ভাইজান আমি হাট থেকে ৮/১০ মাস বয়সী ৩ টা ফ্রিজিয়ান বকনা বাছুর কিনেছি এখন আমি চাচ্ছি ২/৩ দিন গরুগুলো পর্যবেক্ষণ করার পর ০৪ তম দিন গরু সুস্থ থাকলে কৃমিনাশক করাবো সেক্ষেত্রে গরু কেনার ০৪ তম দিনকে ০১ তম দিন হিসাবে ধরে পরিমান অনুযায়ী Endex (Vet) ট্যাবলেট খাওয়াবো এবং ১৪/১৫ তম দিনে কৃমি বুস্টার ডোজ হিসেবে পরিমাণ অনুযায়ী Nitronex (Vet) Injection ও A - Mectin Plus (Vet) Injection করো ভাইজান এক্ষেত্রে আপনার মতামত জানতে চাই
ভাই চালের আপডেট দেন।
ভাই নাম গুলো দেখে গেন এবং কোন টা কতো দিন পরে। চাট আকারে
ভাইজান আমি হাট থেকে ৮/১০ মাস বয়সী ৩ টা ফ্রিজিয়ান বকনা বাছুর কিনেছি
এখন আমি চাচ্ছি ২/৩ দিন গরুগুলো পর্যবেক্ষণ করার পর ০৪ তম দিন গরু সুস্থ থাকলে কৃমিনাশক করাবো
সেক্ষেত্রে গরু কেনার ০৪ তম দিনকে ০১ তম দিন হিসাবে ধরে পরিমান অনুযায়ী Endex (Vet) ট্যাবলেট খাওয়াবো এবং ১৪/১৫ তম দিনে কৃমি বুস্টার ডোজ হিসেবে পরিমাণ অনুযায়ী Nitronex (Vet) Injection ও A - Mectin Plus (Vet) Injection করো
ভাইজান এক্ষেত্রে আপনার মতামত জানতে চাই
আসসালামুয়ালাইকুম সুজন ভাই আপনি কি খাবার বিক্রি করেন
না ভাই বিক্রি করি না।
ওয়ালাইকুম আসসালাম ভাই
ভাইয়া আমার বাছুর কে আজকে কৃমিনাশক করাইয়াছি ১০ দিন বয়স পরবর্তী কত দিন পর আবার কৃমিনাশক দিবো
@@SHAHINBiswas-lk7yq ১৫/২১ দিন পর