বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা প্রদান | SANGRAM NGO
HTML-код
- Опубликовано: 19 ноя 2024
- সংগ্রাম বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত দরিদ্র ৭৩৬ পরিবারে জীবনজীবিকায়নে সহায়তা হিসেবে ৩৬,৮০,০০০ টাকা ক্যাশ প্রদান করে। ১০ মার্চ ২০২১ তারিখে পাথরঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অর্থ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ফারুক হোসেন, কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজ হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধূরী মোহাম্মদ ফারুক, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ আহম্মেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন কাকচিড়া ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য ছালমা আক্তার, মাজেদা আক্তার, সোনিয়া আকতার। প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেন অত্র প্রকল্পের পিসি ফয়সাল আহম্মদ।
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য জীবনজীবিকায়ন পুনরুদ্ধার সহায়তা কার্যক্রমের আওতায় বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ও রায়হানপুর ইউনিয়নের ৭৩৬ পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৩৬,৮০,০০০ টাকা ক্যাশ প্রদানের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়। এই প্রকল্পে আর্থিক সহায়তা করেছে অক্সফাম।
*******
SANGRAM is a non-government developmental organization established in 1985. SANGRAM started its activities from Pathoghata Upazilla of Barguna district adjacent to the Bay of Bengal. Day to day SANGRAM is working to make substantive development of socio-economically back footed people in the all districts of Barisal division. SANGRAM believes that there is a sufficient capacity is in cryptic position within the human being that can be make free vulnerable community from the ironic band of helpless and in humanitarian conditions and for that peoples participation is indispensable in development process. Due to the present socio-economic structure poor people are encompassed by the poverty circle even they become victim of social injustice.
Year of Inception : 1985
Founder : Chowdhury Mohammad Masum
Serving Country : Bangladesh
Number of Branches : 50
Donors: GCR, BCCRF, CBM/CDD, PKSF, DFID, Bangladesh Bank, IFAD, NGO Forum, Oxfam BD, World Bank, World Vision.
Address: Shahid Smriti Sarak, Barguna-8700, Bangladesh. (22°09'04.3"N 90°07'39.0"E)
Mobile: +88 01733347999
Telephone: +88 0448 62828
E-mail: sangramngo@yahoo.com
facebook: ngosangram
website: www.sangram.ngo