যে গল্প রূপকথাকে ও হার মানায় ! Branding Bangladesh I Episode: 34 I Mizanur Rahman I RJ Kebria I

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 апр 2022
  • Mizanur Rahman is a pilot by profession. But it was not easy for him to come to this career. He had to take many challenges in his life. He is highly educated even though he does not have family support. And has established himself as an icon in society. His life story will inspire many.

Комментарии • 8 тыс.

  • @playenjoy6751
    @playenjoy6751 2 года назад +114

    আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে তার মা 2.5 year তার সাথেই ছিল❣️

  • @sogo-dhaka
    @sogo-dhaka 2 года назад +26

    মনমুগ্ধ হয়ে শুনলাম..... অসাধারণ ভাবে বললেন ও উনি..... চোখ ভিজে আসলো
    ঐ সৎ মা নিচ্ছই তার কৃতকর্মের ফল ভোগ করেছে??

  • @ShakilaMisu
    @ShakilaMisu 3 дня назад +3

    গল্পটা শুনে নিজেকে অনেক বেশি অপরাধী মনে হলো। একটা মানুষ এতটা যুদ্ধ করতে পারে। আপনাদের জন্য শুভকামনা ও অনেক অনেক ভালোবাসা রইলো।

  • @nayemcoxbd180
    @nayemcoxbd180 6 месяцев назад +65

    40-45 মিনিটের নাটক দেখতে বিরক্ত লাগে, কিন্তু এই 1ঘন্টা 22মিনিট ভিডিওটি আমি কিভাবে দেখলাম কখন সময় শেষ হল টেরও পাইনি,,,স্যালুট স্যার❤কেউ দেখে শিখে আবার কেউ ঠেকে শিখে,,, মানুষের জীবনের রং যে কত কালার ও কি কি আল্লাহ ভালো জানে,😢😢😢😢

  • @mdzinderali6646
    @mdzinderali6646 2 года назад +167

    A to Z গল্পটা শুনলাম চোখ দিয়ে অঝোরে পানি পড়ল।আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী।

    • @Nizgamer29
      @Nizgamer29 4 месяца назад +1

      আপনি কি আর কখনো আপনার মার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন নাই

  • @asifulislamh
    @asifulislamh 11 месяцев назад +53

    সত্যি বলতে আমি উনার জীবন গল্প শুনে কেঁদে ছি।
    অসাধারণ আত্মবিশ্বাসী একজন মানুষ উনি।❤

  • @user-oy9qu3dq1l
    @user-oy9qu3dq1l 9 месяцев назад +28

    আল্লাহ কিনা করতে পারেন আল্লাহু আকবার, ওনার স্বপ্ন থেকে এক চুলও লড়েনি ওনার দৃঢ়তা মানসিকতা প্রখর ধন্যবাদ ওনাকে।

  • @amenakhatun4645
    @amenakhatun4645 9 месяцев назад +53

    আমি কি লিখব ভাষা খুঁজে পাচ্ছিনা, তবে পুরোটাই মনোযোগ দিয়ে শুনেছি। উনার কথা শুনে কখনো মনের অজান্তেই কেঁদেছি আবার নিজের মনে শক্তি যুগিয়েছি। হতাশ না হয়ে স্ট্রাগল করার মানসিকতা তৈরি করতে হবে। উনি আসলে অত্যন্ত মেধাবী ছিলেন তাই উনার এতদূর এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উনার নসিবটাও ভালো রেখেছিলেন তাই ভালো একজন জীবনসঙ্গিনী পেয়েছেন। উনার জীবন কাহিনীটা সবার শুনা উচিত বিশেষ করে আমাদের ছেলে-মেয়েদের। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন এবং সুখে শান্তিতে থাকার তৌফিক দান করুন।
    কিবরিয়া ভাই সত্যিই আপনার জন্য গর্ব হয় কারণ আমাদের বগুড়ার ছেলে আপনি। কি প্লাটফর্মটাই না আপনি তৈরি করলেন। আমি তিন ঘন্টার মুভি দেখিনা, একটা নাটক দেখলেও কেটে কেটে দেখি। ইউটিউবে নানান রকম ভিডিও দেখি কিন্তু এতো সময় ব্যয় করিনা। শুধুমাত্র আপনার গল্পগুলো মনোযোগ দিয়ে শুনি এবং কখন যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারিনা। আপনার জন্যও অনেক অনেক দোয়া ও শুভকামনা ❤

  • @makbulhossain513
    @makbulhossain513 2 года назад +51

    আমি একজন নারী। আমি কথাগুলো আমার জীবন এর সাথে মিলিয়ে দেখলাম, সবই ঠিক। কারণ আমার বাবার ও দুই পরিবার। ভাইয়া যে কষ্ট গুলো বলেছেন একই কষ্ট আমার বড় ভাই করেছেন। এখনো করছেন।

  • @azizulwadudbahar1695
    @azizulwadudbahar1695 2 года назад +838

    ফ্লাইট ক্যাপ্টেন মিজান সাহেবকে নিয়ে আরো একটি পর্ব করার জন্যে কিবরিয়া সাহেবকে অনুরোধ করছি। ওই পর্বটিতে উনার মা-বাবার সর্বশেষ অবস্থা, ভাইবোন, উনার সেই বন্ধুটি সহ আরো অন্যান্যদের কথা তোলে ধরার জন্যে অনুরোধ করছি ।

  • @jayantamondal4496
    @jayantamondal4496 9 месяцев назад +12

    আমি পশ্চিমবঙ্গের মানুষ...প্রতিটি মানুষের বেঁচে থাকার পথে, আপনার জীবনের কন্টকময় চলার পথ অতিক্রম করে সাফল্যের চূড়ায় পৌঁছানোর ঘটনা , সবাইকে উজ্জীবিত করবে আমি নিশ্চিত। আমি বাঙালি হিসাবে গর্বিত আপনার জন্য। নমস্কার ভালো থাকবেন। ❤

  • @user-kt3in2zb1b
    @user-kt3in2zb1b 6 месяцев назад +9

    ছোট বেলায় বাংলা মুভি দেখতাম, মাঝে মাঝে অতি কাল্পনিক মনে হতো... কিন্তু আজকের গল্পটি... মিজানুর স্যারের জীবনের ঘটনা প্রবাহগুলো... সবকিছুকে ম্লান করে দিয়েছে... শুনতে শুনতে চোখদুটো ভিজিয়েছি কয়েকবার.... ভালো থাকুন মিজানুর স্যার... আর অসংখ্য ধন্যবাদ প্রিয় কিবরিয়া ভাইকে...❤

  • @engr.md.rafiqulislam3860
    @engr.md.rafiqulislam3860 2 года назад +325

    মিজান সাহেবের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে বেশ ক'বার! সজ্জন ব্যক্তি এবং কর্মজীবনে সফল একজন মানুষ!
    জীবনের গল্পটা এভাবে জানতাম না।
    শ্রদ্ধা বেড়ে গেল।

  • @harmonicsongit-samitadasgu1276
    @harmonicsongit-samitadasgu1276 2 года назад +26

    বাংলাদেশ শুধু নয় ভারতবর্ষ থেকেও ওনার সব জীবনের কাহিনী শুনলাম।শেষ ভালো যার সব ভালো। উদ্দম থাকলে যে একজন মানুষ শূন্য থেকে শুরু করে কোন জায়গায় পৌঁছাতে পারেন উনি তার উদাহরণ।ভারতবর্ষের এক বোন অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা পাঠালো।

  • @arzuarman2015
    @arzuarman2015 9 месяцев назад +11

    গল্পটা প্রথম শুনি বাবার মোবাইল ফোনে। বাবা রেগুলার একজন শ্রোতা। উনি সব গল্প শোনেন। আর তারপর আমাকে শোনান। ভাগ্য আর নিজের ওপরে বিশ্বাস থাকলে আসলে জয় করা সম্ভব। 🙂
    দোয়া রইলো স্যার। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ 🙂

  • @gcdattashankar8438
    @gcdattashankar8438 4 месяца назад +7

    অসাধারণ!! যতই শুনেছি মুগ্ধ হয়েছি। জীবন যুদ্ধে জয়ী একজন মানুষ। শুভ কামনা রইল। Branding Bangladesh কে ধন্যবাদ।

  • @sadekrahman1
    @sadekrahman1 2 года назад +67

    জন্মদাতা এমন ও হয় !!!! 😢😢😢 আপনি অবিবেচক নন, আপনার কস্ট,ধৈর্য,পরিশ্রম, সাফল্য সত্যি জীবন যুদ্ধের এক শ্রেষ্ঠ অনুপ্রেরণা দেয়। সফলতার এক অনন্য উদাহার। শুভ কামানা আপনার জন্য।🌷🌷

    • @amaduddin3031
      @amaduddin3031 3 месяца назад

      Ha bhai hoy bilive korben ki na Jani na Amar baba o Kom noy onar baba theke

  • @ShaDow-vq1mo
    @ShaDow-vq1mo Год назад +94

    একেই বলে প্রাণ ভয়ে দৌড়ানো .... যার জন্য আজ আপনি সফল। স্যালুট স্যার, আপনাকে 😍

  • @arinarahman3758
    @arinarahman3758 Месяц назад +6

    He is the kindest interviewer I've ever seen and very patient. Mashallah. Even the pilot is the same as him

  • @md.kamalpasha54
    @md.kamalpasha54 5 месяцев назад +3

    মানুষের জীবন যে এতো দুঃখ-কষ্ট থাকতে পারে। এই জীবন গল্পগুলো না জানলে অনেক কিছু অজানায় থেকে যেন।
    আসলে আল্লাহ উত্তম ফয়সালা দানকারী। দুঃখের পর সুখ দেন।
    ভদ্রলোকের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

  • @niloyhasannil6107
    @niloyhasannil6107 2 года назад +13

    নিজের অজান্তেই যেন স্যার কে স্যালুট কতে ফেললাম। জীবনে তৃতীয় বার কাউকে মন থেকে স্যার বলে স্যালুট করলাম। আসলে বললে এখন অনেক কিছুই বলা যায় কিন্তু সাজিয়ে বলতে পারছি না কিন্তু সত্যিই স্যার এর প্রতি মন থেকে ভালবাসা আর সম্মান রইলো। মহান আল্লাহ তাকে কবুল করুন। আমিন

  • @mahmoodhasan3175
    @mahmoodhasan3175 2 года назад +30

    তিনি একজন অসাধারণ সংগ্রামী মানুষ!
    তিনি বাংলাদেশের গর্ব!
    আল্লাহ তাকে ভালো রাখুন সুস্থ রাখুন। ❤️

  • @coloruniversity
    @coloruniversity 8 месяцев назад +5

    গল্পের মাঝে কেদে দিয়েছি, চ্যালেঞ্জিং হলে মনে হয় পৃথিবীর সব কিছুই তার দ্বারা সম্ভব, পরিচিতি সবার সাথে শেয়ার করেছি ভিডিও টা, স্যারের সহধর্মীনি অত্যান্ত হাসিখুশি মানুষ। বউ হিসেবে এমন হাসিখুশি বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। ৪০ বছর ধরে উনারা একই বন্ধনে আবদ্ধ আহ শুনে যে কি শান্তি লেগেছে। মন থেকে দোয়া রইলো স্যার এবং ম্যাডাম এর প্রতি সাথে কিবরিয়া স্যারের জন্য ও এত সুন্দর অনুষ্ঠান এর আয়োজন এর জন্য। এই গল্প নিয়ে আসলে যত ইচ্ছে লেখা যাবে কিন্তু শেষ করা যাবে না। খালি মনে হয়েছে এত তারাতারি কেনো শেষ হয়ে যাচ্ছে স্টরি টা। মানুষ এর ভিতরে স্পিড নিয়ে আসার জন্য এর থেকে ভালো গল্প হয় না। আরেক টা গল্প আমার খুব ভালো লেগেছিলো এবং শুনে কেদেছি গৌড়াঙ্গ স্যারের জীবন গল্প।

  • @aminurislam2763
    @aminurislam2763 9 месяцев назад +11

    আলহামদুলিল্লাহ অনেক অনেক জ্ঞান অর্জন করলাম এবং শিক্ষা নিলাম, আলহামদুলিল্লাহ জন্য তার বাকি জীবন যেন আমলের মধ্যে পরিচালিত হয়

  • @abirhussain3290
    @abirhussain3290 Год назад +44

    যখন দেখলাম ১ ঘন্টা ২২ মিনিট ভাবলাম বেশি সময় কিন্তু যখন ১ ঘন্টা একটানা দেখছিলাম আমাদর মনে হয়েছে এটি যেন শেষ না হয় সত্যি জীবন সংগ্রামে অনেক অনুপ্রেরণা জাগাবে।
    সত্যি Salute স্যার।
    আর আল্লাহর দয়া ছাড়া কোনো সময়ই সকল কিছু থাকার পরেও কোনো কিছু হওয়া সম্ভব নয়। আর শূন্য থেকে অনেক কিছু হওয়া যায় আল্লাহর দয়া থাকলে। ❤️🥰

  • @mdparvej7135
    @mdparvej7135 2 года назад +57

    প্রথমেই বলবো গল্পটা অসাধারণ!হাতে এতো সময় ছিলনা য়ে , গল্পটা শুনে শেষ করবো। কিন্তু য়তই শুনছিলাম ততই আবেগে আপ্লুত হচ্ছি,মনে হচ্ছে কোনো রুপকথার গল্প বা বিশ্ব সেরা কোনো উপন্যাস পড়ে শোনানো হচ্ছে। আল্লাহ মহান। তিনি সবই পারেন।

    • @nasreenbegum9183
      @nasreenbegum9183 2 года назад

      গল্প নয়, বাস্তব জীবনের ইতিহাস।

  • @shahnazparvin5055
    @shahnazparvin5055 2 месяца назад +1

    বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। He's a true inspiration. মানুষ চাইলে কিনা পারে সৎ ভাবে চেষ্টা করলে আর আল্লাহ যদি নসিবে রাখেন।

  • @shahinurislam5503
    @shahinurislam5503 9 месяцев назад +2

    নিজের জীবনের সত‍্য বলার সাহস সবার থাকেনা,সত‍্য বলার জন‍্য ধন‍্যবাদ।আর জীবনের সাথে যুদ্ধ করে আজ এ পর্যায় সবি ভাগ‍্যের উপর নির্ভর আল্লাহ মহান,পিতামাতার কোন ভুলই অপরাধ না তার পরেও পিতা হিসাবে না হোক একজন মানুষ হিসেবে কাজগুলো মানা কষ্ট কর।

  • @HridoyKhan-nx8eq
    @HridoyKhan-nx8eq 2 года назад +95

    ক্যাপ্টেন মিজান স্যার এর জীবন কাহিনী
    এত ভালো লেগেছে লিখে বোঝানো যাবে না। সত্যি কষ্টের ফল অনেক মিষ্টি হয়।

  • @kamrulhashansaif2056
    @kamrulhashansaif2056 2 года назад +181

    যত শুনছি ততই অবাক হচ্ছি । উনাকে দেখে মনে হয় খুব সাধারণ একজন মানুষ। দুয়া রইল আঙ্কেল আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক

  • @AtiqulIslamJesan
    @AtiqulIslamJesan 6 месяцев назад +3

    ঘুম চোখে ভিডিওটা দেখা শুরু করেছিলাম
    কিন্তু একটা সময় চোখ দিয়ে পানি পরতেও বাধ্য হয়েছে
    Salute Sir

  • @AhmedJuwel499
    @AhmedJuwel499 4 месяца назад +1

    অভিজ্ঞতা না থাকলে অনেক কিছুই বিশ্বাস করা কঠিন। সবকিছুর পর বাবার মতো বিশ্বাস কিংবা ভালবাসার জায়গা থেকে যদি অবহেলা পাওয়া যায়। তাহলে, জীবনে এগিয়ে যাওয়া কঠিন।
    ক্যাপ্টেন সাহেবের জন্য অনেক ভালবাসা এবং শুভকামনা। ❤️❤️❤️

  • @jakiyasultana9520
    @jakiyasultana9520 Год назад +60

    কেউ দেখে শিখে...কেউ ঠেকে শিখে🎉🎉
    জীবন যে কত দিকে মোড় নেয় তার বাস্তব রূপ ❤❤❤

  • @nayemshikder8566
    @nayemshikder8566 Год назад +17

    বন্দু ছাড়া জীবন অসম্ভব,, আর টাঈাইল এর মানুষ সবসময় অন্যকে উপকার করে, শুভকামনা রইলো সবার জন্য, দুয়া করবেন সবাই আমার জন্য,, গল্পটা ২০৩০ সালেও এসে অনেকে শুনবে,❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mdsalim-cv7oj
    @mdsalim-cv7oj 2 месяца назад +2

    আমিও অনেক টা এরকম বাস্তবতার মুখোমুখি হয়েছি তবে আপনার মতো সফল হতে পারেনি। আপনার প্রতি অজস্র স্যালুট। আপনার সুস্থতা ও নেক হায়াত কামনা করছি ধন্যবাদ

  • @bravegeneration1147
    @bravegeneration1147 4 месяца назад +1

    ওনার জীবনে যেমন ভালো বন্ধু এসেছে,এমন ভালো বন্ধু যেনো আমার জীবনেও আসে,আমিও সফল হয়ে সারা বিশ্বকে শোনাতে চাই আমার সেই কষ্টের দিনগুলো থেকে এই সফলতার পথে হেঁটে আসার গল্প। আল্লাহ সত্যি মহান

  • @ronychakraborty694
    @ronychakraborty694 2 года назад +44

    আজকের এই অনুষ্ঠানের জন্য যোগ্যতম ব্যাক্তি শ্রদ্ধেয় মিজান সাহেব। তিনি একজন আইডল।শুভকামনা উনার জন্য।

  • @bananirajib1633
    @bananirajib1633 2 года назад +99

    প্রথমে খুব কেঁদেছি আপনার ছোট বেলার কষ্ট গুলো জেনে। মাঝের গল্পগুলো শুনে proud হয়েছি। আর সব শেষে আপনার প্রতি অসীম শ্রদ্ধা আর ভালবাসা চলে এসেছে। প্রনাম জানাই। আর ম্যাডামকেও ধন্যবাদ জানাচ্ছি।

  • @mdballal1019
    @mdballal1019 9 месяцев назад +12

    স্যারের কথা সুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারছিলাম না😢😢😢😢😢

  • @tofaakter952
    @tofaakter952 День назад

    আমি একজন গৃহিণী, সাংসারিকভাবে অনেক ব্যাস্ত থাকি, তারপরও ওনার পুরো জীবন গল্পটা একটু একটু করে আমি শ্রদ্ধা,ভক্তি সহকারে মনোযোগ দিয়ে শুনেছি।

  • @MyTinyZahaan
    @MyTinyZahaan 2 года назад +168

    চোখের পানি আটকাতে পারেনি।
    অনেকক্ষণ কেঁদেছি। মুভি না বাস্তবে আমরা সবাই এই ধরনের লাইফ পার করেছি।
    ধন্যবাদ কিবরিয়া ভাই❣️

  • @anarulislam6209
    @anarulislam6209 2 года назад +76

    কোন কর্মকেই ছোট করে দেখেন নি বলেই শত কষ্ট বুকে নিয়ে আজকে তিনি সফলার শীর্ষে। আল্লাহ আপনাকে সুস্থতা ও দীর্ঘায়ু করুক।

  • @user-rf1zh9cd7j
    @user-rf1zh9cd7j 6 месяцев назад +6

    আমি আপনার গল্প শুনে কাঁদলাম। আরজে কিবরিয়া সাহেবকে বলবো মিজান সাহেবের বাবা মা এবং ভাই বোন তাহাদের সর্বশেষ অবস্থান নিয়ে একটি গল্প প্রচার করার জন্য।

  • @mohiuddinsajed8333
    @mohiuddinsajed8333 2 месяца назад +3

    অসাধারণ।
    ধন্যবাদ সৃষ্টিকর্তাকে।
    মিরাকল কান্ড!
    আল্লাহ উনার পরিবার পরি জনসহ সবাইকে সুস্থ রাখুক, আমিন

  • @mdmabud6344
    @mdmabud6344 Год назад +16

    জীবনে অনেক মুভি দেখেছি অনেক গল্প শুনেছি কিন্তু মিজান স্যার আপনার গল্পটা অনন্য। একটা মানুষ চাইলে কতদূর যেতে পারে আপনি তার উদাহরণ। অনেক কিছু শিখলাম আপনার থেকে। আমার ফিউচার লাইফে অনেক কাজে দেবে আপনার গল্পটা। ভালবাসা নিবেন স্যার

  • @MDSaifulIslam-fu2on
    @MDSaifulIslam-fu2on 2 года назад +58

    একটা সেকেন্ড মিস করার মত ছিল না সকল কিছুর থেকে উত্তম হলো জীবনে ভাল একটা বন্ধু পাওয়া আমার অথবা আমরা যারা শুনছি সবার পক্ষ থেকে স্যারের প্রতি সেলুট

  • @user-vz7uc5nr5l
    @user-vz7uc5nr5l 5 месяцев назад +27

    অনেক কিছু জানলাম স্যারের কাছ থেকে কমেন্ট করে গেলাম কেউ লাইক দিয়েন৷ আবার শুনবো স্যারের কথা গুলো

  • @ashiskumarnandy184
    @ashiskumarnandy184 9 месяцев назад +1

    এই জীবনী গল্পকেও হার মানায়, দৃঢ় প্রত্যয় যোগায়, সর্বোপরি ঈশ্বরের প্রতি এতো শ্রদ্ধা, আর আপনাদের এক সম্পর্কের প্রতি এতো শ্রদ্ধা আমাদেরকে অনেক কিছু শেখায়, নমস্কার, ভগবান আপনাদের মঙ্গল করুন।

  • @YasinAli-kh5sc
    @YasinAli-kh5sc Год назад +167

    পুরাই হতবাক হয়ে গেলাম স্যারের জীবনের গল্প শুনে।।। আল্লাহ স্যার কে দীর্ঘজীবী করুক ❤❤

  • @pbjoy7214
    @pbjoy7214 10 месяцев назад +64

    এমন অমানুষ পিতা যেনো আর কারো না হয়।
    পুরাই অবাক হয়ে গেলাম। অনেক দীর্ঘ আয়ু কামনা করি স্যার।

    • @user-gl2xc1fj7e
      @user-gl2xc1fj7e 9 месяцев назад

      Amr nijer sosur puratai amon...
      Amr bor amy basha theke ber kore dise...
      Same kahoni

    • @tahsinplays6545
      @tahsinplays6545 8 месяцев назад +1

      I Have This Kind of father....I have the same types of problem but my mother doesn’t refuge me...I will back her smile back one day in sha Allah

    • @user-hd4py1ur9u
      @user-hd4py1ur9u 8 месяцев назад +1

      আমি সেম অবস্থায় আছি যেকোনো সময় বাড়ি থেকে বের করে দিতে পারে

    • @ashrafulsabit6496
      @ashrafulsabit6496 7 месяцев назад

      ​@@user-hd4py1ur9uVai kotha bolte pari?
      Fb id link.dile inbox a kotha boltam..

  • @khatirtv5185
    @khatirtv5185 3 дня назад +1

    স্যালুট স্যার আপনাকে ধৈর্য এবং সময়ের মূল্য দিতে পারলে যে সফলতা পাওয়া যায় সেই জীবন গল্প বলার জন্য।

  • @khairultarak8482
    @khairultarak8482 10 месяцев назад +9

    আহা কি মর্মান্তিক কাহিনি, শুনে চোখের অশ্রু এসে গেছে, আসলে আল্লাহ সাথে থাকলে সবকিছু সম্ভব।

  • @alaminbboy-wv2kz
    @alaminbboy-wv2kz Год назад +18

    কম খাওয়ার জন্যই ওনি এখনো ভোরা হয়নি। ওনার অজান্তেই একটি হাদিসের উপর আমল হয়ে গেছে আর আল্লাহ ফল দিয়ে দেয়েছেন। মাশাল্লাহ।

  • @AbdulMannan-wb8lr
    @AbdulMannan-wb8lr 2 года назад +52

    এটা গল্প নয় বাস্তব জীবনের এক করুন কাহিনি ও জীবন যুদ্ধ। সত্যি হৃদয় বেদনা দায়ক। আপনাকে স্যালুট।

  • @Mostafiur_Sohel
    @Mostafiur_Sohel 9 месяцев назад +14

    Huge respect to you sir. What an incredible fighter you are! Life is not a bed of roses and you passed all the difficulties smartly. Salute on you and thanks to Mr. RJ Kibria for enlightening such amazing and inspirational stories❤
    This is some story that every young generation must listen🔥

  • @monistudio2154
    @monistudio2154 6 месяцев назад +1

    শেষটা দারুণ ছিলো ❤ বাবা বলেছিলো রিকশা চালক হবে! ছেলে পাইলট হয়ে বাবার সামনে দাড়িয়েছে মাশাল্লাহ ❤আল্লাহ অনেক অনেক ভালো রাখুন আপনাদের স্যার। অনেক দোয়া আপনার জন্য।

  • @nilmaniroy9505
    @nilmaniroy9505 2 года назад +129

    আমি ভারতীয় সনাতন হিন্দু। আপনার গল্প শুনে আমার চোখে জল চলে আসে,আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মত সম্পূর্ন সুন্দর মানুষ পৃথিবীতে যেন আরো বেশি করে পাঠান। আপনাকে ধন্যবাদ।

  • @nurularzan215
    @nurularzan215 Год назад +20

    আসলে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি।পুরো গল্পটাই হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা, অনেক বড় একটা শিক্ষা। পরিস্থিতি মানুষকে কি না করায়। আর সাথে আছে অক্লান্ত পরিশ্রম। সত্যিকারের সুপারম্যান তো ওনিই❤।আজ শুনলাম ৪/৭/২০২৩।কোনো এক সময় গল্পটা আবারো শুনবো।

  • @aminulislamrobiul1061
    @aminulislamrobiul1061 10 месяцев назад +6

    চোখের পানি ধরে রাখতে পারিনি,
    আপনাদের জন্য শুভকামনা ও ভালোবাসা অবিরাম ❤❤❤❤

  • @dbhhattac
    @dbhhattac 9 месяцев назад +10

    An incredible story. I suddenly came across this video and within two minutes of watching I got hooked up until the end. The story is inspirational and also educational. You can achieve anything if you want it and work towards it. Thanks for the video and best wishes to Mr. amd Mrs. Rahaman for a happy life together.

  • @saudibangla2444
    @saudibangla2444 2 года назад +34

    স্যাল্যুট স্যার,কোন রাজনীতিবিদ বাংলাদেশকে ডেপলফ করেনি,আপনাদের মত কিছু ব্যাক্তি স্বত্বা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।ভাল থাকুক আপনাদের চেতনার প্রচেষ্টাগুলো।

  • @moonshine9987
    @moonshine9987 2 года назад +67

    কোন স্ক্রিপ্ট না করে ভিডিও শুনেছি সত্যি অনুপ্রাণিত হয়েছি ....সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি

    • @InUnityWeStand1
      @InUnityWeStand1 2 года назад +2

      শব্দটা 'স্ক্রিপ্ট' নয় , "স্কিপ" (Skip) হবে ।

    • @qualitymanagementtrainingi6395
      @qualitymanagementtrainingi6395 2 года назад +1

      @@InUnityWeStand1 অকনটননকনকক

    • @mdkamrulislam6599
      @mdkamrulislam6599 2 года назад

      lovely

    • @ahmedzakariabin
      @ahmedzakariabin 2 года назад

      ❤️❤️ আপনার প্রিয় সব বাংলা, ইংলিশ, হিন্দি এবং উর্দু নাশিদ শুনতে,চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ❤️

  • @hasansharif1421
    @hasansharif1421 10 месяцев назад +4

    চোখের পানি ধরে রাখতে পারলাম না আপনার জীবনের গল্প শুনে। এ রকম কঠিন বাস্তবের স্বীকার কিছুটা আমিও।

  • @safwoankhan
    @safwoankhan 6 месяцев назад +1

    সত্যি অসাধারণ একটা গল্প।মনের জোর মানুষকে কোথায় নিয়ে যায়।আর একটা মানুষ এতো সুন্দর করে কথা বলে।আমি অবাক হয়েছি।আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক।

  • @smalamgirhossainhridoy4779
    @smalamgirhossainhridoy4779 2 года назад +17

    স্যারের কথা আমার অনেক ভালো লেগেছে।
    * আল্লাহ এক এক জন কে এমন বাবে সৃষ্টি করেন। যে সে জিবনে কিছু না করেই সব কিছু তার হাতের কাছে পেয়েছে।
    * আবার মানুষ যাঁরা অর্জন করতে শিখেছে তাদের কে ও বাবেই সৃষ্টি করেছেন
    যে ভালো তাকে কখনো খারাপ করা যায়না আবার যে অমানুষ তাকে হাজার চেষ্টার পরেও ভালো করা যায়না।

  • @mohammadmizan6589
    @mohammadmizan6589 2 года назад +65

    জীবনের বাস্তব বলতে গেলেও সৎ সাহস থাকতে হয় আজকের অতিথি তার জীবনের চরম বাস্তবতা সত্য প্রকাশ করেছে সত্যিই প্রশংসনীয়,

  • @afsana-iu3xp
    @afsana-iu3xp 4 месяца назад +1

    আমার জাস্ট উনার কথা শুনে চোখে পানি চলে আসলো😢বাবা মায়ের জন্য ছেলে মেয়েরা কত অত্যাচারের স্বীকার হয় উনার কথাগুলো শুনে ফিল করলাম।আল্লাহ উনাকে ভালো রাখুক

  • @mashrulalam2987
    @mashrulalam2987 10 месяцев назад +7

    স্যালুট স্যার,জীবনে হার না মানার জন্য।

  • @sayebhaque5330
    @sayebhaque5330 2 года назад +206

    ভিডিও টা দেখা এখনো পুরোটা শেষ হয়নি , তবে এই গল্পেটা রূপকথার গল্প কেও হার মানাবে । 💗
    ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া 😍

    • @ahmedzakariabin
      @ahmedzakariabin 2 года назад +2

      ❤️❤️ আপনার প্রিয় সব বাংলা, ইংলিশ, হিন্দি এবং উর্দু নাশিদ শুনতে,চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ❤️

  • @samsunnaharshampa2629
    @samsunnaharshampa2629 2 года назад +426

    আজও গল্প গুলো বলতে গিয়ে সেই কষ্ট গুলো উনার মুখে ফুটে উঠছে,, কষ্টের কোন বয়স হয় না। আল্লাহ সব শিশুদের ভালো রাখুক

  • @raihanabari7896
    @raihanabari7896 6 месяцев назад +2

    I don’t believe how someone can endure so much trauma from his own father and became a successful man also finished formal education. He also is a motivational speaker. His story is inspiration to other. His wife has a good heart and honest like him.

  • @user-cr1qt3kn3x
    @user-cr1qt3kn3x 9 месяцев назад +1

    সত্যি আপনার মা একজন রত্নগর্ভা মা।আর আপনি একজন খোলা বইয়ের মত মানুষ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

  • @FahaddisSarker
    @FahaddisSarker 2 года назад +19

    ভিডিওটা গত রাতে ডাউনলোড করেছিলাম আজ সকাল ১১টায় দেখলাম। ভিডিওর ২৯ মিনিটে এবং ১ ঘন্টা ১৪ মিনিটে চোখের পানি আটকাতে পারিনি।আমি অনুপ্রেরনা নিতে চাই এই ভিডিও থেকে।স্যালুট স্যার আপনাকে।দোয়া ও ভালোবাসা আপনার জন্য।

  • @mdmizanurrahmantapu1495
    @mdmizanurrahmantapu1495 2 года назад +20

    কি যে একটা স্টরি শুনলাম, আমার কাছে মনে হচ্ছে রুপকথার গল্প শুনছি। এই গল্প দিয়ে যদি ডিরেক্টরকে বলা হয় একটা মুভি বানাতে মুভি সাকসেসফুলি হয়ে যাবে।আসলে কিবরিয়া ভাইয়া সমাজে এরকম আইডল হাজার হাজার আছে বাট আমার ২১ বছরে এই রকম গল্প ফাস্ট টাইম শুনছি।আপনার মতো হাজার মিজানুর রহমান বেচেঁ থাকুক এই বাংলায়। স্পেশালি ট্যাঙ্কস প্রান প্রিয় কিবরিয়া ভাইকে। এরকম স্টরি শেয়ার করার জন্য।

  • @tanvirmahamud6431
    @tanvirmahamud6431 8 месяцев назад +5

    এই বাবাকে উনি কখনো ক্ষমা করতে পারবে না,, আল্লাহ কখনো ক্ষমাও করবেন না।

  • @soamoni771
    @soamoni771 6 месяцев назад +4

    যে এই গল্পটা শুনবে না,,কসম সে জীবনের বেস্ট মোটিভেশন হারাবে

  • @swapnabanerjee2641
    @swapnabanerjee2641 2 года назад +25

    আমি ভারতে‌ র কোলকাতা থেকে আপনার এই অনুষ্ঠান টি শুনলাম,খুব ই ভালে লাগলো৷ আসলে জেদ থাকলে সব কিছু তেই সাফল্য আসে,হয়তো বা‌ অতি সহজে নয় ,আসলে আমার মেয়ে ও একজন কেবিন ক্র ছিলো,প্রথম অবস্থায় দেশের মধ্যেই ‌ ইন্ডিগো এয়ারলাইন্স এ ,পরবর্তী কালে বিদেশী এয়ারলাইন্স এ‌ তবে‌ বর্তমানে কোবিড‌ পরিস্হিতি ‌তে দেশে ফিরেছে ।

  • @ziaurrahaman3978
    @ziaurrahaman3978 2 года назад +102

    মিজানুর রহমান স্যার আপনার প্রত্যেকটি কথা আমি অত্যন্ত মনোযোগের সাথে শুনেছি আমি যতই শুনি ততই অবাক হচ্ছি কিভাবে একটা মানুষ এত সংগ্রাম করে এইভাবে সাকসেস হতে পারে !!! আল্লাহতালার অশেষ রহমত আপনার উপর ছিল আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে ভাল রাখুক l

  • @abusayeedvlogs6555
    @abusayeedvlogs6555 9 месяцев назад +3

    মাশাআল্লাহ খুব ভালো লেগেছে, বাবা যদি বাড়ী থেকে বের না করে দিতেন সে আজ এতো দূর পর্যন্ত আসতে পারেন না,সব শেষে বলবো She is a real hero ❤️❤️❤️❤️🤲🤲

  • @taniamamun5698
    @taniamamun5698 Месяц назад +1

    খুব কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমার জীবনের সাথে কার জীবন এত মিল! আফসোস আমার বাবা এখন ও বেঁচে আছে। 😢😢😢

  • @AbdulMannan-rg3bu
    @AbdulMannan-rg3bu 2 года назад +73

    উনি খুব ভালো মানুষ, উনি শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব বাসীর কাছে একজন অনুপ্রেরণা

    • @ferdousakhter5140
      @ferdousakhter5140 2 года назад

      ''v'vvvv'v'vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv5555

    • @SumiSumi-pc5di
      @SumiSumi-pc5di 2 года назад

      Llpllllloll))lll)..

  • @shahajhanchowdhury9003
    @shahajhanchowdhury9003 2 года назад +213

    পুরো ঘটনা মন দিয়ে শুনেছি, পৃথিবীতে কত নির্মম মানুষ আছে , জীবন কত কঠিন হতে পারে , যা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না

    • @9836112507
      @9836112507 2 года назад

      অপূর্ব কাহিনী।মুগ্ধ হলাম।প্রেমে পড়ে গেলাম।❤❤❤❤❤

    • @saifuddinahmad3009
      @saifuddinahmad3009 2 года назад

      P

    • @mijanurrahman-fl7fx
      @mijanurrahman-fl7fx 2 года назад

      Amio😢

  • @mohammedrasheduzzaman9026
    @mohammedrasheduzzaman9026 6 месяцев назад +2

    Great fighter! Salute. You worked for BG and QR. Myself to BG and QR ( Traffic). Pray for your peaceful life. Whatever happened If you can hug your your father again surely Allah will give you biggest reward in sha Allah.

  • @user-ug1wj2pl3f
    @user-ug1wj2pl3f 8 месяцев назад +2

    সত্যি এ কথাগুলো শুনে চোখ এর পানি আটকানো যায় না।স্যারের জন্য দোয়া ও শুভকামনা রইলো

  • @Backbencher_nasim
    @Backbencher_nasim 2 года назад +77

    পুরোটা গল্পটায় একটা সেকেন্ড টেনে দেখতে পারি নি। নার্ভ ধরে রাখাটা কঠিন হয়ে যাচ্ছিলো। এক কথা অসাধারণ এক ঘন্টা ছিলো।
    উনার প্রত্যয়ী, মনোবল ব্যক্তিগত জীবনে অনেককেই প্রভাবিত করবে বলে আশা রাখি ♥
    ধন্যবাদ কিবরিয়া ভাই ♥

  • @bikromdev8467
    @bikromdev8467 2 года назад +116

    সৎ মা কোনদিন ,,, প্রকমত (মা) হতে পারেনা,,,,,ক্যাপ্টেন স্যালুট জানাই আপনাকে,,,,,,নিঃসন্দেহে একজন প্রকৃত যোদ্ধা👍👍👍👍

    • @thowhidulislam9854
      @thowhidulislam9854 Год назад

      Baper bomika kamon dekycho?

    • @nabilarahman180
      @nabilarahman180 10 месяцев назад

      ​@@thowhidulislam9854baprei shobar agay juta pita kora uchit

    • @anwarulhoque9665
      @anwarulhoque9665 10 месяцев назад

      ​@@thowhidulislam9854be freesà

    • @SyedShowkatAlam
      @SyedShowkatAlam 10 месяцев назад

      বাবার সহধর্মিনিরা প্রকৃত পক্ষে মা-ই হয় । এমনকি চাচার সহধরমিনিরা চাচিআম্মা-ই হয়।
      মা চাচির বোনেরা খালাম্মা-ই হয়। তাদেরে এটুকু মর্যাদা দেওয়া সকলেরই কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু আপনিতো হকের বিরোদ্ধে বিদ্রোহ করে ফেললেন! হয়তোবা আপনার বাবার দ্বিতীয় বিয়ের বিশেষ
      প্রয়োজন ছিল, তাই তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। আপনাকে তা মেনে নেওয়া উচিৎ ছিল।

    • @nirobhasan2345
      @nirobhasan2345 10 месяцев назад

      ​@@thowhidulislam9854খ
      খৈচটখটন😢

  • @user-ii7ph8pp6j
    @user-ii7ph8pp6j Месяц назад +1

    আপনার গল্প থেকে জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানলাম😊

  • @begumshamsunnahar2098
    @begumshamsunnahar2098 9 месяцев назад +2

    জীবন যুদ্ধে অপরাজিত এক মহান ব‍্যক্তিত্ব যাকে নিঃসন্দেহে শ্রদ্ধা র আসনে আসীন করতে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

  • @theentertanmentfact
    @theentertanmentfact 2 года назад +23

    পুরো ভিডিও দেখে চোখের পানি নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। আল্লাহর অশেষ রহমত, চেষ্টা ও পরিশ্রম আল্লাহ আপনাকে যথার্থ সম্মান দিয়েছেন। সালাম নিবেন, দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

  • @alamgirhosen4760
    @alamgirhosen4760 2 года назад +271

    ভিডিও দেখে চোখে জল এসে গেলো,
    ফের প্রমাণ হল মানব জীবনে কষ্ট না করলে কিছুই অর্জন করা সম্ভব হয় না,,
    salute sir,,

    • @firozasultana2450
      @firozasultana2450 Год назад

      ।।।।।ह।

    • @Alibaba-xu5pq
      @Alibaba-xu5pq Год назад +4

      বাবারা কেন এমন হয়।

    • @mememaker9464
      @mememaker9464 Год назад +2

      আসল মা বা সৎমা দুজনই তো মহিলা । তবে একজন আরেকজনের পুরোপুরি বিপরীত হয় কেণ ? মহিলাদের সত্যিই বুঝা দায় । এরা কিভাবে তৈরি ?

    • @Alibaba-xu5pq
      @Alibaba-xu5pq Год назад

      @@mememaker9464 আমিও সেটা বুঝি না

  • @user-fh4fx4mk5u
    @user-fh4fx4mk5u 9 месяцев назад +2

    গল্প শুনে আমি হত বাগ,কিছু বলার বাষা হারিয়ে ফেলেছি,,জাই হোক শভ মিলিয়ে আলহামদুলিল্লাহ ❤️❤️❤️

  • @_Rashida_Parvin
    @_Rashida_Parvin 9 месяцев назад +2

    চেষ্টা পরিশ্রম ও সততায় উনাকে আল্লাহ উচ্চ শিখরে নিয়েছেন।পরিবারে সবাইকেনিয়ে ভালো থাকুন এই দোয়া রইল।

  • @rahman113
    @rahman113 2 года назад +18

    37:35
    আলহামদুলিল্লাহ আমার মা এই আবুজর গিফারি কলেজ এর শিক্ষক।
    এমন একটা কাহিনী নিজ এলাকায় হওয়ার কথা জানতে পেরে আমি আনন্দিত।

  • @galibhasan5195
    @galibhasan5195 Год назад +209

    মা তো মাই হয়। সৎ মা কখনো মা হতে পারে না। স্যালুট স্যার আপনাকে পুরো ভিডিও দেখলাম চোখে পানি এসে গেল নিজের অজান্তে। স্যালুট স্যার 👍👍

    • @imrankhandaker9166
      @imrankhandaker9166 Год назад

      Ok boss

    • @rahathchowdhury8718
      @rahathchowdhury8718 Год назад

      Ekta kota ase Ma teke Mashi dorodi hoy beshi, sotma hochhe tai

    • @jesminahmed5536
      @jesminahmed5536 Год назад +2

      তারপর বা্বা ও সৎৃমার খবর কি আর বলা তো হলো না।

    • @nabilarahman180
      @nabilarahman180 10 месяцев назад +1

      ​@@jesminahmed5536oi khataish gular bepare r na janlei bhalo. jototuk shunlam ragay gaa joltese! bap r stepmother duitai manush rupi hingsro poshu

    • @ashrafulsabit6496
      @ashrafulsabit6496 7 месяцев назад

      ​@@nabilarahman180Haeee..
      But enar last er 2-1 minute er kichu Kotha shune amr ulta rag hocchilo... Onar proti eto onnay korar por ow bolchen amr jonmodata pita... Tai onar proti se jayga theke respect ache..
      Ami hole aggressively e behave kortam omn babar sathe

  • @lovelyyasmeen1655
    @lovelyyasmeen1655 10 месяцев назад +1

    মানুষের জীবন কত উদ্ভূত না বললে হয়ত কেউ কিছু জানতে না।একজন বড় যোদ্ধা স্যালুট আপনাকে

  • @dhimankantichowdhury
    @dhimankantichowdhury 7 месяцев назад +1

    এত কষ্ট আত্মস্থ করার জন্য ঈশ্বর আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং ঈশ্বরই আপনাকে দেখেছেন। আপনি আমৃত্যু পরম করুণাময়ের দ্বারস্থ হয়ে থাকুন। আপনার সুক্ষ্যতি সর্বত্র ছড়িয়ে পরবে। ❤

  • @mdmusaakon4261
    @mdmusaakon4261 2 года назад +67

    জীবন যুদ্ধ,,
    পরিশ্রম সফলতা অর্জনের মুল মন্ত্র

  • @shofiqulgazi7758
    @shofiqulgazi7758 2 года назад +45

    মালয়েশিয়া থেকে পুরো গল্পটাই শুনলাম । এখন রাত ১:০১ বাজে । ৩০/০৪/২০২২।গল্প শুনতে শুনতে কখন যে চোখের কোনে পানি চলে আসছে নিজেও বুঝতে পারি নাই ।। আল্লাহ্ যা করে ভালোর জন্যই করে ।।

  • @MdArabali-w4l
    @MdArabali-w4l День назад

    নিজের প্রতি আত্মবিশ্বাস ও ধর্য্য মানুষকে উচ্চ মর্যাদায় নিয়ে যায়। আপনার জীবনের গল্প সত্যি বাস্তবমুখী ও শিক্ষনিয়।

  • @mdsalim-cv7oj
    @mdsalim-cv7oj 2 месяца назад +7

    আমি এ পর্যন্ত ৪ বার দেখলাম। এরপর ও বার বার দেখতে মন চায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী ও পয়সালাকারী। স্যলুট ভাই আপনাকে।

    • @AIRAKIB-
      @AIRAKIB- 28 дней назад +1

      আমিন