@@BBCBangla মামলা গুলো যেন তাড়াতাড়ি শেষ করার তাগিদ দেওয়া হয়।এই জন্য সময় নেওয়ার জন্য জরিমানার বিধান করা হয়। তা না হলে আমার মত নকল দলিলের সাথে মামলা করে ২০বছর হারাতে হবে যা এখনও শেষ হয় নাই !
খুবই স্মার্ট একজন ব্যাক্তি,, আমি এই প্রথম ভূমি মন্ত্রীকে দেখলাম, ,এবং এই প্রথম তার কথা শুনলাম, ,তিনি সত্যিই একজন ভালো মানুষ ৷আল্লাহ তাকে নেক হায়াৎ দিন, আমিন ৷
মাননীয় মন্ত্রী মহোদয় কে বিবিসি মাধ্যমে বলতে চাই, ভূমি মন্ত্রনালয়ে অনলাইন ও ডিজিটাল সিস্টেম ডেভেলপ হয়েছে তেমনি তাদের ঘুষ নেওয়ার সিস্টেম অরও বেশি ডেভেলপ হয়েছে এটাই বাস্তবতা😢
আমি এই প্রথম তার কথা শুনলাম, ,তিনি একজন স্মার্ট ব্যাক্তি । এই প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রতি অন্তর থেকে ভালোবাসা এবং সন্মান জন্মালো। ধন্যবাদ মাননীয় ভূমিমন্ত্রী। সত্যিই খুব ভালো মানুষ ৷ আল্লাহ তাকে নেক হায়াৎ দিন, আমিন ৷
বহুদিন পর একজন মন্ত্রীর সাক্ষাৎকার দেখলাম, যেটা শুনে কথাগুলো এত ভালো লাগলো কেন বুঝলাম না। আসলেই যদি দেশের সকল মন্ত্রীগুলো এমন হতো সকল সেক্টরের তাহলে দেশটা আরো উন্নত হতো।
এই এক জন মন্ত্রী যে দেশের জন্য জাতির জন্য অনেক ভালো কাজ করে যাচ্ছে যাহা দেশ স্বাধীন হওয়ার পর কেউ করতে পারেনি সত্যিকার ভাবে দোয়া ও ধন্যবাদ পাওয়ার মত এক মাত্র মন্ত্রী, আমার মত লাখ লাখ সহজ সরল মানুষ সহমত পোষণ করবেন
মন্ত্রীমহোদয়ের কথা যত শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। এমন চমৎকার একজন মানুষ মন্ত্রণালয় আছে তা জানাই ছিল। ওনার পদক্ষেপগুলো কার্যকর হলে অনেকাংশেই মানুষের কষ্ট লাঘব হবে।
ভূমি মন্ত্রণালয়ের একজন উপযুক্ত মন্ত্রী। ইনশাআল্লাহ! ভূমি তার প্রকৃত মালিক ফেরৎ পাবেন। জোরপূর্বক দখল করে মালিকান বনে যাওয়া যেন সমাপ্ত হয়, মাননীয় মন্ত্রী এই আইন দ্রুততম সময়ে যেন পাশ হয় এই প্রত্যাশা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়।
মাননীয় ভূমি মন্ত্রীর কথাগুলো অনেক সুন্দর সাবলীল, তার পদক্ষেপগুলো প্রশংসনীয়, সত্যিই এখন ভূমি সেক্টরে আগের থেকে অনেক দুর্নীতি কমে গেছে। মাননীয় ভূমি মন্ত্রী কে অসংখ্য ধন্যবাদ।
মন্ত্রী সাহেবের কথা খুব মনোযোগ সহকারে শুনলাম। তার কথাগুলো খুব ভালো লাগলো। তিনি লং টাইম ভূমি মমন্ত্রনালয়ের মন্ত্রী থাকলে ঐ মন্ত্রণালয়ের অনেক সমস্যা সমাধান হবে বলে আশাকরি।
আলহামদুলিল্লাহ কথাগুলো শুনে মন ভরে গেল ,ভূমি মন্ত্রী মাননীয় সাইফুজ্জামান স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে স্যারের নেক হায়াত ও দীর্ঘ আয়ু কামনা করি ,
আলহামদুলিল্লাহ কথাগুলো শুনে মন ভরে গেল ,ভূমি মন্ত্রী মাননীয় সাইফুজ্জামান স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে স্যারের নেক হায়াত ও দীর্ঘ আয়ু কামনা করি ,Really , "দলিল যার -জমি তার "এটা হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের নিরিহ শান্তি প্রিয় মানুষের জন্য বিশাল অর্জন
দক্ষ ও honest মানুষ যেখানেই দেন, প্রতিষ্ঠান এর চেহারা বদলে যায়। তাকে আরো বেশী সময় ধরে এই মন্ত্রণালয় এ দেখতে চাই। ভূমি সমস্যার সমাধান হলে মামলা ৬০/: কমে যাবে। মানুষ হয়রানি থেকে বাঁচবে।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ওনার মতো সুশিক্ষিত, ভদ্র ও সৎ মানুষদের আরো বেশি দলমত নির্বিশেষে রাজনীতিতে সুযোগ দেয়া উচিত। তাহলেই দেশের মানুষ উপকৃত হবে । দেশ এগিয়ে যাবে ।
বহুদিন পর একজন মন্ত্রীর সাক্ষাৎকার দেখলাম, যেটা শুনে কথাগুলো এত ভালো লাগলো কেন বুঝলাম না। আসলেই যদি দেশের সকল মন্ত্রীগুলো এমন হতো সকল সেক্টরের তাহলে দেশটা আরো উন্নত হতো। ❤ এই প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রতি অন্তর থেকে ভালোবাসা এবং সন্মান জন্মালো। ধন্যবাদ মাননীয় ভূমিমন্ত্রী।
মন্ত্রী মহেদয় আমি আপনার ব্যবসায়িক জীবনের প্রথম দিকে একটি কমৃূনিকেশন ইুকিওপমেন্ট সাপ্লাই করেছিলাম। এরপর আপনার এই সাফল্য সব সময় কামনা। মনে হয় আপনি কোটি মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখার এক পরিকল্পনা করেছেন। পরম করুনাময় আপনার সহায় হোন।
ধন্যবাদ মন্ত্রী মহোদয়, আমার বিশ্বাস জন্মেছে কিন্তু আশঙ্কা ঝেড়ে ফেলতে পারছি না কারণ চার পাশের যে সব লোকজন তাদের সবার ওপরে উঠে সব কিছুকে ছাড়িয়ে সত্য প্রতিষ্ঠা করা কতটা কঠিন তা বর্ণনাতীত।
বিবিসি কে অসংখ্য ধন্যবাদ। যুগোপযুগী পদক্ষেপ নেয়ার জন্য মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ। ইউনিয়ন পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত ভুমি মন্ত্রনালয়ের সকল কর্মচারী কর্মকর্তাদের চরম দুর্নীতি ও জনগনের ভোগান্তি রোধে এবং তাদের সম্পদের হিসেব নেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ অতি দ্রুত নেয়ার জন্য অনুরোধ করছি।
এটাই হচ্ছে একজন শিক্ষিত, ব্যক্তিত্ব সম্পূর্ণ, সৎ ভাবে জীবন যাপন করার চেষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করার চেষ্টা করা মন্ত্রীর কথাবার্তা ও বডিলেঙ্গোয়েজ। উনাদের মত মানুষরা প্রতিকূল পরিবেশে থেকেও চেষ্টা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার এবং সৎ ভাবে জীবন যাপন করার। কিন্তু উনাদের মত মন্ত্রীর সংখ্যা খুব কম দেখা যায়!
BBC NEWS কে ধন্যবাদ!! অন্য কেউ জমি দখল করলেও যার জমি সে দ্রূত ফিরে পাবে সে আইন পাশ হবে শীগ্রই এই গুরুত্বপূর্ণ তথ্যটা শেষের দিকে মন্ত্রীর কাছ থেকে সংগ্রহ করায় BBC এর প্রতি সম্মান আরও বেড়ে গেলো যদিও আমি আরও আগে থেকেই এটা Subscribe করেছি
বাংলাদেশের থানা ও আদালতে 80% মামলাই হল ভূমি বা ভূমি সংক্রান্ত মামলা তাই সরকারের উচিত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া গ্রামে গঞ্জে শহরে সমাজে অশান্তির অন্যতম প্রধান কারণ হল জায়গা জমি নিয়ে বিরোধ
ধন্যবাদ BBC NEWS কে ভালো একটা অনুষ্ঠান উপহার দেয়ার জন্য। স্যার কিছু মানুষ আমাদের জমিটা দখল করে রাখছে ছাড়ছেনা এ সমস্যার সমাধানের জন্য আপনার সহযোগিতা চাই।
সমস্যা বেড়ে যাবে কারন যারা 50 ধরে জাল দলিল করে আছেন তাহলে তিনি পেয়ে যাবেন """কারন 50 পূবের্ কোন ছবি ছিল অন্যজনকে সাজিয়ে অসৎ লোকেরা দলিল রেজিষ্ট করেছে তাহলে তিনিও জায়গা পেয়ে যাবে কারন তার দলিলটি ও 2022 সালে বৈধ হয়ে যাবে,,,,তাই দলিল দখল রেকর্ড 3টি জিনিস আছে তিনি মালিক"""
স্যার, আমি চট্টগ্রামের সন্তান। এত জটিল একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ,সাধারণ মানুষের কল্যাণে যে,প্রশংসিত ভূমিকা রেখেছেন, সত্যিই আমরা গর্ব বোধ করছি। শুভ হোক আপনার ভবিষ্যত পথচলা।
মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ভাই আপনার প্রতি অনেক অনেক শুকরিয়া ও ধন্যবাদ। আপনি ভূমি মন্ত্রণালয়ের অনেক পরিবর্তন সাধন করেছেন। আপনার জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি এসি লেন্ড থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত এখনো অনেক দুর্নীতি এবং ঘুষ লেনদেন হচ্ছে। ঘুষ ছাড়া কোন কাজ হচ্ছে না। আশাকরি পর্যাক্রমে আপনি এগুলোর ও ব্যবস্থা নেবেন এবং ইনশাল্লাহ আপনি পারবেন। আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা আপনাকে সকল দিক দিয়ে সাহায্য করুন এবং ইহকাল ও পরকালে উত্তম প্রতিদান দান করুন।
মাননীয় ভূমিমন্ত্রী কাছে আমার প্রশ্ন বর্তমানে একজনের জায়গা জমি আরেকজনের দখল করে খাচ্ছে এইগুলো নিয়ে একটু সচেতন হওয়া দরকার, আপনার মন্ত্রণালয় থেকে কঠিন পদক্ষেপ দরকার
what a wonderful person, he simply went under the radar of the media all these years. He took total charge of his ministry like it was his office. Brilliant!
ভুমি মন্ত্রী মহোদয় কে যে কি দিয়ে ধন্যবাদ জানাব সে ভাষা আমার জানা নেই। ভগবান এর নিকট জোর প্রার্থনা জানাই তিনি যেন ভুমি মন্ত্রী মহোদয় কে দীর্ঘায়ু দান করেন। এবং তঁাকে যেন আমৃত্যু দেশের শীর্ষ নেতৃত্বে রেখে এমনিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দান করেন। মাননীয় ভুমি মন্ত্রীর এসব কার্যক্রম দেখে যেন সকল মানুষ এবং ক্ষমতায় থাকা ব্যাক্তি বর্গ শিক্ষা গ্রহণ করুন, যে জনগণের সেবা কিভাবে করতে হয়।
বর্তমান 🇧🇩 সরকারের আমলে কোন মন্ত্রীকে যদি গোল্ড মেডেল 🥇দেওয়া হয় সেটা উনি পাবে, আমি ওনার মত সৎ এবং নীতিবান মন্ত্রী আর একটাও দেখি নাই উনাকে আমার হাজারো সালাম🤲👏
সমসাময়িক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। ধন্যবাদ বিবিসি
প্রিয় দর্শক, ভিডিওটি আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। বিবিসি বাংলার সাথেই থাকুন 🙂
@@BBCBangla আমিও সবমসময় সাথেই থাকবো🙂 এমনকি আরও একবার আবদার রইল যেন আদালত কে বলা হয় যার জমি সে যেন দ্রুত ফিরে পায় এই আইন যেন খুব শীগ্রই পাশ হয়
still now, it is one the most corrupt ministry.
@@mousumyaktar7979
@@BBCBangla মামলা গুলো যেন তাড়াতাড়ি শেষ করার তাগিদ দেওয়া হয়।এই জন্য সময় নেওয়ার জন্য জরিমানার বিধান করা হয়। তা না হলে আমার মত নকল দলিলের সাথে মামলা করে ২০বছর হারাতে হবে যা এখনও শেষ হয় নাই !
খুবই স্মার্ট একজন ব্যাক্তি,, আমি এই প্রথম ভূমি মন্ত্রীকে দেখলাম, ,এবং এই প্রথম তার কথা শুনলাম, ,তিনি সত্যিই একজন ভালো মানুষ ৷আল্লাহ তাকে নেক হায়াৎ দিন, আমিন ৷
Same to me
His integraty is a great finding for nation.He has done radical development in land reformation .
Tnx for your valueable opinion
আমিন
চামচামির একটি সীমা থাকে
এই প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রতি অন্তর থেকে ভালোবাসা এবং সন্মান জন্মালো।
ধন্যবাদ মাননীয় ভূমিমন্ত্রী।
বিনা ভোটের মন্ত্রী সবাই জানে অতি ভক্তি.........?
Nice ...Honorable Minister
Sotti tai.
Sotti tai.
মাননীয় মন্ত্রী মহোদয় কে বিবিসি মাধ্যমে বলতে চাই, ভূমি মন্ত্রনালয়ে অনলাইন ও ডিজিটাল সিস্টেম ডেভেলপ হয়েছে তেমনি তাদের ঘুষ নেওয়ার সিস্টেম অরও বেশি ডেভেলপ হয়েছে এটাই বাস্তবতা😢
ভূমি অধিকার আইন 2022 অতি তারাতি পাশ করা হোক । ভূমি মন্ত্রীকে ধন্যবাদ।
We want this very early.
'দলিল যার জমি তার' এই আইনের দ্রুত বাস্তবায়ন চাই। ভূমি মন্ত্রী ও বিবিসি কে ধন্যবাদ।
একমত। দ্রুত বাস্তবায়ন চাই। খুব বেশি হয়রানীর শিকার হচ্ছি। তাও আবার বিএনপি'র পদ পদবীধারী চিহ্নিত মাদকসেবী দ্বারা।
জাল দলিল হলেও জমিন তারই হবে নাকি???
M
মাননীয় ভূমিমন্ত্রীর কথা শুনে ওনার প্রেমে পড়ে গেলাম,, মনে হলো ওনি ভালো মানুষ, আল্লাহ ওনাকে বাংলাদেশের জনগনের কল্যানে কাজ করার সুযোগ দান করুক, আমিন
আমি এই প্রথম তার কথা শুনলাম, ,তিনি একজন স্মার্ট ব্যাক্তি । এই প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রতি অন্তর থেকে ভালোবাসা এবং সন্মান জন্মালো। ধন্যবাদ মাননীয় ভূমিমন্ত্রী। সত্যিই খুব ভালো মানুষ ৷ আল্লাহ তাকে নেক হায়াৎ দিন, আমিন ৷
হিংসাত্মক কথা ছাড়া সাবলীল ও সুন্দর উপস্থাপনা মন্ত্রী মহোদয়ের, অসাধারণ লাগলো আলোচনা....
রাতের ভোটের মুন্ত্রী কথা সুন্দর বলেছেন। মনে হয় উদ্দেশ্য ভালো। বিবিসি কে ধন্যবাদ এই জন্য যে এখানে একটা বিপ্লবী রির্ফম দরকার।
এই প্রথম কোন মন্ত্রীকে দেখে এবং উনার কথা শুনে মন টা শ্রদ্ধায় ভরে গেল। বিবিসি কে এবং মাননীয় ভূমিমন্ত্রী কে অসংখ্য ধন্যবাদ। ❤️
বহুদিন পর একজন মন্ত্রীর সাক্ষাৎকার দেখলাম, যেটা শুনে কথাগুলো এত ভালো লাগলো কেন বুঝলাম না।
আসলেই যদি দেশের সকল মন্ত্রীগুলো এমন হতো সকল সেক্টরের তাহলে দেশটা আরো উন্নত হতো।
শিক্ষিত লোক তাই।
ঠিক বলেছেন ভাই। অল্প শিক্ষিত ব্যক্তিরা ক্ষমতায় গেলে খুবই ভয়ংকর হয়।উচ্চ শিক্ষিতদের বেলায় এটা অবশ্যই কম হয়।
@@fahimsojib1511 শুধু শিক্ষিত বলে নয়। তিনি একজন ভালো মানুষ তাই। আল্লাহ তাকে নেক হায়াত দরাজ করুক।
Right 100/100 right
এই এক জন মন্ত্রী যে দেশের জন্য জাতির জন্য অনেক ভালো কাজ করে যাচ্ছে যাহা দেশ স্বাধীন হওয়ার পর কেউ করতে পারেনি সত্যিকার ভাবে দোয়া ও ধন্যবাদ পাওয়ার মত এক মাত্র মন্ত্রী, আমার মত লাখ লাখ সহজ সরল মানুষ সহমত পোষণ করবেন
মন্ত্রীমহোদয়ের কথা যত শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। এমন চমৎকার একজন মানুষ মন্ত্রণালয় আছে তা জানাই ছিল। ওনার পদক্ষেপগুলো কার্যকর হলে অনেকাংশেই মানুষের কষ্ট লাঘব হবে।
যোগ্য পিতা-মাতার যোগ্য সন্তান.... জনাব সাইফুজ্জামান চৌধুরী..... আপনার পিতা-মাতার জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং মহান আল্লাহ পাক যেন আপনাকে দীর্ঘ হায়াত দান করেন.........
ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী স্যার দীর্ঘদিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকুন দোয়া করি।আপনার মত মন্ত্রী এ মন্ত্রণালয়ে খুব প্রয়োজন।
সকল বন্ধুদের কে
মাননীয় প্রধানমন্ত্রী ওমাননীয় ভুমি মন্ত্রী সমীপে।
আসলেই মাননীয় ভূমি মন্ত্রী একজন এফিসিয়েন্ট মন্ত্রী।।চমৎকার কার সাবলীল উপস্থাপনা। দেশের কল্যানে কাজ করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ বিবিসি কে ভূমি মন্ত্রীকে
অনি মন্ত্রী হওয়ার পর বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের অনেক পরিবর্তন হয়েছে। ধন্যবাদ মন্ত্রী মহোদয়
Really , "দলিল যার -জমি তার "এটা হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের নিরিহ শান্তি প্রিয় মানুষের জন্য বিশাল অর্জন।
ভূমি মন্ত্রনালয়ে অনেকগুলো ভালো পদক্ষেপ নেয়ায় মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আমি আসলাম,, স্যার সম্পর্কে একটা ভালো মন্তব্য করতে,,, এখানে সবার মন্তব্য দেখে আমি মুগ্ধ,, আমি গর্ব করি আমাদের মাননীয় মন্ত্রীকে নিয়ে,,, ❤️❤️❤️
এমন মন্ত্রীই চাই, আইন টি দ্রুত বাস্তবায়ন করুন।মাননীয় মন্ত্রী কে ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ
ধন্যবাদ ও কৃতজ্ঞতা, স্যার।
নীরবে কাজ করা একজন মাননীয় মন্ত্রী।
ভূমি মন্ত্রণালয়ের একজন উপযুক্ত মন্ত্রী। ইনশাআল্লাহ! ভূমি তার প্রকৃত মালিক ফেরৎ পাবেন। জোরপূর্বক দখল করে মালিকান বনে যাওয়া যেন সমাপ্ত হয়, মাননীয় মন্ত্রী এই আইন দ্রুততম সময়ে যেন পাশ হয় এই প্রত্যাশা করছি।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়।
বাংলাদেশ সরকারের,,,, এক মাত্র,,,,,,,সফল মন্ত্রী ,,,,ধন্যবাদ আপনাকে,,,, মানুষ কষ্ট অনুভব করতে পারেন আপনি,,,, আল্লাহ আপনার মঙ্গল করুন আমীন
শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে তফাত এইখানেই।।
অসাধারণ সাক্ষাৎকার ছিল🖤
ভূমিমন্ত্রী হিসেবে আপনি একদম সঠিক ব্যক্তি। স্যার, আপনাকে সাধুবাদ ও শুভকামনা জানাই।
মাননীয় ভূমি মন্ত্রীর কথাগুলো অনেক সুন্দর সাবলীল, তার পদক্ষেপগুলো প্রশংসনীয়, সত্যিই এখন ভূমি সেক্টরে আগের থেকে অনেক দুর্নীতি কমে গেছে। মাননীয় ভূমি মন্ত্রী কে অসংখ্য ধন্যবাদ।
I'm not agree with you.
মাননীয় মন্তী সাহেব অন্তরের অন্তস্তল থেকে দোয়া রইলো আপনার জন্য।আল্লাহু আপনাকে হায়াত বারিয়ে দেক।জাতি আপনাকে স্বরন রাকবে আজীবন। আপনি বাংগালি জাতীর গর্ব। আপনার মত ভালো মনের মানুষ এর বরই অভাব এই দেশে।
মন্ত্রী সাহেবের কথা খুব মনোযোগ সহকারে শুনলাম। তার কথাগুলো খুব ভালো লাগলো।
তিনি লং টাইম ভূমি মমন্ত্রনালয়ের মন্ত্রী থাকলে ঐ মন্ত্রণালয়ের অনেক সমস্যা সমাধান হবে বলে আশাকরি।
সাইফুজ্জামান চৌধুরী, তার কথাগুলো সুনে অসম্ভব ভালো লাগছে।
আল্লাহ যেনো তার কথায় কাজে মিল রাখার চেস্টা এবং মন সব সময় থাকে
নৈশভোটে এমপি হয়ে পরে মন্ত্রী হওয়ার পরেও তার মন্ত্রীত্বের দায়িত্ব খুব ভালভাবেই সামলে চলছেন। উনার মত যোগ্য ব্যাক্তিরা যেন সব মন্ত্রনালয়ের দায়িত্ব পায়।
আলহামদুলিল্লাহ কথাগুলো শুনে মন ভরে গেল ,ভূমি মন্ত্রী মাননীয় সাইফুজ্জামান স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে স্যারের নেক হায়াত ও দীর্ঘ আয়ু কামনা করি ,
ওনার কথাগুলো খুবই ক্লিয়ার তাই ওনাকে খুব ভাল লাগে।আল্লাহ ওনাকে হেফাজত করুক।
যদি দেশের সকল মন্ত্রী এমন হতো তাহলে দেশটা আরো উন্নত হতো...স্যালুট মিনিস্টার...
আল্লাহ তাকে নেক হায়াৎ দিন, আমিন
অনেস্টলি আপনি খুব ভালোভাবে বুঝিয়ে বলেছেন এটাই হওয়া দরকার মন্ত্রিত্ব এবং দেশকে চালানোর জন্য
আলহামদুলিল্লাহ খুব সুন্দর, আমাদের দেশের জন্য এই রকম লোক দরকার 🤲💞
মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ,সাবলিল ভাবে নিজের মনের কথাগুলো উপস্থাপন করার জন্য।আশাকরি জনগন আপনার মাধ্যমে বেশী বেশী উপকৃত হবে
স্যার এর অনেক মেহনত আছে, এখন আমাদের উচিত সামগ্রিক ভাবে উনাকে সহযোগিতা করা। আলহামদুলিল্লাহ্ , ভূমি তথা রাজস্ব বিভাগ এখন অনেক স্বচ্ছ।
২০২৩ সালে কি আন্টি পাস হয়েছে
ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে ❤️
আলহামদুলিল্লাহ কথাগুলো শুনে মন ভরে গেল ,ভূমি মন্ত্রী মাননীয় সাইফুজ্জামান স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে স্যারের নেক হায়াত ও দীর্ঘ আয়ু কামনা করি ,Really , "দলিল যার -জমি তার "এটা হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের নিরিহ শান্তি প্রিয় মানুষের জন্য বিশাল অর্জন
উনি সব প্রশ্নেরই খুব সুন্দর ভাবেই উত্তর দিয়েছে
দক্ষ ও honest মানুষ যেখানেই দেন, প্রতিষ্ঠান এর চেহারা বদলে যায়। তাকে আরো বেশী সময় ধরে এই মন্ত্রণালয় এ দেখতে চাই। ভূমি সমস্যার সমাধান হলে মামলা ৬০/: কমে যাবে। মানুষ হয়রানি থেকে বাঁচবে।
জি
মামলা বাড়বে।
@@md.ershadulhaque3134 কি ভাবে ?
একটা মানুষের চিন্তাভাবনা এতো সুন্দর কেমনে হইতে পারে!
খুবই ভালো লাগলো।
আইনগুলো পাশের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হোক। মাননীয় ভূমি মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের দেশের সত্যিকার অর্থে একজন আমাদের মন্ত্রী। তবে উনার রাজনীতির বিষয় আলাদা। ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়,সময় উপযোগী সিদ্বান্ত বাস্তবায়নের মাধ্যমে ক্লান্তি জাতিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেয়ার পদক্ষেপ গ্রহণের জন্য।
বাংলাদেশের অন্যতম সফল মন্ত্রী।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ওনার মতো সুশিক্ষিত, ভদ্র ও সৎ মানুষদের আরো বেশি দলমত নির্বিশেষে রাজনীতিতে সুযোগ দেয়া উচিত। তাহলেই দেশের মানুষ উপকৃত হবে । দেশ এগিয়ে যাবে ।
তিনি অত্যন্ত ভাল ও পরিশ্রমী একজন মানুষ। তিনিই ভূমি মন্ত্রণালয়ের অনেক ভাল কাজ উপহার দিয়েছেন। ওনাকে অনেক ধন্যবাদ।
আমি চট্টগ্রাম জেলা রাংগুনীয়া থেকে বলছি আপনি আমাদের গর্ব। চালিয়ে যান শুভকামনা আপনার জন্য।।।
আমি আপনার পুরো অনুষ্ঠান টা দেখলাম আমার মনে হল মন্ত্রী সাহেবের কথার ভিতরে কোন কমপ্লেন নেই যতটুকু বলেছেন মানুষের কল্যাণের জন্য ধন্যবাদ
এই সরকারের যে কজন তার দায়িত্ব নিয়ে আন্তরিক তার মধ্যে আমাদের এই মন্ত্রী একজন। সত্যিই একজন ভালো মানুষ,
ধন্যবাদ মাননীয় মন্ত্রী কে।
উপস্থাপককে ও ধন্যবাদ।
দখলকারীকে শুধু উচ্ছেদ নয় জরিমানার আইন করতে হবে । সেই জরিমানা ক্ষতিগ্রস্ত মালিকে দিতে হবে ।
এটা ভুল তুমি ৭০ বছর কনে ছিলে
বহুদিন পর একজন মন্ত্রীর সাক্ষাৎকার দেখলাম, যেটা শুনে কথাগুলো এত ভালো লাগলো কেন বুঝলাম না। আসলেই যদি দেশের সকল মন্ত্রীগুলো এমন হতো সকল সেক্টরের তাহলে দেশটা আরো উন্নত হতো।
❤ এই প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রতি অন্তর থেকে ভালোবাসা এবং সন্মান জন্মালো। ধন্যবাদ মাননীয় ভূমিমন্ত্রী।
কি সুন্দর কথা গুলো শুধু শুনতেই ইচ্ছা করে
বাংলাদেশের গোটা সিস্টেমটা যদি এত সুন্দর হত 🥺
মাননীয় ভূমি মন্ত্রী সাহেব
আপনাকে অনেক ধন্যবাদ
🙏🙏🙏🙏🙏
এই ভূমি মন্ত্রী অনেক অনেক ভালো ভালো কাজ করছেন।
তিনি উভয় জাহানে ভালো থাকুন। আমিন।
মন্ত্রী মহেদয় আমি আপনার ব্যবসায়িক জীবনের প্রথম দিকে একটি কমৃূনিকেশন ইুকিওপমেন্ট সাপ্লাই করেছিলাম। এরপর আপনার এই সাফল্য সব সময় কামনা। মনে হয় আপনি কোটি মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখার এক পরিকল্পনা করেছেন। পরম করুনাময় আপনার সহায় হোন।
ধন্যবাদ মন্ত্রী মহোদয়, আমার বিশ্বাস জন্মেছে কিন্তু আশঙ্কা ঝেড়ে ফেলতে পারছি না কারণ চার পাশের যে সব লোকজন তাদের সবার ওপরে উঠে সব কিছুকে ছাড়িয়ে সত্য প্রতিষ্ঠা করা কতটা কঠিন তা বর্ণনাতীত।
মাননীয় মন্ত্রী আপনার সততা, ন্যায় নিষ্ঠাবান কর্তব্যে আমরা গর্বিত। ড্রোন দিয়ে জরিপ কাজ চালুু করা যুগোপযোগী পদক্ষেপ সত্যি প্রশংসনীয়। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক
বিবিসি কে অসংখ্য ধন্যবাদ। যুগোপযুগী পদক্ষেপ নেয়ার জন্য মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ। ইউনিয়ন পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত ভুমি মন্ত্রনালয়ের সকল কর্মচারী কর্মকর্তাদের চরম দুর্নীতি ও জনগনের ভোগান্তি রোধে এবং তাদের সম্পদের হিসেব নেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ অতি দ্রুত নেয়ার জন্য অনুরোধ করছি।
এটাই হচ্ছে একজন শিক্ষিত, ব্যক্তিত্ব সম্পূর্ণ, সৎ ভাবে জীবন যাপন করার চেষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করার চেষ্টা করা মন্ত্রীর কথাবার্তা ও বডিলেঙ্গোয়েজ। উনাদের মত মানুষরা প্রতিকূল পরিবেশে থেকেও চেষ্টা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার এবং সৎ ভাবে জীবন যাপন করার।
কিন্তু উনাদের মত মন্ত্রীর সংখ্যা খুব কম দেখা যায়!
খুব ভাল লাগল আলোচনা Thank you Minister
সাধুবাদ জানাই দখল দারিত্ব দূর করার ব্যবস্থা নেয়ার জন্য।
BBC NEWS কে ধন্যবাদ!!
অন্য কেউ জমি দখল করলেও যার জমি সে দ্রূত ফিরে পাবে সে আইন পাশ হবে শীগ্রই এই গুরুত্বপূর্ণ তথ্যটা শেষের দিকে মন্ত্রীর কাছ থেকে সংগ্রহ করায় BBC এর প্রতি সম্মান আরও বেড়ে গেলো যদিও আমি আরও আগে থেকেই এটা Subscribe করেছি
ধন্যবাদ বিবিসি কে ধন্যবাদ বাংলাদেশ ভূমি মন্ত্রীকে।
বর্তমান সরকারের মন্ত্রীরা যে ভাবে কথাবার্তা বলেন তার মধ্যে ব্যতিক্রম একজনের কথা শুনলাম।মন্রীমহোদয়ের জন্য শুভকামনা রইলো
মন্ত্রী সভার একজন মন্ত্রী যে এতো নম্র ভাবে সঠিক কথা বলতে পারে আপনার কথা না শুনলে কিছু জানতাম না।
আপনাকে সালাম জানাই 💖💖💖💖
বাংলাদেশের থানা ও আদালতে 80% মামলাই হল ভূমি বা ভূমি সংক্রান্ত মামলা তাই সরকারের উচিত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া গ্রামে গঞ্জে শহরে সমাজে অশান্তির অন্যতম প্রধান কারণ হল জায়গা জমি নিয়ে বিরোধ
এই প্রথম সাক্ষাৎকার পুরোটাই শুনলাম গঠনমূলক আলোচনা আশা করছি আইনগুলো কার্যকরী হবে
ধন্যবাদ BBC NEWS কে ভালো একটা অনুষ্ঠান উপহার দেয়ার জন্য।
স্যার কিছু মানুষ আমাদের জমিটা দখল করে রাখছে ছাড়ছেনা এ সমস্যার সমাধানের জন্য আপনার সহযোগিতা চাই।
আলীগ সরকারের অন্যতম বড় অর্জন ভূমি মন্ত্রনালয়ে ব্যপক পরিবর্তন ও উন্নয়ন।
সরকার ও মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ।
"ধন্যবাদ মাননীয় মন্ত্রী দেশের সেবায় কাজ করার চেষ্টা করার জন্য"
"মহান আল্লাহ যেন আপনার সকল সৎইচ্ছা পূরণ করেন "
স্যার, আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে দীর্ঘ জিবী করুন।আমীন।
ভূমি আইন 2022 যেটা আপনি বলেছেন কাগজ যার ভূমি তার এই আইন পাস হলে বাংলাদেশের কোটি কোটি মানুষ আপনার জন্য দোয়া করবেন
সমস্যা বেড়ে যাবে কারন যারা 50 ধরে জাল দলিল করে আছেন তাহলে তিনি পেয়ে যাবেন """কারন 50 পূবের্ কোন ছবি ছিল অন্যজনকে সাজিয়ে অসৎ লোকেরা দলিল রেজিষ্ট করেছে তাহলে তিনিও জায়গা পেয়ে যাবে কারন তার দলিলটি ও 2022 সালে বৈধ হয়ে যাবে,,,,তাই দলিল দখল রেকর্ড 3টি জিনিস আছে তিনি মালিক"""
We have bought a land (Bari) we have all Dolil registered but we can’t namjari if the low strong Bangladesh will change
স্যার, আমি চট্টগ্রামের সন্তান। এত জটিল একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ,সাধারণ মানুষের কল্যাণে যে,প্রশংসিত ভূমিকা রেখেছেন, সত্যিই আমরা গর্ব বোধ করছি। শুভ হোক আপনার ভবিষ্যত পথচলা।
মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ভাই আপনার প্রতি অনেক অনেক শুকরিয়া ও ধন্যবাদ। আপনি ভূমি মন্ত্রণালয়ের অনেক পরিবর্তন সাধন করেছেন। আপনার জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি এসি লেন্ড থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত এখনো অনেক দুর্নীতি এবং ঘুষ লেনদেন হচ্ছে। ঘুষ ছাড়া কোন কাজ হচ্ছে না।
আশাকরি পর্যাক্রমে আপনি এগুলোর ও ব্যবস্থা নেবেন এবং ইনশাল্লাহ আপনি পারবেন।
আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা আপনাকে সকল দিক দিয়ে সাহায্য করুন এবং ইহকাল ও পরকালে উত্তম প্রতিদান দান করুন।
ন
দলিল যার জমি তার, আইন দ্রুত বাস্তবায়ন চাই, ধন্যবাদ।
💖
মাননীয় ভূমিমন্ত্রী কাছে আমার প্রশ্ন বর্তমানে একজনের জায়গা জমি আরেকজনের দখল করে খাচ্ছে এইগুলো নিয়ে একটু সচেতন হওয়া দরকার, আপনার মন্ত্রণালয় থেকে কঠিন পদক্ষেপ দরকার
চমৎকার সাক্ষাৎকার।
what a wonderful person, he simply went under the radar of the media all these years. He took total charge of his ministry like it was his office. Brilliant!
অসাধারণ সাক্ষাৎকার! অসাধারণ ব্যক্তিত্ব! বার বার দেখা ও শুনার মতো একটি সাক্ষাৎকার। স্যারের সুস্বাস্থ্য কামনা করি।
মাননীয় ভূমি মন্ত্রীকে ধন্যবাদ ।
ধন্যবাদ মাননীয় ভূমি মন্ত্রী স্যার কে।
আমাদের গর্ব
আমাদের অহংকার 💜
অসাধারণ মন্ত্রী। আশা করি ভূমি মন্ত্রণালয় থেকে দেশের মানুষ ভাল কিছু পেতে যাচ্ছে।
খুব ভাল মানসিকতার একজন মানুষ।
যোগ্য পিতার যোগ্য সন্তান অনেকদিন পরে সুন্দর একজন ভদ্র মন্ত্রী পাইলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল স্যার
এরকম মন্ত্রী দেশে খুজে পাওয়া বিরল ❤️
Cari deka vondo ra vi
ভূমিমন্ত্রী কে অনেক ধন্যবাদ জমির মালিকের জন্য সঠিক আইন কিছুদিনের মধ্যে পাশ করানোর জন্য
আমি আওয়ামী লীগ করি না,বর্তমান প্রশাসনিক আচরণগুলো পছন্দ করি না। রাজনীতি দল করিনা, আপনার কথাবার্তাগুলো ইবজয় করেছি, আলহামদুলিল্লাহ।
তুই পাকিস্তানিদের সাপোর্ট করে যা।আর কিচ্ছু করতে হবে না।
@@shahabuddinahmed8603 Look TV উনি উনার মন্তব্য করলেন। আপনার তুই তুকারি করা কোন পর্যায়ের।
@@mdansarurrahman1089 পাকিস্তানীদের কোন অধিকার নেই।এই দেশে।
ধন্যবাদ বিবিসি, 'দলিল যার জমি তার' এই আইনের দ্রুত বাস্তবায়ন চাই।
মাননীয় মন্ত্রী মহোদয় বৃটিশ আমলের আইন ছিল বৃটিশদের আমলাতান্ত্রিক আইন। এটা কে বাংলার মানুষের মানানসই ও ভুগান্তি মুক্ত আইন করা হোক
ভুমি মন্ত্রী মহোদয় কে যে কি দিয়ে ধন্যবাদ জানাব সে ভাষা আমার জানা নেই। ভগবান এর নিকট জোর প্রার্থনা জানাই তিনি যেন ভুমি মন্ত্রী মহোদয় কে দীর্ঘায়ু দান করেন। এবং তঁাকে যেন আমৃত্যু দেশের শীর্ষ নেতৃত্বে রেখে এমনিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দান করেন। মাননীয় ভুমি মন্ত্রীর এসব কার্যক্রম দেখে যেন সকল মানুষ এবং ক্ষমতায় থাকা ব্যাক্তি বর্গ শিক্ষা গ্রহণ করুন, যে জনগণের সেবা কিভাবে করতে হয়।
আপনার কথায় মাঠ পর্যায়ে বাস্তবায়ন চাই।
আমার দাদার জমি জনৈক ব্যক্তি 72 বৎসর জোর দখল করে রেখেছিলেন। আমি কিছু দিন আগে আমার দখলে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ.... জোর যার জমি তার সেই দিন আর নেই
ভূমি মন্ত্রণালয় সত্যিকার অর্থেই অনেক পরিবর্তন হয়েছে। আশাকরি আগামী ১ বছরে আরও অনেক পরিবর্তন হবে।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
যখন একটি দলিল রেজিস্ট্র হবে, সাথে সাথেই
সেখান থেকে নামজারি ও রেকর্ড এর ব্যবস্থা করলে ভাল হবে।
বর্তমান 🇧🇩 সরকারের আমলে কোন মন্ত্রীকে যদি গোল্ড মেডেল 🥇দেওয়া হয় সেটা উনি পাবে, আমি ওনার মত সৎ এবং নীতিবান মন্ত্রী আর একটাও দেখি নাই উনাকে আমার হাজারো সালাম🤲👏
রেজিস্ট্রার অফিস সরকারি খরচের চেয়ে অনেক বেশি টাকা নেয়।