অসাধারণ দাদাভাই...বিশেষ করে আগাগোড়া মার্তৃভাষায় অপূর্ব পরিবেশন যা আজকালকার দিনে অমিল...আশ্চর্য এই বাঙালি নামধারী কিছু অদ্ভুত প্রাণী যারা নিজের মায়ের ভাষা ভুলে ইংরেজ প্রভু আর হিন্দি ভাষাভাষী অঞ্চলের শব্দের মিশ্রণে এক বিটকেল ভাষায় কথা বলে নিজেদের আধুনিক বলে বড়াই করতে ভালোবাসে... আপনার কাছে সনির্বন্ধ অনুরোধ দাদা...এভাবেই বাঙলায় ভ্রমণকাহিনী পরিবেশন করতে থাকুন... ভালোবাসা রইল সঙ্গে শ্রদ্ধা ও প্রণাম 🙏
অসংখ্য ধন্যবাদ। আমি তেমন ইংরেজি জানি না, তাই বলবার প্রশ্নই আসে না। আপনিও ভাল থাকবেন। আমাদের আরও ভিডিও আছে , এছাড়াও প্রতি বুধবারে আমাদের চ্যানেলে নতুন নতুন জায়গায় যাওয়া এবং খাওয়ার ভিডিও দেওয়া হয় সেগুলিও দেখবার জন্য অনুরোধ রইল।
আমি সোনারপুরের বাসিন্দা খুব সুন্দর বাচনভঙ্গির দ্বারা চেনা জায়গা নতুন রূপে মুগ্ধ হয়ে দেখলাম আর আনন্দে সাবস্ক্রাইবও করেদিলাম নিয়মিত আপনার কণ্ঠস্বর শুনবো আর নতুন নতুন জায়গা উপভোগ করবো শুভেচ্ছা রইলো
বেশ ভালোই হয়েছে তবে স্থানীয় বাসিন্দা হয়ে একটা কথা লিখতে বাধ্য হচ্ছি, বিপত্তারিণী মায়ের বাড়ি থেকে ২কি মি দূরত্বে (বারুইপুরের দিকে ) নেতাজি সুভাষ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি (সুভাষগ্রাম )দেখা এবং রাখা উচিত ছিল।
দাদাভাই আপনার প্রথম ভিডিওতেই মন ছুঁয়ে গেলো আপনি এতটা আতিথিয়তা নিয়ে বর্ণনা দিলেন সত্যিই অনবদ্দ্ব পথের পাঁচালি আর সত্ত্যজিৎ রায়ের স্মৃতি আধুনিক সভ্যতার প্রসারে মুছে যেতে দেখে চোখে জল চলে আসলো
আমি রাজপুরের বাসিন্দা। আপনার অনবদ্য প্রতিবেদনের গুনে নিজেদের পরিচিত জায়গাগুলি অন্য মাত্রা পেল। তবে আপনি দুবার সোনারপুর গিয়েছিলেন। প্রথমে বোড়াল দিয়ে শুরু করে রাজপুর হয়ে সোনারপুর দিয়ে শেষ করতে পারতেন। তবে চিন্তামনি কর পাখিরালয়ের অনতিদূরে ১০০ বছরের পুরানো রাধা গোবিন্দ মন্দির, চন্ডিবাড়ীর পিছনের দিকে ১০ ফুটের ঐতিহ্যবাহী শিবলিঙ্গ বুড়ো শিবের মন্দির, ভুড়িপুকুরের থেকে অল্প দূরত্বে বোসপুকুরে বাবা পঞ্চানন মন্দির। এছাড়াও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ইত্যাদি দ্রষ্টব্য স্থানগুলিও ছিল।
অসংখ্য ধন্যবাদ। প্রতি বুধবারেই আমাদের নতুন নতুন ভিডিও দেওয়া হয় এই চ্যানেলে। ইতিমধ্যেই ষাটটিরও বেশি জায়গার ভিডিও আছে, পারলে সময় করে দেখে নেওয়ার অনুরোধ রইল।
ভাল উদ্যোগ ছিল। এদিকে ইউটিউবারদের খুব একটা পা পড়ে না। পরিবেশনের মান আরও ভাল হবে আশা করব। এই বয়সের একজন মানুষের সোজাসাপটা কথাবার্তার মাধ্যমে আমাদের এলাকার প্রশংসা করেছেন, সেটাও বেশ লাগল। তবে, তথ্যসূত্র খুব ভাল না। আরও ভাল করে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। ভাল থাকবেন। চালিয়ে যান।
Khub sundor bornona, kotha bolar vongi ,valo laglo. Tabe moshar kamare dengue hole muskil 😮😂. Jaihok valo thakben r chalie jan , valoi hochhe, dhonnobad.
আপনার ব্লগ দেখে খুব ভালো লাগলো, আমিও সুভাষগ্রাম আর হরিনাভি র বাসিন্দা। সুবল দার লস্যি অপূর্ব, কিন্তু royal এ না খেয়ে বাবুর্চি তে খেতে পারতেন, বেশ ভালো ওটি।
Khub valo laglo apnar video ta. Santosh Ghosh babur kotha background music er jonno thik sunte pelam na. Background music ta na thakle onar kotha valo kore sunte petam. Next video dakhar opekhay roilam.
Oh yes, ami dekhbo r follow korbo videos. Out side of Kolkata na jete parleo, inside of Kolkatar emon nice place gulo amar jabar khub ichha. Valo thakben, Joy guru.
বলছি স্যার, আমিও সোনারপুর রাজপুরের ঐ ভুরিপুকুর এলাকার মানুষ , আপনাদের এই ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো, আপনি সব জায়গার উপর ভালই বিশ্লেষণ করে দেখিয়েছেন। কিন্তু একটি ছোট্ট কথা না বলে পারলাম না, সেটা আপনারা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে যে গেলেন , তার আগে বিরিয়ানিটা নাই খেতে পারতেন, কারণ মা বিপত্তরিনী চণ্ডী যতটা জাগ্রত ত্রিপুরা সুন্দরী মাও একই, ওখানে আমরা অমাবস্যার পরের দিন সকালে শ্বাসকষ্টের ঔষধ সেবন করতে যাই, এবং আমি বা আমরা সবাই ভালোই আছি । ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন সবাই
Ami giye nijer chokhe ei place dekhe asbo. Vision valo ekta place. Rajpur ami gechilam ekbar, before lockdown. Seu chandi bari, pujo deoya. Darun legeche amar. Tobe haa oi chitamoni bird sanctuary forest entry 100/_ eta anektai high price amader kache. Jete parbo kina jani na, but boral spot one day visit korboi ami. Tata good night 😴.
Apurbo laglo apnar ei uposthapona ekdin ashun abar boral e aro anek kichu ajana ache amar bari tripura sundari mandir er pechone jei bhadraloker sathe apni katha bolechen uni amar babar bandhu sthanio
অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য। আমিও আপনার চ্যানেলটি দেখলাম। আমারও বেশ ভাল লেগেছে, নানান অচেনা গ্রাম সেখানকার সুন্দর পরিবেশ, খুব ভাল। আপনিও বেড়াতে থাকুন, আর অনুরোধ রইল মাঝে মধ্যে সময় পেলে আমাদের নতুন নতুন ভিডিও দেখে মতামত জানাবেন। আমাদের বেড়ানোর ভিডিও প্রতি বুধবারে আসে।
EXCELLENT VOICE EXCELLENT PHOTOGRAPHY AND EXCELLENT PRESENTATION. AMI RAJPORE A THAKI TAI SORRY TO SAY THAT AKTA HISTORICAL PLACE APNI MISS KORA GA CHAN THAT IS ANCIENT HOUSE OF NETAJI SUBHAS CHANDRA BOSE
অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আপনি ঠিক বলেছেন, নেতাজীর বসত ভিটাতে আমরা যাইনি ঠিকই। কিন্তু ওটা তো সুভাষগ্রামে। আমরা সেখানেও অন্য একদিন যাব। আমাদের অন্য ভিডিও দেখার অনুরোধ রইল।
অসংখ্য ধন্যবাদ।। ভাল থাকবেন আপনিও। আসলে সংক্ষেপে ভিডিও শেষ করাই যায়, কিন্তু ব্যক্তিগত ভাবে আমি চাই যতটা বেশ তথ্য মানুষকে দেওয়া যায় পাশাপাশি ছবিও দেখানো যায়। সেই জন্যই একটু বিস্তারিত ভাবে করা হয়েছে। এখানে টেনে দেখার সুযোগ আছে যার যেমন পছন্দ সেভাবেই দেখবেন। আমাদের অন্য ভিডিওগুলিও দেখবার অনুরোধ রইল।
অসংখ্য ধন্যবাদ। ঠিকই বলেছেন, আমি দু:খিত। বিরিয়ানির দামটা বলা হয়নি, তবে কচুরি এবং লস্যির দাম বলা আছে। ছবিতেও আছে। বিরিয়ানি ২০০/- প্লেট। জায়গাগুলিও কোথায় সেটা মোটামুটি উল্লেখ করা আছে। আর একবার দেখতে অনুরোধ রইল। তবে একবার গিয়ে পড়লে স্থানীয় মানুষ, টোটো অটো চালক, সকলের কাছ থেকেই সহযোগিতা পাওয়া যায়। ভাল থাকবেন। আমাদের আরও ভিডিও দেখার অনুরোধও জানালাম।
8240521580 এটা আমাদের ফোন নম্বর। আমরা জয়েন পুরে নিশ্চয় যাব। আপনি এই ব্যাপারে আমাদের কিছু তথ্য দিয়ে সাহায্য করলে খুব ভাল হয়। অনুগ্রহ করে ফোন বা হোয়াটস এপ করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ দাদাভাই...বিশেষ করে আগাগোড়া মার্তৃভাষায় অপূর্ব পরিবেশন যা আজকালকার দিনে অমিল...আশ্চর্য এই বাঙালি নামধারী কিছু অদ্ভুত প্রাণী যারা নিজের মায়ের ভাষা ভুলে ইংরেজ প্রভু আর হিন্দি ভাষাভাষী অঞ্চলের শব্দের মিশ্রণে এক বিটকেল ভাষায় কথা বলে নিজেদের আধুনিক বলে বড়াই করতে ভালোবাসে...
আপনার কাছে সনির্বন্ধ অনুরোধ দাদা...এভাবেই বাঙলায় ভ্রমণকাহিনী পরিবেশন করতে থাকুন...
ভালোবাসা রইল সঙ্গে শ্রদ্ধা ও প্রণাম 🙏
অসংখ্য ধন্যবাদ। আমি তেমন ইংরেজি জানি না, তাই বলবার প্রশ্নই আসে না। আপনিও ভাল থাকবেন। আমাদের আরও ভিডিও আছে , এছাড়াও প্রতি বুধবারে আমাদের চ্যানেলে নতুন নতুন জায়গায় যাওয়া এবং খাওয়ার ভিডিও দেওয়া হয় সেগুলিও দেখবার জন্য অনুরোধ রইল।
Darun dekhiyachen sonarpur.
আমি সোনারপুরের বাসিন্দা খুব সুন্দর বাচনভঙ্গির দ্বারা চেনা জায়গা নতুন রূপে মুগ্ধ হয়ে দেখলাম আর আনন্দে সাবস্ক্রাইবও করেদিলাম নিয়মিত আপনার কণ্ঠস্বর শুনবো আর নতুন নতুন জায়গা উপভোগ করবো শুভেচ্ছা রইলো
অসংখ্য ধন্যবাদ।। ভাল থাকুন।।
apurbo Bipottarini Chandi Bari, khub sundar pukurti o Ratnabedi, ami akbar ghure eschi, darun legeche, khub sundar aronyok prokriti pakhiraloyer , Boral grame Apu Durgar smirti bijorito sthanguli dekhe khub bhalo laglo, durdanto Tripursundari mondirti, sundar maayer murti, Joy Maa Tripursundari
আপনার বাচন ভঙ্গিমা টি ও পরিবেশন সুন্দর।
অসংখ্য ধন্যবাদ।। ভাল থাকবেন।
সব চেয়ে ভালো লাগলো পথের পাঁচালী 'র লোকেশন জায়গাটা। ধন্যবাদ।❤❤❤❤❤❤❤❤
সোনারপুরকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ
,KHUB BHALO LAGLO PALASH BABU. SONARPURE ETO SUNDOR
DEKHER JAIGA AACHEY
JANA HOLO APNAR VEDIOE DARA. BHALO THAKBEN APNARA. DHANYABAD.
আপনিও ভাল থাকবেন। আমাদের আরও অনেক ভিডিও আছে সেগুলিও দেখবার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ।
video ti te good presentation janya tour r ichheta jagie tuleche .Thank you
বেশ ভালোই হয়েছে তবে স্থানীয় বাসিন্দা হয়ে একটা কথা লিখতে বাধ্য হচ্ছি, বিপত্তারিণী মায়ের বাড়ি থেকে ২কি মি দূরত্বে (বারুইপুরের দিকে ) নেতাজি সুভাষ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি (সুভাষগ্রাম )দেখা এবং রাখা উচিত ছিল।
আমরা সুভাষগ্রাম নিয়ে আলাদা পর্ব করব। সেই জন্য রাখা হয়নি
উপস্থাপনা ও background music বেশ ভাল লাগল ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের অন্য ভিডিওগুলিও দেখবার অনুরোধ রইল।
দাদাভাই আপনার প্রথম ভিডিওতেই মন ছুঁয়ে গেলো
আপনি এতটা আতিথিয়তা নিয়ে বর্ণনা দিলেন সত্যিই অনবদ্দ্ব
পথের পাঁচালি আর সত্ত্যজিৎ রায়ের স্মৃতি আধুনিক সভ্যতার প্রসারে মুছে যেতে দেখে চোখে জল চলে আসলো
অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমাদের আরও ভিডিও দেখবার অনুরোধ রইল। ভাল থাকবেন।।
আমি রাজপুরের বাসিন্দা।চেনা জায়গা আপনার ভিডিওর গুণে নতুন হয়ে ধরা দিল😊।
Darun laglo dada
সকালের থেকে বিকেলের টা আরো ভালো
Apni apurbo...
খুব ভালো লাগলো এই ভিডিওটি আমার বাড়ি এই বোড়ালে । বাড়ির কাচের এই ভিডিও দেখে খুব ভালো লাগলো ।
Apnar video ta khub bhalo laglo amar bari ei Rajpure nijer jayga ke dekhe aro besi valo laglo
আমি রাজপুরের বাসিন্দা। আপনার অনবদ্য প্রতিবেদনের গুনে নিজেদের পরিচিত জায়গাগুলি অন্য মাত্রা পেল।
তবে আপনি দুবার সোনারপুর গিয়েছিলেন। প্রথমে বোড়াল দিয়ে শুরু করে রাজপুর হয়ে সোনারপুর দিয়ে শেষ করতে পারতেন।
তবে চিন্তামনি কর পাখিরালয়ের অনতিদূরে ১০০ বছরের পুরানো রাধা গোবিন্দ মন্দির, চন্ডিবাড়ীর পিছনের দিকে ১০ ফুটের ঐতিহ্যবাহী শিবলিঙ্গ বুড়ো শিবের মন্দির, ভুড়িপুকুরের থেকে অল্প দূরত্বে বোসপুকুরে বাবা পঞ্চানন মন্দির। এছাড়াও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ইত্যাদি দ্রষ্টব্য স্থানগুলিও ছিল।
apnar videota daroon laglo > eirokom aro kichu apnar kach theke petey chai !!!!
অসংখ্য ধন্যবাদ। প্রতি বুধবারেই আমাদের নতুন নতুন ভিডিও দেওয়া হয় এই চ্যানেলে। ইতিমধ্যেই ষাটটিরও বেশি জায়গার ভিডিও আছে, পারলে সময় করে দেখে নেওয়ার অনুরোধ রইল।
Apni erakom explore. Korte thakun. Dhannyabad. Asadharan
আমি রাজপুর এ থাকি ।খুব ভালো লাগলো ।শুভেচ্ছা রইলো ।
Excellent
Ami Rajpur e thaki.ai sob kichui amer chena.darun laglo video ta ❤
ভাল উদ্যোগ ছিল। এদিকে ইউটিউবারদের খুব একটা পা পড়ে না। পরিবেশনের মান আরও ভাল হবে আশা করব। এই বয়সের একজন মানুষের সোজাসাপটা কথাবার্তার মাধ্যমে আমাদের এলাকার প্রশংসা করেছেন, সেটাও বেশ লাগল। তবে, তথ্যসূত্র খুব ভাল না। আরও ভাল করে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। ভাল থাকবেন। চালিয়ে যান।
গুরুত্ব দিয়ে দেখার জন্য ধন্যবাদ।আপনার মূল্যবান মতামত অবশ্যই আমরা মাথায় রাখব। সমালোচনার জন্যও আমরা কৃতজ্ঞ। ভাল থাকবেন, আরও সমালোচনার আশায় রইলাম।
Bha nejar jaygar video dakhe khub e vlo laglo
আমিও রাজপুরের বাসিন্দা, একটি কথা বলে ফেললাম .....……
কথাটা bha (ভা) নয় bah (বাহ্) হবে। ধন্যবাদ.........
ভালো থাকবেন
Khub valo laglo ..amar bario Borale
ভালো লাগলো আপনি আমাদের বোড়ালের ভিডিও করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ। আমাদের আরও কিছু ভিডিও দেখার অনুরোধ রইল।।
ধৈর্য্য ধরে পুরোটা দেখেছি, তবে একটু ছোট হলে ভালো হত। আপনার বাচনভঙ্গি সুন্দর। মোটের ওপর ভালো লাগলো।
ভিডিও টি খুব ভালো লাগলো ! খুব সুন্দর বলেন আপনি । সামগ্রিকভাবে পরিবেশন অসাধারণ ! বাড়তি পাওনা বিখ্যাত খাবারের দোকানগুলি । তাদেরও উপকার হলো প্রচারে । ভালো উদ্যোগ .....
অসংখ্য ধন্যবাদ।। আমাদের অন্য ভিডিওগুলিও দেখবার অনুরোধ রইল।
Ami rajpur sonarpure thaki. Ekhane prochur ghorar jayga roeche
Boral e r o onek dakhar jaiga ache,kichu kichu baki roye galo boral shiv mandir
খুবই সুন্দর উপস্থাপনা ❤
অসংখ্য ধন্যবাদ
Nice presentation thanks
Joy Ma Bipottarini Chandi 🙏🙏🙏🌺
SONARPUR elen r Baburchir te khete parten
Ami Boral er basinda... Boral er e charao aro onek history ache...
Sb thik ache, kintu lunch ta baburchi ba bindass e korle valo hoto, royal is not worthy...
দারুণ দারুণ 🙏
Khub sundor bornona, kotha bolar vongi ,valo laglo. Tabe moshar kamare dengue hole muskil 😮😂. Jaihok valo thakben r chalie jan , valoi hochhe, dhonnobad.
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
Bhalo video 👍
Ma Durga devi amader sabaike valo rakh ma
আপনার ব্লগ দেখে খুব ভালো লাগলো, আমিও সুভাষগ্রাম আর হরিনাভি র বাসিন্দা। সুবল দার লস্যি অপূর্ব, কিন্তু royal এ না খেয়ে বাবুর্চি তে খেতে পারতেন, বেশ ভালো ওটি।
😊
Khub valo laglo apnar video ta. Santosh Ghosh babur kotha background music er jonno thik sunte pelam na. Background music ta na thakle onar kotha valo kore sunte petam. Next video dakhar opekhay roilam.
খুব ভালো লাগল
khub valo laglo ❤
Asadharon laglo video dekhe. Dekhte dekhte mone holo,ami jeno boral spote esegechi. Sei apu durgar pother Panchali place, eta sune r dekhe amar okhane jabar ichaa anek bere gelo.
অসংখ্য ধন্যবাদ। আমাদের আরও ভিডিওগুলিও দেখবার অনুরোধ রইল
Oh yes, ami dekhbo r follow korbo videos. Out side of Kolkata na jete parleo, inside of Kolkatar emon nice place gulo amar jabar khub ichha. Valo thakben, Joy guru.
ভালো ভিডিও।
Tomar _ khub sundor 😅
বলছি স্যার, আমিও সোনারপুর রাজপুরের ঐ ভুরিপুকুর এলাকার মানুষ , আপনাদের এই ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো, আপনি সব জায়গার উপর ভালই বিশ্লেষণ করে দেখিয়েছেন। কিন্তু একটি ছোট্ট কথা না বলে পারলাম না, সেটা আপনারা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে যে গেলেন , তার আগে বিরিয়ানিটা নাই খেতে পারতেন, কারণ মা বিপত্তরিনী চণ্ডী যতটা জাগ্রত ত্রিপুরা সুন্দরী মাও একই, ওখানে আমরা অমাবস্যার পরের দিন সকালে শ্বাসকষ্টের ঔষধ সেবন করতে যাই, এবং আমি বা আমরা সবাই ভালোই আছি । ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন সবাই
ধন্য বাদ স্যার,এই বিষয়টি দেখার জন্য
Ami giye nijer chokhe ei place dekhe asbo. Vision valo ekta place. Rajpur ami gechilam ekbar, before lockdown. Seu chandi bari, pujo deoya. Darun legeche amar. Tobe haa oi chitamoni bird sanctuary forest entry 100/_ eta anektai high price amader kache. Jete parbo kina jani na, but boral spot one day visit korboi ami. Tata good night 😴.
Darun hoyeche kaku kakima keo bhalo laglo r bhasha o uposthapona khub bhalo tomay ami 10 e 8 dilam Khushi to😅😅
খুব খুশি মা, লেখাপড়ায় তো কখনওই লেটার মার্কস পাইনি, এখানে অন্তত পাওয়া গেল। ধন্যবাদের সঙ্গে গৃহিত হল।
Koyal er bagan
Age jhop chilo ekhon forest koreche
Entry fee is very high.
Jay maa bipod tarini kripa Karo ❤
Khub sundar
Ata Chanda ni dir chanal , ami Pappu cbo -9 agent. Kub valo laglo video ta
Thanks
Patuli te Nachiketa r cha kheye jaben 1din...,
আচ্ছা নিশ্চয় খাব। ধন্যবাদ।
Kodalia te Netaji Subhas Chandra Bose er poitrik bari ache jeta rajpur er khub e kache..
Khoob valo laglo
পাখিরালায় এর এন্ট্রি ফি সত্যি খুব বেশি।
Dada amar bari Harinavi. Khub valo laglo amader elaka nie apnar ei video. khub valo thakun. Abar asben nischoi.
অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের আরও ভিডিও দেখার অনুরোধ রইল।।
Diner ta noy rater kochuri ta khawar dorkar chilo bondhoner kochuri.
বেশ ভালো। তবে বিরিয়ানি,কচুরির দামটা কিন্তু বললেন না পলাশবাবু!
বিরিয়ানির দামটা বলা হয়নি বটে তবে কচুরির দাম কিন্তু ছবিতেই আছে।
Apurbo laglo apnar ei uposthapona ekdin ashun abar boral e aro anek kichu ajana ache amar bari tripura sundari mandir er pechone jei bhadraloker sathe apni katha bolechen uni amar babar bandhu sthanio
অসংখ্য ধন্যবাদ।। নিশ্চয়, আপনার আমন্ত্রণে একদিন আবার যাব বোড়ালে।
@@drishyakalpo nimontron roilo amar Wednesday off day agey theke inform kore ashben aboshoi apekhai roilam dupure lunch gariber baritei
Baruipur aste parten.
Shibani Pith - Maa Shibani r mandir 🙏
আমাদের বারুইপুর ভ্রমণের দুটি পর্ব কয়েকদিন আগেই দেওয়া হয়েছে। আপনি আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন।
@@drishyakalpo ok thanks 👍🏼
🎉🎉🎉🎉🎉 1:46
Sir Darun apnar uposthpona, ar apni o madam dujonei 100% ❤❤❤ Kuhb valo laglo video ta Thankyou amar pronam neben.......
অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য। আমিও আপনার চ্যানেলটি দেখলাম। আমারও বেশ ভাল লেগেছে, নানান অচেনা গ্রাম সেখানকার সুন্দর পরিবেশ, খুব ভাল। আপনিও বেড়াতে থাকুন, আর অনুরোধ রইল মাঝে মধ্যে সময় পেলে আমাদের নতুন নতুন ভিডিও দেখে মতামত জানাবেন। আমাদের বেড়ানোর ভিডিও প্রতি বুধবারে আসে।
দাদা খুব ভালো লাগলো ভিডিওটা ✨✨✨
অনেক ধন্যবাদ ভাই।
Ami boral ar e mey, tripuresorwi mandir dorson korechen ki? Boral a onk itihas ache
আপনি ভিডিওটি পুরো দেখেননি বোধহয়, সম্পূর্ণ ভিডিও দেখবার অনুরোধ রইল।
@@drishyakalpo ha pore dekhlam vlo laglo
খুব ভাল লাগল।
Amr o bari boral. Mane choto bela ta sekhanei keteche.
Bangla bhashar je ki sundor madhurjo...seta ke sothik vabe bebohar...apnar theke sekhar ache seta
অসংখ্য ধন্যবাদ।। ভাল থাকবেন।।
Nice video 😮😮😅😅😊
Anek kichu dekte parlam o jante parlam bisesh kore "Pather Panchali" cinemar shooting place dekhe peye khubi anondito o mogdha holam, tobe Satyajit Roy er moto bisea khyato chitra porichaloker aboksha murtir dainya dosa dekhe khub kostha pelam. Apna k amar asesh dhanyabad o kritoggota janacchi dekhar sujog kore debar jonya, apnar bornona atyanto sundar o pranbonto. Khub bhalo thakben. 🙏🙏
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।।
আপনারা নেতাজী সুভাষ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে গেলেন না কেন??
Aro edit kore choto kora uchit chilo,
Sonarpur er vedio eto time keu dekhbe ? Amarnath Yatra ba Kedarnath dham er vedio hole lok 30 min. Dekhe.
একদম ঠিক বলেছেন। তবে তার মধ্যেও এক লক্ষের কাছাকাছি মানুষ এই ভিডিও দেখছেন, এটাই আমাদের কাছে আনন্দের। আপনার সুউপদেশ মাথায় রাখব।
@@drishyakalpo hoy toh 2/3 minutes dekhe skip korechhen. Ete vedio r image kharap hoy. Ar 30 sec dekhle o toh views
Count hoy
আপনি মনযোগ দিয়ে দেখেছেন মনে হচ্ছে। সে জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে আরও অনেক এমন ভিডিও আছে, সময় করতে পারলে দেখবার অনুরোধ রইল।
@@NiluDas-sd8db🙂ঠিক, আমি ভিডিও টি স্কিপ করেই দেখেছি, তবে ভিডিওটির উপস্থাপনা ও পরিবেশনা অনবদ্য।
Joy Rajput Bipodtarini Chondi bari.
Nice video 😮😮😅😅😅😊
EXCELLENT VOICE EXCELLENT PHOTOGRAPHY AND EXCELLENT PRESENTATION. AMI RAJPORE A THAKI TAI SORRY TO SAY THAT AKTA HISTORICAL PLACE APNI MISS KORA GA CHAN THAT IS ANCIENT HOUSE OF NETAJI SUBHAS CHANDRA BOSE
অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আপনি ঠিক বলেছেন, নেতাজীর বসত ভিটাতে আমরা যাইনি ঠিকই। কিন্তু ওটা তো সুভাষগ্রামে। আমরা সেখানেও অন্য একদিন যাব। আমাদের অন্য ভিডিও দেখার অনুরোধ রইল।
Excellent
Ami sunerpur basi❤
বেশ ভাল থাকবেন
Sorry Sir apne akta bhul Katha balechan matro station kamalzi bale Kano station nai
ঠিক বলেছেন ওটা কবি নজরুল বললে ভাল হত।
❤❤❤❤
Sir, dekhte dekhte kokhon video sesh hoye elo, bujhe uthtei parlam na.. Video er time length niye obosso amar kono osubidha nei. Valo thakben
অসংখ্য ধন্যবাদ।। ভাল থাকবেন আপনিও। আসলে সংক্ষেপে ভিডিও শেষ করাই যায়, কিন্তু ব্যক্তিগত ভাবে আমি চাই যতটা বেশ তথ্য মানুষকে দেওয়া যায় পাশাপাশি ছবিও দেখানো যায়। সেই জন্যই একটু বিস্তারিত ভাবে করা হয়েছে। এখানে টেনে দেখার সুযোগ আছে যার যেমন পছন্দ সেভাবেই দেখবেন। আমাদের অন্য ভিডিওগুলিও দেখবার অনুরোধ রইল।
আপনারা সুভাষ বোসের পৈত্রিক বাড়িতে গেলেন না কেন?.😊
সুভাষগ্রাম নিয়ে আলাদা একদিন করা হবে তাই
Garia te asun ekdeen
নিশ্চয় যাব। অনুগ্রহ করে আমায় একটু গাইড করুন, কি কি দেখতে পারি এবং কি কি খেতে পারি।
খুব ভাল হয়েছে দাদা। দু একটা কথা। খাবারের দামগুলো বললে ভাল হত যেমন বিরিয়ানি কচুরি। আর জায়গা গুলো আর একটু specific যেমন কিভাবে যাব সেটা বললে ভাল হত।
অসংখ্য ধন্যবাদ। ঠিকই বলেছেন, আমি দু:খিত। বিরিয়ানির দামটা বলা হয়নি, তবে কচুরি এবং লস্যির দাম বলা আছে। ছবিতেও আছে। বিরিয়ানি ২০০/- প্লেট। জায়গাগুলিও কোথায় সেটা মোটামুটি উল্লেখ করা আছে। আর একবার দেখতে অনুরোধ রইল। তবে একবার গিয়ে পড়লে স্থানীয় মানুষ, টোটো অটো চালক, সকলের কাছ থেকেই সহযোগিতা পাওয়া যায়। ভাল থাকবেন। আমাদের আরও ভিডিও দেখার অনুরোধও জানালাম।
@@drishyakalpo
Ok sir
Bandhon A khaben na. Baje kore. Ektu dure new quality thake kochuri khate paren
আপনি নেতাজী সুভাষ ৰসু ৰাড়ী দেখান নি কেন?
ওটা সুভাষগ্রামে, ওখানে আমরা অন্য আর একদিন যাব।
আমি স্থানীয় একজন ভিডিও টি দেখে বেশ মুগ্ধ আপনি যদি জয়েন পুরে আসেন তাহলে প্রাকৃতিক পরিবেশের একটি ভ্লগ বানাতে পারবেন, আপনার ও বেশ ভালো লাগবে ❤❤
8240521580 এটা আমাদের ফোন নম্বর। আমরা জয়েন পুরে নিশ্চয় যাব। আপনি এই ব্যাপারে আমাদের কিছু তথ্য দিয়ে সাহায্য করলে খুব ভাল হয়। অনুগ্রহ করে ফোন বা হোয়াটস এপ করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।
দাদা খাবারের দাম মানে হান্ডি
বিরিয়ানি দাম টা কত জানাবেন
২০০ টাকা হাঁড়িতে নিলে। প্লেটে নিলে ১৮০ টাকা
মা, আমার প্রণাম নাও.
Ami 1oo taka,dite parbona tai fire asechi.
ঠিকই করেছেন
Amra chintamoni kar e dhuke masar kamor kheye khubi boka benechi😂
আমরাও।🙂
Too long video
Joy Ma Bipodtarini Ma Chondi.
Joy M Bipodtarini Ma Chondi.
কলকাতার কাছে দারুণ জায়গা, কিন্তু ভাবাচ্ছে entry free টা।
Debjani Sengupta
ঠিক কথা, ওই বাগানে এত প্রবেশ মূল্য মেনে নেওয়া মুশকিল।
Royal biryani dam ta koto ??
Mention korlen na to
ঠিক বলেছেন, দামটা বলা হয়নি। খুব দুঃখিত। হান্ডি বিরিয়ানি মাটির হাঁড়িতে নিলে ২০০/- এবং প্লাস্টিক কন্টেনারে নিলে বা সরাসরি প্লেটে নিলে ১৮০/-
Pls don't mind asole amar Sonarpur e relative bari ! Tai curiosity holo ..khub bhalo vlog !
Ekhon baje kore.
Bandhon ekon full flop
❤❤❤