”সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়ায় নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়। সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারই সকাল স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল। সে চলে গেলেও নদীতে খেলবে চির পরিচিত জোয়ারভাঁটা চেনা রাস্তায় একলা একলা তারই সঙ্গে আমার হাঁটা। সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ স্টিমার দিয়েছে দিগন্তে পাড়ি তীরে ফিরে এল অনেক ঢেউ।”
এসব গান একান্ত নিজের মনে হয়, যখন দেখি অনেক কম ভিউ তখন মনে হয় আমার জন্যই এসব গান বানানো। আহা কবীর সুমন, এতো অদ্ভুত সুর, এতো মায়া কিভাবে এক গানে মিশিয়ে ফেলো।
সুমন কিন্তু অঞ্জন দত্তের সাথে একটা ইন্টারভিউতে বলেও ছিল, " আমার গান খুব বেশি মানুষের জন্যে নয়"। নিজেকে ভাগ্যবান মনে হয় সেই স্বল্প সংখ্যক মানুষের মধ্যে আমিও একজন।
সেটাই দূর্ভাগ্যের। জীবিতকালে সুমন কে বাঙালি গালাগাল করে গেলো । মৃত্যুর পর শুরু করবে আহা উহু উনি কি মহান ছিলেন । ওনার বাংলা গানের পিছনে যা অবদান তাই নিয়ে একটা institution খুলে ফেলা যায়।
@@uttiyadeb7583 আমি সুমনের পাগলা ফ্যান।তবে ব্যক্তি সুমনের অনেক কিছুই ভালো লাগে না।কিন্তু শিল্পী সুমনকে আমি আমার জীবনের শ্রদ্ধার সর্বোচ্চ আসনে রেখেছি। কিছু কিছু মানুষ কে দেখি অযাচিত ভাবেই তার ব্যক্তি জীবন নিয়ে টানাহেঁচড়া করে গালাগাল করে!কষ্ট লাগে খুব দেখলে।
আমাদের পৃথিবীটা খুব ছোট তাই না? দিন দিন ছোট হতে থাকা তোর আমার দুনিয়ায়, খুব কি অসম্ভব একদিন তুই আমার ফেলে যাওয়া খুব নিজস্ব কিছু দেখতে পেয়ে থমকে দাঁড়াবি, ভাববি হয়তো এটা... এটা ওর না? তবে কি ও-ও এখানে এসছিল? দূরত্ব ― দূরত্ব বলে কিছু হয় না, মিলী! তাই যেখানে সেখানে আমার পথ চলার চিহ্ন রেখে যাই, যদি কোনোদিন তুই এই একই জায়গায় পথ ফিরে এসে পড়িস, হয়তো দেখতে পাবি কেউ তোর জন্য যত্ন করে এক টুকরো ভালোবাসা জানিয়ে গেছে। সেদিন না হয় একটা চিঠি দিস, বা তা না হলে অন্য কোথাও, ঠিক এমনিভাবে নিজের কিছু কথা ছড়িয়ে ছিটিয়ে রেখে আসিস। ইন্টারনেটের ব্যস্ত শহরে আমি ঠিক কোনো না কোনো দিন সে ঠিকানার খোঁজ পাবো। দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে হয়তো অচেনা গলির চেনা মানুষটি জানিয়ে যাবে, "ও-হে, একটু আস্তে! যার দুঃখে ঘর ছাড়া হয়েছ, হন্যে হয়ে এ শহর ও শহর ঘুরে বেড়াচ্ছ, জানো কি সে এখানেও এসছিল? তোমার জন্য একটা জিনিস রেখে গেছে, বলেছে কোনোদিন যদি তুমি এ পথ দিয়ে যাও..." চিনে নেবো, চিনতে আমায় হবেই!
সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারি হাতের ছোঁঁয়ায় নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়।। সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারি সকাল স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল!!
"সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমার-ই হাতের ছোঁয়ায়, নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়... সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলে গন্ধে তার-ই সকাল, স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল। সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমার-ই হাতের ছোঁয়ায়, নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়... সে চলে গেলেও নদীতে খেলবে চির পরিচিত জোয়ার ভাঁটা চেনা রাস্তায় একলা একলা তার-ই সংগে আমার হাঁটা সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায়না আসলে কেউ, স্টিমার দিয়েছে দিগন্তে পারি, তীরে ফিরে এল অনেক ঢেউ... সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমার-ই হাতের ছোঁয়ায়, নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়।"
এই কবির সুমন কে আজ মানুষ ভুল বোঝে! আহা তার শিল্প দেখো কি সুন্দর! সে তো তার সম্পূর্ণ কাজ করে গেলেন, আগামী হাজার প্রজন্ম ধরে গবেষণা হবে, সে কি বলে গেলেন আজ! শিল্প যেনো কোনোদিন হেরে না যায়... সবার মনে শিল্প বেঁচে থাক, আর গর্জে উঠুক প্রতিটা generation ধরে!
সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়ায়, নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়। সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারই সকাল স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল। সে চলে গেলেও নদীতে খেলবে চির পরিচিত জোয়ারভাঁটা চেনা রাস্তায় একলা একলা তারই সঙ্গে আমার হাঁটা। সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ স্টিমার দিয়েছে দিগন্তে পাড়ি তীরে ফিরে এল অনেক ঢেউ। সামান্য আটটি লাইনে এতো এতো অনুভূতি আবিষ্ট করেছে, একটা গোটা জীবন তাতে কেটে যায় খুব সহজেই। ভগবান বুঝি এমনই মনুষ্য বেশে লুকিয়ে থাকেন আমাদের মাঝে। 🤍
Respected Sumonda Cigarette ta na dhumpan korle noy.Ami bakthigoto bvabe boli,aomra amo bulo din pate chai.স্পর্শ আমারি হাতের ছোঁঁয়ায় নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়।
”সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়ায়
নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়।
সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারই সকাল
স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল।
সে চলে গেলেও নদীতে খেলবে চির পরিচিত জোয়ারভাঁটা
চেনা রাস্তায় একলা একলা তারই সঙ্গে আমার হাঁটা।
সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ
স্টিমার দিয়েছে দিগন্তে পাড়ি তীরে ফিরে এল অনেক ঢেউ।”
এসব গান একান্ত নিজের মনে হয়,
যখন দেখি অনেক কম ভিউ তখন মনে হয় আমার জন্যই এসব গান বানানো।
আহা কবীর সুমন, এতো অদ্ভুত সুর, এতো মায়া কিভাবে এক গানে মিশিয়ে ফেলো।
সুমন কিন্তু অঞ্জন দত্তের সাথে একটা ইন্টারভিউতে বলেও ছিল, " আমার গান খুব বেশি মানুষের জন্যে নয়"।
নিজেকে ভাগ্যবান মনে হয় সেই স্বল্প সংখ্যক মানুষের মধ্যে আমিও একজন।
@@ridu585 ekdom.
এবং এই গানের কোন স্টুডিও রেকর্ডিং নেই। আহারে জীবন, আহা জীবন!
Why? :'(
সেটাই দূর্ভাগ্যের। জীবিতকালে সুমন কে বাঙালি গালাগাল করে গেলো । মৃত্যুর পর শুরু করবে আহা উহু উনি কি মহান ছিলেন । ওনার বাংলা গানের পিছনে যা অবদান তাই নিয়ে একটা institution খুলে ফেলা যায়।
@@uttiyadeb7583 আমি সুমনের পাগলা ফ্যান।তবে ব্যক্তি সুমনের অনেক কিছুই ভালো লাগে না।কিন্তু শিল্পী সুমনকে আমি আমার জীবনের শ্রদ্ধার সর্বোচ্চ আসনে রেখেছি।
কিছু কিছু মানুষ কে দেখি অযাচিত ভাবেই তার ব্যক্তি জীবন নিয়ে টানাহেঁচড়া করে গালাগাল করে!কষ্ট লাগে খুব দেখলে।
ইলতাতত
Ei gan porer sotabdi te record korbe keuna keu
কয়েক হাজারবার গানটা শুনেছি। বাকি জীবনে আরো কয়েক লক্ষ বার হয়ত শুনব। তবুও পুরোনো হবে না...
সত্যিই তাই
আমাদের পৃথিবীটা খুব ছোট তাই না? দিন দিন ছোট হতে থাকা তোর আমার দুনিয়ায়, খুব কি অসম্ভব একদিন তুই আমার ফেলে যাওয়া খুব নিজস্ব কিছু দেখতে পেয়ে থমকে দাঁড়াবি, ভাববি হয়তো এটা... এটা ওর না? তবে কি ও-ও এখানে এসছিল? দূরত্ব ― দূরত্ব বলে কিছু হয় না, মিলী! তাই যেখানে সেখানে আমার পথ চলার চিহ্ন রেখে যাই, যদি কোনোদিন তুই এই একই জায়গায় পথ ফিরে এসে পড়িস, হয়তো দেখতে পাবি কেউ তোর জন্য যত্ন করে এক টুকরো ভালোবাসা জানিয়ে গেছে। সেদিন না হয় একটা চিঠি দিস, বা তা না হলে অন্য কোথাও, ঠিক এমনিভাবে নিজের কিছু কথা ছড়িয়ে ছিটিয়ে রেখে আসিস। ইন্টারনেটের ব্যস্ত শহরে আমি ঠিক কোনো না কোনো দিন সে ঠিকানার খোঁজ পাবো। দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে হয়তো অচেনা গলির চেনা মানুষটি জানিয়ে যাবে, "ও-হে, একটু আস্তে! যার দুঃখে ঘর ছাড়া হয়েছ, হন্যে হয়ে এ শহর ও শহর ঘুরে বেড়াচ্ছ, জানো কি সে এখানেও এসছিল? তোমার জন্য একটা জিনিস রেখে গেছে, বলেছে কোনোদিন যদি তুমি এ পথ দিয়ে যাও..."
চিনে নেবো, চিনতে আমায় হবেই!
সে চলে গেলেও থেকে যাবে তার
স্পর্শ আমারি হাতের ছোঁঁয়ায়
নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে
দেবদারু তার কপাল নোয়ায়।।
সে চলে গেলেও
হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারি সকাল
স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল!!
কবীর সুমন, আহ! সুমন। বেঁচে থাকার কি যে মানে পেয়েছি তোমার গানে গানে।
1:24 সিগারেট রাখার পর ইম্প্রোভাইজেশনটা !!
কবির সুমনকে এভাবে গান গাইতে দেখে বেশ লেগেছে
Ja bolechhen, pagol kore dey.
শতবার শুনেছি। আরও কতশত বার যে শুনবো। আহ! গান!
পিয়ানো তো নয়, তুলির আঁচড়!
আঁচড় তো কলমের হয়, এতো তুলির টান♥️
এইগুলোও কিছু মানুষের জন্য লিখা, কি অদ্ভুত অন্ধকার মাঝে আলো দেখছি, হা চলে যেতে হবে
"সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমার-ই হাতের ছোঁয়ায়,
নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়...
সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলে গন্ধে তার-ই সকাল,
স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল।
সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমার-ই হাতের ছোঁয়ায়,
নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়...
সে চলে গেলেও নদীতে খেলবে চির পরিচিত জোয়ার ভাঁটা
চেনা রাস্তায় একলা একলা তার-ই সংগে আমার হাঁটা
সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায়না আসলে কেউ,
স্টিমার দিয়েছে দিগন্তে পারি, তীরে ফিরে এল অনেক ঢেউ...
সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমার-ই হাতের ছোঁয়ায়,
নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়।"
ওহে ধ্রুব তারা তুমি জ্বলে থেকো, নইলে আমার এই মধ্যবিত্ত বাংালী মনটা যে বুড়িয়ে যাবে, ভালবাসা ভুলে যাবে চেনা শহরে চেনা মানুষের চেনা জীবনের টান।
❤️❤️❤️❤️
সুমনের গানের কাঙাল আমি ।
গত 25 বছর আমার কিশোর বয়স থেকে আজ পর্যন্ত সুমনদা একই রকম প্রিয়। আপনার গান আমার কাছে এক ধরনের জীবনবোধ।
সিগারেট রেখে ঐ ইম্প্রোভাইজেশন, স্মরণের টানে লাইনটা গাইতে গিয়ে প্রতিবার ভুল করে ঐ নির্লিপ্ত হাসি...সঙ্গীতের সাথে এই প্রেম-আদর...শতাব্দীপারের আখ্যান।
Erakom aro kato je madhur srishti record karen nai ke jane!???
I live on SUMAN the great!!!
স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল!
আহা ❤️☺️
শুধু সুমন পারে !! ❤️
"স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল"
এই কবির সুমন কে আজ মানুষ ভুল বোঝে! আহা তার শিল্প দেখো কি সুন্দর! সে তো তার সম্পূর্ণ কাজ করে গেলেন, আগামী হাজার প্রজন্ম ধরে গবেষণা হবে, সে কি বলে গেলেন আজ! শিল্প যেনো কোনোদিন হেরে না যায়... সবার মনে শিল্প বেঁচে থাক, আর গর্জে উঠুক প্রতিটা generation ধরে!
আমার প্রিয় মানুষ চলে গেছে। আজ আপনার গানে তাকে যেন ফিরে পেলাম।
সামান্য এক স্মরণের টানে,সামান্য এক মহুর্ত হবে অনন্তকাল ❤️
আহা, ব্রো ❤
@@dewantahmid95 ব্রো গানটা এখন শুনতেছি। তুমিও শুনে যাও
@@dewantahmid95 ব্রো আরেকবার শুনে যাও।
এটা একটা আততায়ী গান! 🤗💕
Apnake nia jei ja boluk sir apni akjon oshadharon shilpi ♥️♥️ pronam sir ..
এক অদ্বিতীয় কবীর সুমন।। 💓💓💓
You are a Gem ❤❤❤
স্মরনের টানে সামান্য এক মুহুর্ত হবে অনন্তকাল..... (অনবদ্য তুলনাহীন)
সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ
বাংলাদেশ থেকে। ❤
Osadharon Composition n Piano Playing.... Apnake janai.. Onek onek Sroddha r Bhalobasha...
স্মরণের হাত ধরে সামান্য এক মুহুর্ত হয় অনন্তকাল। ❤❤❤❤❤
This is also 11th July.But it is 2023.So what! Kabir Suman composed it today.
সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমার হাতের ছোঁয়ায়...♥️
Aaha.... osadharon silpi
Onk valobaser gan...... Jani take chole jete e hbe
আমি ভাগ্যবান, আপনার গান শুনতে পাই।
কি পেলব কত আদর কি আরাম......
আহা
Pure nostalgia
এসব গান আমাকে পুরিয়ে দেয়, জ্বালিয়ে দেয়। আমি পুরতে চাই আরো আরো। আসলে কেউতো যায় না।
আহা!! কি মধুর!! 🥺
হার্টবিট বাড়ে আর কমে 😔😶💔💘
Aha ki osmanyo composition. Apnar sparsho dirghojibi hok.
কেন যে এই পোড়াদেশে জন্মালে !
আহা!👌👌💐💐
খুবই সুন্দর গানের কথা গুলো শুনে হৃদয়ে ছুঁয়েছে। ❤️❤️❤️❤️❤️
হৃদয় ছুঁয়ে যায়।
একটা বাঘ গান গাচ্ছেন...
এই গান কি আর কারো দ্বারা সম্ভব??? কবির ই পারে খালিl
এ গানটি স্টুডিও রেকর্ডিং করতে পারতেন বা সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়ে গাওয়াতে পারতেন...
গান না কি যাদু! 🇧🇩 থেকে।
অসাধারণ শিক্ষক ❣️❣️❣️
এই হচ্ছে বেঙ্গল টাইগার। 🙏🙏🙏
গানে গানে বিপ্লব !
সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়ায়,
নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়।
সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারই সকাল
স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল।
সে চলে গেলেও নদীতে খেলবে চির পরিচিত জোয়ারভাঁটা
চেনা রাস্তায় একলা একলা তারই সঙ্গে আমার হাঁটা।
সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ
স্টিমার দিয়েছে দিগন্তে পাড়ি তীরে ফিরে এল অনেক ঢেউ।
সামান্য আটটি লাইনে এতো এতো অনুভূতি আবিষ্ট করেছে, একটা গোটা জীবন তাতে কেটে যায় খুব সহজেই। ভগবান বুঝি এমনই মনুষ্য বেশে লুকিয়ে থাকেন আমাদের মাঝে। 🤍
এমন অমূল্য রতনের স্রষ্টা ❤️
Shanti neme elo buk-e.
Osomvob priyo Akta gaan😘
কি অসাধারণ গান!!!!
অবিনশ্বর!🤍
গানে-কথায়-সুরে রুপ দিলেনঃ
চোখের মাঝে নব দৃষ্টি
বুকের মাঝে বিষাদানন্দ
Darun Darun ..
You didn't upload anymore video video.😔
তাই বুঝি?
তুবে হামি র দকার নাই🤷♀️💕
Oh Suman Sir ♥
গায়ক নন উনি হৃদয়ের হানাদার
এইজন্যেই সুমন নচির চেয়ে better.
অসাধারন
মুগ্ধ করা গান .......
আপনার কণ্ঠে শোনার পর আর কারও কণ্ঠে এ গান ভালো লাগেনা।
সে চলে গিয়েছে ,,তবুও যায়নি আমার ভেতরভ থেকে গেছে তার নাম ,,মুহুর্ত,
"যেমন যায়না আসলে কেউ........" 🙃
27.07.23
Is this song ever recorded or not?! If it's recorded then where's available for download?!
Not recorded, but he has sang it on many live concerts.
Danobiyo prativa er protifolon... ❤
Legend
RUclips ek samay ei video muchhe debe, gaan ta mone roye jabe, kothao recorded nei.
Muchhe debe kano?
তাকে আর কিছুতে ফিরাতে পারলাম না 😥😥😥😂😂😂
আমিও.. জানেন
@@sourathghosh9586 সব কপাল দাদা 😥😥😥!
সে তো আমার সাথেই থাকে।
ফিরবে কোথায়? আমার মধ্যে ই সে!
সুমন তো বলেই দিয়েছেন।
অনেক ভালোবাসা শিল্পী.. অনেক শ্রদ্ধা 🙏🙏🙏
অসামান্য
Respected Sumonda Cigarette ta na dhumpan korle noy.Ami bakthigoto bvabe
boli,aomra amo bulo din pate chai.স্পর্শ আমারি হাতের ছোঁঁয়ায়
নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে
দেবদারু তার কপাল নোয়ায়।
Anima, ami sunchi
এই লেখা আর কে লিখবে ❤️
Fire asho plz
Ei ganer lyricisist ke ??
সুমন নিজেই
Sumoner Gaaner Sporsho shortader kache Chirokal Thakbe.
Isn't this inspired by Spring Waltz of Chopin?
❤❤❤
🙏❤️
💜
♥️♥️
Meow
❤
ruclips.net/video/VaCCsKqwNDE/видео.html
Amar ekta chhotto procheshta.. Shune bolben kemon laglo..
♥️