যার তরে প্রাণ কাঁদে গো তারে কি আর পাবো দেখা। live stage programme audio

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • গানের নাম :- যার তরে প্রাণ কাঁদে গো তারে কি আর পাবো দেখা। live stage programme audio
    কণ্ঠে :- কানাই দাস বাউল
    রচয়িতা :- অনন্ত গোসাঁই
    অনুষ্ঠান :- বোড়াল বাউল ফকির উৎসব উজান ধারা 2021
    স্থান :- বোড়াল সরল দীঘি
    তারিখ :- 31/01/2021
    .......... .......... .......... .......... .......... ..........
    লিরিক্স :- যার তরে প্রাণ কাঁদে গো
    তারে কি আর পাবো দেখা। (3)
    ও তার ধাম জানিনা থাকে কথায় (1)
    নাম শুনেছি প্রেম মাখা।
    যার তরে প্রাণ কাঁদে গো
    তারে কি আর পাবো দেখা।
    অনেক দিন দেখি নাই তারে
    দেখবো দেখবো ইচ্ছা করে
    সে যে আমার সঙ্গে ঘুরে
    সে যে আমার অঙ্গে ভরে
    মদন মোহন রাখা কথা
    যার তরে প্রাণ কাঁদে গো
    তারে কি আর পাবো দেখা।
    এত কাঁদি উত্তর দেয় না
    এত ডাকি ডাক শোনেনা
    ডাকলে আমার কাছে আসে না
    স্বভাব কি তার লুকিয়ে থাকা
    যার তরে প্রাণ কাঁদে গো
    তারে কি আর পাবো দেখা।
    নাম শুনেছি অনাথ বন্ধু
    পার করো হে ভবো সিন্ধু
    নিদান কালে পরম বন্ধু
    নিধন কালে পরম বন্ধু
    স্মরণে মরণ সখা
    যার তরে প্রাণ কাঁদে গো
    তারে কি আর পাবো দেখা।
    গোসাঁই বলে অনন্ত রে
    দেখা পেলে দিসনা ছেড়ে
    এই নিশানা বলি তোকে (তার )
    মরণ কালো ভঙ্গে মাখা।
    যার তরে প্রাণ কাঁদে গো
    তারে কি আর পাবো দেখা।
    ধাম জানিনা থাকে কথায়
    ও '''''মন আমার
    নাম শুনেছি প্রেম মাখা।
    যার তরে প্রাণ কাঁদে গো
    তারে কি আর পাবো দেখা।
    ______________________________________

    দাবিত্যাগ!
    আমি এই গানের কোনো মালিক নই, সমস্ত কৃতিত্ব তাদের নিজ নিজ মালিক এবং শিল্পী এবং প্রযোজকদের। শোনার জন্য ধন্যবাদ। ❤️

Комментарии •