অভিশাপ # কাজী নজরুল ইসলাম # Foysal Aziz’s Recitation

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • ফেইসবুক: / faysalazizrecitation
    ভয়েস আর্ট ইমেইল: voice.art@outlook.com
    কবিতা :অভিশাপ (Poem: Ovishap)
    কবি : কাজী নজরুল ইসলাম(Poet : Kazi Nazrul Islam )
    আবৃত্তি : ফয়সাল আজিজ (Recitation : Foysal Aziz)
    যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
    অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-
    বুঝবে সেদিন বুঝবে!
    ছবি আমার বুকে বেঁধে
    পাগল হ’লে কেঁদে কেঁদে
    ফিরবে মর” কানন গিরি,
    সাগর আকাশ বাতাস চিরি’
    যেদিন আমায় খুঁজবে-
    বুঝবে সেদিন বুঝবে!
    স্বপন ভেঙে নিশুত্‌ রাতে জাগবে হঠাৎ চমকে,
    কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,-
    জাগবে হঠাৎ চমকে!
    ভাববে বুঝি আমিই এসে
    ব’সনু বুকের কোলটি ঘেঁষে,
    ধরতে গিয়ে দেখবে যখন
    শূন্য শয্যা! মিথ্যা স্বপন!
    বেদ্‌নাতে চোখ বুঁজবে-
    বুঝবে সেদিন বুজবে।
    গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আস্‌বে যখন কান্না,
    ব’লবে সবাই-“ সেই য পথিক তার শেখানো গান না?’’
    আস্‌বে ভেঙে কান্না!
    প’ড়বে মনে আমার সোহাগ,
    কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
    প’ড়বে মনে অনেক ফাঁকি
    অশ্র”-হারা কঠিন আঁখি
    ঘন ঘন মুছবে-
    বুঝ্‌বে সেদিন বুঝবে!
    ...
    ...
    ...
    ...
    ...
    আস্‌বে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন,
    কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন-
    টুটবে যবে বন্ধন!
    পড়বে মনে, নেই সে সাথে
    বাঁধবে বুকে দুঃখ-রাতে-
    আপনি গালে যাচবে চুমা,
    চাইবে আদর, মাগ্‌বে ছোঁওয়া,
    আপনি যেচে চুমবে-
    বুঝবে সেদিন বুঝবে।
    আমার বুকের যে কাঁটা-ঘা তোমায় ব্যথা হান্‌ত,
    সেই আঘাতই যাচবে আবার হয়ত হ’য়ে শ্রান-
    আসবে তখন পান’।
    হয়ত তখন আমার কোলে
    সোহাগ-লোভে প’ড়বে ঢ’লে,
    আপনি সেদিন সেধে কেঁদে
    চাপ্‌বে বুকে বাহু বেঁধে,
    চরণ চুমে পূজবে-
    বুঝবে সেদিন বুঝবে!

Комментарии • 56