বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: উত্তর কোরিয়ার হ্যাকাররা শত কোটি ডলার প্রায় হাতিয়ে নিচ্ছিল যেভাবে

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии •

  • @BBCBangla
    @BBCBangla  3 года назад +66

    এক দীর্ঘ অনুসন্ধান শেষে যা বের হয়ে এসেছে, বিস্তারিত পড়তে পারেন এখানে--> www.bbc.com/bengali/news-57549877

    • @mdroni6154
      @mdroni6154 3 года назад +1

      ধধধ

    • @37_zadidahsankhan8
      @37_zadidahsankhan8 3 года назад +2

      @@mdroni6154 He he he!!!! after 3000 yrs, you are reporting this!!!!!!!!!!Huh huh huh....Oi taka nitrozen sulfur hoye geche..

    • @shantasarkar710
      @shantasarkar710 3 года назад

      Omg

    • @rupommahmud3255
      @rupommahmud3255 3 года назад +5

      Got this in facebook.....please BBC respond: ১) ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয়েছিল ৮০০ কোটি টাকার সমপরিমান রিজার্ভ মানি। বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রুম থেকে খুব কৌশলে নিউইয়র্কে ফেড রিজার্ভ ব্যাংকে বার্তা পাঠিয়ে ফিলিপাইনে রিজাল ব্যাংকের মাধ্যমে সেই টাকা সরিয়েছিল ডাকাতরা।
      ২) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার এবং বিনাভোটের প্রধানমন্ত্রী বিষয়টি ধামাচাপা দিয়ে রেখেছিল এক মাস! কিন্তু ফিলিপাইনের ইনকোয়েরার নামক একটি পত্রিকা রিজার্ভ চুরির ঘটনাটি ফাটিয়ে দেয়। তখন দেশের মানুষ জানতে পারে, বাংলাদেশের রিজার্ভের টাকা ঘুরছে ফিলিপাইনের জুয়ার মার্কেটে! তখনও দ্রুত মুভ করলে টাকা উদ্ধারের সময় সুযোগ ছিল, কিন্তু হাসিনার সরকার চুরির বিষয়টি নিয়ে ধীরে চলে।
      ৩) চুরির আলামতসমুহ ধামাচাপা দেয়া হয় রাকেশ আস্তানা নামক এক ভারতীয়কে আইটি ব্যবসায়ীকে দিয়ে, যার নিবাস আমেরিকাতে প্রধানমন্ত্রীর পুত্রের বাড়ির খুব সন্নিকটে, এমনকি লুটের পর খুব দ্রুত তারই আগ্রহে আস্তানাকে বাংলাদেশ ব্যাংকের আইটি কনসালটেন্ট নিয়োগ দিয়ে শত শত কম্পিউটারে প্যাচ বসানো হয়, এবং রিজার্ভ লুটের রেকর্ড মুছে ফেলা হয়। এরপরে প্রচার করা হয় হ্যাকাররা নাকি হ্যাক করে রিজার্ভ চুরি করেছে, অথচ যা মানি ট্যান্সফারের চ্যানেল সুইফট কোম্পানী হ্যাকিং গল্পের সাথে একমত নয়। এরপরে জনমনে প্রবল ধারণা তৈরি হয়, উচ্চ ক্ষমতাসীনরা ঐ রিজার্ভলুটের সঙ্গে জড়িত, নইলে ঘটনা ও প্রমানাদি ধামাচাপা দিতে যাবে কেনো সরকার?
      ৪) ঘটনার পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছিলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যোগাসাজসে ঐ ডাকাতি হয়েছিল। ৬ কর্মকর্তার ফিঙারপ্রিন্ট ছাড়া ঐরূপ কোনো এডভাইস পাঠানো সম্ভব নয়।
      ৫) তাছাড়া চুরির ঘটনার কয়দিন আগে ফরেক্স রুমের সিসি ক্যামেরা নষ্ট করে রাখা হয়েছিল। এর কোনো তদন্ত হয়নি, কাউকে গ্রেফতার করা হয়নি। এছাড়া ডাকাতি সংশ্লিষ্ট আরও প্রমানাদি বাংলাদেশ ব্যাংকেই মজুদ ছিল। অথচ বছরে একটি লোককে সাসপেন্ড করা হয়নি, পুলিশ এরেস্ট করেনি, রিমান্ডে নেয়নি, বিচার হয়নি, বরং প্রমোশন দিয়ে সবাইকে চাকিরি করতে দিয়েছে! দলীয় লোক দিয়ে একটি কমিটি হয়েছিল বটে, কিন্তু সে রিপোর্টও আলোর মুখ দেখেনি!
      ৬) চুরির ঘটনার পরে অনেক লম্বা লম্বা কথা শুনিয়েছিল সরকার- নিউইয়র্ক ফেডারেল রিজার্ভর বিরুদ্ধে মামলা করে টাকা উদ্ধার করবে! কিন্তু সেই মামলা আর হতে দেখেনি কেউ!
      ৭) এই চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা এবং রাকেশ কিভাবে জড়িত, তা ধরিয়ে দিয়েছিল প্রযুক্তিবিদ জোহা, কিন্তু তা নিয়ে কাজ না করে উল্টো জোহার মুখ বন্ধ করতে তাকে অপহরণ করে কিছুদিন গুম করেছিল একটি এজেন্সি!
      ৮) তখন সরকার থেকে জাতিকে আশ্বাস দেয়া হয়েছিল, লুট করা টাকা উদ্ধার হবে, কিন্তু সাড়ে ছয় বছর হতে চলল, লুটের টাকা তো উদ্ধার হয়ইনি, বরং উল্টো ফিলিপাইনের রিজাল ব্যাংক মানহানির মামলা করেছে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে- যার মূল্য ১৯ লাখ ডলার!
      ৯) অবশেষে বিবিসির মত আন্তর্জাতিক মিডিয়া নেমেছে ইনিয়ে বিনিয়ে গল্প প্রচার করছে- ঘটনাটি নাকি হ্যাকিং! অর্থাৎ চোরের পক্ষে নেমেছে, অথচ বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত কর্মকর্তাদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কোনো এডভাইস যাওয়া সম্ভব না।
      তবে, এখন যে যাই বলুক না কোনো, রাজত্ব পাল্টালে রিজার্ভ চোরেরা অবশ্যই ধরা পড়বে।

    • @farhantourism3180
      @farhantourism3180 3 года назад +3

      আবু ত্বহা মুহাম্মদ আদনান ভাইয়ের কথা 💯 এখন বাস্তবায়ন হইতাছে। কাগজের টাকা হারাম। এটা নিয়ন্ত্রণ করা হয় আর এর কোনো ভ্যালু নাই। সোনা রুপার কারেন্সি জায়েজ আর এর মধ্যেই এর মুল্য আছে, যা কেউ নিয়ন্ত্রণ করে না।
      সে এটাও বলেছে কাগজের টাকা সামনে উঠে যাবে, আসবে ইলক্ট্রিক মানি। জাস্ট ওয়েট। তখন আরো নিয়ন্ত্রণ থাকবে না। এটা নিয়ন্ত্রণ করছে ইসরাইল, জায়োনিস্ট ইলুমিনাতিরা।

  • @muntasirmahmud8258
    @muntasirmahmud8258 3 года назад +107

    'প্রযুক্তিতে পিছিয়ে থাকা মানে দাসত্ব'--এপিজে আবদুল কালাম।

  • @eshaqe360
    @eshaqe360 3 года назад +226

    বাংলাদেশের চলচিত্রের রাইটার রা গল্প খুজে পায়না তারা এই বিষয়টি নিয়ে সিনেমা বানাতে পারে

    • @meshkat10
      @meshkat10 3 года назад +11

      Then who is going to be the main lead actor? Kim jong un?🐸

    • @sheikh.sabbir
      @sheikh.sabbir 3 года назад +5

      Bollywood or Hollywood lagbe

    • @meshkat10
      @meshkat10 3 года назад +3

      @@sheikh.sabbir তাহলে সেলমন বাই কে নেন🐸

    • @nsviralmedia8276
      @nsviralmedia8276 3 года назад +1

      Amon akta movie ase

    • @Mohammad_Soikot
      @Mohammad_Soikot 3 года назад +6

      Hero Alom - Main hacker character

  • @SMHelps
    @SMHelps 3 года назад +76

    বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ চুরি নিয়ে বিবিসি বাংলার অনুসন্ধানী রিপোর্ট থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। যদি সম্পূর্ণ অর্থ হ্যাকাররা সরিয়ে নিতো তাহলে আমাদের দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর না ঘটে এজন্য সরকারকে সজাগ থাকতে হবে।

    • @37_zadidahsankhan8
      @37_zadidahsankhan8 3 года назад

      Vai..apni ajk janlen????

    • @SMHelps
      @SMHelps 3 года назад +1

      @@37_zadidahsankhan8 ভাই আমি এই চুরির ঘটনা সেই সময়ই জেনেছিলাম, কিন্তু কোন দেশের হ্যাকার কিভাবে চুরি করে কোথায় টাকা সরিয়ে নিয়েছিল তা জানতাম না। আপনি কি সেই সময়ই সব তথ্য জানতে পেরেছিলেন।

    • @37_zadidahsankhan8
      @37_zadidahsankhan8 3 года назад

      @@SMHelps 3 yrs old documentary

  • @alishanstephen7896
    @alishanstephen7896 3 года назад +13

    অনেক সুন্দর হয়েছে মুন্নী আক্তারের উপস্থাপনা, এই রকম অনুসন্ধানী রিপোর্ট আরো দেখতে চাই।

  • @nillnill1931
    @nillnill1931 3 года назад

    মুন্নী আক্তার আপনার ভয়েজ খুব মিস্টি

  • @SportsNews-sx9kb
    @SportsNews-sx9kb 3 года назад +53

    বাংলাদেশকে শুধু নামে ডিজিটাল হলে চলবেনা, কাজেও ডিজিটাল এবং দক্ষতার পরিচয় দিতে হবে। তা না হলে এরকম দূর্ঘটনা ঘটতেই থাকবে।🤔👆

  • @mohammedsaiful6299
    @mohammedsaiful6299 3 года назад +46

    এত গুরুত্বপূর্ণ কাজে আবাল কর্মকর্তা থাকলে এমনটা হতেই পারে, টাকা তো জনগণের তাই মাথা বৃথাও জনগণের?

    • @khandakertaniaafreen8456
      @khandakertaniaafreen8456 3 года назад

      জনগন নিজেও শিক্ষিত হয়ে কাজে নামুক। তারপরে বুঝবে কত ধানে কত চাল। নিজেদের যোগ্যতার পরিচয় দেক। অন্যের সমালোচনা করা খুব সহজ। কিন্তু ভুলে গেছেন উনারাও বাংলাদেশি। এবং আপনার, আমার থেকে বেশি মেধাবী। সেই জন্যই তারা কেন্দ্রীয় ব্যংকে জব করে। কিন্তু আপনি যদি উনাদের থেকে বেশি যোগ্যতার হয়ে থাকেন, তাহলে আপনাকেই আম্রা গভর্ণর হিসেবে দেখতে চাই।

  • @ImranHossain-qe9zg
    @ImranHossain-qe9zg Год назад

    এই প্রতিবেদনটি অনেক সুন্দর ভাবে করা হয়েছে ।
    আমি মাঝে মাঝেই প্রতিবেদনটি দেখি ।

  • @safayetislamictv3737
    @safayetislamictv3737 3 года назад +5

    আমি ইসলাম নিয়ে কাজ করতে চাই,কিন্তুু কেউ সাপোর্ট করেনা,হায়রে দুনিয়া ভালো কাজের মূল্য নাই,,তবুও আমি এগিয়ে যাবো,,ইনশা আল্লাহ, আল্লাহ একজন পাশে আছে,,, আল্লাহ সহায়ক

  • @iqbalhawlader9774
    @iqbalhawlader9774 Год назад

    আমাদের দেশের সবাই সাধু আপনার রিপোর্ট অনুযায়ী

  • @chanchalroy25
    @chanchalroy25 3 года назад +18

    প্রত্যেক ব্যাংকের কর্মকর্তাদের ই সাইবার সিকিউরিটি সম্পর্কে অনেক সচেতন হতে হবে।

  • @MDJalal-fy2ic
    @MDJalal-fy2ic 3 года назад

    মুন্নী তোমার মায়াবী চেহারাই আমি মুগ্ধ হয়েছি I love you monni ❤❤❤

  • @msabbirnababganj6523
    @msabbirnababganj6523 2 года назад

    Janlam.
    BBC ke thanXXx...

  • @shihabuddinbhuiyan3706
    @shihabuddinbhuiyan3706 Год назад

    ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি ছিল শুক্রবার। ঐ দিন ব্যাংক বন্ধ ছিল। তাহলে ঐদিন সকালে প্রিন্টার এর ত্রুটি ধরা পড়ল কিভাবে?

  • @nayonkhan3174
    @nayonkhan3174 Год назад

    ব্যাংকে আরো একদিন ছুটি বাড়ানো হোক সব মিলিয়ে তিন দিন আফসোস গভারমেন্ট চাকরি পাইলে হল যতই কাজে দুর্নীতি অকর্মান্য চুরি প্রমাণ পাওয়ার পর চাকরি যায় না।

  • @tajudindada4012
    @tajudindada4012 Год назад

    Thanks very good onak sundor Live apu Apnake onak onak Dhonnobad

  • @asifiqbal8739
    @asifiqbal8739 Год назад

    ধন্যবাদ ও দোয়া রইল।

  • @BabyDiariess
    @BabyDiariess 3 года назад +19

    ১ বছর করোনা ভাইরাসের পরেও যারা সুস্থ আছি
    তারা একবার মনটা উজাড় করে বলি
    আলহামদুলিল্লাহ........

    • @sayamahmed85
      @sayamahmed85 2 года назад

      আলহামদুলিল্লাহ

    • @mostafizurrahman9618
      @mostafizurrahman9618 Год назад +1

      তাই বলে কি চোরদের কঠিন শাস্তি চাইবো না দয়া করে জানতে চাই???
      কারো রবে না এ ধন জীবন ও যৌবন।। তাই সর্বোচ্চ দূর্নীতি বন্ধ করো করতে হবে!!! 😢😢😢

  • @shakhmohammadmoniruzzaman8417
    @shakhmohammadmoniruzzaman8417 3 года назад +4

    এরকম একটি গুরুত্বপূর্ণ ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই দিন সাপ্তাহিক ছুটি বাতিল করা কর্তৃপক্ষের পক্ষে সম্ভব ছিলো কিন্তু তা না করে ছুটির ফাদ তৈরী হলো , ব্যপারটা হাস্যকর।ফেডারেল ব্যাংক এর কাছে সাহায্য চাওয়া হলে ঠিক তারা কি রিপ্লাই দিয়েছিলো তা প্রকাশ না করে প্রতিবেদন টি দুর্বল করা হলো।

  • @appon774islam4
    @appon774islam4 3 года назад +9

    যতো দিন এই দেশে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা না চালু হবে, তততোদিনে দেশকে নিরাপদ রাখা যাবেনা। , প্রযুক্তি পতিরক্ষা না থাকলে এমন হবেই

  • @rupahost563
    @rupahost563 Год назад

    করনার থেকেও আমরা যারা শক্তিশালী তাদের নিয়েও মুভি বানান।

  • @aminulislam4963
    @aminulislam4963 Год назад

    গল্পটা কিন্তু দারুন!!!

  • @md.nooralamsiddiki1998
    @md.nooralamsiddiki1998 3 года назад

    সাইবার চুরি নিয়া তামিল একটা মুভির নাম( Irumbu Thirai). এই মুভির একটা বেস্ট ডায়লগ হচ্ছে- Information is power or Information is wealth.
    So, ডিজিটাল ওর্ল্ড এর সাথে তাল মিলিয়ে চলতে গেলে- বাংলাদেশে সিস্টেম ডিজিটাল করার আগে মানুষকে ডিজিটাল করার চেষ্টা করতে হবে সাথে দক্ষতাও ডিজিটাল হওয়া চাই।

  • @anilaf1083
    @anilaf1083 2 года назад

    আল্লাহর গজব পড়ুক কোরিয়া আর ফিলিপাইনের উপরে

  • @iqbalhossan1166
    @iqbalhossan1166 Год назад

    তথ্য প্রযুক্তির পরিকল্পনা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইনশাআল্লাহ

  • @md.mizanurrahaman4363
    @md.mizanurrahaman4363 3 года назад +3

    বাংলাদেশ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় ""প্রতিবন্ধী কোঠায়"" নিয়োগ বন্ধ করা হোক।

  • @sheikhshihabalnawshad9783
    @sheikhshihabalnawshad9783 3 года назад

    Thanks BBC

  • @sayamahmed85
    @sayamahmed85 2 года назад

    এসব শুনে লাভ নেই। অর্থনৈতিক কেমনে সুরক্ষিত রাখব, এসব না জানলে এমন হয়।

  • @asifiqbal991
    @asifiqbal991 2 года назад

    কাহিনি টা পুরো সিনেমার মতো😶

  • @hasanmolla3682
    @hasanmolla3682 Год назад

    কর্মকর্তারা ok-তে ক্লিক কেন দিল ?
    কেন তারা বুঝতে পারলো না।

  • @shoayebreza
    @shoayebreza 3 года назад

    খোজ নিয়া দেখেন বাংলাদেশ ব্যাংকের অফিসারেরা অফিসে পর্ন দেখে কি না, অফিসের ওয়াই ফাই ব্যবহার করে ঝুকিপূর্ণ ওয়েবসাইট গুলোতে যায় কি না।

  • @sajibpatwary9214
    @sajibpatwary9214 3 года назад

    এত প্রযুক্তির যুগে আমি টাকা জমাই মাটির ব্যংক এ

  • @onlineearth7161
    @onlineearth7161 3 года назад +1

    বৃহস্পতিবার যেহেতু ফেডারেল ব্যাংকের সাথে কথা বলতে পারে নাই তাহলে শুক্রবারে কেন কথা বলে নাই
    যদি এক দিন ছুটি না কাটিয়ে খোলা রেখে ফেডারেল ব্যাংকের সাথে কথা বলতো তাহলে আমাদের এতোগুলো টাকা চুরি হতো না

  • @ratulhasan4521
    @ratulhasan4521 3 года назад

    Ekei bole khobor! Ar koyekdin dhore Bangladesh er channel gulo te sob ogochalo tottho dekhe dekhe didhannito hoye jacchilam. Thank you BBC Bangla.

  • @rangerlone9594
    @rangerlone9594 3 года назад

    দারুণ একটা রিপোর্ট

  • @mdrashaduzzamanbachelor6195
    @mdrashaduzzamanbachelor6195 3 года назад

    একসময় দেখা যাবে টাকা খুঁজতে আরও ডাবল টাকা চলে গেছে

  • @litonhossan1492
    @litonhossan1492 3 года назад

    সুরক্ষা আপে পাচফুটর নংবার বা এন আইডি নংবার দিয়ে ভেকছিনের আবেদোন করা যাবে app আপডেট করতে আবেদেন করুন ভাই

  • @AshiksTechVlog
    @AshiksTechVlog 3 года назад

    তাহলে উত্তর কোরিয়াতে হ্যাকিংয়ে বিদ্যার্জনে যাওয়াই শ্রেয়।

  • @tttttttr683
    @tttttttr683 3 года назад

    এত এত টাকা চলে গেছে দেখেও কেন বাংলাদেশ ব্যাংক এর প্রধান কারযালয় 2 দিনের সরকারি ছুটিতে অফিস বন্ধ রাখা হল,আমি হলে ত এই 2দিন সরকারি হানিমুন এর ছুটি দিলেও আমি ঘুমাতাম না,করমি দের না ঘুমিয়ে জাগিয়ে রাখতাম,,
    আসলে হ্যাকিং এর নামে নিজেরা ই টাকা গুলা পকেট এ ডুকিয়ে নিয়েছে

  • @muna2105
    @muna2105 3 года назад

    বাংলাদেশ ব্যাংকে কোন পদের জন্য সিভি পাঠাতে হয়? আমার জানামতে অনলাইনে এপ্লাই করে, পরীক্ষায় টিকতে হয়।

  • @bestYouTubechannelBangla
    @bestYouTubechannelBangla 3 года назад +1

    Thanks

  • @Deep.Sarker
    @Deep.Sarker 3 года назад

    ফেডারেল রিজার্ভ ব্যাংক এর সিস্টেম আর ফেডারেল রিজার্ভ ব্যাংক এর ব্যাংকার এর ভূমিকা অতুলনীয়।
    আর আমাদের ব্যাংক এর সিস্টেম এ বাগ ভাল্লুক ভরা। টেকনিক্যাল উন্নয়ন অতি জরুরি

  • @tislam1786
    @tislam1786 Год назад

    Federal Reserve Bank Swift Code ti Bangladesh 🇧🇩 a Kader kache thake ?? 😁😃😁😃

  • @badhonbanik
    @badhonbanik 3 года назад +2

    বাংলাদেশের ব্যাংক কর্মকর্তাদের আপডেট হতে হবে প্রযুক্তি সম্বন্ধে নতুন আইডিয়া রাখতে হবে এবং সব সফটওয়্যার আপডেট করে নিতে হবে

  • @azadbaksh3981
    @azadbaksh3981 Год назад +2

    অসাধারন উপস্থাপন ধন্যবাদ

  • @rounokthecroatan216
    @rounokthecroatan216 3 года назад

    আপনাদের এই ডকুমেট্রি বানাইতে এত সময় লাগলো কেন ? অনেক আগেই তো অন্য একজন বের করে ফেলছে

  • @sabujroy7054
    @sabujroy7054 Год назад

    এতো সুন্দর একটা বিষয় আর উপস্থাপনা, যেনো মুভি এক্সপ্লেয়েন শুনছিলাম,তবে খারাপ লাগলো এটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়নি

  • @galibkhan5669
    @galibkhan5669 3 года назад

    অসাধারণ রিপোর্ট

  • @searchlight281
    @searchlight281 3 года назад +1

    শ্রীলঙ্কার ২০ মিলিয়ন তো পাওয়ার কথা, ঐ ২০ মিলিয়ন কই?????

    • @azharulislamsuaib4674
      @azharulislamsuaib4674 3 года назад

      ঐ ২০ মিলিয়ন পাওয়া গেছে। তারা ফেরত দিয়েছে।

  • @arifhasan3969
    @arifhasan3969 3 года назад +26

    রাসেল নামটি এদেশের।অর্থাৎ, তারা নামের দিকে নজর রেখেছে

    • @mdayanulislam1176
      @mdayanulislam1176 3 года назад +4

      আপনি না বললে জানতামই না 😳

    • @Sunvee1000
      @Sunvee1000 3 года назад

      Naam ki korean dibe? Bangladeshi naam ei to dibe. Nojor rakhar moto kono bisoy na eta. Common sense er bisoy.

    • @boinbabu2414
      @boinbabu2414 3 года назад

      করিম, রহিম, আবদুল, মতিন এই চারটির একটি বেছে নিলে আরও ভাল হতো।

  • @rabinmia7454
    @rabinmia7454 3 года назад +6

    এরকম ঘটনা তো আরো ঘটেছে।।বাট এতেও ঠনক নড়েনি।।ভবিষ্যতে আরো যে ঘটবেনা তার কি নিশ্চয়তা?

  • @bellalhossain472
    @bellalhossain472 Год назад

    তারমানে আমাদের নিজস্ব কোন ব্যবস্তা ছিল না, মন্ত্রী যেটা বলে হয় নাইতো আর হয়ে গেলে বলে কাকতালীয় ভাবে হয়ে গেছে,

  • @saddamsworld92
    @saddamsworld92 3 года назад

    news presenter nice

  • @topu1225
    @topu1225 3 года назад +4

    সরকারের উচিত সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব টিকটক লাইকি বন্ধ করে পাবজি ফ্রী ফায়ার বন্ধ করে ছেলেদেরকে হ্যাকিং বিষয়ে ট্রেনিং দেওয়া উচিত

  • @rockymridha7722
    @rockymridha7722 3 года назад

    এখন কি টাকা পাওয়া যাবে কি,

  • @infinity.l00P
    @infinity.l00P 3 года назад

    Apnara ki koren???

  • @imranabdullahofficial.3065
    @imranabdullahofficial.3065 3 года назад +14

    এসব ক্ষেত্রে নিরাপত্তা আরো বাড়ানো দরকার ৷

  • @jubaidahmadsheikh1901
    @jubaidahmadsheikh1901 2 года назад

    নিজস্ব সিকিউরিটি সিস্টেম উন্নত না হলে এরকমটা হবে তাই নিজস্ব পদ্ধতিতে নিজস্ব প্রযুক্তি ও বিভিন্ন দিকে অর্থ নিয়োগ করা দরকার।

  • @imranhossan6831
    @imranhossan6831 3 года назад +13

    বাপের শ্ব্রাদ্ধ করতে আর দেশটা বাপের এটা হাইলাইট করতে করতে সময় শেষ,দেশের প্রতিরক্ষা আর জনগনের নিরাপত্তার খবর রাখার সময় কোথায়,

  • @Deshibarta24
    @Deshibarta24 3 года назад

    আমাগো ডিজিটাল তথ্য বাবা জয় কি করছেন

  • @shugondha3140
    @shugondha3140 2 года назад

    Indea IT expart Bangladesh bank e IT sector dekto

  • @MsLijon
    @MsLijon Год назад

    আরেকটা হ্যাক কইরা এইবার রিজার্ভ পুরা ফাঁকা কইরা দে।

  • @mho.sh.omarfaruk
    @mho.sh.omarfaruk 3 года назад +13

    আসল নাটক এই রির্পোটের আড়ালে তা একদিন এদেশের জনগন জানবে ইনশাআল্লাহ!!

    • @ahadamin7361
      @ahadamin7361 3 года назад +8

      রিজার্ভ চুরির তদন্ত বাংলাদেশ করেনি, করেছে FBI. আরেকটা বিষয়, বিষয়টি বাংলাদেশের জন্য যতটা না লজ্জাজনক তার চেয়ে বেশি লজ্জার Federal Reserve এর জন্য। এটা মূলত উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বোঝাপড়া; বাংলাদেশ কেবল বলির পাঠা

    • @MdRaselkhan-xu3kn
      @MdRaselkhan-xu3kn Год назад

      সেটা তোর জন্ম পাত খেতে হইছে সেটার ভিডিও দেখার অপেক্ষায় জাতি।

  • @busssurviss1075
    @busssurviss1075 Год назад

    আমার খবর‌টি সত‌্য ম‌নে হ‌চ্ছে না

  • @farjanahossainkeya9443
    @farjanahossainkeya9443 Год назад

    joss to..movie er script purota😳

  • @bdjourney4595
    @bdjourney4595 Год назад

    সব জায়গায় যোগ্যতার বিচার না করে স্বজনপ্রীতি আর ঘুষ দলীয় করনের জন্য এমন দুর্ঘটনা ঘটছে!

  • @IsmailHosenMeskat
    @IsmailHosenMeskat 3 года назад +2

    টাকা যার হাতে একবার যায় তার হয়ে যায়৷
    বিশ্বমানের প্রযুক্তির ব্যবহার অতি জরুরী...

  • @sayamahmed85
    @sayamahmed85 2 года назад

    বি বি সি এই অনুসন্ধান এর সময় টা খামাখা দিয়েছে এসব আমরা শুনতে চাই,যার খুশি তাই করুক। বাংলাদেশ এর কত টাকা কত যায়গায় পড়ে আছে কে খবর রাখে।

  • @fromusa889
    @fromusa889 Год назад

    এক বিলিয়নে একশ না এক হাজার কোটি হয়। আফটার ওয়ান ইট শুড বি ৯ জিরো।

  • @humanstory2141
    @humanstory2141 3 года назад +1

    আমাদের সাপ্তাহিক ছুটির দিনে যদি ব্যাংক বন্ধ থাকে তাহলে সুইচ ব্যাংক কেন আমাদের পেমেন্ট এলাও করে। সাপ্তাহিক ছুটির বিষয়টি কেন আমলে নেয় না। আবার নিউইয়র্ক এর সাপ্তাহিক ছুটি সেটাও আমলে নেওয়া হয় না। অর্থাৎ ব্যাংকের সংশ্লিষ্টতা আছে।

  • @zahidalam911
    @zahidalam911 3 года назад

    রিজার্ভ চুরির নামে নাকি নিজেদের একাউন্টে টাকা পাচার করছে তারা কে জানে

  • @minesha0
    @minesha0 3 года назад +1

    ধন্যবাদ,এপ্রথম আল-জাজিরার ইংরেজি প্রতিবেদন কে ফলো করে প্রতিবেদন করায়। তাও তো বাঙালি জাতি কিছু হলেও জানতে পারছে😌

  • @nsmedia-ir9mk
    @nsmedia-ir9mk 3 года назад +1

    যখন বুঝতে পারলো যে টাকা হ্যাক হবার সম্ভাবনা আছে তখন ইমারজেন্সি ব্যাংক করলে কি সমস্যা হতো দেশের টাকা চুরি হয়ে যায় আর ব্যাংকের কর্মকর্তা গুলো সব সাপ্তাহিক ছুটি পালন করে এই হলো আমাদের বাংলাদেশ।

  • @akhlaklandmark940
    @akhlaklandmark940 3 года назад +1

    প্রিন্টারের দোষ মানতে পারলাম না !!!!
    ত্রুটিপূর্ণ প্রিন্টার কিভাবে হ্যকার কে টাকা চুরি করতে সাহায্য করতে পারে ???

    • @jiaulhaquesamiomar8851
      @jiaulhaquesamiomar8851 3 года назад +1

      ভাই চোখ বন্ধ করে বিশ্বাস করে নিন। কিছু করার নাই

  • @sohelhossan9688
    @sohelhossan9688 11 месяцев назад

    আমাদের দেশ থেকে নিয়ে যায় আর আমরা বাইরে থেকে আনতে পারতেছি না

  • @abulhasanmia8531
    @abulhasanmia8531 3 года назад

    রাখাল বালকদের কথা বললেন না যে!

  • @Nurulislam-up8gv
    @Nurulislam-up8gv 2 года назад +2

    হেক করলে কি ডলার চলে জায়

  • @asifpaLash
    @asifpaLash Год назад

    where was our hundred thousand dollar monthly paid consultant?

  • @durbin786
    @durbin786 Год назад

    পড়াশোনার গুরুত্ব কি, মেধার বিকাশ কি, আর দেশপ্রেমের অবদান কি, এগুলো বুঝতে বিএনপির কর্মী-সমর্থক-ভোটারদের ১০০ বছর সাধনা করতে হবে।

  • @abulhashim9156
    @abulhashim9156 Год назад

    কই গেল আমাদের ডিজিটাল বিশেষজ্ঞরা? খালি মুখে ফাঁকা বুলি আর কী

  • @jarjisalam5183
    @jarjisalam5183 3 года назад

    নামে উত্তর কোরিয়া কিন্তু কাজে কে?

  • @BabyDiariess
    @BabyDiariess 3 года назад

    People watching this like:
    - in bed
    - not in a full screen.
    - reading comments

  • @apurboghosh9121
    @apurboghosh9121 2 года назад +1

    Goverment guma chilo,akono gumache

  • @mdshahadat6903
    @mdshahadat6903 Год назад +1

    আপনারা উপস্থাপনা ভালো লাগে

  • @সেকি-য৮ন
    @সেকি-য৮ন 3 года назад

    BBC এর মুল প্রতিবেদনের লিংক দিবেন প্লিজ।

  • @FARUKMW
    @FARUKMW Год назад

    6 or more pc password/fingerprint hacking not possible. Bangladesh bank people help to done this.

  • @joynalabedin961
    @joynalabedin961 Год назад

    Beware of reserve Chor !

  • @aliahmed8165
    @aliahmed8165 3 года назад +4

    Bangladesh Bank employees r involved !
    FBI is sure about that !
    And local expert Tanvir was very close about finding the hackers!
    And he was abducted by govt . agency!
    That means Bangladesh govt is involved!

  • @icon8880
    @icon8880 3 года назад +2

    এটাতো সবার সামনে আসলো,,, কিন্তু যারা বাংলাদেশে বসে টাকা প্রাচার করে সেটা কেউ বলেনা কেন,,,

  • @akdumbakdum5947
    @akdumbakdum5947 3 года назад

    Money height light

  • @nuralamislamicmadia299
    @nuralamislamicmadia299 3 года назад +4

    আলহামদুলিল্লাহ কুরআন তিলাওয়াত এর ভিডিও বানাই,
    আশা করি মুসলিম ভাই এবং বোনেরা শুনবেন ❤️

    • @freeman4899
      @freeman4899 3 года назад

      Ha bhai , Alhamdulillah, Islamic podhodite desher taka loiya ahen tar por bujhum apnar laje koto dhok. Inshallah apni e parben

  • @মজারদেশভবগুরেআব্দুল্লাহ

    সিনেমাটা দারুন হবে

  • @MMAtvofficials
    @MMAtvofficials 3 года назад

    গুরুত্বপূর্ণ যায়গাই সঠিন লোক না থাকলে যা হয়

  • @mdronny7659
    @mdronny7659 3 года назад

    কেন এত বড় অ্যামাউন্টের লেনদেন ইন্টারনেটের মাধ্যমে হবে ? বাংলাদেশের মত একটি দেশে বৃহস্পতিবার হাফ ডে, শুক্রবার বন্ধ আবার শনিবার বন্ধ থাকে ব্যাংক এবং সরকারি অফিস গুলো ।

  • @politicalmarketing7926
    @politicalmarketing7926 Год назад

    এই ভিডিওটির স্ক্রিপ্ট বা কথাগুলো অসম্পূর্ণ, অর্থহীন। যেমন, যখন প্রিন্টার ঠিক হয়েছিল, তখন দেখা যায় ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে একাউন্ট শূন্য করতে বলা হয়েছিল। এই কথার কি কোন অর্থ আছে? আবার, ত্রুটিপূর্ণ প্রিন্টারের জন্য হ্যাকিং শুরু হয়েছিল। এই কথার কি কোন অর্থ আছে?

  • @bonggojbihonggo5436
    @bonggojbihonggo5436 Год назад

    👌👌 🇧🇩

  • @mr.nobody4097
    @mr.nobody4097 3 года назад

    রিপোর্ট টা খুবই ভালো ছিলো

  • @ninjawarrior9912
    @ninjawarrior9912 3 года назад

    Good job BBC

  • @intercutcinenfs1184
    @intercutcinenfs1184 3 года назад +1

    বিবিসি প্রতিষ্ঠানের এই একটা বিষয় খুব শিহরিত করলো আবার।।।।এত বছর পরে কেন সরগোল বাধিয়ে এই ধরনের কনটেন্ট ফিল্টারের রুপ প্রকাশ করার অভিমত তৈরী অভিমত হলো???।