onnek donnobad...apnar video dekhe onnek upokritu holam....amar Miyako brand er akta blender ache...er modde 3ta jug....juice r dry jinish kore jai ai 2 ta jug gurchena....tobe majari jug ta gorche.... Ami khob beshi din bebohar korinai mechin thik ache sudu jug golo gurchena....jodi akta vedio diten khob upokar hotu..
যতটুকু বুঝতে পারলাম আপনার ব্লেন্ডার মেশিন ঠিক আছে শুধুমাত্র জারের ব্লেড ঘুরছে না। যদি তাই হয় তাহলে ব্লেডের উপরে যে নাট থাকে তা লুজ হয়ে গেছে অথবা ব্লেডের নিচে যে শ্যাফট থাকে তা ক্ষয় হয়ে গেছে অথবা জারের নিজে যে কাপলার থাকে তা নষ্ট হয়ে যেতে পারে। এই তিনটি কারণেই মূলত ব্লেড ঘুরে না। এ ধরনের সমস্যা রিপিয়ার যোগ্য।
ব্লেড পরিবর্তন করা যায় ঠিক ওই মডেলের একটি ব্লেড কিনবেন ইলেকট্রিক পার্টস এর দোকান থেকে। প্রথমে ব্লেডের উপরের নাট খুলবেন এবং একটি কাপড় দিয়ে কাপলার ধরে নেবেন। উল্টা প্যাঁচে খুলবেন এবং নতুন ব্লেড ফিটিং করে নাট উল্টাপাল্টা প্যচে লাগিয়ে দেবেন।
আমি যা বুঝতে পারছি তাহলো আপনি অনেকদিন ব্লেন্ডার ব্যবহার করছেন না। এ কারণে ব্লেন্ডারের ব্লেড জাম হয়ে গেছে। ব্লেড যেভাবে খুলতে হয় বা কাপলার যেভাবে খুলতে হয় আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনি সেভাবে খুলে ফেলুন এবং WD 40 যদি ব্যবহার করতে পারেন তাহলে ভালো হয় অথবা নারিকেল তেল ব্যবহার করে ব্লেডের শ্যাফ্ট পরিষ্কার করে ফেলুন এবং ফিটিং করে ফেলুন ।প্রক্রিয়াগুলি বুঝতে না পারলে আমার একাধিক ভিডিও রয়েছে আপনি দেখে নিতে পারেন।
ব্লেড ঘুরিয়ে দেখুন টাইট রয়েছে কিনা। যদি প্লেট টাইট থাকে তাহলে বুশ এবং শ্যাফট অধিক ঘর্ষণের ফলে গরম হয়ে যাচ্ছে। আর যদি ব্লেড লুস থাকে তাহলে খেয়াল করে দেখবেন মেশিনের সাথে ব্লেন্ডার জার সমানভাবে এডজাস্ট করে এরপরে ব্লেন্ডার মেশিন চালু করা হয় কিনা। যদি মেশিনের সাথে জার আঁকাবাঁকা ভাবে সেট করে চালু করা হয় তাহলে কাপলার বুশ এবং শ্যাফট অ্যাঙ্গেল হয়ে ঘুরতে থাকে এতে প্রচন্ড চাপের সৃষ্টি হয় এবং শ্যাফট বুশ গরম হতে থাকে এর যেকোনো একটি সমস্যা রয়েছে। আপনি ব্লেডের নিচে পিতলের বুশের ভিতরে কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে দেখতে পারেন। না দেখে ধারণা করে বলছি বাস্তবে দেখলে সমাধান করা যেত পরবর্তীতে কি হলো আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।
আপনার কমেন্ট ভালভাবে বুঝতে পারেনি তবে যতটুকু বুঝেছি আপনার ব্লেন্ডার বাটির ওয়াশার নষ্ট হয়ে গেছে। যেকোনো সার্ভিসিংয়ের দোকানে গেলে ওই ধরনের ওয়াশার পেয়ে যাবেন যদি আপনি সেট না করতে পারেন তাহলে তাদের দিয়ে সেট করাবেন খুব বেশি খরচ হবে না।
বিভিন্ন মডেলের ব্লেন্ডারে বিভিন্ন রকম কাপলার থাকে যা আজকাল ইলেকট্রিক পার্টস এর দোকানে পাওয়া যায়। কাপলার খোলার পদ্ধতি গুলো আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এবং কিভাবে ফিটিং করবেন তাও দেখানোর চেষ্টা করেছি। আপনি চাইলে ব্লেন্ডার পেলে লিস্ট থেকে দেখে নিতে পারেন।
বুস এবং শ্যাফপ্টের মাঝখানে মসলার গুরা ঢুকে গেছে মনে হয়। নয়তো কাপলার আটকে গেছে। বাস্তবে দেখলে বোঝা যেত। আপনি পরিষ্কার করে ব্লেডের গোড়ায় নারকেল তেল দিতে পারেন এতে কাজ না হলে ব্লেডের উপরের নাট একটি প্লাস অথবা রেঞ্জ ব্যবহার করে ডান দিক থেকে বাম দিকে ঘুরাবেন এতে করে নাট খুলে যাবে এরপর ব্লেড খুলে নেবেন তারপরে বুসের ভেতর থেকে শ্যাফট খুলে নেবেন এবং ভালোভাবে নারকেল তেল দিয়ে পরিষ্কার করে ফিটিং করে দেবেন। কিভাবে ব্লেড খুলবেন এবং ফিটিং করবেন এ বিষয়ে বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে ব্লেন্ডার মেশিন মিকচার গ্রাইন্ডার প্লে লিস্টে রয়েছে আপনি দেখে নেবেন কারণ আপনার সমস্যাটা খুবই সাধারণ আপনি নিজেই সমাধান করতে পারবেন।
কিনতে পাওয়া যায় মার্কেটে খোঁজ করুন যেখানে ইলেকট্রিক পার্স বিক্রি করা হয় ওই সমস্ত দোকানে পেয়ে যাবেন। আপনি যদি খুলনার আশেপাশে হয়ে থাকেন তাহলে খুলনার ঠিকানা আমি বলে দিতে পারব।
আমি আপনাকে বলার থেকে জার খোলার বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি সেটা বাস্তবে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন কমেন্টের মাধ্যমে বুঝতে পারবেন না। ভিডিওগুলি চ্যানেলের ব্লেন্ডার মেশিন মিকচার গ্রাইন্ডার প্লেলিস্টে পেয়ে যাবেন।
সম্ভবত আপনার ব্লেন্ডার জারের ব্লেড জাম হয়ে গেছে। কাপলার অথবা ব্লেড উল্টা ভাবে ঘুরিয়ে খুলতে হবে এরপর শ্যাফ্ট খুলে সিরিজ পেপার ব্যবহার করে পরিষ্কার করতে হবে এবং নারকেল তেল ব্যবহার করে পুনরায় ফিটিং করে দিতে হবে।
মনে হচ্ছে আপনার ব্লেন্ডার জারে সমস্যা । ব্লেন্ডার জারের নিচে গোল কাতলার ধরবেন এবং আরেক হাত দিয়ে ব্লেড ঘুড়িয়ে দেখেন যদি ব্লেড ফ্রি ভাবে ঘোরে তাহলে ব্লেড টাইট করতে হবে অথবা পরিবর্তন করতে হবে। চেক করে দেখে আমাকে জানান সমাধান দিতে পারব ইনশাল্লাহ।
ব্লেডের নিচে ছোট ওয়াসার রয়েছে যা ক্ষয় হয়ে কালো রঙের পদার্থ বের হয়। আপনি ব্লেড অথবা কাপলার খুলে শ্যাফট বের করে ফেলুন শ্যাফট ভালোভাবে পরিষ্কার করে দিন এবং নতুন ওয়াসার লাগিয়ে দিলে এ সমস্যা ঠিক হয়ে যাবে। ওয়াশার অবশ্য কিনতে পাওয়া যায় ব্লেন্ডার জারের ওয়াসার বললে দিবে।
ব্লেন্ডার জোগের ব্লেড মার্কেটে কিনতে পাওয়া যায়। আপনার যে মডেলের ব্লেন্ডারের জগ রয়েছে ঠিক ঐ একই মডেলের ব্লেন্ডারের ব্লেড কিনে নিয়ে আসবেন। বড় মার্কেট গুলোতে খোঁজ করুন যেখানে ইলেকট্রিক খুচরা পার্স বিক্রি করা হয়।
আপনি নিজে ঠিক করতে না পারলে ইলেকট্রিক সার্ভিস দোকানে নিয়ে যেতে পারেন। আর যদি নিজেই খুলে ফিটিং করতে পারেন তাহলে ব্লেড ইলেকট্রিক পার্টস এর দোকানে পেয়ে যাবেন যেখানে বিভিন্ন ইলেকট্রিক পাস বিক্রি করা হয় ব্লেন্ডার ওভেন রাইস কুকার এসি ফ্রিজের স্পেয়ার পার্টস বিক্রি করে ওই সমস্ত দোকানে খোঁজ করুন।
ব্লেট খুলে উল্টা লাগালে এ ধরনের সমস্যা হতে পারে। আর যদি ব্লেড উল্টা লাগানো না হয় তাহলে ব্লেডের ধার কমে গেছে। অথবা প্লেটের উপরে যেন আট রয়েছে তা লুজ হয়ে গেছে ফলে ব্লেট স্লো ঘুরছে। সমস্যাটি বাস্তবে দেখলে বোঝা যেত পারলে আপনি ছোট ভিডিও করে আমার whatsapp নাম্বারে পাঠিয়ে দিন।
@@kuelectric জি ঠিক হইছে ভাইয়া 🥰 আপনি কমেন্ট করার আগে আমার হাসব্যান্ড বাম দিকে ঘুরিয়ে প্লাস দিয়ে টাইট দিছে আরেহ ঠিক হইছে 👍 থ্যাংক ইউ রিপ্লাই দেওয়ার জন্য,,
ব্লেন্ডার জারের ঠিক কোন নাট খুলে যায় জারের ভিতরে যে ব্লেড থাকে তার উপরে একটি নাট থাকে ওই নাট। নাকি জারের নিচে যে প্লাস্টিকের কাপলার থাকে তা খুলে যায়।
মনে হচ্ছে আপনার ব্লেন্ডার জারের ওয়াশার নষ্ট হয়ে গেছে কোন কাপড় দিয়ে ব্লেট ধরে কাপলারটি উল্টা দিকে ঘোরান খুলে যাবে এবং ব্লেড খুলুন দেখুন ওয়াসার ঠিক আছে কিনা যদিও ওয়াসার নষ্ট হয়ে যায় তাহলে কোন সার্ভিসিংয়ের দোকান হতে একই মাপের একটি ওয়াসার এনে সেট করে দিন। আর যদি ওয়াশার ঠিক থাকে তাহলে স্যাফ্ট খয় হয়ে গেছে অথবা বুশ খয় গেছে একটু চেক করে দেখুন যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আপনি যদি ব্লেন্ডারের ব্লেড খুলতে পারেন তাহলে সহজেই ধার করাতে পারবেন আর যদি খুলতে না পারেন ছোট ছোট পাথরের টুকরো ব্লেন্ডারে দিয়ে চালাতে পারেন এতে ব্লেড ধরালো হয়ে যাবে। ব্লেন্ডার জারের ব্লেড ধার করানোর কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে ব্লেন্ডার প্লেলিস্ট থেকে আপনি দেখে নিবেন
হ্যাঁ অবশ্যই বিলিন্ডার বুশ কিনতে পাওয়া যায়। আপনি যদি খুলনায় এলাকার হয়ে থাকেন তাহলে আমি দোকানের ঠিকানা দিতে পারব নতুবা আপনার এলাকার বড় মার্কেটে যেখানে ইলেকট্রিক স্পেয়ার পার্টস বিক্রি করা হয় সেখানে খোঁজ নিতে পারেন।
ব্লেন্ডার জারের ঢাকনা নাকি জার আটকে গেছে। যদি জার মেশিনের সাথে আটকে যায় তাহলে জার গ্রুপ থেকে আনলক করে আস্তে আস্তে বাইরে টান দিলে খুলে যাবে জার মেশিনের কাপলারের সাথে আটকে যায়।
আপনার মেশিনের ব্লেট ঘুরে কিন্তু কোন মসলা দিলে ঘুরে না যদি এটা বুঝাতে চাচ্ছেন। যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে কাপলার দুর্বল হয়ে গেছে অথবা বেলেট এর উপরের যে নাট রয়েছে তা লুজ হয়ে গেছে ফলে ব্লেড ফ্রী ভাবে ঘুরছে। ব্লেন্ডার যার এর ব্লেড শক্তভাবে ধরে রাখুন এবং নিচের প্লাস্টিকের কাপলার ঘুরিয়ে দেখুন যদি ফ্রি ভাবে ঘুরে তাহলে ব্লেডের উপরের নাট টাইট করতে হবে আর যদি না ঘুরে তাহলে কাপলার চেক করুন মেশিনের কাপলারের সঙ্গে জারের কাপলার এডজাস্ট হচ্ছে না অথবা ক্ষয় হয়ে গেছে। এছাড়া অন্য কোন সমস্যা হলে আমাকে ডিটেলসে জানান আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ব্লেন্ডার মটর বডি হয়ে যেতে পারে অথবা সিলেক্টর সুইচ থেকে অথবা কেবল থেকে বডির সাথে সংযোগ হয়ে যেতে পারে।ব্লেন্ডারে যদি ২ পিন প্লাগ হয়ে থাকে তাহলে ঘুরিয়ে সকেটের সাথে সংযোগ করে দেখুন বডি হয় কিনা আপনি একটু পরীক্ষা করে দেখেন। এতে যদি সমাধান না হয় ব্লেন্ডার খুলে চেক করতে হবে সিরিজ বোর্ড ব্যবহার করে মটরের যেকোনো লিড একটি প্রান্ত এবং সিরিজ কডের অন্য প্রান্ত মোটরের বডিতে ধরতে হবে। এভাবে সিরিজ লাইন যদি জ্বলে থাকে তাহলে মটর বডি হয়ে গেছে।
ব্লেড এর উপরে একটি নাট রয়েছে ওই নাট লুজ হয়ে গেছে কিনা খেয়াল করুন। তাছাড়া ব্লেডের চার কোনা গ্রুপ খয় হয়ে গেলে ব্লেড ফ্রি হতে পারে। যদি ব্লেডের গ্রুপ ক্ষয় হয়ে যায় তাহলে নতুন ব্লেড সেট করে দিলে সমাধান হয়ে যাবে।
হ্যাঁ ব্লেন্ডার জগের ব্লেড কিনতে পাওয়া যায় যেখানে খুচরা পার্স বিক্রি করা হয় রাইস কুকার ব্লেন্ডার ইলেকট্রিক ইস্ত্রি এসি ফ্রিজের যন্ত্রাংশ ইত্যাদি সেখানে খোঁজ করে দেখুন পেয়ে যাবেন।
Nice
অনেক অনেক ধন্যবাদ
onnek donnobad...apnar video dekhe onnek upokritu holam....amar Miyako brand er akta blender ache...er modde 3ta jug....juice r dry jinish kore jai ai 2 ta jug gurchena....tobe majari jug ta gorche.... Ami khob beshi din bebohar korinai mechin thik ache sudu jug golo gurchena....jodi akta vedio diten khob upokar hotu..
যতটুকু বুঝতে পারলাম আপনার ব্লেন্ডার মেশিন ঠিক আছে শুধুমাত্র জারের ব্লেড ঘুরছে না। যদি তাই হয় তাহলে ব্লেডের উপরে যে নাট থাকে তা লুজ হয়ে গেছে অথবা ব্লেডের নিচে যে শ্যাফট থাকে তা ক্ষয় হয়ে গেছে অথবা জারের নিজে যে কাপলার থাকে তা নষ্ট হয়ে যেতে পারে। এই তিনটি কারণেই মূলত ব্লেড ঘুরে না। এ ধরনের সমস্যা রিপিয়ার যোগ্য।
@@kuelectric ধন্যবাদ
এসব ব্লেড কোথায় পাওয়া
@RafiaAktherfariha পার্সের দোকানে পেয়ে যাবেন ইলেকট্রিক পার্টসের দোকানে। খুলনা হলে আমি ঠিকানা বলে দিতে পারব।
দেখে কিছু শিখলাম। এবার বাস্তবে প্রয়োগ করে দেখব।
অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।
Video deihe thik korlam
ধন্যবাদ।
Magic bullet blender niye kisu kaj dekhan vaiya
আগামীতে অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ।
ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।
কাল চাউল গুরা করতে গিয়ে ঐ ব্লেড এর একটা সাইড ভেঙে গেছে এটার সমাধান করা হবে কী??
ব্লেড পরিবর্তন করা যায় ঠিক ওই মডেলের একটি ব্লেড কিনবেন ইলেকট্রিক পার্টস এর দোকান থেকে। প্রথমে ব্লেডের উপরের নাট খুলবেন এবং একটি কাপড় দিয়ে কাপলার ধরে নেবেন। উল্টা প্যাঁচে খুলবেন এবং নতুন ব্লেড ফিটিং করে নাট উল্টাপাল্টা প্যচে লাগিয়ে দেবেন।
vaia onkdin bebohar na koray blendarer bled ghurce na onk sokto hoye ache ki korbo? Amdr jug chacher tai bario deya jacchena
আমি যা বুঝতে পারছি তাহলো আপনি অনেকদিন ব্লেন্ডার ব্যবহার করছেন না। এ কারণে ব্লেন্ডারের ব্লেড জাম হয়ে গেছে। ব্লেড যেভাবে খুলতে হয় বা কাপলার যেভাবে খুলতে হয় আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনি সেভাবে খুলে ফেলুন এবং WD 40 যদি ব্যবহার করতে পারেন তাহলে ভালো হয় অথবা নারিকেল তেল ব্যবহার করে ব্লেডের শ্যাফ্ট পরিষ্কার করে ফেলুন এবং ফিটিং করে ফেলুন ।প্রক্রিয়াগুলি বুঝতে না পারলে আমার একাধিক ভিডিও রয়েছে আপনি দেখে নিতে পারেন।
নতুন ব্লেনডার দুই ব্লেটের স্টিলে আদা রসুন পেষ্ট করলে জার প্রচন্ড হিট হয়।এর কারন এবং সমাধান কি। প্লিজ জানাবেন
ব্লেড ঘুরিয়ে দেখুন টাইট রয়েছে কিনা। যদি প্লেট টাইট থাকে তাহলে বুশ এবং শ্যাফট অধিক ঘর্ষণের ফলে গরম হয়ে যাচ্ছে। আর যদি ব্লেড লুস থাকে তাহলে খেয়াল করে দেখবেন মেশিনের সাথে ব্লেন্ডার জার সমানভাবে এডজাস্ট করে এরপরে ব্লেন্ডার মেশিন চালু করা হয় কিনা। যদি মেশিনের সাথে জার আঁকাবাঁকা ভাবে সেট করে চালু করা হয় তাহলে কাপলার বুশ এবং শ্যাফট অ্যাঙ্গেল হয়ে ঘুরতে থাকে এতে প্রচন্ড চাপের সৃষ্টি হয় এবং শ্যাফট বুশ গরম হতে থাকে এর যেকোনো একটি সমস্যা রয়েছে। আপনি ব্লেডের নিচে পিতলের বুশের ভিতরে কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে দেখতে পারেন। না দেখে ধারণা করে বলছি বাস্তবে দেখলে সমাধান করা যেত পরবর্তীতে কি হলো আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।
Alfa wasar kinte pawa jayki?AMR gol gol wasar venge geche Pani pore nic diyea ki korbo
আপনার কমেন্ট ভালভাবে বুঝতে পারেনি তবে যতটুকু বুঝেছি আপনার ব্লেন্ডার বাটির ওয়াশার নষ্ট হয়ে গেছে। যেকোনো সার্ভিসিংয়ের দোকানে গেলে ওই ধরনের ওয়াশার পেয়ে যাবেন যদি আপনি সেট না করতে পারেন তাহলে তাদের দিয়ে সেট করাবেন খুব বেশি খরচ হবে না।
বিলিন্ডারের যে প্লাষ্টিকের হুইল থাকে,ব্যবহারের ফলে হুইলের গিয়ার ক্ষয় হয়ে গেছে। এগুলো চেঞ্জ করার উপায় বা সমাধান জানালে উপকৃত হবো।
বিভিন্ন মডেলের ব্লেন্ডারে বিভিন্ন রকম কাপলার থাকে যা আজকাল ইলেকট্রিক পার্টস এর দোকানে পাওয়া যায়। কাপলার খোলার পদ্ধতি গুলো আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এবং কিভাবে ফিটিং করবেন তাও দেখানোর চেষ্টা করেছি। আপনি চাইলে ব্লেন্ডার পেলে লিস্ট থেকে দেখে নিতে পারেন।
আমার ব্লেডারের ছোট জারটিতে মসলা বাটা অবস্থায় ব্লেড আটকে গেছে, ব্লেড ঘুরছে না। ব্লেড ভাঙ্গেনি, ভালো আছে। এর সমাধান কি?
বুস এবং শ্যাফপ্টের মাঝখানে মসলার গুরা ঢুকে গেছে মনে হয়। নয়তো কাপলার আটকে গেছে। বাস্তবে দেখলে বোঝা যেত। আপনি পরিষ্কার করে ব্লেডের গোড়ায় নারকেল তেল দিতে পারেন এতে কাজ না হলে ব্লেডের উপরের নাট একটি প্লাস অথবা রেঞ্জ ব্যবহার করে ডান দিক থেকে বাম দিকে ঘুরাবেন এতে করে নাট খুলে যাবে এরপর ব্লেড খুলে নেবেন তারপরে বুসের ভেতর থেকে শ্যাফট খুলে নেবেন এবং ভালোভাবে নারকেল তেল দিয়ে পরিষ্কার করে ফিটিং করে দেবেন। কিভাবে ব্লেড খুলবেন এবং ফিটিং করবেন এ বিষয়ে বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে ব্লেন্ডার মেশিন মিকচার গ্রাইন্ডার প্লে লিস্টে রয়েছে আপনি দেখে নেবেন কারণ আপনার সমস্যাটা খুবই সাধারণ আপনি নিজেই সমাধান করতে পারবেন।
দাদা আমার ব্লান্ডারে ১.৫ লি জার দিয়ে হয় না বাজার ৩ লি বা ২.৫ লি এক্সট্রা জার কি কিনতে পাওয়া যায়
কিনতে পাওয়া যায় মার্কেটে খোঁজ করুন যেখানে ইলেকট্রিক পার্স বিক্রি করা হয় ওই সমস্ত দোকানে পেয়ে যাবেন। আপনি যদি খুলনার আশেপাশে হয়ে থাকেন তাহলে খুলনার ঠিকানা আমি বলে দিতে পারব।
@@kuelectric দাদা আনুমানিক কত দাম হবে জারগুলোর?
@adnockdigitalsolutions4013 = 350 টাকা 400 টাকা 500 টাকা।
Ami to jar ti khulte pari na sudu gure khulena plz aktu bolben
আমি আপনাকে বলার থেকে জার খোলার বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি সেটা বাস্তবে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন কমেন্টের মাধ্যমে বুঝতে পারবেন না। ভিডিওগুলি চ্যানেলের ব্লেন্ডার মেশিন মিকচার গ্রাইন্ডার প্লেলিস্টে পেয়ে যাবেন।
আমার ব্ল্যান্ডারের ব্ল্যাট গুরতে চাইনা, শক্ত হয়ে গেছে। কি করা যায়।
সম্ভবত আপনার ব্লেন্ডার জারের ব্লেড জাম হয়ে গেছে। কাপলার অথবা ব্লেড উল্টা ভাবে ঘুরিয়ে খুলতে হবে এরপর শ্যাফ্ট খুলে সিরিজ পেপার ব্যবহার করে পরিষ্কার করতে হবে এবং নারকেল তেল ব্যবহার করে পুনরায় ফিটিং করে দিতে হবে।
Thank you ❤❤@@kuelectric
Vai amar balnder chole kintu kintu kunu kichu kate na please reply me
মনে হচ্ছে আপনার ব্লেন্ডার জারে সমস্যা । ব্লেন্ডার জারের নিচে গোল কাতলার ধরবেন এবং আরেক হাত দিয়ে ব্লেড ঘুড়িয়ে দেখেন যদি ব্লেড ফ্রি ভাবে ঘোরে তাহলে ব্লেড টাইট করতে হবে অথবা পরিবর্তন করতে হবে। চেক করে দেখে আমাকে জানান সমাধান দিতে পারব ইনশাল্লাহ।
Pelatek er jog er bous chanj kore kivabe bolven
ভাইয়া ব্লেন্ডারে কোনো মসলা কিছু ব্লেন্ড করলে মসলা কালো হয়।এর সমাধান কি
ব্লেডের নিচে ছোট ওয়াসার রয়েছে যা ক্ষয় হয়ে কালো রঙের পদার্থ বের হয়। আপনি ব্লেড অথবা কাপলার খুলে শ্যাফট বের করে ফেলুন শ্যাফট ভালোভাবে পরিষ্কার করে দিন এবং নতুন ওয়াসার লাগিয়ে দিলে এ সমস্যা ঠিক হয়ে যাবে। ওয়াশার অবশ্য কিনতে পাওয়া যায় ব্লেন্ডার জারের ওয়াসার বললে দিবে।
ভাই আমার জারের রাবার সিল সব ভালো আছে,কিন্তু নিজে থেকে ব্লেন্ড হালকা ভেঙ্গে গেছে😢
ব্লেড পরিবর্তন করে নেন মার্কেটে কিনতে পাওয়া যায় একই মাপের ব্লেড কিনবেন এবং যেভাবে আমি দেখিয়েছি ঠিক ওইভাবে খুলবেন এবং ফিটিং করবেন।
ব্লেন্ডার জগের ব্লেড ভেংগে গেলে কি করতে হবে বলেন ভাইয়া
ব্লেন্ডার জোগের ব্লেড মার্কেটে কিনতে পাওয়া যায়। আপনার যে মডেলের ব্লেন্ডারের জগ রয়েছে ঠিক ঐ একই মডেলের ব্লেন্ডারের ব্লেড কিনে নিয়ে আসবেন। বড় মার্কেট গুলোতে খোঁজ করুন যেখানে ইলেকট্রিক খুচরা পার্স বিক্রি করা হয়।
ভাই এ ধরনের ব্লেড কোথায় পাওয়া যায়।দাম কত? একটু জানাবেন প্লিজ।
বড় মার্কেটগুলোতে যেখানে ইলেকট্রিক স্পেয়ার পার্টস বিক্রি করা হয় সেখানে পেয়ে যাবেন। দাম খুব বেশি হবে না 80 90 টাকার ভিতরে পেয়ে যাবেন ভ
আমার ব্লেন্ডার এর ব্লেট নষ্ট হয়ে গেছে কথায় ঠিক করব জানাবেন প্লিজ
আপনি নিজে ঠিক করতে না পারলে ইলেকট্রিক সার্ভিস দোকানে নিয়ে যেতে পারেন। আর যদি নিজেই খুলে ফিটিং করতে পারেন তাহলে ব্লেড ইলেকট্রিক পার্টস এর দোকানে পেয়ে যাবেন যেখানে বিভিন্ন ইলেকট্রিক পাস বিক্রি করা হয় ব্লেন্ডার ওভেন রাইস কুকার এসি ফ্রিজের স্পেয়ার পার্টস বিক্রি করে ওই সমস্ত দোকানে খোঁজ করুন।
ভাই ব্লেট ঘুরে কিন্তু মশলা গুঁড়া হয় না এর কারণ কি ভাই
ব্লেট খুলে উল্টা লাগালে এ ধরনের সমস্যা হতে পারে। আর যদি ব্লেড উল্টা লাগানো না হয় তাহলে ব্লেডের ধার কমে গেছে। অথবা প্লেটের উপরে যেন আট রয়েছে তা লুজ হয়ে গেছে ফলে ব্লেট স্লো ঘুরছে। সমস্যাটি বাস্তবে দেখলে বোঝা যেত পারলে আপনি ছোট ভিডিও করে আমার whatsapp নাম্বারে পাঠিয়ে দিন।
আমার মসলার জার এর নাট খুলে গেছে,,,,,, মসলা ব্লেন্ড করতে গিয়ে,,,, হয়তো পেসার বেশি পড়ছে এই কারণে এখন আমি কিভাবে লাগাবো,,,,, প্লিজ রিপ্লাই দিয়েন 😭
কোন সমস্যা নেই আপনি নিজেই ঠিক করতে পারবেন। ব্লেট সঠিক গ্রুপে রেখে নাট উল্টা দিকে ঘুরাবেন ডান দিক থেকে বাম দিকে ঘুরাবেন তাহলে টাইট হয়ে যাবে।
@@kuelectric জি ঠিক হইছে ভাইয়া 🥰 আপনি কমেন্ট করার আগে আমার হাসব্যান্ড বাম দিকে ঘুরিয়ে প্লাস দিয়ে টাইট দিছে আরেহ ঠিক হইছে 👍 থ্যাংক ইউ রিপ্লাই দেওয়ার জন্য,,
@mdhabibkhan3617 ধন্যাবাদ
আমার ব্লান্ডারের জারের নাট খুলে যায়,,
জার চেঞ্জ করছি তারপরে খুলে যায়,,
কি করবো,,
ব্লেন্ডার জারের ঠিক কোন নাট খুলে যায় জারের ভিতরে যে ব্লেড থাকে তার উপরে একটি নাট থাকে ওই নাট। নাকি জারের নিচে যে প্লাস্টিকের কাপলার থাকে তা খুলে যায়।
vaiya amar balendar jar deya pani pore...
মনে হচ্ছে আপনার ব্লেন্ডার জারের ওয়াশার নষ্ট হয়ে গেছে কোন কাপড় দিয়ে ব্লেট ধরে কাপলারটি উল্টা দিকে ঘোরান খুলে যাবে এবং ব্লেড খুলুন দেখুন ওয়াসার ঠিক আছে কিনা যদিও ওয়াসার নষ্ট হয়ে যায় তাহলে কোন সার্ভিসিংয়ের দোকান হতে একই মাপের একটি ওয়াসার এনে সেট করে দিন। আর যদি ওয়াশার ঠিক থাকে তাহলে স্যাফ্ট খয় হয়ে গেছে অথবা বুশ খয় গেছে একটু চেক করে দেখুন যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
@@kuelectric vaiya...jar ar baire 3 ta nat deya akta rabar lagano ache..oita loj hoise...
সমস্যাটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও করে পাঠিয়ে দিন সমাধান করার চেষ্টা করব 01842858485
ঢাকায় - মিক্সার "গ্রেইন্ডার জার" "সকেট" কোথায় পাওয়া যায় দাম কত
ঢাকার নবাবপুরে সব রকম পার্টস পেয়ে যাবেন। যেহেতু পাইকারি মার্কেট অন্যস্থান হতে কম দামে পেয়ে যাবেন।
Ok
ধন্যবাদ
মশলা গুঁড়ো করার ব্লেন্ডটা ঘুরছে, কিন্তু মশলা গুঁড়ো হচ্ছে না। কি করতে হবে
জারের ঢাকনা খুলে মেশিন চালু করুন ব্লেড ঘুরছে কিনা খেয়াল করুন।
বিলিন্ডার এ ধর কমে গেলি কি করবো পৃলি বলেন
আপনি যদি ব্লেন্ডারের ব্লেড খুলতে পারেন তাহলে সহজে ধার করাতে পারবেন আর যদি খুলতে না পারেন ছোট ছোট পাথরের কুচো ব্লেন্ডারে দিয়ে চালাতে পারেন।
আপনি যদি ব্লেন্ডারের ব্লেড খুলতে পারেন তাহলে সহজেই ধার করাতে পারবেন আর যদি খুলতে না পারেন ছোট ছোট পাথরের টুকরো ব্লেন্ডারে দিয়ে চালাতে পারেন এতে ব্লেড ধরালো হয়ে যাবে। ব্লেন্ডার জারের ব্লেড ধার করানোর কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে ব্লেন্ডার প্লেলিস্ট থেকে আপনি দেখে নিবেন
কোথায় পাবো
ইলেকট্রিক পার্টস এর দোকানে পেয়ে যাবেন।
ব্লেন্ডারের বুশ কিনতে পাওয়া যায় প্লিজ জানাবেন।
হ্যাঁ অবশ্যই বিলিন্ডার বুশ কিনতে পাওয়া যায়। আপনি যদি খুলনায় এলাকার হয়ে থাকেন তাহলে আমি দোকানের ঠিকানা দিতে পারব নতুবা আপনার এলাকার বড় মার্কেটে যেখানে ইলেকট্রিক স্পেয়ার পার্টস বিক্রি করা হয় সেখানে খোঁজ নিতে পারেন।
ব্যালেন্ডার এর ফিতা ছিড়ে গেছে এটা ঠিক করার উপায় টা বলেন
আপনি মনে হয় ব্লেন্ডার জারের রাবার গ্যাসকেটের কথা বলছেন। যদি জারের রাবার কেটে যায় তৈরি করে নিতে হবে অথবা নতুন বাটি কিনে নিতে হবে।
ব্লেন্ডারের ঢাকনা লেগে গেছে খুলতেছেনা এখন কিভাবে খুলব প্লিজ বলুন
ব্লেন্ডার জারের ঢাকনা নাকি জার আটকে গেছে। যদি জার মেশিনের সাথে আটকে যায় তাহলে জার গ্রুপ থেকে আনলক করে আস্তে আস্তে বাইরে টান দিলে খুলে যাবে জার মেশিনের কাপলারের সাথে আটকে যায়।
এছাড়া যদি অন্য সমস্যা হয়ে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে ডিটেলস ভিডিওটি পাঠাতে পারেন 01764858484
Mesin cole kinto kono kico dile gore na keno
আপনার মেশিনের ব্লেট ঘুরে কিন্তু কোন মসলা দিলে ঘুরে না যদি এটা বুঝাতে চাচ্ছেন। যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে কাপলার দুর্বল হয়ে গেছে অথবা বেলেট এর উপরের যে নাট রয়েছে তা লুজ হয়ে গেছে ফলে ব্লেড ফ্রী ভাবে ঘুরছে। ব্লেন্ডার যার এর ব্লেড শক্তভাবে ধরে রাখুন এবং নিচের প্লাস্টিকের কাপলার ঘুরিয়ে দেখুন যদি ফ্রি ভাবে ঘুরে তাহলে ব্লেডের উপরের নাট টাইট করতে হবে আর যদি না ঘুরে তাহলে কাপলার চেক করুন মেশিনের কাপলারের সঙ্গে জারের কাপলার এডজাস্ট হচ্ছে না অথবা ক্ষয় হয়ে গেছে।
এছাড়া অন্য কোন সমস্যা হলে আমাকে ডিটেলসে জানান আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
বেলেন্ডার কারেন্ট হয়ে যায় কি কারনে
কি করতে হবে
ব্লেন্ডার মটর বডি হয়ে যেতে পারে অথবা সিলেক্টর সুইচ থেকে অথবা কেবল থেকে বডির সাথে সংযোগ হয়ে যেতে পারে।ব্লেন্ডারে যদি ২ পিন প্লাগ হয়ে থাকে তাহলে ঘুরিয়ে সকেটের সাথে সংযোগ করে দেখুন বডি হয় কিনা আপনি একটু পরীক্ষা করে দেখেন। এতে যদি সমাধান না হয় ব্লেন্ডার খুলে চেক করতে হবে সিরিজ বোর্ড ব্যবহার করে মটরের যেকোনো লিড একটি প্রান্ত এবং সিরিজ কডের অন্য প্রান্ত মোটরের বডিতে ধরতে হবে। এভাবে সিরিজ লাইন যদি জ্বলে থাকে তাহলে মটর বডি হয়ে গেছে।
apnar nambar den vaiya..amar balendar somossa
এস এস স্টিলে তো জং ধরার কথা নয়।
এস এস স্টিল এ জং ধরবে না কিন্তু আপনার বাটি কত পার্সেন্ট এসএস স্টিল দিয়ে তৈরি এটা দেখার বিষয় দীর্ঘদিন ব্যবহার করলে জং ধরতেই থাকে।
ব্লেন্ডারের ব্লেট গুরেনা কেন।
ব্লেড এর উপরে একটি নাট রয়েছে ওই নাট লুজ হয়ে গেছে কিনা খেয়াল করুন। তাছাড়া ব্লেডের চার কোনা গ্রুপ খয় হয়ে গেলে ব্লেড ফ্রি হতে পারে। যদি ব্লেডের গ্রুপ ক্ষয় হয়ে যায় তাহলে নতুন ব্লেড সেট করে দিলে সমাধান হয়ে যাবে।
জগের ব্লেড কিনতে পাওয়া যায় না
হ্যাঁ ব্লেন্ডার জগের ব্লেড কিনতে পাওয়া যায় যেখানে খুচরা পার্স বিক্রি করা হয় রাইস কুকার ব্লেন্ডার ইলেকট্রিক ইস্ত্রি এসি ফ্রিজের যন্ত্রাংশ ইত্যাদি সেখানে খোঁজ করে দেখুন পেয়ে যাবেন।
কোথায় পাবো
ইলেকট্রিক পার্টস এর দোকানে পেয়ে যাবেন যেখানে রাইস কুকার ব্লেন্ডার ওভেন এই জাতীয় পার্টস বিক্রি করা হয় ওই সমস্ত দোকানে পাওয়া যায়।