পার্থ, শিবাজী ও পৃথ্বী বাবু চড়ি শখের বোটে ...... না - এর পরে মাঝী কে কোনো বিভ্রান্তিকর প্রশ্ন করা হয় নি এই অসামান্য ভ্রমণ পর্বে । বহু আগে পড়েছিলাম জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুর মশাইয়ের নিজস্ব হাউস বোট ছিল । সে হাউসে বোট কেমন তা অবশ্য সেভাবে জানতে পারিনি । তবে এই অসাধারণ প্রতিবেদন দেখার পরে তার কিছুটা আঁচ পেলাম । "পথি নারী বিবর্জিতা " নির্দেশ অমান্য করে একসাথে সপরিবারে এই ভ্রমণ এক অসাধারণ আনন্দ দিল । যাত্রার শুরু থেকে শেষ অবধি প্রতিটি মুহূর্ত ছিল অসাধারণ । গঙ্গা বক্ষে বায়ুসেবন এর মতো দুর্ধষ কাজ আনন্দ দেবেই । সেই সঙ্গে চিংড়ি সহযোগে মধন্য ভোজন এত আলাদা মাত্রা এনে দিলো । পার্থ বাবু কে এর অনেক আগে এক বার বিরিয়ানি নিয়ে মন্তব্য করতে শুনেছিলাম কিন্তু আজ তিন খানা চিংড়ি সহযোগে ভোজন করা দেখায় আমার মতন খাদ্য প্রিয় বঙ্গসন্তান প্রভুত আনন্দ পেলাম । সেই সঙ্গে ওনাকে তুলে ধরায় চারমূর্তি ছবির টেনিদার কথা মনে পড়ছিলো " "পুরানো সেই দিনের কথা" ছাড়া আর কি কি সংগীত সাধনা হল সে সম্পর্কেও ঔৎসুক্য রইলো । এই রকম পরিবার কেন্দ্রিক ভ্রমণ আরো দেখার ইচ্ছা রইলো । তবে পৃথ্বী বাবু কে ছাড়া যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে - তাই ওনাকে থাকতেই হবে । পুনশ্চ - পৃথ্বী বাবুর জন্য - ১) আমি নিজে দুটি পাশ বালিশ ব্যবহার করি ২) সাধারণত আমি Sprite বা Coke Raw খাই না
অনেকদিন আগে আনন্দবাজারে চিঠি লিখতেন শ্রী পাঁচু রায়, তার চিঠি পড়ার জন্য আকুল হয়ে থাকতাম, আর এখন ব্যাকুল থাকি আপনার কমেন্ট পড়ার জন্য। "পুরনো সেই দিনের কথা" ছাড়াও আরও সঙ্গীত সাধনা হয়েছে অবশ্যই, পৃথ্বী একটি নতুন গান বেধেছে, সেইটা গিয়েছিল, সুর আর কথা আরও পরিবর্তন হবে তাই ও দিতে বারণ করেছিল, সেটি আসবে তাড়াতাড়ি। সেদিন আমরা এতটাই আড্ডা গান আর গল্পে মশগুল ছিলাম যে অনেকবার ভুলেই যাচ্ছিলাম ভিডিও করতে।
@@explorershibaji Da, apnader boat-tar naam ki?? Booking korte hole ki bhabe bojhabo je kon pasher boat-ta te room laagbe jate janala diye Ganga-r view ta paoa jabe, onnyo boat-a atkabe na view. ??
আমার মতো আর কেকে ভেবেছিলে যে বোট টা একজায়গায় দাঁড়িয়ে না থেকে এদিক ওদিক ঘোরাবে? 🥲🥲 আর single মানুষদের মনের মানুষ টাই হল পাশবালিশ। একদম প্রিথিজিত দা কে সমর্থন করলাম 🤗❤️
@@sarkara320 keralay to kore vembanad lake e saradin move kore kintu ratre stationed thake backwater canal guloy... .stay r khoroch ta khub beshi ......tao abar dining cost boarderder bear korte hobe .....shudhu thakar khorcha ta eto high rakha thik juktijukto laglona .....ektu cruise korle kichhuta pushiye jeto
আমার বৃদ্ধ বাবা মাকে ২ দিনের জন্য ব্যারাকপুরের এই রিসোর্টে থাকার বুকিং করে দিয়েছিলাম। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর থেকে এই প্রপার্টি রক্ষণাবেক্ষণ হয়। সবার জন্যই অত্যন্ত ভালো একটি জায়গা। তবুও বলবো কলকাতার এতো কাছে বয়স্ক মানুষদের জন্য এটি হলো দি বেস্ট প্রপার্টি অপশন। শিবাজী দা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি জায়গা সকলের সামনে তুলে ধরার জন্য। সাথে একটা অনুরোধ রইলো, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর, বন দপ্তর, মৎস দপ্তর ইত্যাদি থাকার জায়গা গুলো এখন অসাধারণ, তুমি এরকম জায়গার ভিডিও গুলো সামনে নিয়ে এসো। বহু মানুষ আছেন যারা হয়তো দূরে যেতে চাইলেও যেতে পারেননা নানান কারণে, আবার কাছে পিঠে যাওয়ার খবর ও জানতে পারেন না। ভীষণ ভালো একটা তথ্যভিত্তিক ভিডিও
সত্যিই ভিডিও টি প্রত্যেকটির মতই অসাধারণ, কিছু বলার নেই। পৃথিজিত দাদার কোল বালিশের ব্যাপারে যে উক্তি আমি তার পুরো সমর্থন করি, বিবাহিত বা অবিবাহিত যে কেউ কোল বালিশ পছন্দ করে থাকে, নির্জীব বস্তুকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় এইটাই চরম সত্য( আমি সুখী বিবাহিত বৃদ্ধ ,বয়স 67 )। বিশেষজ্ঞরা এটাকে বলেন ' Bolster effect'. দু’পায়ের মাঝে কোলবালিশ নিয়ে ঘুমোলে মেরুদণ্ডের লাভ হয়। এতে মেরুদণ্ডে বিভিন্ন ব্যথা কমাতে পারে। কারণ এতে মেরুদণ্ডের আকার এক দম ঠিকঠাক থাকে। সায়াটিক নার্ভের ব্যথা কমে, কোল বালিশ নিয়ে ঘুমোলে। যাঁরা পিঠের ব্যথায় ভোগেন, তাঁরা কোল বালিশ নিয়ে ঘুমোলে এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।
Prithvijit da is absolutely right. Side pillow is a nostalic Bengali emotion. And I too having those on my bed. Great video as always from Shivaji da and team.
শিবাজী , আপনি যে বললেন যা কিছু প্রাণের ও যা কিছু স্বাদের সবই আপনাদের প্রিয় , কথাটা ১০০ ভাগ সত্যি , আর সেই কারনেই আপনার প্রতিটি blog অত্যন্ত প্রানবন্ত হয়ে ওঠে । কথা , ছবি ও বর্ণন ভঙ্গির এক অপূর্ব মেলবন্ধন আপনার প্রতিটি ভিডিওকে স্মরণীয় করে রাখে ।
লঞ্চের ঘরে বিছানার পাশে জানালা দিয়ে নদী উপভোগ, এই প্রথম দেখলাম।ফাটাফাটি অভিজ্ঞতা। বাংলাদেশের ক্রুজেও এই মজাটা ছিলনা।আর সাথে পৃথ্বিজীতের পাশবালিশ। ওঃ।ফ্যান্টাসটিক। বালুরঘাট থেকে
Resort theke gate porjonto je poth ta seta to sundor botei echharao gate theke beriye ba dik dhore army training school quarters r lady canning er samadhi ke dan pashey rekhe chhayaghono bithi dhore hetey giye Lord canning er palace ta dekhte pawa... Jeno ekta hidden gem.... Amra johor kunjey dhukte parini...
খুব সুন্দর ও উপভোগ্য। আমার বাড়ি গান্ধীঘাটের কাছেই এবং অন্নপূর্ণা মন্দিরের পাশেই। ছোট থেকেই আক্ষেপ ছিলো কলকাতার এত কাছে এরকম জায়গাগুলোকে তুলে ধরে পর্যটনের প্রসার কেনো করা হয় না? তবে আজ সেই আক্ষেপ নেই। এখন পর্যটন দপ্তর অনেক বেশি তৎপর ও পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে। তবুও বলবো দামের বা খরচের ব্যাপারটাও ভাবা উচিৎ না হলে শুধু একটি শ্রেণীর কাছেই এগুলো জনপ্রিয় হয়ে উঠবে এবং অনেকের ইচ্ছা থাকলেও এই জায়গাগুলো অধরা বা অদেখা থেকে যাবে। আমার একান্তই ব্যাক্তিগত মতামত।
If you are a part of WBTDCL... I would like to know if the cultural program was a part of package or to be borne by tourists..... Sundor ekta gallery achhe otake kaje lagano uchit je bhabei hok
@@shravanamuhuri9514 the cultural programme is held on evert weekend and Govt holidays, to provide entertainment of folk culture of rural bengal to our guests, free of cost
@@riten68 so nice and welcome step by wb govt......the gallery can be used for folk artists, tribal dancers, not only for the residents of the resort but also for the local public too, as at least 100-150 people can be accomodated there.... We recently came back from Kerala., there almost every town had multiple kathakali , mohini attam and martial arts display centres , no way tourists can miss... Whereas, in WB, if any tourist wants to see a tribal dance or chhou dance, they have to go to all the way to santiniketan Or purulia to catch a performance.
Chamatkar laghlo....Gangar modhye EI rokom ekta thakar babostha.....Just Darun.....Tobe Prithwijitda thakay r o jome gelo.....Khaowa Daowa r arrangement niye kono kotha Hobe na.....
Pash-balish must... Pushbalish jindabaad... No comparison with this comfort.... I agree with Prithijit da--outstanding reference.... 😊...aar Sibaji da- r presentation 👍..... Darun juti------
Khub e valo laglo video ta... Sabaike peye aro besi valo laglo... Lej bhortar recipe r jonno wait Kore thaklam😊😍 r ha amio prithwijit dar moto kolbalish er samorthone ota Chara just cholena ota akta abeg er moto😁
দারুন ভালো লাগল, ঘরের কাছে এমন একটা হাউসবোট এ থাকা ভাবা যায় না। খাবার দেখে জিভে জল আসছে। পৃথীজিৎ এর পাশবালিশ এ আমারও পুরো সমর্থন আছে, বাইরে গেলে এটা খুব মিস করি 😃
Baah Daroon laglo 👌❤️❤️ Excellent Vlog ❤️❤️ Osaadharon ekta episode 🔥🔥 Jayga ta sotti Durdanto 👌 ar Chardiker poribesh dekhe mon bhotey galo 😍 House Boat ta fantastic 👌 Ganga r dhare bose khawa dawa , ghora aladai..Tmra sobai eksathe holei Jomjomat hoy..sathe Prithwijit da aweesome ❤️ Excellent presentation..Keep it up ❤️❤️❤️❤️❤️❤️
Shibaji da house boat vlog Amar khub khub bhalo laglo apner vlog Ami niyomito dekhi comment frist time karm Sabai bhalo thakben sushto thakben from New Delhi
আমি প্রচন্ডভাবে পৃথ্বীজীত কে সমর্থন করি কোলবালিশ এর ব্যাপারে ৷ গোপালপুরে এক হোটেলে জীবনে প্রথম কোলবালিশ দেখে আনন্দে আত্মহারা হয়ে যাই ৷ হোটেলগুলো কেন যে বোঝে না যে এটাও এখন বেসিক চাহিদা ৷
You are absolutely right. Prithijit is an integral part of your videos.. When he is not there...half the magic is gone. BUT...then you are the mainstream. You ARE your videos...the foundation. And you are superb..! Keep on entertaining and inspiring.
Excellent opportunity to get the experience of houseboat even in Kolkata. Thank you Shibaji & Prithijit for this vlog. Thanks to WBTDC for developing such facilities in Kolkata. I have experienced houseboat in Kerala but after watching this it seems to be much better as against what I had seen in Kerala houseboat. I wish to experience this in the coming days.
Bah Shibaji highlighted ? , Good.. when people will defferienciate between floating hotel and house boat? He he "kana cheler nam Padma lochon" bojha jachhe puro free he he he ,
আমি পেশায় একজন চিকিৎসক, বেড়ানো আমার নেশা কিন্ত সময়াভাবে সেটা সবসময় হয়ে ওঠেনা তবে আপনার বেড়ানোর ভিডিও আমার সেই অভাবটা অনেকটাই পুরণ করে,সারাদিন রোগী দেখার পর যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরি তখন আপনার ভিডিও আমাকে আবার উজ্জীবিত করে তোলে,ধন্যবাদ, আরও ভিডিওর অপেক্ষায় রইলাম।
Darun...sotti prithijit da na thakle vdo te sei crick bapar ta miss hoe....jamon sundor bondhutto tamon sundor vdo....ki j akta ananda lage ato sundor poribar r bonddhutter melbondhon dekhe....khub valo thakben apnara
শিবাজী ও পৃথ্বী বাবুর জুটি অসাধারণ। ভিডিওর কোন পর্ব পৃথ্বীজিত ছাড়া দেখতে চাইনা। আজকের পর্বে পার্থ বাবু - তার ও শিবাজী বাবুর মিসেস দ্বয়ের আগমন ও হাউজ বোর্ট এর ভ্রমণ ভিডিও আরো সফল ও আকর্ষণীয় হয়েছে। শুভকামনা সবার জন্য।
ভীষণ ভীষণ ভালো একটা ট্যুর প্রোগ্রাম। উপস্থাপনা তো অসামান্য - সে কথা বলার অপেক্ষা রাখে না। ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো প্রাণ পায় আপনাদের অনাবিল খুশির আলোয়। আর এই আলো আমরা--এই পরিবারের সকলে মেখে নিই প্রাপ্তির উচ্ছ্বাসে।
I am from Bangalore and I am a Bengali you are Amazing Video quality and content is so amazing and Prthijit is very nice person the way you guys pull his leg is very nice. 🤣
পৃথ্বী দা ছাড়া শিবাজি দা আপনার ভিডিও নুন ছাড়া তরকারির মতো লাগে, আশা করি আপনাদের বন্ধুত্ব চিরকাল অটুট থাকুক ❤️❤️❤️🇧🇩🇧🇩 অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে।
অনেক বাংলা ভ্লোগ দেখেছি। আপনার মধ্যে আলাদা একটা রসদ আছে। সব থেকে আকর্ষণীয় হচ্ছে আপনার গলা, বাচনভঙ্গি, সঠিক শব্দচয়ন। এছাড়া বর্ণনা, এডিট, ক্লিপ অ্যাডিং স্কিল সব দিক থেকেই অপূর্ব। আপনি কি শিক্ষক?
ধন্যবাদ আমাদের কোলকাতার প্রিয় মেয়র ফিরহাদ হাকিম এবং মুখ্যমন্ত্রী দিদিকে দেশের মধ্যে সেরা কোলকাতা শহরকে এতো সুন্দর ভাবে সাজানোর জন্য। জয় কোলকাতা। জয় বাংলা💚💚
WBTDCL যদি houseboat-র maintenance আর standard of service বজায় রাখতে পারেন এটা দারুণ জনপ্রিয় হবে। প্রয়োজনে strict হতে হবে- property নষ্ট করলে বা পরিবেশ নোংরা করলে শাস্তি এবং fine করতে হবে। কিছু exclusive জায়গা তৈরী হোক যেখানে গিয় পরিচ্ছন্নতা, quality সম্বন্ধে মাথা দিতে হবে না। অত্যন্ত ভাল ভিডিও
প্রিয় শিবাজী, ভালো লাগলো। আমন্ত্রণ পেয়ে যে ভাবে বিনে পয়সায় তোমরা যে ভাবে সাঁটালে সেটা দেখার আনন্দ উপভোগ করলাম। তুমি করে সম্বোধন ধরে করলাম কারণ তোমরা আমাদের ছেলে মেয়ের থেকে ও ছোটো। বৃদ্ধ বয়সে তোমাদের ভিডিও দেখে খুব আনন্দ উপভোগ করি। ভালো থেক।
খুব ভালো লাগলো আপনার এই ভিডিওটা। আমি ব্যারাকপুরে ই একজন বাসিন্দা। আমি জানতাম না যে আমার বাড়ির কাছে এইরকম একটা ভ্রমণের জায়গা হয়ে উঠেছে। আমি আমার পরিবারকে নিয়ে যাব। আর আপনার বানানো ভিডিও গুলো আমার খুব ভালো লাগে। আপনি এই ভাবেই ভিডিও বানিয়ে যান আর আমাদের আনন্দ দিন।
পার্থ, শিবাজী ও পৃথ্বী বাবু চড়ি শখের বোটে ......
না - এর পরে মাঝী কে কোনো বিভ্রান্তিকর প্রশ্ন করা হয় নি এই অসামান্য ভ্রমণ পর্বে ।
বহু আগে পড়েছিলাম জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুর মশাইয়ের নিজস্ব হাউস বোট ছিল । সে হাউসে বোট কেমন তা অবশ্য সেভাবে জানতে পারিনি । তবে এই অসাধারণ প্রতিবেদন দেখার পরে তার কিছুটা আঁচ পেলাম ।
"পথি নারী বিবর্জিতা " নির্দেশ অমান্য করে একসাথে সপরিবারে এই ভ্রমণ এক অসাধারণ আনন্দ দিল । যাত্রার শুরু থেকে শেষ অবধি প্রতিটি মুহূর্ত ছিল অসাধারণ । গঙ্গা বক্ষে বায়ুসেবন এর মতো দুর্ধষ কাজ আনন্দ দেবেই । সেই সঙ্গে চিংড়ি সহযোগে মধন্য ভোজন এত আলাদা মাত্রা এনে দিলো । পার্থ বাবু কে এর অনেক আগে এক বার বিরিয়ানি নিয়ে মন্তব্য করতে শুনেছিলাম কিন্তু আজ তিন খানা চিংড়ি সহযোগে ভোজন করা দেখায় আমার মতন খাদ্য প্রিয় বঙ্গসন্তান প্রভুত আনন্দ পেলাম । সেই সঙ্গে ওনাকে তুলে ধরায় চারমূর্তি ছবির টেনিদার কথা মনে পড়ছিলো "
"পুরানো সেই দিনের কথা" ছাড়া আর কি কি সংগীত সাধনা হল সে সম্পর্কেও ঔৎসুক্য রইলো ।
এই রকম পরিবার কেন্দ্রিক ভ্রমণ আরো দেখার ইচ্ছা রইলো । তবে পৃথ্বী বাবু কে ছাড়া যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে - তাই ওনাকে থাকতেই হবে ।
পুনশ্চ - পৃথ্বী বাবুর জন্য -
১) আমি নিজে দুটি পাশ বালিশ ব্যবহার করি
২) সাধারণত আমি Sprite বা Coke Raw খাই না
অনেকদিন আগে আনন্দবাজারে চিঠি লিখতেন শ্রী পাঁচু রায়, তার চিঠি পড়ার জন্য আকুল হয়ে থাকতাম, আর এখন ব্যাকুল থাকি আপনার কমেন্ট পড়ার জন্য।
"পুরনো সেই দিনের কথা" ছাড়াও আরও সঙ্গীত সাধনা হয়েছে অবশ্যই, পৃথ্বী একটি নতুন গান বেধেছে, সেইটা গিয়েছিল, সুর আর কথা আরও পরিবর্তন হবে তাই ও দিতে বারণ করেছিল, সেটি আসবে তাড়াতাড়ি।
সেদিন আমরা এতটাই আড্ডা গান আর গল্পে মশগুল ছিলাম যে অনেকবার ভুলেই যাচ্ছিলাম ভিডিও করতে।
Charge টা রেশ বেশী। আপনাদের complimentary ছিল বলে pinch করে নি।
@@explorershibaji শিবাজীদা আপনার vlog দেখে আরো বাঙালি ভ্রমণ ও সাহিত্যচর্চায় ব্রতী হবেন
@@explorershibaji Da, apnader boat-tar naam ki?? Booking korte hole ki bhabe bojhabo je kon pasher boat-ta te room laagbe jate janala diye Ganga-r view ta paoa jabe, onnyo boat-a atkabe na view. ??
@@niharbasu6004 dada ek kothay family amra dadar ektu moja hotei pare
আমি পৃথ্বিজিত দার কোলবালিশ এর সমর্থন করছি। আর আপনার ভিডিও সম্বন্ধে কোনো কথাই বলার নেই খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপনি।
Same
Kolbalis jindabad😅
এটা ঠিক ।পাশ বালিশ না থাকলে ঘুমটা ঠিক সম্পূর্ণ হয় না
Ak mot😂😂😅
আমার মতো আর কেকে ভেবেছিলে যে বোট টা একজায়গায় দাঁড়িয়ে না থেকে এদিক ওদিক ঘোরাবে? 🥲🥲
আর single মানুষদের মনের মানুষ টাই হল পাশবালিশ। একদম প্রিথিজিত দা কে সমর্থন করলাম 🤗❤️
Agreed, it would have been much more interesting.. yes boat should move.
@@sarkara320 keralay to kore vembanad lake e saradin move kore kintu ratre stationed thake backwater canal guloy...
.stay r khoroch ta khub beshi ......tao abar dining cost boarderder bear korte hobe .....shudhu thakar khorcha ta eto high rakha thik juktijukto laglona .....ektu cruise korle kichhuta pushiye jeto
আম্মো! :)
Charge koto houseboat er?
Online ticket booking hoi ki
আমি ভেবেছিলাম নৌকাটা জল ঘোরাফেরা করবে।
যদি নৌকাটা গঙ্গার বুকে একটু ঘোরাফেরা করতো তাহলে আরো মজা হত।
15:33 একদম ঠিক বলেছেন শিবাজী দা... আপনারা দুজন একসাথে না থাকলে একদমই জমে না
পৃত্থিজিত দা ও রুবি ম্যাডামের রবীন্দ্র সংগীত ভালো লাগলো। আবারও পৃত্থিজিট অসাধারণ
আমার বৃদ্ধ বাবা মাকে ২ দিনের জন্য ব্যারাকপুরের এই রিসোর্টে থাকার বুকিং করে দিয়েছিলাম। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর থেকে এই প্রপার্টি রক্ষণাবেক্ষণ হয়। সবার জন্যই অত্যন্ত ভালো একটি জায়গা। তবুও বলবো কলকাতার এতো কাছে বয়স্ক মানুষদের জন্য এটি হলো দি বেস্ট প্রপার্টি অপশন। শিবাজী দা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি জায়গা সকলের সামনে তুলে ধরার জন্য। সাথে একটা অনুরোধ রইলো, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর, বন দপ্তর, মৎস দপ্তর ইত্যাদি থাকার জায়গা গুলো এখন অসাধারণ, তুমি এরকম জায়গার ভিডিও গুলো সামনে নিয়ে এসো। বহু মানুষ আছেন যারা হয়তো দূরে যেতে চাইলেও যেতে পারেননা নানান কারণে, আবার কাছে পিঠে যাওয়ার খবর ও জানতে পারেন না। ভীষণ ভালো একটা তথ্যভিত্তিক ভিডিও
খুব খুব সুন্দর ও আকর্ষণীয় এবং অন্যান্য
Prithijit is a very smart speeking person . Shivaji without Prithijit can not imagine .
সত্যিই ভিডিও টি প্রত্যেকটির মতই অসাধারণ, কিছু বলার নেই। পৃথিজিত দাদার কোল বালিশের ব্যাপারে যে উক্তি আমি তার পুরো সমর্থন করি, বিবাহিত বা অবিবাহিত যে কেউ কোল বালিশ পছন্দ করে থাকে, নির্জীব বস্তুকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় এইটাই চরম সত্য( আমি সুখী বিবাহিত বৃদ্ধ ,বয়স 67 )। বিশেষজ্ঞরা এটাকে বলেন ' Bolster effect'. দু’পায়ের মাঝে কোলবালিশ নিয়ে ঘুমোলে মেরুদণ্ডের লাভ হয়। এতে মেরুদণ্ডে বিভিন্ন ব্যথা কমাতে পারে। কারণ এতে মেরুদণ্ডের আকার এক দম ঠিকঠাক থাকে।
সায়াটিক নার্ভের ব্যথা কমে, কোল বালিশ নিয়ে ঘুমোলে। যাঁরা পিঠের ব্যথায় ভোগেন, তাঁরা কোল বালিশ নিয়ে ঘুমোলে এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।
Eta sotti Pritwijit sir na thakle video jome na... Explorer shibaji sob r video darun enjoy kori... Ei house boat r video darun laglo...😊😊
সুন্দর একটা পরিবেশনা। তবে দিনে দিনে পৃথ্বীজীৎদা কথাবার্তায় more attractive হয়ে উঠছে দেখে খুব ভালো লাগছে। এভাবেই চলতে থাকুক দুজনের ভ্রমণ। ❣❣
Prithwijit da er sense of humour is too good...snge apnader sobai ke aksnge khub sundor lagche...
Prithvijit da is absolutely right.
Side pillow is a nostalic Bengali emotion. And I too having those on my bed.
Great video as always from Shivaji da and team.
Ekti Nirmol Anondomoe Uposthspona! 😍Khub valo laglo 😍Explorer Shibaji 🙏😍🙏
আমি পৃথিজ্বীত দার পাশ বালিশের মন্তব্য টা পুরো সমর্থন করি সত্যি পাশ বালিশ বাঙালিদের ঐতিহ্য ❤️
শিবাজী , আপনি যে বললেন যা কিছু প্রাণের ও যা কিছু স্বাদের সবই আপনাদের প্রিয় , কথাটা ১০০ ভাগ সত্যি , আর সেই কারনেই আপনার প্রতিটি blog অত্যন্ত প্রানবন্ত হয়ে ওঠে । কথা , ছবি ও বর্ণন ভঙ্গির এক অপূর্ব মেলবন্ধন আপনার প্রতিটি ভিডিওকে স্মরণীয় করে রাখে ।
কলকাতাৱ হাউসবোটেৱ খবৱ জানা ছাড়াও অসাধারণ উপহাৱ পেলাম যা মন ছুঁয়ে গেল
প্রথমেই শিবাজীদাকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা 🙏🏻
Outstanding কথাটার আরেক অর্থই হচ্ছে শিবাজীদার ব্লগ 🙏🏻
লঞ্চের ঘরে বিছানার পাশে জানালা দিয়ে নদী উপভোগ, এই প্রথম দেখলাম।ফাটাফাটি অভিজ্ঞতা। বাংলাদেশের ক্রুজেও এই মজাটা ছিলনা।আর সাথে পৃথ্বিজীতের পাশবালিশ। ওঃ।ফ্যান্টাসটিক।
বালুরঘাট থেকে
Akdom Sotti kotha Shibaji Da.... Prithwijitda chara je kono tour asompurno lage... R etao thik pash balis er sotti khub dorkar.. Amar samorthan 100%...sobai Khub bhalo thakun..
পৃথ্বী'দা অন্য লেভেলের! মনের মানুষ মানেই পৃথ্বীজিত! Love you man
গঙ্গা নদীতে নৌ কাতে রাত কাটানো ভাবতেই চক্ষু বুজে আসছে। অসাধারন। খুবই ভালো লেগেছে।
সুস্থ ও ভাল থাকবেন। God bless you all.☺️☺️👌👌👌👌
Bhaloi lagbe purnima ratey basanta kaley ba gorom kaley
শিবাজীদা আর prithijeetda এই দুজনের সম্পর্ক একদম টম আর জেরি... দুজন, দুজনের সাথে। খুব ভালো থাকবেন সবাই, সবাই খুব ভালো। 🙏
Prithwijit sir , ami pash balish niye suye dekchi video. Awesome video Shibaji Sir.
পৃথ্বীজীৎ দাদামণি-👌👌👌👌শিবাজীদাদামণি অসম্ভব সুন্দর লাগলো।👍👍👍👍👍
Ei news ta sokolke jananor jonno anoboddo video.thsnks for shibaji and pritthijit.
দারুণ লাগলো ....
আমি নিজে গঙ্গার পশ্চিম পাড়ে বড় হয়েছি তাই গঙ্গা ভীষন প্রিয়..কলকাতার এতো কাছে এতো সুন্দর জায়গা সত্যিই দারুণ..
Resort theke gate porjonto je poth ta seta to sundor botei echharao gate theke beriye ba dik dhore army training school quarters r lady canning er samadhi ke dan pashey rekhe chhayaghono bithi dhore hetey giye Lord canning er palace ta dekhte pawa... Jeno ekta hidden gem....
Amra johor kunjey dhukte parini...
Darun laglo .In the field of tourism amader bangla onektai agiyechhe.and it is true Prithwijit babu thakle bhromon ananda ta bere jay.
খুব সুন্দর ও উপভোগ্য। আমার বাড়ি গান্ধীঘাটের কাছেই এবং অন্নপূর্ণা মন্দিরের পাশেই। ছোট থেকেই আক্ষেপ ছিলো কলকাতার এত কাছে এরকম জায়গাগুলোকে তুলে ধরে পর্যটনের প্রসার কেনো করা হয় না? তবে আজ সেই আক্ষেপ নেই। এখন পর্যটন দপ্তর অনেক বেশি তৎপর ও পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে। তবুও বলবো দামের বা খরচের ব্যাপারটাও ভাবা উচিৎ না হলে শুধু একটি শ্রেণীর কাছেই এগুলো জনপ্রিয় হয়ে উঠবে এবং অনেকের ইচ্ছা থাকলেও এই জায়গাগুলো অধরা বা অদেখা থেকে যাবে। আমার একান্তই ব্যাক্তিগত মতামত।
Akdom. Dam er baper ta bhabte hobe, na hole besi lok jabe na.
দারুণ, দারুণ, দারুণ..... কোনো কথা হবে না......
অনেকদিন অপেক্ষার পর অবশেষে আরও একটি video দেখতে পেয়ে খুব খুব খুব ভাল লাগলো।
পাঁচ বন্ধু একসাথে দারুণ সুন্দর পরিবেশে! খুব খুব ভালো লাগলো ভিডিওটি দেখে!
খুব ভাল লাগল। আর নতুনদের সঙ্গে পরিচয় হল। আপনাদের এত সুন্দর বন্ধুত্ব সেটাও ভাল লাগল
দারুন লাগলো দাদা। পৃথ্বীজীতদা ঠিক ই বলেছেন উনি মনের মানুষ ই বটে।
Osadharon uposthopona...ar single hok ba bibahito...amar jiboner onek kichu constant er modhye pashbalish onyotomo 🙏
Excellent presentation. #WBTDCL is Proud to be associated with you
If you are a part of WBTDCL... I would like to know if the cultural program was a part of package or to be borne by tourists..... Sundor ekta gallery achhe otake kaje lagano uchit je bhabei hok
@@shravanamuhuri9514 the cultural programme is held on evert weekend and Govt holidays, to provide entertainment of folk culture of rural bengal to our guests, free of cost
@@riten68 so nice and welcome step by wb govt......the gallery can be used for folk artists, tribal dancers, not only for the residents of the resort but also for the local public too, as at least 100-150 people can be accomodated there.... We recently came back from Kerala., there almost every town had multiple kathakali , mohini attam and martial arts display centres , no way tourists can miss...
Whereas, in WB, if any tourist wants to see a tribal dance or chhou dance, they have to go to all the way to santiniketan Or purulia to catch a performance.
You are both real hero ♥️☺️ar Prithvijit Da na thakle hasi,thatta jomei na uni thaklei jome
Really make me laugh loudly and openly after a long time. Extraordinary presentation as always.
Chamatkar laghlo....Gangar modhye EI rokom ekta thakar babostha.....Just Darun.....Tobe Prithwijitda thakay r o jome gelo.....Khaowa Daowa r arrangement niye kono kotha Hobe na.....
Pash-balish must... Pushbalish jindabaad... No comparison with this comfort.... I agree with Prithijit da--outstanding reference.... 😊...aar Sibaji da- r presentation 👍..... Darun juti------
পৃথিজিৎ দা এককথায় দারুন লোক। ওনার উপস্থিতি আপনার পরিশ্রম মিলিত প্রয়াস এক কথায় একঘর।
শিবাজী বাবু খুব ভোজন রসিক। যেখানেই যান আগে খাবার প্রশংসা। তবে এটা খুব প্রশংসনীয় যে উনি সব কিছুর ই প্রশংসা করেন এবং খুবই পজেটিভ মানুষ
aare madam, eta sponsored tour, bhalo bhalo katha na bolle cholbe na.
Great. Prithijit is excellent. 100% support his side pillow clarification
পৃথ্বি দার কোলবালিশ ত্বত্ত্বের সাথে আমিও একমত 😁😁😁
দারুণ লাগলো দাদা ❤️❤️
Khub e valo laglo video ta... Sabaike peye aro besi valo laglo... Lej bhortar recipe r jonno wait Kore thaklam😊😍 r ha amio prithwijit dar moto kolbalish er samorthone ota Chara just cholena ota akta abeg er moto😁
দারুন ভালো লাগল, ঘরের কাছে এমন একটা হাউসবোট এ থাকা ভাবা যায় না। খাবার দেখে জিভে জল আসছে। পৃথীজিৎ এর পাশবালিশ এ আমারও পুরো সমর্থন আছে, বাইরে গেলে এটা খুব মিস করি 😃
Darun laglo, upri paona gurumayer dorshon. Prithiwi da to chirachorito amar favourite.
Baah Daroon laglo 👌❤️❤️ Excellent Vlog ❤️❤️ Osaadharon ekta episode 🔥🔥 Jayga ta sotti Durdanto 👌 ar Chardiker poribesh dekhe mon bhotey galo 😍 House Boat ta fantastic 👌 Ganga r dhare bose khawa dawa , ghora aladai..Tmra sobai eksathe holei Jomjomat hoy..sathe Prithwijit da aweesome ❤️ Excellent presentation..Keep it up ❤️❤️❤️❤️❤️❤️
Ki asadharon video. Seoraphuly te thaki. House boat a thakar icche roilo...
পাশ বালিশ ছাড়া চলেই না!
হোটেলে পাশ বালিশ পাওয়া যায় না অতিরিক্ত ১ টা বালিশ চেয়ে নিই পাশ বালিশ হিসেবে চালিয়ে দেই।
পৃথ্বীজিৎ দা ❤️
3te penguin 3 bachchar jonno ❤️
Ki opurbo j laglo!
Pashbalish, prithwijit da jindabad 👍🏻
Explorer Shibaji is really a lucky person .He has such great friends and always enjoys great experience .
Shibaji da house boat vlog Amar khub khub bhalo laglo apner vlog Ami niyomito dekhi comment frist time karm Sabai bhalo thakben sushto thakben from New Delhi
আমি প্রচন্ডভাবে পৃথ্বীজীত কে সমর্থন করি কোলবালিশ এর ব্যাপারে ৷ গোপালপুরে এক হোটেলে জীবনে প্রথম কোলবালিশ দেখে আনন্দে আত্মহারা হয়ে যাই ৷ হোটেলগুলো কেন যে বোঝে না যে এটাও এখন বেসিক চাহিদা ৷
খুব সুন্দর লাগলো, pitthijit da তুমি থেকো ভিডিও তে.
You are absolutely right.
Prithijit is an integral part of your videos..
When he is not there...half the magic is gone.
BUT...then you are the mainstream. You ARE your videos...the foundation.
And you are superb..!
Keep on entertaining and
inspiring.
😊❤ আপনাদের এই খুঁটিয়ে দেখা এবং দেখানোর কোনও তুলনাই হুয় না অসাধারণ
Each and every video is outstanding. We can learn many things from sir video
❤️❤️❤️😊😊😊
15:31 your video literally incompetent if prithejit da Missing...he just rocking.... bring lots of positive vibes... lovely blogs
Excellent opportunity to get the experience of houseboat even in Kolkata. Thank you Shibaji & Prithijit for this vlog. Thanks to WBTDC for developing such facilities in Kolkata. I have experienced houseboat in Kerala but after watching this it seems to be much better as against what I had seen in Kerala houseboat. I wish to experience this in the coming days.
Please recheck your knowledge , Shibaji has given totally wrong Information
Bah Shibaji highlighted ? , Good.. when people will defferienciate between floating hotel and house boat? He he "kana cheler nam Padma lochon" bojha jachhe puro free he he he ,
আমি পেশায় একজন চিকিৎসক, বেড়ানো আমার নেশা কিন্ত সময়াভাবে সেটা সবসময় হয়ে ওঠেনা তবে আপনার বেড়ানোর ভিডিও আমার সেই অভাবটা অনেকটাই পুরণ করে,সারাদিন রোগী দেখার পর যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরি তখন আপনার ভিডিও আমাকে আবার উজ্জীবিত করে তোলে,ধন্যবাদ, আরও ভিডিওর অপেক্ষায় রইলাম।
দারুণ দারুণ দারুণ দারুণ দারুণ ❤️❤️❤️❤️
Prithijit da jindabad...he needs every where of your blog..👍♥️
I think 4k is a bit expensive, it's good to see such things coming up to Barrackpore. Love from Barrackpore ❤️❤️❤️
দারুন তো ব্যাপারটা । আগে জানতাম না । খুব ভালো লাগলো । আর পাশবালিশ টা আমি খুব পছন্দ করি 😊😊
Prithijit দার রসবোধের কোনো তুলনা নেই , ডাবের জল, পাশ বালিশ was excellent..
Akdom ❤
Darun...sotti prithijit da na thakle vdo te sei crick bapar ta miss hoe....jamon sundor bondhutto tamon sundor vdo....ki j akta ananda lage ato sundor poribar r bonddhutter melbondhon dekhe....khub valo thakben apnara
খুব ভালো লাগলো। হাউস বোটের সাথে নৌকো বিহারের ব্যাবস্থা থাকাটা উচিৎ ছিলো।
Niden pokkhe house boat takei up stream downstream ek pak mariye niye asto......
@@shravanamuhuri9514 না সেটা সম্ভব নয়। ছোটো নৌকো থাকলে ভালো হতো, যেমন কাশ্মীরের হাউস বোটে থাকে।
WELL DONE SHIBAJI DA KEEP GROWING ALL THE BEST 💯💯💯💯💯💯💯💯
As usual enjoyed thoroughly watching your vlog Bhai. Hope you guys had a blast...
Thanks for sharing...
Lots of love from Mumbai 🤗
শিবাজিবাবু আপনাদের খুনসুটি খুব আনন্দদায়ক। আপনার ভিডিও গুলো সবই দারুণ উপভোগ করি। ভালো থাকবেন।
পাশ বালিশ ছাড়া ঘুম সম্ভব নয় একদম ঠিক বলেছেন পৃথ্যিজিত দা ।।
চমতকার হয়েছে! এডিট বেশ ভালো হয়েছে। আর এই যে বিভিন্ন ট্যুরের ফিল্ম মিলিয়ে মিশিয়ে আপলোড করছেন, এই nonlinear approach-টা খুবই ভালো লেগেছে! 🙏
দাদা আমার রাতে পাশবালিশ ছাড়া ঘুম হয় না আমি আপনাকে পুরোপুরি সমর্থন করছি ❤️❤️❤️❤️❤️❤️
স্যার ভিডিওটি খুব খুব সুন্দর লাগলো সঙ্গে পৃতজীত ❤️❤️❤️❤️👍
পাশ বালিশ/ কোল বালিশ-আসলেই বাংগালির ঐতিহ্য। পৃথীজিতদা'র সাথে এক মত।
রনক, ঢাকা থেকে।
শিবাজী ও পৃথ্বী বাবুর জুটি অসাধারণ। ভিডিওর কোন পর্ব পৃথ্বীজিত ছাড়া দেখতে চাইনা। আজকের পর্বে পার্থ বাবু - তার ও শিবাজী বাবুর মিসেস দ্বয়ের আগমন ও হাউজ বোর্ট এর ভ্রমণ ভিডিও আরো সফল ও আকর্ষণীয় হয়েছে। শুভকামনা সবার জন্য।
আশা করছি 👍 এই বোট ঢাকায় আসবে,,,, আমাদের বোট হুগলি নদীতে যাবে,,,, হয়তো কোনোদিন
Apnader barisal dacca route er ekta boro ferry ekta pathiye din ekhane.... Kolkata ganga sagar....kolkata nabadwip route e romromiye cholbe.......
ভীষণ ভীষণ ভালো একটা ট্যুর প্রোগ্রাম। উপস্থাপনা তো অসামান্য - সে কথা বলার অপেক্ষা রাখে না। ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো প্রাণ পায় আপনাদের অনাবিল খুশির আলোয়। আর এই আলো আমরা--এই পরিবারের সকলে মেখে নিই প্রাপ্তির উচ্ছ্বাসে।
Any ways u guys are really doing a G8 job.
And all the information r really very helpful.
Keep it up
Awesome Video.
You are completely right Without Prithiji videos are incomplete.
দাদা আমারও পাশবালিশ ছাড়া ঘুম হয়না।। 😃😃
Houseboat er vido ta darun enjoy korlam.... jawar ichhe roilo
I am from Bangalore and I am a Bengali you are Amazing Video quality and content is so amazing and Prthijit is very nice person the way you guys pull his leg is very nice. 🤣
পৃথ্বী দা ছাড়া শিবাজি দা আপনার ভিডিও নুন ছাড়া তরকারির মতো লাগে, আশা করি আপনাদের বন্ধুত্ব চিরকাল অটুট থাকুক ❤️❤️❤️🇧🇩🇧🇩 অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে।
পৃথ্বীজিৎবাবু আমিও আপনার সঙ্গে একমত কোলবালিশ ছাড়া বাঙালির ঘুম যেমন অসম্পূর্ণ তেমনি আপনাকে বাদ দিয়ে শিবাজিবাবুর ভ্রমণ ভিডিও অসম্পূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন।
উফ্ফ্....লঙ্কা নিয়ে পৃথ্বীবাবুর মন্তব্য ফাটাফাটি 😄😄
অবিবাহিত বাঙালিদের কাছে পাশবালিশ একটা Basic Necessity Not Luxury 🤭More support n power to PritwijitDa ❤️.CarryOnn PritwiDa 👍
দারুণ উপভোগ্য জায়গা। দুর্দান্ত ভিডিও।
Request to WBTDCL to lay the second vessel in such a way so that it's occupants enjoy the river view from their alloted rooms as the first one's.
পৃথীদা পাস বালিশের পক্ষে,দারুন শীবাজিদা
Conversation with prithijit da, etar attraction fatafati
অনেক বাংলা ভ্লোগ দেখেছি।
আপনার মধ্যে আলাদা একটা রসদ আছে।
সব থেকে আকর্ষণীয় হচ্ছে আপনার গলা, বাচনভঙ্গি, সঠিক শব্দচয়ন।
এছাড়া বর্ণনা, এডিট, ক্লিপ অ্যাডিং স্কিল সব দিক থেকেই অপূর্ব।
আপনি কি শিক্ষক?
ছিলাম এক সময়ে
@@explorershibaji
আচ্ছা।
Vlog করতে করতে bolpur চলে আসবেন একদিন। দেখা হবে।
Dada Just Awesome...
Osadhoron.... Osambhab Bhalo...Ek Darun Onubhuti...Khub Bhalo Laglo ❤️😊🤟🙏🙏
ধন্যবাদ আমাদের কোলকাতার প্রিয় মেয়র ফিরহাদ হাকিম এবং মুখ্যমন্ত্রী দিদিকে দেশের মধ্যে সেরা কোলকাতা শহরকে এতো সুন্দর ভাবে সাজানোর জন্য। জয় কোলকাতা। জয় বাংলা💚💚
Is ki abastha
WBTDCL যদি houseboat-র maintenance আর standard of service বজায় রাখতে পারেন এটা দারুণ জনপ্রিয় হবে। প্রয়োজনে strict হতে হবে- property নষ্ট করলে বা পরিবেশ নোংরা করলে শাস্তি এবং fine করতে হবে। কিছু exclusive জায়গা তৈরী হোক যেখানে গিয় পরিচ্ছন্নতা, quality সম্বন্ধে মাথা দিতে হবে না।
অত্যন্ত ভাল ভিডিও
pritijit da is rock ,always support you
Pithijit sir too na thakle video dakhar i6ai kore na karon bondhuter akta alada moja dakhte pai ❤️❤️❤️
প্রিয় শিবাজী,
ভালো লাগলো।
আমন্ত্রণ পেয়ে যে ভাবে বিনে পয়সায় তোমরা যে ভাবে সাঁটালে সেটা দেখার আনন্দ উপভোগ করলাম। তুমি করে সম্বোধন ধরে করলাম কারণ তোমরা আমাদের ছেলে মেয়ের থেকে ও ছোটো। বৃদ্ধ বয়সে তোমাদের ভিডিও দেখে খুব আনন্দ উপভোগ করি।
ভালো থেক।
Hallo!!
Dhyot byaataaa...
aayydd !!
Eta sera chilo dada...
খুব ভালো লাগলো আপনার এই ভিডিওটা। আমি ব্যারাকপুরে ই একজন বাসিন্দা। আমি জানতাম না যে আমার বাড়ির কাছে এইরকম একটা ভ্রমণের জায়গা হয়ে উঠেছে। আমি আমার পরিবারকে নিয়ে যাব। আর আপনার বানানো ভিডিও গুলো আমার খুব ভালো লাগে। আপনি এই ভাবেই ভিডিও বানিয়ে যান আর আমাদের আনন্দ দিন।
Exactly Prithrijit Sir is must🎉🎉🎉🎉