আমরা বাংলাদেশী। আমাদের দেশ জনবহুল একটি দেশ। এদেশের দরিদ্রতার হার অনেক বেশী। শিক্ষার হার তুলনা মূলক কম। এদেশ অসুস্থ রাজনীতিবিদদের দখলে রয়েছে। এদেশে দুর্নিতি ব্যাপক ভাবে গ্রাস করেছে। আমারা খুব সাধারন মানুষ। আমরাও স্বপ্ন দেখি আমাদের দেশ যেন পৃথিবীর উন্নত দেশ গুলার মত সুশৃংখল থাকবে। কিন্তু আমরা তো খুব সাধারন মানুষ, আমরা এক যুগে বা দুই যুগে দেশের পরিবর্তন আনতে পারবো না। তবে আমরা আশাবাদী, আমাদের দেশে একদিন না একদিন সুস্থ রাজনীতি ফিরে আসবে। দেশের সিংহাসনে সৎ, দায়ীত্বশীল এবং নিষ্ঠাবান নীতি নির্ধারকরা বসবেন, এবং দল মত নির্বিশেষে তারা দেশের মঙলের জন্যে কাজ করবেন। আমরা বাংলাদেশিরা একদিন শিক্ষিত এবং উন্নত জাতিতে পরিনিত হব ইনশা'আল্লাহ। আর, আপনারা যারা বিত্তবান এবং জ্ঞ্যানী মানুষ আছেন, আপনারা আপনাদের অর্থবিত্ত দিয়ে উন্নত দেশে আয়েশে জীবন যাপন করছেন। কিন্তু আমাদের তো সেই ক্ষমতা নেই। তাই দেশের এত এত অনিয়ম এবং ভিবিন্ন সমস্যা জেনে এবং দেখেও থাকতে হচ্ছে। আর একটা কথা, আপনি অনেক জনপ্রিয় উইটিউবার। আপনাকে অনেক দেশের মানুষ ফলো করে। সুতরাং, বিশ্বের মানুষদের কাছে আমাদের এই গরিব দেশটাকে এত ছোট করে রিপ্রেজেন না করলে আমারা হয়ত ভাল অনুভব করবো। আমরা চাই, আমাদের দেশের ভাল ভাল দিক গুলো তুলে ধরেন এবং পৃথিবীর ভিবিন্ন দেশের সৌন্দর্য এবং তাদের সংস্কৃতি তুলে ধরবেন। আমারা বাঙালি জাতি, আমরা আর্থিকভাবে গরিব বলেই হয়ত আমাদের আবেগ বেশি। তাই, আমাদের দেশকে কেউ ছোট করলে আমাদের অনূভুতিতে আঘাত লাগে। আমারা বাঙালিরা দেশকে মায়ের মত সম্মান করি। ধন্যবাদ
আপনি ঢাকায় প্রচলিত তৈরি খাবারের মান নিয়ে যথার্থই বলেছেন। আসলেই ঢাকার লোকজন টাকা দিয়ে পায়খানাই কিনে খায়। এখানে বেশীরভাগ খাবার ই অখাদ্য বললে একটুও অত্যক্তি হবে না।
বনি আমীন ! আপনাকে ধন্যবাদ জানাই, খবরটা পরিবেশন করার জন্য । আপনার মত স্পষ্ট বক্তা ছাড়া এই news গুলি কেউই পরিবেশন করবে না এবং জনগন এগুলি জানবেন না । ধন্যবাদ বনি । আপনি চলিয়ে যান ।
আমি সত্যিই অবাক হলাম দাদা আমাদের বাংলাদেশকে বাঁশ দিচ্ছে আর আমাদের অনেকেই তাকে ধন্যবাদ দিচ্ছে। দাদা আমি নিশ্চিত আপনি ঐ বাজারের কোন খাবার মুখে দেননি কিন্তু তাই বলে কি আপনি বাংলাদেশের কোথাও কিছুই খান নাই!!! অবশ্যই খেয়েছেন এবং তা অবশ্যই স্বাস্থ্যকর ও মুখরোচক ছিলো। কিন্তু আপনি তার কোন ভিডিও তুলে ধরেন নাই কারণ তাতে আপনি এত সস্তা লাইক পেতেন না বাংলাদেশ কে এভাবে বাঁশ দিতে পারতেন না। দাদা ঐ বাজারের যাঁরা ক্রেতা এবং বিক্রেতা তারা সবাই আপনার আপনার থেকে অনেক নিম্ন আয়ের মানুষ। হ্যাঁ এটা ঠিক যে বাজারটা অনেক অপরিস্কার ও অস্বাস্থ্যকর কিন্তু এটাও সত্য যে ঐ বাজারের ক্রেতারা সবাই আপনার মতো সামর্থ্যবান না। যে আপনার মতো নামিদামি কোন মার্কেট থেকে মিষ্টি কিনে খাবে। দাদা ঐ বাজারের থেকেও অনেক নোংরা অস্বাস্থ্যকর বাজার কিন্তু ভারতে আছে। আমরা বাংলাদেশীরা যখন ভারত যাই তখন ভারতের সৌন্দর্য তুলে ধরি আপনার মতো বাঁশ দেই না। কেন যানেন কারণ আমরা বাংলাাদেশীরা যে দেশের খাবার খাই সেই দেশেরই গুণ গাই। আপনার কাছে অনুরোধ রইলো আপনি বাংলাদেশের যেই স্বাস্থ্যকর ও মুখরোচক খাবার খেয়েছেন তার একটি ভিডিও তুলে ধরুন আর নাহলে এই ভিডিও ডিলিট করুন।
ভাইরে নিজের দেশ বলে সব কিছু ভাল তা নয় । আপনার মত যারা ভাবে তারা অন্য কারো কাছ থেকে শিক্ষা নেয় না , আর এভাবেই আমরা এতো নিচে নামছি । কে কাকে বাঁশ দিচ্ছে এগুলা বাদ দিয়ে একটু বুঝার চেষ্টা করুন... আমরাই তো একে অপরকে এভাবে বাঁশ দিয়ে যাচ্ছি
@@iamcrypticcoderভাই আমি দুঃখিত যে আমি আপনাকে বুঝাতে পারিনি। আমি নিজে ও কিন্তু বলেছি ঐ বাজারটি অপরিস্কার ও অস্বাস্থ্যকর। ভাইরে আমার দেশের অনেক খারাপ দিক যেমন আছে তেমনি অনেক ভাল দিক ও আছে। শুধু খারাপ দিকগুলো তুলে ধরবেন আর ভালো দিকগুলোর কথা বলবেন না এটা কিন্তু ঠিক না।
আমি একজন বনি আমিনের হের্টাস আসলে উনি প্রাথমিক পর্যায়ে যেভাবে কথাগুলো বলেন আমরা বাঙালি তাই আমাদের গায়ে লাগে,কিন্তু কথাগুলো সত্য একদম নির্ভেজাল, কিন্তু আমরা হঠাৎ সত্য কথা শুনে রেগে খারাপ কমেন্ট করে বসি,একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখা যায় এখানে অনেকগুলো মানুষ রুজি রুটি করছে তারা যদি একটু চেষ্টা করে পরিবেশটা অনেক সুন্দর করা সম্ভব, কিন্তু না করবে না কারণ আরেকজন ও করে না তাই বলে নিজেও করবে না, বনি আমিন স্যার যে দেশে বসবাস করে সে দেশ থেকে এসে গুলা দেখলে বলাই স্বাভাবিক,আসলে আমাদের দেশ গরিব না আমাদের মন-মানসিকতায় গরিব যতক্ষণ আমাদের মনের আবর্জনা ছাপ হবে না ততক্ষণ দেশও ছাপ হবে না, বনি আমিন স্যারের উদ্দেশ্যে আপনাকে পুরো না জেনে না বুঝে খারাপ কমেন্ট করেছিলাম ক্ষমার নীতি অবলম্বন করবেন,
বনি আমিন ভাই,আমার মনে হয়, আপনার কমেন্ট টাই যথোপযুক্ত। হতে পারে এটি কথার কথা,কিন্ত এর গোড়া থেকে বিবেচনা করলে কিন্ত কথাটা সত্যি। এটি অকটি অপ্রিয় সত্য ঘটনা। ধন্যবাদ বনি আমিন ভাই, ভাল্লাগছে
বাংলাদেশে ২৫/২৬টি টিভি চ্যানেল বিদ্যমান কেউই আজ পর্যন্ত এই বিষয়টা তুলে ধরতে পারেনি, তাইতো আপনি বলতে পারেন 'শুধুই বনি আমিন দেখাতে পারে',এখানে দেখার কেউ নাই, শোনার কেউ নাই, বলার কেউ নাই, নেতা নেত্রীর বন্দনায় ব্যস্ত।আর যাদের দায়িত্ব এসব দেখার তারা নিজেদের পকেট ভরছে। এখন আপনার মত নির্মোহ মানুষ গুলো আমাদের ভরসা। অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের মত মানুষরা কখন বিচ্যুত হতে পারেনা কারন আপনার চাওয়া পাওয়ার কিছু নাই একমাত্র মানুষের ভালবাসা ছাড়া। আমাদেরদোয়া অবশ্যই প্রতিনিয়ত আপনার প্রতি থাকবে।
@@আনন্দেরনোয়াখালী কাউকে ধন্যবাদ দিতে আপনার অনুমতি নিতে হবে? আমার দেখার চোখ আর আপনার দেখার চোখ একই রকম হবে সেটা কি করে চিন্তা করলেন? আমি ওনার সব ভিডিও দেখি। আমাকে নিয়ে না ভেবে বাংলা বানানের দিকে লক্ষ্য দিন।
Sir we the people of subcontinent are so poor that our pocket permits to have these low cost food which are really unhygienic but believe me we are immuned to have these food in our everyday life. Don't blame Bangladesh alone , you can see the same in India also. Life of common people is priceless. Best wishes from Kolkata , India
Abhijit Pal: Thank you for uttering the real words. But we do not know why our lifestyle is so nasty. Our wealth is being misused but we have no say. This cannot go a long way. Boni Amin is right to point them out. We have a lot of lessons to take from such figures.
উনি বোধ হয় ভুলে গেছেন উনি কখনো বাংলাদেশি ছিলেন আজ অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়ে বাংলাদেশের ঢাকা ও বাংলাদেশের মানুষকে গু খায় বলে কেন এমন বিশ্রী লেখা লেখেন কি সুন্দর করে উপস্থাপন করলে তো পারেন আমার কাছে মনে হয় আপনি শিক্ষিত মানুষ এভাবে কেন উপস্থাপনা করেন মানুষের এত ছোট করে দেখেন কেন
উনি শিক্ষিত কে বলেছে? অস্ট্রিলিয়া গেলেই কেউ শিক্ষিত হয় না। এসব করে হতাশা থেকে কারণ তার হয়ত এই দেশেই কিছুই নাই। অভাবের তাড়নায় একদিন ঘটিবাটি বিক্রি করে প্রবাসে গিয়েছিল।
@@mrinmoyeesubha8573 I have seen in foreign countries (Asian) that Bengali faces people are working as latrine and floor cleaner in the airport. But they work in foreign. But I am not comparing all of migrated foreigners.
!"""""বস,!😲😱আপনার মত সাহসী ব্যক্তি এতদিন কোথায় ছিল?!!খুবই দুঃখ-জনক ব্যাপার! 😲😒😒😞এই দেশের বর্তমান অবস্থা! 😲😲আপনি এগিয়ে যান বস👌👌আপনার সাথে আছি আমরা......
Hassan Hoque@তোমাকে অশেষ ধন্যবাদ তোমার অসভ্য ও অশালীন 'মুসলিম কমেন্ট'টি সম্পূর্ণ তুলে নেয়ার জন্যে। তোমাকে আমার চ্যানেল দেখা থেকে আমি ব্লক করলাম না। পাশে থাকো, পাশে রেখো। একজন ভালো মুসলিম হয়ে নিজেকে বিশ্ববাসীর কাছে মুখ উজ্জ্বল করো। TO ALL VIEWERS@ আমার ভিউয়ার সবার জন্যে আমার এই কমেন্টঃ একটা উপমা অথবা উপদেশ দেবো সকলকে "যখন একজন লোক বা নারী কোনো খারাপ আচরণ করেন তখন প্রতিপক্ষ তাকে তার নিরীহ মা-বাবাকে তুলে গালমন্দ করে। বলে তার মা বাবা খারাপ, তাই সন্তানো খারাপ হয়েছে অথবা তার জন্মে দোষ আছে বলে তার মাকে অসতী বলে অপবাদ দেয়। ঠিক একইভাবে একজন মুসলমান ব্যাক্তি যখন পরধর্মের কাউকে নির্যাতন, আক্রমণ, জুলুম এবং সর্বোপরি তার আচরণে 'অমুসলিম বা কফেরিও' আচরণ পরিলক্ষিত হয় তখন ভুক্তভোগী বা আক্রান্ত ব্যাক্তি আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এবং তার ইসলাম ধর্মকে জালিম বা সন্ত্রাসী ধর্ম বলে গালি দেয়। আপনার আচরণে কেন আমাদের প্রিয় নবী 'একজন শিশু ধর্ষক' বা 'সন্ত্রাসী নবী' বা ডাকাত বা লুইচ্চা নবী (আস্তাগফিরুল্লাহ) বলে গালি খাবেন? কেন ইসলাম ধর্মকে মানুষ শুধুমাত্র আপনার 'জালিম ও ব্যাভিচারী' আচরণ বা আপনার আক্রমণাত্মক কমেন্টের জন্যে গালি দেবে? আপনার অশান্ত ব্যবহার দেখলে যেকেউ 'ইসলাম'কে কিভাবে শান্তির ধর্ম বলবে? আপনার চরিত্রহীনতা বা ডাকাতির জন্যে কেন আপনার নিরীহ পিতামাতাকে অন্যরা গালি দেবে? কেন আপনি প্রতিপক্ষকে সেই সুযোগ দেবেন? আপনি যদি 'ইসলামের আয়না' হউন বা আপনি যদি আসলেই 'সতী মায়ের' সন্তান হউন তা আপনার আচরণেই ফুটে উঠবে। অনেক বলে ফেললাম। ভালো থাকুন সকলে। ধন্যবাদ। Show less
শিরোনামের সাথে বাস্তবতার শতভাগ মিল রয়েছে। কোটি কোটি মানুষের মনের চোখ খুলে দিয়েছেন। ক্রেতারা যায় সামনে যা পায় তাই নিয়ে চলে আসে কিন্তু পেছনের গল্প আর জানা হয় না।
To All viewers@দেখুন বন্ধুরা মাছি কত মারাত্মক জীবাণু ছড়াতে পারে মানবদেহে, আরো দেখুন কিভাবে বাংলাদেশের দাগী-সন্ত্রাসী-জঙ্গী এবং কট্টোর হিন্দু-বিদ্বেষী মুসলিমরা রোগবালাই সারানোর জন্যে পার্শবর্তী 'মালাউনের' দেশে ছুটে যায়। দেখুন 'মাছি ও ভারতের' সম্পর্ক এই ভিডিওতে ruclips.net/video/HH4rPKFWm88/видео.html
আপনার দেশপ্রেম দেখে আমি অভিভুত। অনেকেই আপনাকে ভুল বোঝে, তারা শুধু নিজেদের ভাল প্রমান করতে চায় চায় সুনাম গুনগান শুনতে। আত্মসমালোচনা যদি না করা যায় তাহলে কোন দিন শোধরানো যাবে না । আমার দেশ ও জাতী কে আমরা আরও উন্নত দেখতে চাই, চাই বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাড়াতে, জানি না কবে তা সম্ভব হবে!
আমি জানি না , আমাদের বাংলাদেশীরা এত খাচ্চর কেন হয় ? কর্তৃপক্ষ কি দেখেও দেখে না ? বাজার বসানোর অনুমতি দিল , মিষ্টির দোকান বসানোর অনুমতি দিল । পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা এই ?? পরিবেশ পরিচ্ছন্ন রাখার কি কেউ নেই ??
ক্ষমতার পালা বদলে সেটা হয়ে যাবে আরেক সরকারের ইশারায় , এটাই হচ্ছে বাংলাদেশের চিরাচরিত নিয়ম । তাই কোনো সরকারকে একক ভাবে দায়ী না করে বাংলাদেশে যতবার যেই ক্ষমতাতেই আসুক তাদেরকেই দায়ী করা ভাল । কারন ক্ষমতায় যারা থাকে তাদের উচ্ছিতাংশভোগীরা সবাই ভূমিদখলবাজ ,টেন্ডারবাজ, মারামারি,প্রকৃতিকেও এরা ধর্ষন করতে কুন্ঠাবোধ করে না । মুদ্রার এপিঠ ওপিঠ আমাদের এই দেশের দলগুলো । মুদ্রার এপিঠ ওপিঠ হলেও এইসব পয়সার বাজারমান কিন্তু সমান ।
কোলকাতার নোংরার কথা বলে কি নিজের দেশের এইসবের পক্ষে সাফাই গাইবেন নাকি ? নিজের দেশের সমস্যার কথা গা কেন জ্বলে ? আরে ইন্ডিয়া তো হিন্দু প্রধান দেশ ,তাদের কথা ছেড়েই দিন । আমাদের দেশের কথা ভাবুন । পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ । নিজে নিরপেক্ষ থেকে দেশের ভালর জন্য কথা বলুন , সমালোচনা করুন । এইসব কাইষ্ঠামি স্বভাবের কারনেই আরবরা আমাদের মিসকিন বলে । কি ?? শুনতে খুব ভাল লাগে ?
সস্তার দুরবস্থা, বাঙ্গালী খালি খুঁজে সস্তা খাবার পরিষ্কারের বিষয়টা কেউ মাথায় রাখে না আর এ ব্যাপারে দোকানি কে কেউ কিছু বলে না. আমি একবার দোকানিকে কে বলছিলাম সে বল্লো এখানে আসছেন কেন ফাইভ স্টার যান.
নবাব সিরাজউদ্দৌলার ছবিতে ব্রিটিশরা যেভাবে কথা বলতো আপনার কথাগুলো মুঘল আমলের ব্রিটিশদের মতো.প্রতিদিন সকালে এক কেজি করে আদা খান দেখবেন ঠিক হয়ে যাবে😂😂😂😂😂😂
জনাব, বনি সাহেব শুভেচ্ছা আপনাকে, সুন্দর পূঁজা ইভ্যেন্ট কভারেজ দেওয়ার জন্য, আপনার সাবলিল উপস্থাপনা আমরা যারা বাঙালী তাদের কাছে ভালই লেগেছে, প্রর্থনা করি, in future you will present more such events, জনাব, বনি সাহেব, পূর্বের কোন এক ভিডিও পোষ্টে আপনি বলেছিলেন, ডিসেন্বরে আপনি,ইসরাইল ভ্রমন করার পরিকল্পনা আছে, আপনার কাছে অনুরোধ রইল, ইহুদি ও মুসলমানদের পারস্পরিক র্ধমিও, সামাজিক সস্পর্কটা কেমন, আমাদের বিস্তারিত জানাবেন আসা করি, কারন আমাদের দেশের প্রায় কিছু কাট মোল্লারা ইহুদিদের ব্যাপারে অত্যন্ত নেতিবাচক ভাবে উপস্থাপ করে, থাকে, যা আমরা খুব ছোটবেলা থেকেই ওয়াজ নসিওতে দেখে ও শুনে আসছি, মনে হয় যেন ইহুদিদের মত নিকিষ্ট মানব জীব মনে হয় পৃথিবিতে নাই। ধন্যবাদ আপনাকে।
শুধু মুসলমান না ইউরোপিয়ান খ্রিস্টান বা নাস্তিকরা ও ইহুদিদের ঘৃনা করে। হিটলার বলেই গেছিলো যে পৃথিবীতে বেচে থাকা অবশিষ্ট এই ইহুদিদের জন্য একদিন মানুষ আমাকে গালি দিবে। আপনি নিজেই চিন্তা করেন ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদের উপর কিচাবে নির্যাতন করছে। এভাবে মোল্লাদের উল্টাপাল্টা বকে ঈমান নষ্ট করার প্রয়োজন কি?? নবিজীদের আমল থেকে ইহুদি ঘোর মুসলমান বিরোধী।
আমার দেখা পৃথিবীর সেরা ইউটিউবার অমানুষ বনি আমিন স্যার, অমানুষ বনি আমিন যা দেখাতে পারবে পৃথিবীর আর কেউ দেখাতে পারবে না, ❤️ Boni Amin sir love you so much
ভাইয়া আমার ওমানে কফি,শফ এর দোকান আছে,ভাইয়া এখানে দোকান ওপেন করার আগে এই দেশের সরকার এর কাছে উনমদন করতে হয়,,তার পর সরকার থেকে লোক এসে দোকান পরি দরসন করে ওরাই নিধারন করে দেয় কয়টা টেবিল,,কয়টা চেয়ার,কয়টা,ব্রছিং, কয়টা চুলা,কয়টা ফ্রিজ, কয় জন মানুষ কাজ করবে,,তাছারা যেগুলা দিয়ে বা যেগুলার উপর মানে টেবিল,চুলা সব কিছুই ইস্টিল হতে হবে,,দোকানের ভিতর গন্ধ বা মাছি বা তেলাপকা বা খাবার এর ভিতরে চুল,আবার মাথায় নেটের টুপি হাতে গালাপছ,,পোসাক পরিস্কার থাকতে হবে,,এবং দারি গফ বরো রাখা যাবেনা,, দোকানের কিচেন এর ছাইট টাইছ থাকতে হবে,, সব সময় ফলর আয়নার মতো পরিসকার রাখতে হবে,,এর মদ্ধে একটা বা দুইটা আলামত পেলে জরিমানা করে প্রয় এক থেকে দের লাখ টাকার মতো,,আর বেশি পরি মানে আলামত পেলে দোকান ছিল করে তালা মেরে দিয়ে যায়,,,বাংলা দেশে এখন বেশি বেশি রোগ হচ্ছে কিডনি ডেমেজ হাডের রোগ,,,কেনছারের মতো মারাক্তক এই ধরনের রোগ হচ্ছে,,শুধু মাত্র এই পরি বেশে খাবার বানানর জন্য,,,আমি এতে পতিবাদ জানাই,,,আমি চাই সরকার প্রতি নিওতো কাজ করুক,,, ভাই আপনাকে ছেলুট,,,দেখুক বাংলা দেশের জনগন,,সবার কাছে অনরধ, সবাই মিলে এগিয়ে আসলে আমারা পরিবেশ বাচাতে পারবো,,সবাই শুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করি ধ্যনবাদ
শুধু এই ভিডিওতে আপনাকে সম্মান জানাচ্ছি! ধন্যবাদ এই টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য! যদি পুরো বিশ্বে নোংরামির প্রতিযোগিতা লাগতো,বাংলাদেশ প্রথম হতো! আর এটা হলো গিয়ে মুসলিম দেশ!আল্লাহ হেদায়েত দান করুক!
I went to India in 2001 and did not eat enough to fill the stomach. Sometimes I lost 5 kilos of weight in 7 days because of the dirty and abnormal atmosphere of food. Thank you bro
আসসালামুয়ালাইকুম,আমি বনি ভাইয়ের এই ভিডিওটি দেখলাম এবং কমেন্ট গুলো পড়লাম। আসলে খুবই আশ্চর্যের বিষয় মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব,সেই মানুষ কিভাবে অন্য মানুষকে এতো নোংরা ভাবে লেখনীর মাধ্যমে অপমানিত করে। আমরা কি ভাবিনা এতো খারাপ কথা কিভাবে লিখি, কাকে উদ্দেশ্য করে লিখি ,সে তো একজন মানুষ। এবার আসি ভিডিও এর টাইটেল নিয়ে।আমি একজন বাংলাদেশী হিসেবে বলবো টাইটেল টা আরো নোংরা ভাষায় দেওয়া উচিত ছিল।এর কারণ আমাদের যাতে ঘুম ভাঙ্গে, সরকারের নখদর্পণে যেনো আসে বিষয়টি।মনে রাখবেন এটা ঢাকার প্রাণকেন্দ্র বলে কথা। বনি ভাই কিন্তু বলে নাইএই মিষ্টি খেলে কি কি ক্ষতি হবে।যার ফলে কি কি রোগ হতে পারে বা একসময় প্রান নাশের আশংকা রয়েছে। আবার তিনি দোকানদারকে বলেননি এরকম নোংরা পরিবেশে কেনো মিষ্টি তৈরি করছেন, এরকম পরিবেশে মিষ্টি তৈরি করলে মামলা করবো অথবা মানুষের মৃত্যুর দিকে ঝুঁকি বাড়ছে।সে জাষ্ট সত্যিটা তুলে ধরছেন।এখন আপনি মিষ্টি খান আর না খান এটা একান্তই আপনার অভিরুচি।আসলে ফুলেতো 🍯 মধু আছে আবার বিষ ও আছে।এখন আপনার উপর নির্ভর করবে আপনি কি মধু খাবেন নাকি বিষ খাবেন । যদি আপনি মধু খান তাহলে আপনি মৌমাছি আর যদি বিষ আহরন করেন তবে নিঃসন্দেহে আপনি বিষাক্ত বিচ্ছু। মৌমাছির থেকে সবাই মধু পায় আর বিচ্ছু তো মানুষকে কামড়ে দেয় বিষাক্ত ছোবলে। শিক্ষা দু প্রকার কুশিক্ষা আর শুশিক্ষা সুতরাং যে যেখানেই কর্ম করুক না কেনো তার স্বভাবে বেসিক্যালি এই দুই প্রকারের এক প্রকার খুঁজে পাবেন।যার অকাট্য প্রমাণ উপরের কমেন্ট গুলো। ধর্ম নিয়ে একটি কথা বলতে চাই , মানুষ যেমন একটি নির্দিষ্ট বিষয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সেই বিষয়ের উপর সম্যক জ্ঞান অর্জন করে। তেমনি ভাবে ধর্ম সম্পর্কে জানতে হলে বা সম্যক জ্ঞান অর্জন করতে হলে যথেষ্ট ষ্টাডির দরকার আছে। আরবের একসময়ের বিখ্যাত কবি ইমরূল কায়েসের কাছে খবর আসলো যে আরবি সাহিত্য নিয়ে এক ইসলামের সাধক একটি কিতাব লিখতেছেন। একথা শুনে ইমরূল কায়েস বললো, সাহিত্য নিয়ে কিতাব লেখলে তো নোংরা গল্প, কবিতা ব্যতীত তা সম্ভব নয়। এই কথা মুসলিম সাধকের নিকট পৌঁছালে ,সাধক বল্লেন আসলে কূপের কিনারে বসে ব্যাং মনে করে এটাই কূপের শেষ গভীরতা। সবকিছু পজিটিভলি দেখেন ,আমি কথা দিলাম দেখবেন পরিবার থেকে শুরু করে সবজায়গাতেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
বাংলাদেশের মানুষ যদি গড়ে ২ গ্রাম গু খায় তবে ঢাকার মানুষ গড়ে ৪ গ্রাম গু খায়। খুবই সত্যি বলেছেন বনি আমিন। অনেক অনেক ধন্যবাদ।
আমরা বাংলাদেশী।
আমাদের দেশ জনবহুল একটি দেশ। এদেশের দরিদ্রতার হার অনেক বেশী। শিক্ষার হার তুলনা মূলক কম।
এদেশ অসুস্থ রাজনীতিবিদদের দখলে রয়েছে। এদেশে দুর্নিতি ব্যাপক ভাবে গ্রাস করেছে।
আমারা খুব সাধারন মানুষ। আমরাও স্বপ্ন দেখি আমাদের দেশ যেন পৃথিবীর উন্নত দেশ গুলার মত সুশৃংখল থাকবে।
কিন্তু আমরা তো খুব সাধারন মানুষ, আমরা এক যুগে বা দুই যুগে দেশের পরিবর্তন আনতে পারবো না।
তবে আমরা আশাবাদী, আমাদের দেশে একদিন না একদিন সুস্থ রাজনীতি ফিরে আসবে। দেশের সিংহাসনে সৎ, দায়ীত্বশীল এবং নিষ্ঠাবান নীতি নির্ধারকরা বসবেন, এবং দল মত নির্বিশেষে তারা দেশের মঙলের জন্যে কাজ করবেন।
আমরা বাংলাদেশিরা একদিন শিক্ষিত এবং উন্নত জাতিতে পরিনিত হব ইনশা'আল্লাহ।
আর, আপনারা যারা বিত্তবান এবং জ্ঞ্যানী মানুষ আছেন, আপনারা আপনাদের অর্থবিত্ত দিয়ে উন্নত দেশে আয়েশে জীবন যাপন করছেন।
কিন্তু আমাদের তো সেই ক্ষমতা নেই। তাই দেশের এত এত অনিয়ম এবং ভিবিন্ন সমস্যা জেনে এবং দেখেও থাকতে হচ্ছে।
আর একটা কথা, আপনি অনেক জনপ্রিয় উইটিউবার। আপনাকে অনেক দেশের মানুষ ফলো করে।
সুতরাং, বিশ্বের মানুষদের কাছে আমাদের এই গরিব দেশটাকে এত ছোট করে রিপ্রেজেন না করলে আমারা হয়ত ভাল অনুভব করবো।
আমরা চাই, আমাদের দেশের ভাল ভাল দিক গুলো তুলে ধরেন এবং পৃথিবীর ভিবিন্ন দেশের সৌন্দর্য এবং তাদের সংস্কৃতি তুলে ধরবেন।
আমারা বাঙালি জাতি, আমরা আর্থিকভাবে গরিব বলেই হয়ত আমাদের আবেগ বেশি।
তাই, আমাদের দেশকে কেউ ছোট করলে আমাদের অনূভুতিতে আঘাত লাগে। আমারা বাঙালিরা দেশকে মায়ের মত সম্মান করি।
ধন্যবাদ
সচেতন মুলক এই সব দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া
আপনি ঢাকায় প্রচলিত তৈরি খাবারের মান নিয়ে যথার্থই বলেছেন। আসলেই ঢাকার লোকজন টাকা দিয়ে পায়খানাই কিনে খায়। এখানে বেশীরভাগ খাবার ই অখাদ্য বললে একটুও অত্যক্তি হবে না।
টাকার লোভ
মিষ্টি কিনলে মাছি ফ্রী । দই দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে । এটাই আমাগো বাংলাদেশ ।
বনি আমীন ! আপনাকে ধন্যবাদ জানাই, খবরটা পরিবেশন করার জন্য । আপনার মত স্পষ্ট বক্তা ছাড়া এই news গুলি কেউই পরিবেশন করবে না এবং জনগন এগুলি জানবেন না । ধন্যবাদ বনি । আপনি চলিয়ে যান ।
আমি সত্যিই অবাক হলাম দাদা আমাদের বাংলাদেশকে বাঁশ দিচ্ছে আর আমাদের অনেকেই তাকে ধন্যবাদ দিচ্ছে।
দাদা আমি নিশ্চিত আপনি ঐ বাজারের কোন খাবার মুখে দেননি কিন্তু তাই বলে কি আপনি বাংলাদেশের কোথাও কিছুই খান নাই!!!
অবশ্যই খেয়েছেন এবং তা অবশ্যই স্বাস্থ্যকর ও মুখরোচক ছিলো। কিন্তু আপনি তার কোন ভিডিও তুলে ধরেন নাই কারণ তাতে আপনি এত সস্তা লাইক পেতেন না বাংলাদেশ কে এভাবে বাঁশ দিতে পারতেন না।
দাদা ঐ বাজারের যাঁরা ক্রেতা এবং বিক্রেতা তারা সবাই আপনার আপনার থেকে অনেক নিম্ন আয়ের মানুষ। হ্যাঁ এটা ঠিক যে বাজারটা অনেক অপরিস্কার ও অস্বাস্থ্যকর কিন্তু এটাও সত্য যে ঐ বাজারের ক্রেতারা সবাই আপনার মতো সামর্থ্যবান না। যে আপনার মতো নামিদামি কোন মার্কেট থেকে মিষ্টি কিনে খাবে।
দাদা ঐ বাজারের থেকেও অনেক নোংরা অস্বাস্থ্যকর বাজার কিন্তু ভারতে আছে। আমরা বাংলাদেশীরা যখন ভারত যাই তখন ভারতের সৌন্দর্য তুলে ধরি আপনার মতো বাঁশ দেই না। কেন যানেন কারণ আমরা বাংলাাদেশীরা যে দেশের খাবার খাই সেই দেশেরই গুণ গাই।
আপনার কাছে অনুরোধ রইলো আপনি বাংলাদেশের যেই স্বাস্থ্যকর ও মুখরোচক খাবার খেয়েছেন তার একটি ভিডিও তুলে ধরুন আর নাহলে এই ভিডিও ডিলিট করুন।
Rajib Hasan please watch my Padma hilsha video before you comment against me further
Rajib hasan আপনার কথার সাথে সহমত ভিনদেশি আরেকজনের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন নাই..
ভাইরে নিজের দেশ বলে সব কিছু ভাল তা নয় । আপনার মত যারা ভাবে তারা অন্য কারো কাছ থেকে শিক্ষা নেয় না , আর এভাবেই আমরা এতো নিচে নামছি । কে কাকে বাঁশ দিচ্ছে এগুলা বাদ দিয়ে একটু বুঝার চেষ্টা করুন... আমরাই তো একে অপরকে এভাবে বাঁশ দিয়ে যাচ্ছি
@@iamcrypticcoderভাই আমি দুঃখিত যে আমি আপনাকে বুঝাতে পারিনি।
আমি নিজে ও কিন্তু বলেছি ঐ বাজারটি অপরিস্কার ও অস্বাস্থ্যকর।
ভাইরে আমার দেশের অনেক খারাপ দিক যেমন আছে তেমনি অনেক ভাল দিক ও আছে।
শুধু খারাপ দিকগুলো তুলে ধরবেন আর ভালো দিকগুলোর কথা বলবেন না এটা কিন্তু ঠিক না।
Rajib hasan
হ্যা জনাব, আপনার কথার সাথে আমি একমত রাখি আর উনার ভিডিওর টাইটেলটিও ভালো হয় নি।
যারা বনি আমিন ভাইকে আক্রমণ করে কথা বলছেন তারা চোখ থেকেও অন্ধ অথবা এইসব দোকানের মালিক
আমি একজন বনি আমিনের হের্টাস আসলে উনি প্রাথমিক পর্যায়ে যেভাবে কথাগুলো বলেন আমরা বাঙালি তাই আমাদের গায়ে লাগে,কিন্তু কথাগুলো সত্য একদম নির্ভেজাল, কিন্তু আমরা হঠাৎ সত্য কথা শুনে রেগে খারাপ কমেন্ট করে বসি,একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখা যায় এখানে অনেকগুলো মানুষ রুজি রুটি করছে তারা যদি একটু চেষ্টা করে পরিবেশটা অনেক সুন্দর করা সম্ভব, কিন্তু না করবে না কারণ আরেকজন ও করে না তাই বলে নিজেও করবে না,
বনি আমিন স্যার যে দেশে বসবাস করে সে দেশ থেকে এসে গুলা দেখলে বলাই স্বাভাবিক,আসলে আমাদের দেশ গরিব না আমাদের মন-মানসিকতায় গরিব
যতক্ষণ আমাদের মনের আবর্জনা ছাপ হবে না ততক্ষণ দেশও ছাপ হবে না,
বনি আমিন স্যারের উদ্দেশ্যে আপনাকে পুরো না জেনে না বুঝে খারাপ কমেন্ট করেছিলাম ক্ষমার নীতি অবলম্বন করবেন,
বনী আমিন ভাই, আপনার জনসচেতনতা মূলক প্রতিবেদন গুলোর জন্য আপনাকে স্যালুট জানাই। চালিয়ে যান। অনেকেই আপনাকে বোঝে, বাকিরাও বুঝবে। ✌💙✌💙
Thanks for the information.
বাঁশের আগায় ঝুলে আছে বাংলাদেশের মানুষের ভাগ্য
খুবই সুন্দর উপস্থাপনা। মানবকল্যানের সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে ভিডিও করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বনি আমিন ভাই,আমার মনে হয়, আপনার কমেন্ট টাই যথোপযুক্ত। হতে পারে এটি কথার কথা,কিন্ত এর গোড়া থেকে বিবেচনা করলে কিন্ত কথাটা সত্যি। এটি অকটি অপ্রিয় সত্য ঘটনা। ধন্যবাদ বনি আমিন ভাই, ভাল্লাগছে
আসসালামুআলাইকুম
কমেন্ট না করে পারলাম না..
মাছি চম চম... বাম হাত দিয়ে বিশেষ কাজ... হা হা হা হা..
খুবই অস্বাস্থ্যকর পরিবেশ...
বাংলাদেশে ২৫/২৬টি টিভি চ্যানেল বিদ্যমান কেউই আজ পর্যন্ত এই বিষয়টা তুলে ধরতে পারেনি, তাইতো আপনি বলতে পারেন 'শুধুই বনি আমিন দেখাতে পারে',এখানে দেখার কেউ নাই, শোনার কেউ নাই, বলার কেউ নাই, নেতা নেত্রীর বন্দনায় ব্যস্ত।আর যাদের দায়িত্ব এসব দেখার তারা নিজেদের পকেট ভরছে। এখন আপনার মত নির্মোহ মানুষ গুলো আমাদের ভরসা। অনেক অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ, আপনার প্রশংসায় আমি নিজেকে আরো দায়িত্ব সচেতন হিসেবে মনে করছি। তবে ভয়ও হয়, যদি নিজ দায়িত্ব থেকে বিচ্যুত হই। দোআ করবেন। আবারো ধন্যবাদ।
আপনাদের মত মানুষরা কখন বিচ্যুত হতে পারেনা কারন আপনার চাওয়া পাওয়ার কিছু নাই একমাত্র মানুষের ভালবাসা ছাড়া।
আমাদেরদোয়া অবশ্যই প্রতিনিয়ত আপনার প্রতি থাকবে।
New York je jackson height Bangladeshi mistir dokan asche inspectors always inspection kore jeta Bangladesh nei
আপনাকেও ধন্যবাদ ভাই
@@আনন্দেরনোয়াখালী কাউকে ধন্যবাদ দিতে আপনার অনুমতি নিতে হবে? আমার দেখার চোখ আর আপনার দেখার চোখ একই রকম হবে সেটা কি করে চিন্তা করলেন? আমি ওনার সব ভিডিও দেখি। আমাকে নিয়ে না ভেবে বাংলা বানানের দিকে লক্ষ্য দিন।
এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ 💜💜❤
আমাদের বনি ভাই এর জন্য এমন কোনো সত্য লুকিয়ে থাকতে পারবে না উনি সব কিছু তুলে ধরবেই,,,ধন্যবাদ ভাই সত্য টা আমাদের দেখানোর জন্য।
Boni vai k,, tar dush gula published korte bolen,,tokhon dekha jabe se kmn nijer dush khuje ber korte pare....
soon Kayes toi ke boda ma rani
@@MoinKhan-ck4bf তর বাড়ী নিশ্চয় ঢাকা
উন্নয়নশীল বাংলাদেশ কে দেখানোর জন্য বনি আমিন আপনাকে ধন্যবাদ !!!
''জাতিকে বাঁশের আগায় যে ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে'' মজা পেলাম
Sir we the people of subcontinent are so poor that our pocket permits to have these low cost food which are really unhygienic but believe me we are immuned to have these food in our everyday life. Don't blame Bangladesh alone , you can see the same in India also. Life of common people is priceless. Best wishes from Kolkata , India
Abhijit Pal: Thank you for uttering the real words. But we do not know why our lifestyle is so nasty. Our wealth is being misused but we have no say. This cannot go a long way. Boni Amin is right to point them out. We have a lot of lessons to take from such figures.
বলতে লজ্জা হয় এগুলাই আমরা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছি!!!!ধন্যবাদ আপনাকে পুরো বিষয়টি তুলে ধরার জন্য।
আমার দেশের পরিবেশ কতদিনে ভালো হবে। হয়তো মুসলমান মিষ্টি দোকানি হলে পরিবেশ ভালো হতো
ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছে দেশের মানুষ হিসেবে আমাদের সবার সচেতন হতে হবে
উনি বোধ হয় ভুলে গেছেন উনি কখনো বাংলাদেশি ছিলেন আজ অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়ে বাংলাদেশের ঢাকা ও বাংলাদেশের মানুষকে গু খায় বলে কেন এমন বিশ্রী লেখা লেখেন কি সুন্দর করে উপস্থাপন করলে তো পারেন আমার কাছে মনে হয় আপনি শিক্ষিত মানুষ এভাবে কেন উপস্থাপনা করেন মানুষের এত ছোট করে দেখেন কেন
উনি শিক্ষিত কে বলেছে? অস্ট্রিলিয়া গেলেই কেউ শিক্ষিত হয় না। এসব করে হতাশা থেকে কারণ তার হয়ত এই দেশেই কিছুই নাই। অভাবের তাড়নায় একদিন ঘটিবাটি বিক্রি করে প্রবাসে গিয়েছিল।
উনি বাংলাদেশি ভাই? যদি তাই হয় তাহলে ওকে যা বলা উচিৎ তা আমি বলতে পারছি না।
Hmm
@@mrinmoyeesubha8573 I have seen in foreign countries (Asian) that Bengali faces people are working as latrine and floor cleaner in the airport. But they work in foreign. But I am not comparing all of migrated foreigners.
U
নিজের দেশকে খুবই সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বাঁশ দিতে পারে শুধু
Boni Amin.
😁😁😁
না, জাতি যে বাঁশ খেয়ে আরাম পাচ্ছে, সেটাই তিনি দেখাচ্ছেন।
বাঁশের আগায় জাতিকে ঝুলিয়ে রেখেছে, ঠিক ব্যানারের মত, কথাটা কিন্তু জোস লাগছে।
same 2 you bro
ভাই আপনার কথাগুলো অনেক ভালোলাগলো চুখে আগুল দিয়ে দেখিয়ে দিলেন সরকারকে হাহাহা বাশদিয়ে
আপনাকে ধন্যবাদ।এমন একটি পরিবেশ হাতে কলমে দেখানোর জন্য।
ধন্যবাদ আপনাকে
আমাদের সকলের সামনে, অসাস্থকর পরিবেশে তৈরি মিস্টি র ভিডিও তুলে ধরার জন্যে
ধন্যবাদ আপনাকেও।
ভুয়া কথা বাদে শালা
আমিন ভাই একটু স্থাস্থ্য অধিদপ্তরের লোক আছে কিনা নাকি মরে গেছে এই খবর শোনালে খুশী হতাম। ধন্যবাদ আপনাকে।
গণসচেতনতামূলক এই ভিডিওটির জন্য বনি ভাইকে অসংখ্য ধন্যবাদ।
বনি বাবা ;;; এ কি দেখালে গো---??? ওয়াক থু থু থু--- ; জীবনে বহু বছর মিষ্টি খেয়েছি ; আজ থেকে বন্ধ 😂😂😂😂
বাংলাদেশ , পরিষ্কার পরিছন্নতা থেকে পিছিয়ে আছে , অনেক
!"""""বস,!😲😱আপনার মত সাহসী ব্যক্তি এতদিন কোথায় ছিল?!!খুবই দুঃখ-জনক ব্যাপার! 😲😒😒😞এই দেশের বর্তমান অবস্থা! 😲😲আপনি এগিয়ে যান বস👌👌আপনার সাথে আছি আমরা......
খুব ভালো লাগলো ভিডিওটি
Boni bhai very nice video,There is no rule and regulations and Bangladesh is very faraway when its comes to sanitation.
এই হচ্ছে বাংলাদেশের সরকারের উন্নতি পরিশকার সুন্দর পরিছুন্নত
অসংখ্য ধন্যবাদ আপনাকে
Hassan Hoque@তোমাকে অশেষ ধন্যবাদ তোমার অসভ্য ও অশালীন 'মুসলিম কমেন্ট'টি সম্পূর্ণ তুলে নেয়ার জন্যে। তোমাকে আমার চ্যানেল দেখা থেকে আমি ব্লক করলাম না। পাশে থাকো, পাশে রেখো। একজন ভালো মুসলিম হয়ে নিজেকে বিশ্ববাসীর কাছে মুখ উজ্জ্বল করো।
TO ALL VIEWERS@ আমার ভিউয়ার সবার জন্যে আমার এই কমেন্টঃ একটা উপমা অথবা উপদেশ দেবো সকলকে "যখন একজন লোক বা নারী কোনো খারাপ আচরণ করেন তখন প্রতিপক্ষ তাকে তার নিরীহ মা-বাবাকে তুলে গালমন্দ করে। বলে তার মা বাবা খারাপ, তাই সন্তানো খারাপ হয়েছে অথবা তার জন্মে দোষ আছে বলে তার মাকে অসতী বলে অপবাদ দেয়। ঠিক একইভাবে একজন মুসলমান ব্যাক্তি যখন পরধর্মের কাউকে নির্যাতন, আক্রমণ, জুলুম এবং সর্বোপরি তার আচরণে 'অমুসলিম বা কফেরিও' আচরণ পরিলক্ষিত হয় তখন ভুক্তভোগী বা আক্রান্ত ব্যাক্তি আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এবং তার ইসলাম ধর্মকে জালিম বা সন্ত্রাসী ধর্ম বলে গালি দেয়। আপনার আচরণে কেন আমাদের প্রিয় নবী 'একজন শিশু ধর্ষক' বা 'সন্ত্রাসী নবী' বা ডাকাত বা লুইচ্চা নবী (আস্তাগফিরুল্লাহ) বলে গালি খাবেন? কেন ইসলাম ধর্মকে মানুষ শুধুমাত্র আপনার 'জালিম ও ব্যাভিচারী' আচরণ বা আপনার আক্রমণাত্মক কমেন্টের জন্যে গালি দেবে? আপনার অশান্ত ব্যবহার দেখলে যেকেউ 'ইসলাম'কে কিভাবে শান্তির ধর্ম বলবে? আপনার চরিত্রহীনতা বা ডাকাতির জন্যে কেন আপনার নিরীহ পিতামাতাকে অন্যরা গালি দেবে? কেন আপনি প্রতিপক্ষকে সেই সুযোগ দেবেন? আপনি যদি 'ইসলামের আয়না' হউন বা আপনি যদি আসলেই 'সতী মায়ের' সন্তান হউন তা আপনার আচরণেই ফুটে উঠবে। অনেক বলে ফেললাম। ভালো থাকুন সকলে। ধন্যবাদ।
Show less
Boni Amin
Right
বনি আমিন ভাই , ভিডিও টা করার জন্য আপনাকে ধন্যবাদ, আশা করি এ রকম ভিডিও আরো বেশি করে আপলোড করবেন ।
সচেতন মুলক ভিডিও। বলার কিছু নাই আমরা যেমন আমাদের পরিবেশ সহ সব কিছুই এমন।
আমি কলকাতা বলছি। থামনেল টা যা দিয়েছেন দাদা👌👌। ঢাকা শহরের লোক কেন পায়খানা কিনে খায় 🙄😂😂🤣🤣
মাছি চমচম এবং
বাশের আগায় সরকার .. ভাল্লাগছে ভাইয়া....
Nice again Sir. Very nice. All the best 🙏🌷💕
Thought ful presentation ! Thanks enlightened fellow!
শিরোনামের সাথে বাস্তবতার শতভাগ মিল রয়েছে। কোটি কোটি মানুষের মনের চোখ খুলে দিয়েছেন। ক্রেতারা যায় সামনে যা পায় তাই নিয়ে চলে আসে কিন্তু পেছনের গল্প আর জানা হয় না।
এতো কষ্টের মাঝেও এতো হাসলাম , গোটা জাতি কে বাঁশের আগায় ঝুলিয়ে রেখেছে ।
100% সত্যি ধন্যবাদ আপনাকে👍👍👍👍👍👍👍👍👍👍👍
To All viewers@দেখুন বন্ধুরা মাছি কত মারাত্মক জীবাণু ছড়াতে পারে মানবদেহে, আরো দেখুন কিভাবে বাংলাদেশের দাগী-সন্ত্রাসী-জঙ্গী এবং কট্টোর হিন্দু-বিদ্বেষী মুসলিমরা রোগবালাই সারানোর জন্যে পার্শবর্তী 'মালাউনের' দেশে ছুটে যায়। দেখুন 'মাছি ও ভারতের' সম্পর্ক এই ভিডিওতে ruclips.net/video/HH4rPKFWm88/видео.html
বেকার একটি video,.. language tik korun
আপনার দেশপ্রেম দেখে আমি অভিভুত। অনেকেই আপনাকে ভুল বোঝে, তারা শুধু নিজেদের ভাল প্রমান করতে চায় চায় সুনাম গুনগান শুনতে। আত্মসমালোচনা যদি না করা যায় তাহলে কোন দিন শোধরানো যাবে না । আমার দেশ ও জাতী কে আমরা আরও উন্নত দেখতে চাই, চাই বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাড়াতে, জানি না কবে তা সম্ভব হবে!
Thank you so much for understanding me. Please stay in touch. Once again thank you
আপনার অনেক অনেক ধন্যবাদ আমাদের কে সতক করার জন্য ।
Caption টি দেখার পর খারাপ লাগবে,তবে বাস্তবতা এ রকমই।ধন্যবাদ স্যার।।
U TURN BD আমারও খারাপ লেগেছিল
LL
Really
এক মাএ বনি আমিন দাদাই পারে পুরো গটনার সামনে পিছনে উপরে নিচে গুরিয়ে দেখায়।লাভ উ দাদা
আমি জানি না , আমাদের বাংলাদেশীরা এত খাচ্চর কেন হয় ? কর্তৃপক্ষ কি দেখেও দেখে না ? বাজার বসানোর অনুমতি দিল , মিষ্টির দোকান বসানোর অনুমতি দিল । পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা এই ?? পরিবেশ পরিচ্ছন্ন রাখার কি কেউ নেই ??
এখানে কেউ অনুমতি দেয়নি, বাজার, দোকান, সব কিছুই চলছে আওয়ামীলীগ এর ইশারায়।
ক্ষমতার পালা বদলে সেটা হয়ে যাবে আরেক সরকারের ইশারায় , এটাই হচ্ছে বাংলাদেশের চিরাচরিত নিয়ম । তাই কোনো সরকারকে একক ভাবে দায়ী না করে বাংলাদেশে যতবার যেই ক্ষমতাতেই আসুক তাদেরকেই দায়ী করা ভাল । কারন ক্ষমতায় যারা থাকে তাদের উচ্ছিতাংশভোগীরা সবাই ভূমিদখলবাজ ,টেন্ডারবাজ, মারামারি,প্রকৃতিকেও এরা ধর্ষন করতে কুন্ঠাবোধ করে না । মুদ্রার এপিঠ ওপিঠ আমাদের এই দেশের দলগুলো । মুদ্রার এপিঠ ওপিঠ হলেও এইসব পয়সার বাজারমান কিন্তু সমান ।
কোলকাতার নোংরার কথা বলে কি নিজের দেশের এইসবের পক্ষে সাফাই গাইবেন নাকি ? নিজের দেশের সমস্যার কথা গা কেন জ্বলে ? আরে ইন্ডিয়া তো হিন্দু প্রধান দেশ ,তাদের কথা ছেড়েই দিন । আমাদের দেশের কথা ভাবুন । পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ । নিজে নিরপেক্ষ থেকে দেশের ভালর জন্য কথা বলুন , সমালোচনা করুন । এইসব কাইষ্ঠামি স্বভাবের কারনেই আরবরা আমাদের মিসকিন বলে । কি ?? শুনতে খুব ভাল লাগে ?
@@naserniecjamalnice2294 Akdom thik bolsen....
Digital khassor...
মাছি চমচম নামটা খুব ভালো লেগেছে খুব সুন্দর একটা মিষ্টি মাছি চমচম
ম্যাজিস্ট্রেট এসেও খাবার কিনে নিয়ে যায়, যেমন দেশ তেমন বেশ, আর বাঙালির অপর নামই হলো নোংরা সবাই না 90 শতাংশ মানুষ।
সত্যি প্রথমে আপনার বিডিও
দেখতাম না
এখন প্রায় ই দেখি কারন আপনার কাছে শেখার আছে
best of luck
আর আপনি কুমিল্লা আসবেন বিশ্বের সেরা মাতৃ ভান্ডারের রসমলাই খাওয়ার আমন্ত্রণ রইল।
আর এটা ১০০% নিরাপদ পরিবেশে তৈরি করা হয়ে থাকে
কুমিল্লায় একাধিক মাতৃ ভান্ডার রয়েছে কোন আসল আর কোনটা নকল বোঝা যায় না।
ABDUL HAI FAISAL আমি গর্বিত,কারন আমি কুমিল্লার পোলা।
কুমিল্লা কান্দির পার মনহোর পুরে হলো আসলো মাতৃ ভান্ডার,,,,,,,
Ai matri vandar sudhu Bangladesh a noy, ata amader India teo famous
কুমিল্লায় এখন অনেক মাতৃভান্ডার দেখা যায় কিন্তু আসলটা হলো কান্দিরপাড়ের মনোহরপুরে
এটা আসল মাতৃভান্ডার।
এই রকম অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি ৈতরী হয়। ওইগুলো কি ম্যাজিস্ট্রেট এর চোখে পরে না
ভাই এখানেও পরেছে আমি দেখেছি ২০লক্ষ টাকা নানা দোকানে জরিমানা হয়েছে
কেন ভাই আপনি মেলার জিলাপি,গজা খান না??
Very gd news bro ...we are cleaver nation but illiterate
সস্তার দুরবস্থা, বাঙ্গালী খালি খুঁজে সস্তা খাবার পরিষ্কারের বিষয়টা কেউ মাথায় রাখে না আর এ ব্যাপারে দোকানি কে কেউ কিছু বলে না. আমি একবার দোকানিকে কে বলছিলাম সে বল্লো এখানে আসছেন কেন ফাইভ স্টার যান.
😃😃😃😃
টাইটেল আর ভিডিও ফুটেজ এর অপরূপ মিলবন্ধন । ধন্যবাদ আপনাকে
সচেতনতা বাড়াবে এই video. Thank you 😢
স্যার, প্রতিনিয়ত ভেজাল খেতে খেতে আমাদের ভেজাল পেটে সয়ে গেছে। এখন আমরা খাটি জিনিস খেলে পেটের ব্যেমোতে ভুগি৷ সবকিছুতেই ভেজাল। সবকিছুতেই।
ব্যামো
মার্কেট টা running হওয়ার আগে যায়গা টা আরো বেশি সুন্দর ছিল
নবাব সিরাজউদ্দৌলার ছবিতে ব্রিটিশরা যেভাবে কথা বলতো আপনার কথাগুলো মুঘল আমলের ব্রিটিশদের মতো.প্রতিদিন সকালে এক কেজি করে আদা খান দেখবেন ঠিক হয়ে যাবে😂😂😂😂😂😂
Mohammed Ahmed @ Thank you my dear. Yes I will do
আপনিই শুধু বাস্তবতার দৃশ্য দেখান।চালিয়ে যান গুরু।
আমি একজন বাংলাদেশী মানুষ হবার কারনে আপনার ভাষার কারনে তীব্র নিন্দা জানাই
মিষ্টি খাওয়া স্বাদ সারাজীবন জন্য মিটে গেছে
আপনার উপস্থাপনা খুবি ভালো হয়েছে কিন্তু আপনার ভিডিও টির নাম কুৎসিত এই জন্য আপনাকে নিন্দা করি
Q
Op
P
Faltu jaigai vanai tai bole apne aita boltr paren j bangladesar manus gu khai
আপনার অনেক অনেক ধন্যবাদ আমাদের কে সতক করার জন্য । এরকম news আরও খূলেন আমি চাই।
সব মিস্টির দুকান এ মাসি থাকে মিষ্টির কারখানায় এমন থাকে ধন্যবাদ
বাংলাদেশের মাছি অনেক সভ্য ভারতের মাছির চেযে। তবেইতো পাযখানা কিনে খায। অনেক স্বাদ।
I thank you once more for the nice hours you are the environment adviser to the Bangladesh.
শুধু বনি আমিন এ এমন ভাবে দেখাতে পারে ধন্যবাদ স্যার এমন নোংরামো অবস্থায় খাবার তৈরী করা ও বিক্রি করা দৃশ্য দেখানোর জন্য
মাছি চমচম!!!!!😂😂😂
এটা স্বাভাবিক এটা কোনো ইউরোপিয় দেশ নয় এটা কাঙলাদেশ।
হাহাহা হা হা হা খুব ভালো লাগলো সুন্দর পরীপাটি বিডিও
দেখেই তো ভক্তি হয়না, খায় কিভাবে এইগুলা। অন্তত দুই মিলিয়ন মানুষ সচেতন হবে ভিডিওটি দেখে। তাহলে ওরা পরিস্কারের ব্যপারে সচেতন হবে
Cartoon
জনাব, বনি সাহেব শুভেচ্ছা আপনাকে, সুন্দর পূঁজা ইভ্যেন্ট কভারেজ দেওয়ার জন্য, আপনার সাবলিল উপস্থাপনা আমরা যারা বাঙালী তাদের কাছে ভালই লেগেছে, প্রর্থনা করি, in future you will present more such events, জনাব, বনি সাহেব, পূর্বের কোন এক ভিডিও পোষ্টে আপনি বলেছিলেন, ডিসেন্বরে আপনি,ইসরাইল ভ্রমন করার পরিকল্পনা আছে, আপনার কাছে অনুরোধ রইল, ইহুদি ও মুসলমানদের পারস্পরিক র্ধমিও, সামাজিক সস্পর্কটা কেমন, আমাদের বিস্তারিত জানাবেন আসা করি, কারন আমাদের দেশের প্রায় কিছু কাট মোল্লারা ইহুদিদের ব্যাপারে অত্যন্ত নেতিবাচক ভাবে উপস্থাপ করে, থাকে, যা আমরা খুব ছোটবেলা থেকেই ওয়াজ নসিওতে দেখে ও শুনে আসছি, মনে হয় যেন ইহুদিদের মত নিকিষ্ট মানব জীব মনে হয় পৃথিবিতে নাই। ধন্যবাদ আপনাকে।
ভাল লাগলো দাদা😍
শুধু মুসলমান না ইউরোপিয়ান খ্রিস্টান বা নাস্তিকরা ও ইহুদিদের ঘৃনা করে।
হিটলার বলেই গেছিলো যে পৃথিবীতে বেচে থাকা অবশিষ্ট এই ইহুদিদের জন্য একদিন মানুষ আমাকে গালি দিবে।
আপনি নিজেই চিন্তা করেন ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদের উপর কিচাবে নির্যাতন করছে।
এভাবে মোল্লাদের উল্টাপাল্টা বকে ঈমান নষ্ট করার প্রয়োজন কি??
নবিজীদের আমল থেকে ইহুদি ঘোর মুসলমান বিরোধী।
আল্লাহ কোরান শরিফ এ ইহুদীদের অভিশপ্ত জাতি বলে উল্লেখ করছেন।
আপনি দেখাতে পারবেন কোন সুরায় লেখা আছে, দেখান, না জেনে কাট মোল্লাদের কথায় নাচবেন না।
রহমান, ইংরেজি বাক্যটা ঠিক কইরা লেখেন।In future you will present more such events.
আমরা শুদু দুষ খুজি কিন্তুু সংশোদন করার চেশটা করি না
18:05 খুবই মজা পেলাম,, বাঁশের আগায় জুলানো বর্তমান রাজনীতি🤣😂
😂😂😂😂😂😂
sudipar barir pujo 2018.
sudipar barir pujo 2018.
R8 vhalo bolsen toh🤣🤣🤣
গরুর খাটি দুধ নাকি খাটি গরুর দুধ??? প্রশ্ন টা জটিল হয়েছে স্যার।
Zotil er kisu nai....valo vabe sunlei dewa jay
আমার দেখা পৃথিবীর সেরা ইউটিউবার অমানুষ বনি আমিন স্যার, অমানুষ বনি আমিন যা দেখাতে পারবে পৃথিবীর আর কেউ দেখাতে পারবে না, ❤️ Boni Amin sir love you so much
যা বলেছেন পাইখনাই বটে
আমি বলবো আমরা সচেতন হবো কবে। আর আমাদেরকে সচেতনতা শিখাইবে কে? আবার কি বৃটিশ সরকার আসবে এই দেশে নাকি আয়ুব খাঁন আসবে। নাকি আমরা এখনো মানুষ হইনাই।
স্যার আপনি ৩০০ফিট নীলা মার্কেট ও চিনেন আসছেন দেখে অবাক হয়েছি আমার বাড়ি এই রূপগঞ্জ উপজেলাতেই।
দাদা ক্যাপশনটা এইভাবে না লিখলে মনে হয় সুন্দর হত
Baines. Code
আমার দেখে এখন খাইতে মন চাইতাছে৷ হিনদুরা মিষটি বানায় খুব সুনদর৷
এইটা কই
দারুণ উপস্থাপনা দাদাভাই ।খুবই ভালো লাগলো ।
অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটি সমাজ সচেতন ভিডিও উপহার দেয়ার জন্য।
পরিষ্কার পরিছন্নাতা ঈমানের অঙ্গ,তাই পরিষ্কার পরিছন্নতা একান্ত প্রয়োজন.....
ভাই আপনাকেও ধন্যবাদ
Khub sundor Valo laglo
খুব ভাল লাগলো স্যার😘
দুঃখজনক হলেও এটাতো সত্যিই আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর তাই তিনি এটাই তুলে ধরেছেন ।
অসংখ্য ধন্যবাদ। ভিডিও টি ভালো লাগছে।
ভাইয়া আমার ওমানে কফি,শফ এর দোকান আছে,ভাইয়া এখানে দোকান ওপেন করার আগে এই দেশের সরকার এর কাছে উনমদন করতে হয়,,তার পর সরকার থেকে লোক এসে দোকান পরি দরসন করে ওরাই নিধারন করে দেয় কয়টা টেবিল,,কয়টা চেয়ার,কয়টা,ব্রছিং, কয়টা চুলা,কয়টা ফ্রিজ, কয় জন মানুষ কাজ করবে,,তাছারা যেগুলা দিয়ে বা যেগুলার উপর মানে টেবিল,চুলা সব কিছুই ইস্টিল হতে হবে,,দোকানের ভিতর গন্ধ বা মাছি বা তেলাপকা বা খাবার এর ভিতরে চুল,আবার মাথায় নেটের টুপি হাতে গালাপছ,,পোসাক পরিস্কার থাকতে হবে,,এবং দারি গফ বরো রাখা যাবেনা,, দোকানের কিচেন এর ছাইট টাইছ থাকতে হবে,, সব সময় ফলর আয়নার মতো পরিসকার রাখতে হবে,,এর মদ্ধে একটা বা দুইটা আলামত পেলে জরিমানা করে প্রয় এক থেকে দের লাখ টাকার মতো,,আর বেশি পরি মানে আলামত পেলে দোকান ছিল করে তালা মেরে দিয়ে যায়,,,বাংলা দেশে এখন বেশি বেশি রোগ হচ্ছে কিডনি ডেমেজ হাডের রোগ,,,কেনছারের মতো মারাক্তক এই ধরনের রোগ হচ্ছে,,শুধু মাত্র এই পরি বেশে খাবার বানানর জন্য,,,আমি এতে পতিবাদ জানাই,,,আমি চাই সরকার প্রতি নিওতো কাজ করুক,,, ভাই আপনাকে ছেলুট,,,দেখুক বাংলা দেশের জনগন,,সবার কাছে অনরধ, সবাই মিলে এগিয়ে আসলে আমারা পরিবেশ বাচাতে পারবো,,সবাই শুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করি ধ্যনবাদ
এগুলো কি হচ্ছে দেশে 😣
শুধু এই ভিডিওতে আপনাকে সম্মান জানাচ্ছি! ধন্যবাদ এই টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য! যদি পুরো বিশ্বে নোংরামির প্রতিযোগিতা লাগতো,বাংলাদেশ প্রথম হতো! আর এটা হলো গিয়ে মুসলিম দেশ!আল্লাহ হেদায়েত দান করুক!
মাছি চমচম।
I went to India in 2001 and did not eat enough to fill the stomach. Sometimes I lost 5 kilos of weight in 7 days because of the dirty and abnormal atmosphere of food.
Thank you bro
আসসালামুয়ালাইকুম,আমি বনি ভাইয়ের এই ভিডিওটি দেখলাম এবং কমেন্ট গুলো পড়লাম। আসলে খুবই আশ্চর্যের বিষয় মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব,সেই মানুষ কিভাবে অন্য মানুষকে এতো নোংরা ভাবে লেখনীর মাধ্যমে অপমানিত করে। আমরা কি ভাবিনা এতো খারাপ কথা কিভাবে লিখি, কাকে উদ্দেশ্য করে লিখি ,সে তো একজন মানুষ। এবার আসি ভিডিও এর টাইটেল নিয়ে।আমি একজন বাংলাদেশী হিসেবে বলবো টাইটেল টা আরো নোংরা ভাষায় দেওয়া উচিত ছিল।এর কারণ আমাদের যাতে ঘুম ভাঙ্গে, সরকারের নখদর্পণে যেনো আসে বিষয়টি।মনে রাখবেন এটা ঢাকার প্রাণকেন্দ্র বলে কথা। বনি ভাই কিন্তু বলে নাইএই মিষ্টি খেলে কি কি ক্ষতি হবে।যার ফলে কি কি রোগ হতে পারে বা একসময় প্রান নাশের আশংকা রয়েছে। আবার তিনি দোকানদারকে বলেননি এরকম নোংরা পরিবেশে কেনো মিষ্টি তৈরি করছেন, এরকম পরিবেশে মিষ্টি তৈরি করলে মামলা করবো অথবা মানুষের মৃত্যুর দিকে ঝুঁকি বাড়ছে।সে জাষ্ট সত্যিটা তুলে ধরছেন।এখন আপনি মিষ্টি খান আর না খান এটা একান্তই আপনার অভিরুচি।আসলে ফুলেতো 🍯 মধু আছে আবার বিষ ও আছে।এখন আপনার উপর নির্ভর করবে আপনি কি মধু খাবেন নাকি বিষ খাবেন । যদি আপনি মধু খান তাহলে আপনি মৌমাছি আর যদি বিষ আহরন করেন তবে নিঃসন্দেহে আপনি বিষাক্ত বিচ্ছু। মৌমাছির থেকে সবাই মধু পায় আর বিচ্ছু তো মানুষকে কামড়ে দেয় বিষাক্ত ছোবলে। শিক্ষা দু প্রকার কুশিক্ষা আর শুশিক্ষা সুতরাং যে যেখানেই কর্ম করুক না কেনো তার স্বভাবে বেসিক্যালি এই দুই প্রকারের এক প্রকার খুঁজে পাবেন।যার অকাট্য প্রমাণ উপরের কমেন্ট গুলো। ধর্ম নিয়ে একটি কথা বলতে চাই , মানুষ যেমন একটি নির্দিষ্ট বিষয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সেই বিষয়ের উপর সম্যক জ্ঞান অর্জন করে। তেমনি ভাবে ধর্ম সম্পর্কে জানতে হলে বা সম্যক জ্ঞান অর্জন করতে হলে যথেষ্ট ষ্টাডির দরকার আছে। আরবের একসময়ের বিখ্যাত কবি ইমরূল কায়েসের কাছে খবর আসলো যে আরবি সাহিত্য নিয়ে এক ইসলামের সাধক একটি কিতাব লিখতেছেন। একথা শুনে ইমরূল কায়েস বললো, সাহিত্য নিয়ে কিতাব লেখলে তো নোংরা গল্প, কবিতা ব্যতীত তা সম্ভব নয়। এই কথা মুসলিম সাধকের নিকট পৌঁছালে ,সাধক বল্লেন আসলে কূপের কিনারে বসে ব্যাং মনে করে এটাই কূপের শেষ গভীরতা। সবকিছু পজিটিভলি দেখেন ,আমি কথা দিলাম দেখবেন পরিবার থেকে শুরু করে সবজায়গাতেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।