Apollo Hospital Chennai Treatment | ভারতের চেন্নাইয়ে এপোলোতে যেভাবে চিকিৎসা করাবেন | Apollo Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 апр 2024
  • বিশ্বের অন্যতম অসাধারণ ও দক্ষিণ ভারতের অন্যতম বেস্ট হসপিটাল চেন্নাই অ্যাপোলো হাসপাতালে কিভাবে ও কি পদ্ধতিতে ডক্টর দেখাবেন ।
    অ্যাপোলো [Apollo Hospital] -
    অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের মধ্যে অন্যতম বেস্ট। এখানে রয়েছে সবচেয়ে উন্নত যন্ত্রপাতি এবং বিশ্বমানের ডাক্তার। কিন্তু এখানে খরচ দক্ষিন ভারতের মধ্যে অনেকটাই বেশি। এখানে চিকিৎসা করাতে সময় লাগে দক্ষিন ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম। সুতরাং কম সময়ে ভালো চিকিৎসা করাতে চাইলে এখানে চলে আসুন। তবে চিকিৎসার খরচ পড়বে অন্য হাসপাতালের থেকে একটু বেশি।
    অবস্থানঃ-
    অ্যাপোলো হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশান থেকে মাত্র ৪ কিমি এবং চেন্নাই এগমোর রেল স্টেশান থেকে ৩ কিমি দূরে অবস্থিত। হাওড়া অথবা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। এই হাসপাতাল চেন্নাই এয়ারপোর্ট থেকে ১৫ কিমি দূরে অবস্থিত।
    ঠিকানাঃ-
    Apollo Hospitals, Greams Road 21, Greams Lane
    Off Greams Road Chennai - 600006
    Apollo Hospitals, Greams Road 21, Greams Lane
    Off Greams Road Chennai - 600006
    কিভাবে ডক্টর দেখাবেনঃ-
    সকাল ৮ টার থেকে registration শুরু হবে
    আপনি ৭ টার থেকে রেডি হবেন।
    আপনি ৭:৩০ টার সময়ে মেন বিল্ডিং এর পাশে সিন্দুরি ব্লকে রেজিষ্ট্রেশন করতে চলে যাবেন। এখানে গ্রাউন্ড ফ্লোরে রেজিষ্ট্রেশন হয়।
    ওখানে প্রথমে একটা রেজিস্ট্রেশন ফর্ম পাবেন। সেটা প্রথমে ফিলাপ করবেন।
    এই ফর্মের সঙ্গে আপনি আধার কার্ড অথবা যারা বাইরে থেকে যাবেন তারা তাদের ভিসা কপি অ্যাড করে দেবেন।
    এই ফর্ম নিয়ে আপনি দাঁড়াবেন ইন্টারন্যাশনাল পেসেন্ট কেয়ার বলে হসপিটালের ডান দিকের একটা রুমের সামনে
    এর পরে আপনি যখন কাউন্টার এ আসবেন তখন সেই কাউন্টার এর মানুষটি আপনার কাছে শুনতে চাইবেন আপনার কি কি রোগ আছে।
    এর পর উনি আপনাকে সেই ডিপর্মন্ট এর ডক্টরের কাছে রেফার করবেন।
    থাকা ও খাওয়াঃ-
    চেন্নাইয়ের অ্যাপোলোতে গেলে ভাষা নিয়ে একটু সমস্যা হলেও খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক অ্যাপোলো হাসপাতালের পাশেই রয়েছে অনেকগুলি বাঙালী হোটেল। কম খরচে বাঙালীর মাছ-ভাত জুটে যাবে।
    তবে নিজেরা রান্না করেও খেতে পারবেন। তাঁর জন্য আলাদা হোটেল আছে। সেখানে থাকতে হবে। ওখান থেকে রান্না করার জন্য বাসন ভাড়া নিতে পারবেন। ভাষা নিয়েও খুব একটা সমস্যা হবে না। সমান্য হিন্দি বা ইংরাজীতে জ্ঞান থাকলেই চলে যাবে। থাকার জন্য রয়েছে দামী, কমদামী অনেক হোটেল। চেষ্টা করবেন হাসপাতালের সবচেয়ে কাছে থাকার। হোটেলের ভাড়া ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে পেয়ে যাবেন
    Need Help call me: 01734618668
    📌Facebook page : / manoarsyed
    Music Credit : Music: Finding Movement
    Musician: Kevin MacLeod
    URL: filmmusic.io/song/3754-findin...
    License: creativecommons.org/licenses/...
    Music: Mumbai
    Musician: ASHUTOSH
    URL: ashutoshmusic

Комментарии • 22