ভাই আপনার ভিডিওগুলো আমি নিয়মিত দেখি খুব ভালো লাগে, দোয়া করি আপনি যেন ভাল থাকেন এবং পাখির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও গুলো যেন নিয়মিত আমরা দেখতে পাই, আপনার ইউটিউব চ্যানেলে❤💖❤
অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ভিডিও গুলো নিয়মিত দেখেন এর জন্য, ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাবো পাখির যেকোনো বিষয় যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। 💖
আপনার পাখি যদি মেল ফিমেল ঠিক থাকে তাহলে আলাদা আলাদা খাঁচায় কিছুদিন রেখে ব্রিডিং কোর্স করানোর পর একসাথে দিবেন, এরপর মিটিংয়ের কোর্স করাবেন আশা করছি জোড়া নিবে। এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কিভাবে কোর্সগুলো করাবেন ভিডিও গুলো দেখে নিন।
আপনার পাখি যদি জোড়া ঠিক থাকে, তাহলে ব্রিডিং কোর্স গুলো নিয়ম অনুযায়ী করান, তাহলে দেখবেন অবশ্যই পাখি হাড়ি ভিতরে যাবে। কিভাবে ওই কোর্সগুলো করাবেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিবেন অবশ্যই আপনার উপকার হবে।
আচ্ছা ভাইয়া আপনার পাখি ডিম দিয়েছে কতদিন হয়েছে? যদি এক সপ্তার উপরে হয়ে থাকে, তাহলে ডিমগুলো চেক করে দেখেন কি অবস্থায় আছে, পাখির ডিম কিভাবে চেক করবেন এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নিতে পারেন আপনার উপকার হবে।
Amer love bird ageo 2 bar valo breed korche male female confirm 1 week age breeding box diyechi female tar pete egg kintu oder mating korte dekhini ekhon ETA ki fertile hobe
সব সময় তো আপনার খেয়াল রাখা সম্ভব না, কোন না কোন সময় মিটিং করতে পারে, 15 দিন অপেক্ষা করেন এর মধ্যে নিয়ম অনুযায়ী যতগুলো ডিম পাড়ার কথা যদি সবগুলো ঠিকমতো পারে তাহলে ভালো, জোড়া দেয়ার আগে ভিটামিন এর কোর্স যদি না করে থাকেন, তাহলে কোর্স টা করিয়ে নিবেন এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে।
এরকম সম্পর্কে পাখিদের জোড়া না দেওয়াই ভালো, পাখি ডিম যদিও দেয় বাচ্চা হওয়ার সম্ভাবনা কম থাকে এবং অনেক ক্ষেত্রে বাচ্চা হলে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয়।
ফিমেল পাখির চাইতে মেল পাখির বয়স যদি কম হয়ে থাকে তাহলে এরকম হয়, আপনার মেল পাখিটার প্রাপ্ত বয়স হয়ে থাকলে কিছুদিন একসাথে রেখে মিটিংয়ের কোর্সটা করিয়ে নিতে পারেন, এরপরও যদি মিটিং না করে তাহলে মেল পাখিটা পরিবর্তন করে দিতে হবে। মিটিংয়ের কোর্স কিভাবে করাবেন এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।
আসসালামু আলাইকুম ভাই।আমার একজোড়া বাজরিগর পাখি ছিলো। ডিম দেওয়ারও সময় হয়েছিলো।কিন্তু মেয়ে পাখিটা দূর্ভাগ্যবশত মারা যায় আরেকটা পাখি এনে দিয়েছি।কিন্তু সমস্যা হচ্ছে মেল পাখিটার মেটিং করার সময় হয়ে গেছে এদিকে নতুন পাখিটার সময় হতে দুইমাস লাগবে। মেল পাখিটা বিভিন্ন ভাবে ফিমেইল কে এপ্রোচ করছে হাড়ির মধ্যে পরিষ্কার করছে মেটিং করার ট্রাই করছে।এখন আমার করণীয় কি?আমি একদম ই প্রথমবার পাখি পুষছি এজন্য কোনো ধারণা নেই।
পাখির জোড়া যখন কোন কারনে বিচ্ছিন্ন হয়ে যায়, এরপর অবশ্যই কিছুদিন সময় দিলে ভালো, নতুন যে ফিমেল পাখিটা এনেছেন ওই পাখিটার যদি প্রাপ্ত বয়স হয়ে থাকে তাহলে একসাথে দুই তিন সপ্তাহে রেখে দেন কিন্তু ভিতরে কোন হাড়ি দিবেন না, দুই তিন সপ্তাহ পর ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এবং ব্রিডিং এর কোর্সগুলো করিয়ে নিবেন। দেখবেন নতুন পাখিটা আস্তে আস্তে আপনার আগের পাখির সাথে মিশবে এবং এজন্য আপনাকে সময় দিতে হবে।
ভাই আমার ছেলে পাখি মেটিং করতে চায় কিন্তুু মেয়ে পাখি মেটিং করতে দেয় না। তার পরে দইটা খাচায় আলাদা আলাদা। রাখছি ১ সপ্তাহ। কিন্তু তার পরেও মেটিং করতে চায়৷ না।একটা সমাধান দিবেন প্লিজ
আমি ২মাস একটা মেল পাখি আনছি কিন্তু জোড়া নিচছেনা তা এখন কি দুই খাচায় দুই টা রাখবো এখন ফিমেল টা ডিম থেকে ফোটা আর ছয় মাস হলে মেল টা কিনছি দুই মাস হয়ে গেল তাও মিল হচছেনা বংডিন করার জন্য আলাদা করবো তবে কথা হচছে বাচচা পাখিটার মা বাবা দুই খাচা পাশাপাশি থাকে এজন্য কি সমস্যা হচছে সমাধান দেন বাচচা পাখিটা ৫ টা ডিম দিয়েছে ছানা ফোটেনি জোড়া ছিলো তাও ফোটেনিএখন কি আলাদা করবো । ডিম পেরেছে দু মাস হয়ে গেছে এখন কি করবো।
আপনি যে মেল পাখিটা এনেছেন আপনার ফিমেল পাখির চাইতে যদি বয়স কম হয়ে থাকে তাহলে জোড়া নিবে না, এবং এই মুহূর্তে পাখি জোড়া দিবেন না, কারণ প্রচন্ড গরম পড়েছে এ অবস্থায় পাখি জোড়া দিলে পাখি অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনার পাখির মেল ফিমেল দুইটাই যদি সমবয়সী থাকে তাহলে আলাদা খাঁচায় রেখে রেস্ট রাখেন, আবহাওয়া টা স্বাভাবিক পর্যায়ে আসলে তখন জোড়া দেওয়ার চেষ্টা করবেন, পাখি জোড়া দেওয়ার আগে কি কি করতে হয় এ নিয়মের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন আপনার উপকার হবে।
রিং নেক মেল ও ফিমেল পাখি পাশাপাশি আলাদা খাঁচায় কিছুদিন রাখার পর, একসাথে দিয়ে ব্রিডিং কোর্স গুলো করিয়ে নিবেন। এরপরও যদি কোন কারণে পাখি জোড়া না নেয়, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন, এই বিষয়গুলো নিয়ে আমরা পোস্ট এবং বিস্তারিত পরামর্শ দেওয়ার চেষ্টা করব।
বাজরিগার পাখি হলে সাধারণত তারা সাত থেকে আটটা পর্যন্ত ডিম পাড়ে, যেহেতু আপনার পাখি দুইটা ডিম পেরেছে, তাহলে মিটিং করতেই পারে আপনার পাখি আরও ডিম দেওয়ার জন্য।
@@birdsbanglabd na kori nai kinto oder to boyous hoya gase ki korbo ora akhono brid kora na ame jokhon aladha kori tokhon dakhe ora 2 katcha r onak kase kase thake ar por 2/3 deen por jokhon ame akshate dai tokhon ora abar maramare kora odar mail ar femail shob thek thaka sotta o ora brid kora na
পাখির প্রাপ্ত বয়স হয়ে যাওয়ার পরও যে পাখিগুলো ব্রিড করে না তাদের জন্য আলাদা খাঁচায় রেখে ব্রিডিং এর কিছু কোর্স আছে ওই কোর্স গুলা করিয়ে দেখতে পারেন, আশা করছি উপকার হবে। কিভাবে ওই কোর্সগুলো করাবেন এই বিষয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।
@user-cw5xg7fl6y সর্বনিম্ন ৬ মাস এর আগে জোড়া নিবে না, আর যদি জোড়া নিয়েও নেয় পাখির পেটে ডিম আটকে যাওয়ার সম্ভাবনা থাকে ও ভিটামিনের অভাব এর কারণে পাখি অসুস্থ হয়ে মারা যেতে পারে।
ভাই আমার বাসায় রাখা এক জোড়া পাখি দুইটি ডিম দিয়েছে, ঠিক এই সময় বাজার থেকে আর এক জোড়া নতুন পাখি খাচায় ছেড়ে দেওয়ার পর থেকে আগের পাখি জোড়াটি আর জোড়া নিচ্ছে না। এবং পাখি তার ডিম গুলো নষ্ট করে ফেলেছে
ভাই পাখি জোড়া দেওয়ার সঠিক কিছু নিয়ম আছে, আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিও গুলো দেখে নিন আশা করছি আপনার উপকার হবে, এবং একজোড়া পাখি ব্রিডিং এর জন্য একটা খাঁচায় রাখলে ভালো রেজাল্ট করবে ওই খাঁচার মধ্যে অন্য পাখি দেওয়া যাবে না, আর যদি আপনার জায়গার পরিমাণ বেশি থাকে তাহলে কলনি সিস্টেম করে নিতে পারেন।
পাখি জোড়া দেওয়ার উপযুক্ত সময় আছে, সেই সময়গুলোতে পাখি জোড়া দিলে ভালো রেজাল্ট করে এবং পাখি জোড়া দেওয়ার আগে ব্রিডিং এর কোর্স করাতে হয়, আপনি যদি এই বিষয়গুলো না জেনে থাকেন আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নিন, আশা করছি আপনার উপকার হবে।
আপনার পাখি যদি মেল ফিমেল ঠিক থাকে তাহলে ব্রিডিং এর কোর্স করানোর পরে মিটিংয়ের কোর্সটা করিয়ে নিন, আশা করছি জোড়া নিবে ইনশাল্লাহ। এই দুইটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন।
ভাই আমার বাজ্রিগার পাখি দুইটার সেটআপ খাবার সব ঠিক আছে।ওদের বয়স দের বছর।ছেলে পাখির মুড আছে কিন্তু মেয়ের কাছে গেলে মেয়ে মারতে লাগে কিন্তু দুজন দুজনকে খাওয়াইয়া ও দেয় । মেয়েটা ছেলের থেকে ২মাসের বড়।কি করলে মেয়ে পাখি মুডে আসবে?
অনেক সময় এরকম দেখা যায় পাখি মুডে আসার পরেও পাখি ব্রিড করে না, এজন্য বেশ কয়েকটা কারণ আছে সবকিছু তো আর কমেন্টের মাধ্যমে বলে বোঝানো যাবে না, মেল অথবা ফিমেল প্রথম জোড়া হয়ে থাকলে, বয়স সমবয়সী না হয়ে থাকলেও কিন্তু জোড়া নেয় না, এই বিষয়ে আরো বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন আশা করছি আপনার উপকার হবে।
পাখির চোখের আঘাত এর পরিমাণ যদি বেশি হয়ে থাকে, তাহলে পাখির দোকানে পাখির চোখের ড্রপ পাওয়া যায় সেটা কিনে দিতে পারেন, এরকম পরিস্থিতিতে আমি কখনো পড়ি নাই তাই পাখির ড্রপের নাম বলতে পারছি না। পাখির দোকানে গিয়ে সমস্যার কথা বললে আশা করছি তারা সঠিক ড্রপটাই দিবেন। আপনার পাখি সুস্থ হয়ে উঠুক এই দোয়া রইল।
Vai. Amr bazigar pakhir bacca mathai 3 theke 4 din fule ase abr or chok tao fulse. Baccar boyosh 8 din to or nak dea puj ase mone hoy. To ami ki korbo vai.
এরকম সমস্যা আমি কখনো পড়ি নাই তাই এই বিষয়ে কোন পরামর্শ দিতে পারতেছি না, আপনি আমাদের ফেসবুক গ্রুপে আপনার এই বিষয়টি এবং সুন্দর করে ছবি দিয়ে গ্রুপে পোস্ট করতে পারেন, সবকিছু ঠিক থাকলে আমি অ্যাপ্রুভ করে দিব, আমাদের গ্রুপে অনেক অভিজ্ঞরা আছেন যারা আপনাকে সহযোগিতা করতে পারে।
ভাই একটা মেয়ে পাখি নিয়ে আসছি জোড়া দেওয়ার জন্য। দুই সাপ্তাহ হয়েছে। এখন কেমনে বুঝবো জোড়া নিয়েছে কি না। সময়তে সময়তে একজন কে আরেক জন খাওয়াই দে। আবার এখন কয়দিন ধরে মেয়ে পাখি হারিতে যায়। আবার বের হয়ে যা
সমস্যা নাই মিটিং সব সময় করতে দেখা যায় না, পাখির হাড়ি দিয়ে রাখেন, এবং অবশ্যই পাখির জোড়া দেওয়ার আগে ব্রিডিং এর কোর্স গুলো করিয়ে নেবেন, এ বিষয়ে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে।
ভাই আমার ৩ জোড়া পাখি আসে। আমার একজোড়া পাখি মারামারি করে মেইল ফিমেলকে মারে। আমি আলাদা রেখেছি মেলটা অন্য একটা ফিমেল কে পছন্দ করে। কিন্তু ফিমেল টার বয়স বেশি। আমি তাহলে কি করব।
তিন থেকে চার মাস বয়সের পার্থক্য হলে কোন সমস্যা নেই আপনি জোড়া দিতে পারবেন। পাখি পছন্দ অনুযায়ী যেহেতু জোড়া নিতে চাচ্ছে জোড়া দিয়ে দেন, পাখি জোড়া দেওয়ার আগে কোর্সগুলো করিয়ে নিবেন, এই বিষয়ে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিবেন, আশা করছি আপনার উপকার হবে।
আপনার এবং আপনার পাখীর জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো
Thank you so much 💖
অসাধারণ ভিডিও ❤ পাশে আছি এগিয়ে যান ❤❤
Thank you 👍🏻
ভাই আপনার ভিডিওগুলো আমি নিয়মিত দেখি খুব ভালো লাগে, দোয়া করি আপনি যেন ভাল থাকেন এবং পাখির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও গুলো যেন নিয়মিত আমরা দেখতে পাই, আপনার ইউটিউব চ্যানেলে❤💖❤
অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ভিডিও গুলো নিয়মিত দেখেন এর জন্য, ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাবো পাখির যেকোনো বিষয় যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। 💖
বিডিওতে আপনর কথা অনুযায়ী আলহামদুলিল্লাহ কাজ হলো
সবকিছু সুন্দর করে করার ফলে ডিম দিয়ে ঝগড়া করে ডিম গুলো ভেঙ্গে ফেলে
thank you😀
ধন্যবাদ 👌👌💓
Most welcome 💖
হেলো ভাই কেমোন আছেন আশা করি ভালো আছেন অনেক সুন্দর ভিডিও
আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য। 💖
অনেক সুন্দর 🎉
Thank you so much 👍
pakhi eksathe rekhe aj 2 shoptah holo jora nay ni...
Ekhon oder alada kore khachay rakhe dile ki jora nibe?
আপনার পাখি যদি মেল ফিমেল ঠিক থাকে তাহলে আলাদা আলাদা খাঁচায় কিছুদিন রেখে ব্রিডিং কোর্স করানোর পর একসাথে দিবেন, এরপর মিটিংয়ের কোর্স করাবেন আশা করছি জোড়া নিবে। এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কিভাবে কোর্সগুলো করাবেন ভিডিও গুলো দেখে নিন।
Vai amar bazrigar pakhi harite dhukena ki korbo,,,,,plz reply
আপনার পাখি যদি জোড়া ঠিক থাকে, তাহলে ব্রিডিং কোর্স গুলো নিয়ম অনুযায়ী করান, তাহলে দেখবেন অবশ্যই পাখি হাড়ি ভিতরে যাবে। কিভাবে ওই কোর্সগুলো করাবেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিবেন অবশ্যই আপনার উপকার হবে।
Vaiya amr pakhi dim dice ta k disse .result ki hbe👧
ভাই আপনার প্রশ্নটি ঠিকমতো বুঝতে পারিনি, আপনার পাখি ডিম পাখির হাড়ি অথবা বক্সের বাহিরে দিয়েছে?
@@birdsbanglabd amr pakho dim dice 2 ta ta o disse tik moto .Akon bacca futbe ki?
আচ্ছা ভাইয়া আপনার পাখি ডিম দিয়েছে কতদিন হয়েছে? যদি এক সপ্তার উপরে হয়ে থাকে, তাহলে ডিমগুলো চেক করে দেখেন কি অবস্থায় আছে, পাখির ডিম কিভাবে চেক করবেন এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নিতে পারেন আপনার উপকার হবে।
@@birdsbanglabd 3 din hoise
chek kore abr reke dile jodi ta na dei
Amer love bird ageo 2 bar valo breed korche male female confirm
1 week age breeding box diyechi female tar pete egg kintu oder mating korte dekhini ekhon ETA ki fertile hobe
সব সময় তো আপনার খেয়াল রাখা সম্ভব না, কোন না কোন সময় মিটিং করতে পারে, 15 দিন অপেক্ষা করেন এর মধ্যে নিয়ম অনুযায়ী যতগুলো ডিম পাড়ার কথা যদি সবগুলো ঠিকমতো পারে তাহলে ভালো, জোড়া দেয়ার আগে ভিটামিন এর কোর্স যদি না করে থাকেন, তাহলে কোর্স টা করিয়ে নিবেন এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে।
নর এবং মাদির বয়স ৭ মাস, যখন হাড়িতে যায় জাবা দুইটি অনেক মারামারি করে।
পাখি মেল ও ফিমেল কিছুদিন আলাদা আলাদা খাঁচায় রাখেন, যেন একজন আরেকজনকে দেখতে পারে, এরপর আবার নতুন করে পাখির হাড়ি দিয়ে দেন।
নর এবং মাদি যদি সম্পর্কে ভাইবোন হয় তাহলে কি বাচ্চা করবে।
এরকম সম্পর্কে পাখিদের জোড়া না দেওয়াই ভালো, পাখি ডিম যদিও দেয় বাচ্চা হওয়ার সম্ভাবনা কম থাকে এবং অনেক ক্ষেত্রে বাচ্চা হলে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয়।
ভাইয়া আমার মেইল পাখিটা ফিমেল পাখির উপরে এক পা উঠায়, পরে ফিমেল পাখিটা কামোড় মেরে সরিয়ে
দেয়। প্লিজ ভাইয়া কি করবো একটু বলেন।
আপনার পাখি জোড়া এর আগে ডিম বাচ্চা করেছে, নাকি নতুন করে জোড়া দিচ্ছেন?
নতুন করে জোড়া দিছি।
এমনিতে সব সময় তাদের মধ্যে খুব মিল, আদর, দেখা যায়।
যখন ব্রিডিং করতে চায়, আর তখনই ফিমেল পাখিটা এরকম করে
ফিমেল পাখির চাইতে মেল পাখির বয়স যদি কম হয়ে থাকে তাহলে এরকম হয়, আপনার মেল পাখিটার প্রাপ্ত বয়স হয়ে থাকলে কিছুদিন একসাথে রেখে মিটিংয়ের কোর্সটা করিয়ে নিতে পারেন, এরপরও যদি মিটিং না করে তাহলে মেল পাখিটা পরিবর্তন করে দিতে হবে। মিটিংয়ের কোর্স কিভাবে করাবেন এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।
দাদা ছেলে পাখির বয়স বেশি হওয়ার কারণে আর মেয়ে পাখি বয়স কম হওয়ার কারণে জোড়া লাগে না তাহলে কি করলে জোড়া লাগবে আর ডিম দেবে
দাদা কি পাখি আপনার নামটা জানাবেন? তাহলে পরামর্শ দিতে সুবিধা হবে।
ভাই আমার এডাল্ট পাখি দোকান থেকে আনছি এহন 15দিন পাশাপাশি খাঁচায় রাখছি।এহন জোরা দেয়ার পর তারা খাঁচার দুইপাশে বয়সা থাকে😢
আপনার পাখির নাম জানাবেন? তাহলে পরামর্শ দিতে অসুবিধা হবে।
ভাইয়া লাব বার্ড পাখি নন রিং, মেল ফিমেল ঠিক আছে, কিন্তু মেটিং করে না ডিম পাড়ে, যেহুতে মেটিং করে না ব্লাড ও জমে না কি করবো
মেটিং করার কোর্স করিনি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে👍❤
আসসালামু আলাইকুম ভাই।আমার একজোড়া বাজরিগর পাখি ছিলো। ডিম দেওয়ারও সময় হয়েছিলো।কিন্তু মেয়ে পাখিটা দূর্ভাগ্যবশত মারা যায় আরেকটা পাখি এনে দিয়েছি।কিন্তু সমস্যা হচ্ছে মেল পাখিটার মেটিং করার সময় হয়ে গেছে এদিকে নতুন পাখিটার সময় হতে দুইমাস লাগবে। মেল পাখিটা বিভিন্ন ভাবে ফিমেইল কে এপ্রোচ করছে হাড়ির মধ্যে পরিষ্কার করছে মেটিং করার ট্রাই করছে।এখন আমার করণীয় কি?আমি একদম ই প্রথমবার পাখি পুষছি এজন্য কোনো ধারণা নেই।
পাখির জোড়া যখন কোন কারনে বিচ্ছিন্ন হয়ে যায়, এরপর অবশ্যই কিছুদিন সময় দিলে ভালো, নতুন যে ফিমেল পাখিটা এনেছেন ওই পাখিটার যদি প্রাপ্ত বয়স হয়ে থাকে তাহলে একসাথে দুই তিন সপ্তাহে রেখে দেন কিন্তু ভিতরে কোন হাড়ি দিবেন না, দুই তিন সপ্তাহ পর ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এবং ব্রিডিং এর কোর্সগুলো করিয়ে নিবেন। দেখবেন নতুন পাখিটা আস্তে আস্তে আপনার আগের পাখির সাথে মিশবে এবং এজন্য আপনাকে সময় দিতে হবে।
@@birdsbanglabd ধন্যবাদ
Most welcome 👍
ভাই আমার ছেলে পাখি মেটিং করতে চায় কিন্তুু মেয়ে পাখি মেটিং করতে দেয় না। তার পরে দইটা খাচায় আলাদা আলাদা। রাখছি ১ সপ্তাহ। কিন্তু তার পরেও মেটিং করতে চায়৷ না।একটা সমাধান দিবেন প্লিজ
আমি ২মাস একটা মেল পাখি আনছি কিন্তু জোড়া নিচছেনা তা এখন কি দুই খাচায় দুই টা রাখবো এখন ফিমেল টা ডিম থেকে ফোটা আর ছয় মাস হলে মেল টা কিনছি দুই মাস হয়ে গেল তাও মিল হচছেনা বংডিন করার জন্য আলাদা করবো তবে কথা হচছে বাচচা পাখিটার মা বাবা দুই খাচা পাশাপাশি থাকে এজন্য কি সমস্যা হচছে সমাধান দেন বাচচা পাখিটা ৫ টা ডিম দিয়েছে ছানা ফোটেনি জোড়া ছিলো তাও ফোটেনিএখন কি আলাদা করবো । ডিম পেরেছে দু মাস হয়ে গেছে এখন কি করবো।
আপনি যে মেল পাখিটা এনেছেন আপনার ফিমেল পাখির চাইতে যদি বয়স কম হয়ে থাকে তাহলে জোড়া নিবে না, এবং এই মুহূর্তে পাখি জোড়া দিবেন না, কারণ প্রচন্ড গরম পড়েছে এ অবস্থায় পাখি জোড়া দিলে পাখি অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনার পাখির মেল ফিমেল দুইটাই যদি সমবয়সী থাকে তাহলে আলাদা খাঁচায় রেখে রেস্ট রাখেন, আবহাওয়া টা স্বাভাবিক পর্যায়ে আসলে তখন জোড়া দেওয়ার চেষ্টা করবেন, পাখি জোড়া দেওয়ার আগে কি কি করতে হয় এ নিয়মের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন আপনার উপকার হবে।
রিংনেক পাখিকে কিভাবে জোড়া দিবো
রিং নেক মেল ও ফিমেল পাখি পাশাপাশি আলাদা খাঁচায় কিছুদিন রাখার পর, একসাথে দিয়ে ব্রিডিং কোর্স গুলো করিয়ে নিবেন। এরপরও যদি কোন কারণে পাখি জোড়া না নেয়, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন, এই বিষয়গুলো নিয়ে আমরা পোস্ট এবং বিস্তারিত পরামর্শ দেওয়ার চেষ্টা করব।
আসসালামু আলাইকুম ভাই আমার পাখি দুইটা ডিম দেওয়ার পর আবার মিটিং করা শুরু করছে. এতে কোন সমস্যা হবে কিনা পাখির .
আপনার পাখির নাম কি? নামটা বলেন তাহলে পরামর্শ দিতে সুবিধা হবে।
@@birdsbanglabd বারজিগার পাখি।
বাজরিগার পাখি হলে সাধারণত তারা সাত থেকে আটটা পর্যন্ত ডিম পাড়ে, যেহেতু আপনার পাখি দুইটা ডিম পেরেছে, তাহলে মিটিং করতেই পারে আপনার পাখি আরও ডিম দেওয়ার জন্য।
ভাইয়া আমার পাখি দুটিই সবসময়ই অনেক বেশি মারাত্মক ঝগড়া করে আমি সবসময় 2 দিন 3 দিন আলাদা করে রেখেছি তারা এখনো মেটিং করে নি কেন কি করব
আপনার পাখি যখন আলাদা রেখেছেন ওই সময় কি কোন কোর্স করিয়েছিলেন ব্রিডিং অথবা মিটিং?
@@birdsbanglabd na kori nai kinto oder to boyous hoya gase ki korbo ora akhono brid kora na ame jokhon aladha kori tokhon dakhe ora 2 katcha r onak kase kase thake ar por 2/3 deen por jokhon ame akshate dai tokhon ora abar maramare kora odar mail ar femail shob thek thaka sotta o ora brid kora na
পাখির প্রাপ্ত বয়স হয়ে যাওয়ার পরও যে পাখিগুলো ব্রিড করে না তাদের জন্য আলাদা খাঁচায় রেখে ব্রিডিং এর কিছু কোর্স আছে ওই কোর্স গুলা করিয়ে দেখতে পারেন, আশা করছি উপকার হবে। কিভাবে ওই কোর্সগুলো করাবেন এই বিষয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।
আমার পাকি একে অপরকে খাইয়ে দেয়। কিন্তু মেটিং করে না। কি করতে পারি?
পাখির মেটিং ও মাল্টিভিটামিনের মেডিসিন কোর্স আছে করে নিন, এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিবেন।
কই মাস হলে জোড়া দেওয়া ভালো
কি পাখি আপনার? পাখির নামটা বললে পরামর্শ দিতে সুবিধা হবে।
ভাই পাখি তিন মাসে জোরা দিলে কী সমস্যা হতে পারে
আপনার পাখির নাম কি?
@@birdsbanglabd বাজরিগার
@user-cw5xg7fl6y সর্বনিম্ন ৬ মাস এর আগে জোড়া নিবে না, আর যদি জোড়া নিয়েও নেয় পাখির পেটে ডিম আটকে যাওয়ার সম্ভাবনা থাকে ও ভিটামিনের অভাব এর কারণে পাখি অসুস্থ হয়ে মারা যেতে পারে।
@@birdsbanglabd ধন্যবাদ
@user-cw5xg7fl6y most welcome 👍
ভাই আমার বাসায় রাখা এক জোড়া পাখি দুইটি ডিম দিয়েছে, ঠিক এই সময় বাজার থেকে আর এক জোড়া নতুন পাখি খাচায় ছেড়ে দেওয়ার পর থেকে আগের পাখি জোড়াটি আর জোড়া নিচ্ছে না। এবং পাখি তার ডিম গুলো নষ্ট করে ফেলেছে
ভাই পাখি জোড়া দেওয়ার সঠিক কিছু নিয়ম আছে, আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিও গুলো দেখে নিন আশা করছি আপনার উপকার হবে, এবং একজোড়া পাখি ব্রিডিং এর জন্য একটা খাঁচায় রাখলে ভালো রেজাল্ট করবে ওই খাঁচার মধ্যে অন্য পাখি দেওয়া যাবে না, আর যদি আপনার জায়গার পরিমাণ বেশি থাকে তাহলে কলনি সিস্টেম করে নিতে পারেন।
আমার একটি বাজরিগার পাখির কলোনি আছে। সবকটি পাখির প্রায় ছয়-সাত মাস বয়স। কিন্তু তারা জোড়া নিচ্ছে না কেন ?
পাখি জোড়া দেওয়ার উপযুক্ত সময় আছে, সেই সময়গুলোতে পাখি জোড়া দিলে ভালো রেজাল্ট করে এবং পাখি জোড়া দেওয়ার আগে ব্রিডিং এর কোর্স করাতে হয়, আপনি যদি এই বিষয়গুলো না জেনে থাকেন আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নিন, আশা করছি আপনার উপকার হবে।
ভাই বাজরিকা পাখি এক সাথে আছে কিন্তু জোড়া নিচ্ছে না ভাই প্লিজ বলবেন
আপনার পাখি যদি মেল ফিমেল ঠিক থাকে তাহলে ব্রিডিং এর কোর্স করানোর পরে মিটিংয়ের কোর্সটা করিয়ে নিন, আশা করছি জোড়া নিবে ইনশাল্লাহ। এই দুইটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন।
Vai apnar tik tok ar name ki
আমার tiktok এর নাম Birds Bangla bd
ভাই আমার বাজ্রিগার পাখি দুইটার সেটআপ খাবার সব ঠিক আছে।ওদের বয়স দের বছর।ছেলে পাখির মুড আছে কিন্তু মেয়ের কাছে গেলে মেয়ে মারতে লাগে কিন্তু দুজন দুজনকে খাওয়াইয়া ও দেয় । মেয়েটা ছেলের থেকে ২মাসের বড়।কি করলে মেয়ে পাখি মুডে আসবে?
অনেক সময় এরকম দেখা যায় পাখি মুডে আসার পরেও পাখি ব্রিড করে না, এজন্য বেশ কয়েকটা কারণ আছে সবকিছু তো আর কমেন্টের মাধ্যমে বলে বোঝানো যাবে না, মেল অথবা ফিমেল প্রথম জোড়া হয়ে থাকলে, বয়স সমবয়সী না হয়ে থাকলেও কিন্তু জোড়া নেয় না, এই বিষয়ে আরো বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন আশা করছি আপনার উপকার হবে।
আপনি পাখি দুইটা কে আলাদা করে রাখেন এবং ছেলে পাখিটাকে আপনি যে খাচায় বিডিং করাতে চান সেই খাচায় রাখেন
আমার টাও ঠিক
0:53 @@birdsbanglabd
ভাই আমার পাখি মারামারি করে চোখের কোনে আঘাত পাইছে কি করব
পাখির চোখের আঘাত এর পরিমাণ যদি বেশি হয়ে থাকে, তাহলে পাখির দোকানে পাখির চোখের ড্রপ পাওয়া যায় সেটা কিনে দিতে পারেন, এরকম পরিস্থিতিতে আমি কখনো পড়ি নাই তাই পাখির ড্রপের নাম বলতে পারছি না। পাখির দোকানে গিয়ে সমস্যার কথা বললে আশা করছি তারা সঠিক ড্রপটাই দিবেন। আপনার পাখি সুস্থ হয়ে উঠুক এই দোয়া রইল।
Vai. Amr bazigar pakhir bacca mathai 3 theke 4 din fule ase abr or chok tao fulse. Baccar boyosh 8 din to or nak dea puj ase mone hoy. To ami ki korbo vai.
এরকম সমস্যা আমি কখনো পড়ি নাই তাই এই বিষয়ে কোন পরামর্শ দিতে পারতেছি না, আপনি আমাদের ফেসবুক গ্রুপে আপনার এই বিষয়টি এবং সুন্দর করে ছবি দিয়ে গ্রুপে পোস্ট করতে পারেন, সবকিছু ঠিক থাকলে আমি অ্যাপ্রুভ করে দিব, আমাদের গ্রুপে অনেক অভিজ্ঞরা আছেন যারা আপনাকে সহযোগিতা করতে পারে।
ভাই একটা মেয়ে পাখি নিয়ে আসছি জোড়া দেওয়ার জন্য। দুই সাপ্তাহ হয়েছে। এখন কেমনে বুঝবো জোড়া নিয়েছে কি না। সময়তে সময়তে একজন কে আরেক জন খাওয়াই দে। আবার এখন কয়দিন ধরে মেয়ে পাখি হারিতে যায়। আবার বের হয়ে যা
পাখির নামটা বলবেন? আর আপনার কথা শুনে মনে হচ্ছে পাখি জোড়া নিয়েছে।
@@birdsbanglabd বাজরিগার। কিন্তু মিটিং করতে তো দেখি না
সমস্যা নাই মিটিং সব সময় করতে দেখা যায় না, পাখির হাড়ি দিয়ে রাখেন, এবং অবশ্যই পাখির জোড়া দেওয়ার আগে ব্রিডিং এর কোর্স গুলো করিয়ে নেবেন, এ বিষয়ে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে।
Vai nameta bolen
কিসের নাম বলব?
vaiya apnr contack num ta diben??
আমার ফেসবুক পেজে যোগাযোগ করার নাম্বার দেওয়া আছে, ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক পেজ এর লিঙ্ক কে ক্লিক করে সেখান থেকে নাম্বার পেয়ে যাবেন।
ভাই আমি মেল ফিমেল কনফ্রাম হতে পারতাছি না।
খুব সহজে পাখি মেল ফিমেল কিভাবে চিনবেন এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখে নিতে পারেন আপনার উপকার হবে।
ভাই আমার ৩ জোড়া পাখি আসে। আমার একজোড়া পাখি মারামারি করে মেইল ফিমেলকে মারে। আমি আলাদা রেখেছি মেলটা অন্য একটা ফিমেল কে পছন্দ করে। কিন্তু ফিমেল টার বয়স বেশি। আমি তাহলে কি করব।
মেল পাখির থেকে ফিমেল পাখির বয়স কতটুকু বেশি।
@@birdsbanglabd মেল টার বয়স ৮ মাস। ফিমেল টার বয়স এক বছর +।
তিন থেকে চার মাস বয়সের পার্থক্য হলে কোন সমস্যা নেই আপনি জোড়া দিতে পারবেন। পাখি পছন্দ অনুযায়ী যেহেতু জোড়া নিতে চাচ্ছে জোড়া দিয়ে দেন, পাখি জোড়া দেওয়ার আগে কোর্সগুলো করিয়ে নিবেন, এই বিষয়ে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিবেন, আশা করছি আপনার উপকার হবে।
@@birdsbanglabd ওকে ভাই। tnx
@jihadgamer360 most welcome 👍