ছান্দুরের অসাধারণ অভিজ্ঞতা আমাদের মুগ্ধতায় স্তব্ধ করে দিয়েছে। পথের দু’পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুদৃশ্য প্রকৃতি, পাহাড়ের চূড়াগুলো, আর সাদা মেঘ যেন এক অপূর্ব চিত্রশালার দৃশ্যায়ন ঘটে। বিশেষত সূর্যোদয় ও সূর্যাস্তের সময়, যখন আকাশ নানা রঙে রাঙে যায়, তখন মনে হয় প্রকৃতি নিজেই আমাদের জন্য একটি মনোরম ঘর সাজাচ্ছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, "বিকেল বেলা এসো, তুমি আসবে সে-খুব সকালে," সত্যিই, এই অসাধারণ দৃশ্যে আমরা যেন নতুন শক্তি ও প্রাণের উৎসাহ পাই। শিবাজী ও পৃথ্বীজিৎ আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছেন তাঁদের ভিডিওর মাধ্যমে, যা আলোর মনোমুগ্ধকর খেলার একটি মন্ত্রমুগ্ধকর উপস্থাপনা। তাঁদের ক্যামেরার চোখ থেকে ধরা পড়ে থাকা সেসব মুহূর্ত প্রতিটি দর্শককে আকৃষ্ট করে। প্রাকৃতিক সৌন্দর্য ও সামাজিক দৃশ্যপটের মধ্যে তাঁদের কাজ এক নতুন মাত্রা যোগ করেছে। অতিথি সৎকারের যাত্রা যে কি পর্যায় যেতে পারে তা স্থানীয় মানুষদের আতিথেয়তা দেখে স্পষ্ট হয়েছে। তাঁদের আন্তরিকতা আমাদের হৃদয়কে স্পর্শ করেছে এবং এই অভিজ্ঞতায় নতুন মানসিক শক্তির উদ্ভব ঘটায়। এই পুরো সিরিজের অসাধারণতা আমাদের মনে গভীর দাগ কাটে - এটি প্রকৃতির সাথে একটি আত্মগত সংযোগ স্থাপনের একটি অনন্য হাতিয়ার। শিবাজী ও পৃথ্বীজিৎ এই অভিজ্ঞতা শেয়ার করছেন, যা আমাদের সকলকে একত্রিত করে এবং নতুন আশা ও সাহসের বার্তা দেয়। তাঁদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ দেওয়ার ভাষাও কম হয়ে যায়, কারণ তাঁরা আমাদেরকে স্বপ্নের মত জায়গাগুলোর ভ্রমণে নিয়ে গেছেন এবং প্রকৃতির চিরন্তন সৌন্দর্যের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। শুধুমাত্র একসাথে মানস ভ্রমণের সৌন্দর্য নয়, বরং সেই অভিজ্ঞতায় যে মধুরতা ও নতুন করে চিন্তার আরেক দিকের উন্মোচন ঘটে, সেটাই প্রকৃতির সত্যিকারের শক্তি। মহারথী তোমাদের সেলাম ।।
বাবলু'দার নেস্ট থেকে গতকাল সকালেই চলে এসেছি। গরুমারা নেস্টে অসাধারণ অভিজ্ঞতা। ৩০শে জানুয়ারি রাতে বাবলু'দার মোটরসাইকেলে চড়ে লাটাগুড়ি যাওয়া, ওলং চায়ের প্রথম স্বাদ নেওয়া ও অসাধারণ আড্ডার অভিজ্ঞতার জন্য প্রথমে ধন্যবাদ জানাই শিবাজী বাবুকে। একটা অদ্ভুত সুন্দর মানুষের (বাবলু'দা) সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে আমি ধন্য। আপনার এই ভিডিওতে ঘুমন্ত বুদ্ধ, এভারেস্ট দেখে মুগ্ধ। হয়তো এই জীবনে ওখানে যাওয়ার সুযোগ হবে না তবে গরুমারায় যাওয়ার চেষ্টা আবারও করবো। ভালো থাকবেন সবাই। আরও জায়গায় ঘুরতে যান, ভিডিও বানান, আমরা দেখে মন ভরাই। 🙏
সিকিমের কিউজিং-এর দোতলার ঘরের জানলা, বারান্দা থেকে প্রায় একবছর ধরে মোহময় ঘুমন্ত বুদ্ধের অনন্য রূপ দেখেছি সূর্যোদয়ে, সূর্যাস্তে, পূর্ণিমার আলোতে - বিভিন্ন ঋতুতে। আপনাদের এই পর্বে সেই স্মৃতির ঝাঁপি খুলে সামনে এসে গেল। সত্যি কথা বলতে গেলে এই পর্বে আমি যেন ভিডিও নয় আপনাদের সঙ্গেই হিমালয়ের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম। সেইজন্য শিবাজী, পৃথ্বিজিত, বাবলুবাবুদের প্রচুর ধন্যবাদ একটা অনবদ্য পর্ব উপহার দেবার জন্য।
আহা কি দেখলাম , প্রকৃতি উজাড় করে ঢেলে সাজিয়েছে , না দেখলে বিশ্বাসই হবে না , এই পর্বের সব থেকে ভালো লেগেছে মেঘের সমুদ্র , এই সিরিজটাই দুর্দান্ত সুন্দর , ভালো থাকুন সুস্থ থাকুন , নতুন পর্বের অপেক্ষায় রইলাম , ধন্যবাদ।
👍💐 আমি সান্দাকফু চারবার ট্রেক করেছি । কিন্ত আপনাদের রুটে যাইনি । খুব ভালো লাগলো আপনাদের এই ভিডিও । ধন্যবাদ জানাই , খুব ভালো থাকবেন আর ভালো ঘুরবেন আমাদের সঙ্গে নিয়ে
ভীষণ রকম ভাল লাগল আমার মতো যাদের সাধ এবং সাধ্য পৃথিবীর দুই বিপরীত মেরু সেখানে আপনার জন্য ঘরে থেকেও এই রকম সব জায়গা দেখা দুর্দান্ত অভিজ্ঞতা খুব ভাল থাকবেন সুস্থ থাকবেন ❤❤❤❤
সারাদিনের পরিশ্রম আর ক্লান্তি ভুলিয়ে দেয় আপনার ভিডিও আর chandu থেকে Sunrise আর sunset সত্যি মন আর চোখের শান্তি এনে দেয়, আরো ভালো ভালো জায়গা explore করুন আর আমাদের অনাবিল আনন্দ দিতে থাকুন
অসাধারণ সুন্দর লাগলো। জানিনা যাওয়ার সময় সুযোগ সামর্থ্য হবে কিনা। তাই আপনাদের সাথে ভ্রমণ করেই মনের সাধ পূরণ করছি। অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা শুভকামনা জানাই।
শিবাজী বাবু আপনি যে পাকৃতিক দৃশ্য তুলে ধরছেন তাতে আমার মনে হচেছ সবরগে বিচরন করছি আর ঘুমন্ত বুদ্ধ এত সুন্দর দেখলাম মন ভরে গেল।রাস্তা যাই হোক না কেন সৌন্দয্য দারুন উপভোগ করলাম।ধন্যবাদ ।এই দৃশ্য তুলে ধরার জন্য আর সূর্য়ের অসত দারুন উপভোগ করলাম ।
Shibaji da apnara ki sundor jayega gulo nibarchon korechen , jedike e jachhe sedik theke dekha jachhe slipping Budhha jeno mone hochhe hat barale e dhora jabe r tar sathe sathe Everest,ki apurbo sun rise & sun set. Apurbo laglo gota series ta. thank you ❤❤
Apurbo Apurbo Apurbo Kono kotha hobey na Amee Kanchenjunga k bheeshon bhalobashee kintu Mount Everest dekley gaye kaanta daye Big big fan It mesmerizes me Onobodyo ekta video Thank You
খুব ভালো লাগছে দেখতে । সব থেকে ভালো লাগছে এত সুন্দর বন্ধুত্ব দেখে। বর্তমানে যখন সব কিছুই ক্ষণ স্থায়ী এবং স্বার্থের ভিত্তিতে টিকে থাকা সম্পর্কের ভিড়ে এই ধরণের খাটি বন্ধুত্ব , খাটি ভালোবাসা দেখতে সত্যি ভীষণ ভালো লাগলো । আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন এই প্রার্থনা করি। 😊 আর প্রকৃতি তো অসাধারণ একেই বলে স্বর্গ ❤
শেষ দিয়ে ই শুরু করলাম যা সুন্দর সূর্যাস্ত দেখালেন কাঞ্চনজঙ্ঘা উপর আলোর খেলা এবং পরের সকালে সূর্য ওঠা অনবদ্য অসাধারণ। এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা দুটো ই দারুন ভাবে দেখা গেছে।মেঘ সত্যি ই চরে বেড়ায়। দারুন দারুন সুন্দর আর ও একটা ব্লগ দেখলাম। ভালো থাকবেন সবসময়। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।🙏
বিশ্লেষন করার ভাষা নেই 😮উত্তম কুমার ও সূচিতা সেন আজ জীবিত থাকলে আরো অনেক সিনেমা দেখতে পারতাম 😢 Friends are forever nd u r forever for us❤stay safe nd healthy. Special thanks to everyone for sharing all videos💙💙💙💙
Anabaddya,asasmannya,barnanatit,swapno noy satti. Jadio amar kachey khub ekta aporichito noy, ami dubar trekking korey sandakphu ghurtey gechilam maneybhonjog hoey,thakhon camera chilona kintu moner camera te preserve kora achey sab kichu.Tobey apnader ei raster views asadharan.Thanks for your new vlog.
Indian the best live sinareo, it's must be more than heavens sinareo, Ei parbo ta sobcheye sundar onanyo sob indian sinareo parbo theke. Amar mone hoy prithibir sobcheye sundar live light, sound and sinareo india theke
Rasta dekhe voy lagchhilo dada..but prakriti asadharon rup niye dhora diyechhe...darun lagchhe...r picture er quality durdanto 😊... Prithwijit da r Pal r paul niye comments kintu jothajotho😊😊😊 asadharon ekta video dekhlam dada... Thank you
ছান্দুরের অসাধারণ অভিজ্ঞতা আমাদের মুগ্ধতায় স্তব্ধ করে দিয়েছে। পথের দু’পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুদৃশ্য প্রকৃতি, পাহাড়ের চূড়াগুলো, আর সাদা মেঘ যেন এক অপূর্ব চিত্রশালার দৃশ্যায়ন ঘটে। বিশেষত সূর্যোদয় ও সূর্যাস্তের সময়, যখন আকাশ নানা রঙে রাঙে যায়, তখন মনে হয় প্রকৃতি নিজেই আমাদের জন্য একটি মনোরম ঘর সাজাচ্ছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, "বিকেল বেলা এসো, তুমি আসবে সে-খুব সকালে," সত্যিই, এই অসাধারণ দৃশ্যে আমরা যেন নতুন শক্তি ও প্রাণের উৎসাহ পাই।
শিবাজী ও পৃথ্বীজিৎ আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছেন তাঁদের ভিডিওর মাধ্যমে, যা আলোর মনোমুগ্ধকর খেলার একটি মন্ত্রমুগ্ধকর উপস্থাপনা। তাঁদের ক্যামেরার চোখ থেকে ধরা পড়ে থাকা সেসব মুহূর্ত প্রতিটি দর্শককে আকৃষ্ট করে। প্রাকৃতিক সৌন্দর্য ও সামাজিক দৃশ্যপটের মধ্যে তাঁদের কাজ এক নতুন মাত্রা যোগ করেছে।
অতিথি সৎকারের যাত্রা যে কি পর্যায় যেতে পারে তা স্থানীয় মানুষদের আতিথেয়তা দেখে স্পষ্ট হয়েছে। তাঁদের আন্তরিকতা আমাদের হৃদয়কে স্পর্শ করেছে এবং এই অভিজ্ঞতায় নতুন মানসিক শক্তির উদ্ভব ঘটায়।
এই পুরো সিরিজের অসাধারণতা আমাদের মনে গভীর দাগ কাটে - এটি প্রকৃতির সাথে একটি আত্মগত সংযোগ স্থাপনের একটি অনন্য হাতিয়ার। শিবাজী ও পৃথ্বীজিৎ এই অভিজ্ঞতা শেয়ার করছেন, যা আমাদের সকলকে একত্রিত করে এবং নতুন আশা ও সাহসের বার্তা দেয়। তাঁদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ দেওয়ার ভাষাও কম হয়ে যায়, কারণ তাঁরা আমাদেরকে স্বপ্নের মত জায়গাগুলোর ভ্রমণে নিয়ে গেছেন এবং প্রকৃতির চিরন্তন সৌন্দর্যের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন।
শুধুমাত্র একসাথে মানস ভ্রমণের সৌন্দর্য নয়, বরং সেই অভিজ্ঞতায় যে মধুরতা ও নতুন করে চিন্তার আরেক দিকের উন্মোচন ঘটে, সেটাই প্রকৃতির সত্যিকারের শক্তি। মহারথী তোমাদের সেলাম ।।
বাবলু'দার নেস্ট থেকে গতকাল সকালেই চলে এসেছি। গরুমারা নেস্টে অসাধারণ অভিজ্ঞতা। ৩০শে জানুয়ারি রাতে বাবলু'দার মোটরসাইকেলে চড়ে লাটাগুড়ি যাওয়া, ওলং চায়ের প্রথম স্বাদ নেওয়া ও অসাধারণ আড্ডার অভিজ্ঞতার জন্য প্রথমে ধন্যবাদ জানাই শিবাজী বাবুকে। একটা অদ্ভুত সুন্দর মানুষের (বাবলু'দা) সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে আমি ধন্য।
আপনার এই ভিডিওতে ঘুমন্ত বুদ্ধ, এভারেস্ট দেখে মুগ্ধ। হয়তো এই জীবনে ওখানে যাওয়ার সুযোগ হবে না তবে গরুমারায় যাওয়ার চেষ্টা আবারও করবো।
ভালো থাকবেন সবাই। আরও জায়গায় ঘুরতে যান, ভিডিও বানান, আমরা দেখে মন ভরাই।
🙏
অসাধারণ লাগলো দাদা , অপুর্ব প্রাকৃতিক সৌন্দর্য, এতটাই সুন্দর যে বর্ণনাতীত। দারুন, বাবলু দার তুলনা হয় না। শিবাজী দা, আপনার অদ্ভূত সুন্দর সারল্য ভীষণ ভালো লাগে, শ্রদ্ধা করি আপনার কে,ভালো থাকবেন, আনন্দে থাকবেন ❤❤❤❤
অপূর্ব সুন্দর প্রতিবেদন ও সুন্দর্যের হিমালয়,!
সিকিমের কিউজিং-এর দোতলার ঘরের জানলা, বারান্দা থেকে প্রায় একবছর ধরে মোহময় ঘুমন্ত বুদ্ধের অনন্য রূপ দেখেছি সূর্যোদয়ে, সূর্যাস্তে, পূর্ণিমার আলোতে - বিভিন্ন ঋতুতে। আপনাদের এই পর্বে সেই স্মৃতির ঝাঁপি খুলে সামনে এসে গেল। সত্যি কথা বলতে গেলে এই পর্বে আমি যেন ভিডিও নয় আপনাদের সঙ্গেই হিমালয়ের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম। সেইজন্য শিবাজী, পৃথ্বিজিত, বাবলুবাবুদের প্রচুর ধন্যবাদ একটা অনবদ্য পর্ব উপহার দেবার জন্য।
দেশের খবর জানতে ভয় করে তাই তোমাদের সাথে ভালো লাগলো। মহা খুশি ঈশ্বর ভালো রাখুক
অসাধারণ একটা ভিডিও দেখলাম, আপনার এই ভিডিও না দেখলে নেপালের এই জায়গার সাথে পরিচিত হতে পারতাম না ❤❤❤❤😊
অপূর্ব দৃশ্য দেখে মন ভরে গেল❤
আহা কি দেখলাম , প্রকৃতি উজাড় করে ঢেলে সাজিয়েছে , না দেখলে বিশ্বাসই হবে না , এই পর্বের সব থেকে ভালো লেগেছে মেঘের সমুদ্র , এই সিরিজটাই দুর্দান্ত সুন্দর , ভালো থাকুন সুস্থ থাকুন , নতুন পর্বের অপেক্ষায় রইলাম , ধন্যবাদ।
👍💐 আমি সান্দাকফু চারবার ট্রেক করেছি । কিন্ত আপনাদের রুটে যাইনি । খুব ভালো লাগলো আপনাদের এই ভিডিও । ধন্যবাদ জানাই , খুব ভালো থাকবেন আর ভালো ঘুরবেন আমাদের সঙ্গে নিয়ে
অসাধারন এক সৌন্দর্য উপভোগ করলাম আর বন্ধুত্ব অসাধারন ছেলেদের এইরকম বন্ধুত্ব থাকে।
অনবদ্য, অপার্থিব ভিডিওটি উপহারের জন্য অসংখ্য ধন্যবাদ।সবার সুস্বাস্থ্য কামনা করছি।
Khub khub dekhe enjoy korchi
Thank you so much
আমি তো সবকিছু ই মনোমুগ্ধের মতো দেখেই চলেছি।অপূর্ব ভাষা হারিয়ে গেছে।
Khub bhalo laglo episode ta Nepal er.khub bhalo thakun Shibaji Da o Prithwijit Da, pronaam neben Dadara, bhalo thakun apnara , pronaam neben.❤🙏
দাদা, অনন্য ভ্রমণ করলাম, দেখলাম, উপভোগ করলাম, সমৃদ্ধ হোলাম। ধন্যবাদ আপনাদের 🙏
সবমিলিয়ে দুর্দান্ত লাগলো
অনন্য সুন্দর একটা সিরিজ দেখলাম ❤❤
খুব ভালো লাগলো দাদা ❤❤❤❤🙏🙏🙏
অপূর্ব অপূর্ব অপূর্ব সুন্দর লাগলো
Apurbo ❤ Kono Katha hobe na ❤❤❤Swargo dekhlam ❤❤❤
This is the best ever series and video by far. Thank you so much for this astronomical joy. Thanks
একটা দারুন সিরিজ দেখলাম, অনেক নতুন জায়গার সন্ধান পেলাম, খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ, আর বাবলুদা অনবদ্য
আহা কি দেখালেন জন্মজন্মান্তরেও ভুলিব না । আপনি আমাদের বেচে থাকার রসদ জোগাচ
ছেন আপনাদের সুস্থতা কামনা করি
খুব সুন্দর অসাধারণ।
Sandakphu আর Chhandu-র এই ভ্রমণটা দেখে খুব ভালো লাগলো। আপনার ভিডিওতে প্রকৃতির চমৎকার দৃশ্যগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।
Ekta cinema dekhlam "Himalayer Himel Hawa " Darun.... darun.
Apurbo Apurbo Apurbo Apurbo Apurbo, May god bless you,
Video ta prochur deri kore elo ! Tobe very nice video ❤
Another incredible Exploration by team Shibaji, please carry on, we are all with you... God Bless you all....
Darun❤❤❤🎉🎉
Apurbo, Apurbo 👍👍❤❤
Ki ashadharon ekta episode dekhlam Bhai!! Nije kono din jete parbona ,but apnader sathe manos bhromon holo.
পৃথিবীর যাবতীয় সৌন্দর্য এই একটা জায়গাতেই এসে থেমে গেছে।কী অসাধারণ দৃশ্য। মন ভরে গেল।
খুব খুব সুন্দর ❤
সবকিছু মিলিয়ে বেশ জগাখিচুড়ি... কিন্তু এক অন্যরকম, সুন্দর tour experience /schedule পেলাম বাড়ীর খুব কাছাকাছিতেই। দারুন উপভোগ করলাম গো ।
💚🧡💚
অসাধারণ, ফাটাফাটি
Sab kichu khub sundor
ভীষণ রকম ভাল লাগল আমার মতো যাদের সাধ এবং সাধ্য পৃথিবীর দুই বিপরীত মেরু সেখানে আপনার জন্য ঘরে থেকেও এই রকম সব জায়গা দেখা দুর্দান্ত অভিজ্ঞতা খুব ভাল থাকবেন সুস্থ থাকবেন ❤❤❤❤
Darun darun darun sundor baba jayna
অসাধারন লাগলো
উফ,thriling, কোনো কথাই হবে না❤ সেরার সেরা ব্লগ দেখলাম ❤❤
সারাদিনের পরিশ্রম আর ক্লান্তি ভুলিয়ে দেয় আপনার ভিডিও আর chandu থেকে Sunrise আর sunset সত্যি মন আর চোখের শান্তি এনে দেয়, আরো ভালো ভালো জায়গা explore করুন আর আমাদের অনাবিল আনন্দ দিতে থাকুন
এই রকম সানসেট আমি আমার জীবনে প্রথম বার দেখলাম সত্যিই অসাধারণ ❤❤❤
Osadharon, agei like kore dilam
অসাধারণ সুন্দর লাগলো। জানিনা যাওয়ার সময় সুযোগ সামর্থ্য হবে কিনা। তাই আপনাদের সাথে ভ্রমণ করেই মনের সাধ পূরণ করছি। অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা শুভকামনা জানাই।
শিবাজী বাবু আপনি যে পাকৃতিক দৃশ্য তুলে ধরছেন তাতে আমার মনে হচেছ সবরগে বিচরন করছি আর ঘুমন্ত বুদ্ধ এত সুন্দর দেখলাম মন ভরে গেল।রাস্তা যাই হোক না কেন সৌন্দয্য দারুন উপভোগ করলাম।ধন্যবাদ ।এই দৃশ্য তুলে ধরার জন্য আর সূর্য়ের অসত দারুন উপভোগ করলাম ।
মন ভাল করার জন্য ধন্যবাদ! এই পথের পথিক ছিলাম দুই বার! আবারও ... 🎉🎉
Khub sundor ❤
এই সিরিজের সবচেয়ে সুন্দর ভিডিও🎉❤দারুন।
অসাধারণ লাগলো এই ভ্রমণের গল্প 👌👌❤❤
Diner shese megher desh e 🤩Pal-Paul er Pala pal pal dil ke paas rahenedo 👌👍🙏🙏
Shibaji da apnara ki sundor jayega gulo nibarchon korechen , jedike e jachhe sedik theke dekha jachhe slipping Budhha jeno mone hochhe hat barale e dhora jabe r tar sathe sathe Everest,ki apurbo sun rise & sun set. Apurbo laglo gota series ta. thank you ❤❤
People of Nepal are great. Very welcoming
কি অসাধারণ মানুষজন।
Valo thakben ❤❤
Apurbo 😊❤
khub sundor 😍❤
Excellent 👏👏👏👏👏
Best bengali travel vlogger
আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ 🙏❤️
Apurbo Apurbo Apurbo
Kono kotha hobey na
Amee Kanchenjunga k bheeshon bhalobashee kintu Mount Everest dekley gaye kaanta daye
Big big fan
It mesmerizes me
Onobodyo ekta video
Thank You
ভ্রমণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে।
অপূর্ব scenic beauty ❤❤❤মন ভোরে গেল
কামনা করি দাদা আপনি আরো বড় হোন
খুব ভালো লাগছে দেখতে । সব থেকে ভালো লাগছে এত সুন্দর বন্ধুত্ব দেখে। বর্তমানে যখন সব কিছুই ক্ষণ স্থায়ী এবং স্বার্থের ভিত্তিতে টিকে থাকা সম্পর্কের ভিড়ে এই ধরণের খাটি বন্ধুত্ব , খাটি ভালোবাসা দেখতে সত্যি ভীষণ ভালো লাগলো । আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন এই প্রার্থনা করি। 😊 আর প্রকৃতি তো অসাধারণ একেই বলে স্বর্গ ❤
শেষ দিয়ে ই শুরু করলাম যা সুন্দর সূর্যাস্ত দেখালেন কাঞ্চনজঙ্ঘা উপর আলোর খেলা এবং পরের সকালে সূর্য ওঠা অনবদ্য অসাধারণ। এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা দুটো ই দারুন ভাবে দেখা গেছে।মেঘ সত্যি ই চরে বেড়ায়। দারুন দারুন সুন্দর আর ও একটা ব্লগ দেখলাম। ভালো থাকবেন সবসময়। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।🙏
অনেক ভালো
বিশ্লেষন করার ভাষা নেই 😮উত্তম কুমার ও সূচিতা সেন আজ জীবিত থাকলে আরো অনেক সিনেমা দেখতে পারতাম 😢
Friends are forever nd u r forever for us❤stay safe nd healthy. Special thanks to everyone for sharing all videos💙💙💙💙
অসাধারণ অবর্ণনীয় খুব ভালো লাগলো
অসাধারণ ❤
দারুণ।
Darun laglo👌👌👌👌👌
অসাধারণ। ভাই
Awesome......... Daroon......... Daroon.........Awtulaniya...........!
অনেকদিনের চেনা সান্দাকফুকে আপনাদের চোখে অন্যরকম করে দেখবো। অধীর আগ্রহতে অপেক্ষা করছিলাম শুধু এই পোষ্টের জন্য.......
অপূর্ব।
অসাধারণ দৃশ্য।
দারুণ। দারুণ। ❤❤❤❤❤❤❤
অসাধারণ
খুব সুন্দর।মন ভালো হয়ে যায় দেখতে দেখতে
❤❤❤❤ From Bangladesh.
দাদা, সব সময়ই আপনার ভিডিও গুলোর অপেক্ষা করি.....
Darunn.
স্বপ্নের ও সাধের সব ভ্রমণ আপনার ভিডিও গুলোর মাধ্যমে পুরনো হয়ে যাচ্ছে। সুস্থ থাকুন ভালো থাকুন আরো সুন্দর সুন্দর ভিডিও ছাড়ুন 🙏❤️
এইরকম ভিডিও চোখের শান্তি দেয়❤❤❤
খুব খুব ভালো লাগলো ভিডিও টি
The series is excellent
মনোমুগ্ধকর দৃশ্য❤
Anabaddya,asasmannya,barnanatit,swapno noy satti. Jadio amar kachey khub ekta aporichito noy, ami dubar trekking korey sandakphu ghurtey gechilam maneybhonjog hoey,thakhon camera chilona kintu moner camera te preserve kora achey sab kichu.Tobey apnader ei raster views asadharan.Thanks for your new vlog.
Khub shundor hoyeche video ta.. duration er jonyo aaro bhalo lagche..erokm boro video i chai..
Indian the best live sinareo, it's must be more than heavens sinareo,
Ei parbo ta sobcheye sundar onanyo sob indian sinareo parbo theke. Amar mone hoy prithibir sobcheye sundar live light, sound and sinareo india theke
Rasta dekhe voy lagchhilo dada..but prakriti asadharon rup niye dhora diyechhe...darun lagchhe...r picture er quality durdanto 😊... Prithwijit da r Pal r paul niye comments kintu jothajotho😊😊😊 asadharon ekta video dekhlam dada... Thank you
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌❤️
Darun
Great!😊
Nature at its very best.
Apnarao khub valo thakben..na hole eto valo valo vdo dekhbo ki kore..
New vdo r ashay thaklam
Daaaaaarun❤
Excellent blog ❤❤❤
Thank you so much 😊
আপনাদের জন্য এই স্বর্গীয় দৃশ্য দেখার সৌভাগ্য হলো, আপনাদের ভালো হোক 🙏