সাদাকা চিকিৎসা । গল্পের ক্যানভাসে আঁকা জীবন EP1

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • সাদাকা চিকিৎসা । গল্পের ক্যানভাসে আঁকা জীবন EP1
    হুরাইমালা। রিয়াদের পাশেই ছোট্ট একটি গ্রামের নাম।
    এই শহরেই বসবাস করতেন একজন ক্যান্সারক্রান্ত মহিলা (আল্লাহ আমাদের সকল কে হিফাজত করুন)। মহিলা অসুস্থ বিদায় তার দেখা শোনার জন্যে একজন পরিচারিকার রাখা হল।
    পরিচারিকা ছিলেন ইন্দুনেশিয়ান একজন ধার্মীক বিধবা মহিলা।
    কিছুদিন যাওয়ার পর মনিব মহিলা খেয়াল করলেন পরিচারিকা দিনের মধ্যে বেশ কয়েক বার হাম্মামে যায় এবং অনেক সময় নেয় সেখান থেকে ফিরতে।
    মনিব মহিলা পরিচারিকার নিকট এর কারণ জিজ্ঞাসা করলেন।
    পরিচারিকা বললোঃ আমার অভাবের সংসার।কাজের ভিসার জন্যে অনেক দিন আগে আবেদন জানাই কিন্তু মাত্র বিষ দিন আগে আমার ভিসা লেগেছে আর আমার কোলে ১৯ দিন বয়সের ছোট্ট বাচ্চা।
    সংসারের সংকটাবস্থার প্রতি লক্ষ করে আমার বাচ্ছা কে আমার বাবা মায়ের নিকট রেখে চলে আসি ।কিন্তু দুধের আধিক্যের করণে ব্যাথায় বুক টনটন করে।
    মনিব মহিলা পরিচারিকার কথা শুনে পরিচারিকাকে দু বছরের অগ্রিম বেতন এবং আসা যাওয়ার টাকা দিয়ে দেশে পাঠিয়ে দেন।
    কিছুদিন পর মনিব মহিলা ডাক্তারের নিকট যান।ডাক্তার তার সব ধরনের পরিক্ষা করে রিপোর্ট দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করেনঃ আপনি আমার চিকিৎসা বাদ দিয়ে অন্য কোন চিকিৎসা গ্রহণ করেছেন কি?
    উত্তরে মহিলা বললেনঃ হ্যা…।
    ডাক্তার জিজ্ঞাসা করলেনঃ কী চিকিৎসা…?
    উত্তরে বললেনঃ সাদাকা চিকিৎসা।
    ডাক্তার জিজ্ঞাসা করলেনঃ এ আবার কেমন চিকিৎসা।।
    এবার মহিলা বললেনঃ
    রাসুল সা. বলেছেনঃ তোমরা তোমাদের রোগীদেরকে চিকিৎসা কর সাদাকার মাধ্যমে।
    এরপর মহিলা ইন্দুনেশিয়ান মহিলার কথা খুলে বললেন।
    শিক্ষণীয় বিষয়ঃ
    আমাদের ছোট বড় সকল রোগের চিকিৎসা ঔষধের পাশাপাশি সাদাকার দ্বারাও করা উচিৎ…।
    Subscribe This Channel and These also:
    Search For Truth
    / @searchfortruth
    Ummah Network
    / @ummahnetwork
    Baseera Media
    / @baseeramedia
    Islamic School
    / @islamicschoolbd

Комментарии •