টাঙ্গুয়ার হাওড় এর এমন রূপ এর আগে কখনো দেখিনি!!😳2020 4KVLOG||Tanguar haor|| Niladri lake||Lakma chora

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 сен 2020
  • #Tanguar_Haor ( #টাঙ্গুয়ার_হাওর )sunamganj. Full #Bangla_travel_VLOG #Sylhet || 2020 TraveVlog || 4K || Tanguar haor|| Niladri lake || Lakma chora Full Detail Vlog
    নৌকাঃ 01886-633781 (Joljatra - জলযাত্রা) 🖤
    খাবার নিজেরা কিনে নিলেই নৌকায় তারা রান্না করে দিবে।
    😎Weekend rent-
    From 9am to next day 8am = 15k ( with night stay & sight seeing)
    From 9am to next day 6pm = 18k
    ( With night stay & sight seeing)
    😎Weekdays rent-
    From 9am to next day 8am = 12k ( with night stay & sight seeing)
    From 9am to next day 6pm = 15k
    ( With night stay & sight seeing)
    🖤For 16 people ( group )
    I do make travel videos every week !! 😍
    📍My Ladakh Vlogs: • লাদাখে আমার প্রথম দিন!...
    • Ladakh😍City SITE SEEIN...
    • EXPEDITION in Ladakh(ল...
    • লাদাখের😍ভিতরের লুকানো ...
    📍Cinematic drone shot: Coxbazar: • Coxbazar Cinematic dro...
    Bandarban || Thanchi • Stunning Bandarban || ...
    Saintmartin: • Saint martin🌳THE blue ...
    Shonadiya iasland: • Coxbazar,Sonadiya Cine...
    Tanguar Haor: • এই বর্ষায় টাঙ্গুয়ার হ...
    📍India -Dehradun uttarkhand Vlogs: • Balipass Trek VLOG 1-A...
    • Balipass Trek VLOG 2-A...
    📍Saymen Beach resort Vlog: • কক্সবাজারের বিলাসবহুল ...
    📍Sentmartin Vlogs: • SaintMartin Island/নার...
    📍Shonadiya Island Vlog: • বাংলাদেশের কোন দ্বীপ স...
    📍Kuakata Vlogs: • লকডাউন শেষে কুয়াকাটা(K...
    • শাপলার রাজ্য বরিশাল 🖤I...
    ------------------------------------
    I’M ACTIVE ON SOCIAL MEDIA ANY KIND OF queries you can knock me here!! 😎
    ✭ Instagram: / jannatul_ferdaous61
    ✭ Facebook Page: / jannatulferdaousjannat61
    ✭ Facebook Group: / 494877704188015
    ☀ Business email: lunaticauthor77@gmail.com
    ☀ Edited by me on Wondershare Filmora
    and Adobe Premiere pro
    Final Cut Pro
    Following gears were used for filming this video:
    🎬Camera For Video : GoPro Hero 8 and Sony a7iii
    📸Camera for DRONE SHOT: DJI mavic mini



    Music in this video: After_All_These_Years_Joshua_Nichols_MP3
    Never_Let_You_Go_Stripped_Jessie_Villa_MP3
    I_WIll_Be_VISITANTS_MP3
    and Aamay Bhashaili Rey Flute Cover - Zubair Malik
    .
    ------------------------------------------------.
    .
    .
    Subscribe to my channel and press the bell button to stay notified about my new videos! ✨ You could also follow me on Instagram for more current updates and behind the scenes action. 🙃

Комментарии • 314

  • @irkMukut
    @irkMukut 3 года назад +51

    ভ্লগ হলে ঠিক এমনই হওয়া উচিত। ইনফরমেটিভ, আর যেই জায়গা নিয়ে বানানো ঐ জায়গার ভিউ। কিছু কিছু মানুষ চেহারার সামনে ক্যামেরা ধরে হাটতে থাকে এটাই তাদের ভ্লগ। আপনার ভিডিওগুলা এমন হয় না, বরং যা দেখতে চাই তা-ই দেখি। ধরে রাখুন, আশা করি এমন আরো ভিডিও পাবো নিয়মিত।

    • @nahinkhan5771
      @nahinkhan5771 3 года назад +1

      সুন্দর কথা বলেছেন

  • @fatemabibi6726
    @fatemabibi6726 3 года назад +22

    5:30 আপনারা গিয়েও তো হেল্প করতে পারতেন! এটা মানবতা।

    • @anamulrafi9022
      @anamulrafi9022 2 года назад

      কারে হেল্প করবে?

  • @eabdallah5998
    @eabdallah5998 2 года назад +1

    5:30 গানের সাথে বৃষ্টির ঝির ঝির আওয়াজটা অসাধারন। যদি উপস্থিত থাকতাম তাহলে মনে হয় সেখানেই থেকে যেতাম।
    ধন্যবাদ ক্রিয়েটর আপুকে এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য।

  • @mohammadsamad8070
    @mohammadsamad8070 3 года назад +7

    আমি আসলেই অবাক একটি অ্যাম্বুলেন্স আটকা পড়েছে কোথায় আপনারা হেল্প করবেন তা না করে আপনারা সিএনজিতে বসে গান গাইতে ছেন আপনার আপনাদের ভিডিও অসাধারণ

    • @sajibrahmanofficial2
      @sajibrahmanofficial2 3 года назад

      Creator atar reply dei nai kn? Pase to duita chele chilo tara to help krte parto,tmdr aisb bokac* chele sathe rakho kiser jnno🤬🤬🤬sala abal koita aksathe

  • @kifayatgaming5436
    @kifayatgaming5436 3 года назад +3

    Weather ta just mind blowing 😍🙂🤲

  • @user-dc7jo4ke6u
    @user-dc7jo4ke6u 3 года назад +2

    টাঙ্গুয়ার হাওড়ের যতো ভ্লগ আগে দেখেছি তার মধ্য এটাই বেটার😍😍

  • @skrezwan12
    @skrezwan12 3 года назад +7

    Watching this Vlog while just packaging my baggage way to the Tanguar Haor

  • @stayhome4270
    @stayhome4270 3 года назад +1

    Fantastic. Everything is linked up with reality 😅❤️

  • @srjoy6780
    @srjoy6780 3 года назад +1

    আমরা সিলেটিরা নিজের এলাকা দেকার আগে আমরা ইউরুপ ইউকে আমেরিকা আর সপ্ন দেখি সপ্ন পুরন ও হয় তারপর যখন চলে আসি যখন ইউটুব এই সব ভিডিয় দেখি তখন খুব মিস করি বাংলাদেশ এ থাকা অবস্তায় যখন বন্দুরা বলত চল অইজাগা থেকে গুরে আসি বন্দুকে বলতাম দূর কি দেকব ইউরোপ গিয়ে দেখব এখন খুব গুরতে ইচ্চা করে কিন্তু পারি না এচ্চে তাকলে জেতে পারি না বাল থেক প্রিয় মাত্রিভুমি আমি তুমার বুকে আবার ফিরে আসব ইনসাআল্লাহ |

  • @stevy1246
    @stevy1246 3 года назад +3

    From sylhet
    Amar dekha shob cheye best travel vlog
    Eto beshi details nai but thats okay , actually thats perfect
    I care about the views and experience not money
    Nicely done !!!😄😄😄😄

  • @shawonislam5647
    @shawonislam5647 3 года назад

    খুব মিস করছি প্রকৃতির সুন্দর মনোরম পরিবেশকে।আবার যে কবে যাবো বাড়িতে কখন যে ঘুরতে যাবো শিমুলবাগনে আর টাংগারহাওরে

  • @SajibBanik1971
    @SajibBanik1971 2 года назад

    সত্যি খুব সুন্দর লাগছে অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ

  • @etctube9018
    @etctube9018 3 года назад

    আমার বাসা সুনামগঞ্জ' কিন্তু আপনাদের মত আমি আমার এলাকার প্রাকৃতিক সুন্দর পরিবেশ উপভোগ করতে পারিনি! ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটা অবিজ্ঞাতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য! ❤️❤️

  • @habibasr3539
    @habibasr3539 3 года назад

    Authentic presentation! Love it 😍

  • @mehaboobkabir
    @mehaboobkabir 3 года назад +3

    You're presentations is truly natural. Enjoy a lot! Looking forward to travel with you after lockdown as you guys are highly energetic and travel friendly. Stay Safe ❤️

  • @aas4459
    @aas4459 2 года назад

    Raw beauty of Bangladesh 👌 nice video and the boat is very nice and ideal.. the drone view of the boat in the middle of the Haor 👌👌 videor sheser dike akasher colour iy je boater chad theke oshadaron deka gelo.. beautiful

  • @teacherscomputer513
    @teacherscomputer513 3 года назад +1

    আমার জেলা সুনামগঞ্জ কিন্তু বেড়ে ওঠা আমার জেলার বাহিরে, আববুর চাকুরির সুবাদে আমার জন্মই হয়েছে দিনাজপুরে, তারপর আর থেমে থাকি নি,বেশিরভাগ সময় আর ছেলেবেলা কেটেছে ঢাকায় আর এখনো ঢাকায় আছি, তবে নেত্রকোণা,ময়মনসিংহ,শেরপুর ,জামালপুর,নওগা,বগুড়া এসব অঞ্চলে থাকা হয়েছে। সব থেকে কম থেকেছি সিলেটে আর এই বিভাগের লোক হয়েও ভাষাটা জানা নেই ,তাই অনেকে মজাও নিয়েছে। তবে গ্রামের বাড়ী যাবার পথে এমন হাওরের প্রেমে পড়ে যাই।আর ‍আপনার ভিডিওতে ‍দেখানো যায়গাগুলোতে যাই নি,যা অনেকের কাছে হাস্যকর লাগতে পারে। করোণা মহামারীর প্রকোপ কমলে আশা রাখি যাবো। আর হাওরের রূপ আমাদের ‍সব জায়গায় একই। আমার বাড়ীটা পাহাড় গুলো থেকে অনেকটা দুরে প্রায় ২৫ কিলোমিটার হবে। তবে বিকালে পাহাড় গুলো আমার বাড়ীর পেছন দিকে স্পষ্ট হয়ে ওঠে আর সেগুলো বাড়ির উত্তরে আর পশ্চিমে বিস্তৃত ধান ক্ষেত থাকায় সেদিক হতে সূর্যাস্ত দেখা যায় আর পুবদিকেও একই রকম ধান ক্ষেত আর তাই ভোরে উঠলে সূর্যোদয়! তবে এদিকটায় আমরা যতটা সুন্দর প্রকৃতি দেখি আবার প্রকৃতির নির্মমতাও দেখি,এবছর শিলাবৃষ্টিতে আমাদের ৪-৫ লক্ষ টাকার ধান নষ্ট হয়ে গেছে,তবে আমাদের ইউনিয়নে আর পাশের ইউনিয়নে।অন্যান্য জায়গার ধান তুলেছে সবােই। তবে প্রায় বছর এমন হয় মেঘালয় এর পাহাড়ী
    ঢলে আমাদের পুরো জেলার প্রায় সব মানুষের ধান নষ্ট হয়ে যায় । একটা বার ভাবতে পারেন এই বিশাল জলরাশি ভরা জায়গাগুলোতে কি পরিমাণ ধান ফলে! এবার আব্বু খুব ভোরে ফোন দিয়ে বললো বাবারে সব শেষ! আব্বুর কাছে টাকা চাইতেও বেশি ছিলো যে”আমাদের জন্য গোলাভরা ধান রাখবে আর আমদের দেখাবে।” হয়তো আমাদের খাবার ধান টুকু হয়েছে ,বাড়িতে সাপোর্ট দিবার মতো ব্যবস্থা আছে আল্লাহর রহমতে কিন্তু যাদের এটুকু নেই তারা হয়তো মাথায় ঋণের বোঝা নিয়ে পথে বসে গেছে। যাই হোক বেলা বর্ষার আগমন এই জেলার মানুষের জন্য ফসল নষ্টের ভয় দিয়ে শুরু হলেও বর্ষা আবার অপার সৌন্দর্য নিয়ে আসে। সাথে যারা মাছ ধরে তাদের জন্যও সুদিন নিয়ে আসে্। আর গতবার আমার বাড়িতে বসে পড়ছিলাম আর তখন পুবদিকের চাঁদের আলো ঘরে এসে পরে। আর বর্ষার পানিতে ধান ক্ষেতগুলো তখন পানিতে ভর্তি ছিলো। চাঁদের আলো যখন পানিতে পরে সেইরকম একটা দৃশ্যের অবতারণা হয়।
    আমি বিভিন্ন জেলায় থেকে আর ঘুরে বেরিয়ে আমার কাছে মনে হয় পুরো দেশটাই আমার ,জেলা ভিত্তিক ভাগ বিভাজন আমার পছন্দ না। তবে প্রকৃতির সৌন্দর্য যারা তুলে ধরে তাদের তো ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেও শেষ হয়ে যায় না। আর আপনি যেভাবে করে ভ্রমণের সুন্দর বর্ণণা তুলে ধরলেন,আপনার উপস্থাপনার প্রেমে পড়ে গেলাম। খরচের হিসেব টা আরেকটু ডিটেইলস হলে আর নিরাপত্তার ক্ষেত্রে ঝুকিগুলো আরো ডিটেইলস দিলে পূর্ণতা পেত। হা মন খারাপ করবেন না ,সুনামগঞ্জ নিয়ে করা সবচেয়ে সুন্দর ভ্লগ আপনার এইটাই।একদম সত্যিকথা...........

  • @ShovonVlogs
    @ShovonVlogs 3 года назад +3

    অসাধারণ খুব অসাধারণ, আপু ভালো লাগছে আপনার ভিডিও

  • @nirjonaamir4666
    @nirjonaamir4666 3 года назад

    Amazing presentation & informative ♥️.. Too good Apu

    • @mdabdullah-mb9rj
      @mdabdullah-mb9rj 3 года назад

      ruclips.net/video/L8OwHeVF1YQ/видео.html

  • @Easy_English_Education.
    @Easy_English_Education. 3 года назад +5

    Khub informative video..... As a girl, proud feel korchhi...girls ra valo kichhu korley, moner shahoshta aro ektu berey jaye.... Love your vlog💜

    • @sajiburrahman1179
      @sajiburrahman1179 2 года назад

      @@JannatulFerdausJannat amader elakai giye apnara je moja korlen......ta amara korte pari na somoyer jono......dekhe onek valo laglo.....abar asben

  • @cpouk8285
    @cpouk8285 3 года назад +2

    Amazing Presentation, stunning view! beautiful Girl! I've never been there even though I am originaly from sylhet town! Next time I must enjoy the area when I come to Bangladesh. Love your videos!

  • @rakibulhossain
    @rakibulhossain 3 года назад +1

    Osam hoice apu vlog ta

  • @riadahsankhan4007
    @riadahsankhan4007 3 года назад +2

    এনা গাড়ির কি টান রে বোন😝😂
    অনেক ধন্যবাদ আপু,এতো সুন্দর প্রফেশনালি উপস্থাপনার জন্য।দোয়া করবেন যেন বাংলাদেশ টা ঘুড়ে দেখার নসিব হয়।অপরুপ সুন্দর আমাদের দেশ😍❤️

  • @mamunhowlader2372
    @mamunhowlader2372 3 года назад

    অসাধারণ কন্ঠ অসাধারণ ভিডিও দোয়া করি সামনে এগিয়ে জান ইনশাআল্লাহ

  • @mdmridul636
    @mdmridul636 3 года назад

    Apu apner vlog ta sei lagse & weather ta silo alhamdulliah kora

  • @Candidweddingphotographers
    @Candidweddingphotographers 3 года назад +1

    India theke jodi ami asi ekhane, ki vabe asle subidha habe, ektu share korben plz? Mane meghalaya theke ki sarasori Border cross kore asar ki option ache?

    • @heroalom7710
      @heroalom7710 3 года назад

      Bangladesh embassy orr visa office a joga jog korun

    • @heroalom7710
      @heroalom7710 3 года назад

      Apni Sunamganj tanguar hawor, niladri, nilachal, nil giri asob jayga o ghura asta paren asob jayga ar thaka aro bashi sundor

    • @যমদূত
      @যমদূত 3 года назад +1

      আপনি কোলকাতায় থাকলে আর সড়ক পথে আসতে চাইলে উত্তর-চব্বিশ পরগনার বনগাঁর কাছে পেট্রাপোল ইন্দো-বাংলাদেশ সীমান্ত চেকপয়েন্ট দিয়ে বাসে করে বাংলাদেশ আসতে পারেন। এই হাওর সিলেট বিভাগের সুনামগঞ্জের কাছে। ঐ সীমান্ত পয়েন্ট থেকে একদম উলটো দিকে। কোলকাতা বা পেট্রাপোল সীমান্তের ওপারের বাংলাদেশের যশোর থেকে সরাসরি সিলেট আসা যায় কিনা আমার জানা নাই। সম্ভবত বাস থাকবে। এছাড়া মৈত্রী এক্সপ্রেস ট্রেনে (যা ভারত-বাংলাদেশের মধ্যে চলে) সরাসরি ঢাকা এসে তারপর সেখান থেকে সরাসরি সিলেট যেতে পারেন ট্রেনে বা বাসে। মৈত্রী ট্রেনে আসা বাসের চেয়ে অনেক আরামপ্রদ হবে। এছাড়া কোলকাতা থেকে প্লেনে ঢাকা হয়ে সিলেটে, হয়তো সরাসরি সিলেটেও যাওয়া যাবে (শেষেরটা নিশ্চিত না)। পশ্চিমবঙ্গের আরও কয়েকটা সীমান্ত এলাকা দিয়ে আসা যায়। আরেকটা ইন্টারেস্টিং রাস্তা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য থেকে। এটা এই হাওর এলাকার সবচেয়ে কাছের রাজ্য - একেবারেই পাশাপাশি। মেঘালয়-বাংলাদেশের সীমান্ত এলাকার ডাউকি পয়েন্ট দিয়ে বাংলাদেশে আসা যায়। শিলংয়ের বড়বাজার থেকে প্রতিদিন সকালে ডাউকি সীমান্ত ফাঁড়িতে যেতে ভাড়া করে পরিবহন নেয়া যায়। শিলং থেকে ৭০ কিলোমিটার (৪৩ মা) ভ্রমণ পথের জন্য বাস সেবাও রয়েছে। তবে এদিক দিয়ে বাংলাদেশে প্রবেশ নির্ভর করবে আপনার নিকটস্থ বাংলাদেশ দূতাবাস / কনসুলেট ওখান দিয়ে প্রবেশ করার জন্য আপনাকে অনুমতি দিবে কিনা তার উপর। আমার ধারণা দিবে। আপনি মেঘালয়েই থাকলে এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট রাস্তা।

  • @nowshadsultan4678
    @nowshadsultan4678 3 года назад

    When is the best time to visit Tanguar Hoar?

  • @beautifulbdland
    @beautifulbdland 3 года назад

    দারুণ হয়েছে আপনার ভিডিও গুলো।

  • @nazmunnahar5990
    @nazmunnahar5990 3 года назад +1

    Tumar video gulo amar preo.❤ from sweden

  • @Zuzu21
    @Zuzu21 3 года назад

    Tmi khub taratariii viral hobe....insallahhh..aita hotat e smne aslo ,r ai 1st vdo tei tmr channel sub kore felsi 💜💜💜take lotssssss of loveeeee🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @mdalarafat4645
    @mdalarafat4645 3 года назад +1

    I think you are underated...

  • @RoamingAroundUSA
    @RoamingAroundUSA 3 года назад

    টাঙ্গুয়ার হাওড় এর এমন রূপ এর আগে কখনো দেখিনি -- টাইটেলটা যেমন আসলেই তাই, আমি তো জীবনেও দেখি নাই! ভীষণ সুন্দর লাগলো জায়গাটা!! ভীষণ ভাল লাগলো বিশেষ করে চমৎকার ওই নৌকাটা! ভীষণ ভীষণ ভাল লাগলো আপনার ভিদিওধারনটা! সব মিলিয়ে অসাধারণ!

  • @Soruzalli
    @Soruzalli 3 года назад +1

    অনেক সুন্দর হয়ছে,,,

  • @mkaminmulla
    @mkaminmulla Год назад

    So good travelling video 🌸 🇧🇩

  • @sharifahmed-ng9ck
    @sharifahmed-ng9ck 3 года назад +1

    আমি টাওংগার হাওরের পাশের এলাকার আপনারা যারা হাওরের উদ্দ্যেশ্যে আসতে চান গাড়ি ওয়ালাদের তাহিরপুর এর কথা বললেই যতেষ্ট তাহির পুর থেকে নৌকা দিয়ে যাওয়া সহজ

  • @MdKamal-ng2dv
    @MdKamal-ng2dv 3 года назад

    আপু এককথায় অসাধারণ ভিডিও। চালিয়ে যান সফলতা আসবে ইনশাআল্লাহ্। অনেক সুন্দর

  • @md.shamsulhaque4556
    @md.shamsulhaque4556 2 года назад

    Assalamu alaikum apu please ektu bolben akta nowka nijera vara korle sudhu nijeder manus e thake naki aro onno rao bairer manus o vara korte pare ?

  • @TheGypsyWorld
    @TheGypsyWorld 3 года назад

    Bes Bhalo laglo dekhe. Bhalo thakben. Aro notun jaiga dekhar ashay roilum.

  • @monirahman385
    @monirahman385 3 года назад

    Vallgse appi onek💝🖤

  • @nahidscookingworld9350
    @nahidscookingworld9350 3 года назад

    অনেক সুন্দর মাশাল্লাহ আপি

  • @maziz9760
    @maziz9760 3 года назад +1

    খুবই সুন্দর, ক্যামেরার কাজ, এডিটিং, উপস্থাপনা সব কিছুই প্রফেশনাল, ব্লগ হলে এরকম ই হওয়া উচিৎ, keep up the good work, best of luck, watching from USA.

  • @shakilhossainhridoy9496
    @shakilhossainhridoy9496 3 года назад

    It was amazing

  • @AbulHossain-qb9mf
    @AbulHossain-qb9mf 3 года назад

    very nice palace wow

  • @AzharVlogs
    @AzharVlogs 3 года назад

    অসম্ভব সুন্দর ও তথ্যবহুল একটি ব্লগ🌸🌸🌸। আপু আমার বাড়িও বোর্ড বাজার। হয়তো কোনদিন দেখা হয়ে যেতেও পারে⛈⛈⛈। ভালো থাকবেন, আরো সুন্দর সুন্দর ব্লগ আশাকরছি। 👍👍👍

  • @owaliulhasan1569
    @owaliulhasan1569 3 года назад

    JUST WOW ,,

  • @yasinkhanvlog
    @yasinkhanvlog 3 года назад

    আসলেই দেখার মত 🥰

  • @lunatic_couple
    @lunatic_couple 3 года назад +1

    Apnar vlog gulo onek sundor hoy apu.🥰

  • @towhidchowdhury6364
    @towhidchowdhury6364 3 года назад

    Hi জান্নাত ,আপনাকে অনেক ধন্যবাদ আমার এলাকার সৌন্দর্যকে তুলে ধরার জন্যে। আবার আসবেন শিমুল বাগান দেখার জন্য । তবে জানিয়ে আসবেন। কারন আমি England থাকি ।

  • @mohiuddinmunny8916
    @mohiuddinmunny8916 3 года назад

    Khooooob.sundoooor.hoyse

  • @mrsshowron7870
    @mrsshowron7870 2 года назад

    আসসালামুয়ালাইকুম
    ভিডিও টি দারুন হইছে,পাশে আছি, ভালো থাকবেন,

  • @JaforHosenOntor
    @JaforHosenOntor 2 месяца назад

    Nice blog💞

  • @suraiyaislam3061
    @suraiyaislam3061 3 года назад

    wow

  • @shewlizaman
    @shewlizaman 3 года назад

    How much was the overall price?

  • @tanvirahmedadnan1746
    @tanvirahmedadnan1746 3 года назад

    that was awesome

  • @mizanrahman5670
    @mizanrahman5670 2 года назад

    Nice ! Very nice!

  • @mohammedshakil5471
    @mohammedshakil5471 3 года назад

    Thanks shundor blog er janne

  • @HappyGaming223
    @HappyGaming223 3 года назад

    আপু এই বছর আবার আসেন পিল্জ আপনার ভল্গ ভালো লাগে।আর আসলে শিমুল বাগান মিস করবেন না পিল্জ❤️❤️

  • @user-fj7uh2mo1g
    @user-fj7uh2mo1g 3 года назад

    Apo apnar video onak valo hoy....

  • @miniraza7627
    @miniraza7627 3 года назад +1

    Man i love seeing these locations in Sylhet but i hate the fact that people are so backwards when it comes to trash. they need to have a bunch of dust bins put in there and fine people that throw the trash on floor. Also they can take a que from USA and create a park system where there is proper restrooms and drying facility's.

  • @arjonikaakter5050
    @arjonikaakter5050 3 года назад

    Apu tanguar haur tour e dress, shoes kmn hoa uchit, Sathe important materials hisebe kichu ki nite hoy ?

  • @mashiurtechbd9850
    @mashiurtechbd9850 3 года назад

    অসাধারণ 😍😍

  • @md.sabujsabuj9310
    @md.sabujsabuj9310 3 года назад

    Awesome

  • @rsvlog6915
    @rsvlog6915 3 года назад

    Haor Ta and Journy ta joss. Amrao giyesilam 3/4 din agee... Amra Lock Down e poregesilam.Amrao ekta vlog koresi but apnader Ta onek sundor hoyese

    • @prankrishnasarker8589
      @prankrishnasarker8589 2 года назад

      নৌকা ভাড়া কত দিলেন তা বলেননি।

  • @shakiladnan1062
    @shakiladnan1062 3 года назад

    ভালো লাগলো 🥰

  • @AHJihad
    @AHJihad 3 года назад

    Take Love Dear ❤️

  • @traydar5
    @traydar5 3 года назад

    So nice 😊

  • @aliahmodmunna6350
    @aliahmodmunna6350 3 года назад

    Wow

  • @MdSumon-qw3iu
    @MdSumon-qw3iu 3 года назад

    অনেক সুন্দর প্রতিবেদন

  • @LitonVlogs
    @LitonVlogs 3 года назад

    Onek onek sundor

  • @dreamtechdesignbangladesh4930
    @dreamtechdesignbangladesh4930 3 года назад +1

    ড্রোনের সঠিক ব্যবহার হয় নাই! তা না হলে আরো কিছু মনোমুগ্ধকর এরিয়াল ভিউ পাওয়া যেতো! আর দেশের স্পটের সাথে কেন জানি না ইংলিশ মিউজিক ভালো লাগছিলো না! আশা করি খেয়াল করবেন! ধন্যবাদ!

  • @daily_dose_of_reddit295
    @daily_dose_of_reddit295 3 года назад +1

    অসাধারন

  • @subratabarua2172
    @subratabarua2172 3 года назад

    অসাধারণ একটা ব্লগ

  • @md.yeahyea1211
    @md.yeahyea1211 3 года назад

    দারুন হয়েছে। দেখেই যেতে ইচ্ছা করছে।

    • @md.yeahyea1211
      @md.yeahyea1211 3 года назад

      শীতের শেষে যাওয়ার ইচ্ছা। শিমুল ফুল দেখবো তাই। 😊

  • @mmomindewan3859
    @mmomindewan3859 3 года назад

    WOW apu 1k like done

  • @rkrnirobhasan378
    @rkrnirobhasan378 2 года назад

    Wow nice video cuality

  • @rashedamlan8572
    @rashedamlan8572 3 года назад

    Outstanding

  • @deluarhossenblog
    @deluarhossenblog 3 года назад +1

    অসাধারণ

  • @tonnenurjahanvlogz7872
    @tonnenurjahanvlogz7872 3 года назад

    khub sundor apu

  • @user-db4ek7ub3w
    @user-db4ek7ub3w Год назад

    ওখানে আমি গেছিলাম,, আমার খুব ভালোলাগছে

  • @speedtune9605
    @speedtune9605 3 года назад

    want regular vlog

  • @rubelhossain6515
    @rubelhossain6515 3 года назад

    1st comments

  • @mdshahadat-pr8rn
    @mdshahadat-pr8rn 3 года назад

    আচ্ছা ওই জায়গায় কি জোকের প্রবনতা আছে?
    থাকলে জানাবেন প্লিজ।

  • @championlearningseries9779
    @championlearningseries9779 3 года назад +1

    Video ki camera dia kora apu??

  • @shahedarefin4782
    @shahedarefin4782 3 года назад

    Apu bhara koto nesilo nouker??

  • @travellermiraj2805
    @travellermiraj2805 3 года назад

    💗💗💗

  • @kafistales
    @kafistales 2 года назад

    nice presentation

  • @rahimalli682
    @rahimalli682 3 года назад

    Amader sylhet 🔥🔥

  • @LitonUrmiCoupleVlogs
    @LitonUrmiCoupleVlogs 2 года назад

    khub valo vedio

  • @sylotibaha830
    @sylotibaha830 3 года назад +2

    সিলটীদের মাতৃভাষা বাংলা নয়। সিলটীদের মাতৃভাষা হলো সিলটী ভাষা আর লিখার জন্য যে লিখিত রূপে বর্ণমালা বা অক্ষর গুলোর ব্যাবহার করা হয় তার নাম সিলটী নাগরী লিপি।
    সিলটের প্রাচীণ নাম ছিলো (শ্রী হট্ট) মানে (ঐশ্বর্যের হাট) বা সৌন্দর্যের হাট। তখন সিলট ছিল ভারতের আসাম রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য আসামিদের সাথে সিলটীদের ভাষার এবং সংস্কৃতির অনেক মিল আছে। সিলটীরা মুসলমান হওয়ায় ১৯৪৭ সালে সিলটীদের গনভোটের মাধ্যমে আসাম রাজ্য থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যায়। পরে ১৯৭১ সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ সিলট কে সাথে নিয়ে স্বাধীনতা লাভ করে। এভাবে বাংলাদেশ সিলট কে জয় করে বাংলাদেশের অংশ বানিয়ে নেয়। আসাম এবং মেঘালয়ের অধিকাংশ মানুষ সিলটী ভাষায় কথা বলেন এবং সিলটী নাগরী লিপিতে লিখেন। দেশ ভাগের পর নতুন নাম দেওয়া হয় সিলট। যাকে ঢাকাইয়ারা বানিয়ে বইয়ে নাম দিয়েছে *সিলেট*। আসল নাম হলো (সিলট)। সিলট কে ঐশ্বর্যের হাট বলার কারণ ছিল ইরান, ইরাক, ইয়ামান, তুর্কি, আরবদেশের মতো অনেক দেশ থেকে বিদেশীরা সিলটে এসে ব্যাবসা বাণিজ্য এবং ইসলাম ধর্ম প্রচার করতেন। সিলটিদের কারো পূর্ব পুরুষরা আসল বাংলাদেশি ছিলেন না। সিলটীদের পূর্ব পুরুষরাই ঐসব দেশের বিদেশিরা যারা সিলটে বানিজ্য করতে এসে জায়গা কিনে থাকা শুরু করে দিয়েছিলেন। আমার নানুর মুখ থেকে শোনেছি আমার পূর্ব পুরুষরা ২০০ বছর আগে (ইরাকের রাজধানী) বাগদাদ থেকে এসেছিলেন জাহাজ দিয়ে বাংলাদেশে বানিজ্য করার জন্য। সিলটী ভাষায় ৫০ ভাগ শব্দ আছে যা হলো ফারসি, তুর্কিস এবং আরবি। বাকি ৫০ ভাগ সংস্কৃত শব্দ থেকে আবিষ্কার হয়েছিল। সিলটী ভাষা ৯০০ বছরের ও পুরনো প্রাচীণ একটি ভাষা। সিলটী নাগরী লিপি হলো সিলটী বর্ণমালা যা বাংলা বর্ণমালা থেকে অনেক আলাদা। সিলটী ভাষা বলা এবং লিখার অক্ষর গুলো বাংলা থেকে পুরোই আলাদা। সিলটী ভাষা বাংলা নয়, বা বাংলার থেকে উৎপত্তি হওয়া কোন আঞ্চলিক ভাষা নয় বা বাংলার উপভাষা নয়। সিলটী ভাষা নিজেই একটি ভাষা। সিলটী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। সিলট অঞ্চলের ইতিহাস অনেক প্রাচীণ। সিলটের ইতিহাস আমাদের সবার জানা জরুরী কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশে বিদ্যালয়ে আমাদেরকে এসব শিখানো হয় না। সব বাংলাদেশিদের উচিৎ সিলটের মতো একটি প্রাচীণ, ধনী, ঐতিহাসিক, সমৃদ্ধশালী, ঐশ্বর্যীক, পবিত্র এবং সুন্দর অঞ্চল কে নিয়ে বুক ফুলিয়ে গর্ব করা। সিলট আমাদের সবার গর্ব। আমি সিলটী হিসেবে নিজেকে গর্বিত মনে করি।🇧🇩

    • @GUULLIVER
      @GUULLIVER 2 года назад

      এইসব বিকৃত ইতিহাস অন্যখানে গিয়া বল গাধা কোথাকার!!!

  • @Shohag.Ahmed.
    @Shohag.Ahmed. 3 года назад

    Nice video 💕💕💕💕

  • @colorfulislife_md_roki1014
    @colorfulislife_md_roki1014 2 года назад

    Vah! Khob khob sondor

  • @noobseegaming8220
    @noobseegaming8220 3 года назад

    ❤❤

  • @farialtanivlogz4571
    @farialtanivlogz4571 3 года назад

    Vlo laglo

  • @01818990828
    @01818990828 3 года назад

    thank u so much.

  • @Candidweddingphotographers
    @Candidweddingphotographers 3 года назад

    Background gan ta ki? Plz share korbe.
    Jakhon apni noukar te jawar time

  • @Mobarak360
    @Mobarak360 3 года назад

    Very Good Jobs

  • @shortsworld9206
    @shortsworld9206 3 года назад

    amio board bazar area te thaki but apnr video deklm ajk .

  • @khursheedkhan8188
    @khursheedkhan8188 2 года назад

    valo

  • @rinkusharmavlogs5833
    @rinkusharmavlogs5833 2 года назад

    Nice

  • @kamrulhashansaif2056
    @kamrulhashansaif2056 3 года назад

    ওয়ালাইকুম আসসালাম প্রিয় দেখা শুরু করলাম