ফার্মগেট থেকে আসতে হলে, ফার্মগেট থেকে এয়ারপোর্টের বাসে করে কুর্মিটোলা নামবেন। আর যদি কুড়িল থেকে আসেন, তাহলে কুড়িলের জাস্ট পশ্চিম পাশেই হলো জেনারেল হাসপাতালটি।
হাসপাতালটির নাম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এটি হচ্ছে ঢাকা খিলখেত যাওয়ার আগেই বাঁদিকে। অর্থাৎ স্টাফ রোড পার হলেই কিছু দূর সামনে গেলে হাসপাতালটি বাঁদিকে।
আমি এই হাসপাতালে চিকিৎসা নিয়েছি, অসাধারণ আল্লাহ সকল ডাক্তার ও পরিচালন পর্ষদের সদস্য সহ সকলকে যানাই হাজার হাজার সালাম ও সুভেচ্ছা। ধন্যবাদ।
ধন্যবাদ
এখানে কি থেরাপী দেওয়া হয় পি শর্ট
কুড়িল এবং ফার্মগেট থেকে কিভাবে আসবো?
ফার্মগেট থেকে আসতে হলে, ফার্মগেট থেকে এয়ারপোর্টের বাসে করে কুর্মিটোলা নামবেন। আর যদি কুড়িল থেকে আসেন, তাহলে কুড়িলের জাস্ট পশ্চিম পাশেই হলো জেনারেল হাসপাতালটি।
এখানে কি লিভার সিরোসিস রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা আছে?থাকলে একটু জানাবেন প্লিজ।
আপনি ওখানে গিয়ে যোগাযোগ করুন। সম্ভবত আছে।
শনিবার কি খুলাা থাকে
সবচেয়ে ভালো হয়,আপনি রবিবারে যাবেন।
হাসপাতাল টি কোথায় ঠিকানা কি ❓
হাসপাতালটির নাম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এটি হচ্ছে ঢাকা খিলখেত যাওয়ার আগেই বাঁদিকে। অর্থাৎ স্টাফ রোড পার হলেই কিছু দূর সামনে গেলে হাসপাতালটি বাঁদিকে।