এস আলমের নতুন অপরাধ প্রকাশ্যে এলো কেন? । Zahed's Take । জাহেদ উর রহমান । Zahed Ur Rahman

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • এস আলমের মোটা অংকের ভ্যাট ফাঁকি দেয়া নিয়ে নতুন তথ্য আমাদের সামনে এলো। সরকারের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থাকা এই গ্রুপটির অন্যায়ের তথ্য আগেও আমাদের সামনে এসেছিল। এত প্রতাপশালী একটি গ্রুপের তথ্য সামনে আসা অনেক প্রশ্নের জন্ম দেয় নিশ্চয়ই।
    #এসআলম #এসআলমগ্রুপ #আওয়ামীলীগ #ডেইলিস্টার #নির্বাচন #ভ্যাট #কর #শুল্ক #এনবিআর #zahedstake #drzahedurrahman #ডাজাহেদউররহমান #zahedurrahman #জাহেদউররহমান #জাহেদ #zahed

Комментарии • 397

  • @tarequekhan2810
    @tarequekhan2810 3 месяца назад +111

    ভারতীয় ট্রেন থেকে জনগণের দৃষ্টি সরাতেই এসব নাটক সাজানো হয়েছে। কারন, অতীতেও এরকম অনেক রিপোর্ট হয়েছিল যার সবগুলোই ফলাফল শুন্য।

    • @yousufashraf5506
      @yousufashraf5506 3 месяца назад

      কথা সত্য । ব্যাপার টা এখন এমন , আওয়ামীলীগের ডাকাত ডাকাতি করবে তাতে তার কী ?

    • @shahabuzafarzubaer6919
      @shahabuzafarzubaer6919 3 месяца назад

      Brilliant notice

    • @shahidulislamripon7312
      @shahidulislamripon7312 3 месяца назад +2

      Right

    • @selinaabdurrahman6517
      @selinaabdurrahman6517 3 месяца назад

      😮😮😮😮😮😮😮😮 keep watching ​@@shahabuzafarzubaer6919

  • @queensconstruction2018
    @queensconstruction2018 3 месяца назад +25

    বর্তমানে আপনার মতামত গুলোই গুরুত্বের সঙ্গে সবসময় শুনি

  • @romanha9071
    @romanha9071 3 месяца назад +45

    জিরো টলারেন্স কিছুই না... এগুলি জনগনের আইওয়াশ। অতি ভাইটাল দু একজনের দুর্নীতি ঢাকতেই এই ব্যবস্থা 😁😜

    • @arefinhoosain654
      @arefinhoosain654 3 месяца назад +4

      আপনার আমার মত সাধারণ মানুষের জন্য জিরো টলারেন্স।
      আওয়ামী লীগারদের জন্য আইন ভিন্ন।

    • @mamunarrashid4536
      @mamunarrashid4536 3 месяца назад

      জিরো একশন

  • @anonymousguy715
    @anonymousguy715 3 месяца назад +12

    একটা উক্তি মনে পড়ে গেল : "now they have become so powerful that no one can destroy them, but themselves "

  • @gulam7962
    @gulam7962 3 месяца назад +25

    আমার একটা জিনিস মাথায় আসতেছে না। এদেরকে এতকিছু দেওয়ার ভিতরে সরকারের স্বার্থটা কি। সেটা সাধারণ জনগণের জানা উচিত

    • @lutforrahmanokthanksforinf6295
      @lutforrahmanokthanksforinf6295 3 месяца назад

      Govd Benifited

    • @dilruba3979
      @dilruba3979 3 месяца назад

      @gulam7962
      একটু বেশি পরিমান ঘি খেলে বুঝবেন কেন সরকার এদেরকে এতকিছু দেয়??

    • @Uddinkafil-n3b
      @Uddinkafil-n3b 3 месяца назад +1

      এস আমল সরকার প্রধানে ক্যাশিয়া মাত্র।

    • @kawserhossain2678
      @kawserhossain2678 2 месяца назад +2

      এটা শেখ রেহানার আওতায়,উনিও তো বঙ্গবন্ধুর কণ্যা,ওনারও তো চাহিদা থাকবে এটাই স্বাভাবিক

  • @sksharifhossain3583
    @sksharifhossain3583 3 месяца назад +43

    বাংলাদেশের নব্য আদানি গোষ্ঠী দের এই দেশের মাটিতে অবশ্যই বিচার হবে। তবে এই সরকারের আমলে হয়তো হবে না।

    • @mrkhan9482
      @mrkhan9482 3 месяца назад

      ‌কোন সরকা‌রের আম‌লেই হ‌বে না, এরা প্রত্যেকটা দল‌কে সন্তুষ্ট ক‌রে রা‌খে

    • @EnamulBari-h4t
      @EnamulBari-h4t 3 месяца назад

      obboshoi bichar hobe ? k korbe apni ? eto diba shopno dekhen ken apnara ? eto taka ola manusher bichar keo korbe na

  • @mdkamruzzamanbabu539
    @mdkamruzzamanbabu539 3 месяца назад +4

    কোন একটা সেক্টরও কি বাকি আছে এই সরকারের যেটা ধংশ করা হয়নি ⁉️

  • @kaziarafathossen5718
    @kaziarafathossen5718 3 месяца назад +11

    এস আলম সাহেব নিজে করেছে ? নাকি সরকার করাচ্ছে, এটাই বড় প্রশ্ন

    • @mahbubahmedkazi8686
      @mahbubahmedkazi8686 3 месяца назад

      হাসিনা কে নিয়ে করছে

    • @humairakhan8643
      @humairakhan8643 3 месяца назад

      Eikhane duijone dujonar😜 anonto joliler valobasa😂😂😂

    • @helalhossain1170
      @helalhossain1170 3 месяца назад

      সরকার করাচ্ছে

  • @shweliakter
    @shweliakter 3 месяца назад +2

    দুর্নীতি বিষয়ে যখন বলা হয় জিরো টলারেন্স তখন মানুষ হাসে

  • @md.abdulahadchowdhury9256
    @md.abdulahadchowdhury9256 3 месяца назад +4

    খুব সুন্দর বিশ্লেষণ মূলক ভিডিও জন্য ধন্যবাদ।
    শুধু বৈশ্বিক কালো টাকা পাচার এবং মানি লন্ডারিং নিয়ে একটা ভিডিও করার জন্য বিশেষ অনুরোধ করতেছি।

  • @mdabddulkaddus502
    @mdabddulkaddus502 3 месяца назад +5

    আস্তে আস্তে সব বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। সব চুর বাটপার ডাকাত দের বিচার হবে একদিন।

  • @maksudrahman6379
    @maksudrahman6379 3 месяца назад +14

    হাইকোর্টের উচিত এনবিআরকে বলা এসব আলম সম্পর্কে কিছু বলা যাবে না।আদালত অবমাননার শাস্তি দেয়া।

    • @Human70025
      @Human70025 3 месяца назад

      Tago chakri thakbo na

  • @shihabuddin3163
    @shihabuddin3163 3 месяца назад +12

    চমৎকার বলেছেন ভাই

  • @Fighter-z5o
    @Fighter-z5o 3 месяца назад +3

    কামড়া কামড়ি শুরু হইছে কেবলমাত্র দেখার অনেক কিছু বাকি আছে।

  • @ShohelChy-p9z
    @ShohelChy-p9z 3 месяца назад +7

    লোন নিতে বেশি দেখানো ফৌজদারি অপরাধ,এর জন্য ব্যাংক মামলা করতে পারে।

  • @abdulmannan4724
    @abdulmannan4724 3 месяца назад +2

    এস আলমের ব্যাপারগুলোর তদন্তও করা যাচ্ছে না। অপরাধ করে থাকলে বিচারের সন্মুখীন তাহলে কীভাবে? সেটা বলুন। এস আলম সাহেবের শক্তির উৎস কোথায়?

    • @j.Hasan007
      @j.Hasan007 3 месяца назад

      শেখ পরিবার।নো ডাউট

  • @md.akhtaruzzaman9467
    @md.akhtaruzzaman9467 3 месяца назад +10

    আপনাকে অনেক ধন্যবাদ। ভালো বলেছেন।

  • @peacefullifetv5065
    @peacefullifetv5065 3 месяца назад +6

    পাবলিক যেন টং ঘরে এসব ওপিয়াম চায়ের সাথে মিশিয়ে যেন চায়ের কাপে তুফান সৃষ্টি করতে পারে সেটাই একটা খেলা।

  • @BDDHK1
    @BDDHK1 3 месяца назад +9

    সংগ্রামের আয়োজন করেন, সংগ্রামের। নিজের নেতৃত্ব দেয়ার ক্ষমতা নাই তাই যোগ্য নেতার আশায় বসে আছি।

  • @MdKabir-ly6yw
    @MdKabir-ly6yw 3 месяца назад +1

    বাংলাদেশের ঈদেরদিন চলছে। মজা আর মজা । ভোট চোরের লজ্জা নেই।

  • @smshoyeb697
    @smshoyeb697 3 месяца назад +8

    সরকারি দল সৌদি আরব গিয়েছে অবশোর ব্যাংকিংয়ে টাকা রাখার অনুরোধ করার জন্য। এতে তারা রাজি হবে কিনা?আর রাজি না হলে সরকার কি কি বিপদে পড়তে পারে,আর রাজি হলে সরকারের কি কি সুবিধা হতে পারে,এনিয়ে একটা ভিডিও করবেন ভাই।

  • @DelowarHossain-ii6mr
    @DelowarHossain-ii6mr 3 месяца назад +1

    ভাই, ব্যবসায়ীরা প্রতি বছর ব্যালেন্সসীট ০২টা করে, এন বি আর এ লস আর ব্যাংক এ লাভ। এটাই গত 9:48 ২০ বছরে দেখে আসছি।

  • @nurmohamadnuro5041
    @nurmohamadnuro5041 3 месяца назад +11

    ভাল করে তদন্ত করলে সরকারি বেতন বোকথ কেউই বাদ জাবেনা দুর্নীতিতে

  • @bellalhussain3724
    @bellalhussain3724 3 месяца назад +1

    যত কিছুই করুক মাফিয়ারানী যখন জয় বাংলা হবে সব কিছু তদন্ত করে বের করে হবে ইনশাআল্লাহ

  • @anonymousguy715
    @anonymousguy715 3 месяца назад +3

    we want u to be more frequent on your geopolitics channel...hope u consider the appeal...best wishes...

  • @fahimtaki44
    @fahimtaki44 3 месяца назад +1

    রাজনীতিক, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র ও ব্যবসায়ী সিন্ডিকেট লুটেপুটে খাচ্ছে জনগণের সম্পদ ভারতের সহায়তায়!

  • @ranazaman7108
    @ranazaman7108 3 месяца назад +3

    যতই আলোচনা হোক, মাফ পেয়ে যাবে! অলিগার্ক না!

  • @chayontelecom3999
    @chayontelecom3999 3 месяца назад +8

    তাদের চেতনা আছে,তারা না দিলেও চলে

  • @maksudrahman6379
    @maksudrahman6379 3 месяца назад +19

    হাইকোর্টের উচিত এনবিআরকে বলা এস আলম সম্পর্কে কিছু বলা যাবে না।আদালত অবমাননার শাস্তি দেয়া।

  • @mahbubasalma7438
    @mahbubasalma7438 3 месяца назад

    কৃষির জন্য 1 কোটি টাকা লোন দেওয়া হতো ,গ্রামের কৃষি জমি দিয়ে সেই লোনটা নিতে চেয়েছিলাম I খেয়ে পড়ে একটু বাঁচবো বলে I কারণ বেতনের টাকা দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, বাসা ভাড়া কোনটাই চলেনা টানাটানি হয়ে যায় I ঘনিষ্ঠ বন্ধু ব্যাংকের উপরের লেভেলেও ছিল I লোনটা নিতে পারলাম না অনেক ফরমালিটিজ অনেক হয়রানি I এ সরকারের কামলা বা আমলা হয়েও পেলাম না কোন রকমের সুযোগ যেটা প্রাপ্য ছিল I ওরা কিভাবে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে যায়?

  • @azammahmood3951
    @azammahmood3951 3 месяца назад +1

    The entire nation knows whose Treasurer S. Alam is. Extradite him and realise every looted money from him.

  • @BappyTheDrifter
    @BappyTheDrifter 3 месяца назад +5

    টাকা আর ক্ষমতা থাকলে এই দেশে সবকিছু করা সম্ভব

  • @siddharthadas7176
    @siddharthadas7176 3 месяца назад +1

    🎉🎉🎉 সাবধান সাবধান, চলে এসেছে সবজান্তা গামছা ওয়ালা 😂😂😂😂

  • @Lighthouse-b9s
    @Lighthouse-b9s 3 месяца назад +3

    Abul Khair ও এস আলম মত আরেক গ্ৰুপ ।।
    KSRM ও ।।
    জয় বাংলা ।।

  • @rubaiyatchowdhury540
    @rubaiyatchowdhury540 3 месяца назад +1

    আল্লাহ যারা দেশটাকে গিলে খাচ্ছে তাদের উপর পরিবারসহ লানত।

  • @Nadil-345-7
    @Nadil-345-7 3 месяца назад +1

    সাবেক কর্মকর্তাদের তো যানলাম, বর্তমানে যারা কর্মরত আছে, তাদের কি অবস্তা । এটা নিয়ে একটা ভিডিও করবেন ভাই।

  • @Mr.Nobody-n4c
    @Mr.Nobody-n4c 3 месяца назад +1

    এখানে মহাপরাক্রমশালী শব্দটা ব্যাবহার ঠিক হয় নাই। এটা শুধুমাত্র আল্লাহর সাথেই যায়।

  • @IslamicSoundTV
    @IslamicSoundTV 3 месяца назад +3

    লেনাদেনা মিল না হলে তার খবর আছে।।তাছাড়া সরকার দারুন কৌশলে টাকা খুজে বের করছে।।।ধন্যবাদই দিব।।

  • @FarukHossain-ej5xu
    @FarukHossain-ej5xu 3 месяца назад +5

    হায়রে উন্নয়ন সরকার

  • @hridoydewan6467
    @hridoydewan6467 3 месяца назад +10

    প্রিয় স্যার সবসময় শুনি ❤❤❤❤🌾🌾🌾🌾🌾

  • @infinitesolutions2602
    @infinitesolutions2602 3 месяца назад +2

    Ma sha Allah. Alhamdulillah.
    May Allah bless our nation with goodness, may Allah protect us from harm and oppression-Ameen ya Rabb al a'lameen
    Boycott campaign will continue

  • @sharifulkamal3289
    @sharifulkamal3289 3 месяца назад +1

    এসব করার কারণ, সরকার দেশের অর্থের প্রয়োজনে একটা জরিমানা নিয়ে চোরদের সব টাকার আইনগত বৈধতা দিয়ে দিবে।এখন এই খেলা চলছে। কারন এইসব খেলোয়াড়ের ক্যাপ্টেন একজনই।

  • @sahidhaque9064
    @sahidhaque9064 3 месяца назад +2

    S Alom is a great friend of Awami League, his corruption is not acceptable 😅 😂 😅 😂 😅

    • @j.Hasan007
      @j.Hasan007 3 месяца назад

      Wrong, he’s directly cashier of sheikh family.

  • @mostafamiah4351
    @mostafamiah4351 3 месяца назад

    Hello bangladesh please comeon comeon.
    প্রিয় দেশপ্রেমিক দেশবাসী দৃষ্টিমেলে দুনিয়া দেখুন , অনুগ্রহকরে কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পডুুন ।

  • @ranjuahamed3978
    @ranjuahamed3978 3 месяца назад +1

    সমস্যা কেউ খাবে কেউ খাবে না তা হবেনা এতে আমাদের কোনো লাভ নেই

  • @md.mizanurrahmankhan4320
    @md.mizanurrahmankhan4320 3 месяца назад

    এস আলম বাংলাদেশের সবচাইতে গরিব মানুষ তাকে সরকারের ভর্তুকি দেওয়া উচিত 😂😂😂😂

  • @mohsinbhuyan259
    @mohsinbhuyan259 3 месяца назад +4

    সুর সনজিত বাবু কইছে বাঘে ধরলে ছারে উনি ধরলে ছারেনা,

    • @j.Hasan007
      @j.Hasan007 3 месяца назад

      নিজেই আরেক কালো বিড়াল ছিলো

  • @AnwarulHaque-v5t
    @AnwarulHaque-v5t 2 месяца назад

    আপনি যে এত গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন, সেই কথাগুলি কি পুর্বের কোনো ট্রাজেডির বদলা নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব রাখে?

  • @mdforkan1206
    @mdforkan1206 3 месяца назад +2

    ❤❤❤ বেঁচে থাকুন হাজার বছর আমাদের মাঝে।

  • @anonymousguy715
    @anonymousguy715 2 месяца назад

    ভারতীয় ট্রেন থেকে জনগণের দৃষ্টি সরাতেই এসব নাটক সাজানো হয়েছে। কারন, অতীতেও এরকম অনেক রিপোর্ট হয়েছিল যার সবগুলোই ফলাফল শুন্য।

  • @iqbalhasan2150
    @iqbalhasan2150 3 месяца назад +4

    জাতীয় বাটপার উপাধি দেওয়া হোক।

    • @farzindigital4794
      @farzindigital4794 3 месяца назад

      দেওয়া লাগবেনা,সবাই জানে।

  • @AshadNra
    @AshadNra 3 месяца назад

    মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহ। শব্দ নির্বাচনে আরো সতর্ক হওয়া উচিৎ।

  • @ismatchi8828
    @ismatchi8828 3 месяца назад

    বৃটেেন তাদের শত শত কোটি টাকার দুটো বাড়ির ছবি ও সোসাল মিডিয়ায় দেখানো হয়েছে। দেখেছেন কি।

  • @Md.KhalidHaque
    @Md.KhalidHaque 3 месяца назад

    মহাপরিক্রমশালী একমাত্র মহান আল্লাহ পাক। আপনার ভিডিও টাইটেল অত্যন্ত জঘন্য ও নিম্নমানের হয়েছে। আপনার ভিডিও টাইটেল শুদ্ধভাবে লিখুন। আগে নিজেকে শুদ্ধ করুন, পরে অন্যদের দোষ ধরুন। আমি কারো পক্ষপাতিত্ব করছি না। আমাদের সকলের সৃষ্টিকর্তা একমাত্র মহান আল্লাহ পাকের শানের খেলাপ শব্দটির প্রয়োগ হয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে।

  • @AshabulHaque-lx7pb
    @AshabulHaque-lx7pb 2 месяца назад

    প্রধান মন্ত্রী বলছেন বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ৩০ হাজার মে: ওয়াট, তাহলে আদানীর থেকে বিদ্যুৎ কিনছি কেন?আবার লোড শেডিংই বা কেন?কিছুই বুঝি না।এর উপর আলোচনা চাই।

  • @SaifolIslam-mr1yc
    @SaifolIslam-mr1yc 2 месяца назад

    মহান আল্লাহপাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
    আওয়ামী জাহেলিয়াত থেকে দেশ ও জাতিকে এই সংকটময় পরিস্থিতিতে প্রতিবাদ, প্রতিরোধ ও দুর্বার আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবনা এই শপথ নিতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে একযোগে ঝাপিয়েে পড়তে হবে। তা না হলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমর যদি ব্যর্থ হই, একদিন আমাদের ফিলিস্তিনিদের মত ইন্ডিয়ানিদের হাত মার খেতে হবে। কেউই আমাদের সাহায্য করতে এগিয়ে আসবেনা। আমদের পরবর্তী প্রজন্মকে এর চরম মূল্য দিতে হবে। তাই দেশের সার্বভৌমত্ব ও পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে জীবন দিয়ে হলেও এদের থেকে দেশকে মুক্ত করতে হবে। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই হবে, হতেই হবে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।

  • @sk.manirulislam4237
    @sk.manirulislam4237 3 месяца назад

    জাহিদ ভাই, অনুগ্রহ করে বক্তব্যের ভিতরে ইংরেজি শব্দ কম বললে ভালো হয় সাধারণ মানুষের বোঝার জন্য, যেমন অলি গার্ড , অলি গার্ড তো একজন সাধারন মানুষ বুঝবে না এর অর্থ।

  • @mamunarrashid4536
    @mamunarrashid4536 3 месяца назад

    আমরা যেন এইসব আলোচনা করি,আর সহজভাবে মেনে নিই এজন্যই এসব সামনে আনা হচ্ছে।
    আসলে আমাদের টলারেন্স দেখা হচ্ছে,কতটা লুটপাট অন্যায় মেনে নিবো সেটা দেখার জন্য এটাই করা।

  • @juliakhanam6330
    @juliakhanam6330 3 месяца назад

    এগুলো করে কী লাভ।এর আগে বহু জনের কথা শুনেছি কেউ কিছু দিন জেলে থেকেছে দু চার দিন পর তাদের হিসাব শেষ। আবার নতুন কিছু সেটাও একই কায়দায় শেষ। এগুলো মানুষ দেখছে শুনছে কিন্তু কিছু করতে বা বলতে পারছেনা।এটাই বাংলাদেশ।

  • @OMARFARUK-mv3bq
    @OMARFARUK-mv3bq 3 месяца назад +1

    সাড়ে হাজার বিজ্ঞানী মাসিক ভাতা পাইনি তাই, বিজ্ঞানের মা রাগ করেছে।

  • @NurMuhammad-qz4xf
    @NurMuhammad-qz4xf 3 месяца назад +3

    RAWAR kHELA.

  • @ALAMGIRHAZI-22
    @ALAMGIRHAZI-22 3 месяца назад +1

    জেগে উঠো বাঙ্গালী 🤚 দেশটা আবার স্বাধীন করতে হবে উঠো🤚 আমরা যদি গুমিয়ে থাকি কেমনে সকাল হবে।

  • @SumaiyaSumaiya-z4h
    @SumaiyaSumaiya-z4h 3 месяца назад +1

    গনঅভ্যুত্থানে র ডাক দেন নতুবা দেশের স্বার্বভোমত্ব রক্ষা করা কঠিন হয়ে যাবে,,

  • @saidulislam751
    @saidulislam751 3 месяца назад

    এই অবৈধ সরকার নাটক বাজ সরকার এ সমস্ত কোম্পানি এসা আলম গ্রুপ ও সি ডি আই জি আইজি বেনজির মতিউর রহমান আজিজ কই কারো বিচার হলো হলো না এগুলি নাটক অবৈধ সরকারের অবৈধ বাহিনী আমি মনে করি আপনারা কি বলুন

  • @peacefullifetv5065
    @peacefullifetv5065 3 месяца назад +1

    মানুষকে এসব অপিয়াম নামক খবর দিয়ে ঘুমিয়ে রাখার কায়দা কারুন।

  • @humayunkabir2927
    @humayunkabir2927 3 месяца назад

    দেশ ফোকলা করার মিশন দ্রুতগতিতে এগিয়ে চলছে।
    ছেলের কাছে যাবার সময় চলে এসেছে হয়তো।

  • @saobanmaria
    @saobanmaria 3 месяца назад

    এস আলম মানেই তিনি। মানে ওনার প্রিন্সিপাল ক্যাশিয়ার!

  • @bayblue-j5l
    @bayblue-j5l 3 месяца назад

    S.ALAM GROUP 8 banks deal in Bangladesh
    So Bangladesh court & government in s.Alam house/office

  • @Belal-ku9dl
    @Belal-ku9dl 3 месяца назад

    Sorry mohaporkrommshaloi akmatta Allah. Apner kothati withdrwa koren..s alam keddakath bolen. Tabe tini valo kaj o koren

  • @j.Hasan007
    @j.Hasan007 3 месяца назад +1

    এস আলম শেখ পরিবারের ক্যাশিয়ার। মনে রাখবেন।

  • @sufianbgbiman8292
    @sufianbgbiman8292 3 месяца назад

    Honourable PM naki corrupted person ke char diben na anymore ???????

  • @md.jahangirhossain3658
    @md.jahangirhossain3658 3 месяца назад

    agole awami leger natok . je aporader besar hoy na. ashob news kore ke hobe. awami natok ?????????????????????????

  • @golamkibria5035
    @golamkibria5035 3 месяца назад

    আপনি কি মনে করেন আলম নিজ যোগ্যতায় এত পরাক্রমশালী হয়ে গেছে?

  • @mahboobabdurrahman9054
    @mahboobabdurrahman9054 3 месяца назад

    জনগণ মূসক দেয়। মূসক কর্মচারীরা এসে তিনভাগ করে। একভাগ ভিক্ষাস্বরূপ সরকারী তহবিলে এবং বাকী অর্থ দুই পক্ষ হাপিশ করে। আয়করও তাই। ইহা কোন নতুন বিষয় না। মূসক/ আয়কর/ আমদানী শুল্ক শুরু থেকেই এই নিয়মে চলে। ভাগে গরমিল হলেই মামলা হামলা ... ... ....

  • @desherkatha71
    @desherkatha71 3 месяца назад

    এগুলো সব সাজানো নাটক। এসব নাটকের ফাঁদে পা দেয়া যাবে না। মানুষের ভোটের অধিকার হলো ১ নাম্বার বিষয়।

  • @selimmohammed907
    @selimmohammed907 3 месяца назад

    After 2018 election, mid night government waived off 6000 crore. And 3500 crore showed PM office expenses. In that way mid night election was held by giving money to police league - sonabahini- kamla. 8 bank was given to Comod Alam to take money and to send to abroad. As mid night government thought that they couldn't manage in 2024. But due to BNP's high command naivety, they survive. But now they entered into another scenario. They don't have enough funds to run government. Do they think to collect money from Benzir like government officials. When they started digging NBR officials, NBR played this gave. Now Comod Alam in the ring. Let's see the play, what's coming next.

  • @RafiaRahman-o3v
    @RafiaRahman-o3v 3 месяца назад

    পুরো আই ওয়াশ/আমরা বুঝি ,আপনি বুঝতে পারছেন না কেন????

  • @MdMamun-gl3gj
    @MdMamun-gl3gj 3 месяца назад

    Durnitybajder coruption er sujug diya khomotay acha joy bangla 😢😮😊

  • @NuruddinForhad31
    @NuruddinForhad31 2 месяца назад

    মহাপরাক্রমশালী! শব্দটা কি ভুল জায়গায় ব্যবহার হয়ে গেল না স্যার?

  • @MdNannu-k1e
    @MdNannu-k1e 3 месяца назад

    ইন্ডিয়া আউট ভারতের পণ্য বয়কট

  • @denunnahar2658
    @denunnahar2658 3 месяца назад

    Thanks for covering this important issue. I watch your videos regularly and like ‘em. But with due respect, I want to say that please stop touching nose while you’re on air. This is really disturbing to watch. Even on this video you touched 19-20 times. I apologize if I hurt you.

  • @amranmahmud510
    @amranmahmud510 3 месяца назад

    ভাইরাল সুমন এখন কোথায়? দুদক এখন কি করবে?

  • @abdussattar1011
    @abdussattar1011 3 месяца назад

    S .Alam group is very dangerous and threats for BD economy growth & killing bnking syatem by a lot of crimes.

  • @ayebulislam5168
    @ayebulislam5168 3 месяца назад

    উনারা কি ডক্টর ইউনুস সাহেব না। উনারা হলেন এস আলম

  • @smashrafulislam729
    @smashrafulislam729 3 месяца назад +1

    ভাই এগুলো মূলত হাসিনার নাটক।

  • @zesmindewan6435
    @zesmindewan6435 2 месяца назад

    Zero tolerance means nothing. It is just to make people of bangladesh deaf and dumb. We are thinking, oh, what big achievement we will get. But actually we will be given a big zero.

  • @mossarafhossainkhan6134
    @mossarafhossainkhan6134 3 месяца назад +2

    Supreme Court should issue order that no report against S Alam should be published,

  • @vladimirgorki4858
    @vladimirgorki4858 3 месяца назад +6

    Gov. is now doing business on Corruption

  • @SantooHossain
    @SantooHossain 3 месяца назад

    আল্লাহ্গো তুমি এই জারজরূপী জুলুম বাজদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ্ ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @MdAnowar-h8f
    @MdAnowar-h8f 3 месяца назад

    এত টাকা লুটপাট করতেছে কিছু মানুষ। সমস্যার সমাধান কি?

  • @EpakAhmed-df7yk
    @EpakAhmed-df7yk 3 месяца назад

    সৌদি আরব বাংলাদেশ কে কোনো টাকা দিবেন ইনশাআল্লাহ।

  • @amazing6116
    @amazing6116 3 месяца назад

    Your analysis may be partially true. Other reasons may be to divert public attention from some worse action being taken by the govt. That may be Indian railway thru Bangladesh. May be starting of Prottya, a pension scheme or may be something more dangerous we do not know yet.

  • @turbo7332
    @turbo7332 3 месяца назад

    Lubricating Komay jaowai Ekto "Sound" hochhay.

  • @ataulghani6970
    @ataulghani6970 3 месяца назад

    State Minister Mr. Arafat spoke to media today where he stated that our train will also run through India to reach Nepal and Bhutan, " these are mentioned in the Treaty, recently signed" he added. Expecting your discussion on that.

  • @habibabegum4963
    @habibabegum4963 3 месяца назад +1

    সোনার বাংলা লুটপাট করে নে বলার কেউ নেই

  • @hafizurrahman6688
    @hafizurrahman6688 3 месяца назад

    আপনি একদম যথার্থ বলেছেন।

  • @abulabibmdyounus634
    @abulabibmdyounus634 3 месяца назад

    আপনার ভিডিও সবসময় দেখি। অনেক ভালো লাগে। একটা চাওয়া বলতে পারেন, ভিডিও এডিটের সময একদম শেষে দেখার জন্য ধন্যবাদ, এ জাতীয় কিছু একটা লেখা ভাসমান থাকলে ভালো লাগত। এখন আপনি হা করে তাকিয়ে আছেন, দৃশ্যটা কেমন কেমন ঠেকে। রাগ নেবেন না। ভালো থাকুন। নিরাপদ থাকুন।

    • @ShafiqulIslam-e4j
      @ShafiqulIslam-e4j 3 месяца назад

      I don't think so. It's his personal choice. Why should we advise him to or not to do anything. This is his program.

  • @akmmusa4755
    @akmmusa4755 3 месяца назад

    তিন বিলিয়ন টাকা রাজস্ব ফাকি? কম না আজ দেশের জন্যে।

  • @syedtrading7165
    @syedtrading7165 3 месяца назад

    Essential commodities item er
    Hasinar partner gulo holo
    S Alam Group
    City Group
    Meghna Group
    T K Group
    Bashundhara Group
    S Alam Er Sister Concern( Nabil Group)

  • @nuruljaved8114
    @nuruljaved8114 3 месяца назад

    Natok korte korte ekhon telefilm banano shuru hoyeche