ডিম বাচ্চা করাতে যেভাবে পাখির খাচা সেটাপ করবেন । পাখির প্রজনন পরিবেশ ।

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 май 2023
  • ডিম বাচ্চা করাতে যেভাবে পাখির খাচা সেটাপ করবেন । পাখির প্রজনন পরিবেশ ।
    যেভাবে খাচা সেটাপ করে প্রজনন পরিবেশ করলে পাখি ডিম দিতে বাধ্য । বাজরিগার পাখিকে ডিম বাচ্চা করতে পাখির খাচা কিভাবে সেটাপ করবেন এবং কিভাবে পাখির ব্রিডিং পরিবেশ আপনার সেটাপে কারবেন তার বিস্তারিত থাকছে আজকের সৌখিনতার তথ্যে। এছাড়াও যাদের পাখি জোড়া নিচ্ছে না বা মেটিং করতেছে তারপরও ডিম দিচ্ছে না তারাও আজকের সৌখিনতার তথ্যে সমাধান পাবেন ইনশাআল্লাহ। মোট কথা বাজরিগার পাখির থেকে ডিম বাচ্চা পেতে তাদের খাচা এবং সেটাপ কিভাবে করবেন আর কিভাবে সেটাপের পরিবেশ পাখির অনুখুলে রাখবেন তার বিস্তারিত পাবেন । কনফিউশন এড়াতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধর্য্য ধরে দেখতে থাকুন।
    সৌখিনতার তথ্যের ফেচবুক পেজ লিংকঃ / soukhinotartottho
    সৌখিনতার তথ্যের আরো ভিডিও সমূহঃ
    বাজরিগার পাখি জোড়া দেওয়ার কৌশল । পাখি ডিম দিতে বাধ্য । বাজরিগার পাখি পালন
    • বাজরিগার পাখি জোড়া দেও...
    Budgerigar Bird Breeding । বাজরিগার পাখির ব্রিডিং । খুব সহজে পাখিকে ডিম বাচ্চা করানো
    • Budgerigar Bird Breedi...
    How to breed budgies । বাজরিগার পাখিকে কিভাবে বিডিং করাবেন । সৌখিনতার তথ্য ।
    • How to breed budgies ।...
    বাজরিগার পাখি ডিম না দেওয়ার কারন ও সমাধান । সৌখিনতার তথ্য ।
    • বাজরিগার পাখি ডিম না দ...
    বাজরিগার পাখি জোড়া দেওয়ার সঠিক নিয়ম । Budgie pairing technique । বাজরিগার জোড়া না নেওয়ার কারন ।
    • বাজরিগার পাখি জোড়া দেও...
    বাজরিগার পাখির খাচায় হাড়ি সেটাপ | খাচায় হাড়ি লাগানোর সঠিক নিয়ম |
    • বাজরিগার পাখির খাঁচায় ...
    বাজরিগার পাখির ব্রিডিংকালিন খাবার ও যত্ন । বাজরিগার পাখি পালন । Budgies breeding care ।
    • বাজরিগার পাখির ব্রিডিং...
    কোন কাজগুলো করলে বেশি বেশি ডিম বাচ্চা পাবেন | বাচ্চা ফুটলে করনীয় | খাবার ও মেডিসিন ।বাজরিগারপাখি
    • কোন কাজগুলো করলে বেশি ...
    বাজরিগার পাখির ডিম পাড়ার লক্ষণ | সবগুলো ডিম না ফোটার কারন | ডিম পাড়া পাখির যত্ন |
    • বাজরিগার পাখির ডিম পাড়...
    অধিক ডিম বাচ্চা পেতে বাজরিগার পাখি জোড়া দেওয়ার সঠিক সময় ও নিয়ম । পাখিকে জোড়া দেওয়া । সৌখিনতার তথ্য ।
    • অধিক ডিম বাচ্চা পেতে ব...
    বাজরিগার পাখির ব্রিডিং প্রস্তুতি । How to prepare budgies for breeding ।
    • বাজরিগার পাখির ব্রিডিং...
    বাজরিগার পাখির প্রজনন কালিন খাবার ও যত্ন । Budgie bird breeding care ।
    • বাজরিগার পাখির প্রজনন ...
    বাজরিগার পাখি পালনের গুরুত্বপূর্ণ টিপস । বাজরিগার পাখি পালনের সব খুটিনাটি তথ্য ।
    • বাজরিগার পাখি পালনের গ...
    বাজরিগার পাখির হাড়িতে কি দিতে হয় । হাড়ি ভিজে থাকার কারন ও সমাধান
    • বাজরিগার পাখির হাড়িতে ...
    বাজরিগার পাখির সফল মেটিং | Budgies Mating | Reproduction Process Of Budgie |
    • বাজরিগার পাখির সফল মেট...
    বাজরিগার পাখি বার বার হাড়িতে যায় কিন্তু ডিম পাড়ে না কেন ।
    • বাজরিগার পাখি বার বার ...
    বাজরিগার পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার সহজ পদ্ধতি | মুডে আনার প্রাকৃতিক উপায় | মুডে আনার ঔষধ |
    • বাজরিগার পাখিকে দ্রুত ...
    একজোড়া বাজরিগার পালন করেও ডিম বাচ্চা হবে | একজোড়া বাজরিগার ডিম না পাড়ার কারণ ও সমাধান |
    • একজোড়া বাজরিগার পালন ক...
    মেল পাখি মেটিং করতে চায় কিন্তু ফিমেল পাখি মেটিং করতে চায় না | ফিমেল বাজরিগার পাখিকে মুডে আনার উপায় |
    • মেল পাখি মেটিং করতে চা...
    বাজরিগার পাখি ডিমে তা দেয় না কেন । Why Budgie Do Not Hatch Eggs
    • বাজরিগার পাখি ডিমে তা ...
    বাজরিগার পাখি মেটিং করার কতদিন পর ডিম পাড়ে । পাখির ডিম কতদিনে ফোটে । বাচ্চা কতদিনে স্বাবলম্বি হয় ।
    • বাজরিগার পাখি মেটিং কর...
    #budgiebirdbreedingsetup
    #birdcagesetup
    #budgiebreeding
    #budgiescage
  • ЖивотныеЖивотные

Комментарии • 41

  • @Ayath786
    @Ayath786 2 месяца назад +1

    Khub bhalo laglo

  • @LM10283
    @LM10283 9 месяцев назад +3

    আমি আগে ঘরে রাখছিলাম প্রায় ১ বছর হয়ে গেসিলো তাও ডিম দিতেছিলো নাহ। বারান্দায় সেটাপ করার প্রায় ২০ দিনের মধ্যেই ডিম দিয়ে দিসে। আর সব গুলো ডিমই ফুটেছে। আলহামদুলিল্লাহ।

    • @soukhinotartottho
      @soukhinotartottho  9 месяцев назад +1

      এজন্যই প্রকৃতির নিয়মের আলো অন্ধকারের কথা বলা হয়।

  • @Birdofculture
    @Birdofculture 2 дня назад

    ❤❤❤🎉🎉🎉

  • @nipabhattacharjee4729
    @nipabhattacharjee4729 11 месяцев назад +1

    অনেক ধন্যবাদ ভাইয়া

  • @mayisha8238
    @mayisha8238 Год назад +1

    Thank you vaiyaa😊

  • @tonmoyab
    @tonmoyab Год назад +1

    আমার মেল পাখির বয়স এক বছর তিন মাসে। সাথে একটা ফিমেল পাখি এনে দিয়েছি। ফিমেল পাখিকে দেখে মনে হচ্ছে যে ওর বয়স ৪-৫ মাস হবে।ওর চোখে অনেকটা রিং আছে।ঠোঁট সাদা।এখন ও কি এডাল্ট না কি না বলবেন প্লিজ। আর ওরা কি জোরা নিবে?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Год назад

      এডাল্ট না হলে ত জোড়া নিবে না। পাখির বয়স আর জেন্ডার চিনার ভিডিও আছে দেখেন

  • @user-ru2gq6kk9o
    @user-ru2gq6kk9o 6 месяцев назад +1

    ভাইয়া আমার দুই জোরা পাখি থেকে এক জোরা ডিম বাচ্চা করে আরেক জোরা করে না কারণ টা যানালে ভালো হবে

    • @soukhinotartottho
      @soukhinotartottho  6 месяцев назад

      কেন করেনা সেটা বোঝার জন্য ঐ জোড়ার বায়োডাটা তো লাগবে ভাই। আমি তো চোখে দেখতে পাচ্ছি না যে সহজেই বলে দিতে পারবো কেন ওরা ডিম বাচ্চা করছে না।

  • @MdNayem-xi8of
    @MdNayem-xi8of 10 месяцев назад +1

    আমার থেকেও চার জোড়া পাখি আছে এবং ডিম বাচ্চা করছে না তার জন্য আপনি কিভাবে আপনাকে ছবি পাঠাবোঅথবা আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায় 😥😥

  • @aungkondas7134
    @aungkondas7134 Год назад +1

    First clutch ta nosto hoiye gechilo😢
    2May 2nd time dim parche❤

  • @NirmolNirmol-qb9gp
    @NirmolNirmol-qb9gp Год назад +1

    ভাই দয়া করে বলেন আপনার খাঁচা দেয়ালের সাথে কিভাবে ফিটিংস করেছেন

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Год назад

      ড্রিল মেশিন দিয়ে ওয়ালে ফুটা করে স্কুরুর মত যে হুক পাওয়া যায় সেগুলা লাগাইছি। মশারি লাগানোর হুক।

    • @nipumia5124
      @nipumia5124 8 месяцев назад +1

      ​@@soukhinotartotthoএই হুক গুলা ১ খাচা এর জন্য কয়টা ব্যবহার করলেন????,,,খাচা এর ঔজন ধরে রাখতে পারে? এই গুলা?😢

    • @soukhinotartottho
      @soukhinotartottho  8 месяцев назад

      @@nipumia5124 জি পারে। ১৮/১২ ইঞ্চি খাচার জন্য দুইটা হুক ব্যাবহার করেছি। একদম ছোট হুক নিবেন না

    • @nipumia5124
      @nipumia5124 8 месяцев назад +1

      @@soukhinotartottho ১৮/১২ সাইজ এর খাচায় বাজরিগার থেকে ডিম বাচ্চা পাওয়া সম্ভব???, আর এই খাচা এর দাম কত পরতে পারে???💔😿

    • @soukhinotartottho
      @soukhinotartottho  8 месяцев назад

      @@nipumia5124 জি সম্ভব আর সবাই এই সাইজের খাচাতেই ব্রিডিং এ দেয়। আপনি বড় দিলে দিতে পারেন সমস্যা নাই। দাম ৩০০/৩৫০ টাকা।

  • @antanadira1829
    @antanadira1829 Год назад +1

    Help post
    আসসালামু আলাইকুম।
    আমার জেব্রা ফ্রিন্স পাখি প্রথম বার ডিম দেওয়ার পরে ডিমে তা না দেওয়ার কারনে নষ্ট হয়ে যায়।
    পরে আবার যখন ডিম পারে তখন তিনটা ডিম পারে কিন্তু দুইটা ডিম ফোটে আর একটা নষ্ট হয়ে যায়।
    কিন্তু বাচ্চা দুটি ফোটার পর থেকে কিছু খাওয়ায় নি বাচ্চা গুলোকে। তাই একদিন পরে বাচ্চা দুটো মারা যায়😭😭😭
    এখন আবার ডিম দিয়েছে।
    যদি বাচ্চা ফোটে তাহলে করনীয় কি?
    আর বাচ্চা গুলোকে না খাওয়ানোর কারন কি?
    বাচ্চা ফোটার সাথে সাথে সফট ফুড দেওয়া হয়েছিল যাতে বাচ্চাদের খাওয়াতে পারে।

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Год назад +1

      পাখিদের খাচায় মিনারেল ব্লোগ, ক্যাটেলফিস বন আর গ্রিট দেন। সাথে ৩ দিন ক্যালপ্লেক্স আর জিস ভেট খাওয়ান। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর হ্যা যদি ইদুর বিড়াল বা টিকটিকির উপদ্রব থাকে তাহলে কিন্তু এগুলো করেও কোন লাভ হবে না।

  • @sec34roll55
    @sec34roll55 Год назад +1

    ভাইয়া আপনি এক বছর আগে পাখিদের জন্য হ্যান্ড ফিডিং ফর্মুলার একটা ভিডিও দিয়েছিলেনওই ফর্মুলা টা কি গরম পানিতে মিক্স করতে হবে নাকি নরমাল পানি নাকি কুসুম গরম পানি

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Год назад +1

      হ্যান্ড ফিডিং ওটাতে একটু প্রব্লেম হবে যদি একদম পাউডার করতে না পারেন। আর নরমাল পানি দিলেই হবে

  • @AKgaming-pu7vp
    @AKgaming-pu7vp Год назад +1

    Vai dem para obosthai ke pakhi ka ke gom vijiya khaono jaba .
    Plz reply den.❤❤

  • @Jarifalhasan-K6
    @Jarifalhasan-K6 Год назад +1

    ভাই green color classic male + blue color classic female জোড়া দিলে কী করম বাচ্চা হবে???????

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Год назад +1

      ভাই বাচ্চা কেমন হবে এটা ত বলা মুশকিল। আল্লাহ পাক ভাল জানেন কেমন বাচ্চা দান করবেন।

  • @avijitkarmokar5052
    @avijitkarmokar5052 Год назад +2

    একটি খাঁচায় কি তিন জোড়া পাখি ব্রিড করানো সম্ভব ?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Год назад +2

      একাধিক পাখি একসাথে ব্রিডিং এর জন্য রাখতে চাইলে কলনি আকারে রাখা উত্তম

  • @tonmoyab
    @tonmoyab Год назад +1

    ভাইয়া আমার দুই জোরা পাখি আছে।আমি খাচা দুইটা পাশাপাশি রেখেছিলাম। তারপর দেখি এক খাচার মেল পাখি আরেক মেল পাখিকে পছন্দ করে। তারপর অন্য খাচা শরিয়ে দেই।কিছু দিন আগে আমার ফিমেল পাখি মারা গেছে।আমি আর একটি পাখি এনে দেই।আমার মেল পাখির বয়স এক বছর তিন মাস। ঠোট গোলাপী চোখে রিং ও আছে। আর নতুন ফিমেল পাখির ঠোট সাদা আবার চোখে হালকা রিং ও আছে। দুইজন হাড়িতে যায়।কিন্তু ফিমেল পাখি মেল পাখিকে কাছে আসতে দেয় না। এখন কি করবো?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Год назад

      খাচা পাশাপাশি রাখেন প্রব্লেম নাই। মেল পাখিরা ওমন করেয়। তাতে কিছু হবে না। ফিমেলটা মেল টাকে টাইম দেওয়া শুরু করলেই আর অন্য মেল এর সাথে ওতোটা যাবে না। মেল পাখি মেটিং করতে চায় কিন্তু ফিমেলটা চায় না এমন একটা ভিডিও আছে চ্যানেলে ওটা দেখেন।

    • @tonmoyab
      @tonmoyab Год назад

      @@soukhinotartottho তাহলে এখনও আমার ফিমেল পাখি মেল পাখিকে কামড় দেয় কেনো? আর কাছে আসতে দেয় না কেনো? এরা কবে ডিম দিবে?

  • @HasanShrabon
    @HasanShrabon 2 месяца назад

    আপনাকে কিভাবে ছবি দেবো?

  • @mdballal3011
    @mdballal3011 Год назад +1

    ভাই আমার পাখি জোরা নিতেছে না সব ঠিক ঠাক দিচ্ছি but জোরা নিচ্ছে না ।আমাকে halp koran

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Год назад

      জোড়া দেওয়ার বেশ কয়েকটা ভিডিও আছে চ্যানেলে। এই ভিডিও সহ ঐগুলা ধর্য্য ধরে ফুল দেখেন। আশাকরি সমাধান পেয়ে যাবেন।

  • @Sarowarsvlog
    @Sarowarsvlog Год назад +1

    পাখি আমার থাকার রুমেই আমার খাট এর পাশে রেখেছি। কারন আমার বাসা নিচের তালাই আর কোথাও রাখার যায়গা নেই।। আর ওইখানেই ডিম বাচ্চা করছে।৷ এতে করে কোনো প্রবলেম হবে কিনা।

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Год назад +1

      ডিম বাচ্চা করেছে এটা ত খুবই ভাল কথা। ঐ পরিবেশে পাখি নিজেকে সেট করে নিয়েছে বা নিজেকে নিরাপদ ভাবছে তাই ডিম বাচ্চা করেছে। যেহেতু ডিম বাচ্চা করেছে তাহলে আপনার কোন প্রব্লেম নাই। শুধু খেয়াল রাখবেন এই পরিবেশ যেন বজায় থাকে আর পাখির ব্যাপারে যত্নশীল হবেন।

  • @user-wn1fc2vz5j
    @user-wn1fc2vz5j Год назад +1

    আমার এক জোড়া পাখি পাচঁটি ডিম পেরেছে কিন্তু বাচ্চা দিয়েছে দুটি, এর কারন কি?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Год назад

      ডিম চেক করেন। আর সবগুলো ডিম ফার্টাইল করবেন কিভাবে এমন ভিডিও আছে দেখেন চ্যানেলে