দেশের প্রথম তারহীন স্যাটেলাইট চ্যানেল সেবা 'আকাশ ডিটিএইচ'-এর উদ্বোধন

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 563

  • @MdRubel-mm9xz
    @MdRubel-mm9xz 5 лет назад +107

    ডিস ও রিসিভার, ২০০০থেকে ২৫০০ টাকা আর মাসিক বিল ১৫০ হতে ২০০ সবাই ব্যবহার করতে পারবে আমার ধারণা।

  • @ismailraju1545
    @ismailraju1545 5 лет назад +99

    এতটাকা দিয়ে ডিস না দেখে BTV তে কচু আর লেবুর বাম্পার ফলন দেখেন 😂

    • @reikisobarjonno1833
      @reikisobarjonno1833 5 лет назад

      😂😂😂😂😂

    • @reikisobarjonno1833
      @reikisobarjonno1833 5 лет назад

      1 hajar mase 100 taka hoya uchit

    • @soman2miha697
      @soman2miha697 5 лет назад

      মানুষে না পুনদায় তোমরাটা তোমরা দেখো তোমাদের সোনাটা দেখবে না টাকায় সুদে মানুষে কষ্ট করে টাকা কামাই করে তোমাদের মত পরে টাকায় আশায় থাকে না

    • @hmabusaleh06
      @hmabusaleh06 5 лет назад

      Hahahahah 🤩🤩

    • @ronyjoy228
      @ronyjoy228 5 лет назад

      Thik Bolchan Bhai

  • @omorfaruk7047
    @omorfaruk7047 5 лет назад +71

    তোমাদের এই 400 টাকার আকাশ তোমরাই চালাও,,
    যদি কেউ সত্যিই পাগল হয়ে থাকে,
    তাহলে এই 400 টাকার আকাশ চালাবে,,

    • @mohon48
      @mohon48 5 лет назад +1

      ঠিক

  • @rabiulsunnyakash
    @rabiulsunnyakash 5 лет назад +109

    টিভি দেখা বন্ধ কইরা দিমু।২০০ টাকার এমবি কিনলে সারা মাস চইলা যাবো।

    • @sm.rizonenurhasanshadhin7956
      @sm.rizonenurhasanshadhin7956 5 лет назад +1

      দেশের শত্রু তুৃমি

    • @rabiulsunnyakash
      @rabiulsunnyakash 5 лет назад +1

      Tomi to manos na aoumi.....

    • @mdaminulislam8210
      @mdaminulislam8210 5 лет назад

      রাইট

    • @hurayragang4270
      @hurayragang4270 5 лет назад

      ami eitai kortasi wifi lagaisi

    • @mohon48
      @mohon48 5 лет назад +11

      আকাশ ডিটিএস কোন ভাবেই মাসিক ৪০০ টাকা ব্যাবসা করতে পারবে না। যেখানে গ্রামে এখনো ২০০ টাকা বিল দিয়ে মানুষ ওই চ্যানেল গুলোই দেখছে। সেখানে কোন দুঃখে মানুষ ৪০০ টাকা দিয়ে বিপদ ডেকে আনবে? মানুষের ইন্টারেস্ট থাকবে না আকাশের প্রতি, তার কারণ।
      ** ক্যাবল সংযোগ মাত্র ৫০০ টাকা দিয়ে পাচ্ছে, আর আকাশ ডিটিএস ১ম লাগবে প্রায় ৬০০০৳ ।
      ** ক্যাবল টিভিতে মাসে দিচ্ছে ২০০ টাকা, আর আকাশে ৪০০ টাকা, তারপর পে করতেও ভোগান্তি।
      ** যে কোন যান্ত্রিক সমস্যা হলে সাথে সাথেই ক্যাবল অপারেটর এসে ঠিক করে যাবে, কিন্তু এখানে অপেক্ষা করতে হবে ১ সপ্তাহ ।
      ** রিসিভার, lnb, ছাতা বাজারে ৩৫০০ টাকায় কিনতে পারা যায়, আর ওরা নেবে ৬৫০০ টাকা।
      ** ক্যাবল যদি হয় তারের জঞ্জাল, আর এখানে হবে ছাতার জঞ্জাল।
      ** ক্যাবল টিভিতে ঝড়ে ছিড়ে যাবে, আর আকাশ ডিটিএস এর ক্ষেত্রেও ছাতা উলটে যাবে।
      সব কিছু মিলিয়ে ২০০-২৫০ টাকার বেশি চার্জ কোন ভাবেই হওয়া উচিত না। আপনারা কি বলেন??

  • @villageoffic157
    @villageoffic157 5 лет назад +147

    মাথা নষ্ট হয়ে গেছে তোদের ছয় হাজার টাকা দিতে হবে এককালিন আবার মাসে মাসে 400 মজা দিলা মামা😀😀😀😀

    • @raihan_2645
      @raihan_2645 5 лет назад +7

      Setai.
      Deshe cable operator ke mattro 150 tk mase dite hoi.
      R ai halai bole prottek mase 400 tk?
      Taka ki gaser pata?

    • @TigerFunTV
      @TigerFunTV 5 лет назад +2

      Ha ha

    • @polashchowdhury9399
      @polashchowdhury9399 5 лет назад +1

      putki mara dhorkar tader

    • @ArshadArshad-nk8fn
      @ArshadArshad-nk8fn 5 лет назад

      🤣😂🤣😂🤣😇😇😇😇

  • @riyedriyedctg9383
    @riyedriyedctg9383 5 лет назад +48

    400 টাকা সাধারন মানুষের জন্যে বিসি। অামার বারি ভারতের (এিপুরাতে) অামরা প্রতি মাসে 170 টাকা দিয়ে থাকি।অনেক কম্পানি অাছে যেমন। টাটা। এয়ারটেল। দেশ টিভি। ভোডা।অারো অনেক।

    • @sm.rizonenurhasanshadhin7956
      @sm.rizonenurhasanshadhin7956 5 лет назад +2

      ভারতের ১৭০ টাকা হলে বাংলাদেশে কত হয়,,,??

    • @riyedriyedctg9383
      @riyedriyedctg9383 5 лет назад +3

      অাজকে ১৭/৫/২০১৯ টাকা রেট ভারতের ১০০টাকা বাংলা ১২০টাকা দিবে।

    • @mdrazaulkarim3478
      @mdrazaulkarim3478 5 лет назад +2

      Tahole koto daralo?400 soman onk dor

    • @EmonAmin
      @EmonAmin 5 лет назад +5

      ২০৭ টাকা হয়

    • @helpyoualltimes7078
      @helpyoualltimes7078 5 лет назад +1

      ইন্ডিয়া বেস্ট

  • @mahabubkhanrb8488
    @mahabubkhanrb8488 5 лет назад +7

    অনেক সুন্দর উদ্দেগ।
    কিন্তু টাকার মান বেশি হয়েছে।
    ৬.৫০০ টাকা না করে ৫ হজার এককালীন।
    আর প্রতি মাসে ৪০০টাকা না করে
    ১৫০ টাকা করলে অনেক ভালো হতো।
    আকাশ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন।

    • @wayazeahmadripon9606
      @wayazeahmadripon9606 5 лет назад

      ৫ হাজার এক কালীন এটা কয়জনে দিবে? যেখানে ৫০০ টাকার মধ্যেই বাসা বাড়িতে ডিস সংযোগ পাওয়া যায়।
      আমাদের দেশের বেশির ভাগ মানুষ ই নিম্ন আয়ের সো এতো টাকা এককালীন নিতে চাইলে কেউই এই সেবা নিবেনা এবং দিন শেষে তাদের কোম্পানি লোকশানের মুখ দেখবে।

  • @সত্যেরসন্ধানেআমরাএগিয়ে

    ৪০০টাকা মাসে হলে অনেক বেশি হয়ে যাচ্ছে। ১৫০ টাকা করে প্রতি মাসে হলে? সকলের জন্য সুবিধা হবে।

    • @sadmansamadlian
      @sadmansamadlian 5 лет назад

      250-300 hole hoto because Indian rakhle tk dte hobe basi

    • @sadmansamadlian
      @sadmansamadlian 5 лет назад

      @Hasib Ahammed Methun vai age bd indian channel off na kora pojonto tk kivabe bachabe cuz India channel use korle serokom tk dte hbe

    • @sadmansamadlian
      @sadmansamadlian 5 лет назад

      @Hasib Ahammed Methun seta jonno sport channel pack korbe mane sob kisur category korbe

    • @mdtarikulislam910
      @mdtarikulislam910 5 лет назад

      ২০০ করে হলে আমি নিব।

    • @hmabusaleh06
      @hmabusaleh06 5 лет назад

      You are right

  • @persimmon146
    @persimmon146 5 лет назад +69

    ছয়হাজার টাকায় ডিস লাগিয়ে । চারশ করে বিল । বাহ্ দারুন তো

    • @sm.rizonenurhasanshadhin7956
      @sm.rizonenurhasanshadhin7956 5 лет назад

      ভালো কিছু পেতে হলে,,ভালো কিছু দিতে হবে

    • @masumkhan2909
      @masumkhan2909 5 лет назад

      ভাই আর একটা কথাRelvu নামে তো আরো একটা dth ছিল সেটা কোথায় গেছে ,,,কোম্পানি বলছে চেঞ্জ করে দিবে আগের box এখন তো দেখি কম্পানি নামে চেঞ্জ করে ফেলছে

    • @jahangirkabir9600
      @jahangirkabir9600 5 лет назад

      @@masumkhan2909 ঐটাই এখন আকাশ dth,পাল্টিয়ে দেবার বিষয়ে কিছু বলতে পারছি না।

    • @Village.bangla-1m
      @Village.bangla-1m 5 лет назад

      ভাই ৬ হাজার টাকা দিয়ে রিসিবার আর সাত্তি এল এন বি, কিনতে লাগবে

    • @ikpaikpa220
      @ikpaikpa220 3 года назад

      টাকার গাছ রুপন করতে হবে একটা

  • @galibistiaque2929
    @galibistiaque2929 5 лет назад

    Alhamdulillah vai...
    Onek valo ekta dish system asae....opordike
    Altu faltu tarer cable anle....eisob tarer karone kak, pokkhi...o bipode pore...
    R jara dish...supply dicche...oder moto chor der sate kotha bolte boltei din borbad hoe jacche...
    Onek onek salute prodhan montrik..
    R onek dhonnobad Akash k😘😘

  • @muhammadzakir4996
    @muhammadzakir4996 5 лет назад

    একাজটা আনেক ভালো হয়েছে বাংলাদেশর জন্য👌👌👌👈

  • @ahsanhabib6847
    @ahsanhabib6847 5 лет назад +40

    ফালতু,, সবার তো চুরি করা টাকা নেই।।তাই ৪০০ টাকা দিয়ে সবাই দেখবে না

  • @Shahinalambdworld
    @Shahinalambdworld 5 лет назад +14

    মাসিক চার্জ ৪০০টাকা বেপারটা কেমন হলো তাও আবার দেশিও স্যাটেলাইট 😂😂 এইটা কি সেবা, নাকি ডাকাতি। এতেই বুঝা যায় এই স্যাটেলাইট এর প্রকৃত মালিক দরবেশ বাবার, বাংলাদেশ না।

  • @birengharami2288
    @birengharami2288 5 лет назад +9

    ২০০-২৫০ টাকা হলে নির্ম-মদ্য আয়ের মানুষ গুলু এই সুবিধা নিতে পারে।

  • @abujaffarseikh4532
    @abujaffarseikh4532 5 лет назад

    আমি ভারত থেকে বলছি, আমাদের দেশে টাটা স্কাই ডি টু এইচ মাসে ১৯৯টাকা , এছাড়াও সান ডাইরেক্ট ১৯৮, এয়ারটেল ২২০,ভিডিওকন ডি টু এইচ ২৫৪, ডিস টিভি ২১৯ । এই সমস্ত কোম্পানি স্যাটেলাইট। এগুলো নতুন কানেকশন ফিটিং সহ মাএ ১৮০০টাকা সঙ্গে ৬ মাস ফ্রি রিচাজ।

  • @lahonh1616
    @lahonh1616 5 лет назад +1

    পাশের দেশ ভারতে সেট টপ বাক্স মাত্র 1600 টাকা আর মিনিমাম রিচার্জ 153 টাকা আর বাংলাদেশ এ 5400 + 399=হা হা হা,, দেশ মালয়েশিয়া না আমেরিকা হয়ে গেছে /. . .

  • @hardlabour2239
    @hardlabour2239 5 лет назад +18

    পাশের এক রুমমেট বলেছিল এটা স্যাটেলাইট নয় স্যাটার লাইট এখনতো তাই মনে হচ্ছে।

  • @NKCableVisionHD
    @NKCableVisionHD 5 лет назад

    ভালো

  • @dedarhossain6731
    @dedarhossain6731 5 лет назад +6

    অন্যান্য দেশে একটা রিসিভার একটা ছাতা কিনলে চলে ,,কেন মাসে মাসে আমি বিল দিব,,

  • @shawonahmed777
    @shawonahmed777 5 лет назад +7

    Ami old town e thaki amr basay dish er line ace monthly 250 tk bill dite hoy 95 ta channel ase.Tahole ami keno 400 tk dibo logic dekhan?

  • @sanjoymondal3380
    @sanjoymondal3380 5 лет назад +1

    Joy mondal

  • @HiSazzadinfo
    @HiSazzadinfo 5 лет назад +1

    বুথে আমারে কামড়াইছে যে প্রথমে ৬০০০ টাকা দিয়ে পরে মাসে মাসে ৪০০ টাকা দিয়ে স্যাটেলাইট চ্যানেল চালামু। এই সার্ভিস যে সাধারন মানুষ নিবে তা সেটা নিশ্চিত করেই বলা যায়

  • @skjahanrobi6173
    @skjahanrobi6173 5 лет назад

    ৬০০০ টাকা দিয়ে আকাশ ডিস কিনে এবং মাসে ৪০০ করে দিয়ে আমার ১২ মাসের হিসেবে আসে ১০৮০০ টাকা আসে। প্রতি মাসে আসে ৯০০ টাকা। আর আমি প্রতি মাসে ডিস ভাড়া ১২০ টাকা দিয়ে থাকি। এটাই আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সুবিধা।

  • @mahmudulislam7552
    @mahmudulislam7552 5 лет назад +10

    মাসে ৪০০ টাকা দেওয়ার কোনো ইচ্ছা নাই।টাকার গাছ নাই আমার

  • @nurislam5001
    @nurislam5001 5 лет назад +6

    ডিসের বিল দেই মাসে 200টাকা আর এখন খরচ হবে
    মাসে 400 আবার এক কালিন খরচ হবে 6000 টাকা 👈😥

  • @TigerFunTV
    @TigerFunTV 5 лет назад +1

    বাংলাদেশের জত সব চুপার জোর বেশি :(z):

  • @allbd6056
    @allbd6056 5 лет назад

    চাই ডিজিটাল যুগ সব চাই

  • @helpyoualltimes7078
    @helpyoualltimes7078 5 лет назад

    আমাদের ভারতে DTH সেবা অলরেডি আছে, কিনতু যে যার মত ইচ্ছে করে চেনেল নিতে মিনুম 300 টাকা, প্রায় চেনেল দেখা যাই, আর নিজের ইচ্ছা মত চেনেল কিনতে পারি, একটা 10 পয়সা আছে, 136 টা চেনেল ফ্রি

  • @mretcproduction7704
    @mretcproduction7704 5 лет назад

    এয়াটেল সিমে ২৯৭ টাকা দিয়ে ৩০ দিনের জন্য ৩০ জিবি নেই,,,,এটাই ভালো,৷৷ 🙋🙋

  • @rashednusrat7668
    @rashednusrat7668 5 лет назад

    কোনো খেলার চ্যানেল নাই,জিওগ্রাফি চ্যানেল নাই।
    এটা চলবেনা।
    কে কে আমার সাথে একমত

  • @mohammedhanif7146
    @mohammedhanif7146 5 лет назад

    খুব ভাল

  • @mohammadimran2553
    @mohammadimran2553 4 года назад

    আমরা আমাদের এলাকার ক্যাবল অপারেটর এর লাইনম্যানের স্বেচ্ছাচারিতার কাছে সবাই জিম্মি।

  • @mdf.i.r
    @mdf.i.r 5 лет назад +3

    এত খরচ দিয়ে কি এই সেবা নেওয়া সম্ভব?

  • @alokebarua
    @alokebarua 5 лет назад

    সিটি সেল প্রথম মোবাইল সেবা দেয়, মোবাইলের দাম ১ লক্ষ টাকা,কল রেট ২০ টাকা, এই যুগে ডিস্ সেবা দিচ্ছে আকাশ দাম ৬০০০ টাকা রেট ৩৯৯ টাকা, ভয় হয় পরিনতি কেমন হয়।

  • @nipanipa5256
    @nipanipa5256 5 лет назад

    কোথায় পাওয়া যাবে??

  • @ibrahimhossainhero8312
    @ibrahimhossainhero8312 5 лет назад

    সরকারের কাছে অনুরোধ আকাশ স্যাটেলাইট চ্যানেল এর দাম কমাতে হবে এটা সর্বোচ্চ 150 থেকে 200 টাকা হলে সবাই নিবে না হলে এই সেটা নয় এভাবেই বসে থাকবে

  • @MDSharif-bi4xg
    @MDSharif-bi4xg 5 лет назад

    ভারতে 290 টাকায় চলে এক বছর আর বাংলাদেশে 400 টাকা এক মাস এটাই কি আমাদের ডিজিটাল বাংলাদেশ

  • @sobujahmadsobujahmad4998
    @sobujahmadsobujahmad4998 5 лет назад +2

    আমি সৌদি আরব ডিস এর কাজ করি, এবং দোকান ও আছে আমরা ডিস বেছি ওরা কিনে নিয়ে যায় আমি ফিট করে দেই, কিন্তু কাউকে মাসে মাসে বিল পরিশোধ করতে হয় না? আমাদের দেশে কেন লাগবে আমি সেটা জানতে চাই ? আশা করি উত্তর পাব

    • @mohammadsagormahamud1747
      @mohammadsagormahamud1747 5 лет назад

      ভাই এইটা বাংলাদেশ

    • @dalimkumar3425
      @dalimkumar3425 5 лет назад

      Ji.. shudhu bangladesh na.. sonar bangladesh.. tai monthly pay korte hobe.. 😂😂😂

  • @dilhd34
    @dilhd34 5 лет назад

    এককালীন 6000 টাকা এটা মেনে নেওয়া যায় ,কিন্তু প্রতি মাসে 400 টাকা এটা বেশি হয়ে গেল ,একশ থেকে দেড়শ টাকা হলে অনেক ভাল হয়, তাহলে পাবলিক টিভি দেখার দিকে আগ্রহ করবে , নয়তো এমন একটা দিন আসবে বাংলাদেশ টিভি দেখার কোন লোকে থাকবে না, বর্তমান 100% এর মধ্যে দশ পার্সেন্ট লোক এই টিভি দেখে...

  • @salinabegum3969
    @salinabegum3969 5 лет назад

    ৪০০ কেন ২০০ করে দিলেও গ্রামের মানুষ এগুলা নিবে না। অন্তত আমার এলাকার মানুষ নিবে না সেটা হলফ করে বলতে পারি। যেখানে ১০০-১৫০ টাকা প্রতিমাসে বিল দিতে অনেকে রাজি হয় না সেখানে এই প্রযুক্তি বাধ্য করা না হলে কেউ গ্রহণ করবে না। আর বাধ্য করার মানে শোষণ

  • @mrmaruf854
    @mrmaruf854 5 лет назад

    200 টাকা বিল হলে অনেক ভালো হতো আমরা হয়তো নিতাম কিন্তু এখন আর সম্ভব না

  • @iraqmafuzhassanyoutube753
    @iraqmafuzhassanyoutube753 5 лет назад

    এটা গ্রাম অঞ্চলে কিভাবে পাওয়া সম্ভব এবং এটা ডিলারশিপ আনতে কি কি করতে হবে

  • @sisaidul2424
    @sisaidul2424 5 лет назад +1

    ৬৫০০ টাকা আর মাসে ৪০০ টাকা। টাকা কী গাছে ধরে। 😡😡😡😡

  • @pankajsarker8741
    @pankajsarker8741 5 лет назад

    একটা এপস বানিয়ে দিলেই হতো স্মার্ট টিভির জন্য তাহলেই এই বুজা বইতে হতো না, আর চার্জ ১৫০ টাকা করলে ভালো হতো

  • @technocraft4619
    @technocraft4619 5 лет назад

    গলাকাটা দাম, ২৫০০/- ও মাসিক ১৫০/- হলে ঠিক ছিলো। এর চেয়ে অপটিক্যাল লাইনের ব্যাবস্থা করলে ভালো হয়। একই লাইনে ফোন, ইন্টারনেট ও টিভি চলবে। তারের জঞ্জাল কমবে

  • @muhiburrahman2758
    @muhiburrahman2758 5 лет назад

    জয় বাংলা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

  • @Makaudhossainbappy
    @Makaudhossainbappy 5 лет назад

    মাসিক বিল ৪০০ বেশি হয়ে গেল।
    ২০০ করা হোক।
    নতুন প্রযুক্তিতে যদি আমার খরচ না কমে তাহলে এই প্রযুক্তি ব্যবহারের কোন যুক্তি নেই।

  • @sazzadjoyhossain1079
    @sazzadjoyhossain1079 5 лет назад

    600 টাকায় Wi-Fi আনলিমিটেড ইন্টারনেট আর টিভি দেখা। 400 টাকায় আকাশ আমারে পাগলে পাইছে।

  • @aongonghosh2149
    @aongonghosh2149 5 лет назад

    ১৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকার মধ্যে করা হোক তাহলে সকলের ভালো হবে।

  • @ahmedkhokan2846
    @ahmedkhokan2846 5 лет назад

    খুবই ভালো কাজ
    তবে আকাশের লাইনের রেট
    দয়া করে ১৫০ বা ১৬০ টাকা করলে
    আমরা সবাই দেখবো আমাদের দেশের
    আকাশ

  • @আমাদেরবাংলাদেশ-খ২প

    সেটেলাইট পাঠাইলো জনগণের টাকায়,নাম দিলো বঙ্গবন্ধু স্যাটেলাইট,,এখন জনগণ ডিস দেখতে হলে টাকা দিতে হবে সালমান এফ রহমান কে, আকাশ কোম্পানির মালিক
    দুঃখ জনক।।

  • @tipsunlimitedpro2651
    @tipsunlimitedpro2651 3 года назад

    অল্টারনেটিভ কোম্পানি দরকার!
    তাহলেই কম দামে ডিস উপভোগ করা যাবে!!

  • @tahmidchy
    @tahmidchy 5 лет назад

    বাংলাদেশ এই এমন ডিটিএইচ প্রোভাইডার সংখ্যা বাড়লে । কোম্পানি গুলোর মাঝে প্রতিযোগিতা বাড়বে তখন প্রাইস কমে আসবে ভারত এখন ২৯০ টাকা এক দিন এই হয় নাই । ইন্ডিয়া তে ডিটিএইচ সেবা দে এমন কোম্পানি এর সংখ্যা ২০+ । তাই আমাদের এখন আরো একটু ধর্য্য ধরতে হবে ।

  • @mdsyfuddin9605
    @mdsyfuddin9605 5 лет назад

    Dth best but price komatey hobey

  • @aminurrahman3023
    @aminurrahman3023 5 лет назад

    তোমাদের আকাশে তোমরা থাকো
    আমাদের আকাশে আমরা আছি।

  • @saimekhanjoy9689
    @saimekhanjoy9689 5 лет назад +1

    আমরা কি পাগল হয়ছি নাকি রে যে এতো টাকা দিয়ে ডিস লাইন দেখবো///

  • @Pk0077-c7
    @Pk0077-c7 5 лет назад

    মাসিক চার্জ অনেক বেশি করা হয়েছে। সাধারন মানুষদের ভেবে ১৫০ টাকা মাসিক চার্জ করা হোক।

  • @sanomanjiro5449
    @sanomanjiro5449 4 года назад +1

    Joy mondal setup box

  • @kaziruhulamin6253
    @kaziruhulamin6253 4 года назад

    রিসার্চ মূল্য 250 টাকা করা হোক

  • @ehabtowfiq5921
    @ehabtowfiq5921 5 лет назад +1

    যারা ভক্সেদ অথবা টাকার গরম আছে তারাই এই সেবা গ্রহণ করবে, সাধারণ পাব্লিক এতো টাকা ইনভেস্ট করবে না।

  • @TigerFunTV
    @TigerFunTV 5 лет назад +1

    কস কি মামা!! এইটা ত ব্যাপক বিনোদন :(

  • @muhammadelias6794
    @muhammadelias6794 5 лет назад

    রাজাকার গুলো কোথায়?
    স্যাটেলাইট 💪🇧🇩🥰♥️

  • @mdmonju3944
    @mdmonju3944 5 лет назад

    মাসে দুই শত টাকা হলে ঠিক হতো গ্রাহকের কথা উনাদের কাছে পৌঁছানোর জন্য অনুরোধ রইল

  • @wayazeahmadripon9606
    @wayazeahmadripon9606 5 лет назад

    ডিস লাইন কানেকশন নিতে ৫০০ এর বেশি কোথাও লাগেনা এবং মাসিক বিল ২০০ থেকে শুরু করে ৪০০ এর মধ্যেই।
    সো এক্ট্রা খরচ করে কেউ এই সেবা নিবেনা।

  • @ROKSANA-fv1jl
    @ROKSANA-fv1jl 5 лет назад

    গ্রামে ১০০-১৫০ টাকা বিল বাকি ছয় মাস তারপরেও লাইন কাটে না,আর আপনাদের অগ্রীম দিতে হবে ৪০০ লাগবেনা আপনার আকাশ

  • @MTechbd
    @MTechbd 5 лет назад

    খরচ পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে। ডিস থেকেও 3গুন বেশি খরচ হয়ে যাবে

  • @gourangamazumder6401
    @gourangamazumder6401 5 лет назад

    আমাদের পাশের দেশ ভারত সেখানে এক বছরে দেওযা লাগে 290 রুপি আর আমাদের বাংলাদেশে প্রতি মাসে দিতে হবে 400 টাকা আর প্রথমে লাইন সংযোগে দিতে হবে 6000 টাকা এই হলো আওযমীলীগ জনদরদি সরকার?

  • @ikpaikpa220
    @ikpaikpa220 3 года назад

    ভাই তারের লাইন হাজার গুন ভালো আকাশ টিভি থেকে, তারের বিল 150 টাকা দিলে হয়ে যায়,,,, আর ওরা এখন ভালো সার্ভিস দিচ্ছে,,,

  • @kohinoor2789
    @kohinoor2789 3 года назад

    আমি ও। নিয়েছি আকাশ

  • @MDARMAN-cu1to
    @MDARMAN-cu1to 5 лет назад

    ৬ হাজার টাকা দিয়ে, এনডো্য়েড মোবাইল কিনে, 150 - 200 টাকার এম বি কিনে, সারামাস ভালোভাবে নেট চালান যাবে ....

  • @md.hasanmahmud9346
    @md.hasanmahmud9346 5 лет назад

    আমাদের আকাশ দরকার নাই 400 টাকা থেকে 150 ই ভালো ডিস অনেক সুন্দর আর না হলে ইন্টারনেট আছে 500 টাকা

  • @mdaminulislam8210
    @mdaminulislam8210 5 лет назад

    ভারতের ফ্রি চেনেল দেখাই ভাল

  • @ramproshadsarkar5607
    @ramproshadsarkar5607 5 лет назад

    নিজেদের স্যটালাইট চালিয়ে যদি মাসে ৪০০ টাকা দিতেহয় তাহলে ভাড়াকরা স্যটালাইটই ভালোছিলো

  • @monemrahman5866
    @monemrahman5866 5 лет назад +4

    *ডিস লাইনে ১১৫ টা চ্যানেল ২০০ টাকা মাশে বিল।*
    ৪০০ টাকা দিয়া ১২০ টা চ্যানেল নিমু?

  • @rayhantec4833
    @rayhantec4833 5 лет назад

    মালোয়েশিয়াই এই ব্যাবসা এখন প্রায় বন্ধের পথে। প্রায় সকলে এখন ওয়াইফাই এর লাইন লাগাচ্ছা। সাথে টিভি চ্যানেল ফ্রি। পরিবারের সকলে আনলিমিটেড ইন্টারনেট ব্যাবহার করতে পারছে। স্যাটেলাইট কেবলের চেয়ে সামান্য একটু বেশি বিল দিতে হয় মাত্র।

  • @electricalelectronicsmedia7835
    @electricalelectronicsmedia7835 5 лет назад

    100 টাকা দিয়ে 125 টা টিভি চ্যালেন দেখি,,,,আর 400 টাকা দিতে যাবো কোন দুংখে,,,,

  • @sdrubelisemhanif2999
    @sdrubelisemhanif2999 5 лет назад

    আমাদের দেশের দামতো কমার কথা

  • @vishon30
    @vishon30 5 лет назад

    লাগেনা মামা 😁😁😁🎗🎗🎗

  • @mdanwar1146
    @mdanwar1146 5 лет назад

    আমাদের এই চ্যানেল এর দরকার নেই আমরা নিজেরাই একটা চ্যানেল,,,

  • @NtpBangla
    @NtpBangla 5 лет назад

    ৪০০ ৳ লাগবে প্রতিমাসে,,তাইলেতো এক বছর গেলেই দাম আরো বেরেজাবে।

  • @humayrajanifer4275
    @humayrajanifer4275 5 лет назад

    এটা গ্রামের মানুষের জন্য কতো কঠিন , যে বলছেন তার গ্রামের কোন ধারণা নেই। আরে ভাই এতো টাকা দিয়ে শহরের মানুষ ও নিতে চাইবে না। শুধু শুধু সময় নস্ট।

  • @ShouravDas
    @ShouravDas 5 лет назад +6

    Best of luck...
    দেখি কোন বলদে ৪০০ টাকা দিয়া লাগায়

  • @mamunshekh9791
    @mamunshekh9791 5 лет назад +7

    Dorbesher jadur box 😅😅😅

  • @jahangirkabir9600
    @jahangirkabir9600 5 лет назад

    ক্যাবল টিভিতে ২৫০ টাকাতে ১৩০ + sd চ্যানেল দেখতে পাই তাহলে কেন আমি,প্রথম কথা,ক্যাবল টিভি কেন বাদ দেব!!!!!,২০ টা HD চ্যানেলের জন্যে!!!!!!
    আকাশ ডিটিএইচকে এইটা বোঝা উচিত,তা না হলে আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই,আমরা সবাই অপেক্ষা করতেই থাকব আর করতেই থাকব,,,,,,,,ক্যাবল টিভিও আগের মতোই থাকবে,,,,,,,,,,আমারা সুলভে না পেলে ঐ লাভ ক্ষতির হিসেবে না আসলে এটা আমাদের জন্যে খুব বেশি সুবিধাজনক হবে না,বৃষ্টিতে ক্যাবল টিভির তার লুজ হয়ে যায় আর dth এর no signal দেখায়,পার্থক্য হলো ফাইনম্যান আসতে আসতে দুই চারদিন পার হয় আর এখানে আবহাওয়া ঠিক হলে চ্যানেলও ঠিক হয়ে যাবে,কিছুটা ঝকঝকের কাছে মাসিক এতোটা টাকা গুনার থেকে অপেক্ষা করাটাকেই ভালো মনে করছি,হ্যা মোবাইল অপারেটরগুলোর মতো করে akash dth ও সুলভ হোক,অন্তত ক্যাবল টিভির কাছাকাছি।

  • @sumonahmed-bv5jc
    @sumonahmed-bv5jc 5 лет назад

    আমাদের বিদেশি কোনো চ্যানেল লাগবে না।শুধুমাত্র দেশি চ্যানেল গুলা ফ্রি তে দেওয়া হোক।আর জার দরকার সে বিদেশি চ্যানেল এর প্যাকেজ কিনবে আর যার দরকার নেই সে দেশি চ্যানেলগুলো ফ্রি দেখবে।

  • @iftekharniloy5131
    @iftekharniloy5131 5 лет назад

    প্রথমে 6 হাজার পরে মাসে ৪০০....আর মাত্র ১২০ টি চ্যানেল।।।।😂😂😂

  • @jahidhasanrezvi8077
    @jahidhasanrezvi8077 5 лет назад

    ১০০ টাকা করা হোক বিল,,,,না হলে আলোর মুখ দেখবে না।😥

  • @mhjaber1089
    @mhjaber1089 5 лет назад

    আমি শুনসিলাম স্যাটেলাইট হলে এগুলা ফ্রি হইব।কিন্তু ফ্রি না হলেও দাম টা একটু বেশি হয়ে গেল

  • @foodandtourvlog6108
    @foodandtourvlog6108 5 лет назад

    ৪০০ টাকা বিল বেশি হয়ে গেছে, আমরা ১৫০ শত টাকায় চ্যানেল দেখি অনেক গুলু।

  • @sdrubelisemhanif2999
    @sdrubelisemhanif2999 5 лет назад

    3000 হোক আর কারড ২০০ টাকা দেখবে সবাই নাইলে বিটিভিতে সপ্তাহে তিনটি ছবি দেয়

  • @mdsaju4496
    @mdsaju4496 5 лет назад

    সর্বোচ্চ 200 টাকা বিল হলে ভালো হতো

  • @হালিমচাকুরী-শ৬স

    আমাদের গ্রামে 100 টাকা ডিশ বিল দেই আমাদের কি পাগলে পাইছে যে 400 টাকা ডিশ বিল দেবো

  • @H_KabirVlog
    @H_KabirVlog 5 лет назад

    etai valo vai... mase 100 tk lage amr

  • @গোপীবল্লভপুর5923

    গোপীবল্লভপুর এক নায়াগ্রাম বড়োতাকড়ী

  • @bijoydebnath1739
    @bijoydebnath1739 5 лет назад +3

    আমার লাগের না ২০০হলে আছি৬০০০হাজার আমি ছয় মাসে রুজি করতাম পারিনা। আবার৬০০০ টাকা দি ডিশ দেখতাম

  • @smshamemislam3042
    @smshamemislam3042 5 лет назад

    ১৫০ টাকা বিল দেয় এটাই ভালো,দরকার নাই আকাশ,বিদেশে এককালীন কিনতে হয় আর বছরে কিছু ফি দিতে হয়। আর তারা বলে ৪০০ টাকা মাছে দিতে হবে মগেরমুল্লুক নাকি?

  • @aponsazzad8649
    @aponsazzad8649 5 лет назад

    দেশ এগোচ্ছে।আয়ি যতদূর জানি বানিজ্যিক ক্ষেত্রে ব্যাপসা উন্নয়নের লক্ষ্যে প্রথমত সল্প মূল্যে বাজারে আনা হয়

  • @mdkhalelurrahman8598
    @mdkhalelurrahman8598 5 лет назад

    সব মিলেয়ে কত খরচ হবে মাসিক বিল ছারা

  • @mdemdadul8738
    @mdemdadul8738 5 лет назад

    মাথা খারাপ হয়ে গেছে 400 টাকা মাসিক চার্চ হলে গ্রাম কেন শহরেও কেউ দেখবেনা হা হা হা

  • @badshafaisal8273
    @badshafaisal8273 5 лет назад +1

    paglame sodao.. Akbare 6000 deya abar month a 400 taka deta hoba. Taka ke gash a dora