বাংলায় বুদ্ধিজীবীরা কেন এত বদনাম? অতীত অন্য কথা বলছে | Kunal Bose

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2024

Комментарии • 920

  • @sabitrimajumdar1121
    @sabitrimajumdar1121 2 месяца назад +84

    একটি মন ছুঁয়ে যাওয়া আলোচনা, বাঙালি বুদ্ধিজীবীর সংঘা ভুলে গিয়েছিল,মনে করিয়ে দেওয়া, মানে বুঝিয়ে দেবার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @shibanidas5234
    @shibanidas5234 2 месяца назад +38

    খুব প্রাসঙ্গিক আলোচনা। আজকের যুগে তো বুদ্ধিজীবী একটা গালাগাল হয়ে দাঁড়িয়েছে।

    • @shibsankarchakraborty4560
      @shibsankarchakraborty4560 Месяц назад

      Trinamuler budhhijibira sab vatajibi vatatai ara khusi suboptasanna nrisinhavaduri gautam ghose avirup sarkar sirsendu mukherji ader akhon kono income nai tai ara pisisir tacbedari krchhe sudhu takar jannai ader merudanda beke gachhe

  • @pranabdutta7427
    @pranabdutta7427 2 месяца назад +64

    বুদ্ধিজীবী সম্মন্ধে আলোচনাটি যথেষ্ট সময়োপযোগী। অনেক তথ্য জানা গেল এবং খুব ভালো লাগলো। ধন্যবাদ।

  • @sreelekhapal9181
    @sreelekhapal9181 2 месяца назад +33

    খুব সুন্দর বলেছেন। "বুদ্ধিজীবী" সম্পর্কে আমার ধারণাটা আজ পরিস্কার হলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় 🙏

  • @mitadutta-ol2iz
    @mitadutta-ol2iz 2 месяца назад +75

    খুব ভালো লাগলো। সত্যি সত্যিকারের বুদ্ধিজীবী আজকের দিনে খুবই দূর্লভ।

    • @asitkumarghoshal8988
      @asitkumarghoshal8988 Месяц назад

      এই বুদ্ধিজীবীদের তকমা আমরা লাগিযেছে ,তাই ওদের কোন দোষ নেই, এদের বাযোডাটা না দেখে ওদের। এই চেয়ারে বসিযেছেন.তাই সস্তায যদি পাওয়া যায তাতে , তাতে দোষ কিসের ?

  • @ranjitbasu5875
    @ranjitbasu5875 Месяц назад +1

    চমৎকার, খুব ভালো লাগলো এই রকম বিশ্লেষন আর ও শুনতে চাই।

  • @asitranjanchakrabarti1107
    @asitranjanchakrabarti1107 2 месяца назад +15

    প্রশ্নটা আমার মনে ও অনেক দিন ধরে বাসা বেঁধে ছিল। উত্তর খুঁজতে যেয়ে শুধু হোঁচট খেয়েছি। আপনার প্রতিবেদন আশ্বস্ত করেছে ই শুধু নয়, অন্ধকারে আলোও জ্বেলেছে। মানুষ হিসেবে ই ওরা আমাদের মতো সাধারণ থাক না।অযথা জ্যাক বসিয়ে বড়ো করা কেনো? অর্থ ক্ষমতা আর আধিপত্য লাভ যাদের জীবনের লক্ষ্য তারা বুদ্ধিজীবী! হে ঈশ্বর! তুমি এই দেশকে রক্ষা করো। এখানে যে সবাই গান্ধারী ।

  • @sailendey9427
    @sailendey9427 Месяц назад +1

    অত্যন্ত প্রাসঙ্গিক তথ্যসমৃদ্ধ মূল্যবান আলোচনা।

  • @daliaguha5385
    @daliaguha5385 2 месяца назад +25

    খুবই প্রশংসনীয় প্রতিবেদন💖🙏

  • @sudeepabiswas487
    @sudeepabiswas487 2 месяца назад +19

    বেশ ভালো লাগল। খুব সুন্দর ভাবে বোঝালেন "বুদ্ধিজীবি" কাদের বলব।

  • @pralaytalapatra3502
    @pralaytalapatra3502 Месяц назад

    খুবই মূল্যবান বিশ্লেষণ।

  • @hasibulseikh13
    @hasibulseikh13 2 месяца назад +11

    বুদ্ধিজীবী সম্পর্কে এই আলোচনাটি যথেষ্ট সময়োপযোগী। খুব ভালো লাগলো। সত্যি কারের বুদ্ধিজীবী আজকের দিনে খুব দূর্লভ।

  • @brototiroy1114
    @brototiroy1114 Месяц назад

    খুব ভালো । প্রাসঙ্গিক ও তথ্য নির্ভর ।

  • @ami_ar_amra
    @ami_ar_amra 2 месяца назад +7

    তোমার প্রতিটি প্রতিবেদনই গভীর মনন - সমৃদ্ধ ; অন্য সকলের কাজের থেকে অনেক বেশি উচ্চতায় উজ্জ্বল।
    ইঙ্লিশ শব্দ ইন্টালেকচুয়াল এর আসল বাংলা হওয়া উচিত মননশীল ।
    পরিশ্রম এর সাথে বুদ্ধি দিয়ে জীবন ধারণ করে শ্রমিকরাও কৃষকরাও।
    তুমি আমাদের বিচারে অবশ্যই ইন্টালেকচুয়াল বিশেষণের জন্য বিশেষ ভাবে যোগ্য।

  • @bratatibiswas3836
    @bratatibiswas3836 2 месяца назад +38

    আপনার বলা কথাগুলো বুদ্ধি দিয়ে বিচার করেই হৃদয় কুঠুরিতে যত্নে রেখে দিলাম।

  • @dhirasinha8758
    @dhirasinha8758 Месяц назад

    খুব ভালো লাগলো উচিত কথাবলার জন্য

  • @NilkanthaBiswas-xw1fj
    @NilkanthaBiswas-xw1fj 2 месяца назад +7

    অয়্যন্ত সুন্দর দর্শন। মনে হয় I am Bose রকজন উচ্চ মানের ইউ টিউবার। আজ হটাৎ আপনার কথ শুনে খুবই আনন্দ পেলাম।

  • @alpanadey807
    @alpanadey807 Месяц назад +1

    যারা অভিনয় করে তারা কি করে বুদ্ধিজীবী? সংলাপ লেখা অভিনয় করে যারা টাকা রোজগার করে তাদের থেকে ডাক্তার মোক্তার ইন্জিনিয়ার বা সরকারি চাকুরেদের বূদ্ধিনেই না শিক্ষা নেই? যে তাদের কে বুদ্ধিজীবী বলা হয়না। আপনি খুব ভালো বিবেচনাধীন বক্তব‍্য রেখেছেন। ধন‍্যবাদ।

    • @asimananda1982
      @asimananda1982 Месяц назад

      কুনাল বাবু , আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আপনার এই প্রতিবেদন সমাজের বৌদ্ধিক ও বৈবহারিক উভয় ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে । আপনার পরিশ্রম সার্থক হবে, মেকি বুদ্ধিজীবীদের মাঝে সমাজ প্রকৃত বুদ্ধিজীবীদের পাবেই পাবে, তেমন সৎসাহসী সমাজকল্যাণকারী পরিশ্রমী মানুষ মাঝে মাঝে় হারিয়ে গেলেও আবার দেখা হবে তাদের সাথে, নতুন অবয়বে, মানবতাবাদের উদার-উন্মুক্ত প্রাঙ্গনে ।

  • @sanjitdas9583
    @sanjitdas9583 2 месяца назад +2

    কুনাল দা অসাধারণ প্রতিবেদন, আমি অনেক উত্তর পেলাম " বুদ্ধিজীবী "সম্পর্কে।

  • @dipakkumarde39
    @dipakkumarde39 2 месяца назад +12

    আপনার মূল্যবান বিশ্লেষনের জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধেয় উৎপল দত্ত বুদ্ধিজীবীদের সম্পর্কে বলেছিলেন এরা বুদ্ধিজীবী নয় এরা সব বুদ্ধিবাজ।

  • @GolperSiriBeye
    @GolperSiriBeye Месяц назад

    সহমত। যুক্তিগ্রাহ্য বিশ্লেষণ। অভিনন্দন 🌹

  • @shubhashreeghosh7572
    @shubhashreeghosh7572 2 месяца назад +9

    ,,🙏♥️ আপনার যুক্তিবাদী ভাবনা র সাথে আমিও একমত। তবে,,এই পরিস্থিতিতে যারা অসততার প্রতীক, দূর্নীতিবাজ মমতার বিরুদ্ধে মুখ না খুলছেন,, তারা সমাজের মানুষের পাশে নেই,,। ♥️🙏🔥

  • @swapanbhattacharjya7700
    @swapanbhattacharjya7700 Месяц назад +1

    আপনাকে নমস্কার .....
    দারুন বিশ্লেষণ ........
    আপনাকে নমস্কার .....

  • @susmitabanerjee7277
    @susmitabanerjee7277 2 месяца назад +3

    খুব ভালো লাগলো। এত পরিশীলিত, মার্জিত উচ্চারণ, কথা বলার ভঙ্গি যে মুগ্ধ হলাম। তার সাথে সাথেই ঋদ্ধ হলাম আলোচনার বিষয়বস্তু শুনে।

  • @rabikumarsaha736
    @rabikumarsaha736 Месяц назад

    খুব প্রাসঙ্গিক। খুব ভাল লাগল।

  • @GurupadaDas-pr1nt
    @GurupadaDas-pr1nt 2 месяца назад +6

    বুদ্ধিজীবী সম্পর্কে আমাদের যে ধারণা আমাদের মাঝে আছে বা জেনেছি অনেকটা ভুল ভেঙে গেল ধন্যবাদ দাদাকে

  • @birenghosh1174
    @birenghosh1174 Месяц назад +1

    Darun,jukti purno

  • @sutapasengupta281
    @sutapasengupta281 2 месяца назад +5

    আজকের সময়ে দাঁড়িয়ে, এই প্রতিবেদন টি শোনার বোধ হয় খুবই প্রয়োজন ছিল, ধন্যবাদ।

  • @subodhruj8478
    @subodhruj8478 Месяц назад

    খুবই ভালো লাগলো। অনেক কিছু জানলাম

  • @malaykantijana9661
    @malaykantijana9661 2 месяца назад +3

    দারুন, অনেক গবেষণা করে তৈরি করেছেন। ধন্যবাদ। খুব ভালো লেগেছে।

  • @ashishmoydey1748
    @ashishmoydey1748 2 месяца назад +6

    আপনি সাহস করে বাংলার বুদ্ধিজীবী র ব্যাখ্যা করলেন।। হ্যাটস অফ🙏

  • @bronzeman7535
    @bronzeman7535 Месяц назад

    Outstanding subject & explanation.
    Thank you .

  • @tultulroysaha5477
    @tultulroysaha5477 2 месяца назад +4

    যথাযথ বলেছেন আপনি,,,প্রত্যেকটি কথা খুব সুন্দরভাবে এবং উদাহরণ স্বরূপ উপস্থাপন করেছেন,, খুব ভালো লাগলো 👏🙏

  • @SamirBose-z7b
    @SamirBose-z7b Месяц назад

    Aapnar analysis budhijibir opor akdom perfect in todays context.

  • @sujoymukherjee4471
    @sujoymukherjee4471 2 месяца назад +7

    I appreciate those Bengali told " Chati chata " to few intelactual and asked them to Go back. It's great sign for new Bengal..... Please keep maintaing success will come.

  • @sudiptadas3138
    @sudiptadas3138 Месяц назад

    Anek anek asirbad roilo

  • @bibhasdhali3840
    @bibhasdhali3840 2 месяца назад +7

    পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী র এখন আর বুদ্ধিজীবী নয় কুবুদ্ধি জীবি ,, থ্যাংকস বোস খুব সুন্দর বললেন

  • @bunamittra6370
    @bunamittra6370 Месяц назад

    দারুন হয়েছে লেখা টা কুনাল।জয় হিন্দ।

  • @Rousseau123
    @Rousseau123 2 месяца назад +17

    ১৯৯৩ সালে, কলকাতা দূরদর্শনে নচিকেতাকে একটি সাক্ষাৎকারে বলতে শুনেছিলাম যে তাঁর জীবনের আদর্শ নাকি American লেখক Jack London । এর কারণ হিসেবে তিনি বলেন আমেরিকান সাহিত্যে আমি-তুমি-প্রেম ছাড়া আর কিছু ছিল না তখন Jack London এর গল্পের নায়ক একটি কুকুর (The call of the wild উপন্যাস)। আমি সবে কৈশোরে, এই বক্তব্যটিকে তাচ্ছিল্য করার বুদ্ধি, পড়াশোনা আমার ছিলনা। তবে আমার দাদু করে ছিলেন। পরবর্তী কালে পরিপক্ক হওয়ার পর বুঝেছিলাম, দাদুর ওনাকে তাচ্ছিল্য করাটা ঠিকই ছিল যদিও Jack London এর সম্মান এতটুকু খর্ব না করেই বলছি। আর একটা জিনিস অনুধাবন করতে পেরেছিলাম যে Jack London- আদর্শ, এটা অন্য কারো থেকে ধার করে বলা কথা in order to sound like cerebral and different.
    নচিকেতা নামক so called বুদ্ধিজীবির মুক্ত ছড়ানোর গল্পটি কে anecdote হিসেবে share করলাম।
    পুনশ্চ: Jack London খুব বড় মাপের সাহিত্যিক মানতে পারছি না যিনি আমেরিকান সাহিত্যেকে কোন crisis থেকে রক্ষা করেছিলেন। অদ্ভুত বিষয় নিয়ে লিখতেন , সেটা appreciable. হয়তো কম বয়সে মৃত্যু না হলে খ্যাতনামা হতেন।

    • @Milan7007
      @Milan7007 2 месяца назад

      asole manus er asol rup ta dekha jai jokhan manush mone kore se crime kore ba crime er somorthon kore paar peye jabe.......tmc er somoy buddhijibi-ra dekhiyeche je tara jodi sujog pai tahole tara kotota niche namte pare

    • @arnabmajumdar9710
      @arnabmajumdar9710 2 месяца назад

      ভাল লাগল , বাংলায় আপনার মত লোক এখন ও আছেন।

    • @Rousseau123
      @Rousseau123 2 месяца назад

      @@arnabmajumdar9710 ধন্যবাদ দাদা।

  • @jitendranathtewari4033
    @jitendranathtewari4033 Месяц назад

    সত্যিই খুব ভাল লাগল, আমি ঠিক এমনটাই বুদ্ধিজীবীদের নিয়ে
    শুনতে চেয়েছিলাম।

  • @staytunedwithmanik9319
    @staytunedwithmanik9319 2 месяца назад +3

    এতো সুন্দর ব্যাখ্যা, এতো সুন্দর করে বললেন এই ব্যাপারটা, কোনো মানুষের কোনো খারাপ লাগার কথাই না। 🙏

  • @probirdey4004
    @probirdey4004 Месяц назад

    অসাধারণ পরিবেশন !

  • @sachindranathmandal6890
    @sachindranathmandal6890 2 месяца назад +13

    বুদ্ধিজীবীর সঙ্ঘা সত্যিই অতুলনীয়, তাদের নিজ নিজ সৃজনশীলতার দ্বারা সমাজের মঙ্গলসাধন সেই অর্থে একজন ও পাওয়া যাবেনা।

  • @GayatriChakrabarty
    @GayatriChakrabarty Месяц назад

    Apuuurbooo. Ei vabe Tumi amader shekhao. Thank uuu.God bless u my dear friend ❤ jio hajaro saal.❤

  • @bkDhar-rf5md
    @bkDhar-rf5md 2 месяца назад +3

    এটা ই প্রকৃত বুদ্ধিজীবি এর বয্আখ্আ।ধন্যবাদ কুনাল বাবু

  • @chandankar4308
    @chandankar4308 Месяц назад

    অসাধারন এবং সময় উপযোগী।

  • @parthadas-no3wd
    @parthadas-no3wd 2 месяца назад +8

    ............. নেতাজি সম্পর্কিত আরো অজানা তথ্য দিলে ভালো হয় ..... অন্তত একটি জায়গায় স্থায়ী ও নিয়মিত ভাবে নেতাজী-চর্চা হোক.... অবশ্যই ব্যক্তিগত মতামত ..... গ্রহনযোগ্য না হলেও অসুবিধা নেই।
    🇮🇳🙏🌹🙏🇮🇳

    • @samarjitdas4968
      @samarjitdas4968 2 месяца назад

      আজকের নেতাজি তো এই দুর্বিসহ সামাজিক পরিস্তিতির বিরুদ্ধেই লড়াই চালাতেন যা ছিল সেদিন ব্রিটিশ শাসকের বিরুদ্ধে। এটা নেতাজিকে না চিনলে না জানলে বোঝা সম্ভব না। আজ বাংলার লড়াই টা ব্রিটিশ দের বিরুদ্ধে লড়াইয়ের থেকেও কঠিন কারন আজ বাংলার শাসক ইংরেজদের থেকেও বেশি নর্মম। আজ নেতাজির বড়োই প্রয়োজন । সেদিনের থেকেও বেশি।

  • @tarunsen4185
    @tarunsen4185 Месяц назад

    নিঃসন্দেহে প্রচুর তথ্য, তত্ত্ব এবং যুক্তি দিয়ে সুন্দরভাবে সাজিয়েছেন। আমার মাঝে মাঝে মনে পড়ে যাচ্ছিল অনুষ্টুপ পত্রিকার বুদ্ধিজীবী বিশেষ সংখ্যার কথা। সেখানে আমি দুটো সাক্ষাৎকার নিয়েছিলাম শমীক বন্দ্যোপাধ্যায় এবং শঙ্করলাল ভট্টাচার্যের বুদ্ধিজীবী প্রসঙ্গে। আপনার মতনই বিষয়টা ছিল বুদ্ধিজীবী কাকে বলে ? এবং কাদের বলব বুদ্ধিজীবী ?
    যাই হোক, আপনার উপস্থাপনা আমি আগেও শুনেছি আমার কাছে আকর্ষণীয়। ধন্যবাদ।

  • @kamalendughosh503
    @kamalendughosh503 2 месяца назад +3

    এই রকম জোরালো বিস্তারিত সমালোচনা খুব কম শোনা যায়।অসাধারণ।

  • @asimdas2772
    @asimdas2772 Месяц назад

    অসাধারন প্রতিবেদন। আপনাকে ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দনের সাথে আগামী এমনই আরও সুন্দর প্রতিবেদনের অপেক্ষায় থাকলাম

  • @dutta5969
    @dutta5969 2 месяца назад +2

    অসাধারণ বিশ্লেষণ...

  • @ashishghosh1538
    @ashishghosh1538 Месяц назад

    অপূর্ব, অসাধারণ উপস্থাপনা।

  • @madhumitadas9340
    @madhumitadas9340 2 месяца назад +3

    খুব সুন্দর লাগলো দাদা। জয় হিন্দ।

  • @shyamalghosh2669
    @shyamalghosh2669 Месяц назад +1

    বুদ্ধি জীবি কারে কয় । বুদ্ধি জীবির সঙ্গা নিয়ে আপনি যা বললেন এর পর আর কিছুই আমার বলার নেই। সঠিকভাবে তুলে ধরেছেন । বিশ্বের গুনি জন দের কথা যেভাবে তুলে ধরেছেন অপূর্ব। ধন্যবাদ আপনাকে। আর যদি সম্ভাবনা থাকে তবে পুস্তক আকারে প্রকাশ করুন ।

  • @IASART-xf1nq
    @IASART-xf1nq 2 месяца назад +4

    "পরহিত করিব বলিলেই পরহিত করা যায় না, পরহিত করিবার অধিকার থাকা চাই।"-আর এই অধিকার পরিশ্রম করে অর্জন করতে হয়। বর্তমানে যাঁরা নিজেদের বুদ্ধিজীবী বলে মনে করেন, তাঁরা বেশিরভাগই সাধারণ মানুষের থেকে নিজেদের আলাদা করে রাখেন। মাসের পর মাস, বছরের পর বছর সমাজের সাধারণ মানুষ কত কষ্টে জীবন ধারণ করছেন তা তাঁরা বোঝার ও চেষ্টা করেন না।
    যখন তাঁদের আতে ঘা লাগে তখন তাঁরা ত্রাহি ত্রাহি রব ছাড়েন। আর রাস্তায় নেমে বলেন, "আমি তোমাদেরই লোক"।
    এই গ্লোবাল ইন্টারনেটের যুগে মানুষকে বোকা বানানো এত সহজ ব্যাপার নয়। বুদ্ধিজীবীদের উচিত বুদ্ধিটা কে শুধু নিজের জন্য নয়, সমাজের উপকারে লাগানো। তবেই বর্তমান সমাজ তাঁদের প্রকৃত বুদ্ধিজীবী বলে মেনে নেবেন।

  • @arijitdattagupta7941
    @arijitdattagupta7941 Месяц назад +1

    খুব ভাল। সময়োপযোগী । স্পষ্ট উচ্চারণ। কন্ঠস্বর আকর্ষণীয়।

  • @sutaparoychowdhury8368
    @sutaparoychowdhury8368 Месяц назад

    খুব ই প্রাসঙ্গিক আলোচনা। খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন বুদ্ধি জীবী কিকে বলে? বুদ্ধি জীবী এখন একটা গালাগালি তে পরিনত হয়েছে। ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগল।

  • @avijitroy4490
    @avijitroy4490 2 месяца назад +5

    যিনি সৎ, জ্ঞানী, বিচক্ষণ, নির্ভীক যার বিবেক সদাই জাগ্রত তিনিই শুধুমাত্র বুদ্ধিজীবী।।

  • @shyamalsaha8769
    @shyamalsaha8769 Месяц назад

    Excellent discussion and exlplaination.

  • @SamuGanguly-o2e
    @SamuGanguly-o2e 2 месяца назад +7

    একদম সত্যি কথা বলেছেন। ধন্যবাদ নির্ভিকতার সঙ্গে সত্যি টা তুলে ধরার জন্য।

  • @biswanathchakraborty5376
    @biswanathchakraborty5376 Месяц назад

    আপনাকে সেলাম জানালাম ।খুব ভালো লাগলো।

  • @samarsinha4746
    @samarsinha4746 Месяц назад

    খুব ভালো লাগলো, আপনার এই তথ‍্যসমৃদ্ধ আলোচনা।

  • @uttamdhara6233
    @uttamdhara6233 Месяц назад

    ভালো লাগলো এবং উদবুদ্ধ হলাম। খাটি সত্য কথা বলে ছেন। 🎉🎉 জিও!

  • @dipankarghosh6642
    @dipankarghosh6642 Месяц назад

    ভীষণ সুন্দর প্রতিবেদন এবং বর্তমান বুদ্ধিজীবীদের দর্পণে প্রতিচ্ছবি দেখতে বলার মতো।

  • @ashokghosh1203
    @ashokghosh1203 Месяц назад

    অসাধারন বিশ্লষণ কুনাল। আপনি খেটেছেন ভালো বোঝা যাচ্ছে। দীর্ঘদিন থিয়েটার করার সুবাদে আমি অনেক কে দেখেছি। পরে ফাঁকগুলো আস্তে আস্তে বুঝেছি। এনাদের প্রায় কাউকেই বুদ্ধিজীবী বলা যাবে না। দু এক জন অবশ্যই ব্যাতিক্রম।

  • @sreyanayantara4322
    @sreyanayantara4322 Месяц назад

    darun adrun onek sundor ar knowledgeble akta video ... subscribe korlam ..

  • @ajitpradhan916
    @ajitpradhan916 Месяц назад

    খুব ভালো লাগলো। অনেক নতুন কথা শুনলাম। ভালো থাকবেন

  • @himadrichatterjee1838
    @himadrichatterjee1838 Месяц назад +1

    Very nice said sir 👍👍👍❤

  • @gopalchowdhury2074
    @gopalchowdhury2074 Месяц назад

    খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে এ সমাজে কত জন।আপনি আমার মেধা তালিকায় একজন বুদ্ধি জীবী। আপনাকে অশেষ ধন্যবাদ।

  • @sbtechdigital6660
    @sbtechdigital6660 Месяц назад

    Khub sundor alochona. Akhon to porijeebee der Budhdhijeebi bola hochche

  • @dhirenpal2848
    @dhirenpal2848 Месяц назад

    খুবই ভাল লাগল। এইধরনের সঠিক আলোচনা করার জন্য আপনার কে ধন্যবাদ জানাই। আজকের দিনে বুদ্ধিজীবী মানেই ধান্ধাবাজ। এইধরনের আপনার মত মতামত প্রকাশ করার প্রয়োজন আছে। আপনাকে প্রণাম জানাই।
    আমার মতামত জানালাম। ভূল হলে মাফ করবেন।

  • @somnathdas253
    @somnathdas253 Месяц назад

    Kunal da .....oshadharon.....

  • @eather2023
    @eather2023 Месяц назад

    বেশ, খুবই সময় উপযোগী ,উচ্চ মানের anchoring ,

  • @kallolehazari3701
    @kallolehazari3701 2 месяца назад +1

    Very very intellectual , eye opening & scholastic discussion . Expect more & more such deep -routed discussions . Thank you .

  • @barindrasanyal7708
    @barindrasanyal7708 2 месяца назад +1

    খুব ভাল লাগল। কষ্ট করে অনেক তথ্য সংগ্রহ করে, যুক্তিগুলি সুন্দর সাজিয়েছেন এবং বিশ্বাসযোগ্য করে তুলেছেন। অনেক content creator আজকাল অনেক বলেন, কিন্তু take-away থাকে খুব কম। আপনি তার ব্যতিক্রম। আপনাকে আরও শুনবো। ভাল কাজ চালিয়ে যান।

  • @itichatterjee4679
    @itichatterjee4679 Месяц назад

    Khub valo laglo
    Budhijibir bakhya tao khub sundar vabe bojhalen apurbo
    Thanks

  • @chandanadas4156
    @chandanadas4156 Месяц назад

    Khoob khoob valo theko baba

  • @roymansart6863
    @roymansart6863 Месяц назад

    excellent exposing description....

  • @tumpa7112
    @tumpa7112 Месяц назад

    Apni ekdom thik bolechen dada

  • @madhabdas4133
    @madhabdas4133 Месяц назад

    🙏🙏💞💞💞
    অসাধারণ প্রতিবেদন।
    💞💞💞💞💞💞💞💞💞

  • @nilaychakraborty6543
    @nilaychakraborty6543 2 месяца назад +1

    দারুন বিশ্লেষণ। আমাদের ভেবে দেখার সময় এসেছে।এই ধরনের বিশ্লেষণ আরো প্রয়োজন বিভিন্ন বিষয়ে। 👍

  • @Letsgo-qz5bw
    @Letsgo-qz5bw Месяц назад

    Bah bah khub khub khub laglo.

  • @manabrakshit5352
    @manabrakshit5352 Месяц назад +1

    ঠিক--।

  • @sukritimaiti1767
    @sukritimaiti1767 2 месяца назад +2

    অসাধারণ, অসাধারণ অন্তর দৃষ্টি। এগিয়ে যাবেন।

  • @uttamde4316
    @uttamde4316 Месяц назад

    খুব ভালো লাগলো আপনার এই প্রতিবেদন। যারা নিজেকে বুদ্ধিজীবি বলে জনগণকে বোকা বানানোর চেষ্টা করে, তাদের বলবো এই প্রতিবেদন টি একবার ভালো করে অনুধাবন করুন।

  • @sudiptaschronicle
    @sudiptaschronicle Месяц назад

    অসাধারণ তথ্য সংগ্রহ এমন প্রতিবেদন তৈরী করতে যে পড়াশুনা করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ভালোবাসা। আপনার শ্রীবৃদ্ধি হোক।

  • @indranathchakraborty2837
    @indranathchakraborty2837 Месяц назад

    কুনালবাবুকে ধন্যবাদ। অসাধারণ বিশ্লেষন ও ব্যাখ্যা।ঠিক বলেছেন।

  • @santanubanerjee3519
    @santanubanerjee3519 Месяц назад

    Splendid. Apurba. Very well said

  • @Game_virus243
    @Game_virus243 2 месяца назад +1

    💯 bhag thik dada ❤

  • @AmiyaRoy-j7q
    @AmiyaRoy-j7q 2 месяца назад +1

    Aami prabasi bangali !
    Ku nikhut aapnar bisleshan!
    As a content creator, you are doing a perfect job! Oh yes! Hat's off to your voice and modulation!

  • @SudhansusekharMitra-jg6wq
    @SudhansusekharMitra-jg6wq 2 месяца назад +1

    খুবই ভালো লাগলো। মানুষের মনে ধাক্কা দেওয়ার মতো কথাগুলো। আগামীতে আরও কিছু শোনার, জানার জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

    • @RontyPal
      @RontyPal 2 месяца назад

      আজকে ঋতু দা বেঁচে থাকলে যদি তিনি এই আন্দোলনে নিজের কাজের চাপে না আসতে পারতেন তাহলে কুনালের আরও একটা ভিডিও আপলোড হতো।
      ব্রাত্য আর অপর্ণা এক হয়ে গেল? মুড়ি আর মিছরি?
      জগৎ সংসারে ফুটেজ খোরের অভাবে নেই। এরা ইন্টারনেট থেকে ঝেড়ে কিছু তথ্য দিয়ে নিজেকে মহান প্রমাণ করে। অর্থাৎ ফুটেজ খায়। নাহলে চ্যানেল চলবে কি করে?
      হ্যায় ভগবান। এদের সবার নাম কুনাল হয় কেন? কেন?

  • @BapanAdhikary-j5u
    @BapanAdhikary-j5u Месяц назад

    দারুন দারুন উপস্থাপনা

  • @dhirajdutta6254
    @dhirajdutta6254 Месяц назад

    মন ছুঁয়ে যাওয়া ব্যাখ্যা

  • @sadekalimolla4490
    @sadekalimolla4490 Месяц назад

    অসাধারণ ধন্যবাদ

  • @somnathmukhopadhyay2630
    @somnathmukhopadhyay2630 2 месяца назад

    ভীষন ভালো লাগলো। এত সুন্দর উপস্থাপনা মনে রাখার মত।

  • @কবিতাগল্পকথা

    সত্যি খুব ভাল লাগল,আমরা অনেক কিছু জানতে পারলাম

  • @dinobandhudutta8056
    @dinobandhudutta8056 Месяц назад

    খুব সুন্দর লাগল। একটা কথা জুড়তে চাই এখনকার বুদ্ধিজীবীরা যে কোন ঘটনার সাত পাঁচ ভবিষ্যৎ উপায় গতিপ্রকৃতি অবস্থান না ভেবে ঝাপিয়ে পড়েন নিজেদের ভেটো দেওয়া র অছিলায়। প্রয়োজন থাকে বলে মনে করি না।🙏

  • @NiranjanBiswas-y2q
    @NiranjanBiswas-y2q Месяц назад

    Very beautiful expression about intellectuals

  • @jayantirakshit2326
    @jayantirakshit2326 Месяц назад

    Kunal I like your assessment It was nice to hear .

  • @pradipkumardas3916
    @pradipkumardas3916 2 месяца назад

    এত সুন্দর ও সহজ উপায়ে বিস্তারিত ভাবে বুদ্ধিজীবী সংঙ্গা শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই ভালো থাকবেন। আরো অনেক কিছু জানবার অপেক্ষায় রইলাম।