তাকে ছাড়া বাঁচবো না I Branding Bangladesh I Episode:49 I Studio of Creative Arts ltd I

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 505

  • @kiranahmedchisty4458
    @kiranahmedchisty4458 Год назад +65

    আমি মালোশিয়া তে ২০ দিন এই ছেলের বাসায় ছিলাম, আমার দেখা একজন ভালো মনের মানুষ এবং খুবই আন্তরিক সাথে হেল্পফুল। আমি এই ছেলের কাছ থেকে যেই উপকার পাইছি সেটা আমার জীবনের একটা অংশ হয়ে থাকবে। অনেক অনেক দুয়া ও শুভকামনা শাওন তোমার জন্য।

    • @nilufayasmin1347
      @nilufayasmin1347 Год назад +2

      😊😊

    • @sumaiyaakter563
      @sumaiyaakter563 Год назад +1

      ললললললললংলললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললংলংংললংংলললললললললললললললললল

    • @sumaiyaakter563
      @sumaiyaakter563 Год назад

      লল

    • @sumaiyaakter563
      @sumaiyaakter563 Год назад

      ললললললললললললললংলললললললললংলললললললললললললললললললংললল

    • @sumaiyaakter563
      @sumaiyaakter563 Год назад

      লললললললংললললললললললললললললললললললললললললললললললললললংললললললললংললললললললললললললললললললললললএললললললললললললললললললললললললললললললললংংলংংলললললংলললললললললললংলললললললএলললললংললললললললংললললংলললললললললললললললললললললললললললংললংলললংললললংললললললললললললললংলললংললংললললল

  • @satuhinbhuiyan3022
    @satuhinbhuiyan3022 Год назад +60

    নতুন কিছু শুনবো নতুন কিছু অভিজ্ঞতার জন্য
    ব্রান্ডিং বাংলাদেশের এক একটি এপিসোড অতুলনীয় ❣️🙏

  • @sabekunnahar9014
    @sabekunnahar9014 Год назад +8

    সময় স্বল্পতার কারণে দুদিন সময় নিয়ে দেখলাম। অসাধারণ একটি গল্প। শুভকামনা রইল ভাইটির জন্য। আমি গল্প টির সাথে কিছু টা রিলেট করতে পারছি । কারণ আমার নিজের দেখার অভিজ্ঞতা রয়েছে একজন সফল পরিণত মানুষ শুধু মাদক নামের বিষাক্ত ছোবলে কিভাবে ধ্বংস হয়েছে ....কিভাবে কত নীচে নেমেছে এবং নিজের পরিবার আর কাছের মানুষ গুলোকে কতটা কষ্ট দিয়েছে। আরও দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলে মেয়ে গুলো কিভাবে এই মাদকের সাথে জড়িয়ে পরিবার রাষ্ট্র সবকিছুর বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই ব্যক্তিগত ইচ্ছায় মাদকের ভয়ঙ্কর ছোবল থেকে আমাদের কাছের মানুষ গুলো নিজেকে নিরাপদ রাখুক আললাহর কাছে এই সাহায্য কামনা করি।

  • @CyberSensi0910
    @CyberSensi0910 Год назад +119

    আমি গ্রামের ছেলে। জীবনে একটি সিগারেটও খাইনি। ২০০৩ সালে আয়ারল্যান্ড এসেছি পড়ালেখা করার জন্য। বাংলাদেশী বন্ধুদের সঙ্গে একসাথে বাসা নিয়েছি। ড্রিংকস করিনা বলে অনেকই ক্ষেত বলতো, আনস্মাট বলতো। আমি ওদের কথা শুনে শুধু হাসতাম। আল্লহামদুলিল্লাহ, আল্লাহ এখনোও অনেক ভালো রাখছে। যাহারা আমাকে আনস্মাট, গ্রামের ক্ষেত বলেছে সেইসব ব্যক্তিরা আইয়ুব বাচ্চুর গানের মতন নিদারুণ কষ্ট নিয়ে আয়ারল্যান্ডে জীবনযাপন অতিবাহিত করিতেছে।

  • @meghla7336
    @meghla7336 11 месяцев назад +1

    আল্লাহ যখন দেন তখন নিয়েও শেষ করা যায় না 😊
    খুবই ভালো লাগলো পুরো গল্পটি, অনেক কিছু শিখলাম।

  • @sonalishwapno-r5k
    @sonalishwapno-r5k Год назад +15

    মাশাআল্লাহ, রাতের অন্ধকারে পরে ভোরের আলো ফুটবে। মানুষ চেষ্টা করলে যেমন খারাপ হতে পারে, অনুরূপ ভালো হতে চাইলে ভালো হবে।All the best

  • @jayedjamir8006
    @jayedjamir8006 Год назад +18

    আলহামদুলিল্লাহ ভাই অসাধারণ জীবন গল্প প্রত্যেক মানুষের শোনা উচিৎ। অনেক অনেক কিছু শিখার আছে যা হয়ত আপনার কলেজ বিশ্ববিদ্যালয়ে শিখার সুযোগ হয় নাই। নিজের ইচ্ছা শক্তি আর আল্লাহর উপর ভরসা রাখা।

    • @somaakter7506
      @somaakter7506 Год назад

      Kibriea bhi ai kotha goli amr coto bhi ar life ar sathe mile gace

  • @nawratburi8190
    @nawratburi8190 Год назад +7

    ভুল পথের পথিক যারা তাদের এই গল্পের প্রতিটি লাইন থেকে শিক্ষা নেওয়া উচিত। এমন একটি গল্প প্রচারের জন্য ধন্যবাদ কিবরিয়া ভাইয়াকে।

  • @shaheenakter6805
    @shaheenakter6805 Год назад +7

    ব্রান্ডিং বাংলাদেশের সবগুলো পর্বই দেখেছি। এরকম একটা গল্পের দরকার ছিল।

  • @RedmiNote12-c3g
    @RedmiNote12-c3g 5 дней назад +1

    যে ভাইয়ের গল্প শুনলাম এই ভাই যেখানে থাকুক আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুক আমিন🤲

  • @NurMohammad-mk1re
    @NurMohammad-mk1re Год назад +44

    জীবন নাটকের চাইতে ও নাটকীয়।আবার ও প্রমান হল।সময় থাকলে পূরু গল্পটা শুনার অনুরূধ রহিল।জীবনে অনেক কিছু শিখার আছে,করার আছে,আমরা চাইলে পারব,চেষ্টা করলে সব সম্ভব জীবনে।

  • @kazizahir3677
    @kazizahir3677 Год назад +2

    অসাধারণ একটা গল্প, চমৎকার উনার বলার ভংগি। খুব ভালো লাগলো কিবরিয়া ভাই।

  • @shahjahan-zz1wj
    @shahjahan-zz1wj Год назад +6

    ভাই(আবুল কাশেম) আপনার জীবনের সঠিক ও বেস্ট সিদ্ধান্ত ছিল আপনার বিদেশে ছুটে যাওয়া।আপনার আগামী পথচলা সুন্দর ও দীর্ঘায়ু হোক। best of luck ❤

    • @Abulkashemshaon
      @Abulkashemshaon Год назад +1

      জ্বি ভাই আমারও তাই মনে হয় এখন

  • @rahimabegumzinu9762
    @rahimabegumzinu9762 Год назад +21

    এই গল্পটা যারা শুনবে, মা বাবা ও ছেলে মেয়েরা অনেক উপকৃত হবে। কাশেম ও কিবরিয়া ভাইয়ের শেষের কথাগুলো খুবই ভালো লাগলো। ধন্যবাদ।

  • @alifkhan2468
    @alifkhan2468 Год назад +3

    আপনার বাবা মার জন্য দুআ থাকল ভাই। এমন বাবা মা যেন আল্লাহ প্রতিটা ঘরে দান করেন। আর আপনার নিজের চেষ্টা এবং সফলতার জন্য অভিনন্দন। আল্লাহর কাছে চাইলে তিনি কখনও তার বান্দাকে হতাশ করেন না। তার একটি উদাহরণ হলেন আপনি। শুভকামনা কিবরিয়া ভাই এবং আপনার জন্য।

  • @masudaakhter4098
    @masudaakhter4098 Год назад +9

    এই ছেলে আসলেই অত্যন্ত ভালো ছেলে। ওর বাবা মাও অত্যন্ত ভালো। দোয়া রইলো।

  • @nargisborsha5722
    @nargisborsha5722 Год назад +4

    বাবা মা ভালো ছিল দেখে, আল্লাহ রহম করছে . AlhamdulilAllah

  • @nasreensadeque7996
    @nasreensadeque7996 Год назад +11

    যদি ও আমার বাচ্চারা ডিরেল হয়নি আলহামদুলিল্লাহ। তবুও প্রতিটি বাবা,মা এবং সন্তানের জন্য অসাধারণ শিক্ষনীয় একটা জীবন গল্প। ❤❤❤❤❤❤️❤️

  • @salmaakter3672
    @salmaakter3672 Год назад +3

    অসাধারণ এপিসোড। প্রত্যেক কথা গুলো খুবই গুরুত্বপূর্ণ ।

  • @aklimarafique2614
    @aklimarafique2614 Год назад +6

    অনেক গুরুত্বপূর্ণ এপিসোড। অনেক ভাল লাগলো ধন্যবাদ কিবরিয়া ভাই 🤲🤲🤲❤️❤️

  • @mobinulhoque9723
    @mobinulhoque9723 Год назад +1

    সেই শিক্ষা হচ্ছে বড় শিক্ষা নিজে লোজার না হয়ে অন্যের কাছ থেকে দেখা শিখা।অনেক কিছু শিখলাম আলহামদুলিল্লাহ

  • @hosnababy7734
    @hosnababy7734 Год назад +6

    শিক্ষা মুলক কাহিনি যারা আসক্ত বা যারা এই পথে যেতে চায় তাদের জন্য পাথেয় হবে ধন্যবাদ কিবরিয়া ভাই কে এই কাহিনি উপস্থাপন করার জন্য।

  • @mahmudkhan7445
    @mahmudkhan7445 Год назад +5

    জীবন নাটকের চেয়েও নাটকীয়, আবার প্রমান হল-আলহামদুলিল্লাহ❤❤

  • @manoramash
    @manoramash Год назад +2

    কিছু বলার নেই Just wow......
    আপনার সব আশা পূর্ণ হোক .................

  • @BDGo328
    @BDGo328 10 месяцев назад +1

    Thanks brother to your great change and you will must reach in your destination.

  • @MDYASIN-bg3ju
    @MDYASIN-bg3ju Год назад

    পারিবারিক সাপোর্ট এইটাই আসল। এর পর বন্ধু। ওনার এই সফলতার পিছে ওনার বাবার অবদান অসামান্য। স্যালুট

  • @MdSaif-oy1vu
    @MdSaif-oy1vu Год назад +1

    ইনশাআল্লাহ এক দিন সফলতার চুড়ায় পরলে কিবরিয়া ভাইয়ের সাথে গল্প শেয়ার করবো

  • @ShofiqulIslam-m8j
    @ShofiqulIslam-m8j Год назад +4

    আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ আমাদের সবাইকে উওম হেদায়েত দান করুন আমীন।

  • @moonmon6848
    @moonmon6848 Год назад

    আললাহু আকবার , এত ভাল মা বাবা পেয়েছেন এই ভাই, এটাই আল্লাহর চরম রহমত ।।

    • @mobassharabegum916
      @mobassharabegum916 Год назад

      এটা মা বাবার কর্তব্য বা দায়িত্ব না।টিন এজ সন্তানের দিগে গভীর নজর রাখতে হয়। সঠিক আদর্শ দিতে পারলেই ভালো মা বাবা।

  • @fahmidzaman4150
    @fahmidzaman4150 Год назад +3

    আলহামদুলিল্লাহ!! অনেক দোয়া ও শুভকামনা।

  • @MM-lr5hv
    @MM-lr5hv Год назад

    ছোটবোনের যিনি স্বামী , সেই ছেলেকে যেই বাবামা বড় করেছেন তাঁদের জন্য রইল অশেষ শ্রদ্ধা ❤ আমার একটা মেয়ে ১২ আর একটা ছেলে ৮।

  • @BoroVai-tb3hb
    @BoroVai-tb3hb Год назад +1

    Apnar sofolotar pichone allah tayalar rohomot o mayer duwa kaj koreche. Jazakallah

  • @Jewelahmmed-ts9ki
    @Jewelahmmed-ts9ki Год назад +6

    আলহামদুলিল্লাহ ❤❤❤
    অসাধারণ একটা এপিসোড়

  • @Graphic_Designer-sunny
    @Graphic_Designer-sunny Год назад +1

    অনেক শিক্ষনীয় একটি গল্প! অনেক ভালো লাগলো। আপনি অসাধারণ কাজ করে চলেছেন। সালাম নিবেন কিবরিয়া স্যার।

  • @shaheenakhter237
    @shaheenakhter237 Год назад +10

    আশা করি এই জীবন ভীষণ কষ্টের কাহিনী --- অনেক ভাই ও বোনকে খারাপ আসক্তি থেকে দূরে থাকার জন্য অনেক সাহায্য করবে ,,,,

  • @masudaakhter4098
    @masudaakhter4098 Год назад +2

    আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ্ সবসময় আপনার সহায় থাকুন

  • @rekhapalma3061
    @rekhapalma3061 Год назад +10

    A touching story about life challenges. Youth can be the leaders for tomorrow. Mr. Abul Kashem wishing you nothing but the best.

  • @sazedurrahman2736
    @sazedurrahman2736 10 месяцев назад

    আমিও একটা বিপদে পড়েছিলাম আল্লাহর রহমতে আমি ওখান থেকে বের হতে পেরেছি এই গল্পটা একটা অন্যরকম অনুভূতি শুনে খুবই ভালো।

  • @MDNayon-
    @MDNayon- Год назад +8

    জীবন কখনো কখনো নাটকের চেয়েও নাটকিও হয় দোয়া ও ভালোবাসা রইলো ❤

  • @جوسينجوسين
    @جوسينجوسين Год назад +8

    আলহামদুলিল্লা অনেক অনেক দোয়া রইলো কাসেম ভাই জান আপনার জন্য যে আপনি ওই জায়গা থেকে ফিরে আসতে পারছেন আমিন

  • @latifurrahman6609
    @latifurrahman6609 Год назад +1

    ওয়াও!!!!অসাধারণ। সবারই দেখা উচিত।

  • @Chingchangchu.
    @Chingchangchu. Год назад +4

    ভাইয়ের বাবার জন্য কষ্ট হচ্ছে আহ কত স্যাক্রিফাইস করল মানুষটা 😢

  • @shahinaahmed9793
    @shahinaahmed9793 Год назад +1

    মনোযোগ দিয়ে৷ ওনার গল্প গুলো শুনলাম
    অনেক ভালো লাগলো

  • @muktaghosh9364
    @muktaghosh9364 Год назад

    অনেক গুরুত্বপূর্ণ এপিসোড শুনে ভালো লাগলো

  • @sharminsonya447
    @sharminsonya447 Год назад +1

    Mashaallah uni anek boro hoben unar Issa shoktir jonne

  • @dhaliabegum5987
    @dhaliabegum5987 Год назад +3

    দেখা শুরু করলাম ভালো কিছু জানতে পারবো আশা করি

  • @mdshohaggazi5279
    @mdshohaggazi5279 Год назад +1

    What a story,,?? Just obak hoye shunlam

  • @RafiqulIslam-ps6tu
    @RafiqulIslam-ps6tu Год назад +4

    আল্লাহ্ তায়ালার কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ্ তায়ালা ভাইটিকে মাদকের ছোবল থেকে রক্ষা করে একটি সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে এনেছেন।

  • @creatingvideo6557
    @creatingvideo6557 Год назад +1

    অসাধারণ একটা গল্প পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনছিলাম ধন্যবাদ কিব্রিয়া ভাই

  • @sabrinasahrin6267
    @sabrinasahrin6267 Год назад +11

    Alhamdulillah that you found yourself again !So proud of you❤Please don’t ever do that again life is beautiful if you're on the right path ❤May Alalh bless you.

  • @siam4211
    @siam4211 Год назад +3

    আল্লাহ কিবরিয়া ভাই ও শাওন ভাই কে নেক হায়াত দান করুন আমীন।

  • @Chingchangchu.
    @Chingchangchu. Год назад

    অসৎসঙ্গ ,মাদক যে কত ভয়াবহ! আহ
    ধন্যবাদ স্টুডিও অব ক্রিয়েটিভ আর্টস কে এত শিক্ষণীয় একটা ভিডিও উপহার দেওয়ার জন্য।

  • @kaziemon6634
    @kaziemon6634 Год назад +10

    আমি দোয়া করি আপনে বেঁচে থাকেন আরো অনেক বছর ভাই।অনেক ব্যথার গল্প শুনার বাকি আছে😊

  • @hsjs8402
    @hsjs8402 21 день назад

    নেশা আশক্ত মানুষের জন্য, পুরো পরিবারে মানুষের, জিবনে অশান্তি ঝড় নেমে আসে,, তাই দয়া করে কেউ নেশায়, কেউ জরিয়ে, নিজেকে কষ্ট ও পরিবার লোকজন কে কষ্ট দিওনা,,আল্লাহ পথে চলার শিক্ষা নেও,,জিবন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ

  • @Panko__uri
    @Panko__uri Год назад +7

    Oh my god, what a episode!!
    আসলেই জীবন নাটকের চেয়েও নাটকীয়।অনেক কিছু শিখার আছে এই এপ্রিসোড থেকে, ভাইয়ার শেষের লাইন গুলো আসলেই সত্যি "Someone is there, you just believe and ask him something, you will get it.
    আমি এই লাইনগুলো অনেক বেশি অনুভব করতে পারি, সৃষ্টিকর্তার শরণাপন্ন হয়েছিলাম বলেই হয়তো কোন ভুল সিদ্ধান্ত নেয়নি আজকের দিনে এসে জীবন এত সুন্দর, আমাদের অতীত ,ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা না করে আমাদের উচিত আজকের দিনটার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকা।আর অবশ্যই আমাদের বাবা মায়ের প্রতি, বাবা-মা যেমনই হোক তারা কখনোই আমাদের খারাপ চান না, জীবনের যেকোনো পরিস্থিতিতে তাদের কাছেই,সবার আগে প্রকাশ করা উচিত একমাত্র তারাই আমাদের কখনো বিপদে ফেলে রেখে যাবেন না।❤
    ভাইয়াটার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা।❤

  • @dottadhar
    @dottadhar Год назад +4

    God bless you...God helps those persons only who helps himself or herself...all the best to you...

  • @mrsmarufa5049
    @mrsmarufa5049 Год назад +1

    Via golpo ta shune chokhe Pani eshe gelo amr vi mone hoi emoni hoise😭😭😭 ami try korbo amr vi er shathe khub taratari kotha bolar .Thank you kebria vi thank you sawon vi

  • @Shahanarabegum-o3c
    @Shahanarabegum-o3c Год назад

    আচ্ছালামুয়ালাইকুম ভাইয়া আসলে আপনার সকল অনুসটানের মাধ্যমে অনেক কিছু শিখার আছে এবং আপনার অনুসটান দেখে অনেক লোক ভালো দিকে আসে আপনার সকল অনুসটানের জন্য অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ দোয়া করি ভাইয়া আপনি জেনো এই রকম ভালো কাজ করার তোফিক দান করেন আললাহ আচ্ছালামুয়ালাইকুম

  • @syedabegum9422
    @syedabegum9422 Год назад +5

    Incredible story! Last January I just been to Kuala Lumpur. Took pictures in front of that Hotel! Wow !

  • @azizahmed4607
    @azizahmed4607 Год назад +2

    আল্লাহ আমাদের সকল মা বাবার সন্তানদের কে ভালো পথে চালিত করুন। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহর।

  • @zakiasultana5276
    @zakiasultana5276 Год назад +3

    Its really a good episode for all! Thanks Abul Kasem for sharing!

  • @fahmidasurma2821
    @fahmidasurma2821 Год назад +3

    What a story 👏👏
    Onek dua roilo apnar jonno.

  • @tasmiyamim314
    @tasmiyamim314 Год назад +10

    পুরো গল্পটাই এক মিনিট ও স্কিপ না করে শুনলাম। সত্যিই আল্লাহ সবই পাড়েন।তাই ভেঙে পড়া যাবে নাহ আল্লাহ র সাহায্য অতি নিকটেই❤️🥀💚

  • @smtayefulislam789
    @smtayefulislam789 Год назад +1

    What a come back👌👌👌

  • @akmhasan827
    @akmhasan827 Год назад

    অসাধারণ গল্প।
    মন্ত্রমুগ্ধের মতো শুনলাম।

  • @mdmahadihasan3622
    @mdmahadihasan3622 Год назад

    Thanks a lot vai sharing this story. Very much inspiring. I was crying while hearing your story.

  • @tahminaakter9299
    @tahminaakter9299 Год назад +12

    আল্লাহ সকলের সন্তানদের এসব সঙ্গ থেকে যেন বাচিযে রাখেন আমিন

  • @kjsuma2451
    @kjsuma2451 Год назад +9

    গল্প টা শুনে আমার ভাইয়ের কথা মনে পড়ে গেলো। একমাত্র পরিবার জানে তাদের কতো টা কষ্ট,,,,চোখের পানি বাঁধ মানছে না। সত্যিই জীবন নাটকের চেয়ে আরও বেশি নাটকীয়,,,,,

  • @abdulkader2624
    @abdulkader2624 Год назад +2

    আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করুন আমিন

  • @MASimi-cd9hn
    @MASimi-cd9hn Год назад +15

    ওনার বাবা-মা অসাধারন মানুষ ❤️

  • @pray2875
    @pray2875 Год назад +4

    ক্যাপশনের সাথে টপিকের মিল নেই।
    তবে ভিডিওটা দেখে অনেক কিছু জানলাম।উনার বাবাকে আল্লাহ জান্নাতবাসী করুক🤲
    মাকে দীর্ঘহায়াত দান করুন🤲

    • @aammulshikder7928
      @aammulshikder7928 Год назад

      এখানে তাকে মিন'স বলতে মাদককে বুঝানো হয়েছে থাম্বনেইল ঠিকি আছে আছে আপনি মেবি ক্যাচ করতে পারেননি

  • @sharminsultana8169
    @sharminsultana8169 Год назад

    Alhamdulillah that you found yourself again.May Allah protect you and your family.

  • @sultanalparsalan4700
    @sultanalparsalan4700 Год назад +2

    স্যতি ভাই নিজের উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে

    • @sultanalparsalan4700
      @sultanalparsalan4700 Год назад

      আপনার জন্য শুভকামনা রইল ভাই আপনার মায়ের দিকে খেয়াল রাখবেন ❤

  • @nasirAli-pf6cq
    @nasirAli-pf6cq Год назад

    ও ভাইজান অসাধারণ এটা আমার গল্পটা অনেক কাজে লাগবে জীবন চলার পথে

  • @zakiyafatmi6905
    @zakiyafatmi6905 Год назад +3

    অসাধারন অসাধারন অসাধারন।

  • @maznudewan5351
    @maznudewan5351 Год назад +3

    ৩০ মিনিট এ মায়ের দোয়া টা আল্লাহ কবুল করা শুরু করছে

  • @rafiqreal
    @rafiqreal Год назад +1

    নিজেকে চেঞ্জ করার মত একটি এফিসিয়োড

  • @mdalaminroman3227
    @mdalaminroman3227 Год назад +3

    আচর কাটার চেষ্টা” শব্দটা হৃদয়ে দাগ কাটার মত কিবরিয়া ভাই

  • @asitjoardar7408
    @asitjoardar7408 Год назад +1

    Very nice boy. Nothing is useless. His history of drug addiction made him the beautiful polite man what he is today.

  • @taslimabegum2304
    @taslimabegum2304 Год назад +1

    অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তায়ালা যেন আপনার সহায় হোন।

  • @unknown559
    @unknown559 Год назад +2

    শান্তিনগর বেইলি রোডে আঁচল নামের শাড়ির দোকানটা ছিলো আমার মনে আছে স্পষ্ট। ছোট্ট বেলায় নিজের/ ভাইবোনের জন্মদিন হলেই সুইস থেকে কেক কেনা হতো, বইঘর, সাগর লাইব্রেরি থেকে বই কিংবা ঈদের/ গিফট এর শাড়ি কিনতে বেইলী রোড তো হরহামেশাই যাওয়া হতো। মগবাজার থেকে ভিকারুননিসার সামনে থেকে সুইসে যেতে বা সুইস থেকে আনারকলি মারকেটে যেতে বেইলি রোডের দুপাশের সারি সারি শাড়ির দোকানগুলোর চেহারা এখনো চোখে ভাসে। রমনী, টাটকা তাতের শাড়ি, আচল, টাংগাইল শাড়ি কুটির আরো কতো কতো শাড়ির দোকান। রিকশায় মায়ের কোলে চড়ে দোকান গুলোর নাম পড়তাম আর ডল এ পড়া শাড়ি দেখে কম্পেয়ার করতাম কোনটা কার চেয়ে কতো সুন্দর। তখনো নিচু নিচু বাড়ি গুলো ভেংগে, বহুতল ভবনে বেইলি স্টার ফিয়েস্তার মতো শপিং মল, ইনফিনিটি মল আর কেফসি, পিজা হাটের মতো ভুরি ভুরি খাবারের দোকান হয়নি। রোড সাইড শাড়ির শোরুমের সারিগুলো দেখতে কী ভালো লাগতো। মধ্যবিত্ত অভিজাত আর ছিমছাম ব্যাপার ছিলো বেইলি রোডে।
    ওই শাড়ির দোকান গুলো টুপটাপ গায়েব হতে হতে এখন ৭-৮ টার মতো দোকান বেচে আছে। ওইপথ দিয়ে যাতায়াত এর সময়, প্রায়ই ভাবতাম ছোটবেলার সেই শাড়ির দোকান গুলো কই হারায় গেলো!
    এই আঁচল শাড়ির কথা ভুলেই গিয়েছিলাম। আজ এই গল্প আমার ছোটবেলা মনে করিয়ে দিলো। আর এই আঁচল শাড়ির দোকানের সাথে জড়িত গল্পটাও যে এমন কখনো কী ভেবেছিলাম?

    • @Abulkashemshaon
      @Abulkashemshaon Год назад

      হ্যাঁ সম্পুর্ন সত্য মতামত দেয়ার জন্য ধন্যবাদ। আমার কেন জানি মনে হয় ওই সময় টা আর ফিরে আসবে না। এখন সব কিছু কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে

  • @aburafemdrafi3628
    @aburafemdrafi3628 Год назад

    Alhamdulillah apni asthe peresen,

  • @selaakter2062
    @selaakter2062 Год назад +4

    কিবিয়া ভাইয়া এগিয়ে যাবেন ভালো থাকবে 🙏🙏🙏

  • @kawserahmed8013
    @kawserahmed8013 Год назад +1

    অসাধারণ সুন্দর ভাই এর জন্য দোয়া এবং শুভকামনা ❤❤❤🌹🌹🌹

  • @arifaakhter3650
    @arifaakhter3650 Год назад +4

    সত্যি একটা শিক্ষনিয় গল্প ।

  • @mdmaksud2089
    @mdmaksud2089 Год назад

    অনেক কিছু শেখার আছে এই এপিসোড দেখে আপন ঠিকানার সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালবাসা রইলো ❤❤❤

  • @ankitabose14
    @ankitabose14 Год назад +1

    Bahh .khub valo lglo story ta❤. Best of luck for your new life.

  • @ummzahrahsadia7355
    @ummzahrahsadia7355 Год назад +3

    যাদের বাসায় উঠতি বয়সী ছেলে-মেয়ে আছে সেই সমস্ত মা-বাবাদের অবশ্যই এই এপিসোডটি শোনা উচিত,
    উথটি বয়সে ছেলে মেয়েরা কি করে না করে কদের সাথে মিশে এগুলো বাবা মাকে খুব খেয়াল রাখতে হয়।
    একদম লাস্টের দিকে উনার পরামর্শটি খুব ভালো লেগেছে।

  • @mdabdullahksa8252
    @mdabdullahksa8252 Год назад +1

    অসাধারণ অসাধারণ এবং অসাধারণ ❤❤❤❤

  • @mokhosh6990
    @mokhosh6990 Год назад +4

    Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah now you recover & successful, now you established in Finland , do something for Bangladeshi people , do something for country & people its best things. Allah bless YOU & your whole family

  • @mm_ratul
    @mm_ratul Год назад +1

    Oh My God, It's incredible.

  • @Nilufar_runa
    @Nilufar_runa Год назад +3

    আলহামদুলিল্লাহ। দোয়া রইলো অনেক অনেক।

  • @mdkefayetullah8196
    @mdkefayetullah8196 Год назад +3

    অসাধারণ, অসাধারণ, অসাধারণ

  • @ParomitaDebnath-b7l
    @ParomitaDebnath-b7l 9 месяцев назад +1

    অসাধারণ।

  • @tauhidbd
    @tauhidbd Год назад +3

    অসাধারণ। দুজনের জন্যে দোয়া রইল।

  • @কতদরপরষসক
    @কতদরপরষসক Год назад +2

    ভালো লাগছে ভাই। চোখের পানি ধরে রাখতে পারিনি। আমিও ফিরে আসতে চাই আপনের মত সুন্দর জিবনে। আমিও একধরনের নেশায় আসক্ত যেটা শুদু আমি জানি। দোয়া করবেন সবাই

    • @raishasworldr.w.9783
      @raishasworldr.w.9783 Год назад

      chinta korben na manush chaile sob pare.. allahr upor vorosa rakhen

    • @lailayesmin100
      @lailayesmin100 Год назад

      ভাই ফিরে আসেন।
      চাইলে আপনিও পারবেন।
      আল্লাহ আপনার সহায় হোন।
      দোয়া রইলো।

    • @Abulkashemshaon
      @Abulkashemshaon Год назад

      Just avoid the old life style and try to be honest with yourself 😊

  • @mdromjansikder1803
    @mdromjansikder1803 7 месяцев назад

    গল্পটা শুনে সত্যি অনেক কিছু শিখলাম

  • @jannatulferdous9598
    @jannatulferdous9598 Год назад +1

    আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

  • @monowarahosen6587
    @monowarahosen6587 10 месяцев назад

    অনেকবার এপিসোড টা দেখলাম।অনেককিছু শিখেছি,আরও শিখার চেষ্টা করছি।

  • @habibanasser7947
    @habibanasser7947 Год назад +1

    Alhamdulillah. Apni ondhoker jogot theke fire ashte parsen Allahr issai shejonno apni 5 times pray korben shukria adai korben shobshomoy.