Weekend Classics Radio Show | Kazi Nazrul Islam | কাজী নজরুলের বাংলা গজল | Kichhu Galpo, Kichhu Gaan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 694

  • @santanukayal4075
    @santanukayal4075 4 года назад +85

    এমন একজন কবি, এমন একজন গীতিকার, এমন একজন সুরকার আর সর্বোপরী এমন একজন মানুষ যার বিকল্প না কোনোদিন ছিল আর না কোনোদিন হবে।
    আমার প্রিয় নজরুল, প্রণাম নিও।

  • @Unknown_Akshu
    @Unknown_Akshu 3 года назад +15

    সাধারণ মানুষের সুখদুঃখ নজরুল ইসলাম খুবই ভালো বুঝতেন । আর উনি যে অসাধারণ সুর গুলি তৈরী করেছিলেন তা অবিশ্বাস্য ।

  • @ASHOKKUMAR-pi5xl
    @ASHOKKUMAR-pi5xl 4 года назад +89

    এ এক অপরুপ মন ও প্রানের মানুষ।যার মধ্যে নাই কোনো ভেদাভেদ।সকলেই এক
    "মোরা একি বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান
    মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রান"
    এক ভালোবাসার অমর কবিতা।
    তুমি অমর হয়ে থাকবে যতদিন মানুষ আছে।

    • @drhemel
      @drhemel 2 года назад +6

      শুধু এমন মানসিকতার রাজনীতিবিদ যদি আমাদের থাকত এই উপমহাদেশ অন্য রকম হোত। তার মন মানসিকতা সর্বোপরি তাঁর গান কবিতা গদ্য এতই ভার্সেটাইল, তিনিই অনন্য।

  • @biddrohibiddrohi6798
    @biddrohibiddrohi6798 4 года назад +12

    নজরুলের গান আপনাদের কাছে আরো প্রত্যাশা করি।
    উনি আর রবি ছাড়া আমার জগৎ অচল! আপনারা যারা নজরুলকে ভারতে ছড়িয়ে দিচ্ছেন, তাদের হৃদয় থেকে সালাম!

  • @pabitrakumarpaul699
    @pabitrakumarpaul699 2 дня назад

    অসাধারণ প্রতিভাবান। সশ্রদ্ধ প্রণাম জানাই এই মহান কবিকে 🙏🙏🙏🌹💐❤️❤️❤️

  • @kumardebu10
    @kumardebu10 7 месяцев назад +1

    বাংলা সাহিত্যের এবং বাংলা গানের এক প্রবাদপ্রতিম গীতিকবি কাজী নজরুল ইসলামের কিছু অসাধারণ কালজয়ী স্মরণীয় বাংলা গজল!
    বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি শিল্পীদের অসাধারণ এবং অনবদ্য গায়কী স্মরণীয় গান গুলি'কে কালজয়ী ও চিরস্মরণীয় করে তুলেছে।
    বিশ্ব মানবতার বিদ্বগ্ধ প্রিয় কবি কাজী নজরুল ইসলাম এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা এবং শতকোটি প্রণাম।♥️🙏

  • @faizulhassan8883
    @faizulhassan8883 4 года назад +20

    এমন একজন কবি, গীতিকার,সুরকার , এমন শব্দ চয়ন যা কাজী নজরুল ইসলাম কে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যার তুলনা শুধু তিনি নিজেই। নজরুল কারো মত নন, কেও নজরুলের মত নয়। তাঁকে আমরা যা খুসি বানাতে পারি, শ্যামা সঙ্গীত, শুনে হিন্দু, ইসলামী গান শুনে মুসলমান, আবার কখনও বিদ্রোহী, প্রেমের গান শুনে প্রেমিক, কিন্তু তিনি কি তা ঠাহর করতে পারিনা। আসলে তিনি একজন পূর্ণ মানুষ, মানবতার পূজারী, ভালোবাসার পূজারী, জগতের সমস্ত সৃষ্টির প্রতি ভালোবাসা না থাকলে গভীর অনুভূতি না থাকলে এবং ভাষার উপর দখল না থাকলে এ সব সৃষ্টি করা যায় না । উপরন্তু গভীর অনুধাবন , অনুসন্ধিৎসু মন, গভীর চিন্তা ও পড়াশুনা সঙ্গে তাঁর মেধার মিশ্রণ (যা ঈশ্বর প্রদত্ত) যা তাঁর লেখায় বৈচিত্র্য এনেছে। বাংলা গজল এক অনন্য সৃষ্টি এবং তিনিই পথপ্রদর্শক। সারেগামা বাংলা কে অসংখ্য ধন্যবাদ এমন একটা সংকলন উপস্থাপনা করার জন্য সঙ্গে উপড়ি পাওনা প্রতিটি গজলের একটি ভাষ্য বিবরন।

    • @nanibhowmik7918
      @nanibhowmik7918 3 месяца назад

      সত‍্যি তাই উনার জ্ঞানের পরিধ যে ঈশ্বর প্রদত্ত অস্বীকার করা যাবেনা। আমাদের সনাতন ধর্মীয় ভজন র্কীতন শ‍্যামা সঙ্গীত বেশিরভাগ উনার সৃষ্টি। যা আমি ভাবতে গেলে ভেবে কূলকিণারা খুজে পাই অশ্রুসিক্ত হয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস ভগবান উনার বিদেহী আত্মার সদগতিই করেছেন।

  • @emonsheikh8201
    @emonsheikh8201 Год назад +2

    নজরুলের গানের সাথে হয়তো স্বর্গের একটা যোগ আছে। নজরুল সংগীতে তন্ময় হওয়া মানে স্বর্গে পরিভ্রমণ । weekend classics এর প্রতি কৃতজ্ঞতা এমন সুন্দর আয়োজনের জন্য।

  • @mostakimhasan8349
    @mostakimhasan8349 5 лет назад +17

    হে দরবেশ নজরুল তোমার প্রতি সালাম ও অনেক ভালোবাসা। খোদা'র দরুদ আপনার ওপর।

  • @nazmulhasannayembiswas7832
    @nazmulhasannayembiswas7832 5 лет назад +28

    ভাবতেই ভালো লাগে যে এই এপিসোডটি আরো অসংখ্যবার শুনতে পারবো যতদিন বেঁচে আছি। Saregama Bengali কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

  • @AbdulHakim-id3ri
    @AbdulHakim-id3ri 4 года назад +11

    নজরুল শুধু বাংলাদেশের কবি নয়,সারা দুনিয়ার নীপিরিত মানুষের ও সাম্যের কবি।রাসুল প্রেমিক কবি।তিনি বাংলার বুলবুল আমাদের প্রিয় কবি।

  • @alhajtafique6143
    @alhajtafique6143 2 года назад +5

    দারুণ চমৎকার প্রেজেন্টেশন। অনেক অনেক ধন্যবাদ। প্রেমের কবি বিরহের কবি আনন্দের কবি বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম। যতদিন পৃথিবী থাকবে মানুষ থাকবে তত দিন মানুষের হৃদয়ে থাকবে বাংলাদেেশের তথা বাংলার জাতীয় কবি নজরুল ইসলাম।

  • @বাংলারমুখbanglarmukh
    @বাংলারমুখbanglarmukh 3 года назад +10

    অসাধারণ❤️এক জীবনদর্শন হলেন নজরুল ইসলাম। নিজের জীবন সংগ্রাম ই যাঁর লেখনীর উপজীব্য।
    আমির খসরু, মির্জা গালিব এর বাংলা ভারসান নজরুল ইসলাম।❤️

  • @alamgirislam7950
    @alamgirislam7950 5 лет назад +29

    সারাগামাকে অসংখ্য ধন্যবাদ নজরুলের অবিস্মরণীয় গান গুলো নতুন করে পরিবেশন করার জন্য।

  • @nazrulislam6542
    @nazrulislam6542 6 лет назад +16

    অনেক ধন্যবাদ আজ জানলাম বাংলা গজল সম্রাট নজরুল, উনি বেঁচে আছেন থাকবেন

  • @asmabintekader9431
    @asmabintekader9431 Год назад +1

    আহ!
    ভীষণ ভাবে আপ্লূত হই।
    যতো শুনি ততোই মুগ্ধ হয়ে যাই।
    ভালোবাসার এমন মহতী কথা এতো রোমান্টিকতা আর হৃদয় হরণ করা এতো উচ্চ দরের চিন্তা আর কারও চিন্তায় আছে কি-না আমার জানা নেই।
    শিল্পী ও কবির প্রতি সশ্রদ্ধ সালাম রইলো।

  • @abdurrauf5067
    @abdurrauf5067 2 года назад +8

    শত সহস্র শ্রদ্ধা ও ভক্তি রইল জাতিয কবি কাজী নজরুল ইসলাম এর প্রতি। মহান আল্লাহ পাক আপনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

  • @polichatterjee5760
    @polichatterjee5760 5 лет назад +27

    নজরুলগীতি আমার প্রান, আমার ওনার গানের বিচার খমতা নেই ।আমি শুধু জানি নজরুলগীতি আমার প্রান, নজরুলগীতি আমার ভালোবাসা ।কবি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই ।

  • @bestofcomedy3711
    @bestofcomedy3711 3 года назад +5

    কবি কাজী নজরুল ইসলামের গান শুনে মনে শান্তি পায়! আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা!

  • @maladas5880
    @maladas5880 2 года назад +1

    অসাধারণ এক কবি কাজী নজরুল ইসলাম।তার কোনো তুলনা হয় না। তার চরণে প্রনাম জানাই।

  • @sawpanchandradashsawpan5750
    @sawpanchandradashsawpan5750 3 года назад +1

    ধন্যবাদ সারেগামাকে এমন সুমধুর গানগুলো উপহার দেবার জন্য।

  • @nasrummubin2345
    @nasrummubin2345 3 месяца назад +1

    অবিশ্বাস্য! একটা ও নেগেটিভ কথা বা কমেন্ট নেই!!
    প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টিকর্তার কাছে কতটা কবুল এতেই বুঝা যায়।
    ধন্যবাদ সারেগামা কারমা+সকল শিল্পী+কলাকুশলী।
    ❤❤❤

  • @abulkhayer1156
    @abulkhayer1156 2 года назад +4

    নজরুলগীতির কথা সুর ছন্দ তাল লয় অনুপম।বাংলার শ্রেষ্ঠ সঙ্গীত

  • @jahedahmed1600
    @jahedahmed1600 4 года назад +5

    খুব ভালো লাগলো । অভিনন্দন ও ধন্যবাদ সারেগামাকে।

  • @abdullahalmasud7663
    @abdullahalmasud7663 4 года назад +16

    এ যেনো অদ্ভুত অসামান্য উপহার কিছুক্ষনের জন্য কোথাও যেন হারিয়ে গেলাম, ধন্যবাদ

  • @md.ashraffhossain5355
    @md.ashraffhossain5355 5 лет назад +73

    কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলামের গান আজকের দিনে খুব বেশি অনুভব করছি। যা মানুষকে শান্তি ও স্বস্তি দেয়।

  • @mdmahabuburrahman8803
    @mdmahabuburrahman8803 5 лет назад +40

    কি সৃষ্টি করে গেছেন কাজী নজরুল ইসলাম। অসাধারণ অসাধারণ অসাধারণ!!!

  • @mnazrulbiswas242
    @mnazrulbiswas242 4 года назад +10

    বিনম্র শ্রদ্ধা হে বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম।

  • @hiranmoypaulofficial
    @hiranmoypaulofficial 6 лет назад +27

    অনেক অনেক ধন্যবাদ সারেগামাকে এধরনের একটা অসাধারণ নজরুল গজলের কালেক্সনের জন্যে। শুনে মন ভরে গেল।

  • @mahabubmollah9337
    @mahabubmollah9337 4 года назад +10

    জয় গুরু, জয় শাহ্ সুফি কাজী নজরুল ইসলামের জয় এই অধমের ভক্তি 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @salahuddin1108
    @salahuddin1108 5 лет назад +37

    কাজী নজরুল ইসলাম আমাদের গর্ব আমাদের অহংকার বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আমাদের জাতীয় কবি ,উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

    • @taifhasanratul4218
      @taifhasanratul4218 3 года назад +1

      কাজী নজরুলের প্রত্যেকটি গান মানব জাতির জন্যএকেকটি উপহার স্বরুপ। যা উন্নতি ঘটাতে পারে মননশীলতার। বহু প্রতীভার অধিকারী এই শিল্পী খুব অল্প দিনই লিখতে পেরেছিলেন আমাদের জন্য।

  • @habibuzzamanshikdar1862
    @habibuzzamanshikdar1862 4 года назад +9

    চমৎকার উপস্থাপনায় সময়টা আরও উপভোগ্য হয়ে উঠেছে। গানগুলোর সৌন্দর্য আকাশ ছুয়েছে।

  • @tapaspaul.5280
    @tapaspaul.5280 4 года назад +92

    নজরুল হিন্দু মুসলিম পার্শী খৃষ্ঠান কোনো পন্থী নন উনি মানব পন্থী, ভালোবাসাই(মানুষকে) তাঁর একমাত্র ধর্ম , উনি শ্রষ্টা শতাব্দীর শ্রেষ্ঠ কবি ও গীতিকার উনি গুল বাগিচার বুলবুলি ,তাঁর প্রকৃত মুল্যায়নের জন্য আমাদের আরও অনেক অনেক বেশি করে তাঁর সৃষ্টির মধ্যে ডুব দিতে হবে ৷

    • @habibuzzamanshikdar1862
      @habibuzzamanshikdar1862 4 года назад +1

      ধন্যবাদ আপনাকে।

    • @drhemel
      @drhemel 2 года назад +1

      ঠিক বলেছেন।

    • @tapanbikashsaha4254
      @tapanbikashsaha4254 2 года назад +2

      কবি নজরুল ইসলাম শ্রেষ্ঠ বাঙ্গালী দের মধ্যে অন্যতম মহামানব।

    • @prasenjitpal6242
      @prasenjitpal6242 2 года назад

      @@drhemel ml kgpl0p

    • @Devil-nd9cd
      @Devil-nd9cd 2 года назад

      ওনি সুফিবাদ এ বিশ্বাসী
      কোনো ধর্ম সাম্প্রদায়িক নন
      আর ধর্ম হচ্ছে মানব ধর্ম
      যেমন সুফি মঈনুদ্দিন খাজা চিশতি রহঃ

  • @popularclinicrajbari6213
    @popularclinicrajbari6213 6 лет назад +4

    ধন্যবাদ সারেগামাকে এধরনের অসাধারণ নজরুল গজলের কালেকশনের জন্যে

  • @NazrulIslam-wz5te
    @NazrulIslam-wz5te 4 года назад +13

    অসাধারণ সব বাংলা গজল।
    কবিকে হাজারো সালাম।

  • @sushilbarman7268
    @sushilbarman7268 2 года назад +4

    যত দিন বেচে থাকব যেন এই রকম গান শুনতে পাই

  • @minulislam1416
    @minulislam1416 6 лет назад +55

    আসাধারণ কথা ও সুর!! সাবাস নজরুল!
    প্রিয় কাজী নজরুল ইসলাম,
    ........ তুমি প্রেমের কবি, .......... রোমান্টিক কবি ....... ভালবাসার জয়গান তোমার কথায় ও সুরে।
    তুমি আমাদের মাঝে চিরদিন বেঁচে থাক, এই মিনতি আমাদের।
    সা রে গা মা কে ও ধন্যবাদ গানগুলো আবার আমাদের কাছে পৌছে দেয়ার জন্য।

    • @mahbubalam2042
      @mahbubalam2042 6 лет назад

      Minul Islam -

    • @rajabhattacharya2139
      @rajabhattacharya2139 3 года назад

      Exception is always a exception.Gift we received from all areas he covered is a blessing bestowed on us.

  • @nahidbadsha762
    @nahidbadsha762 3 года назад +3

    উচ্চ চিন্তার সুর বাজছে তোমার গলায়ে, নজরুল তোমারো ভাবনার দুয়ারে আটকে রয়েছি মোরা ভাষার প্রেমে মগ্ন হয়ে আপন হৃদয়ে।

  • @krishnakanta3735
    @krishnakanta3735 3 года назад +18

    এঁদের মধ্য দিয়েই সর্বশক্তিমানের ছোঁয়া আমরা পেয়ে থাকি। সহস্র সেজদা রইল
    কাজী সাহেব কে। ওঁং শান্তি শান্তি শান্তি।

    • @gulammohammad2418
      @gulammohammad2418 2 года назад +2

      A love of heart feeling untold love story .his life goes with the legendary song of the world

  • @israilkhan668
    @israilkhan668 4 года назад +3

    বারে বারে শুনি , আর শুনি । মন ভরে না । এমন ক্লাসিক আনন্দ আর কিছুতে হয় না ।

  • @azizdewan5898
    @azizdewan5898 2 года назад +1

    অসাধারণ! অসাধারণ! অসাধারণ!!!

  • @gaosulhaque9687
    @gaosulhaque9687 6 лет назад +103

    মনে কতটা কষ্ট থেকে উনি এগুলো লিখেছিলেন, আর সেগুলোই হয়ে গেলো ইতিহাস সেরা হামদ- নাত ! আল্লাহ আমাদের জাতীয় কবি কে বেহেশত নাজিল করুন, আমীন।

    • @umamukherjee1077
      @umamukherjee1077 3 года назад +6

      🙏🙏🙏a
      আমি একজন 🙏নজরুল গীতি🙏 শিল্পী। ওনার গান পরিবেশন করার আগে মন শ্রদ্ধায় ভরে যায়।চোখ জলে ভরে যায়।❤️❤️❤️

    • @tapanbikashsaha4254
      @tapanbikashsaha4254 2 года назад

      এখানে আল্লাহ ও বেহসতর কোন প্রয়োজন ছিলো না। এগুলো র উত্তর উনি আগেই দিয়ে গেছেন।

    • @samimsk-su5qq
      @samimsk-su5qq 2 года назад

      নজরুল ইসলাম আমাদের ভারতিয় কবি হয়ে বাংলাদেশের জাতিয় কবি হয়ে গেল কেনো।

    • @firozahmedht
      @firozahmedht Год назад +2

      ​​@@samimsk-su5qq কারণ ওনার সম্মান বাংলার মাটিতেই রয়েছে,হিন্দুস্তানের মাটিতে নয়।

  • @mohasinmia8702
    @mohasinmia8702 6 лет назад +112

    কবি নজরুল ইসলামের গান আত্মাকে ছুঁয়ে যায়। কালেকশনটির জন্য অনেক ধন্যবাদ আপনাদের। বিশেষ করে প্রত্যেকটি গানের পূর্বে গানের শুরুর দিকটা, এক কথায় অসাধারন.... কৃতজ্ঞতা জানাই আপনাদের

    • @AhsanHabib-rr4fe
      @AhsanHabib-rr4fe 3 года назад +2

      চমৎকার চমৎকার চমৎকার কালেকশন।এটাই বেষ্ট নজরুল গীতির কালেকশন।

    • @gawsiaquadery7246
      @gawsiaquadery7246 3 года назад

      11

    • @md.abujafar1638
      @md.abujafar1638 2 года назад

      স্ত্রীকে পাশে নিয়ে শুনছি।
      অপূর্ব নজরুলের গজল!

  • @akmkarim1
    @akmkarim1 6 лет назад +19

    প্রিয় Saregama Bengali; আমার মনে হয় আপনি নিশ্চয়ই এক জন বাংগালী, আমিও একজন বাংগালী, বাংলাদেশি। আজ ৩৭ বছর আমেরিকা প্রবাশী। আপনার পোষ্ট দেওয়া বহু গান আমি শুনেছি, এখান থেকে নামিয়ে আমার হার্ড ড্রাইভে সংগ্রহ করেছি অনেক। অবসরে শুনার জন্য। আজকের এ মহা মূল্যবান পোষ্টটিও নামিয়ে সংগ্রহ করে রাখলাম। ধন্যবাদ এই মুল্যবান গানগুলো আমাদের নতুনভাবে উপহার দেয়ার জন্য। আমি মুগ্ধ এই গান গলো শুনে। আপনি দীর্ঘ জীবি হউন প্রার্থনা করি মংগলময়-এর কাছে।

    • @jahangirbiswas378
      @jahangirbiswas378 6 лет назад

      অসাধারন!

    • @manickchandrarudra6708
      @manickchandrarudra6708 4 года назад

      Kabi Nazrul a mar priya kabi tar Gan Ami bhalobasi at tar bidrohi kabitaguli o amer khub bhallo mage .

  • @ooooooooo7236
    @ooooooooo7236 4 года назад +6

    নজরুল ইসলামের এইগান গান গুলো খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব ভালো লাগল

  • @aminsiddik9389
    @aminsiddik9389 6 лет назад +17

    বকুল চাপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে...😍

    • @nullsquad4295
      @nullsquad4295 5 лет назад +1

      হ্রদয় ছোয়ে যায়,,,গজলটি,,,

  • @mdarifrasul1480
    @mdarifrasul1480 5 лет назад +54

    যুগের বিস্ময় হল কাজী নজরুল ইসলাম | দরিদ্রতা সত্যেও তার পুরো জীবনটা অনন্য বৈচিত্রে ভরপুর

  • @26621255
    @26621255 4 года назад +8

    ইসলাম শব্দের দ্যোতক "শান্তি" ... নজরুল ... তাঁর প্রবন্ধে জাতের বজ্জাতি কেই উল্লেখ করেছেন ... আজও স্মর্তব্য ... গানের সুর ও শব্দ প্রক্ষেপন মনকে শান্ত করে ... আপামর বাঙালীর কাছে ... চিরকাল উনি "ইসলামী" ... হয়েও বাঙালী ।

    • @bazlur-Vancouver
      @bazlur-Vancouver 4 года назад

      Uni Islami ganer theke beshi shyma songeet likhechen. ei shilpi tar sommondhe bhalo jane ebong ekhonkar sob theke bhalo gayok.ruclips.net/video/nygPkf7VkKs/видео.html

    • @26621255
      @26621255 4 года назад

      @@bazlur-Vancouver বাজলুর সাহাব , গুস্তাকি মাপ করবেন ... আপনার উল্লেখিত "শিল্পীটার" শব্দচয়নে ... ওটা "শিল্পীর" হলেও আপত্তি করবো না ... শিষ্টাচার ও সৌজন্য ... বিশেষ করে একজন আন্তর্জাতিক বাঙ্গালীকে সম্বোধনে আমাদের সজাগ থাকতে হবে ...

    • @gulammohammad2418
      @gulammohammad2418 2 года назад

      Ok

  • @md.didarulhasan7688
    @md.didarulhasan7688 4 года назад +5

    We Bangali are really talent,Kazi Nazrul Islam was and is one of them,thank you very much for this presentation.I am Hasan from Bangladesh

  • @mdrafiqulislam1806
    @mdrafiqulislam1806 7 месяцев назад +1

    খুব সুন্দর😊😊😊

  • @biplabthander9924
    @biplabthander9924 2 года назад +1

    নজরুলের ভক্তিগীতির ভক্ত ছিলাম কিন্তু তার গজলের ও ফ্যান হয়ে গেলাম।

  • @manjulchowdhury7218
    @manjulchowdhury7218 4 месяца назад

    আমার সবচেয়ে প্রিয় কবি এই নজরুল যার কথাগুলি গান হিসাবে মনে ঝড়ে পড়তে থাকে। আজ তাকে আমার অবাধ্য উলঙ্গ ভালবাসা ছাড়া কিছুই নেই!!!

  • @sajjadhassan2573
    @sajjadhassan2573 2 года назад +1

    Kazi nazrul islam is the our inspiration to protest against injustice

  • @alamin7197
    @alamin7197 6 лет назад +7

    খুব ভালো লাগে এই সংকলনটি। প্রায়সময়ই শুনি এই গানগুলো.......সা রে গা মা বাংলা ইউটিউটব চ্যানেলকে অনেক ধন্যবাদ

  • @rashidulalom146
    @rashidulalom146 4 года назад +3

    মন নাচে প্রাণ নাচে প্রিয় কবির গান শুনে..........

  • @md.abdulwadud3992
    @md.abdulwadud3992 11 месяцев назад

    গজল-সম্রাট নজরুল > অসাধারন ! অসাধারন! মোঃ আব্দুল ওয়াদুদ

  • @pranabbhattacharyya889
    @pranabbhattacharyya889 2 года назад +1

    নজরুল নজরুল ই। এক অসামান্য গীতিকার

  • @5a02aahanpattanayak4
    @5a02aahanpattanayak4 Год назад

    Superb collection, amar priyo kazi nazrul Islam

  • @-letslearn6022
    @-letslearn6022 4 года назад +11

    আমি সব থেকে নজরুল ইসলামের গজল পছন্দ করি

  • @reacticity
    @reacticity 2 года назад +2

    আমাদের অসাম্প্রদায়িকতার খুঁটি 🌼

  • @prafullamukhopadhyay8424
    @prafullamukhopadhyay8424 3 года назад +6

    হে মহান কবি লহ প্রণাম। ধন্যবাদ "সারেগামা"কে।

  • @daliamallick167
    @daliamallick167 4 года назад +11

    An extraordinary collection from Saregama, eager to witness more songs of devotional, romantic etc of Kazi Saheb.

  • @MuhiburRahmanMoznu
    @MuhiburRahmanMoznu 6 лет назад +27

    কাজী নজরুল ইসলাম ই বাংলার আপামর জনগণের কবি যার অসাধারন কৃতিত্বের সাক্ষর এই গজল যা মন ছুয়ে যায় যে কারো।

  • @supriyasaha5963
    @supriyasaha5963 4 года назад +1

    Ki asaadharan surer...modiraate beshe jawoa… bar bar sunchi
    NAZRUL ISLAM all regards

  • @laizukhan5200
    @laizukhan5200 4 года назад +13

    আল্লাহ নজরুল ইসলামকে শান্তিতে রাখো।🇧🇩🇧🇩🇧🇩

  • @md.shihaduzzamanshohagh5447
    @md.shihaduzzamanshohagh5447 4 года назад +3

    সংগীতে নজরুলই সেরা সর্বকালের।

  • @pradyutmal2586
    @pradyutmal2586 6 лет назад +21

    **বল বীর বল উন্নত মম শির**..... দুর্দান্ত 👌👌

  • @shubhabhaduri7472
    @shubhabhaduri7472 3 года назад

    Awesome--- শুভ কুমার ভাদুড়ী

  • @aliaznabi7072
    @aliaznabi7072 5 лет назад +15

    গুরু নজরুলজীর লেখা গজলের ভাষা ও সুরের মধুরতা হৃদয়কে মুগ্ধ করে।

    • @moinuddinahmed4568
      @moinuddinahmed4568 2 года назад

      Kazi Nazrul Islam is the greatest musitian hero of fhe world

  • @mustafahasanchowdhury2755
    @mustafahasanchowdhury2755 5 лет назад +50

    'দরবেশ কাজী নজরুল ইসলাম তোমায় ভালোবাসি'।

  • @taslimaakter-kh4wy
    @taslimaakter-kh4wy 5 лет назад +9

    নজরুল ইসলাম মানেই হচ্ছে অসাধারণ ।

  • @sabitachakraborty6255
    @sabitachakraborty6255 2 года назад +2

    Very nice collection thanks

  • @shohelahmed1258
    @shohelahmed1258 5 лет назад +22

    কবি নজরুল ইসলামই ছিলেন বাংলার শ্রেষ্ট লেখক!

  • @masudparvas5469
    @masudparvas5469 4 года назад +2

    For the world Nazrul islam is someone but for BANGLADESH and all banggali he is the world....salute u great Poet...

  • @ChintamaniChakraborty-g4g
    @ChintamaniChakraborty-g4g 7 дней назад

    আমার খূদা পুরান কবি। আমার রাত্রি জাগান কবি।হে কবি তুমি যুগেযুগে ফির এসো এ লতায়।

  • @carmanstudio6367
    @carmanstudio6367 3 года назад +9

    The one n only Nazrul 🙌🙏🙏🙏 hat's off to you 🙌🏻🙌🏻🎩🎩🎩RIP you will live in our hearts forever 💚💚💚

  • @pijushkantisaha9119
    @pijushkantisaha9119 2 года назад +2

    অসাধরন গজলগুলো।

  • @imransk9024
    @imransk9024 4 года назад +11

    মহাবিদৌহী,রন ক্লান্ত, নজরুল ইসলাম সেই দিন, হবে শান্ত, আমি দোয়া করি আল্লাহ তায়ালা যেন তিনাকে, বেহেস্তেও, দান করেন, নজরুল ইসলামের লেখা, রয়েছে অনেক, কাব্য, যেমন,সাম‍্যবাদি,ভাঙারগান,ফনিমনোসা,বিশেরবাসী, অনেক গান ও, ইসলামিক গজল রেখেছেন, তার অসাধারণ কাব্য ভান্ডার রয়েছে

    • @Shongshoy-Listener
      @Shongshoy-Listener 3 года назад +1

      ভাই, আল্লাহ তাহাকে কিভাবে বেহেস্ত দিবেন? আল্লাহ ত কবিতা ও সমস্ত সঙ্গীত কে হারাম করে দিয়েছেন!

  • @tamsurhossain5072
    @tamsurhossain5072 4 года назад +25

    নজরুল সব্যসাচী। যেখানে হাত দিয়েছেন সোনা ফলেছে।

  • @khurshedalam9973
    @khurshedalam9973 7 месяцев назад

    অনেক চমৎকার চেনেল।
    মন থেকে দোয়া রইল, যাতে চীর দিন এই চ্যানেলের পরিচালনা চলমান থাকে।

  • @holysoundsbd
    @holysoundsbd 6 лет назад +228

    ভাবতেও অবাক লাগে এই মানুষটাকেই কিনা কতিপয় লোকেরা হিন্ধুপন্থী কবি বলত !!! মনে কতটা কষ্ট থেকে উনি এগুলো লিখেছিলেন, আর সেগুলোই হয়ে গেলো ইতিহাস সেরা হামদ- নাত ! আল্লাহ আমাদের জাতীয় কবি কে বেহেশত নাজিল করুন, আমীন।

    • @NazirAhmed-lo1xz
      @NazirAhmed-lo1xz 6 лет назад +1

      Islamic TV Pro মুশশরিকা বিয়ে কোথায় বৈধ পেলেন????

    • @jabedomor5499
      @jabedomor5499 6 лет назад +2

      Murti puja ki shirk na?

    • @realislam9589
      @realislam9589 6 лет назад +11

      ধর্ম বর্ণ নির্বিশেষে নজরুল সবার

    • @mustafahasanchowdhury2755
      @mustafahasanchowdhury2755 5 лет назад +1

      @@NazirAhmed-lo1xz যদি একজন মুশরিকে ইসলামের কাছাকাছিই আনতে পারে, তবে তা কি যায়েয হবে না।

    • @NazirAhmed-lo1xz
      @NazirAhmed-lo1xz 5 лет назад +1

      @@mustafahasanchowdhury2755
      না হবেনা আল্লাহ সরাসরি হারাম করে দিয়েছেন, পরিপূর্ণ ইসলামে আনতে হবে।

  • @rupeshbarua8845
    @rupeshbarua8845 6 лет назад +2

    অসংখ্য ধন্যবাদ এই মুল্যবান গানগুলো আমাদের নতুনভাবে উপহার দেয়ার জন্য

  • @betterreaction
    @betterreaction 4 года назад +6

    কাজী নজরুল ইসলাম আমার প্রেরণা, উন্নত মম শীর।

  • @nusratkamal4551
    @nusratkamal4551 2 года назад +1

    অসাধারণ !!!

  • @alamgirahmed7449
    @alamgirahmed7449 3 года назад +6

    সালাম তোমায় হে নজরুল ইসলাম 🙏🙏

  • @jahangirkabir3243
    @jahangirkabir3243 3 года назад +1

    Uposthapona khub sundor. Beautiful 👍👍

  • @mjabedin7736
    @mjabedin7736 6 лет назад +8

    The great patriot and talent of the century our national poet Nazrul has been our inspiration.Many thanks to Saregaama Bengali for the background words.Appreciate
    the artists's wonderful tunes.

  • @mdmujib8125
    @mdmujib8125 Год назад

    অসাধারণ অসাধারণ

  • @gamingabc3048
    @gamingabc3048 2 года назад

    আমি নজরুলের গান শুনতে শুনতে এই কমেন্ট দেখলাম। আমি নজরুল সাহেবের পরম ভক্ত। দয়া করে অন্য অনেক মহান শিল্পী আছেন তাঁদেরকে ছোটো করবেন না।

  • @RoseRose-nu3rx
    @RoseRose-nu3rx 3 года назад +2

    অসাধারণ।

  • @kolimuddindin629
    @kolimuddindin629 6 лет назад +9

    অসাধারন গজল। সহশ্র শ্রদ্ধাভরে শরণ করিয়ে দেয় তম।

  • @Mdhabib-bc9ph
    @Mdhabib-bc9ph 6 лет назад +318

    পৃথীবিতে দুজন কবি আছে যারা লেখনির মাধ্যমে আমার নবিজির শান ও মান সব চাইতে বেশি প্রকাশ করে গেছেন তাদের মধ্যে একজন হল পারস্যের কবি হযরত শেখ সাদি (রাঃ)এবং অন্যজন বাংলার কবি আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম।

    • @sohelrana-cp6vf
      @sohelrana-cp6vf 6 лет назад +23

      অারেকজন অাল্লামা ইকবাল

    • @shahinziku9434
      @shahinziku9434 5 лет назад +6

      Allama ikbal
      Bolesen.

    • @mdyousuf7872
      @mdyousuf7872 5 лет назад +2

      6

    • @mohuadas898
      @mohuadas898 5 лет назад

      @@sohelrana-cp6vf vb Mpkrojz9

    • @CHANDPURAIRINTERNATIONAL
      @CHANDPURAIRINTERNATIONAL 5 лет назад +6

      আল্লামা জালাল উদ্দিন রুমির নাম হয়তো ভুলে গেছে।

  • @tamsurhossain5072
    @tamsurhossain5072 4 года назад +77

    নজরুলের গান ছাড়া অন্যসব গানকে আমার গানই মনে হয় না।আমার এই মানসিকতার কোন কৈফিয়ৎ দেয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমার মনের ঝোঁক প্রবণতার খোলা প্রান্তরকে নজরুলই জয় করে নিয়েছেন। কেন আমি তার কাছে হৃদয়কে সমর্পণ করেছি তা বলতে সব সময়ই অপারগ। নজরুলের গান আমার মনের খোরাক।

    • @abdulmuneimbaksh3041
      @abdulmuneimbaksh3041 2 года назад +4

      Same as for me as well as……
      Love you brother you can explain but it so impossible for me….

    • @nishadgain1147
      @nishadgain1147 2 года назад +1

      ♥️♥️

    • @shahidhasan824
      @shahidhasan824 2 года назад +2

      ভাই আপনি কই আছেন? আমি একমাত্র ব্যক্তি যে নজরুলের গান ছাড়া শুনিনা! নজরুল হচ্ছে আগুন অন্যদিকে আবার পানি,,, এক কথায় নজরুল সর্বত্র বিরাজমান। সকলের মনে স্থান করে আজও বেঁচে আছে নজরুল।

    • @mausumidas461
      @mausumidas461 2 года назад +3

      এ আবার কেমন ভাবনা😎

    • @pritimukherjee1535
      @pritimukherjee1535 2 года назад +1

      @@nishadgain1147 kee apurboo Mona hoy Sara din suni

  • @TajnurIslam
    @TajnurIslam 5 лет назад +6

    বাংলার বুলবুল
    কবি কাজী নজরুল

    • @sheikhislam1257
      @sheikhislam1257 4 года назад +1

      Atullo,amullo o asadharon sanmanito priyo kobir asamanno akosonio gaan somuho.

  • @suchetachatterjee705
    @suchetachatterjee705 3 года назад +3

    অপূর্ব ❤️ অসাধারণ❤️

  • @sawpanchandradashsawpan5750
    @sawpanchandradashsawpan5750 3 года назад +1

    এমন অনুষ্ঠান আরও চাই।

  • @smahmudsukur6541
    @smahmudsukur6541 4 года назад +1

    Nazrul Islam is great for all humanity all square of cultural world he protect all injudgment by her writing & song

  • @Krishnendu792
    @Krishnendu792 6 лет назад +11

    Any creativity has no boundaries thus who creates, herein we can say poet, novelist, painter, player, singer and so on for man kind for all times we should not rounded up by saying religion, gender. they r above all

  • @arabindabhattacharya8428
    @arabindabhattacharya8428 3 года назад +1

    অপূর্ব সব গানের কথা ও সুর, যেন কল্পরাজ্য থেকে আসছে।

  • @mrinal.mukherjee.7755
    @mrinal.mukherjee.7755 4 года назад +21

    Nazrul is a grate genius.
    His work is so vast that cannot be explained in language.
    I personally like entire songs of Nazrul which is approximately three thousand five hundred in number but so far as sweetness it is beyond any boundary.
    Thanks Saragam for this beautiful collection.