খুব মনযোগ দিয়ে ধৈর্য ধরে স্যারের কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্ট করছি। প্রথমে ভাবছিলাম এত লম্বা সময় নিয়ে কিভাবে ভিডিও টি দেখবো। সত্যি কথা বলতে কি ওনার কথাগুলো শুনতে শুনতে কখন একটি ঘন্টা পেরিয়ে গেছে বুঝতে পারিনি। আমার জীবন থেকে একটি ঘন্টা হারিয়ে যায়নি বরং আমি ওনার কাছ যেটা শিখতে পেরিছি ঠিক যেমনটা স্কুল জীবনে প্রিয় শিক্ষকের কাছ থেকে শিখতাম। সেই স্বাধীনতার সময় আমরা অনেক বুদ্ধিজীবী, সাহিত্যিক, ডাক্তার হারিয়েছি তাই বলে কিন্তু দেশ মেধাশূন্য হয়ে যায়নি। কোননা কোন দিক দিয়ে আল্লাহ ঠিকই সেই অভাব পূরণ করে দিয়েছেন। ওনি তার জলন্ত উদহারণ। এমন গুণীজনরা এমন গবেষকরা আমাদের পথ প্রদর্শক হয়ে আমাদের বন্ধু হয়ে যুগের পর যুগ আমাদের মাঝে বেঁচে আছেন, বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আজ থেকে দৃঢ় শপথ করলাম মহান আল্লাহ যেন ওনার কথাগুলো যথাযতভাবে মেনে চলার তৌফিক দান করেন। পরিশেষে এই মানুষটির জন্য আমার মনের গভীর থেকে প্রার্থনা করছি আল্লাহ যেন ওনাকে সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন দান করেন।
ভীষণ সাবলীল চিকিৎসা সঙ্ক্রান্ত জটিল বিষয়কে সরল শিক্ষা মূলক সর্বজনীনভাবে পেশ করার জন্য অসংখ্য নমস্কার ও প্রনাম। ঈশ্বর আপনাকে দিয়ে আরও আরও বৃহৎ কর্মজীবন প্রদান করুন। কোলকাতা থেকে শিক্ষা নিলাম।
মানুষ যদি আজেবাজে কোন কিছু দেখে সময় নষ্ট না করতো আর এই ধরনের ভিডিও দেখত তাহলে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতো আর সুস্থ থাকতো কিন্তু মানুষ তো এখন তার মূল্যবান সময় গুলো ঠিকঠক এর মধ্যে ফেসবুকের মধ্যে কাটিয়ে দেয়
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি আপনার উপস্থাপনা কথা বলার বাচন ভঙ্গি আমাকে এতটাই আপ্লুত করেছে যে আমি ভাষায় বুঝাতে পারছি না ভগবান আপনাকে খুব ভালো রাখুক জয় শ্রীরাম
Honourable doctor , such a forceful n convincing discussion i have never heard in my life of 74 years and the presentation technique with valid reasons convinces any reasonable mind to grasp act upon your valuable advice. With respectful regard , a follower from west bengal , india.
আপনার বক্তব্য সমর্থন করি ।আমি আজ তেইশ বছর হার্টের রুগি। কিন্তু বর্তমান কোন ঔষধ খাই না ,শুধু খাদ্য হিসাবে করে খাই ও দৈহিক পরিশ্রম করি।বয়স তেষট্টি। আলহামদুলিল্লাহ ভালো আছি।
জটিল এবং গুরুত্ববহ একটি বিষয় নিয়ে প্রান্জল ও সহজ সরল এবং আকর্ষণীয় উপস্হাপনায় খুব আগ্রহ নিয়ে শুনলাম। খুব ভালো লাগলো আপনার উপস্হাপন। দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ ও হৃদরোগ সম্পৃক্ত ওষুধ গ্রহন করে আসছি। সাথে ডায়াবেটিস রোগ আছে, তাতেও ওষুধ ও ইনসুলিন ব্যবহার চলছে। গ্যাস ও লাং সমস্য্যাও এবং নিওরো সমস্যা আছে বলে অনুমেয়। দীর্ঘদিন যাবত চিকিৎসা চলছে কিন্তু কখনোই সুস্হ ও স্বস্তি বোধ করছিনা। আমার বয়স আনুমানিক ৭৪ বছর। আমি একজন অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা। কোন কাজে নাই মাঝে মধ্যে একটু লেখা লেখি করি। আমি খুলনা শহরে বসবাস করি। আপনার সদয় দৃষ্টি দান করলাম। আমি কি করতে পারি বা কিছু না করলেও ভালো থাকার পরামর্শ পেতে পারি কিনা। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
Dr mao এবং surgeon girinath এর সহযোগিতায় by pass operation করেছিলাম ,এখন 2014.medicine নিই নিয়মিত। no problem I have,normal life lead করি till now. খুব ভালো বলেছেন ।ধন্যবাদ। thank God. ❤❤🎉🎉 36:33 India from.
স্যার যেভাবে কথাগুলো বলছেন, আসলে মনের ভিতরে কথাগুলো ঢুকে গেছে। তার উপদেশ গুলো মেনে চললে আমাদের হয়তো, এই রোগগুলো থেকে ভাল ভাবে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ।
অনেক মনযোগ শহকারে সুনেচি।সুনে যা ভুজলাম।ইসলাম সুন্দর এবং সুন্দর দিক নিদর্শন করে।নামাজ,এবং ইসলামি চিন্তাদারা।ইসলাম মেনে চলা।আলহামদুলিল্লাহ। ইন্সায়াল্লাহ।
আর আমি কোন সময় আপনার মতন ডাক্তারদেরকে দেখি নাই যে মানুষকে এরকম পরামর্শ দেওয়া আমি আজ প্রথম দেখলাম যে আপনি মানুষকে এত সুন্দর ভাবে বুঝিয়েছেন মানুষ বাঁচার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে আল্লাহ সুস্থ রাখুক এবং তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ সুখে রাখুক আসসালামুয়ালাইকুম
অত্যন্ত ভালো লাগছে আপনার কথা গুলো শুনে আমি চলতি জুলাই মাসের ১২ তারিখ ভোরে হার্ট এট্যাকের শিকার হয়ে মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসা শেষে এখন কর্মস্থলে আছি,, আপনার কথা গুলো আমি মনে রেখে সারাজীবন চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন দোয়া করি।
মহাশয় আপনাকে যে ধন্যবাদ দেব, ভাষা খুঁজে পাচ্ছিনা,2018, সালের ডিসেম্বর মাসে, কলকাতার রবীন্দ্রনাথ টেগোর, চিকিৎসা কেন্দ্রে , এনজিওগ্রাম এ চিকিৎসক মন্ডলীর সিদ্ধান্ত বাইপাস সার্জারি ছাড়া কোন বিকল্প পথ নেই। আমি অপারেশন করতে অক্ষম হয়ে ছিলাম, অর্থাভাবে, আজকের আপনার মহামূল্যবান বক্তব্য মতো খাদ্যভাস,আযূরবেদ চিকিৎসায় সুস্থ জীবন যাপন করছি।
আচ্ছালামু আলাইকুম জনাব ডাঃ সাহেব আপনার ভিডিও মধ্যে মধ্যে দেখি খুব ভাল লাগে মানব উপকারি আপনার উপদেশ গুলা আল্লাহ আপনার আমার মংল দান করু। আমার বয়স ৫৭ ওজন ৫৫কেজি ২মাস আগে রক্ত পরীক্ষায় ১গ্রেট পেটিলিভার ধরা পরে ডাকতার সাহেব Atova Clopd ওডমন কপিড খাইতেচি আমার ডাক্তার সাহেব বিদেশ টেনিং করতে গেচেন।আমি কুষঠ কাঠিন্যে ভোগছি বহু বনাজি খাইতেচি এবং খাদ্যবাস বদলাতে চেস্টা করতেচি।দোআ করবেন ও আপনার ভিডিও মতে বেয়াম করতেচি মাংশ দুদ বাদ দিয়াচি সবজি সালাত বেশি খাইতেচি ভাত কম খাইতেচি।দোআ করবেন আমার জন্য আল্লাহ আপনাকে ও ভাল রাকুন।
আপনি একজন অত্যন্ত ভালো শিক্ষক, একজন ভালো ডাক্তার, একজন ভালো মানুষ, সাথে উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আপনি দীর্ঘজীবী হোন। আপনি কোথায় বসেন?আমার দুটো ব্লক ৩০%।যদি আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো,আমি আপনার তত্ত্বাবধানে থাকে থাকতে চাই।
আমি পুরো আলোচনা দেখলাম অনেক ভালো লাগলো ইনশাআল্লাহ চেষ্টা করব।স্যারের আলোচনা গুলো দেশের প্রতি টা থানায় হলে অনেক ভালো হতো।স্যার আল্লাহ তায়ালা আপনাকে আরো বেশি বেশি মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুন আমীন স্যার দোয়া ও ভালবাসা রইলো আল্লাহ আপনাকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ
আলহামদুলিল্লাহ । আপনাকে ধন্যবাদ এবং অনেক দোয়া রইল । চাকুরী জীবনে দেশে এবং বিদেশে অনেক লেকচার শোনার সৌভাগ্য হয়েছে, কিন্তু আপনার ব্যতিক্রমী সহজবোধ্য বক্তব্য তেমন একটা শুনি নাই । এতে মানুষ অনেক উপকৃত হবে যার প্রতিদান আল্লাহর কাছে পাবেন। আল্লাহ হাফেজ ।
খুবই মনোযোগ সহকারে স্যার আপনার কথাগুলো শুনলাম। মনে হল নিজেকে পুণরায় নতুনরূপে আবিষ্কার করলাম। নিজের উপর খুবই ফ্রাস্ট্রেশন হয়ে পড়েছিলাম। আপনি যেন আমার ভিতরটাকে নতুন করে জাগিয়ে দিলেন। কাল থেকেই নিজেকে বদলিয়ে ফেলার সংগ্রামে নেমে পড়ব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ পাক মহান।
ডাঃ মনিরুজ্জামান স্যার পশ্চিমবাংলায় এই রকম মাতৃভাষায় অনুষ্ঠান দেখতে পাই না এমন প্রাণবন্ত সময়োপযোগী অনুষ্ঠান করে সমাজের অনেক উপকার করছেন। ভারতে আপনার জানা কোন প্রতিষ্ঠান এই কাজ করছে জানালে উপকৃত হব।ধন্যবাদ অনেক ভালো থাকবেন আপনি।
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা,, ধন্যবাদ জানাই আপনাকে। স্বামী রামদেব জী ,যোগ প্রাণায়াম অভ্যাসের উপর বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন এবং আপনার খাওয়ার ব্যাপারে একই মত পোষণ করেন। রামদেব জীর এই যোগ প্রনায়াম , নিয়মিত ভাবে অনুশীলন করার বহু বহূ রোগ ভালো ও প্রতিকার করেছেন।
I'm from India n 67 yrs old. I suffered heart attack 13 yrs ago n I was advised bypass surgery. I changed my lifestyle n now I'm leading a complete normal life .I walk 12 kms continuously daily in the morning.
হার্ট এর বিষয় গুলো খুবই easyly বুঝতে পারলাম,,,সায়েন্স এর শিক্ষার্থী হওয়ায় biology তে প্রতিনিয়ত এগুলো পড়েই আসছি,, তার পরেও apnar মুখে এগুলো বিষয় শুনতে একটুও ক্লান্তি লাগে না স্যার 🎉❤❤
আমি ছাব্বিশ বছর ধরে হার্টের রোগে ভুগছি,কিন্তু আমি প্রতিদিন ঔষধ খাই।খাদ্যাভ্যাস মেনে চলি।প্রত্যহ এক ঘন্টা প্রাতঃভ্রমন করি।বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করে বেঁচে আছি ।
প্রতিটি কথা মহা মুল্য বান । যারা ভুক্তভোগী তারাই হাড়ে হাড়ে টের পাবে। আমি সৌদি আরব গত ৩০/৪ /২৪ তারিখে এ অবস্হা থেকে এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ । আপনাকে অনেক ধন্যবাদ জানাই ।
Mashallah very interesting talk. Thank you very much Dr shab for explaining everything about heart health, hope lots of people will be benefit from your program Allah give jaja
A true positive and practical discussion initiated by Dr Maniruzaman, my most favourite medical commentator in net, my highest respect to him from Bharat.
Like your presentation and your humor..it was a serious subject,but you make us feel like " ok we made a mistake ,but we can change our lifestyles it's not a big deal". Thank you
Doctor , I am overwhelmed with joy listening the entire speech. You are helping mankind as a whole to choose the TRUE path that the humanity must follow for physical n mental well being throughout entire life. This is the highest service to the society is being given by you. This is all I can say I bow to you. With deep love n sincere wishes , a stranger from. India.
Nice to hear from you Monir. Absolutely beautiful and informative video. Myself and Dr Monir born in a same place , went to same primary school,same high school , same college and funny enough we went same Medical school ! See you soon Monir.
আসসালামুয়ালাইকুম দোস্ত। কেমন আছো? আমিনুল করিম চৌধুরী বর্তমানে বাংলাদেশে। তার আগমন উপলক্ষে আমরা মিট করেছিলাম রাওয়া ক্লাবে। আড্ডার ফাঁকে তোমার কথা উঠলো। খুব ভালো লাগলো তুমি আমার ভিডিও দেখেছ। দোয়া কোরো যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। ভালো থাকো। দেখা হবে।
Thank you sir for your "Great lecture " I've been so captivated that seems hard to believe as such kind of nice and big hearted person prevaled in our country. I appreciate your hard work.. I think,everyone should watch this content even non medical person too.. This content might be life changing for many people.
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন কোটি কোটি শুকরিয়া।
শোকর আলহামদুলিল্লাহ
Shokor alhamdulillah. Thanks God
¹ @@QuantumMethod
আমি কলকাতা থেকে বলছি। অসাধারন লাগলো আপনার বক্তব্য। খুব প্রাঞ্জল উপস্থাপনা। উন্নত মানের উপদেশ। আরো আপলোড করুন।
Okay thanks. May God bless you ❤❤❤
good
খুব মনযোগ দিয়ে ধৈর্য ধরে স্যারের কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্ট করছি। প্রথমে ভাবছিলাম এত লম্বা সময় নিয়ে কিভাবে ভিডিও টি দেখবো। সত্যি কথা বলতে কি ওনার কথাগুলো শুনতে শুনতে কখন একটি ঘন্টা পেরিয়ে গেছে বুঝতে পারিনি। আমার জীবন থেকে একটি ঘন্টা হারিয়ে যায়নি বরং আমি ওনার কাছ যেটা শিখতে পেরিছি ঠিক যেমনটা স্কুল জীবনে প্রিয় শিক্ষকের কাছ থেকে শিখতাম। সেই স্বাধীনতার সময় আমরা অনেক বুদ্ধিজীবী, সাহিত্যিক, ডাক্তার হারিয়েছি তাই বলে কিন্তু দেশ মেধাশূন্য হয়ে যায়নি। কোননা কোন দিক দিয়ে আল্লাহ ঠিকই সেই অভাব পূরণ করে দিয়েছেন। ওনি তার জলন্ত উদহারণ। এমন গুণীজনরা এমন গবেষকরা আমাদের পথ প্রদর্শক হয়ে আমাদের বন্ধু হয়ে যুগের পর যুগ আমাদের মাঝে বেঁচে আছেন, বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আজ থেকে দৃঢ় শপথ করলাম মহান আল্লাহ যেন ওনার কথাগুলো যথাযতভাবে মেনে চলার তৌফিক দান করেন। পরিশেষে এই মানুষটির জন্য আমার মনের গভীর থেকে প্রার্থনা করছি আল্লাহ যেন ওনাকে সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন দান করেন।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রার্থনা করি আপনি যেন সুস্থ কর্মময় দীর্ঘজীবন লাভ করেন
@@dr.moniruzzaman_qmআপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো ❤❤❤
ভীষণ সাবলীল চিকিৎসা সঙ্ক্রান্ত জটিল বিষয়কে সরল শিক্ষা মূলক সর্বজনীনভাবে পেশ করার জন্য অসংখ্য নমস্কার ও প্রনাম। ঈশ্বর আপনাকে দিয়ে আরও আরও বৃহৎ কর্মজীবন প্রদান করুন। কোলকাতা থেকে শিক্ষা নিলাম।
অনেক অনেক কৃতজ্ঞতা। আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘজীবী হোন এই প্রার্থনা করি
মানুষ যদি আজেবাজে কোন কিছু দেখে সময় নষ্ট না করতো আর এই ধরনের ভিডিও দেখত তাহলে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতো আর সুস্থ থাকতো কিন্তু মানুষ তো এখন তার মূল্যবান সময় গুলো ঠিকঠক এর মধ্যে ফেসবুকের মধ্যে কাটিয়ে দেয়
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন
আলহামদুলিল্লাহ স্যার জিবনে অনেক ওয়াজ শুনেছি কিন্তু আজকে আপনার কথা গুলো শুনে আমার আল্লাহকে আরও বেশি চিনতে পারছি, আল্লাহু আকবর
আলহামদুলিল্লাহ শোকর আলহামদুলিল্লাহ। May Allah bless you
দেশের সব মানুষ এ আলোচনা শুনা উচিত।
আলহামদুলিল্লাহ।
আপনার জন্যেও শুভকামনা
ডাক্তারবাবুর কথা শুনে সত্যিই ঈশ্বর, সৃষ্টিকর্তা, আল্লাহ্ বা ভগবানের এই অপূর্ব জগতের সৃষ্টি কিছুটা উপলব্ধি করা যায় । ধন্যবাদ দাদা ।
আমার মনের কথা বলেছেন
মাশাআল্লাহ খুব সুন্দর করে বুঝিয়েছেন।সবার উপকার হবে।
এতো সুন্দর ভাবে বুজিয়ে উপস্থাপন করার জন্য, আপনাকে অসখ্য ধন্যবাদ স্যার।ঈশ্বর আপনাকে আরো অনেক দিন এই পৃথিবীতে বাচিয়ে রাখুক এই প্রার্থনা করি।
Thanks a million and thanks GOD. May God bless you also
আল্লাহ আপনার শরীর সুস্থ রাখুন। আমাদের ও সুস্থ রাখুন। জাজাকাল্লাহ খাইরান প্রিয় স্যার।
Shukria
@@dr.moniruzzaman_qmv 🎉
স্যার আপনি একদম বাংলা ভাষার সহজ ভাবে উপস্থাপন করেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ
Thanks a lot and thanks GOD
ধন্যবাদ ধন্যবাদ সুন্দর বক্তব্য জন্য ধন্যবাদ
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি আপনার উপস্থাপনা কথা বলার বাচন ভঙ্গি আমাকে এতটাই আপ্লুত করেছে যে আমি ভাষায় বুঝাতে পারছি না ভগবান আপনাকে খুব ভালো রাখুক জয় শ্রীরাম
Thanks a million and thanks GOD
সোবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর মালিক আপনি আমাদের হেফাজত করুন কত চমৎকার আপনার সৃষ্টি
স্যার আপনার চিকিৎসার কথা শুনলাম,খুব ভাল লাগলো যদি এই আলোচনা কোনো ব্যাক্তি মনোযোগ দেন তাহলে সুস্থ থাকবেন।ভালো থাকবেন।
Thanks God
Sir
apni kon hospital a patient dekhen...??
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে,, জীবনে এত ধৈর্য নিয়ে মুভিও দেখি নাই, আপনার ভিডিও গুলো যেভাবে দেখি,, মনে হয় প্রতিটা কথায় যেন একেকটা পরামর্শ,,, প্রত্যেকটা কথা তথ্যবহুল,, আশা করি কথাগুলো মেনে চলব ইনশা -আল্লাহ , অসংখ্য ধন্যবাদ স্যার,,
শোকর আলহামদুলিল্লাহ। ভালো থাকুন এই প্রার্থনা করি
Thank you sar আনেক সুন্দরভাবে বুঝিয়েছেন
Honourable doctor , such a forceful n convincing discussion i have never heard in my life of 74 years and the presentation technique with valid reasons convinces any reasonable mind to grasp act upon your valuable advice. With respectful regard , a follower from west bengal , india.
আপনার বক্তব্য সমর্থন করি ।আমি আজ তেইশ বছর হার্টের রুগি। কিন্তু বর্তমান কোন ঔষধ খাই না ,শুধু খাদ্য হিসাবে করে খাই ও দৈহিক পরিশ্রম করি।বয়স তেষট্টি। আলহামদুলিল্লাহ ভালো আছি।
Thanks a million ❤❤❤
❤❤
রিং বা হার্ট সার্জারি করেছেন নাকি
ভাই আপনি কি ভাবে খাদ্য তালিকা মেনে চলেন এবং কেমন পরিশ্রম করেন
জটিল এবং গুরুত্ববহ একটি বিষয় নিয়ে প্রান্জল ও সহজ সরল এবং আকর্ষণীয়
উপস্হাপনায় খুব আগ্রহ নিয়ে শুনলাম।
খুব ভালো লাগলো আপনার উপস্হাপন।
দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ ও হৃদরোগ
সম্পৃক্ত ওষুধ গ্রহন করে আসছি। সাথে
ডায়াবেটিস রোগ আছে, তাতেও ওষুধ ও
ইনসুলিন ব্যবহার চলছে। গ্যাস ও লাং সমস্য্যাও এবং নিওরো সমস্যা আছে বলে অনুমেয়। দীর্ঘদিন যাবত চিকিৎসা চলছে কিন্তু কখনোই সুস্হ ও স্বস্তি বোধ করছিনা।
আমার বয়স আনুমানিক ৭৪ বছর।
আমি একজন অবসর প্রাপ্ত সরকারি
কর্মকর্তা। কোন কাজে নাই মাঝে মধ্যে
একটু লেখা লেখি করি।
আমি খুলনা শহরে বসবাস করি।
আপনার সদয় দৃষ্টি দান করলাম।
আমি কি করতে পারি বা কিছু না
করলেও ভালো থাকার পরামর্শ পেতে
পারি কিনা।
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
Dr mao এবং surgeon girinath এর সহযোগিতায় by pass operation করেছিলাম ,এখন 2014.medicine নিই নিয়মিত। no problem I have,normal life lead করি till now. খুব ভালো বলেছেন ।ধন্যবাদ। thank God. ❤❤🎉🎉 36:33 India from.
ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য ধন্যবাদ
স্যার আপনার দীর্ঘায়ু কামনা করছি,আপনার নির্দেশনা গুলো অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিবে।❤❤❤🙏
❤❤❤❤❤❤❤❤❤👑❤❤❤❤👑❤️👑❤❤❤❤👑❤❤❤❤❤❤❤❤❤❤❤🏆❤❤❤❤🏆❤️🏆❤❤❤❤🏆❤❤❤❤❤❤❤❤
আসসালামু আলাইকুম স্যার, স্যার আমার বড় ভাইয়ের তিনটা বল্ক, স্যার আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি
স্যার যেভাবে কথাগুলো বলছেন, আসলে মনের ভিতরে কথাগুলো ঢুকে গেছে। তার উপদেশ গুলো মেনে চললে আমাদের হয়তো, এই রোগগুলো থেকে ভাল ভাবে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ।
InshaAllah ❤❤❤
অনেক মনযোগ শহকারে সুনেচি।সুনে যা ভুজলাম।ইসলাম সুন্দর এবং সুন্দর দিক নিদর্শন করে।নামাজ,এবং ইসলামি চিন্তাদারা।ইসলাম মেনে চলা।আলহামদুলিল্লাহ। ইন্সায়াল্লাহ।
আমার প্রিয় একজন ডক্টর
উনার জন্য আমার অন্তর থেকে ভালোবাসা রইলো ❤❤❤
আল্লাহ উমাকে নেক হায়াত দান করুন আমিন
Thanks a lot
Please share it..from India
আমার প্রিয় একজন ডাক্তার, দোয়া করি আল্লাহ পাক উনাকে সুস্থ রাখুন দীর্ঘ আয়ু করুন
আমীন ❤❤
স্যার কি সিলেট এ রোগি দেখেন,,
আলহামদুলিল্লাহ,
আল্লাহর রহমতে ভালো একজন মানুষের ভলো উপদেশ পেলাম,,,
দোয়া করি আল্লাহ যেন আপনাকে
নেকহায়াত দান করেন,, আমিন,,
শোকর আলহামদুলিল্লাহ। আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘজীবী হোন
আর আমি কোন সময় আপনার মতন ডাক্তারদেরকে দেখি নাই যে মানুষকে এরকম পরামর্শ দেওয়া আমি আজ প্রথম দেখলাম যে আপনি মানুষকে এত সুন্দর ভাবে বুঝিয়েছেন মানুষ বাঁচার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে আল্লাহ সুস্থ রাখুক এবং তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ সুখে রাখুক আসসালামুয়ালাইকুম
ওয়ালাইকুমুস সালাম। শোকর আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন ভালো রাখুন এই প্রার্থনা করছি
আল্লাহ তায়ালা আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন
Shukria. Ameen
খুব সুন্দর ও আকর্ষণীয় বাক্য। সত্যিই অসাধারণ একটা উপস্থাপনা এবং মূল্যবান কথাগুলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
Thanks a million and thanks GOD ❤❤❤
অত্যন্ত ভালো লাগছে আপনার কথা গুলো শুনে আমি চলতি জুলাই মাসের ১২ তারিখ ভোরে হার্ট এট্যাকের শিকার হয়ে মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসা শেষে এখন কর্মস্থলে আছি,, আপনার কথা গুলো আমি মনে রেখে সারাজীবন চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন দোয়া করি।
May Allah bless you
সবকিছুর জন্য বলি alhamdulillah 😊❤
Shokor alhamdulillah thanks God ❤❤❤
স্যার,আমরা সাধারণ মানুষ,আপনার অসাধারণ মেডিক্যাল বক্তব্য শুনে শারীরিক সচেতনতা বৃদ্ধি অনুভব করছি। অসংখ্য ধন্যবাদ স্যার,আপনাকে।
আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে
আমি ভারত থেকে আপনার প্রোগ্রাম দেখছি,স্যার। খুব সুন্দর করে বুঝালেন। ধন্যবাদ স্যার 🙏
ধন্যবাদ দাদা ভালো থাকুন
এত সুন্দর একটা উপস্থাপন এর জন্য আপনাকে অন্ত্যরেস্থান থেকে ধন্যবাদ স্যার, আল্লাহ আপনাকে দ্রঘ্যজিবি করুক।আমিন।
Shukria. Thanks a lot
AK Dom thick kotha
বানানে যত্ন নিন
🎉@@dr.moniruzzaman_qm
@@dr.moniruzzaman_qm😅
দারুণ কথা গুলো ধন্যবাদ
শোকর আলহামদুলিল্লাহ্।
মাশাআল্লাহ আপনার বক্তব্য গুলো শুনতে অনেক ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ শেখার বিষয় আছে
Shokor alhamdulillah
মহাশয় আপনাকে যে ধন্যবাদ দেব, ভাষা খুঁজে পাচ্ছিনা,2018, সালের ডিসেম্বর মাসে, কলকাতার রবীন্দ্রনাথ টেগোর, চিকিৎসা কেন্দ্রে , এনজিওগ্রাম এ চিকিৎসক মন্ডলীর সিদ্ধান্ত বাইপাস সার্জারি ছাড়া কোন বিকল্প পথ নেই। আমি অপারেশন করতে অক্ষম হয়ে ছিলাম, অর্থাভাবে, আজকের আপনার মহামূল্যবান বক্তব্য মতো খাদ্যভাস,আযূরবেদ চিকিৎসায় সুস্থ জীবন যাপন করছি।
Excellent. You are most welcome. Thanks God ❤❤❤
Ayurved kon doctor kothay
সার আপনার চেম্বার কোথায় আমি দেখা করবো
@@dr.moniruzzaman_qm
আচ্ছালামু আলাইকুম জনাব ডাঃ সাহেব আপনার ভিডিও মধ্যে মধ্যে দেখি খুব ভাল লাগে মানব উপকারি আপনার উপদেশ গুলা আল্লাহ আপনার আমার মংল দান করু। আমার বয়স ৫৭ ওজন ৫৫কেজি ২মাস আগে রক্ত পরীক্ষায় ১গ্রেট পেটিলিভার ধরা পরে ডাকতার সাহেব Atova Clopd ওডমন কপিড খাইতেচি আমার ডাক্তার সাহেব বিদেশ টেনিং করতে গেচেন।আমি কুষঠ কাঠিন্যে ভোগছি বহু বনাজি খাইতেচি এবং খাদ্যবাস বদলাতে চেস্টা করতেচি।দোআ করবেন ও আপনার ভিডিও মতে বেয়াম করতেচি মাংশ দুদ বাদ দিয়াচি সবজি সালাত বেশি খাইতেচি ভাত কম খাইতেচি।দোআ করবেন আমার জন্য আল্লাহ আপনাকে ও ভাল রাকুন।
আয়ুর্বেদিক ডাঃ এর নাম ঠিকানা বললে উপকৃত হতাম
সাজেশন টা অসাধারণ লেগেছে।
আলহামদুলিল্লাহ্"
আল্লাহ্ যেভাবে রাখছেন…
আমার চেয়েও খারাপ জিবন যাচ্ছেন অনেকের..
❤❤😢❤❤
Shukria
আপনার জন্যে শুভকামনা
Alhamdulillah
❤❤❤❤❤❤❤❤❤🥰❤❤❤❤🥰🧘🏻🥰❤❤❤❤🥰❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯👌🏻💯💯
@@dr.moniruzzaman_qmআসসালামু আলাইকুম স্যার
আপনি একজন অত্যন্ত ভালো শিক্ষক, একজন ভালো ডাক্তার, একজন ভালো মানুষ, সাথে উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আপনি দীর্ঘজীবী হোন। আপনি কোথায় বসেন?আমার দুটো ব্লক ৩০%।যদি আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো,আমি আপনার তত্ত্বাবধানে থাকে থাকতে চাই।
Please call us for appointment: 01740-630856
আমি পুরো আলোচনা দেখলাম অনেক ভালো লাগলো ইনশাআল্লাহ চেষ্টা করব।স্যারের আলোচনা গুলো দেশের প্রতি টা থানায় হলে অনেক ভালো হতো।স্যার আল্লাহ তায়ালা আপনাকে আরো বেশি বেশি মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুন আমীন স্যার দোয়া ও ভালবাসা রইলো আল্লাহ আপনাকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ
Shukria and thanks GOD ❤❤❤
আলহামদুলিল্লাহ । আপনাকে ধন্যবাদ এবং অনেক দোয়া রইল । চাকুরী জীবনে দেশে এবং বিদেশে অনেক লেকচার শোনার সৌভাগ্য হয়েছে, কিন্তু আপনার ব্যতিক্রমী সহজবোধ্য বক্তব্য তেমন একটা শুনি নাই । এতে মানুষ অনেক উপকৃত হবে যার প্রতিদান আল্লাহর কাছে পাবেন। আল্লাহ হাফেজ ।
Shokor alhamdulillah and thanks a million and thanks GOD ❤
আপনার আলোচনা সবসময় শুনি, খুবই ভালো লাগে এবং উপকার হয়।
স্যার স্নায়ুবিক দুর্বলতা দূর করার বিষয়ে যদি একটু সাজেশন দিতেন খুব উপকৃত হতাম।
ধন্যবাদ, আপনার আগ্রহের জন্যে।
খুবই মনোযোগ সহকারে স্যার আপনার কথাগুলো শুনলাম। মনে হল নিজেকে পুণরায় নতুনরূপে আবিষ্কার করলাম। নিজের উপর খুবই ফ্রাস্ট্রেশন হয়ে পড়েছিলাম। আপনি যেন আমার ভিতরটাকে নতুন করে জাগিয়ে দিলেন। কাল থেকেই নিজেকে বদলিয়ে ফেলার সংগ্রামে নেমে পড়ব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ পাক মহান।
Shokor alhamdulillah. May Allah bless you ❤❤❤
ডাক্তার মহাশয় অনেক ভালকরে হাটের রোগ আর রোগের নিরাময় সম্পকে বুজিয়ে দিল।অনেক ধন্যবাদ। I am from Assam,India.
Thanks a million from Bangladesh
ডাঃ মনিরুজ্জামান স্যার পশ্চিমবাংলায় এই রকম মাতৃভাষায় অনুষ্ঠান দেখতে পাই না এমন প্রাণবন্ত সময়োপযোগী অনুষ্ঠান করে সমাজের অনেক উপকার করছেন। ভারতে আপনার জানা কোন প্রতিষ্ঠান এই কাজ করছে জানালে উপকৃত হব।ধন্যবাদ অনেক ভালো থাকবেন আপনি।
স্যার আপনি যেভাবে কথাগুলো স্যার আপনি বুঝাইছেন এই কথাগুলা শুনে আমার মনে হয় আমার হাটে সমস্যা আছে স্যার আমার বাম পাশে চিনচি ব্যাথা করে
❤❤❤❤❤❤❤❤❤👑❤❤❤❤👑💎👑❤❤❤❤👑❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🏆🥰🥰🥰🥰🏆🤩🏆🥰🥰🥰🥰🏆🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🫡❤️❤️❤️❤️🫡🏆🫡❤️❤️❤️❤️🫡❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤❤❤👑❤️❤️❤️❤️👑❤️👑❤️❤️❤️❤️👑❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯❤️❤️❤️❤️💯👌🏻💯❤️❤️❤️❤️💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍👑😍😍😍😍👑❤️👑😍😍😍😍👑😍😍😍😍😍😍😍😍
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা,, ধন্যবাদ জানাই আপনাকে।
স্বামী রামদেব জী ,যোগ প্রাণায়াম অভ্যাসের উপর বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন
এবং আপনার খাওয়ার ব্যাপারে একই মত পোষণ করেন। রামদেব জীর এই যোগ প্রনায়াম , নিয়মিত ভাবে অনুশীলন করার বহু বহূ রোগ ভালো ও প্রতিকার করেছেন।
❤❤❤
I'm from India n 67 yrs old. I suffered heart attack 13 yrs ago n I was advised bypass surgery. I changed my lifestyle n now I'm leading a complete normal life .I walk 12 kms continuously daily in the morning.
Thanks a lot. Congratulations.
hello how can ii contact with u.. want to know something
What type of heart attack you had
@@MinaraBegum-ue8dr
Major heart attack.
@@daywalker5657U can email at toponkantidas65@gmail.com
আলহামদুলিল্লাহ, আপনার আলোচনা শুনে অতান্তোআন্তরিক আমার আল্লাহ্ হর প্রতি শুকরিয়া । আলহামদুলিল্লাহ।
alhumdulillah dr you are very excellent i like the way you explain everything about heart disease
স্যার এই ধরনের অনুষ্ঠান বেশি বেশি করার জন্য অনুরোধ করছি
insha'Allah
@@dr.moniruzzaman_qm ধন্যবাদ স্যার
Excellent,Sir please make more videos on health.Assam,INDIA
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন
Thank you sir . Apnar oposthapon osadharon
সুন্দর একটা পোস্ট, আলহামদুলিল্লাহ ভালোই আছি ❤❤❤❤
Shokor alhamdulillah ❤❤❤
মাশা-আল্লাহ, অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন ❤️ আল্লাহ পাক আপনাকে হায়াতে তাইয়েবা নসিব করুক আমীন 🤲
Shukria. Ameen
আলহামদুলিল্লাহ। আপনার বক্তব্য অসাধারণ। আপনাকে অনেক ধন্যবাদ।
Thanks a lot and thanks GOD ❤
স্যার আপনার সব আলোচনা অসাধারণ ।আল্লাহ্ আপনাকে অনেক গুনবান এবং সৌন্দর্যবান করেছেন ।আল্লাহ্ আপনাকে হেফাজত করুন আমিন
Shokor alhamdulillah. Thanks a lot and thanks GOD
অনেক কষ্ট করে সময় বের করে শেষ পরযন্ত ভিডিও টা দেখলাম কি আর বলবো শুধুই শুকরিয়া আলহামদুলিল্লাহ।
please share it from India
Alhamdulillah alhamdulillah alhamdulillah
@@dr.moniruzzaman_qm চুম্মা আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।
ডা: সাহেব যদি উত্তম কুমারের আমলে জন্মাতেন তাহলে নির্ঘাত উত্তম কুমার উনাকে হিসেব করে চলতেন *(অবশ্যই টালিগন্জে উনাকে ঢুকতে দিতেন না)
এত সুন্দর ভিডিও করার জন্য ধন্যবাদ
আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগলো
আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন।
Shokor alhamdulillah
হার্ট এর বিষয় গুলো খুবই easyly বুঝতে পারলাম,,,সায়েন্স এর শিক্ষার্থী হওয়ায় biology তে প্রতিনিয়ত এগুলো পড়েই আসছি,, তার পরেও apnar মুখে এগুলো বিষয় শুনতে একটুও ক্লান্তি লাগে না স্যার 🎉❤❤
শোকর আলহামদুলিল্লাহ। ভালো থাকুন
জাযাকাল্লাহ খায়ের, খুব সুন্দর করে বুঝাতেচেয়েছিলেন
অসংখ্য শোকরিয়া,আপনি এগিয়ে যান।,মুসলমানদের নামাজ, মৃত্যু পরবর্তি চিন্তা,মুরাকাবা শ্রেষ্ঠ মেডিটেশন
মনিরুজ্জামান স্যারকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন আমীন স্যার অনেক ভালো বুঝানো
ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য ধন্যবাদ
আলহামদুলিল্লাহ শোকর আলহামদুলিল্লাহ
অসাধারণ একটা বক্তব্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Shukria. Thanks God
অনেক ধন্যবাদ স্যার,সহজভাবে সব কিছু বুঝিয়ে বলার জন্য।
আমাদের ভিডিওর প্রতি আপনার আগ্রহকে স্বাগত জানাই।
Shokor alhamdulillah ❤❤❤
মাশাআল্লাহ্! আলহামদুলিল্লা! সুবহানাল্লাহ্! মহান আল্লাহ্ যেন স্যার কে নেক হায়াৎ দান করেন,আমিন!
May Allah bless you
Very informative topic. People will be health conscious after hearing this lecture.
Shokor alhamdulillah. Thanks a lot and thanks GOD
খুব ভালো আলোচনা ও আমি 30/40 _ করোনারী আক্রান্ত আমার মানসিক আঘাত থেকে হলো জানলাম ধন্যবাদ ডাক্তারভাই কলি 86 থেকে অনিমা ভাওয়াল
Thanks God ❤❤❤
সারের কথা,, খুবই গুরুত্বপূর্ণ,, সুবহানআল্লাহ,
Alhamdulillah
মাশাল্লাহ স্যারের আলোচনা খুব সুন্দর এটা জিবনের জন্য দরকার
Shukria
আমি একজন হার্ট এর রোগী। হার্টে রিং লাগানো। আপনার সুন্দর উপস্থাপন আমাকে চোখ কান খুলে দিয়েছে। আপনার সুন্দর জীবন কামনা করছি ।
Thanks. May Allah bless you
আমি ছাব্বিশ বছর ধরে হার্টের রোগে ভুগছি,কিন্তু আমি প্রতিদিন ঔষধ খাই।খাদ্যাভ্যাস মেনে চলি।প্রত্যহ এক ঘন্টা প্রাতঃভ্রমন করি।বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করে বেঁচে আছি ।
Excellent ❤❤❤
Belive in All Mighty, Supreme Power fixed time for every living being, you are not alive for treatment but for your time has not come yet,
❤❤❤
❤❤❤❤
মাসায়াল্লাহ
Thanks Dr. Moniruzzaman for your delivery on Heart Blockage.
Shukria
Excellent, very good information to heath. Thanks.
Shokor Alhamdulillah. Thanks for watching
স্যার কে অনেক অনেক ধন্যবাদ। হে আল্লাহ আপনি তাকে নেক হায়াত দান করুন। আমিন।
ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য শুকরিয়া, আপনার জন্য শুভকামনা ।
শুকরিয়া আমিন
@@QuantumMethod¹1good¹
@@QuantumMethodm
প্রতিটি কথা মহা মুল্য বান । যারা ভুক্তভোগী তারাই হাড়ে হাড়ে টের পাবে। আমি সৌদি আরব গত ৩০/৪ /২৪ তারিখে এ অবস্হা থেকে এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ । আপনাকে অনেক ধন্যবাদ জানাই ।
আপনার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ ।
Shokor alhamdulillah and thanks GOD ❤
Very effective & fruitful .grateful to your goodself .
Mashallah very interesting talk. Thank you very much Dr shab for explaining everything about heart health, hope lots of people will be benefit from your program Allah give jaja
Shokor Alhumdulillah! Thanks for your interest in our videos.
A good teacher,at the same time a good doctor.I am very glad to watch your video regarding heart blockage. Thank you very much.
Thanks a million and thanks GOD
Best wishes to you too
@@dr.moniruzzaman_qm€)
এত সুন্দর ভাবে একটি অতি প্রয়োজনীয় সমস্যার সমাধানের বিষয়ে কাউকে কিছু বলতে শুনি নি। অসংখ্য ধন্যবাদ ও সাধুবাদ জানাই।
অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন
চমৎকার মাশাল্লাহ
Shokor alhamdulillah
প্রতিনিয়ত শিখেই চলেছি স্বাস্থ্য সম্পর্কে জ্ঞানের 0:23
Shukria
1 ta ghontar ak muhurto o miss korini. Khub valo laglo video ti. Amar jibonta hoyto aj thekei poriborton hbe in sha allah.
wah wah what a great 👍 explanation..❤❤.Thanks a lot Sir..everyone please share it for everybody's welfare
Thanks a lot
A true positive and practical discussion initiated by Dr Maniruzaman, my most favourite medical commentator in net, my highest respect to him from Bharat.
Heartiest thanks to you. May God bless you
Like your presentation and your humor..it was a serious subject,but you make us feel like " ok we made a mistake ,but we can change our lifestyles it's not a big deal". Thank you
Thanks a million and thanks GOD
Thank you for your insightful comment
❤
Thank you Dr. It's very interesting. Would u kindly explain about AF .
very nice program i watched thank you dr i am watching from new york
Doctor , I am overwhelmed with joy listening the entire speech. You are helping mankind as a whole to choose the TRUE path that the humanity must follow for physical n mental well being throughout entire life. This is the highest service to the society is being given by you. This is all I can say
I bow to you. With deep love n sincere wishes , a stranger from. India.
Thanks for your inspiring comment, and share with others to help others.
Heartiest thanks and gratitude to you for your nice comment. May God bless you. Live long growing young happy strong. Regards
সাস্থ্য বিষয়ক আলোচনার জন্য স্যারকে ধন্যবাদ।
Shukria
সাহেব অনেক অনেক ধন্যবাদ
ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য শুকরিয়া
স্যার আল্লাহ আপনাকে দীর্ঘ হয়াত দান করুক আমিন। আপনার বক্তব্য অনেক রুগি ভালো হয়ে যাবেন যদি মন দিয়ে শুনে জীবনকে পরিচালনা করেন।
insha'Allah
Nice to hear from you Monir. Absolutely beautiful and informative video. Myself and Dr Monir born in a same place , went to same primary school,same high school , same college and funny enough we went same Medical school ! See you soon Monir.
আসসালামুয়ালাইকুম দোস্ত। কেমন আছো? আমিনুল করিম চৌধুরী বর্তমানে বাংলাদেশে। তার আগমন উপলক্ষে আমরা মিট করেছিলাম রাওয়া ক্লাবে। আড্ডার ফাঁকে তোমার কথা উঠলো। খুব ভালো লাগলো তুমি আমার ভিডিও দেখেছ। দোয়া কোরো যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। ভালো থাকো। দেখা হবে।
@@dr.moniruzzaman_qm I feel sincerely proud that we are friends for last almost 50 years. Keep in touch.
ভীষণ ভালো লেগেছে আপনার মূল্যবান তথ্য সমৃদ্ধ বক্তব্য ।সরল বাংলা ভাষায় খুব সুন্দর ভাবে হার্টের ব্লগ সম্বদীয় আপনার মূল্যবান বক্তব্য সত্যি প্রশংসনীয় ।ধন্যবাদ সহ আপনার সাফল্যময় ভবিষ্যত কামনা করছি ।
Thanks a million and thanks GOD ❤
মাশাআল্লাহ❤❤❤
Alhamdulillah
I would said that to all-This is the best doctor in the world for his valuable health suggetion 😂❤❤
Thanks God. Alhamdulillah
আলহামদুলিল্লাহ্ , অত্যন্ত গুরুত্বপূর্ন আলোচনা , ধন্যবাদ স্যার ।
Thanks God ❤
Thank you sir for your "Great lecture " I've been so captivated that seems hard to believe as such kind of nice and big hearted person prevaled in our country. I appreciate your hard work.. I think,everyone should watch this content even non medical person too.. This content might be life changing for many people.
Thanks a million and thanks GOD. May Allah bless you
GOOD TEACHING DOC........KEEP THE FAITH.........
Thanks
আলহামদুলিল্লাহ সুন্দর আপনার আলোচনা
ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা
THANK YOU DOCTOR !!!
Thanks God
মহাবিশ্ব সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আল কোরআনই যথেষ্ট ❤❤