ঠাকুরের ষোড়শ পার্ষদ- রামকৃষ্ণ মঠ ও মিশনের রূপকার | 16 Direct Diciplies of Sri Ramakrishna

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 май 2024
  • ঠাকুরের ষোড়শ পার্ষদ- রামকৃষ্ণ মঠ ও মিশনের রূপকার | 16 Direct Diciplies of Sri Ramakrishna‪@thakurmaswamiji‬
    রামকৃষ্ণ সংঘের সৃষ্টিকর্তা স্বয়ং শ্রীরামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ হলেন তার রূপকার। কেশব চন্দ্র সেনের লেখা পোরে দলে দলে ঠাকুরের পদপ্রান্তে উপস্থিত হয়েছিলেন ভক্তরা। দক্ষিণেশ্বরে বসেই শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের বীজ পুঁতেছিলেন ঠাকুর। তাঁদের মধ্যে থেকেই ঠাকুর তাঁর ভাবী সঙ্ঘের ধারক ও বাহকদের বেছে নিলেন। গলার ব্যাধিকে অনুষঙ্গ করে, শ্যামপুকুর বাটিতে সেই বীজ অঙ্কুরিত হলো। পনেরো জন তরতাজা ত্যাগী যুবক এবং একজন বৈরাগ্য প্রবণ বৃদ্ধ শিষ্যকে শিক্ষা দিয়ে ঠাকুর নিজের মনের মতো করে গড়ে নিলেন। কাশীপুর উদ্যানবাটীতে সেই বীজ পূর্ণ বৃক্ষে পরিণত হল। এঁদের মধ্যে বারো জনকে ঠাকুর নিজে হাতে গেরুয়া বস্ত্র ও রুদ্রাক্ষের মালা দিয়ে শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের আনুষ্ঠানিক সূচনা করলেন।
    আজকের ভিডিওতে আপনাদের শ্রীরামকৃষ্ণ নির্বাচিত সেই ষোড়শ পার্ষদের নাম, তাঁদের পূর্ব পরিচয় ও বাসস্থান সম্বন্ধে বলবো, যাদের নিঃস্বার্থ আত্মত্যাগ, সুদৃঢ় সংকল্প ও অপরিসীম ভক্তির মাধ্যমে গড়ে উঠেছে আজকের রামকৃষ্ণ মঠ ও মিশন।
    ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
    আর এই ষোড়শ পার্ষদের প্রত্যেকের সংক্ষিপ্ত জীবনী সম্বন্ধে জানতে চাইলে কমেন্টে জানাবেন।
    📌 ABOUT Channel :
    চ্যানেলের বিষয়- শ্রীরামকৃষ্ণ ভাবধারার প্রচার। ঠাকুর মা স্বামীজির কথা। মঠ ভ্রমণ, তার ইতিহাস ও মিশন সংবাদ। সনাতন ধর্ম, ভক্তিবাদ ও দর্শন।
    🔔 Please Subscribe my channel to support and press the Bell icon to get notified when a new content uploaded.
    ✉️ Contact here for business purposes: thakurmaswamiji2023@gmail.com
    #thakurmaswamiji #belurmath #ramakrishna #directdiciplies

Комментарии • 96

  • @purnima_Dhar

    Joy Thakur joy maa joy swami ji tumader sri charane bhakti shardha purno shata shata koti koti pranam janailam 🙏🏻Bhagwan sri Ramkrishna dever antaranga parshad sanyasi brinda gon der sri charane bhakti shardha purno shata shata koti koti pranam 🙏🏻 Apurba sundar darun video bahut kisu jante parlam apner e onek onek antorik valo basa pranam dhanywad janailam 🙏🏻❤️

  • @gosthamalik1767

    প্রভুর আরেকজন direct disciple আছেন তিনি হলেন স্বামী নির্মলানন্দ জি মহারাজ যিনি তুলসী মহারাজ নামে পরিচিত

  • @manjumajie8027

    🕉️🙏🙏👏🌼🙏 জয় মা সরস্বতী জয় গুরুদেব গুরু পরম্পরা 🙏🌹🤚🙏 প্রণাম নাও ঠাকুর মা ও স্বামীজি ⚛️🌼🤚🙏🤚

  • @sukanyaghosh4706

    বানান ভুল সম্পর্কে সচেতন হতে হবে, আর উচ্চারণ খুব খারাপ।যেমন বোলোরাম নয় বলরাম,আঁতপুর নয় আটপুর,চাপড়া নয় ছাপড়া ইত্যাদি । কিছু মনে করবেন না,রামকৃষ্ণ মিশনের শিষ্য হিসেবে এই উচ্চারণের ত্রুটি খুব কানে লাগে।

  • @diptadas6702

    জয়তু ঠাকুর,মা,স্বামিজীর জয়🙏🌺🌺🌺🌺

  • @rajadey7234

    Khub valo laglo video ta dekhe

  • @krishnapadabhattacharjee9116

    জয় ঠাকুর। জয় মা জননী। জয় স্বামীজী। 🙏🙏🙏🙏🙏🙏

  • @debabratakhasnabis6060

    স্বামী সারদানন্দজীর ও স্বামী অদ্ভুতানন্দজীর নামের বানান ভুল দেখে খারাপ লাগলো। দয়া করে ঠিক করে দেবেন।

  • @shubhendusamanta1972

    Excellent। লাটু মহারাজ এর জন্মস্থান বিহারের ছাপড়া (চাপড়া নয়)।

  • @bipasamajumder4017

    খুব ভাল লাগলো ।কদিন ধরে আমার মনে প্রশ্ন জাগছিল ঠিক অবিকল এই যে ঠাকুরের ত্যাগী পার্ষদের পূর্ব নাম কি। আজ সকাল থেকে অনেক বার ভেবেছি। ঠাকুর ও মায়ের এমন কৃপা এই ভিডিও মাধ্যমে জানতে পারলাম। জয় মা জয় ঠাকুর 🙏 🙏

  • @chandidassarkar4799

    Joy Thakur Shri Shri Ramakrishna Paramhansadeva Joy Holy Mother Sarada Devi Joy Swamiji Maharajjee. Bhaktipurno Pranam janai.

  • @snehamoyghosh8504

    Khub bhalo laglo

  • @bithidutta4972

    khub bhalo laglo ,

  • @user-em7vp7sm9x

    Vishan valo laglo Jyoti sri ramakrishna joy maa swamiji pronam

  • @bithidutta4972

    joy,,, রামকৃষ্ণ

  • @shikhachakraborty6467

    Amrita Mahapurush der katha sunte peye amra dhonnyo holam. Joy Thakur joy Ma joy Swamiji joy Guru.

  • @Monika_Chatterjee

    Jay ramkrishna

  • @sanjuktaghatak8808

    জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজী।

  • @MalinaBiswas-rk6nc

    খুব ভাল লাগল। জযতূ ঠাকুর শ্রীরামকৃষ্ণ।