্চিমবঙ্গ থেকে বলছি,বাংলাদেশ সরকার জোতিবসুর বাড়িটি সংস্কার করুন।
দাদা শুভেচ্ছা নেবেন, আপনার সুন্দর কমেন্টের সঙ্গে আমিও একমত
Oii bachha shuorer bari ?
জ্যোতি বসুর বংশধর কি ধর্ম পরিবর্তন করেছেন নাকি ।
অনুপম দাদা নমস্কার, আপনি মনে হয় পুরো ভিডিওটা দেখেননি, দয়া করে পুরো ভিডিওটি দেখুন, আপনার প্রশ্নের উত্তর ভিডিওর ভিতরেই আছে, অনুরোধ করব আমার সঙ্গেই থাকবেন সব সময়
😂😂
মনে হচ্ছে মোদীর মায়ের কাস্টমারের সন্তান!
Jyoti Basu 50000 lok ke morijhapite janto abosthai bivinnya bhabe merechhe.
তোমার মা কি মোদী না মদনের সঙ্গে সহবাস করেন?
বাংলাদেশ সরকারকে আমি আবেদন করছি এইরকম মহান নেতার বাড়িটা সংরক্ষণ করুন।
দাদা নমস্কার, আমিও বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছি জ্যোতি বসু বাবুর বাড়িটা সুন্দরভাবে যাতে সংরক্ষণ হয়, সে বিষয়ে যেন সরকার নজর দেন
মরিচ ঝাঁপির খুনী বুড়ো! ছেলে চন্দনের জন্যে অনেক দূরনীতি করে। বানতলার ধর্ষণকারী পক্ষে সয়ালকারি,আঠারো জন সাধু পোড়ানো মহাণ নেতা নরকে লাল পার্টি করছে ! জনগনের শত্রু!
উনি মহান নেতা না।
মরিচঝাপির খলনায়ক
Bhai faltu bokbok koren na 😂😂
Jyoti basu is a legend of all time.
Arguably can say -jyoti basu sailen manna chuni goswami manna dey soumitra chattopaadhyaay last generation of bengali Renaissance
🔴🔴🔴🔴🔴
Sir thank you very much for your most valuable comments
সুন্দর লাগলো ধন্যবাদ আপনাকে এভাবে
দাদা অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টসের জন্য, ভালো থাকবেন সব সময়
"পাকিস্তান দিতে হবে, তবেই ভারত স্বাধীন হবে"
১৯৪৬ এ এই আওয়াজ কারা তুলেছিল যেন ?
আপনার কমেন্টস এর জন্য ধন্যবাদ, এই আওয়াজ কে তুলেছিল আমার কিন্তু জানা নাই দাদা
জ্যোতি বসু is জ্যোতি বসু। But আমি অত্যন্ত দুঃখিত। জহার।
ঠিক বলেছেন দাদা, Jyoti Basu is Jyoti Basu,
বাংলাদেশ থেকে চলে গিয়ে বাংলাদেশ এর হিন্দু সম্প্রদায়ের লোকজন কে বিপদে ফেলে গেছে। এই তথাকথিত বাবুর দল ঘৃণা করি ওদের আমরা এখনও আমার দেশকে ভালবাসি।
দাদা নমস্কার, আপনার সুন্দর কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনুরোধ করবো সব সময় আমার সঙ্গে থাকবেন
❤এই একজন দেশপ্রেমিক পেলাম.
যারা চলে গেছে সব গুলো মির জাফরের উত্তর সুরি।
Jyoti Basu was born and brought up in Calcutta/Kolkata. It should be termed as his ancestors house. Otherwise it could be called as misinformation.
Parimal Dada namaskar, thank you very much for your nice comment
জোতি বসু অনিল বসু এৱা বা্ংলাদেশী উৎবাস্তু কাট বাঙ্গাল,এই বাঙ্গাল পৱিচালিত বামফ্ৰন্ট সৱকাৱ , প্ঃবঃ এসে যত ৱকম কিটিক্ৰ্যাল কু কম্ম কৱছে চুৱি চামাৱী বিদ্যায় ডাকাতি সব কিছুই কৱতে পাৱে শালাৱা বাংলাদেশ থেকে, দুটো ভাতেৱ জন্ন্যে কাঙ্গাল হয়ে প্ঃবঃ এসে যত ৱকম কিটিক্ৰ্যাল কু কম্ম কৱছে ,আৱ প্ঃবঃ ঘটি ঠকিয়ে,শালা বাঙাল বাচ্ছা নিজেৱ আখেৱ গুচিয়ে জমিদাৱ হয়েছে। বা্ংলাদেশী বাঙ্গাল বাচ্ছা গুলো, প্ঃবঃ কে জ্বলিয়ে ছাৱখাৱ কৱে দিচ্ছে।
দাদা নমস্কার, আপনার অনেক বড় কমেন্টস পড়লাম, আপনার এই কমেন্টস এর উত্তর দেয়ার কোন যোগ্যতাই আমার নাই, অনুরোধ করবো সব সময় আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন
⁸@@NazirHossainBD
Absolutely right
দাদা ভাই আপনি একটু ভদ্র হোও দেশকে ভালোবাসুন।
আমি পশ্চিমবাংলা বাসি হয়ে বলছি বাংলাদেশ সরকার ঠিককরে যেন বাড়ি টা
আচ্ছা দাদা আমি সরকারকে বলে দেব
Otar caretaker ekjon Muslim, se e family niey okhaney dirgho kayek jug basabas korcchey, indirectly jabardast I be-dakhal hoey gieycchey.
আমি অনেক বার বারুদী বাবা লোকনাথ মন্দিরে গিয়েছি।মন্দিরের খুব কাছেই জ্যোতি বসুর বাড়ী।বাড়ীটির বতমান অবস্তা খুব খারাপ।ঠিকানা:-বারুদী,পটুয়াখালী,নারায়নগঞ্জ।
দাদা আপনার কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমিও চাই বাড়িটি সরকার এখনই সংস্কার করে সম্পূর্ণরূপে জাদুঘরে রূপান্তর করুক
ওই বাড়িটার আহা মরি কী গুরুত্বপূর্ণ আছে?? আমাদের রাজ্য এর সর্বনাশকারি র বাড়ি থাকলো আর গেলো, তাতে কী?
দাদা অনেক ধন্যবাদ কমেন্টের জন্য, ওই বাড়ি গিয়ে গুরুত্ব আছে। কারণ বাড়িটি জ্যোতি বসুর বাবার বাড়ি
জায়গাটা কোন জেলার কোথায় কিছু বললেন না, অসম্পুর্ণ ভিডিও
এটা নারায়ণগঞ্জের বারুদী নামক স্থানে
Dada jaygar name bolun
বাংলাদেশের নারায়ণগঞ্জের বারুদীতে
❤আমি বীরভূম থেকে
আমাদের অহংকার আমাদের গর্ব।
অনেক ধন্যবাদ আপনার সুন্দর অহংকার এবং গর্ব করার জন্য
Good Replacement ❤❤
thank you dada for your comments
আমি কোলকাতা থেকে
ঝুমা দেবনাথ দিদি কেমন আছেন? আমি কলকাতায় আসলে আপনার সঙ্গে দেখা করব
খুব ভাল লাগবে তাহলে
তিন পুরুষ ধরে বসবাস করছেন এনারা আর সামান্য রক্ষণাবেক্ষণ করতে পারেন না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত
Roma Das Gupta(Suchitra Sen) Pabna, Mithun Chakraborty Barisal,Bappi Lahari Pabna,Shrya Goshal Dhaka many many famous people left Bangladesh and went to India.
Brother it's their personal matter
It's not personal, your comment is very ridiculous. The reason is Islamic Terrorism. So, please stop talking nonsense.
Sir Thanks for Comments, Now No terrorism in Bangladesh
Amra kono bikhyat lok noi. Kintu amader o desh chhere chale ashte hoyechhe. Takhan amar bois 10. Chale ashar shalti chhilo 1960. Amar gram chhilo Juluhar, Barishal jela. Chhoto babar sathe hate jetam. Hat chhilo nadir dhare. Pasei chhilo High school. Sab jeno abchha abchha pane pare, takhan khub kasto hai.
@@manojsaha6566
Boo boo@@manojsaha6566
আমার মতে এদের অন্যত্র সরিয়ে দিয়ে এটা কে heritage building হিসাবে ঘোষনা করুক. কিন্তু এদের অন্য কোথাও বসবাস করার bebastha করে দেওয়া. কিন্তু এদের এই বাড়িতে এদের দিয়ে রক্ষণাবেক্ষণ করানো উচিত হবে না.
নমস্কার, দাদা আপনার সুন্দর কমেন্ট এবং পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
বাড়ির টিকে অতি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এখন যারা ওই বাড়িতে বসবাস করছেন তাদের অন্যত্র সরকারি ব্যবস্থায় বাড়ি করে দেওয়া প্রয়োজন। পুরনো বাড়িটির পাশে সরকারী ভাবে অনেক কাজ হয়েছে। টুরিস্ট স্পট হিসেবে প্রচুর মানুষ এখানে আসে। তাহলে কেন পুরনো বাড়িটির renovation করা হবে না।আমি বহরমপুর থেকে দুইবার ওখানে যেতে পেরেছি। জ্যোতি বসুর বাড়িটিকে দেখলে সত্যিই খুব কষ্ট হয়। আবারও বলছি সরকারি ব্যবস্থা নেওয়া উচিত।
সেকুলার জ্যোতি বসু বাংলাদেশ থেকে পালিয়ে না এসে সেখানে সেকুলার গির দেখায়নি কেন
দাদা এটা তো জ্যোতি বসু বাবু জানে,
বাড়ির ঠিকানা তো বললেন না ?
বড় ভাই খুব মন দিয়ে ভিডিওটা আবার দেখুন, ভিডিওতে আমি বাড়ির ঠিকানাটা কিন্তু বলে দিয়েছি
বাড়ি টা সরকারি করা হক বা জাদুঘর হিসেবে?
মর্তুজা ভাই আপনার কমেন্টসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনার প্রস্তাব আমি সরকারের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করব ভাই
Very. Good. Vidio. Assam
Sir thank you for your most beautiful and good comments,
যে গোটা বাংলা টা কে শেষ করেছে ( কিভাবে করেছে সেটা আর বললাম না 😄) তার বাড়ি রইলো আর গেলো কি আসে যায়?
নমস্কার দাদা, আপনার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়
আপনার সৎ জ্ঞান সঠিক জ্ঞান হোক 🙏
❤️❤️❤️❤️❤️❤️
জ্যোতি বসুর উত্তরসূরী হসনা বেগম এইটা সেরা ছিলো 😂
আমারও কিন্তু শুনতে প্রথমে খটকা লাগছিল, তাই আপনাকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখুন এবং শুনুন তারপরে আমার মনে হয় আপনার আর কিছু বলার থাকবে না
কারো বাড়িতে থাকলে, বাড়ি দেখাশুনা করলে কি তার উত্তরসূরি হয়ে যায় আমার এই জায়গাটিতে খটকা লাগছে।
@@NazirHossainBDজ্যোতি বসুর উত্তরসূরী কে প্রশ্নটা কেন করলেন না জ্যোতি বসুর উত্তরসূরী বেগম কিভাবে হলো আপনি বাংলাদেশে আছেন বলে ভয় পেয়ে গিয়েছিলেন কি কারণে প্রশ্নটা করলেন না
😂😂😂😂😂
Dear my friend, I am from kolkata. I would like to ask some questions. 1. Had Mr. J. Basu gifted the house? 2. Have they forcefully occupied the property? Have any valid documents with them, so that their legal claims could be sustained.
My dear friend thank you very much for your most beautiful comments, requesting you to watch again this video,
Forcefully occupied.
Like our property & HOUSE Was forcibly occupied by Local Muslims and our Uncles were to run away to India. Empty
Handed.No question any conpensation.
❤️❤️❤️❤️❤️❤️❤️
এটা কোন জায়গা, জেলা??
জ্যোতিবাবুর জন্ম ১৯১৪'এ কলকাতায়। ওঁর বাবা এখানে ডাক্তারি করতেন.....
দাদা এটা নারায়ণগঞ্জ জেলার বারুদী নামক স্থানে
বাড়িটি কোথায়
বড় ভাই বাড়িটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার বারুদি নামক স্থানে
এতো বড়ো জমিদারি বাড়ি ছেড়ে পালিয়ে এলো কেনো
নমস্কার, এত বড় জমিদারি ছেড়ে উনি কেন পালিয়ে গেলেন এর উত্তর একমাত্র উনার কাছেই আছে দাদা
ঐখানে আমার নানির বাড়ি আমি ছোট বেলায় ঔ বাড়িতে অনেক গিয়েছি।যারা থাকছে তারা জ্যোতি বসুর বাসায় কাজ করতো। পরে তাদেরকে বাড়িতে দিয়ে যায় থাকার জন্য।
বড় ভাই আপনার সুন্দর ও অজানা তথ্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
এখন কি পুরো বাড়িটাই দখল হয়ে গেছে
হিমাংশু দাদা নমস্কার, না দাদা এখনো সম্পূর্ণ বাড়িটা দখল হয় নাই, আশা করি জ্যোতি বসুর বাড়ি কোনদিনই দখল হবে না
আমার বাবারা 1962-63 দাস্য কর্ণাহার রাইটে বাড়িঘর ছেড়ে পালিয়ে এসেছে ওদের বাড়ি গুলো ভালো করে তৈরি করে দেখ বাংলাদেশ সরকার
দাদা নমস্কার, আপনার কমেন্টস এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনুরোধ করবো সব সময় আমার পাশে থাকবেন
বাড়িটা যদি জ্যোতি বসুর হয় তাদের বাড়ির মালিক চন্দন বসু হবে
নমস্কার, দাদা আপনার কথা মনে হয় ঠিক, কিন্তু এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারি না
@@NazirHossainBD আপনাকেও নমস্কার এবং ধন্যবাদ জানাই এখন বাড়িতে যারা আছে তারা বসু বাড়ির চাকর ছিল
যারা এই বাড়িতে বসবাস করছে তারা জ্যোতি বসুর একটা ছবি পর্যন্ত রাখেনি , শুধু নিজের স্বার্থে দখল করে বাড়িতে বাস করছে, বাংলাদেশ সরকার কেন বাড়িটাকে সংস্কার করবে যদি সংস্কার করে তখন বাংলাদেশ সরকার এই বাড়িটা কে নিয়ে জ্যোতি বসুর নামে একটা গ্রন্থাগার করে দেওয়া উচিৎ
Correct
বাবলু দাদা নমস্কার, আপনার সুন্দর কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আশা করি সব সময় আমার পাশে থাকবেন
জ্যোতি বসু একটা কৃমিনাল ছিল। ৫০০০০ নীরিহ উদ্বাস্তদের ঐ মালটা মরিঝাঁপিতে নৃশংস ভাবে খুন করেছে। খুনি কমিউনিস্ট
পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে কাজ করা জরুরি। উপস্থাপক কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নমস্কার, দাদা আপনার সুন্দর পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনুরোধ করবো সব সময় আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন
উনি অর্থাৎ জ্যোতিবাবু ওই দেশে সাম্যবাদের বাণী / বিপ্লব প্রচার না করো পালিয়ে ভারতে এসে এখানে মার্ক্সবাদ সাম্যবাদ বিপ্লব কেন করলেন? জবাব দিন। 🏳️🌈
নমস্কার, দাদা আপনারি কঠিন প্রশ্নের উত্তর দেয়ার কোন ক্ষমতা আমার নাই, অনুরোধ করবো সব সময় আমার সঙ্গে থাকবেন
উনিত ভারতের মুখ্যমন্ত্রী বাংলাদেশ সরকার কেন আমার বাড়ি মেরামতের জন্য টাকা দেবে মানবিকতার যদি আসে তো ভারত সরকারের
ভাই কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়
Tora to amder e kas
..r amader badnam koris jamat
পার্টিটাই ধ্বংসের মুখে - বাড়িকে কে বাঁচাবে ?
ভগবান বাঁচাবেন বাড়িটিকে
সরকারের কাছে দাবি বাড়ীটি সংস্কার করা হউক
সরকারের কাছে আমারও দাবী বাড়িটি সংস্কার করা হোক, কমেন্টসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চই ,জ্যোতি বসুর বাড়িটি সংস্কার করে দেবেন, সংগ্রহশালা গড়বেন। কিন্তু বাড়িটি যারা অকুপাইড করে রেখেছেন, আগে তাঁদের বাড়িটি ছেড়ে যেতে হবে। ওঁরা কেমন লোক,জ্যোতি বসুর কয়েকটি ফটো পর্যন্ত রাখার প্রয়োজন বোধ করেন নি। এভাবেই হিন্দুদের বাড়িঘর,জমি,পুস্করিনী,দীঘি সব জবরদখল করে নিয়েছেন। প্রমান পর্যন্ত রাখেন নি। অকৃতজ্ঞে ভরা মানুষ জন।
Kaku khub valo apni
India thake bolchhi.
Apnar moto lok dorkar
Khub valo kaj
প্রশান্ত দাদা নমস্কার, দাদা আপনিও খুব ভালো মানুষ, অনুরোধ করবো আপনার মতন গুণীজন আমার পাশে থাকবেন সবসময়
জ্যোতি বসু পশ্চিমবঙ্গে এসে কি ধর্ম পরিবর্তন করেছেন। না বাংলাদেশে যারা আছেন তারা।
দাদা আপনার সুন্দর কমেন্টসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, জ্যোতি বসুর যে সময় জীবিত ছিলেন আমার তো সেই সময় জন্ম হয়নি, তাই আমার সেসব কিছু জানা নেই
জতি বসু তো হিন্দু ছিল তার বংশধর আবার মুসলমান কি ভাবে হলো
নজরুল ভাই আপনার কমেন্টস এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, বড় ভাই আমি কিন্তু বলেছি জ্যোতি বসুর উত্তরসুরি, দয়া করে পুরো ভিডিওটি দেখুন আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি
@@NazirHossainBDদখল দার কি করে উত্তরসূরি হয় ??
আমি মুম্বাই থেকে, ভালো লাগল ।
দাদা আপনাকে অনেক ধন্যবাদ আপনি মুম্বাই থেকে কষ্ট করে আমার ভিডিও গুলো দেখছেন, ভালো থাকবেন সব সময়
জ্যোতি বসুর কোনো ফটো দেখছি না।থাকা অবশ্যই উচিত ছিল।
প্রশান্ত দাদা, আমি আপনার সঙ্গে একমত, অবশ্যই জ্যোতি বসুর একটা ছবি থাকা দরকার ছিল তার বাড়িতে
অন্ধকার সত্যটি উদঘাটন করুন!
দাদা অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য
Vai apnar last months youtube theke koto taka income hoice ❤❤plz bolben
আপনার সুন্দর কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়
এই জন্যে Education খুবই দরকার , একজন বাংলাদেশ থেকে আসা gentlemen West Bengal এর 27 years Cm থাকলেন। এটা জেনেও question করছে কেনো এসেছিলেন? হায় রে পাগলা।
বড় ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনুরোধ করবো আপনার মতন গুণীজন সব সময় আমার পাশে থাকবেন
জোতি বসু বাবুর ভাই বোন কেউ বেচে আছেন ?
উনার বংশধর কেউ বেঁচে আছেন কিনা এ সম্পর্কে আমার কোন ধারণা নাই ভাই
My HINDU parents were brutally KICKED OUT from Bangladesh when they were young. They lost everything .... land, property and everything in between. They landed in Calcutta as legal refugees.
OH: Sad,
এই লোক বলে ছিলেন হিন্দূ মুসলিম ভাই ভাই তাহলে কেন -ভারতে আসলো? ওদের ঘৃনা করি।
দাদা কোন মানুষকে ঘৃণা করেন না, আমরা সবাই কিন্তু এক ঈশ্বরেরই তৈরি
আমি একজন,ভারতবাসী
বাংলাদেশ সরকারের নিকট,অনুরদ,রাকঋি,
বাড়িটি মেরামত কারার জন্যে
নমস্কার, দাদা আমিও আমার ভিডিওতে সরকারকে অনুরোধ করেছি বাড়িটি সংস্কার করার জন্য
চন্দন না ধেয়ে আসে, আর কতো ভাগ্য হবে। 😆
শ্রদ্ধেয় দাদা আপনার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ
জ্যোতি বসু কি কাটোয়া ছিল নাকি ভাই
দাদা জ্যোতি বসু যে কি ছিলেন তা তো আমি ঠিক ভাবে জানি না
কোথায় সেই পূর্ববঙ্গের বিলাসবহুল বসু বাড়ি পরিবার তারা আজকে তুরুক দখল করে কি অবস্থা ঘোষণা গিটার
কিমাংশু দাদা ভালো আছেন? আপনার কমেন্টস এর জন্য অনেক ধন্যবাদ, আশা করবো আমার সঙ্গে থাকবেন না সব সময়
ভালো লাগল ।।।
সঞ্জীত দাদা অনেক ধন্যবাদ আপনার "ভালো লাগলো" কমেন্টের জন্য,
Right said
Thank U Dada
কেনো চন্দন বসু কি করছে? সে কেন বাড়িটা মেরামত করার চেষ্টা
করছে না ওর কি পয়সার অভাব
দাদা আপনি সুন্দর মন্তব্য করেছেন, আপনারই মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়
এই সেই বাড়িতে থাকতেন মহামান্য জ্যেতিবোস!
এটা দেখে আমাদের মনে হচ্ছে খুব আফসোস।
দাদা অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টস এর জন্য
কিংবদন্তি নেতা কমরেড জ্যোতি বসু লাল সেলাম।
স্যার অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য
❤❤❤❤❤❤❤❤❤❤
🧅🍌🥭🍅🍍🥑🫑🍋🍊
কমরেড জ্যোতি বসুর একটিও ছবি দেখতে পেলাম না ।
না দাদা আমিও কোন ছবি দেখিনাই ওই বাড়িতে
দখল করা ফোকোটে পাওয়া বাড়ি এবার রক্ষনাবেক্ষনের আব্দার, সিপিএম পার্টির কোটি কোটি টাকা, দখলদাররা আবেদন করে দেখতে পারে।
অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য, আপনার মতন গুণীজন আমার পাশেই থাকুক সব সময়
Aakdhom thick😂
মোদী মমতার সন্তানের খোঁজ পাওয়া গেলো!
Onner bari dokhol kore koto sukhe thaka jay ,
আপনার কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ওই বড়ির পাসেই ওই জমিতে বিশাল বড় বিল্ডিং বানিয়ে দিয়েছে সে কথা টা এক বারও বল্লেন না কেন, আমি ওই খানে গিয়েছি ২০১৯ সালে ওইখানে লাইব্রেরি করেছে এসব করেছে বাংলাদেশ সরকার দুঃখের বিষয় এগুলো একটাও দেখালো না।
বড় ভাই আপনার কমেন্টস এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, ভাইজান আমার সাবজেক্ট ছিল শুধু এই বাড়িটা, আপনার সুন্দর পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আগামীতে যাব আবারো ইনশাআল্লাহ
The question is why he fled away from Bangladesh?🤔
sir thank you for your questions, but it's not possible to answer by me
ভদ্রমহিলা বললেন যে ওনার দাদী জ্যোতিবাবুকে মানুষ করেছেন। সেই সূত্রেই ওঁরা ওখানে এখনও বসবাস করছেন।
চন্দনা দিদি আপনাকে অনেক ধন্যবাদ আপনি পুরো ভিডিওটা দেখে ব্যাপারটা বুঝতে পেরেছেন, অনুরোধ করবো সব সময় আমার সঙ্গেই থাকবেন
destroyed Bengal culture , industry all and now other one is doing same
Dada Thanks for your most valuable comments
সংক্ষেপে ভালো বলেছেন 😊
এখানে থেকে জ্যোতি বসু কমিউনিজম প্রচার করতে পারতেন। কিন্তু প্রশ্ন , করলেন না কেন? জ্যোতি বসু তো হিন্দু ছিলেন কিন্তু এখানে সবাই তো দেখছি সবাই মুসলমান। এটা কি করে হলো সেটা একবার দর্শকদের জানান।
দাদা নমস্কার, সম্পূর্ণ ভিডিওটা মনে হয় দাদা আপনি দেখেন নাই অথবা মনোযোগ সহকারে দেখেন নাই, ভিডিওটা একটু আবার মনোযোগ সহকারে দেখুন, দেখবেন ওরা জ্যোতি বসু সম্পর্কে কি বলছে, কিভাবে তারা জ্যোতি বসুর উত্তর শুরু হল পুরোটাই জানতে পারবেন এই ভিডিওটাতে আশা করি
এখানে এরা কেউ ছিলেন না,,জ্যোতি বসুর কিছুই হননা ওনারা,, মিথ্যা বলেছেন এই মহিলা। আমি নারায়নগঞ্জে ওনার বাড়িতে অনেক বার গিয়েছি। আর ওনারা কিভাবে জ্যেতিবসূর উত্তরাধিকার হন?? এই ধরনের ফালতু মিথ্যা তথ্য সম্বলিত ভিডিও করবেন না।।
বসু 🎉বাড়িতে এখন কি সন্ধ্যা বেলা শাঁখ বাজা শঙ্খ বাজে আগের মত
Sea sab dur aastoo.
হিমাংশু দাদা নমস্কার, দাদা ওই বাড়িতে এখন শঙ্খ বাজাবার মতন কেউ আছে বলে আমার মনে হয় না
জ্যোতি বসুর বাড়ি। এ পারে কেন এসেছিলেন। কমরেডশুনলে
নমস্কার, দাদা অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টসের জন্য
জ্যোতি বসু হিন্দু না মুসলিম / মমনা, কোনটা?
দাদা সবার জানামতে জ্যোতি বসু বাবু ছিলেন হিন্দু, বাকিটা বিস্তারিত জ্যোতিবাবু নিজেই বলতে পারতেন ভালোভাবে
Jyoti Basu left the house who are responsible for it?
.
Sir thank you very much for your comments
A mass murderer should not to glorified
Thanks for your comments
BANGLA DESHER KON DISTRICT?
This in Narayanganj - Sonargaon
বসবাস করে ওরা তো মেরামত করতে পারে না
ঠিক কথা বলেছেন যারা থাকবে তারাই মেরামত করে নিবে
Amar akanta anurodh Bangladesh sarkar onar Barita jate mahan neta Joti Basu barir rakhana bakhan Karen onar prati sradhya nibedan Kara habe
দাদা অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টস এবং সুন্দর পরামর্শের জন্য
Ok Nice de VU2TKC KOLKATA INDIA
Thank U Dada