আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন ড. ইউনূস | Al-Azhar University | Egypt | Dr Yunus | Jamuna TV
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #dryunus #interimgovernment #egypt
মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে যোগ দেয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়টিতে যান।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সালামা দাউদ ড. ইউনূসকে স্বাগত জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাহমুদ সিদ্দিকও উপস্থিত ছিলেন।
এর আগে, ডি-৮ সম্মেলনের মূল পর্বে অংশ নেন ড. ইউনূস। তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে ডি-৮ভুক্ত দেশগুলোর নেতাদের আহবান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, আগামী দিনের উৎপাদন ও সেবাভিত্তিক অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন উপাদানের কল্যাণে ক্রমশ পরিবর্তন হচ্ছে। তরুণ প্রজন্ম সেই প্রযুক্তিকে দক্ষভাবে কাজে লাগাচ্ছে। এক্ষেত্রে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানান তিনি।
ড. ইউনূস নতুন প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে জোর দেন। সেই উদ্যোগকে এগিয়ে নিতে ২০২৫ সালে প্রথম বহুপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তাবও করেন তিনি।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন ড. ইউনূস | Al-Azhar University | Egypt | Dr Yunus | Jamuna TV
⨳𝗔𝗯𝗼𝘂𝘁 𝗝𝗮𝗺𝘂𝗻𝗮 𝗧𝗲𝗹𝗲𝘃𝗶𝘀𝗶𝗼𝗻⨳
Jamuna Television Limited is a privately owned news and current affairs television channel in Bangladesh, Jamuna Television is also known as Jamuna TV. Founded in 2014, it is owned by the Jamuna Group. Jamuna Television strives to evolve into a truly national television network for the nation, a full national and international television network for the people of Bangladesh, not just those in urban areas and the suburbs, but for all people, in every part of the nation.
⨳𝗖𝗼𝗻𝘁𝗲𝗻𝘁 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀 & 𝗣𝗲𝗿𝗺𝗶𝘀𝘀𝗶𝗼𝗻𝘀⨳
JAMUNA TV retains exclusive rights to all content featured on this channel. JAMUNA TV maintains exclusive ownership of all content and extends no authorization for its use to any commercial entity or individual, except with express permission granted by JAMUNA TV (JAMUNA Television Limited).
© All rights reserved to Jamuna Television LTD, 2024.
⨳𝗙𝗶𝗻𝗱 𝘂𝘀 𝗼𝗻 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸⨳
Jamuna Television ► / jamunatelevision
Jamuna TV ► / jamunatvglobal
Jamuna Television (Group) ► / jamunatelevisionofficial
Jamuna Sports ► / jamunasportsworld
Jamuna Entertainment ► / jamunaentertainment
⨳𝗠𝗼𝗿𝗲 𝗼𝗻 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲⨳
Jamuna TV Plus ► / @jamunatvplus
Jamuna Sports ► / @jamunasport
Jamuna Entertainment ► / @jamunaentertain
Probashey Bangladesh ► / @probasheybangladesh
Jamuna TV Bulletin ► / @jamunatvfullbulletin
⨳𝗙𝗶𝗻𝗱 𝘂𝘀 𝗼𝗻𝗹𝗶𝗻𝗲⨳
website ► www.jamuna.tv
Instagram ► / jamunatv
Telegram ► t.me/JamunaTel...
WhatsApp ► whatsapp.com/c...
Tiktok ► / jamunatelevisionofficial
Twitter ► x.com/JamunaTV
Thread ► www.threads.ne...
⨳𝗛𝗮𝘀𝗵𝘁𝗮𝗴𝘀⨳
#jamunatv #news #নিউজ #যমুনা #যমুনা_টিভি #jamunanews #banglanews #newsbangla #bdnews #jamunatv_youtube
⨳𝗞𝗲𝘆𝘄𝗼𝗿𝗱𝘀⨳
latest bangladeshi news | যমুনা টিভি | bangla tv news | Jamuna TV | Jamuna news | আজকের খবর | Jamuna Television | bangla songbad | বাংলা সংবাদ | news | news today | খবর | নিউজ | Bangla News | Jamuna TV BD | Bangladeshi television | Live News | Live TV | TV | dr mohammad younus | interim government bangladesh | dr yunus news | মুহাম্মদ ইউনূস | interim government | ড. মুহাম্মদ ইউনূস | new government | dr yunus bangladesh | bangladesh new government | ইউনূস | dr yunus | dr yunus interview | dr yunus nobel prize | muhammad yunus |
কি অদ্ভুত একটা মানুষ
আলহামদুলিল্লাহ ❤🎉
ঠিক বলেছেন তিনি খুবই ভদ্র শান্ত একজন মানুষ❤ আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক আমিন
1:56
বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে পারলেও আল আজহার বিশ্ববিদ্যালয়ে কখনো ভাষণ দিতে পারে নাই , কারন উনি শুধু সুদ ব্যবস্থা ও মাইক্রো ক্রেডিট সম্পর্কে ভাষণ দিয়ে থাকেন।।
❤❤❤
আমিন
কি চমৎকার ব্যক্তিত্ব।
রাষ্ট্রপ্রধান হিসেবে উনি সারা বিশ্বে বাংলাদেশকে সন্মানিত করেছেন।
👍
আমার এমন জাতি
ভাল মানুষ কদর করতে পারিনা।
আমরা জাতি হিসাবে লজ্জত
রাইট
Right
কি হাসিখুশি মুখ।
এত বড় একজন জ্ঞানী মানুষ অথচ কোন হিংসা বিদ্বেষ অহংকার নাই। সত্যিই বাংলাদেশের মানুষ আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়ে গর্বিত
আলহামদুলিল্লাহ ❤❤❤
ডক্টর ইউনুস স্যারকে উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা গর্বিত
যায় বলুক, একটা কথা মানতেই হয় স্যারের ইংলিশ এক্সেন্ট আলসেই সুন্দর
বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে পারলেও আল আজহার বিশ্ববিদ্যালয়ে কখনো ভাষণ দিতে পারে নাই , কারন উনি শুধু সুদ ব্যবস্থা ও মাইক্রো ক্রেডিট সম্পর্কে ভাষণ দিয়ে থাকেন।।
ভাই, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যদি আপনারা একটু বেশি ফোকাস দিতেন তাহলে সাধারণ মানুষের মন জয় করে নিতে পারতেন। আমি জানি আপনারা বসে নেই কিন্তু আওয়ামী শত্রুরা সাধারণ মানুষকে ইমোশনাল করে বর্তমান অন্তবর্তী সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার সর্বত্র পায়তারা করছে।
ধন্যবাদ ভাই। ভালোবাসা নিবেন ❤❤❤
Agree with you.
ভাই, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যদি আপনারা একটু বেশি ফোকাস দিতেন তাহলে সাধারণ মানুষের মন জয় করে নিতে পারতেন। আমি জানি আপনারা বসে নেই কিন্তু আওয়ামী শত্রুরা সাধারণ মানুষকে ইমোশনাল করে বর্তমান অন্তবর্তী সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার সর্বত্র পায়তারা করছে।
ধন্যবাদ ভাই। ভালোবাসা নিবেন ❤❤❤
এত বড় একজন নেতা বাংলাদেশের প্রধান উপদেষ্টা করা হয়েছে। এজন্য ছাত্রদেরকে ধন্যবাদ অবশ্যই দিতে হবে।
যে ব্যক্তি সারাবিশ্বের মাঝে পরিচিত।
❤❤❤❤
ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে
শুরু থেকেই শুনছি মাশা-আল্লাহ কি স্প্রিড কোথায় কত সুন্দর গুছানো কথা যতই শুনছি ততোই মুগ্ধ হচ্ছি,
আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন আমিন।
আমীন
যথা ব্যাক্তি তথা সন্মান!! তিনি গোটা জাতিকে সন্মানিত করেছেন। 😊❤
অবশ্যই
❤❤❤
আলহামদুলিল্লাহ এরকম নেতা পেয়ে আমরা গর্বিত আনন্দিত ❤❤❤
Alhamdulillah ai jonno sob jagai purus netar projon
মাশা-আল্লাহ। কি অদ্ভুত! কতটা স্মার্ট ব্যক্তিত্ব।
এতো সুন্দর ইংরেজিতে ভাষণ কোনো স্ক্রিপ্ট ছাড়াই। ভাবা যায় 😊😊❤
বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর সবচেয়ে যোগ্য রাষ্ট্রপ্রধান ডঃ মুহাম্মদ ইউনূস স্যার 🖤
আলহামদুলিল্লাহ্! আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, এমন যোগ্যতম একজন মানুষের হাতে বাংলাদেশের দ্বায়িত্ব দেওয়ার জন্য।
আর তৈল দিয়েন না,
তৈলের দাম এমনিতেই আকাশচুম্বী
@@shahidulislam3162 কেন আফসোস লীগ এর জ্বলে নাকি?
@@shahidulislam3162 ঠিকই বলেছেন ভাই, তৈলের দাম আকাশচুম্বী! তবে টেনশন নিয়েন না, সয়ে যাবে একসময় আমাদের মতোই। দেড় দশক পরে হঠাৎ টাকা দিয়ে কিনে খাচ্ছেন তো,তাই সমস্যা হচ্ছে। অপেক্ষা করেন, অভ্যাস হয়ে গেলে আর সমস্যা হবে না।
তোমার আব্বা লাগে ইউনুস??
@@emdadulhaq1180 আপনারা ভারতপন্থিরা এতো কুরুচিপূর্ণ অশ্লীল ভাষায় আক্রমণ করেন কেন ভাই?? আমার বুদ্ধির পর থেকেই দেখে আসছি ভারতপন্থি এবং ভারতবিরোধী জনগোষ্ঠীর বাকযুদ্ধ। এই দীর্ঘ সময়ে দেখেছি ভারতপন্থিরা বরাবরই ভারতবিরোধীদেরকে খুবই অশালীন, অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে। বিপরীতে ভারতবিরোধীরা ভারতপন্থিদেরকে শালীন ভাষায় "ভারতের দালাল" বলে বলে শুধু।
ডঃ মুহাম্মদ ইউনুস একজন ভালো মানুষ।তার প্রশংসা করলেই তিনি আমার আব্বা হওয়া লাগবে? আপনারা যখন আপনাদের নবী মুজিবরকে পূজা করেন, এটা কেন করেন?? তাকে আব্বা বলেও ডাকেন আপনারা! মজিবর কি আপনার মায়ের সঙ্গে শুয়ে আপনাকে জন্ম দিয়েছিল?
এই প্রোগ্রামে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ।
জীবনের স্মরণীয় একটি প্রোগ্রাম এটি। স্মৃতি হয়ে থাকবে।
সত্যিই মহান আল্লাহ আপনাকে অনেক সৌভাগ্য বান করেছে।
কত তারিখে হয়েছে এটা
এমন নেতা খুঁজে পাওয়া কঠিন। এমন একজন নেতা থাকলে দেশ উন্নয়ন করবেই ইনশাআল্লাহ। আর এমন নেতা দরকার যার জ্ঞান অপরিসীম এবং সবাই যাকে সম্মান করবে দেশের বাহিরে ও
মাশাআল্লাহ এ প্রথমবার বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপ্রধান পেয়ে আমরা গর্বিত
যেই দলই ক্ষমতায় আসুক না কেন,ইউনুস স্যারকে আজিবন রাস্টপতি হিসেবে দেখতে চাই,বাংলার গৌরব
ম্যান্ডেলার মতো ডাক্তার ইউনুসের
একটা স্মৃতির মুকুট হওয়া উচিৎ আমাদের বাংলাদেশ
❤
ডাক্তার না, ডক্টর
yes
বাংলাতে ডাক্তারই বলে
@@rustomkhan3974 যারা চিকিৎসা দেয় তাদের বাংলাতে ডাক্তার বলে, ওনি চিকিৎসক নন। ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত বা বিশেষজ্ঞ
মাসআল্লাহ সত্যিই অসাধারণ। এমন একজন মানুষ আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যোগ্য রাষ্ট্রপ্রধান। ছাত্রদের আত্মত্যাগ সফল হয়েছে। আমরা গর্বিত।
একদিন কোটি কোটি মানুষকে কাঁদিয়ে চলে যাবেন প্রিয় মানুষটি।দোয়া ও আশীর্বাদ রইলো প্রিয় স্যারের জন্য।
😢😢😢
🇸🇦 Zajakallah Khair From DAMMAM KSA 🇧🇩💕
😢😢
যেই দলই ক্ষমতায় আসুক না কেন,ইউনুস স্যারকে আজিবন রাস্টপতি হিসেবে দেখতে চাই,বাংলার গৌরব
😢😢😢😢
❤❤❤ ছোটবেলায় থেকে স্বপ্ন দেখতেছি একটা পুরুষ মানুষ আমাদের দেশটা শাসন করবে আর সেই স্বপ্নটা পূরণ হয়েছে আমরা গর্বিত ডক্টর ইউনুসের মতন এমন একজন উপদেষ্টা পেয়ে
আবারা তো সেই বিএনপি বা অন্য কোন দল আসবে
❤
BNP asle Tarek rahman prodanmontri hbe.khaleda zia hbena.@@jinatrahaman-ss2yc
Same
সহমত
এত সহজ বোধ্য ইংরেজি ভার্সন এর আগে কখনো শুনি নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশকে বিশ্বের মধ্যে তুলে ধরার জন্য।
আলহামদুলিল্লাহ আল আজহার ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, বিদেশের মাটিতে এরকম জাঁকজমকপূর্ণ কোন অনুষ্ঠানে দেশের রাষ্ট্রীয় কোন অতিথির আগমনে সত্যিই অসাধারণ লাগে।
শুধু অপেক্ষা করেন বাংলাদেশ আরো অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ কারণ যোগ্যতম ব্যক্তির হাতে বাংলাদেশের দায়িত্ব এখন
আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় ভাইয়া
Alhamdulillah
❤❤❤❤
আলহামদুলিল্লাহ চমৎকার উপস্থাপনা
হে আল্লাহ এই বয়োবৃদ্ধ মানুষটিকে নেক হায়াত দান করুন।
আমিন
Ameen
আমিন
Amin
আমিন
এতো দিন এরকম একজন শিক্ষিত , মার্জিত এবং অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন লোকটিকে সম্মান করা হয়নি । আল্লাহ উনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন।
যতই দেখি ততই ভালো লাগে বাহ কি অসাধারণ কথা মাশা আল্লাহ
মানুষ কত আন্তরিক ভাবে আমাদের উপদেষ্টা কে সম্মান জানাচ্ছে কত ভালো লাগছে।সেলুট স্যার কে।
ভালো মানুষ গুলো কে আল্লাহ্ অবশ্যই সম্মানিত করেন। প্রফেসর ডা.ইউনুস স্যার বাংলাদেশের গর্ব। আল্লাহ্ উনাকে সুস্থ ও ভালো রাখুন।
আমি ইংরেজি বুজি না,,তার পরেও তার কথা গুলো শুনতে অনেক ভালো লাগে,,ভালবাসি স্যার আপনাকে
সবাই এক মত হও আগামী ৫ বছর ডক্টর ইউনুস স্যার কে চাই
আলহামদুলিল্লাহ আমরা এরকম উপদেষ্টা পেয়ে আল্লাহর কাছে লাখো শুকরিয়া
On behalf of all international students, thank you very much sir. I don't want to be an international student. Sir, everyone please pray for our beloved sir. I was at a conference in China,,❤
যেই দলই ক্ষমতায় আসুক না কেন,ইউনুস স্যারকে আজিবন রাস্টপতি হিসেবে দেখতে চাই,বাংলার গৌরব
@@ShahidulIslam-dr2oz আপনার সঙ্গে আমি একমত কিন্তু বিরুদ্ধে দলীয় নেতারা মনে হয় না দিবে
নিজের বুঝ হবার পর থেকে ইচ্ছে ছিলো একজন পুরুষ সরকার দেখার আল্লাহ ইচ্ছে পূরন করছে আলহামদুলিল্লাহ দোয়া রইলো ইউনুস স্যারের জন্য
এই বয়সে এসেও উনি কোনো স্কিপ(লেখা) না নিয়ে এতো প্রাণবন্ত, মন মুগ্ধতা, সত্যি ঈর্শণীয়❤🇧🇩
আরো অনেক কিছু দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশ এখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কারণ যোগ্যতম ব্যক্তির হাতে বাংলাদেশ এখন সৌভাগ্যবান হয়ে পড়েছে
সহমত অথচ আমাদের প্রতিবেশী রাষ্ট্রের PM কে স্কীপ্ট পূর্বে লিখে দিয়ে সামনে টেলিপ্রম্পটার সেট করে দিতে হয়🥴!
@@KamrulHasan-re9uhtui sob janis us er parlament e modir English bhason son er cheyeo bhalo
@@SOUMAJITDAS-hq7zy ভাই গবর খাইয়া লেখছোস নাকি 😂😂
@@SOUMAJITDAS-hq7zy Nobel winner VS Tea Seller
আপনাকে পেয়ে আমরা সত্যিই গর্বিত ❤
যতই তাকে দেখি ততই আলহামদুলিল্লাহ মুগ্ধ হই।
আল্লাহ তাকে কতই না সম্মান দিয়েছন 😊
পৃতিবীর অনেক মহা মানবের ইতিহাস পড়েছি কিন্তু দেখিনাই নিজের জীবনে দেখলাম জীবিত মহা মানব ডক্টর মুহাম্মদ ইউনুস স্যার
আললাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন
Right ❤
ভাই রাষ্ট্র সংস্কারে যেকোন রাজনৈতিক দলের বিপক্ষে শক্ত অবস্থানে দাড়াতে হবে দরকার হলে।
আল্লাহ তায়ালা ওনাকে অনেক দিন বাচিয়ে রাখুক ও নেক হায়াদ দান করুক সালাম স্যার আপনাকে
অসাধারণ, জাস্ট অসাধারণ স্যার। As a Bangladeshi, I really proud of sir. এমন একজন স্বপ্ন বিলাসী, স্বপ্নদ্রষ্টা দেশনায়ক বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। আপনাকে যতই দেখি ততই বিস্মিত হই, উচ্চাকাঙ্খী হই।
এই বয়সেও এত smart, always jolly minded. So great sir.
মাশাআল্লাহ ,এক কথায় অসাধারণ❤
মানুষটা কথা শুনলেই মুগ্ধ হয়ে যায়। কি ব্যক্তিত্ব,যা সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করে। বাংলাদেশি মানুষ হিসাবে আমি গর্বিত, এমন একজন রাষ্ট্রনায়ক অল্প সময়ের জন্য হলেও পেয়েছি। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।
ইন শা আল্লাহ তাঁর হাত ধরে দেশ অনেকদূর এগিয়ে যাবে
ডঃ ইউনুস স্যারকে পেয়ে আমারা বাংলাদেশের মানুষ গর্বিত। স্যার আপনি সত্যিই একজন দেশপ্রেমিক।
আজীবন এই গল্প করতে পারবো।
আমাদের দেশেও সেই ছেলে হয়ে ছিল।
কথায় বড় না হলেও কাজে বড় ছিলেন।
আমি গর্বিত আপনাকে রাষ্ট্র প্রধান হিসেবে পেয়ে।
কি অসাধারণ মনমানসীকতার মানুষ মনটা কতটা ভালো মানুষটাও যথেষ্ট ভালো মাসাআল্লাহ অসাধারণ আল্লাহ রাব্বুল আলামীন ডঃ ইউনুস স্যার কে নেক হায়াত দান করেন আমীন, আমাদের সবার জন্য একজন ভালো মানুষ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ এমন একটি মানুষ। বাংলাদেশের গর্ব ডক্টর ইউনুস স্যার।
আলহামদুলিল্লাহ, স্যার ডঃ মুহাম্মাদ ইউনুস কে আমার প্রান ঢালা অভিনন্দন
এমন একজন যোগ্য উপদেষ্টা নাই বাংলাদেশের মাটিতে প্রথম পাইছে বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ ❤
বাংলাদেশে উন্নতির জন্য এই মানুষটাকে আল্লাহ দীর্ঘজীবী করুক
এই মানুষটাকে আল্লাহ এতো সম্মান দিয়েছেন যে দুনিয়ার সব দেশের মানুষ তাকে ভালোবাসে। ❤❤❤ ডা.ইউনূস গরীবের বন্ধু❤️❤️❤️।
কি অদ্ভূত একটা মানুষ,,, সকলের ভালোবাসা অর্জন করতে সক্ষম।
অসাধারণ ব্যাক্তিত্ব❤
যিনি আমাদের রাষ্ট্রপ্রধান👏🖤
অসাধারণ ব্যক্তিত্ব, আল্লাহ বয়োবৃদ্ধ মানুষটির নেক হায়াত বৃদ্ধি করুক ❤ 🇧🇩
অসাধারণ। প্রথম ডক্টর ইউনুস স্যারের বক্তব্য শুনলাম। এরকম সাবলীল ভাষায় সুন্দর বক্তব্য আর শুনিনি। আল্লাহ বাংলাদেশের গর্ব স্যারকে সুস্থ রাখুক এই দোয়াই করি।
উনি এমন একটা মানুষ যার কোনো
বক্তব্যে নেগেটিভ কমেন্ট দেখিনি।
আলহামদুলিল্লাহ এমন একজনকে অবশেষে রাষ্ট্রনায়ক হিসেবে পেয়ে আমরা সকলে ধন্য।❤
একমাত্র হাসিনা ভাল পায় না।
সত্যি ই একজন অসাধারণ ব্যক্তি । যতই উনার বক্তব্য শুনছি আশ্চর্য হই । এমন ব্যক্তি আমাদের দেশের জন্য প্রয়োজন।
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুস কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুক।।
Amin
আমিন
আলহামদুলিল্লাহ এমন একজন মানুষ কে দেশে জন্য পেয়ে। এই মানুষের মূল্য হয় না।উনি অমূল্য রত্ন আমাদের জন্য।
ওনার চিন্তাধারা গুলো অসাধারণ। সাধারণ মানুষের কথা চিন্তা করা একজন লিডার পেলাম।
আমরা সারাবিশ্বে সুবিশাল সন্মানের আসনে উন্নীত মহান প্রতিপালক আল্লাহ র অনুগ্রহে ড.মোহাম্মদ ইউনুসের জন্য।
আমি গর্বিত আমার দেশকে নিয়ে এগিয়ে যাক আমার প্রিয় বাংলাদেশ
বাংলাদেশিদের জন্য এটা যথেষ্ট সম্মানের ❤❤❤❤ 💪💪💪🇧🇩💪💪💪
আমরা সত্যি গর্বিত এমন একজন উপদেষ্টা পেয়ে।
আমি সেই ২০০৬ সালে যখন নোবেলবিজয়ী হয়েছেন তখন থেকেই মনে প্রাণে চাইতাম ড: মুহাম্মদ ইউনুস যেন বাংলাদেশের প্রধান মন্ত্রী হয়। এত বছর পর সেই আশা পূর্ণ হইছে আলহামদুলিল্লাহ।
Same in here 🌹🇧🇩♥️
Afroza jannat Assalamu alaikum
@@mamaamarma2744
Walaikum Assalam wa rahmahtullahi wa barkatuh.
same
এক অদ্ভুত মায়া,এক অদ্ভুত ভালাবাসা আপনার জন্য আমার মাননীয় প্রধান উপদেষ্টা।
আপনি অনেক সুন্দর ও সুন্দরের সংজ্ঞা,বৈশিষ্ট্য ও উদাহরণ দিয়ে এই বাংলাদেশসহ পুরো পৃথিবীতে আলোকিত হয়ে আছেন এবং থাকবেন।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আপনাকে সাহায্য করবেন।
কি একজন রাষ্ট্র নায়ক পেলাম আমরা অসাধারণ ব্যাক্তিত্ব ওনার কথা শুনলেই বুকটা ভরে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো আগে কেন আসেননি স্যার
আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত। একজন সন্মানিত উপদেষ্টা পেয়ে।আল্লাহ পাক সুস্থ এবং নেক হায়াত দান করুক আমিন।
হাজার বছর বেঁচে থাকুক নেতা আলহামদুলিল্লাহ
I love this man, Respect.
Such a great and wise man-no jealousy, no hatred, or arrogance. The people of Bangladesh are truly proud to have you as the head of state.
আমরা বাংলাদেশের মানুষ। ডক্টর ইউনূস স্যারকে রাষ্ট্র প্রধান হিসাবে পেয়ে গর্বিত
🎉🎉❤❤🎉🎉
আলহামদুলিল্লাহ। অসাধারণ একজন মানুষ ❤❤❤
সত্যিই তুমি মহান ডক্টর অধ্যাপক ইউনুস। আমি তোমার মতো নেতাই চাই। যে যাই বলুক। ধন্যবাদ তোমাকে অনেক।
আমার জানা মতে মহান শব্দ শুধু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যায় ।একটু জেনে নিয়েন প্লিজ
আলহামদুলিল্লাহ এরকম নেতা পেয়ে আমরা গর্বিত আনন্দিত
অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ। ❤
উনাকে ৫ বছরের জন্য ক্ষমতায় চাই, উনাকে হারাইতে চাইনা। কি অসাধারণ বক্তব্য আহহ, হে আল্লাহ তুমি উনাকে দীর্ঘজিবি করুন।
আমরা সাধারণ জনগণ এবং প্রবাসীরা চাচ্ছি ডক্টর ইউনুস স্যার কমপক্ষে 5 বছর ক্ষমতায় থেকে দেশকে উন্নয়ন গড়ে তুলুক।
আলহামদুলিল্লাহ ডক্টর মুহাম্মদ ইউনুস স্যারকে রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়ে আমরা গর্বিত।
যেই দলই ক্ষমতায় আসুক না কেন,ইউনুস স্যারকে আজিবন রাস্টপতি হিসেবে দেখতে চাই,বাংলার গৌরব
আসসালামু আলাইকুম অনেক সংগ্রাম করে এরকম নেতা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া
সত্যিই একজন সাদা মনের মানুষ অসাধারণ ব্যক্তিত্ব আল্লাহতালা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক আমিন।
চা বিক্রেতা আর নবেল বিজয়ী পার্থক্য থাকবেই
100% true
একদম ঠিক
Right
Bhai dorkari NAI khocha daoar oder Niya vabar amader time NAI. Ora amader level a Aste parbe na.
👍👍💪💪💪💪💔💔💔
আলহামদুলিল্লাহ আমরা ইউনূস স্যারকে পেয়ে গর্বিত। যাকে পুরো পৃথিবী সম্মান করে।
He is truely a grest humanbeing . Such a learned, . We are proud for him . He is our pride . We love him , respect him , admire him .
এক কথায় অসাধারণ ছিলো
আল্লাহ তায়ালা তার জ্ঞান অনুযায়ী তাকে সম্মান দান করেন।
যে জ্ঞান অর্জন করে এবং সেই জ্ঞানকে কাজে লাগায়। তার সম্মান সর্বত্র। 🥰
প্রমান: মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ড. ইউনুস। ❤️
আল্লাহ যাক খুশি সম্মান দান করে আবার যাক খুশি সম্মান কেড়ে নেই। আল্লাহ সবশক্তিমান। 🤲🤲🤲🤲
অনেক দিনের একটা সপ্ন ছিলএমন একজন রাষ্টনায়ক দেখার, যার কথাগুলো সত্যিই অসাধারণ ❤❤❤❤
বড় চমৎকার ও অদ্ভুত ব্যক্তি মাশাআল্লাহ❤ এগিয়ে যাও বাংলাদেশ 🇧🇩
অসাধারণ ব্যক্তিত্ব ❤
আমরা বাংলাদেশের মানুষ সত্যিই গর্বিত।
আপনাকে ধন্যবাদ ♥️🥰
Alhamdulillah..
আমি গর্বিত একজন বিশ্ব বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পেরে।
কালকের অনুষ্ঠান আমাদের সব আজহারিয়ানদের জন্য অনন্য একটা অনুষ্ঠান ছিল।
আল্লাহ তাআলা স্যারকে হায়াতে খিজরী দান করুন আমীন ❤️
আল্লাহর কাছে শান্তি কামনা করি ❤ডঃ মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ ❤
আমরা এমন একজন উপদেষ্টা পেয়ে বাংলাদেশের সবাই গর্বিত।
ড.মোহাম্মদ ইউনুস স্যার কে অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।👍🌹🇧🇩
ভারত বাংলাদেশের চিরশত্রু কে কে একমত লাইক করেন.......
সমন্বয়ক সারজিস আলম
Israel ❤
Right
আপনি ঠিক বলেছেন❤️
ভাই সুধু ভারতের জন্য গুপন একটা বাহিনী গটন কইরা রাকে ভবিষ্যতে কজে দিবে, যাতে তারা ভারাতের বিতরে সারা বছর বিশৃঙ্খলা লাগিয়ে রাকে ভারতকে ব্যস্তরাকে আমাদের বিরুদ্ধে চুখ না দিতে পারে
❤❤❤❤❤❤
এক কথায় অসাধারণ ব্যাক্তিত্ব। সবসময় ভালোবাসা দোয়া রইল
Marry him and have a beautiful kid with him 😻 and rule bangladesh together for 50 years
@@AniketSingh-xs4in ontore jala....jalaaaa jalaaaaa😂😂😂😂😂😂
আজ অবধি ডিম্ আর আলুর দাম কমল না. ভাষণ শুনে কি হবে
আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা আপনাকে আরও অনেক বেশি সম্মানিত করুক। আমিন❤❤❤
আমার মতে পৃথিবীর সকল মানুষ উনাকে সবচেয়ে উর্ধ্বে রাখবে পছন্দের তালিকায় সামান্য কিছু অমানুষ ব্যাতীত। মহামান্য উপদেষ্টার প্রতি সশস্ত্র সালাম রইলো।
আপনার কথা শুনে বারবার মুগ্ধ হই আপনার মত উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা গর্বিত
বিশেষ করে ওনার হাসিটা মাশাল্লাহ অনেক সুন্দর😊
পৃথিবীর সবচেয়ে দামি লাইন.!
لا إله إلا الله محمد رسول الله😍
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:)
এরকম একটা নেতা পেয়ে আমরা বাংলাদেশী হিসেবে সত্যিই গর্বিত
কি চমৎকার একটা মানুষ । উনাকে মনে হয় খুব কাছের মানুষ , আমার যেকোনো আপদে বিপদে উনাকে পাশে পাব, যেন আমার পরিবারের প্রধান মানুষ!
আলহামদুলিল্লাহ ।
সব কমেন্টস পড়লাম কিন্তু একটাও নেগেটিভ কমেন্ট পেলাম না।
আল্লাহ যাকে সম্মানিত করেন।
কোন বান্ধার শক্তি নেই তাঁকে অসম্মানিত করার।
আপনার হাত ধরে বাংলাদেশ অনেকদূর এগিয়ে যাবে ইনশাল্লাহ।স্যালুট স্যার।।
অসাধারণ সাবলীল সহজবোধ্য ইংরেজী ❤❤❤ স্যারের কথা যতই শুনি শুনতেই মন চায়🎉
আলহামদুলিল্লাহ আমরা এমন মানুষকে পেয়ে অনেক গর্ববোধ করি
আলহামদুলিল্লাহ। আসলেই অনুষ্ঠানটি অনেক চমৎকার মনমুগ্ধকর ছিল আমরা সবাই চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে ছিলাম❤❤❤
ডাঃ মুহাম্মদ ইউনূস স্যার গর্ব আমাদের বাংলাদেশের এবং বিশ্ব বাসির কছে অনেক অপরিচিত মুখ,, স্যার কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ,,
পরিচিত