DOOARS TOUR | EP 1 | ডুয়ার্স ট্যুর | 12041 শতাব্দী করে HOWRAH থেকে NJP |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • লের গরমের ছুটি শেষ হতে চলেছে, কিন্তু গরম কমবার কোনো নাম গন্ধ নেই। তাই প্রায় হটাৎ করেই জুনের দ্বিতীয় সপ্তাহে ডুয়ার্স থেকে ঘুরে এলাম। পাহাড়ে যাবার ইচ্ছা থাকলেও বৃষ্টি, বন্যা, ধস ইত্যাদির কারণে সেই পৰিকল্পনা পরিবর্তন করলাম। যেহেতু খুব একটা আগে থেকে পরিকল্পনা করা হয়নি, তাই রাতের ট্রেনগুলোর টিকেট না পেয়ে অগত্যা 12041 শতাব্দী এক্সপ্রেসে টিকেট বুক করলাম।
    বাড়ি থেকে বেরোতে যথারীতি দেরী হয়ে গেছিলো। বাড়ি বাগুইহাটি থেকে দুপুর ১:১৫ নাগাদ ক্যাব বুক করলাম, হাওড়াতে পৌছালাম পৌনে দুটো নাগাদ। ট্রেন ছাড়ার টাইম ২:২৫। হাওড়া স্টেশন থেকে কিছু খাবার কিনে ট্রেনে উঠলাম। রাত ১১:২০ তে NJP পৌছালাম। পুরো ট্রেন যাত্রা পেখমের দুস্তুমি আর মজা দেখে কেটে গেলো।
    স্টেশন থেকে বেরিয়ে টোটো পেতে সমস্যা হয়েছিল, টোটোয়ালারা প্রচুর দামদর হাঁকছিলো। হোটেলও গিয়ে স্পট বুক করলাম। আগে থেকে একটা হোটেল booking dot comথেকে pay later অপসন সিলেক্ট করে বুক করেছিলাম, কিন্তু অ্যাডভান্স পেমেন্ট না পাওয়াতে হোটেল ম্যানেজমেন্ট বুকিং ক্যানসেল করে।
    পুরো গল্প ভিডিওটিতে।
    =====================================
    12041 Shatabdi express
    How to NJP
    Dooars Tour
    TripTalk Samya
    Bengali Vlogger
    NJP Hotel
    Hotel Breeze

Комментарии •