Turu Rutu Turu Ru || IPDC আমাদের গান || F Minor

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 1,2 тыс.

  • @galaxy6883
    @galaxy6883 3 года назад +440

    ৫৬ হাজার বর্গমাইলের এই ছোট্ট দেশে কত বৈচিত্র... কত সমৃদ্ধ সংস্কৃতি...
    IPDC র এই আয়োজনকে সাধুবাদ জানাই!

    • @yeasinarafat3126
      @yeasinarafat3126 2 года назад +1

      শুধু ৫৬ হাজার না,১ লক্ষ ৫৬ হাজার ৫ শত ৭০ বর্গমাইল।

    • @deepikasfairytale7208
      @deepikasfairytale7208 2 года назад +11

      @@yeasinarafat3126 আপনি ভুল করছেন।আমাদের দেশের আয়তন ৫৬ হাজার বর্গমাইল ই।অথবা ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার

    • @nikuna7609
      @nikuna7609 2 года назад +1

      kaitha kuna

    • @most.shahnumannasrinive130
      @most.shahnumannasrinive130 Год назад

      Ni ​@@deepikasfairytale7208ce

    • @barryjit8051
      @barryjit8051 21 день назад

      R tomra tader surukhsa korte parlen nah😢

  • @shuvotipra1229
    @shuvotipra1229 3 года назад +116

    ধন্যবাদ দিয়ে ছোট্ট করতে চাইনি।
    তবু হাজার হাজার ধন্যবাদ।
    ত্রিপুরা জনগোষ্ঠীকে আরও একধাপ এগিয়ে আনার জন্য।

  • @amit2418
    @amit2418 3 года назад +246

    কি অসাধারণ ওরা বাংলাদেশের ত্রিপুরী আর আমরা ত্রিপুরার বাংঙালি ❤️ সীমানা দিয়ে দেশ ভাগ হয় কিন্তু ভালোবাসা ভাগ হয় না ❤️
    Belai no kha kaham ❤️
    Much love F Minor from Tripura,India

    • @MdIqbaLHosainSabbir
      @MdIqbaLHosainSabbir 3 года назад

      Great speech bo💗💗💗💗💗

    • @cyanideblast
      @cyanideblast 3 года назад

      "আমার প্রিয়াকে কেন আজ,
      লাগছে এতো মাদক মাতাল"
      দাদা এই লাইন দুটি ত্রিপুরী ভাষায় যেভাবে বলা হয়েছে,সেটি দয়া করে একটু কমেন্টে লিখে যাবেন!

    • @cyanideblast
      @cyanideblast 3 года назад

      @@alitsnal9751 dada apni ki tripuri?

    • @cyanideblast
      @cyanideblast 3 года назад +2

      @@alitsnal9751oh accha

    • @dinajalal6807
      @dinajalal6807 2 года назад

      @@MdIqbaLHosainSabbir njjjjiuu

  • @YakubKhan-xv5uy
    @YakubKhan-xv5uy 3 года назад +187

    গানটা একটানা ১০ বার শুনলাম,কত সুন্দর আমাদের সংস্কৃতি।এদেশটা আমাদের সবার,আমাদের আদিবাসী সম্প্রদায়কে এগিয়ে নিয়ে আসতে হবে আমাদেরই।উনারা আমাদের অংশ আমারও উনাদের।আমাদের সংস্কৃতিকে বাঁচাতে হবে বিদেশী অপসংস্কৃতি হতে

  • @fauziaahmed2609
    @fauziaahmed2609 3 года назад +439

    অপসংস্কৃতির ভীড়ে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ IPDC কে।

    • @MDMILON-tb6lm
      @MDMILON-tb6lm 3 года назад +14

      @ যদিও গানের কথা কিছুই বুঝিনি কিন্তু খুব ভালো লাগছে গানটি। সত্যিই গানটার প্রেমে পড়ে গেছি। যতই দেখি ততোই ভালো লাগে।
      Thanks IPDC

    • @mehrabahmed4691
      @mehrabahmed4691 3 года назад +3

      @@MDMILON-tb6lm Ei ganer Bangla ortho to diyei diyechhe. Tao bojhenni?

    • @tgitiripangolder9435
      @tgitiripangolder9435 3 года назад +1

      Thanks everybody

    • @andreyantripura8405
      @andreyantripura8405 3 года назад +10

      আমি ত্রিপুরা আমি গর্বিত

    • @protikdas1939
      @protikdas1939 3 года назад +3

      কারো সংস্কৃতিকে অপসংস্কৃতি বলার অধিকার কারো নেই। সব গান শুনতে হবে এমন বাধ্য কেউ করেনি।সব গান সবার ভালো লাগে এমনও না।প্রত্যেকটা গান অবশ্যই কেউ না কেউ শুনছে।

  • @krishnendukundu6446
    @krishnendukundu6446 3 года назад +122

    দশবা্য শুনে ফেলেছি,,,শিল্প সংস্কৃতির কোনো কাঁটাতার হয়‌না ❤️ 🇮🇳❤️🇧🇩

    • @ahosansahriar4374
      @ahosansahriar4374 3 года назад +2

      ত্রিপুরা শুধু ইন্ডিয়াতে থাকে না,বাংলাদেশেও আছে

    • @pradeepmalik4028
      @pradeepmalik4028 3 года назад +5

      ওরা বাংলাদেশের এফ মাইনোর ব্যান্ড, মারমা চাকমা মনিপুরী ত্রিপুরা খাসিয়া বাংলাদেশে বসবাস করে,

    • @sumitratripura4940
      @sumitratripura4940 2 года назад

      Very nice song

    • @sumonsarkar6503
      @sumonsarkar6503 Год назад

      💘💞💘

  • @subalbhattacharjee6954
    @subalbhattacharjee6954 3 года назад +341

    আমি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বলছি খুব সুন্দর গান। ফেইসবুকে এই গানটা দেখেছিলাম আর শেয়ার ও করলাম।❤️❤️❤️

    • @Ahnaf_Rahman
      @Ahnaf_Rahman 3 года назад +10

      Ami apnader protibeshi Comilla theke

    • @subalbhattacharjee6954
      @subalbhattacharjee6954 3 года назад +2

      @@Ahnaf_Rahman sotti naki.❤️❤️

    • @Ahnaf_Rahman
      @Ahnaf_Rahman 3 года назад +2

      @@subalbhattacharjee6954 hmm

    • @mnraihan
      @mnraihan 2 года назад +1

      Dhonnobad

    • @jaysankarroy
      @jaysankarroy 2 года назад +1

      আমি পশ্চিমবঙ্গ থেকে

  • @andreyantripura8405
    @andreyantripura8405 3 года назад +144

    আমাদের আদিবাসী মেয়েরা কম না । এগিয়ে যাও এফ মানর আমরা পাশে আছি । সামনে আমাদের বৈসু আসছে । গান শুনে অফুরন্ত মনের বসন্তের বাতাস লাগছে 😍😍😍😍

    • @arinjoydas7894
      @arinjoydas7894 2 года назад +1

      ❤️🙂

    • @muniralazuk1789
      @muniralazuk1789 Год назад +1

      অসাধারণ

    • @reponchowdhury9179
      @reponchowdhury9179 Год назад +5

      জাতি, উপজাতি আর আদিবাসী বলে বিভেদ সৃষ্টি করে লাভ কি দাদা!? আমরা সবাই বাংলাদেশী।।🇧🇩

    • @islamic_bangla5
      @islamic_bangla5 Год назад

      ​@@reponchowdhury9179 বেশি কথা বলবেন, ওরা উপজাতি আর আমরা আসল বাঙালি জাতি ও মুসলিম।

  • @Binoytripura
    @Binoytripura 3 года назад +361

    "IPDC আমাদের গান"-কে এবং কলাকুশলীদের অসংখ্য ধন্যবাদ পার্বত্য অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় "তুরু রুতু তুরু রু" গানটিকে যুগোপযোগী বাদ্যযন্ত্র দিয়ে সজ্জিত এমন একটি চমৎকার স্টুডিওতে জনপ্রিয় ব্যান্ড "এফ মাইনর"-কে দিয়ে গানটি পরিবেশন করানোর জন্য । আপনাদের মাধ্যমেই বোধয় জনপ্রিয় এ গানটি নিজেকে আধুনিক ও আরো একবার সতেজ করার সুযোগ পেল। বিশেষ করে "“হাই হাই হাই হাই হাই হাই” অংশটি গানকে বাড়তি শোভা বর্ধন করছে বৈকি! আর "এফ মাইনর" টিমের সেই পা দোলানো নাচ এককথায় চমৎকার। তবে, আমার সাধারণ চোখে গানের কিছু কিছু লাইনের বঙ্গানুবাদে আংশিক ভুল ধরা পড়েছে (এটি অসাবধানতাবশত: হতে পারে); তাই সকলের জ্ঞাতার্থে বঙ্গানুবাদসহ গানের সম্পূর্ণ অংশ নিচে তুলে ধরলাম।
    বন্ধনীর ভিতরে গানের সম্পূর্ণ বঙ্গানুবাদসহ
    তুরু রুতু তুরু রু (তুরু রুতু তুরু রু)
    সুমুর সুপতিয়ৈ (বাঁশি বাজিয়ে)
    পাড়া পাড়া বেড়েনো (পাড়ায় পাড়ায় ঘুরবো)
    বাকসা মেলেয়ৈ (একসাথে মিলে)
    তুনুই বৈসু বৈসু বৈসু (আজকে বৈসু বৈসু বৈসু)
    ফাইকা বৈসু বৈসু বৈসু।। (এসেছে বৈসু বৈসু বৈসু)
    নখা নবার যত্তনি তুনুই (আকাশ বাতাস সবারই আজি)
    বাখা তামা উতাল উতাল।। (মন কেন জানি উতাল-পাতাল)
    ববই লক্ষ্মীনুবো তামানি তুনুই (লক্ষ্মী আপুটিকেও আজকে কেন জানি)
    নাংদৌক আসুক কাতাল কাতাল।। (লাগছে এত নতুন নতুন)
    তুরু রুতু তুরু রু (তুরু রুতু তুরু রু)
    সুমুর সুপতিয়ৈ (বাঁশি বাজিয়ে)
    পাড়া পাড়া বেড়েনো (পাড়ায় পাড়ায় ঘুরবো)
    বাকসা মেলেয়ৈ (একসাথে মিলে)
    তুনুই বৈসু বৈসু বৈসু (আজকে বৈসু বৈসু বৈসু)
    ফাইকা বৈসু বৈসু বৈসু।। (এসেছে বৈসু বৈসু বৈসু)
    তকসা রকবো যত্ত তুনুই (সব পাখিরাও আজকে)
    রাচাপ লাংখা মাচাং মাচাং।। (সুন্দর সুন্দর গান গাইছে)
    বকনি লগে লগে মাসাদৌক বাকসা (তাদের সাথে সাথে নাচছে একসাথে)
    বলংনি যত্ত বখাং ওয়াফাং।। (বনের সব গাছ বাঁশ)

    • @k.dmanikyatripuri192
      @k.dmanikyatripuri192 3 года назад +2

      Rwchapmung belai no khnathokkha, phiya rwchapumg ni kaisa-kuisu wanjwi kokthaini khibwi chini kokthaino rwi rwchapkhakhe teibo gothokkhamu😊

    • @deepikasfairytale7208
      @deepikasfairytale7208 3 года назад +16

      আমার মেয়ে এই গান টা একদিন শুনেই গুনগুন করছিল।ওকে শেখানোর জন্য আপনার কমেন্ট টা কাজে লাগবে 💜

    • @MrSafa-mc5uz
      @MrSafa-mc5uz 3 года назад +5

      বৈসু এর বাংলা নেই?

    • @k.dmanikyatripuri192
      @k.dmanikyatripuri192 3 года назад +15

      @@MrSafa-mc5uz Buisu is the day on which Tripuri new year is celebrated. Tripuri calendar is 3 years older than Bengali Calendar.

    • @soummodas6288
      @soummodas6288 3 года назад +1

      Uuju975 9

  • @ShamimMiah-wg6mb
    @ShamimMiah-wg6mb 3 года назад +163

    বাংগালী,,ত্রিপুরা,, মারমা,,চাকমা,,তমচংগা আদিবাসী,, সবাই আমরা বাংলাদেশি,😍😍

    • @pingkytripura8524
      @pingkytripura8524 2 года назад +1

      See by Dr

    • @waleksangma447
      @waleksangma447 2 года назад +2

      What about Garo??

    • @mutirrahman8650
      @mutirrahman8650 2 года назад +1

      ❤️❤️❤️🇧🇩👌👌❤️❤️❤️

    • @user-nn9lt2ts3o
      @user-nn9lt2ts3o Год назад +3

      @@waleksangma447 আপনারাও বাংলার।🙂😘

    • @nazmulhossain-sd7ks
      @nazmulhossain-sd7ks Год назад +2

      @@waleksangma447 ভাই উনার মনে ছিল না হয়তো

  • @banhisikhaghosh9263
    @banhisikhaghosh9263 3 года назад +56

    IPDC আয়োজিত এই অনুষ্ঠান টির প্রতি শ্রদ্ধা ও ভালবাসা বেড়ে গেল।আজই প্রথম শুনলাম ও ভালবেসে ফেললাম।

  • @hayatkhizir702
    @hayatkhizir702 2 года назад +36

    আমাদের চাকমা, মারমা, গারো সহ সকল আদিবাসীদের সংস্কৃতি অনেক বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ।
    সকল আদিবাসীদের জনপ্রিয় গানগুলো বাংলা সাবটাইটেল সহ করার আবেদন জানাই।

    • @Taherulislam886
      @Taherulislam886 2 года назад +1

      সহমত

    • @TravelWithRafiq1
      @TravelWithRafiq1 23 дня назад

      Correction :
      আদিবাসী ❌
      উপজাতি ✔️

    • @hayatkhizir702
      @hayatkhizir702 22 дня назад

      @@TravelWithRafiq1
      আচ্ছা ভাই।

  • @krittikatripura
    @krittikatripura 3 года назад +51

    অতি চমৎকার 👌👌
    মনে রাখার মতো একটা গান 🥰🥰
    সেরা ত্রিপুরা গান😊😊
    এফ মাইনর ও আইপিডিসি টীমকে অসংখ্য ধন্যবাদ।

  • @dhrubomohim
    @dhrubomohim 3 года назад +26

    সকল ভাষাভাষী মিলে ছোট্ট এইদেশ টা যে সংস্কৃতিতে কতোটা সমৃদ্ধ তা আমাদের অনেকের অজানা। বিভেদ নয় আসুন সকলে মিলে উপভোগ করি সোনার বাংলার এই সংস্কৃতিকে। ভালোবাসা শিল্পীদের ♥

  • @braccalfreviewbyalfoyshal8948
    @braccalfreviewbyalfoyshal8948 3 года назад +33

    দাঁতে ব্যাথা নিয়ে টিকতে না পেরে ঘুমাতে যাচ্ছিলাম...
    স্ক্রোলিং করতে দেখি এই গানটা,
    দাঁত ব্যাথার সাথে দেশীয় সংস্কৃতির গানটা ভালোই এনজয় করতেছি

  • @sukantamajumder6197
    @sukantamajumder6197 3 года назад +11

    খুবই খুবই সুন্দর..... অনেক অনেক ধন্যবাদ জানাই IPDC কে... সঙ্গে সমস্ত কলা কৌসুলিদের কে এতো সুন্দর ভাবে বিভিন্ন গান গুলি মনদিয়ে ফুটিয়ে তুলার জন্য..... ত্রিপুরা সোনামুড়া থেকে অনেক অনেক ভালোবাসা 💓💓💓💓💓🙏

  • @phaihamroaja6910
    @phaihamroaja6910 3 года назад +99

    ত্রিপুরা জনগোষ্ঠীর জনপ্রিয় এই গানটি নতুন আঙ্গিকে নিয়ে আসায় IPDC কে অসংখ্য ধন‍্যবাদ। সবাইকে অসাধারণ লেগেছে।

  • @noyontripura6378
    @noyontripura6378 3 года назад +35

    F-Minor এর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সুন্দর করে এই ত্রিপুরা গানটি রিপ্রেজেন্ট করার জন। আর IPDC অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর আয়োজনের জন্য।

  • @joybarua6128
    @joybarua6128 3 года назад +27

    ছোট্ট এই দেশে সজ্য সফলা সবুজ শ্যামল মাটির বুক চিরে রইয়েছে কতই সুন্দর প্রকৃতি আর তার মাঁঝে আমাদের আদৌ সংস্কৃতি সত্যি কতইনা সুন্দর আমার দেশের সংস্কৃতি ধন্যবাদ আইপিডিসি আমাদের গানের সকল কলা কৌশলীদের আর পার্থ দা কে অনেক অনেক ধন্যবাদ আদৌ সংস্কৃতি গুলো তুলে ধরার জন্য গানের মধ্যে দিয়ে❤️❤️❤️

  • @SH.Shorif
    @SH.Shorif 2 года назад +12

    ত্রিপুরা আদিবাসী শিল্পিদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও শুভকামনা রইলো। আমাদেরকে এত সুন্দর একটা গান উপহার দেয়ার জন্য। 💝💝

    • @abirmahmudsagor22
      @abirmahmudsagor22 Год назад

      তারা ত্রিপুরার শিল্পী না, আমাদের বাংলাদেশের এফ মাইনর ব্যান্ডের সবাই মেয়ে সদস্য!

  • @putinsaveworld
    @putinsaveworld 3 года назад +161

    বাংলা ট্রান্সলেশনের জন্য আরও সহজে বুঝতে পারলাম লাইনগুলো। খুবই ভালো লাগলো সাবলীল প্রেজেন্টেশন ও মিউজিক কম্পোজিশন দেখে। আমাদের প্রিয় আদিবাসী সমাজের জন্য অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসা রইল।

    • @mumumumu808
      @mumumumu808 3 года назад

      ঠিক বলেছেন

    • @ridwanmultimedia
      @ridwanmultimedia 3 года назад

      👉ruclips.net/video/qX9iFOpMk8M/видео.html
      আফরান নিশো এবং মেহাজাবীন চৌধুরী অভিনীত খুব বেশি কষ্টের ভিডিও গান, একবার শুনলে সত্যি চোখে পানি চলে আসবে, যদি পারেন প্লিজ কানে হেডফোন লাগিয়ে শুনুন।।

    • @westgame1191
      @westgame1191 3 года назад +3

      আদিবাসী বলে বাংলাদেশে কিছু নাই😎। যদি তারপরও এই শব্দ ব্যবহার করতে চান তাহলে আমরা সবাই আদিবাসী 😡

    • @androidgaming6787
      @androidgaming6787 3 года назад +1

      @@westgame1191 আপনি কোন যুক্তিতে নিজেকে আদিবাসী দাবী করেন?? যেখানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বাঙালি,তারা কিভাবে আদিবাসী হয়??আর আদিবাসী হতে গেলে যে যোগ্যতা গুণ দরকার সেগুলো কি বাঙালিদের আছে?? পাহাড়িরা পার্বত্য চট্টগ্রামে সেই ব্রিটিশ আমলের থেকেও অনেক আগেই বসবাস করে আসছে।কালের বিবর্তনে ব্রিটিশ, পাকিস্তানের আমলের অধীনে ছিল

    • @androidgaming6787
      @androidgaming6787 3 года назад +2

      @@westgame1191 #আদিবাসী_কে?
      আদিবাসী হতে হলে আদি বাসের রীতি জানতে হবে। মানতেও হবে। এই রীতিটা কি? রীতিটা সহজ বনের সঙ্গে, নদীর সঙ্গে, পাহাড়ের সঙ্গে থাকবার অভ্যাস। পাহাড় আপনার আহার জোগাবে, বসবাসের জায়গা দেবে, কিন্তু আপনি পাহাড় কেটে সমতল ভূমি বানাবেন না। বনকে আপনার মনমতো বাগান বানাতে যাবেন না, যেমন করা হচ্ছে, মধুপুরের শালবনে অ্যাকাশিয়া রোপন করে। নদীর মৃত্যু হয়, নদী মরে যায়, গতিপথ বদলায়, জনপদ নিশ্চিহ্ন করে দেয়- এই সবই প্রকৃতির নিয়মে হতে পারে। তাই বলে আপনি-আমি তো নদীর মৃত্যুর কারণ হতে পারি না। নদী কাঁদে, নদীর কান্না শোনার মতো সংবেদনশীলতা থাকতে হবে।
      আদিবাসী কে? সে প্রশ্নের উত্তরে কথা বলতে গিয়ে আমাদের এক বন্ধু এই রকমই কিছু কথা বলছিলেন। আদি বাসের রীতি নিয়ে তাঁর ব্যাখ্যাটা সুন্দর। তার মনপছন্দ এই ব্যাখ্যা নৃতত্ত্ব ও ইতিহাস নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা হয়তো মানবেন, হয়তো মানবেন না। আমার কাছে বেশ কিছুদিন ধরে যাঁরা আদিবাসী বলতে আমি কি বুঝি জানতে চেয়েছেন, তাঁদেরও হয়তো আদি বাসের এই রীতিনীতির ব্যাখ্যা দিয়ে খুশি করা যাবে না।
      দু’দিন আগে আমার শিক্ষকতুল্য এক সহকর্মী ‘উপজাতি অঞ্চলে’ যেতে চাইলেন? আমি তাঁর কাছে জানতে চাইলাম, ‘উপজাতি মানে কি স্যার উপনদীর মতো কিছু? কোন্ জাতির উপজাতি কে?’ তিনি আমাকে বললেন, ‘আমি অত সংজ্ঞা জানি না।’ আমি ওই শিক্ষককে অনুরোধ করেছি, ‘স্যার, আমরা ভুল শিখেছি বলে আমার ধারণা। কিন্তু, আপনি তো শিক্ষক। আপনি একবার ভাবেন না। কোনো জাতি কি অন্য কোনো জাতির উপ হয়?’ বাংলাদেশের আদিবাসীরা ‘উপজাতি’ শব্দটি পছন্দ করছিলেন না, এখন আমরা ওই শব্দ বিতাড়নের নামে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ জাতীয় যে সব শব্দ ব্যবহার করছি, তা আদিবাসীদের জন্য আরো বেশি বেদনাদায়ক হয়েছে।
      আমরা যদি বসতি স্থাপনের ইতিহাস ধরে জানতে চাই বাংলার আদিবাসী কারা, তাহলেও এটা নিশ্চিত যে এই অঞ্চলের আদিবাসী বাঙালি নয়। জাতি হিসেবে বাঙালির ইতিহাস নেহায়েত কম দিনের নয়, তবে তারও আগে অনেক জাতি বর্তমানকালের বাংলায় বাস করত। বাঙালি একটি সংকর জাতি এবং দক্ষিণ এশিয়ায় বসবাসকারী আদিতম মানবগোষ্ঠীগুলোর একটি। অন্তত দেড় হাজার বছর আগে আর্য-অনার্য মিশ্রিত প্রাকৃত ভাষা থেকে বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার জন্ম হয়েছে এবং ব্রাহ্মী লিপি থেকে সিদ্ধম লিপি হয়ে বাংলা লিপির সৃষ্টি। এর আগে-পরে অস্ট্রিক ও নিগ্রিটো জাতির মানুষসহ বহু জাতির রক্ত এসে মিশেছে বাঙালির সঙ্গে। তাই বাঙালিদের কেউ একটু বেশি লম্বা, কেউ মাঝারি, কেউ আবার বেঁটে। কারও গায়ের রং খুব ফরসা, কেউ শ্যামবর্ণ, কেউ বা কালো। কারও নাক খাড়া, কারও অতটা নয়। মাথার চুল কারও সোজা, কারও অল্প বা বেশি কোঁকড়ানো।

  • @extraincome7556
    @extraincome7556 3 года назад +9

    অভিনন্দন আমাদের IPDC কে। বাংলাদেশের ক্ষুদ্র উপজাতিদের মুখে এতো সুন্দর গান আছে সেটা কখনো যানতেই পারতাম না যদি না IPDC আমাদের গান এতো সুন্দর আয়োজন না করতো।
    অসংখ্য ধন্যবাদ IPDC কে

  • @poranahammed3117
    @poranahammed3117 3 года назад +52

    অনেক ভাল লেগেছে❤
    সমৃদ্ধ হোক বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য 💜
    বাংলাদেশ🇧🇩 চিরজীবী হোক

  • @nrb8302
    @nrb8302 3 года назад +49

    এক কথায় অসাধারণ, এই তো আমার প্রাণের দেশে প্রাণের সংস্কৃতি ফিরতে চলেছে আবার ❤❤❤

  • @prosanjitsaha5892
    @prosanjitsaha5892 3 года назад +89

    অধীর আগ্রহে এই চ্যানেলের গানের জন্য অপেক্ষা করি। মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরী র অন্য কোন ডুয়েট শুনতে চাই💖💖💖

  • @eka6316
    @eka6316 3 года назад +556

    এটা ত্রিপুরা জাতিগোষ্ঠীর গান।
    ত্রিপুরারা শুধু ইন্ডিয়ায় থাকে না, বাংলাদেশও প্রচুর ত্রিপুরা আছে।
    তাই একে অপরের সাথে সংঘর্ষে না জড়িয়ে উপভোগ করুন গানটি।

    • @yubarajroy2735
      @yubarajroy2735 3 года назад +11

      Gaan ar kono jati desh bole hoi bole Jana nei

    • @k.dmanikyatripuri192
      @k.dmanikyatripuri192 3 года назад +23

      I'm from Tripura, India. Love our Tripuri brothers and sisters of Bangladesh 😊

    • @joybarua6128
      @joybarua6128 3 года назад +6

      একদম গান সবার জন্যই আনন্দ সুঃখ ও দুঃখের কথা বলে তাই গান হলো সবার মনের

    • @nishad453
      @nishad453 3 года назад +15

      কিসের সাথে কি মিশিয়ে দিচ্ছেন।বাংলাদেশের ত্রিপুরারা হলো উপজাতি। এদের জাতের নামই হলো ত্রিপুরা। আর ইন্ডিয়ার টা হলো একটি জায়গার মানুষকে বলে।আর ইন্ডিয়ার সাথে মিশাবেন না সেটা।যা বাংলাদেশে আছে সেটা ইন্ডিয়াতে নেই। বাংলাদেশ হলো স্বর্নের দেশ।সেখানে ইন্ডিয়াকে আমরা ময়লার পর্যায়েও রাখিনা।

    • @nurulamin-ck6ue
      @nurulamin-ck6ue 3 года назад +12

      @@nishad453 you should not tell like that.
      .

  • @modakvarieties4146
    @modakvarieties4146 3 года назад +25

    Tripura theke bolchi mon ta chuiye geche... I love IPDC আমাদের গান এর সকল সদস্যদের কে 🙏🙏🙏🙏

  • @AKMNazrulJP
    @AKMNazrulJP 3 года назад +47

    অসাধারন। বাংলাদেশি হিসেবে সত্যি অনেক গর্ববোধ করি। এদেশের শিল্প-সংস্কৃতি, পৃথিবীর যে কোন দেশের সমপর্যায়ের বৈচিত্র বুকে ধারণ করে।

  • @barmanamrit4
    @barmanamrit4 3 года назад +13

    গায়িকার কন্ঠস্বর খুবই অপূর্ব। এমন মধুর স্বরে গান গেয়েছেন যে মন মুগ্ধ হয়ে যায়।

  • @uhlapromarma6972
    @uhlapromarma6972 3 года назад +14

    IPDC এই গানটি প্রচান মধ্যো দিয়ে হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরায় জাগ্রত হওয়ার সুযোগ হল। ধন্যবাদ IPDC কে

  • @explorewithmusafirr
    @explorewithmusafirr 3 года назад +12

    অসাধারণ ❤️
    উপজাতিদের নিজস্ব সংস্কৃতির মাঝে শান্তি খুঁজে পাওয়া যায়❤️
    কেমন যেনো শান্ত,ঠিক রাতের নিস্তব্ধতার মতো❤️❤️🖤

  • @k.dmanikyatripuri192
    @k.dmanikyatripuri192 3 года назад +85

    Lots of 💕💕💕💕💕💕💕💕 from TRIPURA, INDIA.
    Keep making our Tripuri community proud😊

  • @akashakadh4304
    @akashakadh4304 3 года назад +61

    অন্যরকম গান শুনলাম আজ , ধন্যবাদ Ipdc এবং পার্থ বড়ুয়াকে ,

    • @matijittripura7076
      @matijittripura7076 3 года назад

      চমৎকার গান👍One of the most heart song

    • @rakinshahariar1946
      @rakinshahariar1946 3 года назад

      গানের লিরিক্স টা কেউ দিতে পারবেন দয়া করে

  • @mithundas9525
    @mithundas9525 3 года назад +3

    আমার প্রাণ প্রিয় ত্রিপুরার সহজ সরল সুর আর মনকাড়া সঙ্গীত সবাইকে সহজেই পাগল করে দেয় ❤❤❤❤❤

  • @YakubKhan-xv5uy
    @YakubKhan-xv5uy 3 года назад +31

    আমাদের দেশীয় সংস্কৃতি কত সুন্দর,গারো বা মান্দি ভাষারও অনেক ভালো গান রয়েছে দয়া করে ওগুলোও দেন❤❤❤

  • @sunirmaldebroy3049
    @sunirmaldebroy3049 3 года назад +7

    ত্রিপুরার রাজধানী শহর আগরতলায় বসে এই গানটি উপভোগ করলাম । খুব ভালো লাগলো ।
    ত্রিপুরার উপজাতিগোষ্ঠীর মেয়েরা যাতে এইভাবে এগিয়ে যেতে পারে । শুভেচ্ছা রইলো ।

  • @sdatta00001
    @sdatta00001 3 года назад +43

    It is a very good initiative by 'IPDC'.
    thanks to your team & Partho borua.
    I am from kolkata, but originally from kishorganj, Mymensing.
    Enjoying the rich cultural of mymensing , song from mymensing gitika, this song from hilly tripura due to the good effort of 'IPDC'.
    once again thanks a lot.

    • @SonakshiDRay
      @SonakshiDRay 3 года назад +1

      Yes very true. Though I am from Kolkata and born and bought up there only.

    • @YakubKhan-xv5uy
      @YakubKhan-xv5uy 3 года назад +1

      কিশোরগঞ্জেরও কিছু নেই ময়মনসিংহ তো শুধু একটা খোল,ময়মনসিংহ গীতিকা আর সবকিছু লোকসঙ্গীত আমাদের নেত্রকোনার।

    • @arik8392
      @arik8392 3 года назад

      @@YakubKhan-xv5uy শহরে আইয়ুইঞ্জে খালি

    • @sheikhkafee
      @sheikhkafee 3 года назад +1

      @@arik8392 ভাই আপনার বাড়ি উপর দিয়ে যাবে বলে ভয় দেখাচ্ছেন কেন😁😂। আর ইয়াকুব খান ভাই আপনিও বুঝে কথা বলুন। নেত্রকোনা জেলা হয়েছে 1984 সালে । কিন্তু ময়মনসিং জেলা আদিকাল থেকে। ওই অঞ্চলটিকে ময়মনসিংহ নামেই সকলে চীনে থাকে। এবং ঐতিহাসিক স্বত্বাধিকারী হল ময়মনসিংহ। আমাদের বরিশালেও এখন 6 টি জেলায় ভাগ হয়ে গিয়েছে। সে হিসেব করলে আমাদের বরিশাল জেলা ও খুব অল্প ঐতিহ্যের মালিকানা দাবি করতে পারে। কারণ অনেক ইতিহাসে স্থান অন্যান্য জেলার ভাগে পড়ে গিয়েছে। কিন্তু ঐতিহাসিকভাবে এর সবগুলোই বরিশালের অধীনে। কারণ তখন তো বর্তমানের মতো এতো ভাগ বন্টন বা জেলা-উপজেলা ছিল না। তাই নিজেদের সংস্কৃতি নিয়ে লড়াই করবেন না। অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য বরিশাল থেকে।

    • @arik8392
      @arik8392 3 года назад

      @@sheikhkafee আমি বরিশাইল্লা আসলে। ময়মনসিংহ থাকি, নানার বাড়িও শহরে। আসলে আমার দাদার বাড়ি মূলাদী।

  • @HafizurRahman-lp3uc
    @HafizurRahman-lp3uc 2 года назад +5

    আমি এই গানটা শুনে এই শিল্পীগূলোর প্রেমে গেলাম।এমন গান সরা‌ক্ষন শুনলেউ বিরক্ত লাগবে না । তার এক নম্বর কারণ। গিটারের ঘ্যা ঘ্যা আওয়াজ নেই, এবং এদের আওয়াজের মধ্যে একটা নির্জনতা আছে , এবং এটা তাদের চেহারায় ও । যেটা মনে করিয়ে দেয় তাদের অবস্থান।কুরাসের মধ্যে বাড়া বাড়ি নেই, বরং আছে নির্মলতা! সাথে সম্মিলিত নাচে প্রানবন্ত হয়েছে এবং মনমুগ্থকর হয়েছে। এদের দেখে শেখার বিষয় হল এরা নিজেদের স্টাইল ঠিক রেখেছে পশ্চিমা সাজার চেষ্টা করেনি। আমাদের কিছু ভালো শিল্পী মেকআপ চোটে বাঁদরের মতো লাগে। যেটা এরা করেনি।

  • @rash3dulhasan
    @rash3dulhasan 3 года назад +5

    অল্প সময়ে গান এবং এফ মাইনর ব্যান্ড ফেভারিট লিস্টে ঢুকে গেলো!
    কি সুন্দর উপস্থাপনা❤️
    ধন্যবাদ IPDC, ধন্যবাদ পার্থ দা🥰

  • @anjumanara5204
    @anjumanara5204 3 года назад +5

    সব কিছু মিলিয়ে অসাধারণ।
    বাঁশির সুরে পাগল হয়ে গেলাম।
    এই সঙ্গিত তে সব গান গুলো খুব ভালো লাগে

  • @priyankshuchakma8321
    @priyankshuchakma8321 3 года назад +3

    প্রতিবছর ১২-১৪ এপ্রিল দেশে এবং বিদেশে বিভিন্ন স্থানে আদিবাসীদের বৈসাবি মিলন মেলা বসে। সেই ছোট্ট বেলা থেকেই গানটা শুনে আসছি,, কিন্তু কখনো গানটাকে পুরনো বা বিরক্ত মনে হয়নি।
    এই গানটা বেশ কয়েকটি ভাষায় প্রকাশ আছে,, যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা ইত্যাদি।
    ধন্যবাদ পার্থ বড়ুয়া।

    • @shatavishasaha6153
      @shatavishasaha6153 3 года назад +1

      Kindly ektu bolben ei gaan ta thik kon bhashay?? Plz

    • @shatavishasaha6153
      @shatavishasaha6153 3 года назад +1

      Eta chakma version noy eta ami sure.. Tahole eta kon version?

    • @priyankshuchakma8321
      @priyankshuchakma8321 3 года назад

      আপু এটা ত্রিপুরা ভার্সন।

  • @letscracktbsemaths5490
    @letscracktbsemaths5490 2 года назад +2

    গানটা দিনে কতবার শুনি বলে বোঝাতে পারবো না। অসংখ্য ধন্যবাদ IPDC কে এইরকম সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য। ❤️❤️🇮🇳🇮🇳🇮🇳 love
    from India
    যদি দেশটা বিভাজিত না হত তাহলে হয়তো ভাতৃত্ব আরো বেশি গভীর হত

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  2 года назад

      এত দূরে থেকেও আমাদের গান শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কোনো হিসাব করার প্রয়োজন নেই। প্রয়োজনে আরও বেশি বেশি আমাদের গান শুনতে থাকুন। 🙏

  • @rimiacharjee8449
    @rimiacharjee8449 3 года назад +14

    বাংলা এই সৌন্দর্য আরো বেশি করে তুলে ধরুন! ❤️❤️❤️

  • @mehedi_boss3850
    @mehedi_boss3850 3 года назад +10

    কত সুন্দর আমাদের ঐতিহ্য-! কত সুন্দর আমাদের সংস্কৃতি!! তারপরেও কেন যে আমরা এতো সুন্দর বাংলা গানের সংস্কৃতিকে ফেলে-অন্য দেশের সংস্কৃতির পিছু ঘুড়ে বেড়াই সেটাই বুঝি না
    "আমাদের বাংলা গানই সবার সেরা"

  • @climbingtripura5454
    @climbingtripura5454 3 года назад +38

    Love this ❤️ song ....frm 🇮🇳 Tripura

  • @copiousdebbarma8291
    @copiousdebbarma8291 3 года назад +26

    Wow ! Very wonderful ❤️ song and music is just awesome ❤️❣️! Love from Tripura, India. Live long my Tripura sisters..!♥️♥️♥️♥️

  • @ImranH99
    @ImranH99 3 года назад +44

    “জংলা ফুল” থেকে এফ মাইনরের সাথে পরিচয়। খুব সুন্দর কাজ করছে তারা। কিপ ইট আপ। ❤

  • @maheshtripura9391
    @maheshtripura9391 3 года назад +45

    I'm big fan of "F-Minor"
    Love from TRIPURA , INDIA

    • @nikuna7609
      @nikuna7609 2 года назад

      garo song in bangladesh

  • @mrinalchowdhury343
    @mrinalchowdhury343 3 года назад +11

    love from malda, west Bengal
    khub sundor lage apnader gaan
    next gaaner wait e roilum

    • @sheikhkafee
      @sheikhkafee 3 года назад

      ভাই মালদা এবং চাঁপাইনবাবগঞ্জের ভাষা কি একটাই??

  • @chanchalroy25
    @chanchalroy25 3 года назад +21

    খুব ভালো লাগলো। আমাদের আদিবাসী সংস্কৃতি , আমাদের ঐতিহ্য।

  • @shuvronil2449
    @shuvronil2449 3 года назад +18

    বাংলাদেশ এর ঐতিহ্য সংরক্ষণ করতে হবে,তাই জন্য এই গান গুলোকে বাঁচিয়ে রাখতে হবে।।

  • @pulinchakma9382
    @pulinchakma9382 3 года назад +7

    ধন্যবাদ IPDC কে, ধন্যবাদ F-Minar কে, ধন্যবাদ পার্থ দাদাকে, সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।❤️
    চাকামা ভাষায় এই গানটি পহেলা বৈশাখ বৈসাবি অনুষ্ঠানে দিনে খুবই জনপ্রিয় 😍।
    চাকমা গান
    তুরু তুরু তুরু রু বাজি বাজেত্তে
    তুরু তুরু তুরু রু বাজি বাজেত্তে
    পাড়ায় পাড়ায় বেরেবংবেক্কুন মিলিনেই
    এইচ্চা বিঝু, বিঝু বিঝু
    এইচ্চা বিঝু, বিঝু বিঝু
    তুরু তুরু তুরু বাজি বাজেত্তে
    পাড়ায় পাড়ায় বেরেবংবেক্কুন মিলিনেই
    এইচ্চা বিঝু, বিঝু বিঝু
    এইচ্চা বিঝু, বিঝু বিঝু
    ফাগুনো বোইয়ারত বেক্কুনো মনত
    হেজান এজের রস মাত্তল
    ফাগুনো বোইয়ারত বেক্কুনো মনত
    হেজান এজের রস মাত্তল
    বেবেই রে হিত্তেই এইচচা দিনত
    লাগেত্তে হেজান নোয়া নোয়া
    তুরু তুরু তুরু রু বাজি বাজেত্তে
    পাড়ায় পাড়ায় বেরেবং বেক্কুন মিলিনেই
    এইচ্চা বিঝু, বিঝু বিঝু
    এইচ্চা বিঝু, বিঝু বিঝু
    বেক পেক্কুনে এইচ্চা দিনত
    নানা সুরে তারা গীত গাদন
    নানা সুরে সুরে গাছচুন বাশচুন
    বোইয়ারো তালে নাযদন
    বেক পেক্কুনে এইচ্চা দিনত
    নানা সুরে তারা গীত গাদন
    নানা সুরে সুরে গাছচুন বাশচুন
    বোইয়ারো তালে নাযদন
    তুরু তুরু তুরু রু বাজি বাজেত্তে
    পাড়ায় পাড়ায় বেরেবংবেক্কুন মিলিনেইআ
    এইচ্চা বিঝু, বিঝু বিঝু
    এইচ্চা বিঝু, বিঝু বিঝু।😍😍❤️

  • @asaduzzamanashik5794
    @asaduzzamanashik5794 3 года назад +17

    বাংলার ঐতিহ্য সত্যি অসাধারণ 💚 খুঁজে আনতে হবে এগুলা....এগিয়ে যান আপনারা ☺

  • @ripontolentinu
    @ripontolentinu 3 года назад +3

    তোমা‌দের গান বরাবরই আমার বেশ ভা‌লো লা‌গে । নতুন নতুন আ‌রো অ‌নেক গান শুনার অ‌পেক্ষায় থাকলাম । ধন‌্যবাদ ipbc কে ।

  • @apudas2748
    @apudas2748 3 года назад +3

    খুব সুন্দর। নৃগোষ্ঠী'রা আমাদের সংস্কৃতিকে করেছে আরো বৈচিত্র্যময় 😍।

  • @joybarua6128
    @joybarua6128 3 года назад +1

    আবার শুনলাম আজকে
    ৫৬ হাজার বর্গ মাইলে কতনা সুন্দর
    আমাদের বাংলার সাঁঝানো প্রকৃতি
    সত্যি হারিয়ে গেলাম আবার
    আমার সোনার বাংলার সংস্কৃতির কাছে ও দেশ ও মাঠির কাছে
    ❤️❤️❤️❤️❤️❤️

  • @ripontripuratripura5065
    @ripontripuratripura5065 3 года назад +3

    আমার অনেক অনেক ভালোলেগেছে যে,IPDC আমাদের এই ঐতিহ্য গানটি গেয়ে শুনে দেওয়ার জন্য।
    Chung jatw borok nokni loge tungo...chung nokni daini aro machang machang Tripura gan khanani muchugo.
    HAMBAI

  • @akshayzone4697
    @akshayzone4697 3 года назад +2

    কিছু বলার নাই।
    জাস্ট ১০০+ দেখা এবং শুনা হয়ে গেছে।
    love your lovely voice

  • @sumitmarak2904
    @sumitmarak2904 3 года назад +9

    I LOVE BANGLADESH GARO F-MINOR BAND. LUV❤️ FROM TRIPURA

  • @sabbirahamed2749
    @sabbirahamed2749 3 года назад +2

    অসংখ্য ধন্যবাদ জানাই IPDC আমাদের গান কে।আমাদের এিপুরা রাজ্যের এই পাহাড়ি গানকে এত সুন্দর ভাবে পরিবেশনা করার জন্য 💝

  • @md.akramhossain2768
    @md.akramhossain2768 3 года назад +3

    বাঙালিকে তার মূলে ফিরে যেতে হবে। তাহলেই সতন্ত্র জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে। অসংখ্য ধন্যবাদ। সমৃদ্ধ হোক বাংলাদেশের সংস্কৃতি।

  • @akashscreatives7173
    @akashscreatives7173 3 года назад +2

    নস্টালজিক গান শৈশবের একটা সময় এই বাঙালি ছেলের শোনা একটা গান। বহু ত্রিপুরা সংগীতশিল্পীর কন্ঠে শুনে শুনে বড় হয়েছি। এগুলো আমাদের গান লোকজ সংস্কৃতির ধারক বাহক।

  • @tpgaiming3213
    @tpgaiming3213 3 года назад +18

    Love from india.. one of my favrit

  • @khalidhassan9349
    @khalidhassan9349 2 года назад

    এসবই বাংলা আর এসবই বাংলার ঐতিয‌্য। আগে শুনিনি তবুও গানটা কেনো জানি পার্বত‌্য জীবনের দিকে টান দিলো আমায়। অসংখ‌্য ধন‌্যবাদ এমন সুন্দর একটা পরিবেশনার জন‌্য।

  • @suheltiprasa9766
    @suheltiprasa9766 2 года назад +3

    Lots of love💖from India 🇮🇳 "Tripura"🥰

  • @SumanDas-qn5wc
    @SumanDas-qn5wc 3 года назад +2

    IPDC কে ধন্যবাদ যানায় অসাধারন একটি ভালো উধ্যোগের জন্য

  • @kratpungmro2634
    @kratpungmro2634 3 года назад +3

    আহারে অসাধারণ লাগছে, আইপিডিসি কে ধন্যবাদ আর এফ মাইনরকে শুভেচ্ছা ... পরের অসাধরণ গানের জন্য অপেক্ষায় আছি।

  • @rajibdey88
    @rajibdey88 2 года назад +1

    গান ও অভিনয়ের মাদকতায় ডুবে আছি।অসাধারণ। ধন্যবাদ বাংলাদেশের গর্ব, চট্টগ্রামের গর্ব পার্থ দা কে

  • @touristjamal284
    @touristjamal284 3 года назад +9

    আমাদের সংস্কৃতি আমাদের অহংকার। কিছু পাচাটা লোকের খপ্পরে হারাচ্ছে ঐতিহ্য ও ইতিহাস 😭

  • @taufiqueimran1099
    @taufiqueimran1099 3 года назад +2

    গানটা শুনলে কেমন জানি একটা ছোট্ট সুন্দর বাংলাদেশের অনুভূতি পাওয়া যায় 🌻🌼🌻🌿

  • @santanudas695
    @santanudas695 3 года назад +3

    খুব সুন্দর গান টা অনেক দিন পর এক টা ভালো গান শুনলাম 🇮🇳🙏🇧🇩

  • @devcreation277
    @devcreation277 3 года назад +1

    যতবার শুনছি বার বার শুনেই যাচ্ছি... অনেক অনেক ধন্যবাদ এফ মাইনর এবং টিম IPDC কে নতুন আঙ্গিকে সংস্কৃতিকে ফুটিয়ে তোলার জন্য।

  • @BoysofDhainnak
    @BoysofDhainnak 3 года назад +7

    অসাধারণ! গানের ভাষা না বুঝলেও মন ছুঁয়েছে গানটি।

  • @thowaisangprue4083
    @thowaisangprue4083 10 месяцев назад

    অসাধারণ ও চমৎকার গান । যতবার শুনি ততবার শুনতে ইচ্ছে করে ।

  • @souravhalder6867
    @souravhalder6867 3 года назад +12

    Very heart touching musical melody.We can feel our tradition 😍
    Thanks IPDC and specially Partha uncle for this amazing music 😘

  • @mohammadsamunulislam6120
    @mohammadsamunulislam6120 Год назад +2

    পাহাড়ের কাছে বাড়ি হওয়ায় বিজু,বৈসু, জলখেলি দেখে বড় হয়েছি। অনেক সুন্দর শৈশব ছিল আমাদের।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Год назад

      আপনার কমেন্ট আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করব আমরা।

  • @udayantripura3610
    @udayantripura3610 3 года назад +3

    ধন্যবাদ আইপিডিসি ও এফ মাইনর কে...আর পার্থদা লাভ ইউ দাদা!!❤️❤️

  • @mdsahanuralam1865
    @mdsahanuralam1865 3 года назад +1

    IPDC আমাদেরকে গান, অনুষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে সুন্দর সুন্দর গান উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ.....

  • @mihirchambugong8143
    @mihirchambugong8143 3 года назад +6

    চমৎকার উপস্থাপন! বাংলাদেশের সব জাতিগোষ্ঠী ভালো থাকুক, এগিয়ে যাও!

  • @skbarua70
    @skbarua70 3 года назад +1

    এ দেশে বসবাসরত নানা ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর মনোমুগ্ধকর বৈচিত্র্যময় ভাষা-সংস্কৃতি যা আমাদের ইতিহাস-ঐতিহ্যকে সম্মৃদ্ধ করছে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

  • @salehmahmud1176
    @salehmahmud1176 3 года назад +4

    খুবই ভালো লাগলো।
    ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আরো গানগুলো শুনতে চাই।

  • @anikbiswas6045
    @anikbiswas6045 3 года назад +1

    ভালোলাগার মত একটা গান..ধন্যবাদ.. আমাদের গান IPDC সাথে এফ মাইনরকে...

  • @user-db-swapan2000
    @user-db-swapan2000 3 года назад +3

    Mind blowing song . BUISU .
    well done our Tripuri Sisters and musicians .
    Big big big Love from Tripura /Hill Tipperah to then british Tipperah's People ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️. International boundaries can't break our blood relationship.

  • @shaibalacharjee5924
    @shaibalacharjee5924 3 года назад +2

    এই সংস্কৃতি অাজীবন বেঁচে থাকুক।
    ধন্যবাদ এফ মাইনর

  • @ziaushshams8840
    @ziaushshams8840 2 года назад +3

    OMG!!
    What a wonderful rendition by this little gem of a girl and her compatriots! What a melancholic voice this sweet girl possess! How marvellous was it when five of the sweetest of girls danced together adorned with their traditional colourful sarong. I have thoroughly enjoyed watching the musical vlog. Congrats to Partha for giving us such a priceless unknown gift.

    • @SharminAkter-wu1mw
      @SharminAkter-wu1mw Год назад

      😅😅😅66666zzzzzzzzzzzzzzzuuhhuuuúuuujjjjjjjjjjjjjjkkkkkk

  • @chandanchatterjee8425
    @chandanchatterjee8425 Год назад +1

    আমি ভারতবর্ষ প্রদেশের পশ্চিম্বঙ্গের বাঁকুড়া জেলা থেকে। দারুণ এক গান পরিবেশন করেছেন আপনারা।আপনাদের গায়কী অসাধারণ বল্লেও কম বলা হবে।আপনাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Год назад +1

      দর্শকদের হৃদয়ে স্থান করে নেওয়াতেই আমাদের স্বার্থকতা। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

  • @sanjoybarua9902
    @sanjoybarua9902 3 года назад +5

    Just awesome...Many thanks to IPDC & Parth Barua for organising such a beautiful event..

  • @believersrose99
    @believersrose99 2 года назад

    অসাধারণ গানের কথাগুলো।
    খুব সুন্দর! মেয়েদের সুরের তালে তালে তাদের নাচ টা এক কথায় বিউটিফুল 😍
    ধন্যবাদ IPDC কে।
    হারানো ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়ার জন্য।

  • @chotan
    @chotan 3 года назад +4

    ভাল পরিবেশনা।
    ধন্যবাদ IPDC.

  • @zakiamahbubrafa2023
    @zakiamahbubrafa2023 Год назад

    আজকে পহেলা বৈশাখের দিন এই গান দিয়ে দিন শুরু করলাম!গত কয়দিন ধরে মাথায় ঘুরছিল গান টা! সুন্দর সুন্দর এবং সুন্দর! ভালোবাসা! ❤️

  • @zami0000
    @zami0000 3 года назад +4

    This is the beauty of Bangladesh, Loved the song so much, an excellent melody.

  • @amitkumerovi9121
    @amitkumerovi9121 3 года назад +1

    Ipdc আমাদের গান কে অসংখ্য ধন্যবাদ, যত শুনছি ততই বিমোহিত হচ্ছি

  • @rafiqulbd3302
    @rafiqulbd3302 3 года назад +5

    ভালো লাগলো দারুণ একটা পরিবেশনা এফ মাইনর

  • @shahadathossan9773
    @shahadathossan9773 3 года назад +2

    F Minor এর গান গুলো অনেক আগে থেকেই শুনি। They are very good...

  • @sujanjibon5346
    @sujanjibon5346 3 года назад +3

    IPDC এগিয়ে যাও বহুদূর।

  • @chaya7422
    @chaya7422 3 года назад

    বাহ,,,😊😊😊ধন্যবাদ পার্থ দা তোমায়,,,,এত সুন্দর সুন্দর গান উপহার দেয়ার জন্য,,,আমাদের,,,,সব থেকে ভালো লাগে গানের ইতিহাস গুলো দেখলে❤️❤️

  • @farulakter3126
    @farulakter3126 3 года назад +6

    বিদেশি সংস্কৃতির ভীড়ে আমরা নিজেদের সংস্কৃতিকে ভুলতে বসেছি।

  • @sujatasomofficialsufiyanas7094

    Love you girls!
    পাগলের মতো খুঁজছিলাম গান আমাদের ত্রিপুরার। অসংখ্য ধন্যবাদ!আরো চাই!

  • @aminulshaon7793
    @aminulshaon7793 3 года назад +3

    For the first time enjoying the beauty of tribal cultural song. Thanks a ton to IPDC

  • @coxtv2459
    @coxtv2459 3 года назад +1

    ওরে বাপ, কত সুন্দর কন্ঠ।
    আর গানটা😮😮😮😮
    লাইব্রেরিতে নিলাম❤️