মানিক বন্দোপাধ্যায়ের গল্প হলুদপোড়া নিয়ে আড্ডা Adda Goppo Ar Jukti Tokko

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 4

  • @ronokmahmud2866
    @ronokmahmud2866 22 дня назад

    এরকম ঘটনা আমার ছোট বেলায়ও দেখেছি

    • @goppoarjuktitokko
      @goppoarjuktitokko  16 дней назад

      ল্প শুনুন, মতামত জানান, আর আলোচনায় যোগ দিন!

  • @ronokmahmud2866
    @ronokmahmud2866 22 дня назад

    তবে একবারের একটি সত্যি ঘটনা বলি। একবার আমার মামিকে একবার সাপে কাটে। স্থানীয় এক ওজা এসে মামিকে তার সামনে বসিয়ে একটা পাত্রে কিছু শুকনো মরিচ পোড়া দিয়ে তাতে মন্ত্র পরে কিছু পানি সেই পাত্রে ছিটিয়ে দেয়। এরপর দেখা যায় মামির সাপে কাটার জায়গাটা থেকে রক্ত পরতে শুরু করে। এবং প্রচুর ব্যাথা হতে থাকে। এরপরই একটা অদ্ভুত কান্ড ঘটে। মামির পাশে এসে একটি সাপ শো শো করতে থাকে। এরপরই মামি বেহুশ হয়ে যায়। আর মামি সুস্থ হয়ে যায়।

    • @goppoarjuktitokko
      @goppoarjuktitokko  16 дней назад

      ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এটা সত্যিই চমকপ্রদ এবং ভিন্ন ধরণের ঘটনা। মানুষের বিশ্বাস এবং বাস্তব অভিজ্ঞতার মধ্যে এমন মিল কখনও কখনও আমাদের ভাবিয়ে তোলে। তবে, আজকের দিনে সাপে কাটার মতো বিষয়ে চিকিৎসা বিজ্ঞানের ওপর নির্ভর করা আরও নিরাপদ এবং কার্যকর।
      আমাদের গল্পে যুক্তি আর অনুভূতির এই টানাপোড়েন নিয়েই আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করেছি গল্পের মাধ্যমে এমনই কিছু প্রশ্ন তুলতে, যেখানে বাস্তবতা, বিশ্বাস আর অনুভূতির সংমিশ্রণ থাকে। আপনিও কি মনে করেন, এই ধরনের ঘটনাগুলোতে যুক্তি নাকি অনুভূতি বেশি প্রাধান্য পায়?
      আপনার মতামত জানাতে থাকুন, আমাদের গল্প শুনুন, এবং আলোচনা চালিয়ে যান। আপনাকে আবারও ধন্যবাদ! 🎧