মিতুন এর হাসিটা বেশ সুন্দর প্রাণ খোলা।তোমার ভাইটাও খুব ভালো,মিতুনের কান্না যেন ওর ও সহ্য হচ্ছে না, এইটুকু দুজন দুজনকে বুঝতে পারলেই জীবন টা সুন্দর ভাবে কাটাতে পারবে।আমার
মিতুন যেমন ভাগ্যবতী এরকম একটা শশুরবাড়ি স্বামীকে পেয়ে তেমনি ওর শশুরবাড়িও ধন্য ওর মতো একটা লক্ষীমন্ত মেয়ে পেয়ে। মেয়েটা সত্যিই খুব ভালো ওরা সুখী হোক।
দিদি তোমার বর্ণনা চোখে জল এনে দিলো,,ননদিনী রায় বাঘিনী নয়,এখানে ননদ মানে মা,বন্ধু,দিদি❤❤❤ আর কি চাই!!!???? সেরার সেরা ব্লগিং চ্যানেল,সেরা পরিবার ও বটে
আপনার কাছ থেকে অনেক কিছু শিখি প্রতিদিন। আপনার বলা কথা গুলো শুনলে বড় দিদি যে মায়ের প্রতিচ্ছবি সেটা মনকে গভীর ভাবে স্পর্শ করে। সত্যি আপনার মত একজন মানুষকে পেয়ে আমরা ধন্য মনেকরি নিজেদের।
তোমাকে আমার কি মনে হয় বলতো? মনে হয় একটা খুব সুন্দর গল্পের অসাধারণ পাঠিকা, মনেই হয় না আমি একটি ব্লগ দেখছি।সত্যি বিদ্যাসাগরের দেশের সার্থক কন্যা তুমি কি সুন্দর শব্দ চয়ন। আমার কমেন্ট তুমি দেখ কি না জানি না তবু বলছি তোমাদের পরিবারের একটি কন্যা আমায় উপহার দিলে খুব ভালো লাগতো গো।ভারি ভালো তোমাদের সবাই। তবে ঠাকুর,মা, স্বামীজি ওদের দুটি কে খুব ভালো রাখুন।
মিতুনের কান্না দেখে আমার দুচোখ দিয়ে টসটস করে জল বেরিয়ে এলো। আমার ও একটি মাত্র মেয়ে যার বিয়ে দিতে হবে ভাবলেই কষ্ট হয়। অনেক আশীর্বাদ ও ভালোবাসা দিলাম দুজন কে। আগামী জীবন সুখের হোক। ❤❤
বিদায়ের সময় সত্যি চোখে জল চলে এসেছিল। কি সুন্দর হাসি খুশি বৌ। দেখে মনে হচ্ছে খুব ভালো। তোমাদের ঘর আলো করে শ্বশুর শ্বাশুড়ি স্বামী কে নিয়ে সংসার করুক আর বাবা তারকনাথ সঙ্গে সবসময় আছেন ❤❤❤❤
মিতুন কপাল করে এমন ভালো একটা পরিবার পেল যে ওর কোন কষ্ট হবে না।। বিদায় এর এই মুহূর্তটা দেখলে প্রত্যেকটি মেয়ের চোখে জল এসে যায়, আর মনে পড়ে যায় তাদের নিজেদের বিদায় বেলা ❤❤❤
মিতুনের মুখে সবসময়ই যে মিষ্টি হাসিটা লেগে আছে তাতে যেন ওকে আরও রূপসি লাগছে।। আর সবশেষে তোমার ভাইয়ের ওই দুষ্টু ভরা লাজুক হাসি ছোট দিদি কে প্রনাম করার সময় ওই টা আমার সেরার সেরা লেগেছে ☺☺☺🙏🙏🙏
সবাই তো নতুন বৌউ নিয়ে বাড়ির ফেরার তারাই থাকে মেয়ে টার মনের কথা অনেকেই বুঝলেও হয়তো উপায় থাকে না কিন্তু দিদি তোমার ঐ কথা টা "মিতুল কাদেনা মা আরও 1 ঘণ্টা আধ ঘণ্টা থাকবি যদি একটু মনটা ভালো লাগে " মন ছুঁয়ে গেলো চোখের কোনে জল বেয়ে গড়িয়ে পরলো, যাক নতুন জীবনের শুভেচ্ছা তোমাদের 2জন কে ভালো থেকো পরিবার কে নিয়ে
মহুয়া তারোকেশ্বরের মাহাত্ম খুব,আর খুব ভালো হয়েছে ওনার আশীর্বাদ নিয়ে নতুন জীবনে প্রবেশ করা। খুব সুখী হোক ওরা এই আশীর্বাদ করি। তোমরা মানুষ খুব ভালো, পরিবারের সবাই খুব ভালো মানের মানুষ কাজি মিতুলের খুব ভালোভাবে সংসার হবে ❤️
ব্লকটা দেখে খুব ভালো লেগেছে দিদিভাই। বিদায়ের পর্ব টাতে চোখে যেন জল এসে গেল। যাইহোক সবকিছু মিটে গিয়ে সবাই ভালো থাকুক এটাই চাই। ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন ভালো থাকুক দুজনে।
নিজের চেনা এই জায়গা রাস্তা বাবার মন্দির যে তোমার ভিডিওতে দেখতে পাচ্ছি এটা দেখেই খুব ভালো লাগছে। নতুন দম্পতির জন্য রইল অনেক শুভেচ্ছা। তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো।
সত্যিই দিদি তোমার ব্লগ দেখতে আমার ভালো তার একটা মাত্র কারণ হলো তোমার প্রতিটা কথা আমার মন কে ছুঁয়ে যায়।।। সত্যিই মিথুনএর ভাগ্য টা খুব ভালো তোমাদের মত একটা সুন্দর পরিবার পেয়েছে। তোমরা সবাই খুব ভালো থেকো,❤️❤️❤️
খবর ভালো লাগলো। মিতুন কে কি মিষ্টি লাগছে ওর হাসি মুখ টা খুব মিষ্টি।ওর বিদায় দেখে আমার ও বিদায় র কথা মনে পড়ে গেল আর মন টা খারাপ হয়ে গেল। যাই হোক দু জন কে আগামী দিন গুলি র জন্য অনেক শুভেচ্ছা জানায় । সবসময় অপেক্ষায় থাকছি যে কখন ভিডিও আসবে।
দারুন লাগলো কখন থেকে বসে রয়েছি এই এপিসোড টা দেখবো বলে। কনে বিদায়ের সময় সত্যি কথা আমারও চোখটা কেমন ভিজে এসেছিল মহুয়া দি।১১ বছর বিয়ের পরেও সেই ফিলিংসটা যেন থেকেই গেল।
মহুয়া দি তোমার সব ভিডিও গুলো খুব ভালো লাগে। কিন্তু আজকের এই ভিডিওটা মনকে একদম ছুঁয়ে গেল। ভিডিওটা দেখতে দেখতে কখন যে অজান্তে চোখে জল এলো ভিডিওটা দেখতে দেখতে অজান্তে মুখে হাসিও এলো বুঝতেই পারলাম না।।। জাস্ট অসাধারণ❤❤❤
সুখে থাকো নবদম্পতি.... অনেক আশীর্বাদ জানাই। আমার বিয়ের পর যখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছি আমার বাবার চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। মা খুব শক্ত হয়ে ছিল। পরে জেনেছি মায়ের সেই রাতে প্রচন্ড জ্বর এসেছিল আর সারাক্ষণ জ্বরের ঘোরে আমাকে খুঁজছিল। আমার সেইসব কথা মনে পড়ছে
O ki apurbho nonod tumi babar kripa y ora ai rokm hasi bhora jibon katabe jano probhu jogonnath deber nonoyon kripa to sathe achai ar amer maha sustho thakuk sara jibon maher didun
মেয়েদের এই বিদায় মুহুর্ত টা খুব কষ্টদায়ক ♥️🙂 চোখে জল চলে আসে বিদায় বেলা দেখলে তবে এক ঘর শূন্য হয়ে আরেক ঘর পূরন হয়💖.. নব দম্পতি কে আগামী দিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা.. ♥️😍 তোমরা দুটিতে মিলে খুব ভালো থেকো সকলকে সঙ্গে নিয়ে💖
ভীষণ মিষ্টি মেয়ে মিতুন।আমরা মেয়েরা এরকম ই তো একটা পরিবার চাই আদরে ভালবাসায় ভরা একটা সংসার।মহুয়া দি তুমি আমার অনেক শ্রদ্ধার মানুষ আর তোমাদের পরিবারও যেন বড্ড আপনার হয়ে উঠেছে।ভালোবাসা নিও দিদি।
আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দাতা হল কনের বাবা মা। আমিও জীবনে প্রথমবারের মতো আমার বাবার চোখে পানি দেখেছিলাম আমার বিদায়বেলায়। আজকে সেই মুহূর্তটা মনে করে চোখে পানি চলে আসলো। নতুন দম্পতির জন্য শুভকামনা রইল।
তুমি এবং তোমার বোন দুজনেই যে খুব ভালো একটা পারিবারিক শিক্ষায় বড়ো হয়েছ তা দেখেই ভালো লাগছে। দুজনেই কি সুন্দর করে নিজেদের শাশুড়ী মায়ের হাত দিয়ে উপহার দেওয়ালে মিতুন কে। খুব ভালো। তোমার ভাই আর বোনের প্রণাম নিয়ে খুনসুটি ও কি সুন্দর লাগলো দেখতে।
দিদিভাই এই বিদায় বেলা প্রত্যেক টি মেয়ের জীবনে বেদনা দায়ক মূহুর্ত। এই দৃশ্য যতবার দেখবো ততখবারই চোখে জল চলে আসে। আজকে আমরা বাবা ও মার কথা খুব মনে পড়ছিল। রাজা ও মিতুন এর নতুন জীবন সুখের হোক❤❤❤❤❤❤
আজ সাত বছর হয়েছে বাবা,মা আর জেঠু ছেড়ে আমি এক সংসারে ঢুকেছি।।।।। রাজাদা আর মিতুন কে দেখে সেই দিনের কথাটা খুব মনে পড়ছে।।।।। মিতুনের বাবার ঘর ফাঁকা করে এসে তোমার ঘরে লক্ষী হওয়ার সাক্ষী থাকলাম আমরা সবাই।।।।।।
রোজকার মতো ব্লগ টা আজও ভালো লাগলো আলাদা করে বলার কিছু নেই। একজন মানুষের ভাবনা চিন্তা তার কথার মাধ্যমেই ফুটে ওঠে। আপনিও তার ব্যতিক্রম নন। এই ভাবনা চিন্তা প্রতিটা মানুষের থাকা উচিত। ভালো থাকুন।
বৃহস্পতি বার লক্ষী ঢুকলো তোমাদের বাড়ি,হ্যা সত্যিই খুব সুন্দর সাজিয়েছিল। খুব ভালো লাগে তোমায় ভিডিও দেখতে,এই সময় টা খুব কষ্টের মেয়েদের , কি অপূর্ব ব্যখ্যা করেছো বোন, মেহা কে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ও আদর 💖🥰🎂, কি মিষ্টি দেখতে লাগছে দুজন কে,ওদের অনেক শুভেচ্ছা জানাই,তোমার মা কে ও বেশ ভালো লাগলো,আমদের মতো হাসিখুশি❤❤।তোমার ভাইয়ের বউ বেশ হাসিখুশি তোমাদের ই মতো হয়েছে,আমার ভাইয়ের বউ ও খুব ভালো আমাদের মতো হাসি খুশী ,সংসার আগলে রাখে, ভাইকে খুব ভালোবাসে,পরের ভিডিওর অপেক্ষায় রইলাম,ভালো থেকো তোমরা ❤❤❤❤
সুন্দর লাগলো ভিডিওটা দেরি করেই দেখলাম কারণ কাজে কাজে একটু ব্যস্ত ছিলাম দেখলাম ভিডিওটা ভীষণ ভালো লাগলো মহাদীর ভাই ও ভাইয়ের বউ কে অনেক শুভকামনা ও ভালোবাসা জানাই
এত সুন্দর গলার ভয়েস শোনার সময় একটা স্নিগ্ধতা কাজ করে খুব ভালো লাগলো দিদিভাই আপনি কিভাবে এত ঠান্ডা ধীরস্থিরভাবে সুন্দর ভাবে ভয়েস কভার করেন খুব ভালো লাগে, প্রত্যেকটা ভিডিওতেই একইভাবে শুনতে লাগে বেশ ভালো
নতুন বৌমা নয় নতুন মা লক্ষীর আগমন (মেয়ে রূপে) ঘটলো❤❤❤ এইরকম শশুরবাড়ি যেন প্রত্যেকটি মেয়ের ভাগ্যে থাকে, মিতুন কে অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানালাম❤❤❤
শুরুর দিনগুলো থেকেই তো আপনার ভ্লগ দেখছি, তবে আজকের পর্বটি যেন সবচেয়ে বেশি ইমোশনাল আবার একই সাথে আনন্দেরও। ভেজা চোখে, আনন্দিত মনে একদম নিজের পরিবারের একটি আনন্দ অনুষ্ঠানের যেন শরিক হলাম। প্রার্থনা করি মিতুনদি আর রাজাদা খুব ভালো থাকুক। আসলে যৌথ পরিবার প্রথা তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সেখানে এই আপনাদের এত বড় পারিবারিক মিলন একলা এই জীবনে বড়ই সুখানুভূতির সৃষ্টি করে। ভালো থাকবেন। 🙏🏼
পুরো ভিডিও টা প্রতিটা মেয়ের মনকে স্পর্শ করেছে নিশ্চই,বাবার ঘর ছাড়ার দুঃখ, নতুন মানুষ গুলোকে পাওয়ার আনন্দ সবটা মিলিয়ে অনবদ্য সব টা❤❤❤❤ভালো থাকুন সবাই❤❤❤❤
এত সুন্দর একটা শর্ট ফিল্ম বানানোর জন্য মহুয়া অনেক অনেক ধন্যবাদ। ধারাভাষ্যকার কে সাধুবাদ জানাই। সবাইকে নিয়ে ভালো থেকো। নবদম্পতির নতুন জীবন মধুময় হোক। জয় বাবা ভোলানাথ 🙏
খুব সুন্দর ......সত্যি মিতুন এর আর কোনো কষ্ট হবে না .....শ্বশুর বাড়ি টা নিজের বাড়ির মত ই ....বাড়ির সবাই খুব খুব ভালো .....বিদায় বেলায় মিতুনের কান্না দেখে আমার ও চোখে জল এসে গিয়েছিল .....আর দিভাই এর এত ভালবাসা মাখানো কথা শুনলে মন প্রাণ জুরিয়ে যায় ...(.শুভ জন্মদিন মেহা ...খুব ভালো থাকিস মা ...😘😘🍫🍫🍫🍫).....খুব ভালো থেকো তোমরা 🍫🍫🍫🍫......
মিতুন এর হাসিটা বেশ সুন্দর প্রাণ খোলা।তোমার ভাইটাও খুব ভালো,মিতুনের কান্না যেন ওর ও সহ্য হচ্ছে না, এইটুকু দুজন দুজনকে বুঝতে পারলেই জীবন টা সুন্দর ভাবে কাটাতে পারবে।আমার
মিতুল খুব মিষ্টি মেয়ে। ওকে দেখে ই মনে হচ্ছে ও সরল ও ছেলে মানুষ। অসাধারণ শ্বশুর বাড়ি পেয়েছে মিতুল। খুব ভালো থেকো সবাই।❤❤❤❤❤❤
মহুয়া ম্যাম কত সুন্দর উনার শাশুড়ি মা কে দিয়ে উপহার টা দিলেন নতুন বউ এর হাতে ।এটাই একটা শিক্ষিত পরিবার এর পরিচয় ❤
মিতুন যেমন ভাগ্যবতী এরকম একটা শশুরবাড়ি স্বামীকে পেয়ে তেমনি ওর শশুরবাড়িও ধন্য ওর মতো একটা লক্ষীমন্ত মেয়ে পেয়ে। মেয়েটা সত্যিই খুব ভালো ওরা সুখী হোক।
মহুয়া,আজকে তোমার মায়ের অনুভুতি দিয়ে বলা কথা গুলো ভাল তো লাগলই,আর চোখ দুটো জলে ভরে এলো 🙌🙌❤🧡
এতো চমৎকার মানসিকতার একজন ব্লগার বাংলা র ইউটিউব জগতে আছে এটা ভেবেই মনটা ভরে যায়। ❤❤❤❤।অজস্র ভালোবাসা তোমাকে।
তুমি কি সুন্দর করে মিতুলকে বললে তাহলে কাঁদেনা মা চ,কি ভাল শুনতে লাগলো,এমন ননদ পাওয়া অনেক ভাগ্যের কথা,ওরা দুটিতে খুব সুখী হোক।
Sotti kotha ta mon chuye gelo
Sotti kotha ekdom , erokom nonas nonodh pawa ta vaggo
একদম ঠিক, কি যে সুন্দর লাগলো শুনতে
Sotti ki je valo laglo kothata ,Tai bar bar dekhchhi..Mon chhuye gelo
Akdm e tai
দিদি তোমার বর্ণনা চোখে জল এনে দিলো,,ননদিনী রায় বাঘিনী নয়,এখানে ননদ মানে মা,বন্ধু,দিদি❤❤❤
আর কি চাই!!!????
সেরার সেরা ব্লগিং চ্যানেল,সেরা পরিবার ও বটে
Kon somoy ta bollen? Ami kheal Korini
Ekdom
Ekdom
Khub sundor kotha bolar way ta.
Thik bolechen 'Sera Vlogging Channel' ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
এত ভালো লাগল , কিছু আর লিখতে পারলাম না।কনে বিদায় অংশ টা দেখার সময় নিজের বিদায় বেলা ভেসে উঠল চোখের সামনে।জল এসে গেল চোখে। খুব ভালো থেকো সবাই।
আপনার কাছ থেকে অনেক কিছু শিখি প্রতিদিন। আপনার বলা কথা গুলো শুনলে বড় দিদি যে মায়ের প্রতিচ্ছবি সেটা মনকে গভীর ভাবে স্পর্শ করে। সত্যি আপনার মত একজন মানুষকে পেয়ে আমরা ধন্য মনেকরি নিজেদের।
তোমাকে আমার কি মনে হয় বলতো? মনে হয় একটা খুব সুন্দর গল্পের অসাধারণ পাঠিকা, মনেই হয় না আমি একটি ব্লগ দেখছি।সত্যি বিদ্যাসাগরের দেশের সার্থক কন্যা তুমি কি সুন্দর শব্দ চয়ন। আমার কমেন্ট তুমি দেখ কি না জানি না তবু বলছি তোমাদের পরিবারের একটি কন্যা আমায় উপহার দিলে খুব ভালো লাগতো গো।ভারি ভালো তোমাদের সবাই। তবে ঠাকুর,মা, স্বামীজি ওদের দুটি কে খুব ভালো রাখুন।
মা, বাবার শিকড় ছেঁড়া যন্ত্রণা কী যে কষ্টকর দেখলেই চোখে জল এসে যায়। মনে পরে দিনটার কথা। খুব মিষ্টি লাগছে মিতুলকে। চির সুখী হোক দুটিতে ❤❤
মিতুনের কান্না দেখে আমার দুচোখ দিয়ে টসটস করে জল বেরিয়ে এলো। আমার ও একটি মাত্র মেয়ে যার বিয়ে দিতে হবে ভাবলেই কষ্ট হয়। অনেক আশীর্বাদ ও ভালোবাসা দিলাম দুজন কে। আগামী জীবন সুখের হোক। ❤❤
Ek dom tai
মিতু বৌদির কান্না দেখেছেন হাসি দেখেননি।কান্নায় যতটা কষ্ট ছিলো হাসিতে বেশি সুখ ছিলো।
Amar o aktai meye. Ami babte parina ok biey debo.
অনেক ভাগ্য করে এরকম স্বামী শ্বশুর বাড়ি পাওয়া যায়। অনেক সুখে থেকো তোমরা।
বাহ অপূর্ব মহুয়া দি, এত সুন্দর বধুবরণ আর এমন ভাবে সবাইকে পরিচয় করিয়ে দিলেন খুব ভালো লাগলো গো।
বিদায়ের সময় সত্যি চোখে জল চলে এসেছিল। কি সুন্দর হাসি খুশি বৌ। দেখে মনে হচ্ছে খুব ভালো। তোমাদের ঘর আলো করে শ্বশুর শ্বাশুড়ি স্বামী কে নিয়ে সংসার করুক আর বাবা তারকনাথ সঙ্গে সবসময় আছেন ❤❤❤❤
মহুয়া দিদি এই বিদায় বেলা, প্রত্যেকটি মেয়ের জীবনে বেদনা দায়ক মুহুর্ত।যে দৃশ্য যতবার দেখবো ততবার ই চোখে জল এসে যায়। নতুন জীবন সুখের হোক।
Tomar kotha gulo khub mone ke chue jai ai 5mas holo amar choto meyer bie diechi tar 1bachor age boro meye
মিতুন কপাল করে এমন ভালো একটা পরিবার পেল যে ওর কোন কষ্ট হবে না।। বিদায় এর এই মুহূর্তটা দেখলে প্রত্যেকটি মেয়ের চোখে জল এসে যায়, আর মনে পড়ে যায় তাদের নিজেদের বিদায় বেলা ❤❤❤
Asadharan laglo ajker vlog sob ey bidai bela dekhe chokhe jol chol alo amrao erokom bidai hoye baper bari chere sosur bari chole aschi chokher jol dhore rakhte pelam na apna apni beriye alo ❤❤😢😢😢
Sotti tai sob theke koster jinis holo ey bidai bela ak mohurte nijer bari theke baper bari te porinoto hoye jai😢
Darun laglo vlog ta,
মিতুন
ঠিক বলেছেন।
মিতুনের মুখে সবসময়ই যে মিষ্টি হাসিটা লেগে আছে তাতে যেন ওকে আরও রূপসি লাগছে।। আর সবশেষে তোমার ভাইয়ের ওই দুষ্টু ভরা লাজুক হাসি ছোট দিদি কে প্রনাম করার সময় ওই টা আমার সেরার সেরা লেগেছে ☺☺☺🙏🙏🙏
অসাধারণ ভাষ্য পাঠ।মন প্রাণ জুড়িয়ে যায়।
সবাই তো নতুন বৌউ নিয়ে বাড়ির ফেরার তারাই থাকে মেয়ে টার মনের কথা অনেকেই বুঝলেও হয়তো উপায় থাকে না কিন্তু দিদি তোমার ঐ কথা টা "মিতুল কাদেনা মা আরও 1 ঘণ্টা আধ ঘণ্টা থাকবি যদি একটু মনটা ভালো লাগে " মন ছুঁয়ে গেলো চোখের কোনে জল বেয়ে গড়িয়ে পরলো, যাক নতুন জীবনের শুভেচ্ছা তোমাদের 2জন কে ভালো থেকো পরিবার কে নিয়ে
Hya ekdom
Haaa sotti taiii
মহুয়া তারোকেশ্বরের মাহাত্ম খুব,আর খুব ভালো হয়েছে ওনার আশীর্বাদ নিয়ে নতুন জীবনে প্রবেশ করা। খুব সুখী হোক ওরা এই আশীর্বাদ করি। তোমরা মানুষ খুব ভালো, পরিবারের সবাই খুব ভালো মানের মানুষ কাজি মিতুলের খুব ভালোভাবে সংসার হবে ❤️
খুব সুন্দর লাগলো।মিতুনের বিদায় দেখে মন ভারাক্রান্ত হয়ে গেলো।মেহা কে জানাই শুভ জন্মদিন 💞💞
ব্লকটা দেখে খুব ভালো লেগেছে দিদিভাই। বিদায়ের পর্ব টাতে চোখে যেন জল এসে গেল। যাইহোক সবকিছু মিটে গিয়ে সবাই ভালো থাকুক এটাই চাই। ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন ভালো থাকুক দুজনে।
কি অপূর্ব জুটি, বৌয়ের হাসিমুখ দেখে মন জুড়িয়ে গেল, সারাজীবন এই হাসিমুখ থাকে যেন এই আশীর্বাদ করি, মঙ্গল হোক
ভাই এর বউ কে মা বলে ডাক টা মন টা ছুয়ে গেলো আমার ❤❤❤
Ekdom ❤
❤❤❤❤❤❤
Ekdom mon ta chuye galo
Sotti ❤
Akdam thik bolecho. Amaro khub sundar laglo ❤❤❤❤
নিজের চেনা এই জায়গা রাস্তা বাবার মন্দির যে তোমার ভিডিওতে দেখতে পাচ্ছি এটা দেখেই খুব ভালো লাগছে। নতুন দম্পতির জন্য রইল অনেক শুভেচ্ছা। তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো।
আমার ও একটা মেয়ে আছে, তাই বিদায় অনুষ্ঠান টা দেখে চোখ দুটো জলে ভরে গেল।
ভাই আর বউয়ের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা।নতুন জীবনে ওরা খুব সুখী হোক,একে অপরের পরিপূরক হয়ে উঠুক এই প্রার্থনা করি ❤❤
সত্যিই দিদি তোমার ব্লগ দেখতে আমার ভালো তার একটা মাত্র কারণ হলো তোমার প্রতিটা কথা আমার মন কে ছুঁয়ে যায়।।। সত্যিই মিথুনএর ভাগ্য টা খুব ভালো তোমাদের মত একটা সুন্দর পরিবার পেয়েছে। তোমরা সবাই খুব ভালো থেকো,❤️❤️❤️
ওহ কি অসাধারণ দৃশ্য ।আমর মেয়েটারও খুব সম্প্রতি বিয়ে হলো।ওর বিদায় বেলার কথা খুব মনে পড়ছিল।কাঁদছিলাম খুব।
আপনি খুব বড় ও উদার মনের মানুষ আপনার মঙ্গল হোক.... 🙏
মিতুল দির অনেক কপাল এমন ভালো শশুর বাড়ি পেয়েছে ❤❤❤❤❤
ব্লগ গুলো যতই দেখি ততই মুগ্ধ হই। অসম্ভব সুন্দর সব মুহূর্ত গুলো।ভালো থাকুন গোটা পরিবারকে নিয়ে।অপেক্ষায় রইলাম মেহুর জন্মদিনের ব্লগের।
খবর ভালো লাগলো। মিতুন কে কি মিষ্টি লাগছে ওর হাসি মুখ টা খুব মিষ্টি।ওর বিদায় দেখে আমার ও বিদায় র কথা মনে পড়ে গেল আর মন টা খারাপ হয়ে গেল। যাই হোক দু জন কে আগামী দিন গুলি র জন্য অনেক শুভেচ্ছা জানায় । সবসময় অপেক্ষায় থাকছি যে কখন ভিডিও আসবে।
দারুন লাগলো কখন থেকে বসে রয়েছি এই এপিসোড টা দেখবো বলে। কনে বিদায়ের সময় সত্যি কথা আমারও চোখটা কেমন ভিজে এসেছিল মহুয়া দি।১১ বছর বিয়ের পরেও সেই ফিলিংসটা যেন থেকেই গেল।
তোমার মতো ননোদ আর তোমাদের ভালবাসায় মন ভরে গেলো ❤ চোখের জল ধরে রাখতে পারলাম না ❤
তোমার মতো একজনের সান্নিধ্য পাওয়া ভাগ্যের ব্যাপার ❤
আপনার এত সুন্দর ভাষার ব্যবহার সমকালীন কোনো ব্লগে দেখা যায় না🎉
মহুয়া দি তোমার সব ভিডিও গুলো খুব ভালো লাগে। কিন্তু আজকের এই ভিডিওটা মনকে একদম ছুঁয়ে গেল। ভিডিওটা দেখতে দেখতে কখন যে অজান্তে চোখে জল এলো ভিডিওটা দেখতে দেখতে অজান্তে মুখে হাসিও এলো বুঝতেই পারলাম না।।। জাস্ট অসাধারণ❤❤❤
সত্যি মিতুন দিদিভাই মুখে একটুও বিরক্তি নেই খুব সুন্দর লাগলো ❤😊
সুখে থাকো নবদম্পতি.... অনেক আশীর্বাদ জানাই। আমার বিয়ের পর যখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছি আমার বাবার চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। মা খুব শক্ত হয়ে ছিল। পরে জেনেছি মায়ের সেই রাতে প্রচন্ড জ্বর এসেছিল আর সারাক্ষণ জ্বরের ঘোরে আমাকে খুঁজছিল। আমার সেইসব কথা মনে পড়ছে
O ki apurbho nonod tumi babar kripa y ora ai rokm hasi bhora jibon katabe jano probhu jogonnath deber nonoyon kripa to sathe achai ar amer maha sustho thakuk sara jibon maher didun
didi tumi atotai sundor j bolar kono vasha nai.
মেয়েদের এই বিদায় মুহুর্ত টা খুব কষ্টদায়ক ♥️🙂 চোখে জল চলে আসে বিদায় বেলা দেখলে তবে এক ঘর শূন্য হয়ে আরেক ঘর পূরন হয়💖.. নব দম্পতি কে আগামী দিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা.. ♥️😍 তোমরা দুটিতে মিলে খুব ভালো থেকো সকলকে সঙ্গে নিয়ে💖
পরিবারটি সব কিছু ইতি বাচাক ।মাশাল্লাহ্ সব কিছু ভালো লাগলো ।ধারা বর্ননা চৎকার ,সবায়কে সম্মান ও ভালোবাসায় জড়িয়ে ছিল ।❤
সব মেয়েরা যেনো এমন একটা শশুর বাড়ি পায় যেখানে বউ কে পরের বাড়ির মেয়ে নয় বাড়ির লক্ষ্মী মনে করা হয়. খুব ভালো থেকো তোমরা
দাদার আশির্বাদ টা ভালো হয়েছে। বিয়ের পরেও পড়াশোনা করার ধারনাটা খুব ভালো 🙏🏻🙏🏻
নিজের অজান্তেই চোখে জল চলে এলো মিতুন দির বিদায় দেখে 🙂❤️
মেয়েদের জীবনটায় এমন যে,এক ভেঙে অন্য কুল গড়তে হয়।
খুব ভালো লাগলো দিদি😊
তোমার কথা শুনতে শুনতে চোখ টা ভিজে গেলো ,, গলাটাও ধরে এলো।। সব পুরোনো স্মৃতি ভিড় করে এলো।।
ভীষণ মিষ্টি মেয়ে মিতুন।আমরা মেয়েরা এরকম ই তো একটা পরিবার চাই আদরে ভালবাসায় ভরা একটা সংসার।মহুয়া দি তুমি আমার অনেক শ্রদ্ধার মানুষ আর তোমাদের পরিবারও যেন বড্ড আপনার হয়ে উঠেছে।ভালোবাসা নিও দিদি।
আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দাতা হল কনের বাবা মা। আমিও জীবনে প্রথমবারের মতো আমার বাবার চোখে পানি দেখেছিলাম আমার বিদায়বেলায়। আজকে সেই মুহূর্তটা মনে করে চোখে পানি চলে আসলো।
নতুন দম্পতির জন্য শুভকামনা রইল।
Aaso ma lokhsmi boso ghora mona pora galo mitun akdom jibonto malokhsmi khuub bhodro santo dabi gun somponno maherdidun
এই মুহূর্তটা প্রত্যেক মেয়ের জন্য কষ্টের।।।খুব ভালো থাকুক নবদম্পতি❤❤❤
ফুলের মতো সুন্দর হোক তোমাদের ভবিষ্যৎ ❤সুখে থাকো সুখী হও এই করি আশির্বাদ ❤ ভালো থেকো প্রবাসে ঘরকন্নার পরিবারের সবাই ❤❤❤❤
তোমার সুন্দর চিন্তাধারাকে কুর্ণিশ জানাই। সবাইকে নিয়ে খুব ভালো থাকো।
তুমি এবং তোমার বোন দুজনেই যে খুব ভালো একটা পারিবারিক শিক্ষায় বড়ো হয়েছ তা দেখেই ভালো লাগছে। দুজনেই কি সুন্দর করে নিজেদের শাশুড়ী মায়ের হাত দিয়ে উপহার দেওয়ালে মিতুন কে। খুব ভালো। তোমার ভাই আর বোনের প্রণাম নিয়ে খুনসুটি ও কি সুন্দর লাগলো দেখতে।
দিদি তোমার মত চিন্তা ধারা যদি সবার থাকতো❤ তাহলে কত মেয়ে শশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করতো।
একদম সত্যি কথা সব মেয়ের জীবনে এইরকম শশুরবাড়ি যেন পায়। এটাই কামনা করি 🙏তাহলে সমাজ টা পরিবর্তন হবে।
Akdom thik bolecho, erakom jodi sob barir manuser vabna hoto,tahole aar kono meyer chokhe jol asto na😢
দিদিভাই এই বিদায় বেলা প্রত্যেক টি মেয়ের জীবনে বেদনা দায়ক মূহুর্ত। এই দৃশ্য যতবার দেখবো ততখবারই চোখে জল চলে আসে। আজকে আমরা বাবা ও মার কথা খুব মনে পড়ছিল। রাজা ও মিতুন এর নতুন জীবন সুখের হোক❤❤❤❤❤❤
এত সুন্দর একটি শ্বশুর বাড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।। বাড়ির প্রতিটি সদস্য খুবই প্রানবন্ত।।❤❤❤❤
দিদিভাই আপনার কথা গুলি শুনলেই হাজার ও মন খারাপ থাকলে ও মন ভালো হয়ে যায়।।
ভালো লাগলো ❤❤পাশে থেকো কবিতা শুনতে নিশ্চয়ই ভালো বাসো আমার পাশে থাকো❤❤
এই সময় টা বলেবোঝানো যাই না দিদি 😊😊আজও ওই দিনটার কথা খুব মনে পরে ❤❤।। নতুন জীবনে অনেক অনেক শুভেচ্ছা রইলো 🥰🥰🥰
তুমি এতো সুন্দর করে কথা বলো মহুয়া,কথা গুলো শুনে আমার চোখের জল ধরে রাখতে পারলাম না, আমার অনেক দিনের বিবাহিত জীবন
আজ সাত বছর হয়েছে বাবা,মা আর জেঠু ছেড়ে আমি এক সংসারে ঢুকেছি।।।।। রাজাদা আর মিতুন কে দেখে সেই দিনের কথাটা খুব মনে পড়ছে।।।।। মিতুনের বাবার ঘর ফাঁকা করে এসে তোমার ঘরে লক্ষী হওয়ার সাক্ষী থাকলাম আমরা সবাই।।।।।।
এতো দিন পর এখানে এসে এত আনন্দ করছ,সত্যি খুব ভালো লাগছে। এরপর এগুলোই স্মৃতি হয়ে তোমাকে ঘিরে থাকবে।
মিতুন রাজার বিবাহিত জীবন সুখের হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, খুব ভালো থাকুক ওরা।
jemon tumi bhalo,temon tomar barir sobai,emon ki tomar bhai er bou o....tomra sobai ebhabei bhalo theko...❤
সত্যি মিথুন একটা খুব ভালো পরিবার পেল এমন পরিবার কজনের ভাগ্যে জোটে
এই বিদায় মুহূর্ত প্রত্যেকটা মেয়ের বেদনাদায়ক মুহূর্ত, মিতুনকে দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারলাম না, নিজের বিদায় দিনের স্মৃতিগুলো ভেসে উঠল,
বিদায় যেন একটা বেদনাদায়ক মুহূর্ত। নিজের দিনগুলো মনে পরে যায়। চোখের জল আটকে রাখা যায় না।
দিদিভাই তুমি খুব সুন্দর কথা বলো। মিতুনের কান্না দেখে চোখে জল না এলেও তোমার কথা গুলো শুনে চোখে জল চলে আসছে। কি সুন্দর ভাবে কথা বলো তুমি দিদিভাই
রোজকার মতো ব্লগ টা আজও ভালো লাগলো আলাদা করে বলার কিছু নেই। একজন মানুষের ভাবনা চিন্তা তার কথার মাধ্যমেই ফুটে ওঠে। আপনিও তার ব্যতিক্রম নন। এই ভাবনা চিন্তা প্রতিটা মানুষের থাকা উচিত। ভালো থাকুন।
দারুন অসাধারণ লেগেছে❤ আপনারা যেমন মিষ্টি❤❤ আর বউটাও ঠিক এনেছেন ওরকমই মিষ্টি❤❤❤
দিদি আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি। কিন্তু কোন দিন কমেন্টস করিনি। আজ করলাম। তোমার গলার স্বর শুনলেই আমার চোখে জল আসে।তোমার গলার স্বর এত মধুর মায়া ভরা।
বৃহস্পতি বার লক্ষী ঢুকলো তোমাদের বাড়ি,হ্যা সত্যিই খুব সুন্দর সাজিয়েছিল। খুব ভালো লাগে তোমায় ভিডিও দেখতে,এই সময় টা খুব কষ্টের মেয়েদের , কি অপূর্ব ব্যখ্যা করেছো বোন, মেহা কে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ও আদর 💖🥰🎂, কি মিষ্টি দেখতে লাগছে দুজন কে,ওদের অনেক শুভেচ্ছা জানাই,তোমার মা কে ও বেশ ভালো লাগলো,আমদের মতো হাসিখুশি❤❤।তোমার ভাইয়ের বউ বেশ হাসিখুশি তোমাদের ই মতো হয়েছে,আমার ভাইয়ের বউ ও খুব ভালো আমাদের মতো হাসি খুশী ,সংসার আগলে রাখে, ভাইকে খুব ভালোবাসে,পরের ভিডিওর অপেক্ষায় রইলাম,ভালো থেকো তোমরা ❤❤❤❤
মনে হচ্ছে এমন ননদ এমন শ্বশুর বাড়ি এই হাসিখুশি মিষ্টি মেয়েই এর যোগ্য, খুব খুব খুব ভালো লাগছে দেখে। শুভকামনা নতুন জীবনের জন্য।
খুউব ভালো লাগলো বিয়ের প্রতিটি আচার অনুষ্ঠান...
খুব সুখী হোক ওদের দাম্পত্য জীবনে ❤️❤️❤️
তোমার vlog khub bhalo lage khub সাধারণ মানুষের মত নিজের মত করেই vlog koro bhalo theko tumi tomar poribar .
Mitun kandhe দেখে আমার ও চোখে জল এলো তিরিশ বছর আগে আমিও খুব কেঁদেছিলাম জানো এই দিনটাতে...যাদের জন্য সে কান্না তারা আজ কাউ নেই নতুন অজানা দেশে চলে গেছ❤
Felling very sorry for your losses
মহুয়া দির ব্লগের জন্য কে কে অপেক্ষায় থাকেন আমার মতো
আমি
👋
Ami😢
আমি রোজ অপেক্ষায় থাকি
🔴দিদি মানেই তো ভালোবাসা❤️❤️🥰
Ki mishti bou go didi .or smile dekhei bojha jachhe how innocent she is
সুন্দর লাগলো ভিডিওটা দেরি করেই দেখলাম কারণ কাজে কাজে একটু ব্যস্ত ছিলাম দেখলাম ভিডিওটা ভীষণ ভালো লাগলো মহাদীর ভাই ও ভাইয়ের বউ কে অনেক শুভকামনা ও ভালোবাসা জানাই
এত সুন্দর গলার ভয়েস শোনার সময় একটা স্নিগ্ধতা কাজ করে খুব ভালো লাগলো দিদিভাই আপনি কিভাবে এত ঠান্ডা ধীরস্থিরভাবে সুন্দর ভাবে ভয়েস কভার করেন খুব ভালো লাগে, প্রত্যেকটা ভিডিওতেই একইভাবে শুনতে লাগে বেশ ভালো
কে কে এই ভারতীয় কন্যা তথা প্রবাসী ঘরকন্না মহুয়া দির জন্য অপেক্ষায় থাক???❤❤❤❤ তুমি ভালো থেকো ♥️ সুস্থ থেকো ♥️♥️
নতুন বৌমা নয় নতুন মা লক্ষীর আগমন (মেয়ে রূপে) ঘটলো❤❤❤
এইরকম শশুরবাড়ি যেন প্রত্যেকটি মেয়ের ভাগ্যে থাকে, মিতুন কে অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানালাম❤❤❤
শুরুর দিনগুলো থেকেই তো আপনার ভ্লগ দেখছি, তবে আজকের পর্বটি যেন সবচেয়ে বেশি ইমোশনাল আবার একই সাথে আনন্দেরও। ভেজা চোখে, আনন্দিত মনে একদম নিজের পরিবারের একটি আনন্দ অনুষ্ঠানের যেন শরিক হলাম। প্রার্থনা করি মিতুনদি আর রাজাদা খুব ভালো থাকুক। আসলে যৌথ পরিবার প্রথা তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সেখানে এই আপনাদের এত বড় পারিবারিক মিলন একলা এই জীবনে বড়ই সুখানুভূতির সৃষ্টি করে। ভালো থাকবেন। 🙏🏼
সত্যি দিদি তোমার ভিডিও তে তোমাকে যত দেখি ততো অবাক হয়। এত ভালো ননদ ভাগ্য করে পেতে হয়। অনেক ভালোবাসা রইলো ♥️♥️♥️♥️
Mitun er kanna dekhe amro choke jol chole elo
বাঙালিদের পরিবারকে নিয়ে বিয়ের যে এই রীতিনীতি আজকের ব্লগে দিদির কথাতে সেটা যেন আরও সুন্দর ভাবে ফুটে উঠেছে....❤❤
পুরো ভিডিও টা প্রতিটা মেয়ের মনকে স্পর্শ করেছে নিশ্চই,বাবার ঘর ছাড়ার দুঃখ, নতুন মানুষ গুলোকে পাওয়ার আনন্দ সবটা মিলিয়ে অনবদ্য সব টা❤❤❤❤ভালো থাকুন সবাই❤❤❤❤
এতো যে ভালোলাগা বলে বোঝাতে পারবোনা❤️❤️❤️❤️👌👌👌অসম্ভব সুন্দর ভিডিও
মহুয়া তোমাদের বাড়িতে বৌ আসার পর আশীর্বাদ পর্ব টা খুব ভালো লাগলো ....ভাই ও ভাই বৌ খুব ছোট্ট পুতুল পুতুল লাগছে খুব সুন্দর লাগছে দুজন কে ❤❤
মুতিন দিদির হাসি 😍 পৃথিবীর সব কষ্ট পানি হয়ে যায় ❤
সত্যি দিদি তুমি ভীষণ ভালো। কতো সুন্দর করে বল্লে আর আধঘন্টা থাকবি কাদিসনা মা সত্যিই কি দারুন তুমি❤❤
আজকে অনেক তারাতারি আসতে পেরেছি তোমার ভিডিও দেখতে 😍😍সত্যি বিদায়ের সেই মুহূর্ত টা অনেক কষ্টের 🥺
খুব সুন্দর হয়েছে মিতুন,, তোমার ভাইয়ের সাথে খুব ভালো মানিয়েছে,, ওরা ভালো থাকুক সুন্দর নতুন জীবন নতুন আনন্দ নিয়ে থাকো❤❤
আপনার ভ্লগ না দেখলে কেমন অস্থির অস্থির লাগে।টেক লাভ ফ্রম ঢাকা,বাংলাদেশ।💝💝
আজকের ভিডিও টা দেখার পর সত্যিই চোখে জল এসে গেল। বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা রইল।❤
এত সুন্দর একটা শর্ট ফিল্ম বানানোর জন্য মহুয়া অনেক অনেক ধন্যবাদ। ধারাভাষ্যকার কে সাধুবাদ জানাই। সবাইকে নিয়ে ভালো থেকো। নবদম্পতির নতুন জীবন মধুময় হোক। জয় বাবা ভোলানাথ 🙏
মিতুনের কান্না দেখে নিজের চোখে জল চলে এলো 😢
Didi der fmly jemon valo
Mitun ar fmly o khub vlo jetuku dkhlm,,r Mitun o vison misti meye❤️
Dui poribar k niye khub valo thakuk sobai❤❤
খুব সুন্দর ......সত্যি মিতুন এর আর কোনো কষ্ট হবে না .....শ্বশুর বাড়ি টা নিজের বাড়ির মত ই ....বাড়ির সবাই খুব খুব ভালো .....বিদায় বেলায় মিতুনের কান্না দেখে আমার ও চোখে জল এসে গিয়েছিল .....আর দিভাই এর এত ভালবাসা মাখানো কথা শুনলে মন প্রাণ জুরিয়ে যায় ...(.শুভ জন্মদিন মেহা ...খুব ভালো থাকিস মা ...😘😘🍫🍫🍫🍫).....খুব ভালো থেকো তোমরা 🍫🍫🍫🍫......