গানে পাণ্ডিত্য আছে, তবেই না ঐ উপাধিটা উনি প্রাপ্ত হয়েছেন ৷ আমি পণ্ডিত তুষার দত্ত, পণ্ডিত অজয় চক্রবর্ত্তি, পণ্ডিত সুকুমার মিত্র প্রভৃতি শিল্পীদের গান খুব ভালবাসি ৷
অসাধারণ !! আমার কাছে প্রশংসা করার কোন ভাষা নেই পন্ডিত তুষার দত্তের জন্য , ঈশ্বর তাকে আশীর্বাদ করুন, আমরা পন্ডিত জির কাছ থেকে আরও বেশি বেশি গান শুনতে চাই, শুভেচ্ছা ও শুভকামনা সহ 🙏🙏
দাদা, বাঃ দূর্দান্ত হয়েছে। দারুন ভালো লাগলো অসাধারণ !!!! বারবার শোনবার মতো গান আল্লাহ আপনকে সুন্দর ও কোমল কণ্ঠ দিয়েছেন শুধুমাত্র নজরুল সঙ্গীতের জন্য। শুধুমাত্র নজরুল সঙ্গীতের জন্য আপনী গাওয়া চালিয়ে যান। আমাদের প্রাণের কবি কাজী সাহেব বলেন আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনি নজরুল সঙ্গীতের জন্য চমৎকার গায়ক। আল্লাহ আপনাকে রক্ষা করুন।
আপনার এই ধরনের রাগাশ্রয়ী গান খুব সুন্দর! একটি অনুরোধ করবো : তুমি প্রভাতের সকরুণ ভৈরবী , : এই গানটি যদি শোনান তবে আমার মতো অনেকেই খুব আনন্দিত হবে! অসংখ্য শ্রদ্ধা রইলো
অসাধারণ সুন্দর👌👌!! আমি ভীষণ ভালোবাসি আপনার গায়কী। তাই টিভিতেও যখনই হয় তখনই শুনি, ❤❤। তবে এখানে প্রথম অন্তরার শেষ লাইনটা .....(যদিও আমার বলা শোভা পায় না!)
কি ভাল তা লেখা যাবেনা। তুষার বাবু কে অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। আর বিশেষ অনুরোধ..তবলা সঙ্গত যিনি করেছেন তার পরিচয় যদি জানতাম। অনেক দিন পর এরকম সঙ্গত শোনার সুযোগ হল। অনেক ধন্যবাদ।
"বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে" ... এটি হলো নির্ভুল কথা। সেখানে আপনি গাইলেন, "বিরহ ব্যথা নাহি কি সেথা, সেদেশে বুঝি কুলবতীরে " । খুব হতাশ হলাম। বিষণ্ণ হলাম। এরকম ঘটলে শ্রোতার আবেগ আহত হয়। আরো সতর্ক হওয়া উচিত ছিল আপনার এবং এই গান প্রকাশের সঙ্গে সংযুক্ত সকলের।
@@jibandip8546 আমার মনে হয়নি তিনি খুব ভাল পারফরম্যান্স করেছেন। উনি সরস্বতীর বীণার কাষ্ঠখণ্ড নিয়ে লাঠালাঠি করেছেন। যে গান শুনে শ্রোতা দুঃখ পায়, সেটা কেমন করে পারফরম্যান্স হয় ?
Gaanta osamanyo hoyechhe. Pt. Tushar Dutta has done absolute justice to this signature Nazrulgeeti. However, the name of the Tabla player, who contributed immensely, should have been mentioned. Also, videography and editing could not keep up with the quality of the song.
ভালো লাগলো , তবে প্রথম অন্তরায় এর শেষ লাইনটি " বাজে না বাঁশী নদীর তীরে " র পরিবর্তে " সে দেশে বুঝি কুলবতীরে " গাইলেন। আপনার কাছে এটা কাম্য নয়। ভালো থাকবেন ।
এরকম গাওয়া গান এর আগে কারো কাছে শুনিনি ❤❤❤
আহ্ কি অপুর্ব গায়কি মনে হচ্ছে যেন সয়ং পন্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ সংগীত পরিবেশন করছেন ❤❤
ওঠা নামাতে সুন্দর কাজ রয়েছে তারিফ করার মত
অসাধারণ পান্ডিত্য, সুরের মূর্ছনায় স্বর্গী সুধা যেন বর্ষিত
হয়েছে। কন্ঠের ভীষণ মধুরতা নিটোল রসমূর্তি লাভ করেছে। আপনাকে অনেক অনেক শুভকামনা রইলো।
পন্ডিত জি তোমার চরণে হাজার কোটি প্রণাম
Darun 🎉🎉🎉🎉
গানে পাণ্ডিত্য আছে, তবেই না ঐ উপাধিটা উনি প্রাপ্ত হয়েছেন ৷ আমি পণ্ডিত তুষার দত্ত, পণ্ডিত অজয় চক্রবর্ত্তি, পণ্ডিত সুকুমার মিত্র প্রভৃতি শিল্পীদের গান খুব ভালবাসি ৷
এরা গুণী শিল্পী কিন্তু উস্তাদ রশিদ খানের কাছে সব ফিকে ?
মন ভরে গেল পন্ডিতজ্বী 🙏❤️🙏
নজরুল সংগীতের প্রতি ভাজে ভাজে রাগের মিশ্রন। অসম্ভব ভালো গেয়েছেন। সবাই এই গান গাইতে পারে না সঠিকভাবে। ভাল থাকুন।
আমি ইন্ডিয়া থেকে গান শুনছি, অপূর্ণ অপূর্ব 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Apurba ❤❤❤
অসাধারণ !! আমার কাছে প্রশংসা করার কোন ভাষা নেই পন্ডিত তুষার দত্তের জন্য ,
ঈশ্বর তাকে আশীর্বাদ করুন, আমরা পন্ডিত জির কাছ থেকে আরও বেশি বেশি গান শুনতে চাই, শুভেচ্ছা ও শুভকামনা সহ 🙏🙏
অসাধারণ।
এই ব্যক্তি মনে হয় মেঘ রাজ্যের ভিতরে বসে গাইছে!কি অপূর্ব সুন্দর!!!
খুব সুন্দর গাইলেন।
তবলা সঙ্গতও অসাধারণ
Ai,ganta,pratham,sunechilam,pandit,ajoy,chakraborty,man,vare,gelo
চমৎকার! প্রনাম নিবেন।
রাঘবের চেয়ে 1000 গুন ভালো গেয়েছে ন। panditji is the best among all. Excellent singing.
যে শিল্পীর গান শুনছেন, শুধু তাঁকে নিয়ে কথা বলুন ও প্রশংসা করুন! সংগে সংগে অন্যান্য শিল্পীদের তুলনায় না যাওয়াই উচিত!! 🙏
Akdom sothik kotha Raghaber theke onek valo shillpi.
অসাধারণ!!!!
সত্যিই অসাধারণ ! যেমন গান তেমনি বাজনা ! আমি বার বার শুনি ! খুব মানসিক শান্তি পাই ! আপনাদের যথাযোগ্য সম্মান জানাই!
একান্ত আপন ভুবন এমন দরদী গান সকল কষ্ট মুছে ফেলে আধ্যাত্ম তৃপ্তি এনে দেয়।
দাদা, বাঃ দূর্দান্ত হয়েছে। দারুন ভালো লাগলো অসাধারণ !!!! বারবার শোনবার মতো গান
আল্লাহ আপনকে সুন্দর ও কোমল কণ্ঠ দিয়েছেন শুধুমাত্র নজরুল সঙ্গীতের জন্য। শুধুমাত্র নজরুল সঙ্গীতের জন্য আপনী গাওয়া চালিয়ে যান। আমাদের প্রাণের কবি কাজী সাহেব বলেন আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনি নজরুল সঙ্গীতের জন্য চমৎকার গায়ক। আল্লাহ আপনাকে রক্ষা করুন।
Resemblance of Music n melancholy ❤❤️🩹
Asadhaon apnar gayoki o dokkhota, Mon vore gelo 2 bar sunlam aro koti bar sunbo janina , pronam neben , valo thakben .
আপনার এই ধরনের রাগাশ্রয়ী গান খুব সুন্দর! একটি অনুরোধ করবো : তুমি প্রভাতের সকরুণ ভৈরবী , : এই গানটি যদি শোনান তবে আমার মতো অনেকেই খুব আনন্দিত হবে! অসংখ্য শ্রদ্ধা রইলো
Beautifully sung🎉
স্যার,এটা কি পাহাড়ী রাগে আছে?খুবখুব ভালো লাগলো।
নজরুল সংগীতের প্রত্যেক পরতে, পরতে সুরের ছ্বটা।শাস্ত্রীয় সংগীতের চর্চা না থাকলে গাওয়া সম্ভব না। দাদা, ভাল গেয়েছেন। সবার দ্বারা সম্ভব না। ❤
অপূর্ব সুন্দর
দাদা, আমি বাংলাদেশের একজন ক্ষুদ্র শ্রুতা। কিন্তু আপনার দরদী কন্ঠের গান শুনলে গান শুনার পিপাসা কতটা যে বেড়ে যায় তা বলে শেষ করা যাবে না কোনোদিন।
অসাধারণ পন্ডিতজি🙏❤️
"বিরহ ব্যথা নাহি কি সেথা
বাজে না বাঁশি নদীর তীরে"
আপনার ভুল টা শুনে খুব দুঃখ পেলাম।
অসাধারণ সুন্দর👌👌!! আমি ভীষণ ভালোবাসি আপনার গায়কী। তাই টিভিতেও যখনই হয় তখনই শুনি, ❤❤।
তবে এখানে প্রথম অন্তরার শেষ লাইনটা .....(যদিও আমার বলা শোভা পায় না!)
অপূর্ব, অনেক দিন পর Nazrul geeti শুনে দারুন শান্তি পেলাম। আপনি সুস্থ থেকে কাজ করে যান।
অসাধারণ।মন ভরে গেল।
প্রণাম জানাই পণ্ডিতজী। গান শুনে এক পরম আত্মিক শান্তি পেলাম স্যার 🙏🥰🙏 আপনাদের মাঝে নজরুল ❤🙏🙏 বেঁচে থাক আবহমানকাল ❤🙏🙏🙏
Khub sundar
অসাধারণ! এত দরদ দিয়ে রাগ-রাগিণী মিশ্রিত গান পরিবেশন খুব একটা শোনা যায় না। অপূর্ব!!
পণ্ডিত তুষার বড্ড ভাল গেয়েছেন। তবলা সংগত যথার্থ।
সংগতকারের নাম জানতে চাই।
তবলায় এত সুন্দর সংগত করেছেন গুণী মানুষ পিনাক চক্রবর্তী
biroho bethar porer line bajena bashi nodir tire hobe. Onek sundor voice.
অসাধারণ গায়কী
বারবার শুনি
নাহি মেটে তৃপ্তি।।
অনবদ্য ❤❤❤
Coments গুলো পড়ছি শুধু.। কিছু বলার আর ভাষা নেই। 🙏
Khub khub sundar style e gaan ta geyechhen তারসঙ্গে তবলা এতো সুন্দর বাজাচ্ছেন আমি অত্যন্ত তৃপ্তি বোধ করছি ! Thanks a lot sir !!!!!!
Outstanding
I conn't express my feeling ❤.
My deepest respect and PRONAM to PANDIT JI .
Excellent
দারুন দারুন
Excellent sir.
Asadharan dada. 🙏🏽👌😁
অপূর্ব🙏🙏🙏
অসাধারণ, দাদা। প্রণাম।
অমর এ গান, সুকণ্ঠ গায়ক, সুশিক্ষিত গায়কী !! শুধু ভিডিওটা শেয়ালদার ফুটপাতের.................
মুগ্ধ
দারুন
Porodeshi Megh Jao Re Phire
Boliyo Aamar Pordeshi Re
NAZRUL SONGIIT
সবসময়ই দুর্দান্ত
অসাধারণ---!
So sweet. Beautiful singing voice.
অসাধারণ বার বার শুনেও মন ভরে না
Atuloniyo Gayaki ...One of my fav voices 😍❤
So nice I want to hear more about like this song.😊
Khub sundor hoyeche ❤❤❤ sub kore like dilam pase thaklam pase thako ❤❤❤
বিরহ ব্যথা, নাহি কি সেথা,
*বাজে না বাঁশি নদীর তীরে* ।.....এই দ্বিতীয় লাইন টা বলা হয়নি।
Asadharan
সবার থেকে ভাল। একমাত্র সুকুমার মিত্র ছাড়া। এঁর আরও স্বীকৃতি পাওয়া উচিত।
কারোর সাথে কাউকে তুলনা করা যায়না
Opurbo!!❤
খুব ভালো লাগলো ধন্যবাদ
Fantastic song and it is far far better than the song of raghab chatterjee
Excellent performance
কি ভাল তা লেখা যাবেনা। তুষার বাবু কে অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। আর বিশেষ অনুরোধ..তবলা সঙ্গত যিনি করেছেন তার পরিচয় যদি জানতাম। অনেক দিন পর এরকম সঙ্গত শোনার সুযোগ হল।
অনেক ধন্যবাদ।
তবলায় এতো সুন্দর সংগত করেছেন পিনাক চক্রবর্তী দাদা
খুব ভাল লাগল
Apoorbo apoorbo Apoorbo 🙏🙏
Amazing sir 🙏🏼
তবলিয়ার নাম'টি দেওয়া উচিত ছিলো , উনিই তো গানটিকে অলঙ্কৃত করলেন।
পিনাকী চক্রবর্তী।।। ভীষণ গুণী মানুষ উনি।।।
What a voice! Wonderful!
😂
Papon da tumi ki amay gan shekhabe ? Barasat
Apurbo
অসাধারণ
"বিরহ ব্যাথা নাই কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে" আর উনি গাইলেন,"বিরহ ব্যাথা নাই কি সেথা, সে দেশে বুঝি ফুলবতীরে"! 😄। পান্তা ভাতে ঘি হয়ে গেলো😛
কুলবতীরে ১ম অন্তরা ও শেষ অন্তরায় গেয়েছেন
"বিরহ ব্যথা নাহি কি সেথা
বাজে না বাঁশি নদীর তীরে" ...
এটি হলো নির্ভুল কথা। সেখানে আপনি গাইলেন, "বিরহ ব্যথা নাহি কি সেথা, সেদেশে বুঝি কুলবতীরে " । খুব হতাশ হলাম। বিষণ্ণ হলাম। এরকম ঘটলে শ্রোতার আবেগ আহত হয়।
আরো সতর্ক হওয়া উচিত ছিল আপনার এবং এই গান প্রকাশের সঙ্গে সংযুক্ত সকলের।
ঠিক বলেছেন কিন্তু উনি যে অসাধারণ performance করেছেন সেটা বললে ভালো লাগতো 😢
@@jibandip8546 আমার মনে হয়নি তিনি খুব ভাল পারফরম্যান্স করেছেন। উনি সরস্বতীর বীণার কাষ্ঠখণ্ড নিয়ে লাঠালাঠি করেছেন। যে গান শুনে শ্রোতা দুঃখ পায়, সেটা কেমন করে পারফরম্যান্স হয় ?
ঠিক আছে দাদা আপনি। গান। জানেন। এটা বোঝতে চাইছেন
Better off course.classical ostad tai ❤Nazrul giti valo ase golai
Mind blowing ❤️❤️
Aha
Gaanta osamanyo hoyechhe. Pt. Tushar Dutta has done absolute justice to this signature Nazrulgeeti. However, the name of the Tabla player, who contributed immensely, should have been mentioned. Also, videography and editing could not keep up with the quality of the song.
Kono bhasa nai amar 🎉kachhe. Valo thakben
Hallo. Papon da. Kamon achho ? Pore phon korbo
Super 🙏🙏🙏🙏🙏
Outstanding 🙏🙏🙏🙏🙏
Se deshe se bujhi kulobati re....dubaar keno ? Kobi Najtul er lekha lyrics ta kheyal karun please.
Ananyoshadharan o swatantra gayoni antarik dhonyabad Sammohan Das Ratanpur MSD
সুন্দর
ধন্যবাদ
Karo name mention kore compare kora thick noi.sobau nijer moto valo geyechhen but to me he is better here❤
পরদেশী পরদেশে
Tabla Radhu Babur moto noi.
Tekha bhaloi hoyeche.
😢
ভালো লাগলো , তবে প্রথম অন্তরায় এর শেষ লাইনটি " বাজে না বাঁশী নদীর তীরে " র পরিবর্তে " সে দেশে বুঝি কুলবতীরে " গাইলেন। আপনার কাছে এটা কাম্য নয়। ভালো থাকবেন ।
আমার তো মনে হচ্ছে, রাঘবের থেকে ভালো,পন্ডিত তুষার বেশি ভালো।
Super rendition…. 🙏🙏🙏🙏