Monir Khan - Roj Ratre Chithi Likhi | রোজ রাত্রে চিঠি লিখি | Lyrical Video | Onjona Album Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 1,8 тыс.

  • @ashikurrahmanrony7071
    @ashikurrahmanrony7071 3 года назад +171

    পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো কাউকে মন থেকে ভালোবাসা 😢😢😭😭

    • @mdmofizurrahman8950
      @mdmofizurrahman8950 3 года назад +3

      Brother you are absulatly right

    • @jilonahmed1928
      @jilonahmed1928 3 года назад +2

      @@mdmofizurrahman8950 66y

    • @ibrahimkhalil8977
      @ibrahimkhalil8977 3 года назад +11

      হ্যা এটাই বাস্তব। যার জন্য জীবন টা আজও গোছাতে পারলাম না। এখনো তার জন্য চোখের জলে ভাসি। সে একটি বার আমাকে বুঝতে চেষ্টা করেনি। ২০ বছর অতিক্রম করলাম কিন্তু এখনো তাকে ভুলতে পারিনি।

    • @bokulakert9561
      @bokulakert9561 2 года назад +1

      ঠিক

    • @sankarmajumder8043
      @sankarmajumder8043 2 года назад +2

      ঠিকেই বলছেন ভাই

  • @Hojaif0077
    @Hojaif0077 Год назад +10

    আজ থেকে প্রাই ২০১০ এর দিকে বাবা নতুন এই এলব্যাম এনে টেপে চালাচ্চিল তখন মনির ভাইয়ের গান বুজতাম না। তার কারন আমি তখন পঞ্চম শ্রেনীর ছাত্র। যখন এই গানটি বাজল তখন কেমন জানি ভালো লেগে যায়।তখন গানটি মুখস্ত করার চেস্টা করি। এবং স্কুল প্রতিযোগিতায় গান করি প্রথম স্থান অধিকার করি। তখন থেকে মনির ভাইয়ের নীরব ভক্ত হয়ে আছি। এর পর সেতো আর ফিরে এলনা। এলব্যামের বাবা তুমি কিনেদিয়েছিলে হারমোনিয়াম গানটি দিয়ে আমার সংগীত জীবনে পদার্পন করি। আজ ৬/১/২৪ গানটি নতুন করে শুনতে এলাম। স্বৃতি হিসাবে রেখে গেলাম কমেন্টা

  • @apurboopu4261
    @apurboopu4261 2 года назад +268

    ২০০৫ সালে জুন মাসের দিকে ইন্টারে ১ম বর্ষে থাকা কালিন রাতে আনুমানিক ১০ টার দিকে দূর থেকে মাইকে এই গানটা ভেশে আসছিল এত মনযোগ দিয়ে শুনেছিলাম অনেক বার শুনতে ইচ্ছা করছিলো কে শুনে কার কথা মাইক টা মনে হচ্ছিল ১/২ কিলোমিটার দূরে ছিল আহা সে কি ভালোলাগা, পরের দিন গানটা আমার সেই প্রিয় জনকে শুনালাম সে এত পছন্দ করছিল সেটা ভষায় প্রকাশ করার মত না , পরে সেই এলবাম টা মালিবাগ সাউন্ডটেক থেকে সে আমাকে গিফট করে 😢😢😢

    • @mdjahangiralam1891
      @mdjahangiralam1891 2 года назад +7

      এখন কি আপনার সে আছে?

    • @apurboopu4261
      @apurboopu4261 2 года назад +26

      @@mdjahangiralam1891 যোগাযোগ নেই সে স্বামী সন্তান নিয়ে ঢাকা স্যাটেল আমি ইইরোপ এ ব্যাচেলর এই তো চলছে …..

    • @SMRumi-et6te
      @SMRumi-et6te 2 года назад +7

      এভাবেই চলছে জীবন...

    • @ashikmahmudsinger3821
      @ashikmahmudsinger3821 Год назад +9

      ভাই আপনার এই কথা গুলো এত ভালো লাগছে। কী করে বোঝাই আপনা কে। যত বারই গানটা শুনি ঠিক তত বারই আপনার সেই অনুভূতি ফিল করি ❤️❤️

    • @md.mazharulislammizan1063
      @md.mazharulislammizan1063 Год назад +2

      তাকে কি আপনি জীবন সঙ্গী করতে পারছেন?

  • @marketerkader
    @marketerkader 3 года назад +11

    " যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না,
    আর যে ছেড়ে যায় সে কখনো ভালোবাসতে পারে না" 😪😪
    তবুও ভালো থাকুক ছলনাময়ীরা

  • @স্বপ্নেরপৃথিবী-হ৬ঘ

    কষ্টের পর সুখ আছে কারা বিশ্বাস করেন একটি লাইক দিয়ে জানাবেন💖💝💖

  • @mtituchowdhury593
    @mtituchowdhury593 3 года назад +19

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

  • @mdsuraf9871
    @mdsuraf9871 2 года назад +10

    জীবনটা তখনি সুন্দর ছিল যখন বুজতাম না ভালবাসার মানে কি😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shakilahmed-iv1jj
    @shakilahmed-iv1jj 4 года назад +50

    ২০২১ সালে কে কে গানটা শুনছো। তারা লািক দাও।

  • @OmarFaruk-z9b
    @OmarFaruk-z9b Год назад +9

    ২০ বছর আগের ভালোবাসা এখনও ঠিক আছে কিন্তু নেই শুধু সেই মানুষটা। যার জন্য আজও চোখের অশ্রু ঝরে পড়ে।

  • @emamulhossan666
    @emamulhossan666 Год назад +6

    প্রচন্ড শীত প্রথম ভালবাসার মানুষ অন্য কারোর বউ হয়ে চলে যায় আহা সেই সময় রাতের পর রাত একটা গান চলতে আর চোখ দিয়ে পানি পড়তো।
    ঠিক ফজরের আজান দিলে থামতো।
    এখন আর চিঠি লিখি না।

  • @rafiqulislam5792
    @rafiqulislam5792 Год назад +13

    জানি এত কমন্টের মাজে আমার কথা শোনার কেহই নাই জাবনে এক জনকে বালোবেসে ছিলাম তখন আমি হয়তো ছোট চাকরি অল্পো বেতন তাই তাকে পেলাম না এখন আমি ভালো আছি ভালো বেতন কিন্তু সে তো আর নেই R /N / LOVE.. I MISS YOU JAN. 2011

  • @shamimhossin2417
    @shamimhossin2417 3 года назад +20

    বাস্তবে মনির খাঁন বউ পরিবার নিয়ে অনেকে সুখী আর আমরা সাধারণ পাবলিক গান শুনিয়া রাত জাগি ❤❤❤

    • @MdAlamin-nr5mi
      @MdAlamin-nr5mi 3 года назад

      মুখে হাসি দেখলেই সুখি মনে হয় ভিতরটা পুরো যাই

  • @jamaluddin6639
    @jamaluddin6639 5 лет назад +47

    মনির খান এ সময়ের সেরা শিল্পী। কে কে একমত লাইক দিন।

  • @sumanahmed6396
    @sumanahmed6396 Год назад +7

    অনেকগুলো কমেন্ট পড়লাম! এত বেদনা নিয়েও যারা জীবন যুদ্ধ করে যাচ্ছেন তাদের প্রতি দোয়া রইলো! (আমিও আপনাদেরই মত একজন!) ❤️

  • @najimuddin6776
    @najimuddin6776 3 года назад +11

    যারা ভালোবেসে কেঁদেছে তারা প্রত্যেকই মনির খানের গানের সাথে পরিচিত.....

  • @Tuha-v3u
    @Tuha-v3u 3 месяца назад +11

    এই শুনতে আসা মানুষ গুলো হয়তো আমার মতো 😅17/09/2024😂

  • @mdshahjalalmamun
    @mdshahjalalmamun Год назад +8

    যারা কাউকে খুব করে ভালোবেসে হারিয়েছে শুধুমাত্র তারাই বুজবে মনির খানের গানের দরদ কোথায় পাওয়া যায়।
    কমেন্ট রেখে গেলাম যেন একটা সময় আমার ছেলে- মেয়েরাও দেখে যে তাদের পিতা কেউ একজনকে খুব করে চেয়েও নিজের করে পায়নি😢

    • @shahadathossan7421
      @shahadathossan7421 Год назад

      কিন্তুু আপনার ছেলে মেয়ে কি করে জানবে যে এটাই আপনি কারণ আপনার তো ছবি নাই সেম নাম অনেক মানুষেরই হয়

  • @mjubairshikdar611
    @mjubairshikdar611 2 года назад +4

    হুট করে গানটার কথা মনে পড়ে যাওয়া আর চার্চ দিয়ে গানটা বের করে শুনা,,,সেই সেইম ফিলিংস❤️

    • @asma7073
      @asma7073 2 года назад

      আমিও তাই করেছি

  • @emranhasan7914
    @emranhasan7914 3 года назад +6

    কাল্পনিক অঞ্জনাকে বাস্তবে রুপ দিয়ে কাদালেন হাজারো বক্তকে,গুরু আপনি পারেন, দোয়া রইলো আপনার প্রতি

  • @মনবড়বেইমান-ঢ৯ল

    দুনিয়াতে সব কিছু ভাঙলে শব্দ হয়
    But মন ভাঙলে কখনো শব্দ হয়না।
    তাইতো যার মন ভাঙে
    সেই একমাত্র বুঝে ব্যাথা কত।

    • @samroku802
      @samroku802 4 года назад

      ভালবাসার ঝুমা মানিক নগর

  • @sksuzonmahamud5273
    @sksuzonmahamud5273 3 года назад +18

    আমার প্রেমটা শুরু হয়েছিলো চিঠি লেখা ভুলো না আমায় দিয়ে আর শেষটা হয় ফোনে ভালো থেকো দিয়ে,
    আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তবে সে আজ ডিভোর্সি 🥺

  • @MdHanif-ip8il
    @MdHanif-ip8il 2 года назад +8

    বিশ বছর পড়েও বিশ সেকেন্ডের জন্য ও মন থেকে মুছে ফেলতে পাড়ি না এটাই বোধহয় সত্যি সত্যি ভালো বাসা 2016। থেকে 2022❎❎📳🛐🛐

    • @dfjj1100
      @dfjj1100 2 года назад

      💔💔💔😭😭😭💔💔

    • @dfjj1100
      @dfjj1100 2 года назад

      2015 -2022

    • @masumakon6560
      @masumakon6560 2 года назад

      যে আগুন বেঁচে থাকতে কোনোদিন নিভে না।

  • @MdShamim-ym7dq
    @MdShamim-ym7dq 6 месяцев назад +5

    আমার চোখের একফোটা পানির হিসাব কাল হাসরের ময়দানে দিতেহবে কখনো মাফ করবো না😢😢সোহানা

  • @aiyankk
    @aiyankk 9 месяцев назад +6

    একজীবনে যাকে চেয়েছিলাম সে এখন আমার বাচ্চার আম্মু,,,, ভালো আছি, সুখে সংসার করছি৷ সবাই দোয়া করবেন। ❤️😊

  • @chotonisat-up4oo
    @chotonisat-up4oo 4 месяца назад +4

    পৃথিবীর আধার গলিতে কত মানুষ পড়ে আছে, আমার মত, আজ আমি সে পথের যাত্রী বলে চেনা হল তাদের মুখ, ভালবাসার আঘাতটা খুবি ভয়ানক, মানসিক অস্তিরতা রাত যত বাড়ে ততই বাড়তে থাকে। তবুও ভালও থাকুক,,,

  • @AlAmin-zw2bv
    @AlAmin-zw2bv Год назад +3

    যার জন্য এই গানটা শুনতাম , আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে আমার ভাগ্যে যোগ করে দিল।তারপরও গানটা শুনতে ইচ্ছে করে।

  • @mdjahidulislam8246
    @mdjahidulislam8246 2 года назад +8

    প্রিয় মানুষটাকে ছাড়া হয়তো বেচে থাকা যায়,,কিন্তু ভুলে থাকা যায় না,,,

  • @mdakidulislam2744
    @mdakidulislam2744 4 года назад +49

    আজও বড্ড মনে পড়ে তোমায়,খুবই জানতে ইচ্ছে করে কেমন আছো তুমি, জানি আমাদের আর কোনোদিনও দেখা হবে না, যেখানে থেকো ভালো থাকো

  • @mdjamshed2155
    @mdjamshed2155 4 года назад +7

    ভালোবাসা ত রং বদলাবেই যদি আপনি এমন একজনকে ভালোবাসেন যাকে দেখে গিরগিটিও লজ্জ্বা পায় । তাই ভালোবাসুন শুদ্ধ,পবিত্র মনের অধিকারী একজন মানুষকে ।দেখবেন ভালোবাসা আপনার প্রত্যাশার চেয়েও অনেক বেশি সুন্দর,শুদ্ধ ও পবিত্র। শুভকামনা রইল ❤️❤️❤️❤️❤️❤️

  • @mdmohosinalam8421
    @mdmohosinalam8421 Год назад +3

    মনির ভাই এর অন্ঞ্জনা আর আমার করুনা। কোনো দিন ভুলতে পারবো না সেই 2007থেকে 2009।আজো কাঁদায় স্মৃতিগুলো।

  • @romanmunshi8208
    @romanmunshi8208 3 года назад +9

    ভালো থাকুক এই পৃথিবীর সকল ভালোবাসার মানুষ গুলো ❤️

  • @nurnabysarker3570
    @nurnabysarker3570 9 месяцев назад +3

    এখনো মনে পরে।তার কথা প্রতিটি রাত।। জানি না কোথায় আছে সে।সৃষ্টি কতা যেন ভালো রাখে সেই মানুষ টা কে

  • @mdfaruk-gi5iu
    @mdfaruk-gi5iu 9 месяцев назад +6

    সৃষ্টিকর্তার কাছে বলবো যার জন্য যাকে তৈরী করো নি তার প্রতি তার ভালোবাসা দিয়ো না.... আমি শুধু comment পরতে আসি আর ভাবি যারা এতো মায়া দিয়ে comment লিখেছে তারা কতই না কষ্টে আছে ধন্যবাদ

  • @Tutul369
    @Tutul369 3 года назад +10

    চিঠি লেখার দিন শেষ,
    তবে জানতে খুব ইচ্ছে করে
    চিঠি লেখা মানুষগুলো কেমন আছে।

  • @sojolbaishnab5141
    @sojolbaishnab5141 2 года назад +5

    মনের মানুষ কে হারানোর বেদনা। যে হারিয়েছে সেই জানে কতটা যন্তনার সাথে সময় কাটাতে হয়। ভালো থাকবেন সবসময় আপনার জন্য রইল শুভকামনা

  • @armanjuhanarmanjuhan6900
    @armanjuhanarmanjuhan6900 4 года назад +7

    এই গানটা আমি প্রতিদিন রাত ২টার পর শুনি😍😍😍😍😍😍😍😍😍

  • @hafizurrahman2344
    @hafizurrahman2344 4 года назад +5

    ।।গানের জগৎতে তিনি বাংলাদেশের এক এবং অদ্বিতীয় শিল্পী, প্রিয় গুরু।।

  • @shomratsarkar
    @shomratsarkar День назад

    অনেক স্মৃতি বিজড়িত একটি গান। দুজন একসাথে বসে শুনতাম গানটি ❤এখন তার ছলনার শিকার হয়ে আমি নিতান্তই দেবদাস 😭😭

  • @Mehejabin834
    @Mehejabin834 6 лет назад +10

    তোমাকে ধরে রাখার,***ক্ষমতা আমার নেই***-কিন্তু,তোমাকে ***ভালোবাসার ক্ষমতা আমার আছে***কথা দিতে পারি,***"সারাজীবন তোমায় একই ভাবে ভালোবাসতে পারবো"***যদি কখনো চলে যাও, ***আমার ভালোবাসার সীমানা পেরিয়ে"*** তবে মনে রেখো,*** "এমন একজনকে তুমি হারিয়েছো" ***যে তোমাকে তার জিবনের বিনিময়ে শুধু তোমায় চেয়েছিলো*******সত্যি রে জান তোকে খুব ভালোবাসি ***সব কিছু করো কিন্তু আমাকে ছেড়ে যেওনা**

    • @md.shafiqulislamshafiq7075
      @md.shafiqulislamshafiq7075 6 лет назад

      very nice song and best of luck

    • @kudratmedia7631
      @kudratmedia7631 6 лет назад

      সুখের নীড়ে নীড় হারা পাখি

    • @smsagir1643
      @smsagir1643 6 лет назад

      সুখের নীড়ে নীড় হারা পাখি

    • @shahid9653
      @shahid9653 6 лет назад

      nice

    • @mdsaiful3728
      @mdsaiful3728 6 лет назад

      অসাদারন গান

  • @mdrashedurrahmanmdrashedur2626
    @mdrashedurrahmanmdrashedur2626 Месяц назад +2

    খুব সুন্দর একটা গান। আমি একটি সময় অনেক বার শুনেছি।।
    সারা রাএি জেগে লিখলাম চিঠি। ছিলো সেখানে মায়া, ভালোবাসা আরও সেখানে লেখাছিলো রক্তমাখা বাস্তব হাজারো অনুনয় আর বিনয়ের বুক ভরা ভালো বাসার কথা তোবুও সে বুঝলো না। আর তাই ভোর বেলা তা ছিরে ফেলতে হয়। যদিও এক জীবনে তা হবে না ভোলা

  • @MdSaifulIslam-ud7tc
    @MdSaifulIslam-ud7tc 3 года назад +4

    সাধারণের সমস্ত গান চিরদিন অমর হয়ে থাকবে বাথরুমে যেথাম 2021 সালের এসে আবার শুনলাম খুব ভালো লাগলো বেরি নাইস

  • @abusayedlitu6297
    @abusayedlitu6297 4 года назад +7

    আপনার গান সেই ক্লাস ৪ থেকে শুনে আসছি.... আমরা বাবার একটা রেডিও ছিল ঐটাতে সবাই গান শুনতে আসতো... এখন আমি মাস্টার্স এ পড়ি... মিসকরি সেই দিনগুলো

  • @sanaullahofficial8534
    @sanaullahofficial8534 3 года назад +5

    ভালোবাসার মানুষ হারানোর কষ্ট সেই বুঝে যে হারিয়েছে আমিও আমার প্রিয় মানুষ টা কে হারিয়েছি আল্লাহ এর কাছে দোয়া করি আল্লাহ যেনো আমার প্রিয় মানুষ টা কে সবসময় ভালো এবং সুস্থ রাখে

  • @alamgirhussainalam4437
    @alamgirhussainalam4437 3 года назад +28

    ভালোবাসার মানুষটা হারানোর যে কি যন্ত্রণা উপলব্ধি করতে হলে এই গানটা শুনতেই হবে

    • @sketieti5963
      @sketieti5963 3 года назад

      রাইট 😔😔😔😭😭😭

    • @mdnazim6422
      @mdnazim6422 3 года назад

      রাইট

    • @mortujahossain2559
      @mortujahossain2559 3 года назад

      অনেক যা কাওকে বলা যায় না😔😔

    • @loveyourself2124
      @loveyourself2124 3 года назад

      @@mortujahossain2559 জজনমগহচ

    • @mdnazim6422
      @mdnazim6422 3 года назад

      রাইট

  • @loveexpress4999
    @loveexpress4999 3 года назад +6

    ভাঙ্গা হৃদয়ের মানুষ গুলো সারা দাও।

  • @muhammadmohosin7820
    @muhammadmohosin7820 Год назад +7

    জীবনের প্রথম ভালোবাসাটা হয় রিয়েল আর সেটা হয় ভুল মানুষের সাথে

  • @shaikhmasumvai1083
    @shaikhmasumvai1083 2 года назад +4

    বাংলাদেশের ইতিহাসে আপনার স্মৃতি সাড়া জীবন তাকবে।প্রিয় মনির ভাই

  • @mdjonymollahamali3798
    @mdjonymollahamali3798 3 года назад +5

    এগানটা যতো বার শুনি ততো বার চোখঁ দিয়ে পানি চলে আসে।

  • @varietystore7284
    @varietystore7284 3 года назад +7

    তারে দূরে রাখা যায়, ভুলে থাকা যায় না :(

  • @rabeabegum964
    @rabeabegum964 3 года назад +10

    মনির খান সবসময় আমার পাশে থাকে
    মনির খান না হলে আমার সময় খারাপ কাটতো মনির খান বেষ্ট শিল্পী

  • @nipaakter3330
    @nipaakter3330 Месяц назад +3

    Onek sondor ❤❤❤😢😢😢

  • @mdkanakhassanuzzal7713
    @mdkanakhassanuzzal7713 6 лет назад +11

    রোজ রাত্রে চিঠি লিখি
    ভোর বেলা তা ছিরে ফেলি
    সে চিঠির ডাকবাক্সে হয় না রে ফেলা।।।


    অসাধারন লেখা

  • @kalamanush2021
    @kalamanush2021 2 года назад +8

    ভালোবাসতাম জীবনের চেয়েও বেশি। বুঝতাম না তেমন, তখন মাত্র ক্লাস এইট। অভিনয়টা নীদারুণ ছিলো তার। সব শেষে তার কাছে পাঁচ মিনিট সময় চাইছিলাম, আমার অপরাধটা কি ছিলো তাকে জিজ্ঞেস করতে, তার পাঁচ সেকেন্ড সময়ও হয়নাই।
    দীর্ঘ পাঁচ বছর তার সাথে কথা বলিনাই, গতবছর ২০২১ শেষ দিকে তার বিয়ে হয়ছে, দেখতে শুনতে ভালো, বিশাল অর্থ সম্পত্তির মালিক, সরকারি চাকরিজীবী, বিরাট সুখেই আছে। এখন মাঝে মাঝে যোগাযোগ হয় তার সাথে। সময় থাকতে পাইনাই তারে।
    আমি মেনে নিয়েছি বাস্তবতা। মেনে নেওয়া খুব কঠিন। ভালো থাকোক পৃথিবীর সব ভালোবাসা'রা। ভালো থাকোক তারা'ও...............!! 💔

    • @hrgtgryy9160
      @hrgtgryy9160 2 года назад

      Apni o valo thakben, akjibone sob kichu pay na sobai

    • @mdnuzmul8495
      @mdnuzmul8495 Год назад

      😢😢😢😢😢

  • @allithelp5349
    @allithelp5349 4 года назад +4

    Amar Valo laga Ganer modhe 1Number😍😍😍😍😍😍😍😍

  • @aminulislam-qk7ox
    @aminulislam-qk7ox 4 месяца назад +4

    ভালোবাসা আজ বড় অসহায়,,❤

  • @ajkerbangladesh810
    @ajkerbangladesh810 Год назад +4

    ছয় বছর তার অপেক্ষায় নিজেকে পুড়িয়ে ছাই করে দিলাম। শেষ পর্যন্ত অন্য একজনের হাত ধরে চির বিদায় নিলো

  • @mdanait379
    @mdanait379 Год назад +3

    ২০০৩ সালের এমন কোন রাত নাই এই গান না শুনে আমি ঘুমিয়ে গেছি।

  • @shamimahamedrobel8952
    @shamimahamedrobel8952 4 года назад +99

    চিঠির দিন শেষ, তবে জানতে ইছছা করে চিঠির মানুষ গুলো কেমন অাছে,

    • @অবুঝবালিকাআমারসুখপাখিতুমি
      @অবুঝবালিকাআমারসুখপাখিতুমি 4 года назад +9

      ভাই চিঠি লেখা শেষ কিন্তু চিঠির মানুষ গুলো তো আছে

    • @mdsahinmiya1090
      @mdsahinmiya1090 4 года назад +2

      vai valo na

    • @shamimahamedrobel8952
      @shamimahamedrobel8952 4 года назад +4

      কিন্তু একন আর চিঠি আসেনা, ডাক বক্সটাও শুন্ন আমার মতো,

    • @akashkhan7927
      @akashkhan7927 3 года назад +4

      খুব মিছ করি চিঠির দিন গলো,,,

    • @ismailibneromey3475
      @ismailibneromey3475 3 года назад +10

      চিঠির সময়টাই অনেক সুখের ছিল, এখনের মত মিথ্যাবাদী আর বাটপার ছিলনা।

  • @md.billalhossain3058
    @md.billalhossain3058 5 месяцев назад +6

    দীর্ঘ আট টি বছর চেষ্টার পরেও তোমার মনে সরিষার দানা পরিমাণ আমার জন্য জায়গা তৈরি করতে পারি নি। জানি আমাকে তোমার পছন্দ ছিলো না, তাই তো তোমাকে বিরক্ত করি নি। তোমার প্রতি যতটা ভালবাসা ছিলো তার চেয়ে সন্মান অনেক বেশি ছিলো। শুভ কামনা তোমার জন্য, কখন দুঃখ কষ্ট তোমাকে যেন স্পর্শ না করে। দোয়া রইল.. (KhADijA)

    • @MstHappy-fu9su
      @MstHappy-fu9su 4 месяца назад

      মানুষ গুলি এরকমি

  • @nuruzzamansheikh5483
    @nuruzzamansheikh5483 4 года назад +44

    মনির খানের ভক্ত কারা এখানে লাইক দিন """কেউ বাজে বকবেন না ""

  • @arifulislamarman4978
    @arifulislamarman4978 11 месяцев назад +4

    তোমায় পেয়ে গেলে হয় তো এতো সুন্দর গানটা শোনা হতো না প্রিয় । স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ এই গানটাকে যখন শুনবে লাইক দিলে নোটিফিকেশন পেলে আমি আবার তোমায় ভেবে গানটা গুনবো প্রিয়

  • @sahanasoundimran4635
    @sahanasoundimran4635 2 года назад +4

    সামান্য কথায় ভূল বুজে চলে গেলে আমার জীবন থেকে। একটা পূরুষ মানুষ ধংস হওয়ার পিছনে শুধুমাত্র একজন নারী যথেষ্ট।

  • @MdRasul-ro8xb
    @MdRasul-ro8xb 2 месяца назад +2

    একদিন প্রথম গান টা শুনে এত ভালো লাগছে যাহ বলার বাহিরে কিন্তু কপাল খারাপ ফোন নেই শুনবো যখন ফোন নিলাম নতুন ফাস্ট শুনি এই গানটা এখনও শুনি কারণ ওই যে আমার মায়াবতী উপহার দিলো কস্ট আর সেই কস্ট কে রোজ বুঝ দি এই গানটা দিয়ে হ্যা প্রতিদিন এই গানটা রাত ১১ টার পরে শুনতে হয় আ হা রে জীবন 😊

  • @shemulhasan8658
    @shemulhasan8658 3 года назад +7

    যদি
    ওই অন্ধকার সাড়ে তিন হাত ঘড়ে চিঠি পাঠানো যাইতো,,,!!
    তোমার শেষ কথাটার উত্তর ও দিতে পারতাম,
    তুমি না থাকাতেই আমি খুশি।।
    তবে ছদ্মবেশী।।

  • @NurulHaque-k9g
    @NurulHaque-k9g 2 месяца назад +2

    যাদের মনে কস্ট আছে তারা মনির ভাইয়ের গান শুনবেই,আর মনির ভাইয়ের গান ব্যাপক অথবহ, এখনকার গান হলো, কথা বলে আর বিটমারে এটাই গান হয়ে যায়

  • @salmajahan850
    @salmajahan850 4 года назад +6

    স্যার আপনাকে দেখার অনেক ইচ্ছে ছিলো।আল্লার রহমতে আজ ৬/১১/২০২০শ্রদ্ধেয় মিলটন স্যারের বাসায় আপনার সাথে আমার দেখা হয়।আমার জীবনের বড় একটা আশা পুরন হলো আজ।

  • @tarekrahaman6563
    @tarekrahaman6563 3 года назад +6

    ভালোবাসার মানুষটারে যদি না পেতাম নিজের করে হয়তো তাকে একটুত দেখতে পেতাম এতটা কষ্ট হতনা কিন্তুু ভালোবাসার মানুষটার লাশটা কাঁধে করে নিয়ে যাবার কষ্ট টার কথা কি ভাবে বোঝাবো সবাইকে 😭😭😭😭😭😭😭😭

    • @easinarafathat3259
      @easinarafathat3259 3 года назад

      কেন কি হয়েছে,, ভাই বলা জাবে কি

    • @tarekrahaman6563
      @tarekrahaman6563 3 года назад +1

      @@easinarafathat3259 আমার ভালোবাসার মানুষটা কে তার বাবা জোর করে বিয়ে দিছে সেটা ও মেনে নিতে পারেনি ওর একটাই কথা ছিলো ও আমার না হলে আর কারো হবে না সেটা ও মেনেনিতে পারেনি তাই আত্যহত্যা করে ফেলছে ভাই

    • @sumonaaktersetu4447
      @sumonaaktersetu4447 3 года назад

      @@tarekrahaman6563 কষ্ট পেলাম😭😭

  • @JamilKhan-wb5ux
    @JamilKhan-wb5ux 3 года назад +9

    অনেক ভালো লাগে গান টা 🥰🥰

  • @mdsujonvai8166
    @mdsujonvai8166 2 года назад +6

    চিঠি লেখার দিন শেষ,, তবুও মিছ করি সেই দিন টা,,,,,,,,,,,,,দোয়া করি তুমি ভালো থাকো,প্রিয়,অনেক সুখি হও,, আজও ভালোবাসি তোমায়

  • @md-sujon-mia-ma-amar-ma2150
    @md-sujon-mia-ma-amar-ma2150 3 года назад +5

    শুধু ২০২১ কেন সবসময়ই শুনি,,,তাও যে কতবার গননা করে মনে রাখতে পারবো না,,,কটিয়াদী,কিশোরগঞ্জ

  • @mahabubhasan6349
    @mahabubhasan6349 3 года назад +6

    চিঠির দিন শেষ তবে,খুব জানতে ইচ্ছে করে চিঠির মানুষ গুলো কেমন আছে?

  • @abonidas5386
    @abonidas5386 5 лет назад +7

    হাজার বছর বেঁচে থাকুক সবার হৃদয়ে মনির ভাই

  • @jahidulislamniralamusicclu4941
    @jahidulislamniralamusicclu4941 10 месяцев назад +4

    আমার একটা প্ৰিয় গান, কে কে এই গানটা কে ভালোবাসেন, এবং 2024 চনে কে শুনেছেন, I love monir songs... 🎻🎸

    • @sakilislam6920
      @sakilislam6920 9 месяцев назад

      আমি এই গান টাকে খুবই ভালো বাসি

  • @nknirob999
    @nknirob999 2 года назад +6

    সবচেয়ে বড় ভুল হলো কাউকে মন থেকে ভালোবাসা 💔💔

  • @ratonahmed1764
    @ratonahmed1764 7 месяцев назад +3

    গানের লিরিক গুলো জাস্ট অসাধারণ। মন ছুয়ে যায়।
    তোমাকে বলছি প্রিয়।এখনও শুধু তোমাকেই ভালোবাসি।

  • @mdsaddam-ol7le
    @mdsaddam-ol7le Год назад +5

    এই কমেন্ট টা ২০৫০ সালের ছেলে মেয়ে দের জন্য আমাদের একজন মনির খান ছিল জার গান সুনলে কলিজায় গিয়ে লাগতো

  • @TaslimMalaysia
    @TaslimMalaysia Год назад +3

    জীবনে আর কোন দিন দেখা হবে জানি,,,তবুও মনে হয় তুমি পাশেই রয়েছ, ভালো থেকো 😢😢

  • @abtvbd1824
    @abtvbd1824 2 года назад +5

    রাত ১২ খুব বেশী মনে পরছে আজ থেকে ৯ বছর আগের কথা গুলো হইতো এই জীবনে আর ভুলতেও পারবো না যতদিন মৃত্য না হবে 😪

  • @haorband3706
    @haorband3706 Год назад +2

    জীবনে কতবার যে, শোনেছি তার সঠিক পরিসংখ্যান দিতে পারবো না৷ এই গানটাতে কি যে এক গভীর অনুভুতি লুকিয়ে আছে তা বলে বুঝাতে পারবনা কাউকেই কোনদিন৷ শুধু শোনতেই ইচ্ছে করে৷ এক জীবনে সেই প্রিয় মানুষ টা কে সত্যিই ভুলা যাবেনা৷ ভালো থাকুক ভালোবাসার মানুষ টা😭

  • @rakibulhasan1118
    @rakibulhasan1118 5 лет назад +6

    সবার জীবনেই এমন একটা করে অঞ্জনা আসে, আর মনির ভাইয়ের গান গুলোকে যত্ন করে আপন করিয়ে দেয়।

    • @sazzad119
      @sazzad119 5 лет назад +1

      RAKIBUL HASAN hmmmm bro😭😭

  • @mdjoynalabdin3736
    @mdjoynalabdin3736 11 месяцев назад +3

    এক জীবনে তোরে'ত আর যাবে না ভোলা😥😥
    স্কুল লাইফে ভুলটা করছি,তখন আমার নিত্য দিনের সঙ্গী ছিল এই গানটা...😢😢
    ফুরা গান'টা এখনো মুখস্থ আছে...
    𝐋𝐨𝐯𝐞 𝐲𝐨𝐮 𝐤𝐢𝐧𝐠 𝐤𝐡𝐚𝐧 𝐌𝐨𝐧𝐢𝐫 𝐤𝐡𝐚𝐧 𝐛𝐨𝐬𝐬😢😢😢

    • @sakilislam6920
      @sakilislam6920 9 месяцев назад

      তাই নাকি ভাই

  • @Turza-Shikder
    @Turza-Shikder 3 года назад +13

    জীবনের অর্ধেক সময় মনির খানের গান শুনেই কেটে গেছে ।

  • @Belal-S
    @Belal-S 3 года назад +3

    ৫ বছর আগের দেশে থাকার সময়গুলা মনে পড়ে যায়😭😭

  • @mdjahirulislam7673
    @mdjahirulislam7673 Год назад +5

    এই গান টা শুনি প্রথম ২০০২ সালে আজও শুনি কেন জানি এই গান টা বারবার শুনতে মনে চায়।আজকে ২০২৩ সাল।

    • @Shajjad.S.S.
      @Shajjad.S.S. Год назад

      হ ভাই গানটা হাজার বার শুনলেও যেন মন ভরে না😢😢😢😢

  • @rupkotatv8717
    @rupkotatv8717 3 года назад +4

    সত্যিই এক যুগের কাছাকাছি, তবু স্মৃতি গুলো রয়ে গেলো।পারলাম না ভূলতে তোমায়।
    এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা

  • @লাখিআক্তারমনি

    মনি ভাই বেস্ট পুরস্কারে বাংলাদেশের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

  • @rabiulawalsarkar
    @rabiulawalsarkar 4 года назад +3

    যে গান শুনে শৈশব কৈশোর কেটেছে, এ গান যৌবনেও শুনি। ভালোবাসা মনির খান গুরু জ্বী।

  • @ভদ্রছেলে-ছ৫ঙ
    @ভদ্রছেলে-ছ৫ঙ 2 года назад +6

    পৃথিবীতে সবচেয়ে বড় অফরাধ হলো মন থেকে ভালোবাসা 😂😂

  • @securitytech5936
    @securitytech5936 2 года назад +2

    এই গান শুনলে কান্না চলে আসে তবুও বলছি আমাকে ছেড়ে তুমি যে সুখের ঠিকানায় চলে গেছো সেখানে তুমি ভালো থেকো

  • @ilovebangladesh6405
    @ilovebangladesh6405 2 года назад +5

    আজও তোমায় ভুলতে পারিনি আমি...আজ অনেক বছর হয়ে গেছে তোমায় দেখিনা... 😥

  • @mdraselrana865
    @mdraselrana865 2 года назад +4

    অসাধারণ বলার মতো ভাষা নাই।অনেক ভালো লাগে মনির খান ভাইয়ের গান শুনতে।

  • @shorifulislam1701
    @shorifulislam1701 4 года назад +20

    আমার মত 2020সালে এসে যারা গান শুনছেন তারা লাইক দিয়া আমার সাথে থাকেন।

    • @mstaniya1040
      @mstaniya1040 4 года назад +1

      Roj akbar shuni ,,,,,neshar moto hoye geche

    • @shorifulislam1701
      @shorifulislam1701 4 года назад

      @@mstaniya1040 very good,, amio soni apu.

    • @rnnaeim1670
      @rnnaeim1670 4 года назад

      কিরে ভাই লাইকের মধ্যে কি পাইছো এতো চাও কেনো ভাজে খাইবা নাকি।

  • @AnowarMoon-n1c
    @AnowarMoon-n1c 11 месяцев назад +3

    সাত বছর আগের ভালবাসা এখনো তার কথা মনে পরে
    তার.........

  • @Belal-S
    @Belal-S 3 года назад +7

    এক জীবনে তোরে তো আর যাবেনা ভুলা😭

  • @emrantalukderemran4242
    @emrantalukderemran4242 2 года назад +2

    কারো প্রতি ভালোলাগা ভালোবাসা আবেগ অনুভূতি এমনিতেই এত শক্ত হয়ে যায় যে প্রতিনিয়ত মনের বেতরে গুরে বেড়ায়
    আর যদি না পাওয়ার বেদনার কথা বলেন তাহলে সেটা মৃত্যুর চাইতেই বেশি মনে হয় 🥹🥹

  • @mdyeasin6949
    @mdyeasin6949 Год назад +11

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আসুন আমরা কথা বলার শুরুতে সালামে প্রচলোন করি একটা সুন্নত জিন্দা করি, আর যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত
    السلام عليكم ورحمة الله

  • @MohammadSajjadhossen-g1f
    @MohammadSajjadhossen-g1f Год назад +2

    কলিজায় লাগে রে ভাই এইসব গান শুনলে।😭🥹😭

  • @lakadsumon7308
    @lakadsumon7308 2 года назад +4

    জীবনে কোন দিন কাউকে ভালবাসি নাই, তবুও পরিবারকে ভালবেসে মনে এত জ্বালা , কার ও কষ্ট দেকতে পারি না ,আল্লাহ পৃথীবির সকল মানুক কে ভালো রাখুক আমিন

  • @MdRana-dq5yf
    @MdRana-dq5yf 3 года назад +9

    চিঠি দেওয়া নেওয়া মাঝে রয়েছে অনেক ভালোবাসা

  • @mdnazim6422
    @mdnazim6422 3 года назад +8

    কেউ যদি কাউকে মন থেকে ভালবাসে সে কোন দিন তাকে ভুলতে পারবে না যতই বয়স বাড়োক