এই যাবৎ যত কাদিয়ানী সম্পর্কিত আলোচনা , টিভি টক শো , ইউটিউব টক শো হয়েছে , সব চেয়ে আলোকিত , তথ্যবহুল , জ্ঞানগর্ভ আলোচনা শুনতে এবং জানতে পারলাম স্যারের আলোচনা থেকে। আমি স্যারের আলোচনা শোনার অপেক্ষায় ছিলাম ধন্যবাদ স্যার ,,❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣
আপনাকে স্যালুট স্যার। এত সহজ সরল করে যে কোন জটিল বিষয় সমাধান করেন। আমি লন্ডন থেকে আপনার নিয়মিত শ্রুতা। চালিয়ে যান আপনি খুব শীগ্গীর মিলিওনার হতে যাচ্ছেন ইনশাল্লাহ। বিলিয়ন বিলিয়ন শুভকামনা। আপনার সুসাস্থ দীর্ঘায়ু কামনা করি।
⛔⛔⛔ভাইয়া স্রষ্টা আপনাকে সঠিক পথের দিশা দিন ⛔ আপনি নিরপক্ষ মন নিয়ে ব্রাদার রাহুল ও জাকির নায়েকের লেকচার গুলো শুনুন আশা করি পথ পেয়ে যাবেন যে সন্ধান করে পথ তাকেই দেয়া হয় কারন নবী মুহাম্মাদ সঃ সকলের নবী আপনার আমার সকলের আর যারা সনাতন ধর্মে যারা প্রকৃত ধার্মিক সে তার ধর্মের কিতাব গুলো তো মানবে তাইনা? আর এই বেদেই ১৩ বার মুহাম্মাদ নামটি এসেছে এভাবে লিখা আছে( মুহাম্মদং রাসুলং)মুহাম্মদ হলো দূত সে যখন আসবে তোমরা তাকে লুটাইয়া পড়িয়া মানিও সুতরাং দেরি নয় ভাই তাছাড়া নেটে যারা হিন্দু থেকে মুসলিম হচ্ছে তাদের কথাগুলো শুনুন আল্লাহ আপনাকে হিদায়েতের পথ দেখান ও কবুল করুন আমিন⛔⛔⛔
মহামান্য এমামুজ্জামানের লেখা থেকে, কালেমার ভুল ব্যাখ্যার পরিণাম করুণ দুর্দশা... ................................................................ কলেমায় ব্যবহৃত ‘ইলাহ’ শব্দের প্রকৃত অর্থ, ‘যার হুকুম-বিধান মানতে হবে’ (He who is to be obeyed)। শতাব্দীর পর শতাব্দীর কাল পরিক্রমায় যেভাবেই হোক এই শব্দটির অর্থ ‘হুকুম মানা বা আনুগত্য’ থেকে পরিবর্তিত হয়ে ‘উপাসনা, বন্দনা, ভক্তি বা পূজা করা (He who is to be worshiped) হয়ে গেছে। বর্তমানে সারা দুনিয়ার মাদ্রাসাগুলোতে কলেমার অর্থ শেখানো হচ্ছে - লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কোরআনের ইংরেজি অনুবাদগুলোতেও কলেমার এই অর্থ করা হচ্ছে (There is none to be worshiped other than Allah)। অসঙ্গতিটি দিবালোকের মতো পরিষ্কার। ‘উপাস্য’ কথাটির আরবি হচ্ছে ‘মা’বুদ’, তাই “আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই” এই বাক্যটিকে আরবি করলে দাঁড়ায় “লা মা’বুদ ইল্লাল্লাহ’, যা ইসলামের কলেমা নয়। কোনো অমুসলিম এই সাক্ষ্য দিয়ে মুসলিম হতে পারবে না। কলেমার ‘ইলাহ’ শব্দটির অর্থ ভুল বোঝার ভয়াবহ পরিণতি এই হয়েছে যে, সম্পূর্ণ মুসলিম জনসংখ্যাটি মাদকাসক্তের মতো নির্জীব হয়ে গেছে। শুধু তাই নয়, ‘ইলাহ’ শব্দের অর্থ পাল্টে যাওয়ায় এই মুসলিম জনসংখ্যার কলেমা সংক্রান্ত ধারণাই পাল্টে গেছে। বর্তমানে এই জাতির আকিদায় আল্লাহর হুকুম মানার কোনো গুরুত্ব নেই, আল্লাহ্ এর উপাসনাকে হুকুমের থেকে হাজার হাজার গুণ বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অথচ হুকুম মানা আসে আগে, তারপর হুকুম মোতাবেক আমল করা। কলেমার অর্থ সম্পর্কে এই ভুল আকিদা মুসলিমদের আত্মায় এবং অবচেতন মনে গভীরভাবে প্রোথিত হয়ে গেছে। ফলে সারা দুনিয়াতে এমন কোনো দল নেই, এমন কোনো রাষ্ট্র নেই যারা তাদের সামষ্টিক, জাতীয় জীবনে আল্লাহর হুকুম মেনে চলছে, যা কিনা ব্যক্তিগতভাবে আল্লাহর আদেশ নিষেধ মানার চেয়ে বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। জাতীয় জীবনে আল্লাহকে অমান্য করে তার বদলে উপাসনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ইত্যাদি দিয়ে আসমান জমিন ভর্তি করে ফেলা হচ্ছে, কিন্তু সেই পর্বত সমান উপাসনাও বিশ্বময় তাদের করুণ দুর্দশার প্রতি দয়াময় আল্লাহর কৃপাদৃষ্টি আকর্ষণে ব্যর্থ হচ্ছে, বিজাতির হাতে তাদের অবর্ণনীয় নিপীড়ন, লাঞ্ছনা, পরাজয়, অপমান, নিগ্রহ বন্ধ তো হচ্ছেই না, বরং দিন দিন বেড়ে চলছে।
স্যার, আমার যদি সাধ্যে কুলায়তো আপনাকে ডক্টরেট ডিগ্রী দিতাম। ধন্যবাদ স্যার আপনার আলোচনা খুব গুরুগম্ভীর ইতিহাস তথ্য সমৃদ্ধ। মুলুবিরা আমাদের ঘোল খাইয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা আপনার দীর্ঘায়ু দান করুন আমীন আমগো দেশের মৌলভীদের বিভিন্ন দল সিংহাসনে বসার জন্য সংগ্ৰাম করছে বসেই ইসলামী আইন বাস্তবায়ন করবে বলে তাদের দলভুক্ত না হলে বেহেশতে যেতে পারে না।
অসাধারণ বিশ্লেষণ করেছেন জনাব, ধন্যবাদ আপনাকে। ইতিহাসে সিপাহী বিপ্লব হচ্ছে বৃটিশের ক্ষমতার বিরুদ্ধে জিহাদের শেষ পর্যায়। ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ইতিহাসের পর্যায় আর ধাপগুলোর ধারা এই রকম। ১/ সুলতান মীর কাশিমের বক্সারের জিহাদ। ২/ সুলতান টিপুর জিহাদ। ৩/ সাইয়্যেদ আহ্মেদ বেরলভীর বালাকোটের জিহাদ। ৪/ তিতুমীরের বাঁশের কেল্লার জিহাদ। এবং ৫/সম্মিলিত সিপাহী বিদ্রোহের মাধ্যমে এর চুড়ান্ত বিস্ফোরণ ঘটে। এর ভেতরে ১ম এবং দ্বিতীয় হচ্ছে ইসলামী ল্যাজিটিমেইট বাহিনী দুটোর সাথে। তৃতীয় আর চার নং হচ্ছে রাষ্ট্র বিহীন মুসলিম ধর্মীয় নেতৃতে অনেকটা তালিবানদের মত আর সিপাহী বিদ্রোহ হচ্ছে বৃটিশের গ্রাস করা ক্ষমতার অভ্যন্তরের ক্ষয়িষ্ণু মুসলিম সিপাহী জনতার সর্বশেষ নেতৃত্ব বিহীন জিহাদ। এরপরে আসে রেশমি রুমাল আর পাকিস্তান আন্দোলন। এটাই হচ্ছে পর্যায়গুলোর পরস্পর ধাপ। এই জন্য বৃটিশ রাজশক্তি মুসলিমদের ঐক্য বিনষ্ট করার জন্য ইসলামের মৌলিক নীতিমালাকে বিতর্কিত করার কার্যক্রম গ্রহন করে। এরই ধারাবাহিকতায় একে একে, ওয়াহাবি ফিরকা, দেওবন্দি ফেরকা, কাদিয়ানী ফিরকা গুলোকে বিভিন্ন আংগিকে পর্দার আড়াল থেকে উস্কানি দিয়ে, মুসলিম জনগোষ্ঠীকে বৃটিশের বিরুদ্ধে যুদ্ধ না করে বরং মুসলিম নিয়োজিত শক্তিকে নিজেদের রক্তপান করার জন্য ঘুরিয়ে দিতে সমর্থ হয়।
@@sarowerhossain3665 জনাব, তাবলীগ জামাত হচ্ছে দাওয়াতী কার্যক্রম ধরনের সস্কার আন্দোলন। রেশমি রুমাল, খেলাফত আর পাকিস্তান দ্বিজাতিত্বত্ত আন্দোলন হচ্ছে রাজনৈতিক আন্দোলন। আমি উপ্সথাপন করেছি বৃটিশদের বিরুদ্ধে সংঘটিত জিহাদের ইতিহাস। আপনাকে অনেক ধন্যবাদ।
@@rafiulhakim2851 খুব সুন্দর আলোচনা, ধর্মের আফিম গুলিয়ে, কারা অন্যের মা বোনকে জোর পূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে রেপ করে, সেই সব লম্পট রেপিস্টদের চরিত্রটা ইনি অবলীলায় তুলে ধরলেন।
@@masumparvez530 ভাই আমি উনার ভিডিও অনেক দেখি | উনার ম্যাইন ম্যাসেজ হচ্ছে আল্লাহকে মানো নবীকে না | কারণ তারা জানে কেউ আল্লাহকে নিয়ে কিছু বললে মুসলিমরা কিছু বলে না কিন্তু নবীকে নিয়ে কথা বললে মুসলিমরা সহ্য করে না | আর সরাসরি নাস্তিকতার দাওয়াত মানুষ মেনে নেয় না | তাই তারা এটা বুঝাতে চায় কোরয়ান মানো নবীকে ভুলে যাও
@@Odvut_5_Official সম্ভবত যাকে নিয়ে তুমি এমন কথা বলতেছ তাকে হাশরের ময়দানে দেখবা নবিজির সাথে গল্প করতেছেন। ওই সময় এর তোমার চেহারাটা দেইখা আমরা তামাশা করব ইনশাআল্লাহ।
স্যার আপনার কথাগুলো খুবই ভালো লাগে। কিন্তু আপনার একটি কথার সাথে আমি একমত হতে পারলাম না। *মুমিন হতে গেলে অবশ্যই রাসুল(সাঃ) কে বিশ্বাস করতেই হবে। কারণ নবী মুহাম্মদ(সাঃ) উপরে কুরআন অবতীর্ণ হয়েছে। কাজেই কেউ যদি নবী মুহাম্মদ(সাঃ) উপর বিশ্বাস না করে, তবে আক্ষরিক অর্থে কোরানকেই অবিশ্বাস করা হয়। কাজেই কেউ যদি কুরআন বিশ্বাস করে কিন্তু নবী মুহাম্মদ(সাঃ) কে বিশ্বাস না করে, এই দুইটি বিষয় পরস্পর সাংঘর্ষিক।*
এই পারস্পারিক সাংঘর্ষিক বলেই তো আগে এটা আনবেন কেনো যে আগে নবীকে স: মানতে হবে?.দেখেন আগে আপনি এক আল্লাহ তে বিশ্বাস আনেন পরকালে বিশ্বাস আনেন তখন অটোমেটিক নবী সা: এর উপর বিশ্বাস চলে আসবে। একটা ছাড়া আরেকটা পুর্ন কখনই হবে না। পসিবল না।
আমি একটা বিষয় নিয়ে খুব ভাবছি!! আশাকরি এর উত্তর গুলো দিবেন প্লিজ!!! কোরআন এর কোন সুরা শুদ্ধভাবে তেলাওয়াত করলে কি কোন নেকি হয়? শুদ্ধভাবে তেলাওয়াত করলে কি মানবজাতির কোন লাভ হয়?আমি যতটুকু জানি যে,কোরআন দিয়েছে আল্লাহ্ মানব জাতির কল্যাণ এর জন্য। আমি কোরআন এর কোন একটা সুরা শুদ্ধভাবে তেলাওয়াত করলাম আরবি ভাবে,কিন্তু সুরাটার অর্থ কি?বা এই সুরাটা আল্লাহ্ কেন নাজিল করেছেন?তা আমি বুঝলাম না,তাহলে এই কোনআন তেলাওয়াত করে আমার লাভ কি??? যারা কোরআন পড়তে পারে,তাদের বেশির ভাবই অর্থ বুঝে না
কাদিয়ানী নিয়ে আপনার গবেষণা দরকার আছে,যা বলতেছেন তা আপনার মনের মাধুরী। আপনার এই কথা গুলোর সাথে কোরআন হাদিসের কোন মিল নাই,যা কাদিয়ানী তুলে ধরেছেন তার লিখনিতে।
মেন মনে ভাবছিলাম আপনি এই বিষয নিয়ে কথা বলবেন। হলো ও তাই। অনেক ধন্যবাদ স্যার। আপনি এতো দেরিতে ভিডিও করলেন কেন? ডোইলি ভিডিও দিবেন স্যার। নইলে খবর আছে। 😂😂 ভালবাসা অবিরাম 🥰🥰🥰
ভাই, এগুলো খুব সেনসেটিভ বিষয় নিরপেক্ষ মন নিয়ে এগিয়ে যান তাহলে বিভ্রান্তে পড়বেননা। আমি মোটামুটি সবকিছু ঘাটাঘাটি করছি এখন হেযবুত তওহীদকে জানবার চেষ্টা করছি। আগে ইউটিউবে কিছু হুজুরদের কথা শুনে হেযবুত তওহীদকে অন্ধভাবে ঘৃনা করলেও এখন তাদের কথার যৌক্তিকতা একটু হলেও খুঁজে পাচ্ছি।
ভাইজান উনি বলেছেন আমাদের মুসলমানদের মানা বাধ্যতামূলক। এছাড়া যদি কেউ এক আল্লাহ তে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে ও সৎ কর্ম করে তারা জান্নাতে যাবে। এটা উনার কথা না, কোর আন মানে আল্লাহর কথা।
you tube থেকে অর্থ উপার্জিত হওয়ার সরল স্বীকারোক্তিতে আপনার সরলতা প্রকাশ হলেও আল্লাহর ওয়াস্তে আপনার ভিডিও যারা দেখে তাদের মনের উপর কিছুটা নেতিবাচক প্রভাব পড়ে। উপার্জন হলেও আল্লাহর সন্তুষ্টির নিয়তেই আপনার বকবকি চালাবেন আশা করি।
সালাম ভাই মুসলিম এর সঙ্গা হবে ২৭:৮১ যারা আল্লাহর আয়াতে বিশ্বাস রাখে অর্থাৎ ডিটার্মাইন্ড তাঁরাই মুসলিম।। এখানে খলিফার প্রতি বিশ্বাস বা আনুগত্য ভিন্ন জিনিস আমার মনে হয় আপনি এই আয়াত টা দেখে ভালো ভাবে বুঝিয়ে বলতে পারেন।। আপনার অনেক লেকচার শুনি, ভালোই লাগে তবে আপনার আরো প্রচন্ড সাধনার প্রয়োজন বোধ করছি।। আল্লাহ রাব্বুল আলামীন রহম করুন এবং আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং ইহজীবনে ও পরজীবনে কল্যানময় নিরাপদ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করুন।। আল্লাহর আয়াতে আত্মসমর্পণ না করার কারণে ধ্বংসের পথে পরিচালিত মুসলিম সমাজ।। তবে হুজুর রা যে খ্রীষ্টান ধর্ম যাজক/ পাদ্রী দ্বারা পরিচালিত কুরআন মাজিদ তেলাওয়াত করে বুঝাই যায়।।ধন্যবাদ ভাই 💚🌱🌿🇧🇩👍
দু:খের বিষয় আপনার জানায় ভুল রয়েছে। আল্লাহতে বিশ্বাস করেও মক্কার মুশরেকরা কাফের এবং মুশরেক.. Orthodox Christianরাও আল্লাহতে বিশ্বাসী but they are still qafir. এ বিষয়ে বিস্তারিত পড়াশোনার আর্জি জানাচ্ছি, ধন্যবাদ।
No, Qadianis are outside the fold of Islam -- NON - MUSLIM. Qadianis whole heartedly believe fraud, liar Mirza is a Prophet as Mirza himself claimed in his book - Ruhani Khajan, Vol.- 18, Page- 201,211. This book is still available. There are 100s of such KUFURI AQEEDAS in Mirza's books. So Qadianis are NON-MUSLIMS.
@@barristerabubakrmolla8497 জি জনাব আল হামদুলিল্লা । আল্লাহপাক আপনাকে ও আপনার পরিবারের সকল সদস্যদেরকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন এবং সাথে সাথে আমাকে ও আমার পরিবারের সকল সদস্যদেরকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।
একটা কথা জানতে চাই, কোরানের আয়াত তথা ধর্মীয় কথা বার্তার বিনিময়ে টাকা উপার্জন করা টা কি জায়েজ হবে ? এই ধরণের youtube চ্যানেল এর মাধ্যমে উপার্জিত টাকার ব্যাপারে ইসলাম কি বলে ?
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, প্রথমে এই কালেমা পাঠ করে , বিশ্বাস এনে ও বাস্তবায়ন করে মুসলিম হতে হয়। জনাব আপনি আরো ভালো ভাবে ইসলামের বিধান গুলো জানুন । আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ভাবে ইসলামের ছায়াতলে সমবেত হওয়ার তৌফিক দান করুন। আমীন।
স্যার আপনি এই ভিডিও তে বলছেন কাদিয়ানী, সুন্নী ও আহলে হাদিস বাদ না দিলে দোজনে যাবে। আমি একজন সুন্নি মুসলিম। আমি এখন কাকে ফলো করবো। কার কাছ থেকে ইসলাম শিক্ষা নিবো?
ostad muffasil apnar video dakha kicu comments a voja jai. Ami or page a comments korlam sha vollo ai to islam ar ABC jane na mane apna ostad pora ami haslam kicu volan or somporka..onak din sonina. Jinn concept nia volan o akta video korca
কাদিয়ানি তাদের ধর্ম পালন করুক কিন্তু মুসলিম হিসেবে নয়। অমুসলিম হিসাবে করুক। যেমন খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা যেভাবে স্বাধীন ভাবে ধর্মীয় কালচার পালন করে ঠিক সে ভাবে। তাতে আমাদের কোনো আপত্তি নেই।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ (আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, মুহাম্মদ সা. তাঁর রাসুল) কালিমার দ্বিতীয় অংশ: মুহাম্মাদুর রাসুলুল্লাহ কালিমার এই অংশে মুহাম্মদ সাল্লালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলার নবী হওয়ার ঘোষণা রয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহ তায়ালার পক্ষ হতে নবীজীকে পৃথিবীবাসীর হেদায়েতের জন্য প্রেরণ করা এবং কোরআন আল্লাহ তাআলার বাণী হওয়া, ফেরেশতার বিদ্যমানতা, কেয়ামত সংঘটিত হওয়া, মৃত্যুর পর পুনরুত্থিত হওয়া, নেককারের জন্য জান্নাত এবং বদকারের জন্য জাহান্নামের ফয়সালা হওয়া ইত্যাদি যত সংবাদ নবীজী দান করেছেন, সবই ধ্রুব সত্য বলে বিশ্বাস করা। নবীজী আল্লাহ তাআলার পক্ষ হতে অকাট্য ও নিশ্চিত জ্ঞান লাভের পর উম্মতকে তা জানিয়েছেন। এর মাঝে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। এমনিভাবে নবীজী অন্যান্য যে সকল হেদায়েত দান করেছেন, যে সমস্ত হুকুম-আহকাম ও বিধানাবলী বর্ণনা করেছেন, সেগুলো মূলত আল্লাহরই আহকাম ও হেদায়েত। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীজীর অন্তরে সেগুলো ঢেলে দিয়েছেন। এই আলোচনা থেকে আপনি বুঝতে পেরেছেন যে, কাউকে আল্লাহর নবী ও রাসুল হিসেবে মেনে নেওয়ার অর্থ তাঁর প্রতিটি আদেশ-নিষেধ মেনে চলা। কারণ আল্লাহ তাআলা যে বিধানাবলীর উপর মানব ম-লীকে চালাতে চান, সে বিধানগুলিই নবীর মাধ্যমে বান্দাদের নিকট পৌঁছে দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেন, وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ আমি কেবল এজন্য নবী প্রেরণ করেছি যে, আমার হুকুমে নবীর আনুগত্য করা হবে, তার আদেশ-নিষেধগুলো মান্য করা হবে। সূরা ৪, আয়াত ৬৪ মোটকথা নবীর উপর ঈমান আনার উদ্দেশ্য নবীর কথা সত্য বলে বিশ্বাস করা, তার বাতানো হেদায়েত ও শিক্ষাকে আল্লাহ তাআলার হেদায়েত ও শিক্ষা বলে মনে করা এবং তাঁর শেখানো তরিকার উপর চলার সিদ্ধান্ত নেওয়া। সুতরাং যে ব্যক্তি মুখে কালিমা পড়ে নিয়েছে, কিন্তু নবীজীর আনীত সকল বিষয়কে সত্য মনে করে না, নবীজীর তরিকার বিপরীত সকল মত ও পথকে অকার্যকর জ্ঞান করে না, নবীজীর দেয়া শরীয়ত মোতাবেক জীবন যাপনের সিদ্ধান্ত নেয় না, আসলে সে মুসলমানই নয়। সম্ভবত সে মুসলমান হওয়ার অর্থই বুঝেনি। আমরা যখন কালিমা পড়ে নবীজী সাল্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সত্য নবী বলে স্বীকার করলাম, তখন তাঁর হুকুম মতো চলা, তাঁর দেয়া শরীয়ত অনুযায়ী আমল করা এবং তাঁর সকল কথা মান্য করা আমাদের উপর অপরিহার্য। imam.gov.bd/singlepost/5379
এই যাবৎ যত কাদিয়ানী সম্পর্কিত আলোচনা , টিভি টক শো , ইউটিউব টক শো হয়েছে ,
সব চেয়ে আলোকিত , তথ্যবহুল , জ্ঞানগর্ভ আলোচনা শুনতে এবং জানতে পারলাম স্যারের আলোচনা থেকে।
আমি স্যারের আলোচনা শোনার অপেক্ষায় ছিলাম ধন্যবাদ স্যার ,,❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣
সহমত ❤
ঠিক বলেছেন
ঘুম থেকে উঠেই আপনার অসাধারণ সুন্দর কথাবার্তা দেখলাম। মহান আল্লাহ আপনাকে সুস্থ রাখুক।
আপনাকে স্যালুট স্যার। এত সহজ সরল করে যে কোন জটিল বিষয় সমাধান করেন। আমি লন্ডন থেকে আপনার নিয়মিত শ্রুতা। চালিয়ে যান আপনি খুব শীগ্গীর মিলিওনার হতে যাচ্ছেন ইনশাল্লাহ। বিলিয়ন বিলিয়ন শুভকামনা। আপনার সুসাস্থ দীর্ঘায়ু কামনা করি।
আমি সঙশয়বাদী কিন্তু জন্মসূত্রে হিন্দু। ইসলামিক ইতিহাস সম্বন্ধে কৌতূহলী। খুবই আগ্রহ সহকারে শুনি। সব ধর্মের বিষয়েই।
Ali Dawah ER video dekhte paren
⛔⛔⛔ভাইয়া স্রষ্টা আপনাকে সঠিক পথের দিশা দিন
⛔ আপনি নিরপক্ষ মন নিয়ে ব্রাদার রাহুল ও জাকির নায়েকের লেকচার গুলো শুনুন আশা করি পথ পেয়ে যাবেন যে সন্ধান করে পথ তাকেই দেয়া হয় কারন নবী মুহাম্মাদ সঃ সকলের নবী আপনার আমার সকলের আর যারা সনাতন ধর্মে যারা প্রকৃত ধার্মিক সে তার ধর্মের কিতাব গুলো তো মানবে তাইনা? আর এই বেদেই ১৩ বার মুহাম্মাদ নামটি এসেছে এভাবে লিখা আছে( মুহাম্মদং রাসুলং)মুহাম্মদ হলো দূত সে যখন আসবে তোমরা তাকে লুটাইয়া পড়িয়া মানিও সুতরাং দেরি নয় ভাই তাছাড়া নেটে যারা হিন্দু থেকে মুসলিম হচ্ছে তাদের কথাগুলো শুনুন আল্লাহ আপনাকে হিদায়েতের পথ দেখান ও কবুল করুন আমিন⛔⛔⛔
মহামান্য এমামুজ্জামানের লেখা থেকে,
কালেমার ভুল ব্যাখ্যার পরিণাম করুণ দুর্দশা...
................................................................
কলেমায় ব্যবহৃত ‘ইলাহ’ শব্দের প্রকৃত অর্থ, ‘যার হুকুম-বিধান মানতে হবে’ (He who is to be obeyed)। শতাব্দীর পর শতাব্দীর কাল পরিক্রমায় যেভাবেই হোক এই শব্দটির অর্থ ‘হুকুম মানা বা আনুগত্য’ থেকে পরিবর্তিত হয়ে ‘উপাসনা, বন্দনা, ভক্তি বা পূজা করা (He who is to be worshiped) হয়ে গেছে। বর্তমানে সারা দুনিয়ার মাদ্রাসাগুলোতে কলেমার অর্থ শেখানো হচ্ছে - লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কোরআনের ইংরেজি অনুবাদগুলোতেও কলেমার এই অর্থ করা হচ্ছে (There is none to be worshiped other than Allah)।
অসঙ্গতিটি দিবালোকের মতো পরিষ্কার। ‘উপাস্য’ কথাটির আরবি হচ্ছে ‘মা’বুদ’, তাই “আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই” এই বাক্যটিকে আরবি করলে দাঁড়ায় “লা মা’বুদ ইল্লাল্লাহ’, যা ইসলামের কলেমা নয়। কোনো অমুসলিম এই সাক্ষ্য দিয়ে মুসলিম হতে পারবে না। কলেমার ‘ইলাহ’ শব্দটির অর্থ ভুল বোঝার ভয়াবহ পরিণতি এই হয়েছে যে, সম্পূর্ণ মুসলিম জনসংখ্যাটি মাদকাসক্তের মতো নির্জীব হয়ে গেছে। শুধু তাই নয়, ‘ইলাহ’ শব্দের অর্থ পাল্টে যাওয়ায় এই মুসলিম জনসংখ্যার কলেমা সংক্রান্ত ধারণাই পাল্টে গেছে। বর্তমানে এই জাতির আকিদায় আল্লাহর হুকুম মানার কোনো গুরুত্ব নেই, আল্লাহ্ এর উপাসনাকে হুকুমের থেকে হাজার হাজার গুণ বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অথচ হুকুম মানা আসে আগে, তারপর হুকুম মোতাবেক আমল করা।
কলেমার অর্থ সম্পর্কে এই ভুল আকিদা মুসলিমদের আত্মায় এবং অবচেতন মনে গভীরভাবে প্রোথিত হয়ে গেছে। ফলে সারা দুনিয়াতে এমন কোনো দল নেই, এমন কোনো রাষ্ট্র নেই যারা তাদের সামষ্টিক, জাতীয় জীবনে আল্লাহর হুকুম মেনে চলছে, যা কিনা ব্যক্তিগতভাবে আল্লাহর আদেশ নিষেধ মানার চেয়ে বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। জাতীয় জীবনে আল্লাহকে অমান্য করে তার বদলে উপাসনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ইত্যাদি দিয়ে আসমান জমিন ভর্তি করে ফেলা হচ্ছে, কিন্তু সেই পর্বত সমান উপাসনাও বিশ্বময় তাদের করুণ দুর্দশার প্রতি দয়াময় আল্লাহর কৃপাদৃষ্টি আকর্ষণে ব্যর্থ হচ্ছে, বিজাতির হাতে তাদের অবর্ণনীয় নিপীড়ন, লাঞ্ছনা, পরাজয়, অপমান, নিগ্রহ বন্ধ তো হচ্ছেই না, বরং দিন দিন বেড়ে চলছে।
Try to find the god, i hope among millions of false god you will find the real one by his characteristics
দেখতে থাকেন
আপনার প্রতিটি বক্তব্য শুনি, অনেক কিছুই শিখি। আপনার জন্য রইল শুভকামনা স্যার💖💝💞💕
সকালে ঘুম থেকে উঠে আপনার ভিডিও ব্লুটুথ স্পিকারে ছেড়ে দিয়ে দাত ব্রাশ করা সহ সকল কাজ করলাম।
সুন্দর বক্তব্য।
ধর্মীয় আলোচনা শুনার জন্য এই চ্যানেলের চেয়ে ভাল কোন চ্যানেল আমি পাইনি।
ধন্যবাদ স্যার কে।
স্যার, আমার যদি সাধ্যে কুলায়তো আপনাকে ডক্টরেট ডিগ্রী দিতাম। ধন্যবাদ স্যার আপনার আলোচনা খুব গুরুগম্ভীর ইতিহাস তথ্য সমৃদ্ধ। মুলুবিরা আমাদের ঘোল খাইয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা আপনার দীর্ঘায়ু দান করুন আমীন
আমগো দেশের মৌলভীদের বিভিন্ন দল সিংহাসনে বসার জন্য সংগ্ৰাম করছে বসেই ইসলামী আইন বাস্তবায়ন করবে বলে তাদের দলভুক্ত না হলে বেহেশতে যেতে পারে না।
Doctoret degree is valuless for him. His fullbody is full of doctoret.
Thank you.
ইসলাম নিয়ে আপনার আলোচনা সঠিক । আমরা ভ্রান্ত ইসলাম ধর্মের খপ্পরে পড়ে আছি । কোরআন এর ইসলাম সঠিক ইসলাম।
সত্য ফেরকা পাবার জন্য নামাজে দুয়া করেন ৪০ দিন, সপ্নে দেখতে পারেন, কোনো আবুযেহেল কে জিজ্ঞেস করে সত্য পাবেন না ।
Monafekder akhra
আপনার মতো জ্ঞানী ব্যক্তি খুব কম সংখ্যক দেখা যায়।ভারতবর্ষ।মুরশিদাবাদ।
আপনাকে দেখে নোংরা মনে হয় কিন্তু ইসলামের পলিচি নিয়ে আলোচনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যথপোযুক্ত বলে আমার মনে হয়
ভাবছিলাম আপনি কখোন আসবেন এ-ই বিষয় নিয়ে। আলহামদুলিল্লাহ।
কাদিয়ানীদের নন মুসলিম ঘোষণার ব্যাপারে আপনার মতামত আমার মনপুত হয়
সংশয়বাদ সংকীর্ণতার নামান্তর,আপনি সৎ মানুষ কাজেই আপনাকে ইসলামে দাওয়াত রইল ।
অসাধারণ বিশ্লেষণ করেছেন জনাব, ধন্যবাদ আপনাকে। ইতিহাসে সিপাহী বিপ্লব হচ্ছে বৃটিশের ক্ষমতার বিরুদ্ধে জিহাদের শেষ পর্যায়। ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ইতিহাসের পর্যায় আর ধাপগুলোর ধারা এই রকম। ১/ সুলতান মীর কাশিমের বক্সারের জিহাদ। ২/ সুলতান টিপুর জিহাদ। ৩/ সাইয়্যেদ আহ্মেদ বেরলভীর বালাকোটের জিহাদ। ৪/ তিতুমীরের বাঁশের কেল্লার জিহাদ। এবং ৫/সম্মিলিত সিপাহী বিদ্রোহের মাধ্যমে এর চুড়ান্ত বিস্ফোরণ ঘটে। এর ভেতরে ১ম এবং দ্বিতীয় হচ্ছে ইসলামী ল্যাজিটিমেইট বাহিনী দুটোর সাথে। তৃতীয় আর চার নং হচ্ছে রাষ্ট্র বিহীন মুসলিম ধর্মীয় নেতৃতে অনেকটা তালিবানদের মত আর সিপাহী বিদ্রোহ হচ্ছে বৃটিশের গ্রাস করা ক্ষমতার অভ্যন্তরের ক্ষয়িষ্ণু মুসলিম সিপাহী জনতার সর্বশেষ নেতৃত্ব বিহীন জিহাদ। এরপরে আসে রেশমি রুমাল আর পাকিস্তান আন্দোলন। এটাই হচ্ছে পর্যায়গুলোর পরস্পর ধাপ। এই জন্য বৃটিশ রাজশক্তি মুসলিমদের ঐক্য বিনষ্ট করার জন্য ইসলামের মৌলিক নীতিমালাকে বিতর্কিত করার কার্যক্রম গ্রহন করে। এরই ধারাবাহিকতায় একে একে, ওয়াহাবি ফিরকা, দেওবন্দি ফেরকা, কাদিয়ানী ফিরকা গুলোকে বিভিন্ন আংগিকে পর্দার আড়াল থেকে উস্কানি দিয়ে, মুসলিম জনগোষ্ঠীকে বৃটিশের বিরুদ্ধে যুদ্ধ না করে বরং মুসলিম নিয়োজিত শক্তিকে নিজেদের রক্তপান করার জন্য ঘুরিয়ে দিতে সমর্থ হয়।
বৃটিশ দের একটা বড়ো ভেড়ার প্রজেক্ট বাদ পরে গেলো ; ইলিয়াস মেওয়াতির তাবলীগ জামাত।
@@sarowerhossain3665 জনাব, তাবলীগ জামাত হচ্ছে দাওয়াতী কার্যক্রম ধরনের সস্কার আন্দোলন। রেশমি রুমাল, খেলাফত আর পাকিস্তান দ্বিজাতিত্বত্ত আন্দোলন হচ্ছে রাজনৈতিক আন্দোলন। আমি উপ্সথাপন করেছি বৃটিশদের বিরুদ্ধে সংঘটিত জিহাদের ইতিহাস। আপনাকে অনেক ধন্যবাদ।
গোলাম আহমদ শেষ নবী হওয়ার দাবি বতিল করেছিলেন মর্মে আপনার এই দাবির দলীল পেশ করলে ভালো হতো।
সুন্দর আলোচনা! মুগ্ধ হলাম! ধন্যবাদ! ভালো থাকুন!
গুরু,
ছালাম জানবেন,
আপনার সাথে আমি একমত,
আললা পাক সবাইকে সহি বুঝ দান করুন।
অতএব যারা কাফের হয়েছে, তাদেরকে আমি কঠিন শাস্তি দেবো দুনিয়াতে এবং আখেরাতে-তাদের কোন সাহায্যকারী নেই।
কোরআন ৩-৫৬
আমাকেই মানতে হবে---এ ধরনের একতরফা কথা-বার্তা তো খুনি-ডাকাত-মাফিয়ারা বলে ।
আল্লাহর কাজ আল্লাহকে করতে দিন, নিজে আগ বাড়িয়ে উনার দায়িত্ব নিজে পালন করতে যাবেন না।
আপনার মিলিয়ন সাবক্রাইবার হোক লাখ লাখ টাকা দিয়েও এই কথা গুলার মুল্য দেওয়া সম্ভব না 😊
আমিও আপনার সাথে একমত
@@nettech1703 thanks vai ❤️🩹
খুব সুন্দর আলোচনা, আসলেই কোরআন ই পারে মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনতে। ওলামাদের উচিত কাদিয়ানীদের জন্য প্রতিদিন একটা করে প্রোগ্রাম করা।
@@rafiulhakim2851 খুব সুন্দর আলোচনা, ধর্মের আফিম গুলিয়ে, কারা অন্যের মা বোনকে জোর পূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে রেপ করে, সেই সব লম্পট রেপিস্টদের চরিত্রটা ইনি অবলীলায় তুলে ধরলেন।
স্যার অনেক ভাল লাগে আপনার কথা আসলেই আপনি খুব ভাল।
স্যার, আপনার দাব্বাতুল আব্বার কেচ্ছা অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ।
অসাধারণ একটি আলোচনা। যা সময়ের প্রেক্ষাপটে সঠিক নির্দেশনা।
কুরআন ৯৮ঃ৬
সমস্ত জীবের মাঝে আল্লাহর নিকট তারাই সবচেয়ে নিকৃষ্ট, যারা অস্বীকারকারী হয়েছে অতঃপর আর ঈমান আনেনি।
কোরআন ৮:৫৫
Your knowledge & Wisdom supposed to spread massively for the better understanding of Islam
Sir,you deserve million subscribers... Respect and love for you forever....
I Think উনি নাস্তিক
Onake vul bujhcen.....onar video gulo monojog soho dekhen...in sha Allah apni apnar ans peye jaben..
@@masumparvez530 ভাই আমি উনার ভিডিও অনেক দেখি | উনার ম্যাইন ম্যাসেজ হচ্ছে আল্লাহকে মানো নবীকে না | কারণ তারা জানে কেউ আল্লাহকে নিয়ে কিছু বললে মুসলিমরা কিছু বলে না কিন্তু নবীকে নিয়ে কথা বললে মুসলিমরা সহ্য করে না | আর সরাসরি নাস্তিকতার দাওয়াত মানুষ মেনে নেয় না | তাই তারা এটা বুঝাতে চায় কোরয়ান মানো নবীকে ভুলে যাও
@@Odvut_5_Official আপনি আহাম্মক।উনার আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের থেকে বেশি
@@Odvut_5_Official সম্ভবত যাকে নিয়ে তুমি এমন কথা বলতেছ তাকে হাশরের ময়দানে দেখবা নবিজির সাথে গল্প করতেছেন।
ওই সময় এর তোমার চেহারাটা দেইখা আমরা তামাশা করব ইনশাআল্লাহ।
MAY ALLAH SAVE AND PROTECT YOU SIR
স্যার আপনার কথাগুলো খুবই ভালো লাগে। কিন্তু আপনার একটি কথার সাথে আমি একমত হতে পারলাম না।
*মুমিন হতে গেলে অবশ্যই রাসুল(সাঃ) কে বিশ্বাস করতেই হবে। কারণ নবী মুহাম্মদ(সাঃ) উপরে কুরআন অবতীর্ণ হয়েছে। কাজেই কেউ যদি নবী মুহাম্মদ(সাঃ) উপর বিশ্বাস না করে, তবে আক্ষরিক অর্থে কোরানকেই অবিশ্বাস করা হয়। কাজেই কেউ যদি কুরআন বিশ্বাস করে কিন্তু নবী মুহাম্মদ(সাঃ) কে বিশ্বাস না করে, এই দুইটি বিষয় পরস্পর সাংঘর্ষিক।*
এই পারস্পারিক সাংঘর্ষিক বলেই তো আগে এটা আনবেন কেনো যে আগে নবীকে স: মানতে হবে?.দেখেন আগে আপনি এক আল্লাহ তে বিশ্বাস আনেন পরকালে বিশ্বাস আনেন তখন অটোমেটিক নবী সা: এর উপর বিশ্বাস চলে আসবে। একটা ছাড়া আরেকটা পুর্ন কখনই হবে না। পসিবল না।
অসাধারণ। স্যারের মনোযোগ অত্যন্ত গভীর। মনোযোগে আলোচনা করলে কানে (ডান কানে মশা কামড়াচ্ছে) মশা বসলেও টের পাওয়া যায় না।
প্রিয় স্যার এর প্রতি বিনম্র শ্রদ্ধা ও দোয়া ❤ ও শুভকামনা রইল
যত শুনি অনেক পরিস্কার হয়ে যায় ৷ তিনবার শুনছি ৷
আমি একটা বিষয় নিয়ে খুব ভাবছি!!
আশাকরি এর উত্তর গুলো দিবেন প্লিজ!!!
কোরআন এর কোন সুরা শুদ্ধভাবে তেলাওয়াত করলে কি কোন নেকি হয়?
শুদ্ধভাবে তেলাওয়াত করলে কি মানবজাতির কোন লাভ হয়?আমি যতটুকু জানি যে,কোরআন দিয়েছে আল্লাহ্ মানব জাতির কল্যাণ এর জন্য।
আমি কোরআন এর কোন একটা সুরা শুদ্ধভাবে তেলাওয়াত করলাম আরবি ভাবে,কিন্তু সুরাটার অর্থ কি?বা এই সুরাটা আল্লাহ্ কেন নাজিল করেছেন?তা আমি বুঝলাম না,তাহলে এই কোনআন তেলাওয়াত করে আমার লাভ কি???
যারা কোরআন পড়তে পারে,তাদের বেশির ভাবই অর্থ বুঝে না
প্রতি অক্ষরে ১০ নেকি
কাদিয়ানী নিয়ে আপনার গবেষণা দরকার আছে,যা বলতেছেন তা আপনার মনের মাধুরী। আপনার এই কথা গুলোর সাথে কোরআন হাদিসের কোন মিল নাই,যা কাদিয়ানী তুলে ধরেছেন তার লিখনিতে।
মেন মনে ভাবছিলাম আপনি এই বিষয নিয়ে কথা বলবেন। হলো ও তাই। অনেক ধন্যবাদ স্যার। আপনি এতো দেরিতে ভিডিও করলেন কেন? ডোইলি ভিডিও দিবেন স্যার। নইলে খবর আছে। 😂😂 ভালবাসা অবিরাম 🥰🥰🥰
আপনি আমার কেউ নন।তবু আপনার জন্য দোয়া রইল আল্লা আপনাকে হাজার বছর আমাদের মাঝে আমাদের কল্যাণের বাচিয়ে রাখেন।ভারত।
অনেক দিনের অপেক্ষার পরে, আলহামদুলিল্লাহ। আংকেল একটু তারাতারি ভিডিও দিয়েন।
ভিডিও দেখার আগেই কমেন্ট করলাম
স্যার সালাফি , নাজদি , মাদখালি , মিশ্রিত মানহাজ এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলেন । কোথায় পড়ব কিভাবে জানবো বুঝতেছিনা ।
ভাই, এগুলো খুব সেনসেটিভ বিষয় নিরপেক্ষ মন নিয়ে এগিয়ে যান তাহলে বিভ্রান্তে পড়বেননা। আমি মোটামুটি সবকিছু ঘাটাঘাটি করছি এখন হেযবুত তওহীদকে জানবার চেষ্টা করছি। আগে ইউটিউবে কিছু হুজুরদের কথা শুনে হেযবুত তওহীদকে অন্ধভাবে ঘৃনা করলেও এখন তাদের কথার যৌক্তিকতা একটু হলেও খুঁজে পাচ্ছি।
@@musicstation9111 hahaha
@@musicstation9111 হেযবুত তাওহীদ 😂😂😂
Thank you so much.
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না মানা হলে, তার উপর নাযিলকৃত কোরআন কিভাবে মানা হয়??
আল্লাহর পরিচয় নবীর (স:) মাধ্যমে জানানো হলো আমাদের।
ভাইজান উনি বলেছেন আমাদের মুসলমানদের মানা বাধ্যতামূলক। এছাড়া যদি কেউ এক আল্লাহ তে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে ও সৎ কর্ম করে তারা জান্নাতে যাবে। এটা উনার কথা না, কোর আন মানে আল্লাহর কথা।
Ay yes new video Eid Mubarak to everyone 🎉🥳🥳🥳
ভাই উনি মুসলিম না
@@נגיףלאפעיל 🤧
এদেশে পাসপোর্ট চাইতে গেলে বাসায় পুলিশ আসে।জানতে চায়,পাসপোর্ট চাওয়া লেক জীবিত প্রমাণ কী?
নগদ ট্যাকাটুকা দিলে রিপোর্ট দেয় জীবিত।
Thank you for shearing your knowledge
Bah, besh valo. Actual intelligent and wise person, impressed.
স্যার, আপনার সাইন্টিফিক কোরআন তাফসীর এর বাংলা অনুবাদ কি শেষ হয়েছে?
আপনার ডান কানের মশাটা অনেক রক্ত খাইসে পাক্কা ৩০ মিনিট। আপনার এটা কি ক্যামেরা?
আপনার কথাবার্তা কখনো কখনো রেসিজমকে প্রমোট করে। আল্লাহ সমগ্র জগতে তার নিয়ম চাইবেন।
Every night I started your video and then I sleeping 😴 every night
This man is a gem.
স্যার আপনার সাথে সরাসরি দেখা করতে চাই যদি ঠিকানা দিতেন ।
আল্লাহ্ আপনাকে আমাদের কে কবুল করুন। সমৃদ্ধ হ
ইতেছি। খুব জ্ঞানগর্ভ আলোচনার জন্য ধন্যবাদ।
Imane mufassal a "Wa Rasulihi" aita bad diya imandar hoy kikore???
মুগ্ধ হয়ে শুনে গেলাম, অনেক ভালো থাকবেন স্যার।
Sir onek wait kori apnar video ER jonno
অপেক্ষায় ছিলাম...
যুক্তিগুলো বুঝতেছি...
মেনে নিতে কষ্ট হচ্ছে...
God bless you sir
এত মিস্টি ভাষা শুনে মন ভরে যায় ৷
আপনার কথা ভালো লাগল।
you tube থেকে অর্থ উপার্জিত হওয়ার সরল স্বীকারোক্তিতে আপনার সরলতা প্রকাশ হলেও আল্লাহর ওয়াস্তে আপনার ভিডিও যারা দেখে তাদের মনের উপর কিছুটা নেতিবাচক প্রভাব পড়ে। উপার্জন হলেও আল্লাহর সন্তুষ্টির নিয়তেই আপনার বকবকি চালাবেন আশা করি।
আমি কি ভাবে মনিটরিং করবো
Not only Pakistan, also all muslim countries also declared as non-muslim
ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান ছাড়া অন্য একটি মুসলিম দেশের নাম বলুন যারা আইন করে আহমদী মুসলমানদের অমুসলিম ঘোষণা করেছে, মাত্র একটি নাম দিন।
إِنَّ ٱلدِّینَ عِندَ ٱللَّهِ ٱلۡإِسۡلَـٰمُۗ وَمَا ٱخۡتَلَفَ ٱلَّذِینَ أُوتُوا۟ ٱلۡكِتَـٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَاۤءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡیَۢا بَیۡنَهُمۡۗ وَمَن یَكۡفُرۡ بِـَٔایَـٰتِ ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ سَرِیعُ ٱلۡحِسَابِ
إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلۡإِسۡلَٰمُۗ وَمَا ٱخۡتَلَفَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۗ وَمَن يَكۡفُرۡ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ ١٩
• Abu Bakr Zakaria:
নিশ্চয় ইসলামই আল্লাহ্র নিকট একমাত্র দীন । আর যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশতঃ তাদের নিকট জ্ঞান আসার পর মতানৈক্য ঘটিয়েছিল। আর যে ব্যক্তি আল্লাহ্র আয়াতসমূহে কুফরী করে, তবে নিশ্চয় আল্লাহ্ দ্রুত হিসাব গ্রহণকারী। (১৯)
3:19
Aal-E-Imran, Ayah 19
-
Quran - by Quran.com - قرآن
itunes.apple.com/app/id1118663303
স্যার! গাযওয়ায়ে হিন্দ সম্পর্কে একটা ভিডিও চাই!
Dear
Sir, your judgement* we like ❤
জনাব, আমি আপনার আলোচনা শুনি তবে দীর্ঘ সময় দরে শোনার সুযোগ হয়না।
আর একটু সাং খেপ করলে ভালো হতো।
স্যার, ঢাকার নবাব পরিবারের সম্পর্কে যদি একটু বলতেন। সিপাহী বিদ্রোহের সময় যারা ব্রিটিশদের সাথে ছিল।
আপনি লালু উস্তাদ নামে এক ব্লগার এর ব্লগ গুলা দেখে তার যুক্তি গুলা কাউন্টার করে ভিডিও করেন প্লিজ
কাউন্টার ভিডিও না করে বরং হেডাম থাকলে লালু ওস্তাদের সাথে ডিবেট করুন। একতরফা বকবক করে পাগল ছাগল।
সালাম
ভাই মুসলিম এর সঙ্গা হবে ২৭:৮১ যারা আল্লাহর আয়াতে বিশ্বাস রাখে অর্থাৎ ডিটার্মাইন্ড তাঁরাই মুসলিম।।
এখানে খলিফার প্রতি বিশ্বাস বা আনুগত্য ভিন্ন জিনিস আমার মনে হয় আপনি এই আয়াত টা দেখে ভালো ভাবে বুঝিয়ে বলতে পারেন।। আপনার অনেক লেকচার শুনি, ভালোই লাগে তবে আপনার আরো প্রচন্ড সাধনার প্রয়োজন বোধ করছি।। আল্লাহ রাব্বুল আলামীন রহম করুন এবং আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং ইহজীবনে ও পরজীবনে কল্যানময় নিরাপদ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করুন।। আল্লাহর আয়াতে আত্মসমর্পণ না করার কারণে ধ্বংসের পথে পরিচালিত মুসলিম সমাজ।। তবে হুজুর রা যে খ্রীষ্টান ধর্ম যাজক/ পাদ্রী দ্বারা পরিচালিত কুরআন মাজিদ তেলাওয়াত করে বুঝাই যায়।।ধন্যবাদ ভাই 💚🌱🌿🇧🇩👍
Sir, kichu problem ase, Ora kisu dolil dey like imam mahdi+isa nabi hoilo kadiyani.ei dolil gula disentangle kora dorkar
আপনাকে অসংখ্য অসংখ্য ধন ধন্যবাদ তথ্যটি দেয়ার জন্য।
অনেক সুন্দর আলোচনা।
অসাধারণ আলোচনা।
আলোচনা টা সত্যি অসম্ভব সুন্দর একটি আলোচনা
ঠিক বলেছেন
Thanks a lot. Your bokbok is same to mine. Nobody/no Institute can declare a community kaafer who believed Allah is one.
Yes. They are beliver
দু:খের বিষয় আপনার জানায় ভুল রয়েছে।
আল্লাহতে বিশ্বাস করেও মক্কার মুশরেকরা কাফের এবং মুশরেক..
Orthodox Christianরাও আল্লাহতে বিশ্বাসী but they are still qafir.
এ বিষয়ে বিস্তারিত পড়াশোনার আর্জি জানাচ্ছি, ধন্যবাদ।
I love history 😍
Informative video. Thanks a lot.
স্যার হেজবুত তাওহীদ নিয়ে কিছু বলবেন আশা করি।
Saitan hejbut
Ahmadiyya Muslim Community has Khelafat as promised in the Holy Quran.
No, Qadianis are outside the fold of Islam -- NON - MUSLIM.
Qadianis whole heartedly believe fraud, liar Mirza is a Prophet as Mirza himself claimed in his book - Ruhani Khajan, Vol.- 18, Page- 201,211.
This book is still available.
There are 100s of such KUFURI AQEEDAS in Mirza's books.
So Qadianis are NON-MUSLIMS.
আমরা এই জ্ঞানী লোককে তার মৃত্যুর পর বুঝতে সক্ষম হবো আমাদের তার যত্ন নেওয়া এবং আরো ভালো কাজ করার সুজোগ করে দেওয়া দরকার কি বলেন আপনারা।
জনাব সাবিয়ান বলা হয় দাউদ আঃ এর অনুসারী দের । আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।
no, followers of yahya are called sabiun
@@barristerabubakrmolla8497 জি জনাব আল হামদুলিল্লা । আল্লাহপাক আপনাকে ও আপনার পরিবারের সকল সদস্যদেরকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন এবং সাথে সাথে আমাকে ও আমার পরিবারের সকল সদস্যদেরকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।
Every Mollah of Bangladesh mast know this history.Within short time Islamic jalsha business going to stop...Thank you guru go ahead.
আলহামদুলিল্লাহ স্যার ভিডিওতে সিগারেট খাওয়া বন্ধ করছেন অসংখ্য ধন্যবাদ,,
জনাব সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সনে। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।
একটা কথা জানতে চাই, কোরানের আয়াত তথা ধর্মীয় কথা বার্তার বিনিময়ে টাকা উপার্জন করা টা কি জায়েজ হবে ? এই ধরণের youtube চ্যানেল এর মাধ্যমে উপার্জিত টাকার ব্যাপারে ইসলাম কি বলে ?
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, প্রথমে এই কালেমা পাঠ করে , বিশ্বাস এনে ও বাস্তবায়ন করে মুসলিম হতে হয়। জনাব আপনি আরো ভালো ভাবে ইসলামের বিধান গুলো জানুন । আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ভাবে ইসলামের ছায়াতলে সমবেত হওয়ার তৌফিক দান করুন। আমীন।
লাকুমদিনুকম নিয়ে স্থান কাল পাত্র ভেদে আপনার ব্যাখ্যা বুঝলাম ভাল লাগল ধন্যবাদ আপনাকে
sir. I have learned again about Islam
স্যার আপনি এই ভিডিও তে বলছেন কাদিয়ানী, সুন্নী ও আহলে হাদিস বাদ না দিলে দোজনে যাবে। আমি একজন সুন্নি মুসলিম। আমি এখন কাকে ফলো করবো। কার কাছ থেকে ইসলাম শিক্ষা নিবো?
Nice.
শিয়া ও সুন্নি নিয়ে একটি ভিডিও চাই।
শুধু ইরান বা পারস্যের গুণগান, may be something is wrong.
I EXPECT YOUR FUTURE CONTINUATION
Very bold assertions made in last portion of the deliberations which invite huge research with open mindedness!
ostad muffasil apnar video dakha kicu comments a voja jai. Ami or page a comments korlam sha vollo ai to islam ar ABC jane na mane apna ostad pora ami haslam kicu volan or somporka..onak din sonina. Jinn concept nia volan o akta video korca
Nice video.
কাদিয়ানি তাদের ধর্ম পালন করুক কিন্তু মুসলিম হিসেবে নয়। অমুসলিম হিসাবে করুক। যেমন খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা যেভাবে স্বাধীন ভাবে ধর্মীয় কালচার পালন করে ঠিক সে ভাবে। তাতে আমাদের কোনো আপত্তি নেই।
সঠিক বলেছেন।
অসুবিধা কোথায়
উনি তো কন্সেপ্টটা ক্লিয়ার করে দিসে। তাও তালগাছ আমার হলে কিছুই করার নাই
ধন্যবাদ আপনাকে অনেক কিছু জানতে পারলাম।
it was promised land based on some conditions but they didn't fulfill the conditions, so now its not their land nor promised.
অসাধারণ।
I just fan of you when you create a video on Yeajoog and Majoog
Excellent video
অসাধারণ আলোচনা❤
আসসালামু আলাইকুম। আপনি এতো জ্ঞানী মানুষ। সিগারেট খাওয়া কি আপনাকে মানায়? আমি আশা করি আপনি এই বদভ্যাসটি পরিত্যাগ করবেন। ধন্যবাদ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ
(আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, মুহাম্মদ সা. তাঁর রাসুল)
কালিমার দ্বিতীয় অংশ: মুহাম্মাদুর রাসুলুল্লাহ
কালিমার এই অংশে মুহাম্মদ সাল্লালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলার নবী হওয়ার ঘোষণা রয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহ তায়ালার পক্ষ হতে নবীজীকে পৃথিবীবাসীর হেদায়েতের জন্য প্রেরণ করা এবং কোরআন আল্লাহ তাআলার বাণী হওয়া, ফেরেশতার বিদ্যমানতা, কেয়ামত সংঘটিত হওয়া, মৃত্যুর পর পুনরুত্থিত হওয়া, নেককারের জন্য জান্নাত এবং বদকারের জন্য জাহান্নামের ফয়সালা হওয়া ইত্যাদি যত সংবাদ নবীজী দান করেছেন, সবই ধ্রুব সত্য বলে বিশ্বাস করা। নবীজী আল্লাহ তাআলার পক্ষ হতে অকাট্য ও নিশ্চিত জ্ঞান লাভের পর উম্মতকে তা জানিয়েছেন। এর মাঝে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। এমনিভাবে নবীজী অন্যান্য যে সকল হেদায়েত দান করেছেন, যে সমস্ত হুকুম-আহকাম ও বিধানাবলী বর্ণনা করেছেন, সেগুলো মূলত আল্লাহরই আহকাম ও হেদায়েত। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীজীর অন্তরে সেগুলো ঢেলে দিয়েছেন।
এই আলোচনা থেকে আপনি বুঝতে পেরেছেন যে, কাউকে আল্লাহর নবী ও রাসুল হিসেবে মেনে নেওয়ার অর্থ তাঁর প্রতিটি আদেশ-নিষেধ মেনে চলা। কারণ আল্লাহ তাআলা যে বিধানাবলীর উপর মানব ম-লীকে চালাতে চান, সে বিধানগুলিই নবীর মাধ্যমে বান্দাদের নিকট পৌঁছে দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেন,
وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ
আমি কেবল এজন্য নবী প্রেরণ করেছি যে, আমার হুকুমে নবীর আনুগত্য করা হবে, তার আদেশ-নিষেধগুলো মান্য করা হবে। সূরা ৪, আয়াত ৬৪
মোটকথা নবীর উপর ঈমান আনার উদ্দেশ্য নবীর কথা সত্য বলে বিশ্বাস করা, তার বাতানো হেদায়েত ও শিক্ষাকে আল্লাহ তাআলার হেদায়েত ও শিক্ষা বলে মনে করা এবং তাঁর শেখানো তরিকার উপর চলার সিদ্ধান্ত নেওয়া। সুতরাং যে ব্যক্তি মুখে কালিমা পড়ে নিয়েছে, কিন্তু নবীজীর আনীত সকল বিষয়কে সত্য মনে করে না, নবীজীর তরিকার বিপরীত সকল মত ও পথকে অকার্যকর জ্ঞান করে না, নবীজীর দেয়া শরীয়ত মোতাবেক জীবন যাপনের সিদ্ধান্ত নেয় না, আসলে সে মুসলমানই নয়। সম্ভবত সে মুসলমান হওয়ার অর্থই বুঝেনি।
আমরা যখন কালিমা পড়ে নবীজী সাল্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সত্য নবী বলে স্বীকার করলাম, তখন তাঁর হুকুম মতো চলা, তাঁর দেয়া শরীয়ত অনুযায়ী আমল করা এবং তাঁর সকল কথা মান্য করা আমাদের উপর অপরিহার্য।
imam.gov.bd/singlepost/5379