আমি গত দু'বছর আগে অপারেশন করিয়েছি। অপারেশনের নাম আর এল ই। এখন সমস্যা হচ্ছে ডান চোখে। কোন ল্যাম্প পোস্ট অথবা কোন তারকে দেখছি । যখন দেখছি তখন সেই জায়গাটা বেকা লাগছে আবার কিছুক্ষণ পর সোজা হয়ে যাচ্ছে। সোজা জিনিস কে বেকা বেকা দেখছি, ফোকাস করার সময়। এই সমস্যাটা আমার ডান চোখে হচ্ছে। আমার বয়স ৫৪ বছর।
আপনার যে সমস্যা টা হচ্ছে, সেটা কয়েকটা কারণে হতে পারে। এই কারণ গুলির মধ্যে কোনটা আপনার হয়েছে, সেটা চোখ পরীক্ষা না করলে বোঝা যাবে না। আমার মনে হয় যে আপনি যে ডাক্তারবাবু অপারেশন করেছেন, ওনার কাছে গিয়ে ওনাকে আপনার সমস্যার কথা বলুন। উনি নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান বলে দেবেন। আর যদি উনি কোনোও গুরুত্ব না দেন, তাহলে আপনি অন্য কোনোও চক্ষু বিশেষজ্ঞ কে দেখাতে পারেন।
স্যার আমার বাম চোখের পাওয়ার -3ডান চোখের পাওয়ার -4 আমার বয়স 22 আমার চশমা পড়তে একদম ভালো লাগে না আর আমার মুখে চশমা মানায় না আমি একজন মেয়ে এখন আমি চাচ্ছিলাম লেসিক অপারেশন করাতে কিন্তু স্যার পরবর্তীতে কি আবার মাইনাস পাওয়ার ফিরে আসতে পারে।দয়া করে স্যার উওর দিবেন প্লিজ, সামনে আমার বিয়ে।😊😊
ল্যাসিক অনেক back dated অপারেশন। এখন ল্যাসিক এর থেকেও অনেক ভাল ভাল অপারেশন বেরিয়ে গেছে। কিন্তু সেই গুলিতে অনেক খরচ। ল্যাসিক এ খরচ কম। সুতরাং টাকা পয়সা কম খরচ করতে হলে ল্যাসিক করবেন। আর যদি বেশি টাকা খরচ করতে পারেন, তাহলে SILK অথবা Wave plus অপারেশন করবেন। এই অপরেশন গুলি বোধ হয় কলকাতাতে হয় না। আপনাকে দিল্লী অথবা Bangalore zete hobe।
❤❤ it is great job, thank you so for your helpful video dear sir .more video
Most welcome. Please look for video with brand names. It'll be published After 2 weeks.
অসাধারণ সাবলীল উপস্থাপনা
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই।
অসংখ্য ধন্যবাদ স্যার,,❤❤
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ও ধন্যবাদ
Vai silk oparation kon kon hospital a kora hoy aynia jodi aktu akta vidio banan
এই চ্যানেলে একটা ভিডিও আছে যেটার নাম ভারতের শীর্ষ স্থানীয় চোখের হাসপাতাল। ওই ভিডিওতে বলা আছে কোথায় সিল্ক অপারেশন হয়।
আমার চোখে L-75,R-125
আমি কি সিল্ক অপারেশনের দিকে এগুতে পারি নাকি চশমা ব্যবহার করাটাই উচিত.. আপনার মূল্যবান পরামর্শ আশা করছি..
আপনার মত কম পাওয়ারের জন্যে কি করা উচিত টা তো আমি ভিডিওর শেষে জানিয়েছি।
আচ্ছা স্যার কেরাটোকোনাস রোগ থেকে মুক্তি পাওয়ার কর্নিয়া প্রতিস্থাপন বিকল্পে আর কোন চিকিৎসা নেই পুরোপুরি কেরাটোকোনাস রোগ থেকে মুক্তি পাওয়ার
কর্নিয়া প্রতিস্থাপন হচ্ছে সবথেকে ভাল।
আমি গত দু'বছর আগে অপারেশন করিয়েছি। অপারেশনের নাম আর এল ই। এখন সমস্যা হচ্ছে ডান চোখে। কোন ল্যাম্প পোস্ট অথবা কোন তারকে দেখছি । যখন দেখছি তখন সেই জায়গাটা বেকা লাগছে আবার কিছুক্ষণ পর সোজা হয়ে যাচ্ছে। সোজা জিনিস কে বেকা বেকা দেখছি, ফোকাস করার সময়। এই সমস্যাটা আমার ডান চোখে হচ্ছে। আমার বয়স ৫৪ বছর।
আপনার যে সমস্যা টা হচ্ছে, সেটা কয়েকটা কারণে হতে পারে। এই কারণ গুলির মধ্যে কোনটা আপনার হয়েছে, সেটা চোখ পরীক্ষা না করলে বোঝা যাবে না। আমার মনে হয় যে আপনি যে ডাক্তারবাবু অপারেশন করেছেন, ওনার কাছে গিয়ে ওনাকে আপনার সমস্যার কথা বলুন। উনি নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান বলে দেবেন।
আর যদি উনি কোনোও গুরুত্ব না দেন, তাহলে আপনি অন্য কোনোও চক্ষু বিশেষজ্ঞ কে দেখাতে পারেন।
স্যার আমার বাম চোখের পাওয়ার -3ডান চোখের পাওয়ার -4 আমার বয়স 22 আমার চশমা পড়তে একদম ভালো লাগে না আর আমার মুখে চশমা মানায় না আমি একজন মেয়ে এখন আমি চাচ্ছিলাম লেসিক অপারেশন করাতে কিন্তু স্যার পরবর্তীতে কি আবার মাইনাস পাওয়ার ফিরে আসতে পারে।দয়া করে স্যার উওর দিবেন প্লিজ, সামনে আমার বিয়ে।😊😊
ল্যাসিক অনেক back dated অপারেশন। এখন ল্যাসিক এর থেকেও অনেক ভাল ভাল অপারেশন বেরিয়ে গেছে। কিন্তু সেই গুলিতে অনেক খরচ। ল্যাসিক এ খরচ কম। সুতরাং টাকা পয়সা কম খরচ করতে হলে ল্যাসিক করবেন। আর যদি বেশি টাকা খরচ করতে পারেন, তাহলে SILK অথবা Wave plus অপারেশন করবেন।
এই অপরেশন গুলি বোধ হয় কলকাতাতে হয় না। আপনাকে দিল্লী অথবা Bangalore zete hobe।
Sir kindly plus power balun.
ঠিক আছে। বলব।
Amir ey chikisha korte chy
Ekjon Eye Specialist ke dekhTe hobe
dr ami apnake mail korechi please reply diben doya kore
I have replied to your mail.
ট্রিজিয়াম অপারেশন করা যায়
Pterygium
এই বিষয়ে একটা আলাদা ভিডিও এই চ্যানেলে আছে। ওই ভিডিও টা দেখে নিতে হবে।