Darun prayas dada, Ei silpo gulo sotti onek tai hariye jacche. Egulo amader bangalar gorbo. Egulo bachiye rakhar dayito amader. Apni apnar channel er madhome sei silpo ke tule dhorechen.Many Many Thanks to you. 🙏
দারুন পদক্ষেপ, ঘরোয়া শিল্পকে তুলে ধরার। নতুন গ্রাম দুরে নয়। কাঠের ওপর ফুটিয়ে তোলা নানান মুর্তি আকর্শনিয়। এই ভিডিও সবাই কে আগ্রহী করে তুলবে। শিবাজীকে অসংখ্য ধন্যবাদ ।
Thank you so much for all your support and love, will continue exploring places, local cuisine, people, life, hobbies, livelihood and many more. Stay tuned!!
khub bhalo laglo video ta, ato opurbo work of art dekhe mone bhore gelo, apni thiki bolechen ae shilper kodor amra kori na, ae shilpi k bachiye rakhar dayitto amaderi, nischoi jabo natun grame, thank u so much for upholding this wonderful work of art
darun explorer shibaji da. asadharon shilpa.amra mela thakay kini kather pacha, raja rani kintu jantamna kothay original tairi hoy. sotti ai shilpo bachay thak. ato gulo manush er rojgar jano bandho na hoy. shopping fatafati hoaychay 🦉🦉🦉🦉🦉
অসাধারন অসাধারন অসাধারন। । । তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। এই ভাবেই বাংলার ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরো। Explorer Shibaji শুধু একটা চ্যানেল নয়। এটা একটা নতুন পথের দিশা যা আমাদেরকে আমাদের শিকড়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে।
Thank you for upholding the true essence of Bengal. Getting in history or diving in heritage or sometimes daily chores of common people is not easy. Great diversion and meaningful one on content
শিবাজিদা মানেই একটা মন ভালো করে দেওয়া ভিডিও। অগ্রদীপের নতুন গ্রাম এবং সেখানকার শিল্পীদের হাতের কাজ যেন সারা পৃথিবীতে আরো ছড়িয়ে পড়ে।খালি পেটে আর কতদিন ওরা এই শিল্পকে ধরে রাখবেন,আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে গ্রাম বাংলার এই শিল্পগুলো বিশ্বজয় করবে।
আপনার ভিডিও দেখার পরে আমার মন ভরে যায়। বাচ্চাদের নিয়ে আপনি যে ছোট বেলায় ফিরে যান অসাধারন সবকিছু অসাধারন A great Explore by A Great Shivaji ❤️❤️❤️ Love you sir ❤️❤️❤️ carryon ❤️i sapport you all time ❤️
অসাধারণ দাদা তোমার জবাব নেই।এই সব শিল্পের কাজ সম্পর্কে আমরা সত্যি কত কম জানি।তুমি যে কাজ টা করছো সেটা শুধু কাজ নয় আমাদের সকলের চোখ খুলে দিচ্ছ।এই পুতুল গুলো আমরা সব মেলাতেই দেখি,কিন্তু এর উৎপত্তি যে নতুন গ্রাম সেটা কেউ জানে না,কি সুন্দর সব কাজ।নিশ্চই যাবো।তোমার চ্যানেল এর শ্রীবৃদ্ধি হোক।অনেক অভিনন্দন দাদা।😊😊
বাহ্ খুব ভালো লাগলো নতুন গ্রামের অসাধারণ শিল্প কর্ম দেখে. আমরা এই জাতীয় কাঠের পুতুল বিশেষ করে প্যাচা প্রায় সবার বাড়িতেই দেখি কিন্তু কোথায় তৈরী হয় সে বিষয়ে কিছুই জানতাম না. খুব ভালো লাগলো এরকম একটা বিষয়ে আলোকপাত করার জন্য. Thank you Shibaji da.
'প্রজন্মের পরিবর্তন, শিবাজী এক্সপ্লোরার চিরন্তন'... অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন শিবাজী স্যার এবং ওনার সহযোদ্ধাদের এই অসামান্য প্রতিবেদনের জন্য। আপনি প্রায় এককোণে পড়ে থাকা অনন্যসাধারণ শিল্প ও শিল্পীদের আমাদের সকলের সামনে উপস্থাপন করেছেন আপনার নিজস্ব শৈলীতে।আমার মায়ের বাবার বাড়ি, আমার মামার বাড়ি পাশেই সিঙ্গি গ্রামে... আপনার সিঙ্গি গ্রামের 'কাশীরাম দাসের পর্ব' - এ আমার ছেলেবেলা ফেরত পেলাম। আপনার গলার স্বর এবং উপস্থাপন সত্যিই অনবদ্য। আপনার আগামী পর্বগুলি আরও আনন্দ ও প্রেরণা জাগাক আমাদের প্রাণে... অনেক ধন্যবাদ...
Unexpectedly osadharon. Ami to jaboi r asakori bohu lok jabe ei vedio dekhe. Onek onek donnobad ei vedio tar jonno. Banglar silpi der obissoi upokar hobe.
আমি সম্প্রতি আপনার ভ্লগ দেখা শুরু করলাম। একদম আমার মনের মতন ন্যারেশান, পরিশীলিতভাবে ভাবে বলা সত্যিকারের কন্টেন্ট। আমি ফ্যান হয়ে গেছি, আগামী সব ভিডিও দেখবই।
সত্যিই শিবাজীবাবু, আপনি অসাধারণ। আপনার ব্লগ ও অসাধারণ। অসাধারণ আপনার বাচনভঙ্গি। আপনার এই যে খোঁজ অত্যন্ত ধন্যবাদ যোগ্য। ভবিষ্যতে গ্রাম বাংলার এই ধরনের আরো অন্যান্য খোঁজ পেলে ভিডিও অবশ্যই করবেন খুব ভালো লাগবে।
Darun prayas dada, Ei silpo gulo sotti onek tai hariye jacche. Egulo amader bangalar gorbo. Egulo bachiye rakhar dayito amader. Apni apnar channel er madhome sei silpo ke tule dhorechen.Many Many Thanks to you. 🙏
আমার দেখা এটি হল বেস্ট ভ্লগ। খুব আবেগপ্রবণ হয়ে গেছিলাম ভিডিওটি দেখে।❤️❤️❤️❤️❤️
কাঠের পুতুলগুলি সত্যিই দারুণ। তাছাড়া শিল্পীরাও বশে দক্ষ। ওনাদের ব্যবহারও খুব ভালো। দারুণ ভিডিও। ধন্যবাদ 👌👍
Khub shundor laglo. Jantam e na eram akta jayga ache. Thanks for sharing
দারুন পদক্ষেপ, ঘরোয়া শিল্পকে তুলে ধরার। নতুন গ্রাম দুরে নয়। কাঠের ওপর ফুটিয়ে তোলা নানান মুর্তি আকর্শনিয়। এই ভিডিও সবাই কে আগ্রহী করে তুলবে।
শিবাজীকে অসংখ্য ধন্যবাদ ।
অসাধারণ জিনিস দেখালেন দাদা, এই পুতুল বাড়ীতে থাকলেও তার উৎসস্থল যে এখানে, তা জানা ছিলো না, বাংলার এই শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার
❤️❤️❤️
অসাধারণ। দাদা ভালো লাগলো। শিল্পীদের প্রণাম
Thank you so much for all your support and love, will continue exploring places, local cuisine, people, life, hobbies, livelihood and many more. Stay tuned!!
খুব সুন্দর লাগলো ।যাব । ধন্যবাদ জানাই আপনাদেরকে ।
Asadharon natun gramer ei darushilpo, durdanto kather pecha, Durga murti, krishno murti
khub bhalo laglo video ta, ato opurbo work of art dekhe mone bhore gelo, apni thiki bolechen ae shilper kodor amra kori na, ae shilpi k bachiye rakhar dayitto amaderi, nischoi jabo natun grame, thank u so much for upholding this wonderful work of art
নুতনগ্রাম এর শিল্প ও শিল্পী দের সকলের সামনে তুলে ধরার আপনার সুন্দর এই চেষ্টাকে সাধুবাদ জানাই।
নতুন গ্রাম না,যেন পুতুল গ্রাম ,💓💓💞👍
darun explorer shibaji da. asadharon shilpa.amra mela thakay kini kather pacha, raja rani kintu jantamna kothay original tairi hoy. sotti ai shilpo bachay thak. ato gulo manush er rojgar jano bandho na hoy. shopping fatafati hoaychay 🦉🦉🦉🦉🦉
Khub valo udyog niyechen, apnader k anek anek dhonyobad.
আপনি যে শিল্প ও শিল্পীদের এত সুন্দর ভাবে সবার সামনে তুলে ধরলেন এক কথায় অনবদ্য। একবার যেতেই হবে এই শিল্প গামে। আপনাকে অনেক ধন্যবাদ।
Khub Sundar video ajana Kunis janlam
দুর্দান্ত লাগলো। অসংখ্য ধন্যবাদ এই শিল্প তুলে ধরার জন্যে।
নতুন গ্রামের কাঠ শিল্প দারুন লাগলো।👍
Khub valo laglo ekta natun prachesta, ei vabe aro silpi der tule dharun sobar kache.
Darun Upobhog Korlam, enader hoye sottie bolar keu nei.❤❤
খুব খুব ভালো লাগলো...... সুধুমাত্র বেড়ানো নয় আপনি সামাজিক প্রেক্ষাপটে অন্যান্য দিকগুলো তুলে ধরেছেন.... কোনো কথা হবে না.... চালিয়ে যান শিবাজী ❤❤👍👍
নতুন গ্রামের কাঠের শিল্প খুব ভালো লাগলো।অসাধারন ওদের হাতের কাজ।👌👌👍
আনন্দদায়ক, একই সাথে তথ্যসমৃদ্ধ, অনেক ধন্যবাদ ৷
অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি দাদা 🙏🙏🙏
( Pranab traveller's )
Onek dhonnobad dada eto sundor ekta gyan somreddho video dewar jonno🙏🏻🙏🏻
নূতন গাম গামটি আমার অসাধারণ ভালো লেগেছে ।
নতুন প্রচেষ্টা ভালো লাগছে দেখতে👌👌👌
দারুণ লাগলো এই শিল্প কে তুলে ধরার জন্য
Amon sundor video bananor jonno asonkho dhonnobad apnake.
Tomar poschim banglar rich historical , literary ebong art heritage , explore korar notun Mission ta bhalo lagche .
অসাধারণ। আমরা খরচা করে রঘুরাজপুর যাই, কিন্তু ঘরের কাছের এই শিশির বিন্দুকে ভুলে যাই। অনেক ধন্যবাদ শিবাজীদা। সত্যিই কাঠের পুতুলের ইতিকথা।
Apnar presentation Kabil-e Tarif👍
Darun laglo dada,ei rokom ekta silpoke tule dhorar jonno 🙏🙏🙏darun darun.....dhonnobad dada....
ভিডিও দেখে এখন নতুনগ্রামকে আরো জানতে ইচ্ছে করছে। ভাল লাগছে এমন পেঁচা আমার সংগ্রহে থাকায়
Khub bhalo laglo eai shilpo apurbo shibajir chokh die dekhlam
অসাধারণ সুন্দর একটি জায়গা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ওখানে যাবার চেষ্টা করবো।।। 👌👌👌👌❤❤❤❤❤❤
অন্যরকম ভাবে গ্রামের ছবি দেখলাম অসাধারন
অসাধারন অসাধারন অসাধারন। । ।
তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই।
এই ভাবেই বাংলার ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরো।
Explorer Shibaji শুধু একটা চ্যানেল নয়। এটা একটা নতুন পথের দিশা যা আমাদেরকে আমাদের শিকড়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে।
আপনার চোখে নতুন ভাবে বাংলার সংস্কৃতি ঐতিহ্য কে দেখতে চাই। চালিয়ে যান। অনেক শুভেচ্ছা রইলো।💐💐
Thank you for upholding the true essence of Bengal. Getting in history or diving in heritage or sometimes daily chores of common people is not easy. Great diversion and meaningful one on content
❤️❤️❤️😇😇😇
Darun darun. Ami notugram gachi.khubb sundor putul gulo.manush gulo khub bhalo ei gram er.
শিবাজিদা মানেই একটা মন ভালো করে দেওয়া ভিডিও। অগ্রদীপের নতুন গ্রাম এবং সেখানকার শিল্পীদের হাতের কাজ যেন সারা পৃথিবীতে আরো ছড়িয়ে পড়ে।খালি পেটে আর কতদিন ওরা এই শিল্পকে ধরে রাখবেন,আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে গ্রাম বাংলার এই শিল্পগুলো বিশ্বজয় করবে।
😍wao! Excellent 👌👌❤️❤️ khub sundor dekhlm ei putuler jonmosthan 👌👍💓🤗 khub khub valo laglo 👌👍thank u dada ei asadharon vlog dewar jonno 🙏👌💓💓
Amra nischoi jawar chesta korbo. Daroon laglo dekhe. Thank you so much for giving this information.
দারুণ দারুণ দারুণ! ভাল থাকবেন। আর এরকম আরও অনেক অনেক video চাই।
খুব ভালো লাগছে এই ভিডিও গুলো। ধন্যবাদ
Khub sundor laglo Dada..oi ek gheye travel blog theke ei ta amar khub bhalo laglo 👌👌👌👌
You are bringing the best of Bengal to the world.
Asadharon laglo......asankho dhonnobad ai shilpo k sabar samne anar jnya......sotti eder khub koster jeebon.....
Asadharon laglo dada ami daily apner vedio dekhi
আপনার ভিডিও দেখার পরে আমার মন ভরে যায়। বাচ্চাদের নিয়ে আপনি যে ছোট বেলায় ফিরে যান অসাধারন সবকিছু অসাধারন A great Explore by A Great Shivaji ❤️❤️❤️ Love you sir ❤️❤️❤️ carryon ❤️i sapport you all time ❤️
প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ। বাংলার এই শিল্পের কথা বিশেষ জানতাম না, বিভিন্ন মেলায় শুধু কিছু পুতুল দেখেছি। আপনার এই vdo মুগ্ধ হয়ে দেখলাম
অতি সাধারনের জন্য এ এক বিশাল প্রমোশনাল ব্লগ আর তাই আপনি আমাদের কাছে আরো বেশী অসাধারণ হয়ে উঠছেন!!
এগিয়ে চলুন, বাংলা আছে আপনার সাথে।
দারুন উদ্যোগ! কতকিছু অজানা তথ্য জানলাম! আপনাদের চ্যানেলের প্রতি আমার ভালোবাসা রইলো! আরো নতুন অজানা তথ্য জানার আশায় থাকলাম!
Darun lago notungram r opor video ta. Etai to asol explore. Erokom r o onek video dekhte pabo ai asha rakhlam.
Sotti amader sobar eder pase thaka uchit... Dekhe khub valo laglo.
অসাধারণ শিল্প কর্ম দেখালেন ।
Darun laglo apnar natungramer vedio dekhte
খুব সুন্দর ভিডিও ও উদ্যোগ। অনেক শুভ কামনা।
অসাধারণ দাদা তোমার জবাব নেই।এই সব শিল্পের কাজ সম্পর্কে আমরা সত্যি কত কম জানি।তুমি যে কাজ টা করছো সেটা শুধু কাজ নয় আমাদের সকলের চোখ খুলে দিচ্ছ।এই পুতুল গুলো আমরা সব মেলাতেই দেখি,কিন্তু এর উৎপত্তি যে নতুন গ্রাম সেটা কেউ জানে না,কি সুন্দর সব কাজ।নিশ্চই যাবো।তোমার চ্যানেল এর শ্রীবৃদ্ধি হোক।অনেক অভিনন্দন দাদা।😊😊
বাহ্ খুব ভালো লাগলো নতুন গ্রামের অসাধারণ শিল্প কর্ম দেখে. আমরা এই জাতীয় কাঠের পুতুল বিশেষ করে প্যাচা প্রায় সবার বাড়িতেই দেখি কিন্তু কোথায় তৈরী হয় সে বিষয়ে কিছুই জানতাম না. খুব ভালো লাগলো এরকম একটা বিষয়ে আলোকপাত করার জন্য. Thank you Shibaji da.
'প্রজন্মের পরিবর্তন, শিবাজী এক্সপ্লোরার চিরন্তন'... অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন শিবাজী স্যার এবং ওনার সহযোদ্ধাদের এই অসামান্য প্রতিবেদনের জন্য। আপনি প্রায় এককোণে পড়ে থাকা অনন্যসাধারণ শিল্প ও শিল্পীদের আমাদের সকলের সামনে উপস্থাপন করেছেন আপনার নিজস্ব শৈলীতে।আমার মায়ের বাবার বাড়ি, আমার মামার বাড়ি পাশেই সিঙ্গি গ্রামে... আপনার সিঙ্গি গ্রামের 'কাশীরাম দাসের পর্ব' - এ আমার ছেলেবেলা ফেরত পেলাম। আপনার গলার স্বর এবং উপস্থাপন সত্যিই অনবদ্য। আপনার আগামী পর্বগুলি আরও আনন্দ ও প্রেরণা জাগাক আমাদের প্রাণে... অনেক ধন্যবাদ...
সত্যি খুব ভালো লাগলো। এই পুতুল এত মেলায় দেখেছি কিন্তু উৎসোস্থল দেখে ভালো লাগছে। তোমার খোজটা দারুন দাদা।
Anil krishna Ghosh Nutangram Episode khub bhaloo laglo.
বেঁচে থাকুক আমাদের প্রাণের বাংলার এইরকম অনেক ছোট্ট ছোট্ট শিল্প গুলো. আহা অনবদ্য.
Thanks দাদা 👌👌👌👌👌👌👌খুব উপভোগ্য একটা ভিডিও
Unexpectedly osadharon. Ami to jaboi r asakori bohu lok jabe ei vedio dekhe. Onek onek donnobad ei vedio tar jonno. Banglar silpi der obissoi upokar hobe.
করোনা ও lockdown আমাদের এই গরীব শিল্পীদের অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে।আপনাকে অনেক সাধুবাদ এই ভিডিও তৈরি করার জন্য।
শিবাজী দাদা খুব ভালো লাগলো । ধন্যবাদ এই শিল্পটা দেখাবার জন্য ।।
আপনার ভিডিও সবথেকে আকর্ষনীয় অংশ শেষ টুকু, আমার দারুণ লাগে। ভালো থাকবেন।
Thanx 4 sharing 👍👍👏👏👏🙏🙏🙏❤❤
আমি সম্প্রতি আপনার ভ্লগ দেখা শুরু করলাম। একদম আমার মনের মতন ন্যারেশান, পরিশীলিতভাবে ভাবে বলা সত্যিকারের কন্টেন্ট। আমি ফ্যান হয়ে গেছি, আগামী সব ভিডিও দেখবই।
দারুন লাগলো। এরম বাংলার অজানা জায়গা তুলে ধরার জন্য ধন্যবাদ❤️ আরও এরম অজানা জায়গা খোঁজ চাই❤️
শিবাজী বাবু। আপনার উদ্দেশ্য প্রশংসনীয়। অনেক ধন্যবাদ আপনাকে।
খুব ভাল লাগে।আরো অনেক জায়গার হদিস দিন।
সত্যিই শিবাজীবাবু, আপনি অসাধারণ। আপনার ব্লগ ও অসাধারণ। অসাধারণ আপনার বাচনভঙ্গি। আপনার এই যে খোঁজ অত্যন্ত ধন্যবাদ যোগ্য। ভবিষ্যতে গ্রাম বাংলার এই ধরনের আরো অন্যান্য খোঁজ পেলে ভিডিও অবশ্যই করবেন খুব ভালো লাগবে।
খুব তাড়াতাড়ি যাব এই নতুন গ্রামে।🏵️🏵️🏵️
চেষ্টা করব যাবার অবশ্যই। দুর্দান্ত লাগলো।
Satti darun laglo Shivaji da ei shilpogulo procharer alote asha uchit
Eto bhalo laglo balar noy.Ei jayegar nami sunini.Satti onobadhya.Tomader thanks janai karon jante parchhi tomader janya.👌👌
আপনার নতুনগ্রাম খুব ভালো লাগলো, আপনার সব ভিডিও আমি দেখি, আপনাকে অশেষ ধন্যবাদ
অসাধারণ। আপনার উপস্থাপনাকে কুর্নিশ জানাই।।
Khub sundor laglo sotti ,jante parlam onek kichu , thank you
এই প্রয়াস কে আমি স্বাগত জানাই
Darun video eta dekhlam,eirom aro dkhte chai,asadhron
নতুনগ্রামের নতুনত্বে মুগ্ধ হলাম! বনকাপাশির শোলা শিল্পগ্রাম দেখার আশা রাখলাম।
খুব ভাল লাগল,এই গ্রামের খবর আমরা অনেকেই জানতাম না,কল্কাতার এত কাছে এ নিয়ে আরো প্রচার দরকার ,যাতে এই শিল্পীরা ভালভাবে বাঁচেন ।
সেরার সেরা উপস্থাপন। অসংখ্য ধন্যবাদ দাদা।😃🙏
দারুণ লাগল শিবাজীবাবু। এমন ভিডিও আরও চাই।
Shivaji da osadharon. Ei bhabe gota bangla ta ke explore korte thakun.
Darun udyog dada....amar bari Katwa te ....r dekhun amiy jantam na ...apnar channel r namkaron jathartha
অসাধারণ... অবশ্যই শেয়ার করবো.. 🌷🌷
Sob bondhuder modhye share korlam video ta...sotti onoboddhyo.. 👌
Ankkk diner ichha chilo ekhane jaoar.....khuub valo laglo.....apnake ank dhanyabad....
আমাদের জেলাতেই এই নতুন গ্রাম কিন্তু আমিই জানতাম না। অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর জায়গার খোঁজ দেওয়ার জন্য। একদিন সময় করে যাবো।
Khub bhalo laglo👌👌👌👌👌
ভাল লাগল আপনার ভিডিও keep it up
Asadharan kichu chotto kintu boro rakamer important tatthyo ke tule dharar jonno shivaji da aapnake asankhya dhannobad
Apnar jonno anek kichu dekhlam janlam ebong sikhlam anek dhonyobad
Ki je bhalo laglo ki bolbo dada,eto sundor hater kaaj👍
Awesome selection of place ......hidden treasure
আরো বানান এরকম ভিডিও খুব ভালো লাগলো দাদা